Tag Archives: Accident

Malda News: এক বাইকে তিনজন, নেই কারও কোনও হেলমেট… ফল হল সাংঘাতিক! সব শেষ

মালদহ: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই জনের। ঘটনায় গুরুতর জখম আরও দুই জন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের বামনগোলা ব্লকের তিতপুর এলাকায় রাজ্য সড়কে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বাইক আরোহীদের নাম অভিজিৎ রায়(২৯), বাড়ি পাকুয়াহাট এলাকায় ও বিমল ব্যাপারি(৩৭)।  আশঙ্কাজনক অবস্থায় অপর দুই আহত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বাইকে তিনজন বিনা হেলমেটে দ্রুত গতিতে পাকুয়াহাটের দিক থেকে বামনগোলা যাচ্ছিল। অপর একটি বাইক বামনগোলা থেকে পাকুয়াহাট আসছিল। রাজ্য সড়কের উপর তিতপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের। স্থানীয়রা তড়িঘড়ি বাইক আরোহীদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ।

হরষিত সিংহ

Bhubaneswar Howrah Shatabdi Express: ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক! গন্তব্যে পৌঁছতে দেরি, রইল ভিডিও

কটক: ভোরবেলায় বিপত্তি৷ ফের দুরপাল্লার ট্রেনে আগুন আতঙ্ক৷ ওড়িশার কটক স্টেশনে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বৃহস্পতিবার সকালে ৬টা ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা বলে জানা গিয়েছে৷

ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে সেই সময় কটক স্টেশনে দাঁড়িয়েছিল৷ সেখানেই হঠাৎ করে ট্রেনের কোচ থেকে কালো ধোঁয়া দেখতে পারেন যাত্রীরা৷ ২ নম্বর প্ল্যাটফর্মে একটি কোচের নিচ থেকে ধোঁয়া বেরতে থাকে৷ এরফলে মুহূর্তে হইচই পড়ে যায় ট্রেনে৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে৷ অনেকে আবার ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করেন৷

আরও পড়ুনIndian Railways: বছরের শেষে উত্তরবঙ্গে পর্যটকের ভিড়, যাত্রীদের জন‍্য চালু স্প‍েশ‍্যাল ট্রেন

তবে সঠিক সময় ফারার সার্ভস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন৷ ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে৷ এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে যে হাওড়া-জনশতাব্দী এক্সপ্রেস কটক রেলওয়ে স্টেশনে থামার জন্য ব্রেক লাগালেই একটি কোচের চাকা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে৷ তারপরই আগুন ছড়িয়ে পড়ে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্টেশন আধিকারিকরা এবং দমকল কর্মীরাও এসে পৌঁছয় ঘটনাস্থলে৷ খুবই অল্প সময়ের মধ্যে আগুন আয়ত্তে আসে৷ কিছুক্ষণ পরীক্ষা নিরিক্ষার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়৷ কটক থেকে ৭.১৫ মিনিট নাগাদ রওনা দেয় হাওড়া-জনশতাব্দী এক্সপ্রেস৷ এই ঘটনায় কোনও হতাহতে খবর নেই৷ ক্ষয়ক্ষতিও কিছু হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷

তবে রেল সূত্রে জানানো হয়েছে, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সামান্য ধোঁয়া দেখা গিয়েছে। তবে তা তেমন বড় আকার ধারণ করার আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আগুন লাগার ফলে প্রায় ৩০ মিনিট মতো ট্রেন চলাচল ব্যাহত হয়। ফলে গন্তব্যে পৌঁছতে স্বাভাবিকভাবেই কিছুটা ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

Uttar Dinajpur: দেড় বিঘা জমি নিয়েই যত কাণ্ড! ভয়াবহ সংঘর্ষ দুই পক্ষের, জখম ৯

উত্তর দিনাজপুর: জমি বিবাদকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। দুই পক্ষের সংঘর্ষে জখম ৩ মহিলা-সহ ৯ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মিশ্রিগছ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বিঘা জমি নিয়ে জমিরুদ্দিন সঙ্গে মহম্মদ মুসলিমের বিবাদ চলছিল। সেই বিবাদই চরম পর্যায়ে পৌঁছায়।মুসলিমের লোকজন ওই জমিতে চাষ করতে গেলে জমিরুদ্দিনের লোকজন বাধা দিতে চায়।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি! প্রায় পাঁচ ঘন্টা পর সম্পূর্ণ স্বাভাবিক মেট্রো পরিষেবা

এই ঘটনায় দুই পক্ষের ৩ মহিলা-সহ মোট ৯ নয়জন জখম হয়। জখমদের উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংঙ্কাজনক। আহত ব‍্যক্তিদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Accident: মর্মান্তিক দুর্ঘটনা, এক ধাক্কাতেই সব শেষ! মৃত ১, গুরুতর জখম শিশু

রামপুরহাট: যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব‍্যক্তির। ঘটনায় গুরুতর জখম হয়েছে এক শিশু কন্যা-সহ আরও দুজন। আজ দুপুরে পথ দূর্ঘটনাটি ঘটেছে রাণীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার মাঝখন্ড গ্রামের কাছে।

প্রত্যক্ষর্শীরা জানান, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি যাত্রী বোঝাই বাস সিউড়ি থেকে রামপুরহাটের দিকে আসছিল। একই দিকে আসছিল একটি চারচাকা গাড়িও।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি! প্রায় পাঁচ ঘন্টা পর সম্পূর্ণ স্বাভাবিক মেট্রো পরিষেবা

সেই সময় দুই ব্যক্তি তাদের এক শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বাইকে চড়ে রামপুরহাটের দিক থেকে সিউড়ি দিকে যাচ্ছিলেন। চারচাকা গাড়ির সঙ্গে সরকারি বাসের ধাক্কা লাগে। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। সামনের দিক থেকে আসা মোটরসাইকেল টিকে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেলের চালকের।

গুরুতর জখম হয় তাদের শিশুকন্যা ও আরও এক ব্যক্তি। খবর পেয়ে রামপুরহাট দমকল বাহিনী ও রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ বাস ও তার চালককে আটক করেছে। আটক করা হয়েছে চারচাকা গাড়িটিকেও।

অক্ষয় ধীবর

Cashless treatment of accident: কেন্দ্রের বিরাট পদক্ষেপ! দুর্ঘটনায় আহতদের নগদহীন চিকিৎসার সুবিধা দেবে সরকার

নয়া দিল্লিঃ বিশ্বের মধ‍্যে সবচেয়ে বেশি সংখ্যক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতে। তার বড় কারণ চিকিৎসায় বিলম্ব। এবার সেই সমস‍্যা রুখতে পদক্ষেপ নিল সড়ক পরিবহন ও  হাইওয়ে মন্ত্রক (MoRTH)। তিন থেকে চার মাসের মধ্যে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে এবং নগদবিহীন চিকিৎসার সুবিধা চালু করার পরিকল্পনা করছে।

আরও পড়ুনঃ ইউজিসি-র বিরাট নির্দেশ, এবার কলেজ-বিশ্ববিদ‍্যালয়ে তৈরি হবে ‘সেলফি পয়েন্ট’! তাজ্জব করা কারণ

সোমবার সড়ক পরিবহন ও  হাইওয়ে মন্ত্রক সচিব অনুরাগ জৈন ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশন (আইআরটিই) -এর আয়োজিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেন এই পদক্ষেপের। তিনি বলেন, ‘বিনামূল্যে এবং নগদবিহীন চিকিৎসার নিয়ম মোটরযান আইনে অন্তর্ভুক্ত। কিছু রাজ্যে এই নিয়ম মানা হচ্ছে। কিন্তু এখনও সময় এসেছে গোটা দেশে তা বাস্তবায়নের। তাই, ইতিমধ‍্যে আমরা সারা দেশে নগদবিহীন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছি।’

সড়ক সচিব বলেন, শিক্ষা ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতার জন্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্কুল ও কলেজের পাঠ্যক্রমের অংশ হিসেবে সড়ক নিরাপত্তাকে শীঘ্রই অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। তিনি বলেছেন, ‘সিট বেল্ট রিমাইন্ডার এবং যানবাহনের প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানা দরকার।’

Accident: হঠাৎ বিরাট শব্দ, আঁতকে উঠল এলাকাবাসী! মাটি ভিজল রক্তে, আচমকা কী হল যুবকের

শান্তিপুর: দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু পুরসভার এক সাফাই কর্মীর। রাত আনুমানিক ৯ টা নাগাদ নদিয়ার শান্তিপুর সাহাপাড়া রাজাপুর অদ্বৈত মার্কেটের দু’তলা থেকে দীপু মুখী নামে এক ১৮ বছর বয়সী যুবক পড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তৎক্ষণাৎ এলাকাবাসীর তৎপরতায় গুরুতর আহত ওই যুবককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা চলাকালীনই প্রাণ হারায় ওই যুবক। জানা যায় মৃত ওই যুবকের নাম দীপু মুখী, বাবার নাম হরেকৃষ্ণ মুখী। যুবকের বাড়ি শান্তিপুর সাহাপাড়া হরিজন পাড়ায়।

আরও পড়ুনঃ আকাশের মুখ ভার, জারি বৃষ্টির সতর্কতা! তবে কি বঙ্গে পড়বে ঠান্ডা? জানুন

যুবক পেশায় শান্তিপুর পৌরসভার সুইপারের কাজ করতেন। যুবকের এক  মেয়ে আছে। সূত্রের খবর মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে যায়, এমনটাই অনুমান পরিবারের। স্ত্রী বা পারিবারিক কোনও অশান্তি নেই বলেই জানান পরিবারের লোকজন। অতিরিক্ত মদ্যপান করে দোতলার উপরে উঠে নিচে ঝুঁকে কিছু দেখতে গিয়েই হয়তো বেসামাল হয়ে গেছে এবং উপর থেকে পড়ে যায় এমনটাই মনে করছেন পরিবারের আত্মীয়-স্বজনরা। তবে পুলিশ সূত্রে খবর কীভাবে এই যুবকের মৃত্যু হল তা ময়নাতদন্তের পরই জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্টের প্রতীক্ষায় রয়েছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া।

উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার মদ্যপান করে বহুতল বিল্ডিং থেকে বেসামাল হয়ে পড়ে গিয়ে মৃত্যুর খবর উঠে এসেছে শিরোনামে। এরপরেও দিনের আলো কিংবা রাতের অন্ধকারে সকলের অগোচরে বেশ কিছু বহুতল ফাঁকা বিল্ডিং এ গিয়ে অনেকেই মদ্যপান করে থাকেন। আর তাতেই অনেকসময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা!

Mainak Debnath

North 24 Parganas News: ভারী পণ্যবাহী গাড়ির ‌যাতায়াতে বেলঘরিয়ায় বাড়ছে দুর্ঘটনা, ক্ষুব্ধ বাসিন্দারা

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: রাস্তা থাকলেও তা চলাচলের উপযুক্ত নয়, বড় বড় পণ্যবাহী লরি যাতায়াতের ফলে প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত ‌যেতে হয় এই রাস্তা দিয়ে। ফলে প্রতিদিন পথচারীদের সম্মুখীন হতে হচ্ছে ছোট বড় দুর্ঘটনার। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে বেলঘড়িয়া ফিডার রোড ও সংলগ্ন বেলঘরিয়া ব্রিজ এলাকায়। ভগ্নপ্রায় অবস্থা হওয়া সত্বেও, দীর্ঘদিনের এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে পণ্যবাহী ভারী লরি।

গুরুত্বপূর্ণ এই রাস্তার একদিকে বিদ্যালয়, আর এক দিকে হাসপাতাল। এমনকি রাস্তার দু’ধারের ফুটপাত দখল করে দোকান ও জিনিসপত্র রাখার কারণে রাস্তার ধার দিয়ে হেঁটে চলাচল করার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় পথচারীদের। স্কুল চলাকালীন ব্যস্ত সময়ে ভারী লরি যাতায়াতের কারণে এর আগেও দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে এই এলাকায়। দীর্ঘ দিন ধরে স্থানীয় মানুষজন অভিযোগ জানালেও প্রশাসন কর্ণপাত করেনি  বলেই দাবি। আর তার জেরেই এদিন আবারও বেলঘরিয়া ফিডার রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল, যার জেরে মৃত্যু হল বছর ৪০ এর এক মহিলার।

আরও পড়ুন : ডায়াবেটিস আছে? কোলেস্টেরল কমিয়ে হার্ট ভাল রাখতে রান্না করুন এই তেলে

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি এসে তাঁকে ধাক্কা দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে তাঁর ডান পায়ের উপর দিয়ে চলে যায় ভারী লরিটি। মহিলাটির চিৎকারে আশপাশের দোকানদাররা ছুটে এসে তাঁকে উদ্ধার করে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই মহিলাকে। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। লরিটিকেও আটক করেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ এলেও, স্থানীয়দের ক্ষোভ যে অবিলম্বে এই পণ্যবাহী লরির বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। না হলে আগামী দিনে আরও বড় কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে গুরুত্বপূর্ণ এই রাস্তায়।

Murshidabad News: মর্মান্তিক, গাড়ি নিয়ে এই কাজ করতে গিয়েই সর্বনাশ! ছোট্ট শিশু হারাল বাবা মাকে

মুর্শিদাবাদ: বৃহস্পতিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে। লালবাগ সদর ঘাটে নৌকায় ওঠার সময় চার চাকার গাড়ি গিয়ে পড়ল গঙ্গার জলে। ঘটনায় দুজনের স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে চারজনকে।

একটি গাড়ি ছয় জনকে নিয়ে নৌকায় ওঠার সময় সজরে গিয়ে পড়ে। গঙ্গার জলে পড়ে যায়। ঘটনায় ছোট শিশু ছিল বলে জানা গিয়েছে। স্বামী শুভজিৎ সরকার (২৬) ও সুমনা সরকার (২৪) মৃত্যু হয়েছে। যারা শিশুটির মা বাবা। তাদের বাড়ি বহরমপুর খাগড়া এলাকায় ।গাড়িটিকে উদ্ধারের প্রক্রিয়াও চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন।

আরও পড়ুন:  লুচির মতো খাজা খেয়েছেন? নাম কী বলুন তো এই খাজার? জানুন

জানা যায়, বহরমপুরের বাসিন্দা শুভজিৎ সরকার তার পরিবারের সদস্যদের নিয়ে লালবাগ থেকে কীরিটেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন বৃহস্পতিবার সকালে। আর সেখানে যাওয়ার জন্য নৌকাতে গাড়ি চাপানো হয়। কিন্তু ব্রেকে পা দিতে গিয়ে এক্সিলেটারে পা দিতেই গাড়ি পড়ে যায় ভাগীরথী গঙ্গায়।

স্থানীয় বাসিন্দা আনন্দ সেন জানান, ‘‘সম্ভবত ব্রেকের জায়গায় এক্সিলেটারে পা দিয়েছিল। যার কারণে নৌকা থেকেই সোজা জলে গিয়ে পড়ে গাড়ি। স্বামী ও স্ত্রীর দুইজনের মৃত্যু হয়েছে। বহরমপুর খাগড়ার বাসিন্দা তারা। তবে স্থানীয়রা দেহ উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ ।

তবে এই প্রথম নয়, এর আগেও এই লালবাগ সদরঘাটে তিনবার নৌকা থেকে গাড়ি পড়ে যায় গঙ্গায়। কিন্তু তারপরেও যেন এই ঘটনা পিছু হটছে না। বারবার এই ঘটনা সামনে আসছে। তবে গঙ্গায় তলিয়ে যাওয়া স্বামী ও স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।

কৌশিক অধিকারী

২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর নালায় মিলল ছাত্রীর দেহ! কৃষ্ণনগরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যুতে রহস্য

সমীর রুদ্র, কৃষ্ণনগর: প্রায় ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণনগরে। মঙ্গলবার রাতে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে কিছুটা দূরের একটি ড্রেনের ভিতর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়।

১৯ বছর বয়সি ওই ছাত্রী আদতে ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা। তবে তাঁর পরিবার বর্তমানে বীরভূমের মহম্মদবাজার থানা এলাকায় থাকে বলে পুলিশ সূত্রে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী গত দু বছর ধরে কৃষ্ণনগরের বিপ্রদাশ পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিলেন।

কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করতেন ওই ছাত্রী। ‌মৃতের বাবার অভিযোগূ, বেশ কিছুদিন ধরেই ওই কলেজের ক্যান্টিনে রান্না হত না। ফলে পড়ুয়াদের বাইরের খাবার কিনে খেতে হত। সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীও খাবার কিনতেই কলেজের হোস্টেল থেকে বের হন। তার আগে বাড়িতে ফোন করে কথা বলেন তিনি। এর পর সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে তাঁর মোবাইলে ফোন করলে ওই ছাত্রীর এক বান্ধবী ফোন ধরে জানায় যে তিনি হোস্টেলে নেই।

আরও পড়ুন: কারা আগে বেরোবেন, কারা পরে? শ্রমিকদের উদ্ধার শেষে জানা গেল পরিকল্পনা

এর পর দীর্ঘক্ষণ ওই ছাত্রী না ফেরায় তাঁর খোঁজ শুরু করে কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা৷ খোঁজাখুঁজি করেও কোনও ফল না মেলায় ছাত্রীর পরিবারকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ সোমবার রাতেই কোতোয়ালি থানায় নিখোঁজ ডাইরি করেন। পরিবারের লোকজন মঙ্গলবার ভোরে কৃষ্ণনগর চলে আসেন।

শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণনগর রেল স্টেশন এলাকায় একটি ড্রেন থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। মৃতার বাবার দাবি, তাঁর মেয়েকে খুন করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের
ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। তবে যে এলাকায় দেহ উদ্ধার হয়েছে তা কলেজ থেকে বেশ খানিকটা দূরে। সেখানে ওই ছাত্রী কী করে গেল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা৷

Hooghly News: ফের বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির, আহত একাধিক  

আরামবাগ:আবারও বেসরকারি যাত্রীবাহী বাসে ধাক্কায় তরতাজা প্রাণ গেল। ঘটনাটি হুগলির আরামবাগের চারমাইল এলাকায়। দুর্ঘটনায় জেরে আহত হয় একাধিক যাত্রী। জানা গেছে গৌরহাটি থেকে আরামবাগ যাওয়ার সময় এক পথচারীকে সজরে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে নেমে যায়।

আরও পড়ুন:  কোন্নগর রেল স্টেশনে সাবওয়ের দাবিতে সরব হুগলির সিটিজেন ফোরাম

ঘটনা বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে তড়িঘড়ি এলাকার মানুষ আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। রীতিমতো এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে।স্থানীয়রা এই বিষয়ে জানান, হঠাৎই সাতসকালে রাজ্য সড়কের উপর দিয়ে দুটি বেসরকারি বাস ওভারটেক করছিল রাস্তার উপর দিয়ে বেশ কয়েকজন পথচারী ব্যক্তি যাচ্ছিল আর সেই সময়ই ধাক্কা মারে।

আরও পড়ুন: বীরভূম যাচ্ছেন? নিরিবিলিতে এই মঠে কাটাতে পারেন কিছুটা সময়

এই ঘটনা নজর আসা মাত্রই ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় এবং পাশে থাকা আহতদেরকে উদ্ধার করে আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন। এই ঘটনা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। দীর্ঘঘন রাজ্য সড়কের যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ওই যাত্রীবাহী বাসটিকে আটক করেছে পুলিশ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কিভাবে এই দুর্ঘটনা ঘটল পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Suvojit Ghosh