ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা৷ তার আগে চরম সতর্কতা সৈকত শহর দিঘায়৷ এ দিন সকাল থেকেই দিঘায় সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসন৷ পর্যটকদের দিঘা ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে৷ যদিও ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের ভয়াল রূপ দেখতে উৎসুক অনেক পর্যটকই দিঘায় থেকে গিয়েছেন৷ এ দিন বিকেলের পর সৈকতে পুলিশের তৎপরতা আরও বাড়ে৷ তবে সময়ের সঙ্গে সমুদ্র উত্তাল হয়ে উঠলেও দিঘার আবহাওয়া বুধবার বিকেল পর্যন্ত মনোরমই ছিল৷ সন্ধের পর হাল্কা বৃষ্টিও হয় দিঘায়৷ তবে পর্যটকরা আবহাওয়া উপভোগ করলেও স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক গ্রাস করেছে৷ সৈকত লাগোয়া এলাকা ছেড়ে অনেকেই নিরাপদ স্থানে চলে যাচ্ছেন৷
ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হবে কলকাতা বিমানবন্দর৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (২৪.১০.২৪) সন্ধে ৬টা কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হবে৷ শুক্রবার (২৫.১০.২৪) সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে৷ আবহাওয়া দফতরের সতর্কবার্তা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগামিকাল থেকেই কলকাতার আবহাওয়ার অবনতি হবে৷ দুপুরের পর কলকাতার আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠবে৷
কলকাতাঃ মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কেন বেসরকারি স্কুল খোলা? অবিলম্বে বেসরকারি স্কুলগুলি যাতে বন্ধ রাখা হয় আগামিকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার, তা নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ। স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে আজ বুধবার বেশ কয়েকটি বেসরকারি স্কুল খোলা ছিল, তা রাজ্যের নজরে এসেছে। সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলিতে ইতিমধ্যেই ছুটি দেওয়ার ঘোষণা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও এই সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন স্কুল শিক্ষা সচিবকে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’র গতিবিধির উপর আগামিকাল, বৃহস্পতিবার রাতভর নজরদারি চলবে নবান্ন থেকে। দানার পরিস্থিতি নিয়ে আজ, বুধবার মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের দীর্ঘক্ষণ বৈঠক হয়। ৯ জেলার উপর প্রতিনিয়ত নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন মুখ্য সচিবকে। জেলাগুলির সঙ্গে দফায় দফায় রিভিউ করার কথা বলা হয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী- মুখ্য সচিব বৈঠকে এমনটাই আলোচনা হয় বলে সূত্রের খবর। আগামিকাল, বৃহস্পতিবার রাতভর মুখ্য সচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা নজরদারি চালাবেন দানার গতিবিধি এবং তার জন্য যাবতীয় পদক্ষেপের উপর। এমনটাই নবান্ন সূত্রে খবর ৷
তবে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কেন বেসরকারি স্কুল খোলা ? অবিলম্বে বেসরকারি স্কুলগুলি যাতে বন্ধ রাখে আগামিকাল, বৃহস্পতিবার ও তারপর দিন অর্থাৎ শুক্রবার, তা নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সচিবকে নির্দেশ মুখ্যসচিবের। অবিলম্বে বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ জানানোর নির্দেশ মুখ্য সচিবের। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও আজ, বুধবার কয়েকটি বেসরকারি স্কুল খোলা ছিল বলে রাজ্যের নজরে এসেছে। সরকারি ও সরকারি অনুমোদিত স্কুল ইতিমধ্যেই ছুটি দেওয়ার ঘোষণা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও এই সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ মুখ্য সচিবের স্কুল শিক্ষা সচিবকে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থ – স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমারের আলোচনা হয়েছে।
এদিকে ‘দানা’-কে মাথায় রেখে আগামিকাল, বৃহস্পতিবার ফ্লাইওভারে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ও শহরতলির ফ্লাইওভার গুলিতে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্য সচিবের রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে।