Tag Archives: EVM

Lok Sabha Election 2024: ইভিএম ছিনতাইয়ের চেষ্টা বিজেপির এজেন্টের! হাতে নাতে গ্রেফতার

হুগলি: মকপোলিং চলার সময় ইভিএম-এর ব্যালট ইউনিট ছিনতাইয়ের চেষ্টা। গ্রেফতার যুবক। হুগলির জনাই ট্রেনিং স্কুল চত্বরের ঘটনা। বিষয়টি জানাজানি হতে ব্যাপক শোরগোল পড়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অরূপ কুমার মালিক নামে একজনকে আটক করেছে চন্ডিতলা থানার পুলিস। সূত্রের খবর, সোমবার চন্ডীতলার জনাই ট্রেনিং স্কুলে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত দুটি বিধানসভা, চন্ডীতলা ও জাঙ্গীপাড়ার ইভিএম কমিশনিং চলছিল।অভিযোগ মকপোল চলার সময় বিজেপির এজেন্ট অরুপ কুমার মালিক ইভিএমের ব্যালট ইউনিট চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন। মেশিন গোনার সময় তা ধরা পরে। এরপর সিসিটিভি দেখে বিজেপি এজেন্টকে চিহ্নিত করে নির্বচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারীকরা। চন্ডীতলা থানার পুলিকে ডেকে ওই বিজেপি এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: গরম থেকে স্বস্তি পেতে স্নানের জন্য নদীতে নেমেছিল দুই বন্ধু…তারপর শুধুই কান্না!

এদিন কমিশনিং চলার সময় শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শংকর বোস জনাই স্কুলে যান। তিনি বলেন, কি হয়েছে খোঁজ নিয়ে বলতে পারব। আজ আমার প্রচার ছিল চন্ডীতলায় সেখানে প্রচার শেষ করে জনাই ট্রেনিং স্কুলে গিয়েছিলাম। কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী কমিশনিং দেখতে যেতে পারে তাই গেছি। তৃনমূলের স্থানীয় নেতা কৌশিক শীলের অভিযোগ বিজেপি নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে চায়। তাই ইভিএম ব্যালট চুরি করে। বিষয় দেখার পর নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে। বিজেপি প্রার্থী কবীর শংকর বোস যে ব্যালট চুরি করেছে তাকে ছাড়াতে এসেছিলেন। এর থেকে বড় লজ্জা আর কিছু নেই। বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে তাই এসব করছে।

রাহী হালদার

Lok Sabha Election 2024: এক মাসের জন্য এই কলেজেই ঘরবন্দি থাকবে বালুরঘাটবাসীর মতামত

দক্ষিণ দিনাজপুর: আগামী পাঁচ বছর দেশের সংসদে বালুরঘাট থেকে কে প্রতিদ্বন্দিতা করবেন তার রায় শুক্রবার দিয়ে দিয়েছে এখানকার মানুষ। তবে উত্তর জানার জন্য এক মাসেরও বেশি অপেক্ষা করতে হবে। আগামী ৪ জুন দেশের সব কটি লোকসভা আসনের ভোট গণনা হবে। সেদিনই জানা যাবে বালুরঘাটের মানুষ শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখলেন। তার আগে এই দীর্ঘ সময় জুড়ে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট-গুলো রাখা থাকবে বালুরঘাট কলেজের স্ট্রং রুমে।

বালুরঘাট কলেজে করা হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। শনিবার দুপুরে কুশমণ্ডি, হরিরামপুর এবং ইটাহার বিধানসভার ইভিএম ও ভিভি প্যাট এসে পৌঁছয় বালুরঘাট কলেজে। আগামী ৪ জুন ভোট গণনার দিন এগুলি আবার স্ট্রং রুম থেকে বেরিয়ে কাউন্টিং টেবিলে যাবে। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্ট্রং রুমে ইভিএম ও ভিভি প্যাট আনা হয়।

আর‌ও পড়ুন: দিনে দিনে কমে যাচ্ছে জলের পাইপের সংখ্যা! মাথা খারাপ হওয়ার যোগাড়

শুক্রবার ভোট গ্রহণ শেষে রাতেই বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর ও তপন বিধানসভার ইভিএম ও ভিভিপ্যাট বালুরঘাট কলেজে পৌঁছে গিয়েছিল৷ শনিবার সকাল থেকে বাকি তিনটি বিধানসভার ইভিএম ও ভিভি প্যাট আনা হয় বালুরঘাট কলেজে।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, স্ট্রং রুমের জন্য বিশেষ কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। সীল করে দেওয়া হয়েছে স্ট্রং রুম। সিসিটিভিতে মোড়ানো আছে স্ট্রং রুম সহ গোটা চত্বর। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সুস্মিতা গোস্বামী

Supreme Court On VVPAT: ভোটের মধ্যেই সুপ্রিম স্বস্তি কমিশনের! ব্যালটে নয়, ইভিএমে ভোট জানিয়ে দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি: ভোটের মুখে বড় রায় সুপ্রিম কোর্টের। ব্যালটে নয়, ইভিএমের মাধ্যমেই ভোটের নির্দেশ আদালতের। ১০০ শতাংশ ভিভিপ্যাড ইভিএম মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে ভবিষ্যতে ভিভি প্যাডে বার কোড ব্যবহারের পরামর্শ দিয়েছে আদালত।

ইভিএমে ভোটের পক্ষে রায় জানিয়ে দিল শীর্ষ আদালত। আর তার ফলে কার্যত স্বস্তি নির্বাচন কমিশনের। ব্যালট পেপারে ভোটের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। EVM-এর মাধ্যমে ভোটের নির্দেশ সুপ্রিম কোর্ট।

ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ভিভিপ্যাট) সংক্রান্ত পিটিশনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্ট রায় জানিয়ে দিয়েছে। VVPAT মামলায় বেশ কয়েকটি শুনানির পর সুপ্রিম কোর্ট থেকে বড়সড় স্বস্তি পেল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের মধ্যেই সুপ্রিম কোর্ট ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএমের মাধ্যমে প্রদত্ত ভোটের ১০০ শতাংশ মিলের দাবিতে সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা VVPAT সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করেছি।

Lok Sabha Election 2024: বাংলার নির্বাচনে এই প্রথম ওয়াটার প্রুফ ব্যাগ পেলেন ভোটকর্মীরা, আগে উত্তরাখণ্ডে ব্যবহার হয়েছিল

আলিপুরদুয়ার: পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডের নির্বাচনে প্রথম ব্যবহার করা হয়েছিল ওয়াটারপ্রুফ ভিভি প্যাট ব্যাগ। পাহাড়ি এলাকার হঠাৎ বৃষ্টি বা ঝরনার জলে যাতে ভোট গ্রহণের দরকারি মেশিনের ক্ষতি না হয় তাই এমন বিশেষ ব্যাগের ব্যবহার। সেই ওয়াটারপ্রুফ ব্যাগ এবার বাংলার ভোটেও। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। এই দফাতেই ভোট হচ্ছে আলিপুরদুয়ার কেন্দ্রে। সেখানকার পার্বত্য এলাকার বুথগুলির জন্য ভোট কর্মীদের দেওয়া হয়েছে এই ওয়াটারপ্রুফ ভিভি প্যাট ব্যাগ।

আর‌ও পড়ুন: ভোটকেন্দ্রেও থিমের ছোঁয়া! গোলাপি রঙে জমজমাট জেলার ৩০ টি বুথ

বক্সা পাহাড়ের ভোট গ্রহণ কেন্দ্রে এই ওয়াটার প্রুফ ব্যাগে করে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় মেশিন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিসিআরে এই ব্যাগ দেখতে অন্যান্য ভোট কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। এই বিষয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানান, উত্তরাখণ্ডের নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে এই ব্যাগের হদিস পান। তারপরই এটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আর‌ও পড়ুন: নীলদর্পণ স্মৃতিতে থাকলেও হারিয়ে যাচ্ছে দীনবন্ধু মিত্রের ভিটে

মূলত বক্সা পাহাড়ের বুথগুলিতে দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীদের ‘ওয়াটার প্রুফ ব্যাগ’ সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে। তার মধ্যে আছে স্যাটেলাইট ফোন’ও। আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বক্সা পাহাড়ের তিনটি বুথে এই সকল সামগ্রী এবার নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে পায়ে হেঁটে ভোট কর্মীদের পৌঁছতে হয় বক্সা পাহাড়ের ভোট কেন্দ্রগুলিতে। পাহাড়ে ওঠার সময় যাতে বৃষ্টিতে বা কোনও অঘটনে ইভিএমের ক্ষতি না হয় তাই এমন বিশেষ ব্যবস্থা। সেখানকার ১১/২৩৩, ১১/২৩৪, ১১/২৩৫ এই তিনটি বুথের জন্যই দেওয়া হয়েছে এই বিশেষ ধরনের ব্যাগ ও স্যাটেলাইট ফোন।

অনন্যা দে

Lok Sabha Election 2024: ভোট আসতেই স্কুলের মারাত্মক ক্ষতি! ইভিএম ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভাঙল তোরণ

মুর্শিদাবাদ: নির্বাচন প্রক্রিয়ার শুরুর প্রথম দিকেই বিপত্তি। ইভিএম ভর্তি কন্টেনার ভোটকেন্দ্রে ঢুকতে গিয়ে ভেঙে ফেলল স্কুলের তোরণ। কান্দির ঘটনা। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটার পরই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক সকলে।

মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভার ডিআরসি সেন্টার করা হয়েছে কান্দি রাজ উচ্চবিদ্যালয়ে। সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইভিএম মেশিন ভর্তি কন্টেনার ঢুকতে গিয়ে ভেঙে ফেলে স্কুলের তোরণ। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপরই তোরণ সংস্কারের ক্ষতিপূরণের দাবিতে পথে নামেন এই স্কুলের শিক্ষকরা।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

আর‌ও পড়ুন: রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন, তাতেও রেহাই পেলেন না ভ্যানচালক! বেপরোয়া বাইক কেড়ে নিল প্রাণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের এই তোরণটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল। কয়েক জন প্রাক্তন ছাত্র ও সরকারির উদ্যোগে সাত লক্ষ টাকা ব্যয়ে তোরণটি তৈরি করা হয়। সেটাই এইভাবে ভেঙে পড়ায় সকলেই ব্যাপক ক্ষুব্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কান্দির মহকুমাশাসক উৎকর্ষ সিং, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা। দীর্ঘ বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তোরণ সংস্কারের দাবি করা হয়েছছ স্কুলের তরফ থেকে।

কৌশিক অধিকারী

Lok Sabha Election 2024: ভোটের আগেই ভোট! স্কুলে ইভিএমে রায়দান খুদেদের

মুর্শিদাবাদ: লোকসভা ভোট উপলক্ষে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। দেশজুড়ে জারি হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। সব রাজনৈতিক দল নিজেদের মত করে প্রচার শুরু করেছে। জাতীয় নির্বাচন কমিশন সাত দফায় ভোটের কথা ঘোষণা করেছে। মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রের‌ ভোট অনুষ্ঠিত হবে তৃতীয় ও চতুর্থ দফায়। চলছে সমস্ত রাজনৈতিক দলের জোরকদমে ভোটের প্রচার।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই হল ভোটের প্রশিক্ষণ। এবার ইভিএম, ভিভি প্যাটের প্রশিক্ষণ দেওয়া হল খুদে ছাত্রছাত্রীদের। দেওয়া হল ভোটের ট্রেনিং। এমনকি ইভিএমে কীভাবে ভোট দেবেন তারও প্রশিক্ষণ দেওয়া হল খুদেদের।

আর‌ও পড়ুন: বাংলার এই গ্রামীণ হাটে হিরে থেকে জিরে পাবেন সব কিছু

লোকসভা নির্বাচনের আগেই শিশু সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সহ চার মন্ত্রী ইভিএম-এর বোতাম টিপে নির্বাচন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলার ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে। মুর্শিদাবাদে ভোট হবে এপ্রিল মাসেই। তার আগে এমন ঘটনায় খুশি ছোট ছোট ছেলেমেয়েরা।

প্রতি বছরের ন্যায় এবারও ভোটাধিকার প্রয়োগ করে শিশু সংসদের পাঁচ মন্ত্রী এবং বিদ্যালয়ের গ্রন্থগার মন্ত্রী বেছে নেওয়া হয়। সর্বোচ্চ ভোট প্রাপক শিশু সংসদের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। ক্রমানয়ে প্রাপ্ত ভোট থেকে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী নির্ধারণ করা হবে। যারা পরাজিত হবে তারা বিভিন্ন দফতরে প্রাপ্ত ভোট অনুযায়ী সহকারী মন্ত্রী হিসাবে কাজ করবে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজিত এই মজার নির্বাচন প্রক্রিয়াই ডিজিটাল ডিভাইসে আয়োজিত হবে। কীভাবে ভোট দেবে, এই ভোট কীভাবে গুনতে হবে সবকিছুই প্রশিক্ষণ দিয়ে দেখানো হলো খুঁদেদের

নির্বাচন ট্রেনিং হল প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির সকল ছাত্র ছাত্রীদের নিয়ে। সম্পূর্ণ ট্রনিং পরিচালনা করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। লটারির মাধ্যমে অভিনব প্রতীক বন্টন করেছেন প্রধান শিক্ষক। চতুর্থ শ্রেণির দীপ মণ্ডলের প্রতীক বল, এছাড়াও কারোর বই, মাইক্রোফোন, ঝাড়ু, গাছ, সিলিন্ডার, জলের বোতল, সাবান, টুপি, এমনকি পেন চিহ্নে লড়াই করবে খুদেরা।

আর‌ও পড়ুন: হাসফাঁস করা গরমকে হেলায় উড়িয়ে জমে উঠেছে চৈত্র সেল

সচিত্র পরিচয় পত্র দেখিয়ে সচিত্র ভোটার লিস্ট চেক করার পর ১৭ সি বুথে স্বাক্ষর করে আঙ্গুলে কালি নিয়ে ভোটদান কক্ষে ডিভাইসে বোতাম টিপে ভোট দেবে প্রত্যকে। বয়স অবশ্যই ৬ বছরের উর্দ্ধে ও ৭৫ শতাংশ স্কুলে উপস্থিত থাকলেই ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করবে। শুধু তাই নয় পোলিং অফিসার থাকবে বাইরে থেকে। অবশ্যই মহিলা বুধ হবে। নিরাপত্তা দেখবে ব্লাকক্যাট বাহিনী। সংসদ গঠন হলে পড়ুয়াদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা বাড়বে। ছোট থেকেই নেতৃত্ববোধ গড়ে উঠবে। সমাজ সম্পর্কে সচেতনতাও বাড়বে।

কৌশিক অধিকারী

How To Use EVM For Voting: ইভিএমে ভোট কীভাবে দেবেন? ‌শেখাচ্ছে কমিশন, আপনিও শিখে নিন

মালদহ: ভোটের ইভিএম যন্ত্র ঘুরছে গ্রামে গ্রামে। সেখানে ভোট দিতে পারবেন আপনিও, কিন্তু এই ভোট কোন নির্বাচনের জন্য নয়। শুধুমাত্র সাধারণ মানুকে ইভিএম যন্ত্রের ব্যবহার নিয়ে সচেতন করাতে এমন উদ্যোগ। সামনে লোকসভা নির্বাচন। তার আগে সাধারণ মানুষের মধ্যে ইভিএম যন্ত্র ও ভোট দান সম্পর্কে সচেতন করতে রাজ্য নির্বাচন কমিশনের এই উদ্যোগ।

মালদহ জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিশেষ সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মালদা জেলা প্রশাসনিক থেকে মোট পাঁচটি ট্যাবলো চালু করা হয়েছে। প্রতিটি ট্যাবলোতেই রয়েছে একটি করে ইভিএম যন্ত্র। পাশাপাশি ভোটদান সম্পর্কিত নানান সচেতনতামূলক হোডিং। মালদহ জেলা অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ) পীযূষ সালুঙ্খে বলেন, ভোট দান সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ।

আরও পড়ুন: অসময়ের বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, আলু বাঁচাতে কী করবেন জেনে নিন

গ্রামে গ্রামে ট্যাবলো গুলি ঘুরবে। সেখানে ইভিএম যন্ত্র থাকবে। সাধারণ মানুষ ইভিএম যন্ত্র সম্পর্কে নানান বিষয় জানতে পারবেন। ট্যাবলো গুলি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ইভিএম যন্ত্রে ভোট দান সম্পর্কে সচেতন করবে। ঠিক ভোট দান কক্ষের মধ্যে কিভাবে এই যন্ত্র কাজ করে। একটি ভোট দিতে কতক্ষণ সময় লাগে কি পদ্ধতিতে ভোট দেওয়া হয় সমস্ত কিছুই এই ভ্রাম্যমান ট্যাবলো গুলি থেকে শেখানো হবে সাধারণ ভোটারদের। নতুন ভোটার তালিকায় নাম উঠেছে তাদের ক্ষেত্রে এই সচেতনতা অনেকটাই কার্যকারী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ