Tag Archives: India Vs pakistan

মোদীর কাছে বিশেষ অনুরোধ আফ্রিদির, কী বললেন প্রাক্তন পাক অধিনায়ক

করাচি: চলতি বছরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। সেই কথা আগেই সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারত বেঁকে বসায় পাকিস্তানের মাটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে এশিয়া কাপ। আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায় হতে পারে এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতা। কিন্তু এত বড় প্রতিযোগিতা ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ঠান্ডা লড়াই লেগেই রয়েছে পিসিবির। এবার দুই দেশের মধ্যে ক্রিকেট হত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

শাহিদ আফ্রিদি মনে করেন, দুই দেশের মধ্যে ক্রিকেটে হতে দেওয়া উচিৎ ও ক্রিকেট পারে দুই দেশের সম্পর্ককে ভালো করতে। এক সাক্ষাৎকারে এশিয়া কাপ নিয়ে কথা উঠলে শাহিদ আফ্রিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করে বলেন,“আমি মোদী শাহাবের কাছে আবেদন করব যাতে ক্রিকেট হতে পারে দুই দলের মধ্যে।” পাকিস্তানে সাম্প্রতিক সময়ে একাধিক দল এসে সিরিজ খেলে গিয়েছে। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি। দুই দেশের সরকার চাইলেই ক্রিকেট হতে পারে বলেও মনে করেন শাহিদ আফ্রিদি। এছাড়াও শাহিদ আফ্রিদি বলেন, ‘আমরা যদি কারও সঙ্গে বন্ধুত্ব করতে চাই এবং সে আমাদের সঙ্গে কথা না বলে, তাহলে আমরা কী করতে পারি?’ বিসিসিআই পিসিবির থেকে অনেক বেশি শক্তিশালী বলেও জানান আফ্রিদি। তাই বিসিসিআইয়ের দায়িত্বও বেশি বলে জানান প্রাক্তন পাক অধিনায়ক।

প্রসঙ্গত, লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে গিয়ে ভারতীয় পতাকায় সই করে সকলের মন জয় করে নিয়েছিলেন শাহিদ আফ্রিদি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দেখা গিয়েছে ভারতীয় এক ফ্যান সইয়ের আবেদন জানান আফ্রিদির কাছে। সই করার জন্য ওই ভারতীয় সমর্থক এগিয়ে দেন একটি ভারতীয় পতাকা। শাহিদ আফ্রিদিকে দেখা যায় বিনা দ্বিধায় ওই ভারতীয় পতাকায় যত্নের সঙ্গে সই করে দেন আফ্রিদি। এছাড়া একটি জার্সিতেও নিজের সিগনেচার করে দেন আফ্রিদি।

আরও পড়ুনঃ ভারতীয় পতাকায় সই করলেন পাকিস্তান ক্রিকেটার, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

সেই ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বীকৃত একটি ফ্যান ক্লাবের তরফ থেতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আফ্রিদির ভারতীয় পতাকায় সই করার ভিডিও মন জয় করে নেয় নেটিজেনদের। যদিও এমন করায় বেশ কিছু পাক ফ্যান সমালোচনা করেছেন শাহিদ আফ্রিদির। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পাক তারকা।

বিরাট কোহলির জন্য কেন গুলি খেতেও রাজি ছিলেন হার্দিক পান্ডিয়া, জানালেন তারকা অলরাউন্ডার

#মেলবোর্ন: পাকিস্তানের দেওয়া ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে একসময় ভারতের স্কোর ছিল ৩১ রানে ৪ উইকেট। সাজ ঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের মত তারকা ব্যাটার সহ অক্ষর প্যাটেল। সেই সময় দলের রাশ ধরেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। ভারতের জয়ের শেষ আশাও ছিল এই জুটি। কোহলি ও হার্দিকের ১১৩ রানের পার্টনারশিপের উপর ভর করেই ঐতিহাসিক জয় পায় ভারত।

ম্যাচের পর বিরাট কোহির সাক্ষাৎ নেন হার্দিক পান্ডিয়া। েসখানেই নিজের আবেগ ধরে না রাখতে পেরে বিরাট কোহলিকে নিজের মনের কথা জানান হার্দিক। রবিবারের ম্যাচ জয়ের জন্য বিরাট কোহলির টিকে থাকা খুব দরকার ছিল। আর তার জন্য প্রয়োজনে বুলেটও খেতে রাজি ছিলেন বলে জানান হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলির খেলা ৫৩ বলে ৮২ রানের ইনিংস ও হ্যারিস রউফকে মারা দুটি ছয়ের ভূয়সী প্রশসা করেন পান্ডিয়া।

বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে হার্দিককে বলতে শোনা যায়,’আমি তোমার জন্য বুলেটও খেয়ে নিতাম কিন্তু তোমাকে সেই সময় আউট হতে দিতাম না। আমার লক্ষ্য ছিল একটাই। ক্রিজে তোমার জীবনকে সহজ করে তোলা।’ এছাড়াও হার্দিক পান্ডিয়া বলেন,’আমি বিশ্বাস করতাম যে আমরা এটা করতে পারব। এমনকি যখন ৩ ওভারে ৪০ দরকার ছিল, যখন আমরা বল মিস করছিলাম, আমি জানতাম আমাদের মধ্যে একজন বিশেষ কিছু করে দলকে টেনে নিয়ে যাবে।’

 

আরও পড়ুনঃ ভারতের জয়ের পর সুনীল গাভাসকরের ‘শিশুসুলভ’ নাচ, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

 

এছাড়া ১৯ তম ওভারের শেষ বলে হ্যারিস রউফকে যে দুটি ছয় মেরেছেন তা বিরাট কোহলির ছাড়া পৃথিবীর অন্য কোনও ব্যাটসম্যানের পক্ষে মারা সম্ভব ছিল না বলেও জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। কঠিন পরিস্থিতিতে লড়াই করে যেভাবে দেশ বাসীকে জয় উপহার দিতে পেরেছেন তাতে খিবই খুিশ বলে জানিয়েছেম হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি দুজনেই।

ভারত-পাকিস্তান ম্যাচের মুগ্ধতায় ‘বশ’ গুগল সিইও সুন্দর পিচাই, দিওয়ালীতেও দেখছেন কোহলির ইনিংস

রবিবার টি-২০ বিশ্বকাপ হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয় ও বিরাট কোহলির ঐতিহাসিক ইনিংসের মোহ থেকে এখনও বেরোতে পারেনি ক্রিকেট প্রেমিরা। দেশবাসীকে আগাম দীপাবলীর উপহার দিয়েছে টিম ইন্ডিয়া। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী থেকেছেন গুগলের সিইও সুন্দর পিচাইও।

নিজের শত ব্যস্ততার মাঝে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ তো দেখেছেন গুগল সিইও। এমন জয়ের মুগ্ধতা থেকে বেরোতে পারছেন না তিনিও। দীপাবলির দিনও ম্যাচের শেষ তিন ওভার আবার দেখেছেন সুন্দর পিচাই। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন তিনি। সুন্দর পিচাই ট্যুইটারে লেখেন, ‘শুভ দীপাবলি! প্রত্যেকের বন্ধু এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটুক সেই কামনা করি। আজ শেষ তিন ওভার আরও একবার দেখে সেলিব্রেট করলাম। কী দারুণ খেলা আর পারফরম্যান্স।’

গুগলের সিইও-র পোস্টেও ট্রোলারের অভাব নেই। সুন্দর পিচাইয়ের পোস্টে এক পাকিস্তান সমর্থক ট্রোল করার জন্য লেখেন,‘শুধু তিন ওভার শেষের নয় প্রথমে তিন ওভারও দেখুন’। আসলে ভারতীয় ব্যাটিংয়ের শুরুর দিকে রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের আউট হওয়ার কথা বোঝাতে চেয়েছিলেন ওই পাক সমর্থক। গুগল সিইও-কে ঘোল খাওয়ানো কী অতই সোজা। পাল্টা প্রতিক্রিয়ায় সুন্দর পিচাই লেখেন, ‘হ্যাঁ আমি সেটাও দেখেছি। আরশদীপ এবং ভুবনেশ্বর দারুণ বোলিং করেছে।’

প্রসঙ্গত, ভারত বনাম পাকিস্তান ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে পাকিস্তান। ৫২ রান করেন শান মাসুদ ও ৫১ রান করেন ইফতিকর আহমেদ। ভারতের হয়ে ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিং। রান তাড়া করতে নেমে একসময় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ১১৩ রানের পার্টনাশিপ করেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত বিরাট কোহলির অপরাজিত ৮২ ও হার্দিক পান্ডিয়ার ৪০ রানের ইনিংসেভর করে জয় পায় ভারত।

 

সত্যিই কী পাকিস্তানের জার্সি পড়েছেন রোহিত শর্মা, ভাইরাল ছবিতে লুকিয়ে কোন রহস্য

#ব্রিসবেন: আগামী ২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথকে ঘিরে ক্রিকেট বিশ্বে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। একদিকে টিম ইন্ডিয়া গতবার টি-২০ বিশ্বকাপে হারের বদলা নিতে মরিয়া। অপরদিকে পাকিস্তানের লক্ষ্য গতবারের পারফরম্যান্স ধরে রাখা। এমসিজিতে ভারত-পাক ম্যাচের একটি টিকিটের জন্য হাহাকার। মেগা ম্যচের নামার আগে প্রস্ততি তুঙ্গে বাবর-রোহিতদের। কিন্তু এরই মধ্যে একটি ছবিকে ঘিরে তোলপার গোটা ক্রিকেট বিশ্ব।

মেলবোর্নে ভারত-বনাম পাকিস্তান ম্যাচের আগে একটি ছবি ভাইরাল। যা এক ঝলক দেখে চমকে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমিরা। যার মূল কেন্দ্রবিন্দুতে খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মা। কারণ সেই ছবিতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পাকিস্তানের জার্সি পড়ে মাঠে দাঁড়িয়ে রোহিত শর্মা। এক ঝলক দেখে অনেকটাই তাই মনে হয় সকলের। মুহূর্তে নেট দুিনয়ায ছড়িয়ে পড়ে সেই ছবি।

তবে ছবিটি একটু ভালো মত দেখলেই বোঝা যায় যে ওই ব্যক্তি রোহিত শর্মা নয়। তাহলে কে সেই ব্যক্তি তা জানার জন্য কৌতুহলী হয়ে ওঠেন নেটিজেনরা। জানা যায়, রোহিত শর্মার মত খানিকটা দেখতে ওই ব্যক্তির নাম ইব্রাহিম বাদিস। যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের ব্যবস্থাপক। দৈহিক গঠন ও মুখের দাড়ি সঙ্গে চশমা পড়়লে তাকে অনেকটা রোহিত শর্মার মতই দেখাই।

আরও পড়ুনঃ প্রথম ম্যাচ হারের ধাক্কা সামলে কামব্যাক, টি-২০ বিশ্বকাপের সুপার ১২-তে এশিয়া চ্যাম্পিয়নরা

প্রসঙ্গত, পাকিস্তান দল যখন ব্রিসবেনে অনুশীলন করছিল তখন মাঠে দাঁড়িয়ে সান গ্লাস পড়ে ফটো শুট করেন ইব্রাহিম বাদিস। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কিন্তু তা যে রোহিত শর্মা ও তার নিজের বিড়ম্বনা বাড়াবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে ‘মুখোমুখি’ গাভাসকর-বাবর, বিশেষ উপহারও পেলেন পাক অধিনায়ক

২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। যেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। মেগা ম্যাচের আগে নিজের ২৮ তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উপহার পেলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। উপহার দিলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। একইসঙ্গে সানির কাছ থেকে বিশেষ টিপসও পেলেন পাক অধিনায়ক।

গত ১৫ অক্টোবর জন্মদিন ছিল বাবর আজমের। পাক তারকার জন্মদিন আইসিসির তরফ থেকেও পালন করা হয়েছিল। টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়কদের নিয়ে কেক কাটা হয়েছিল। এবার পাকিস্তান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সুনীল গাভাসকরকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই যান সুনীল গাভাসকর।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে সুনীল গাভাসকর ও বাবর আজমের সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।  ক্যাপশনে পিসিবির তরফে লেখা হয়,’সুনীল গাভাসকরের সঙ্গে বাবর আজমের সাক্ষাৎ।’ ভিডিও-তে দেখা যায়, বাবরের হাতে অটোগ্রাফ দেওয়া টুপি তুলে দিচ্ছেন সুনীল গাভাসকর। একইসঙ্গে টিপস দিতে গিয়ে বলেন,’শট সিলেকশনটা দেখে শুনে করতে হবে। তা হলেই কোনও সমস্যা নেই। পরিস্থিতি অনুযায়ী শট বাছাই করতে হবে।’

শুধু বাবর আজম নয়, পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও খোশ মেজাজে কথা বলেন সুনীল গাভাস্কর। তারাও কিংবদন্তী ক্রিকেটারের থেকে ক্লাস উপভোগ করেন। পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফের এক মরসুমে করা ১৭৮৮ রানের প্রশংসা করেন সানি। পিসিবির শেয়ার করা এই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় মুহর্তের মধ্যে ঝড় তোলে।

প্রসঙ্গত, সোমবার ভারত ও পাকিস্তান দুই দলই ব্রিসবেনে দুটি অনুশীলন ম্যাচ খেলে। তবে আলাদা আলাদা দলের বিরুদ্ধে। একদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৬ রানে ম্যাচ জেতে ভারতীয় দল। অপরদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হয়েছে পকিস্তানকে।

 

Afghans celebrate India win : পাকিস্তান চোর, ভারত পরম বন্ধু! হার্দিকদের জয়ের সেলিব্রেশনে মাতল আফগানরাও

#দুবাই: এবারের এশিয়া কাপে আফগানিস্তান ক্রিকেট দল দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে। রশিদ খান, মহম্মদ নবিদের দেশের মানুষেরা আফগানিস্তানের পরেই সবচেয়ে বেশি সমর্থন করে ভারতকে। তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় খুশি আফগানরা। জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে ভারত। দু’বল বাকি থাকতেই পাঁচ উইকেট পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন রোহিত শর্মারা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক।

আরও পড়ুন – Virat and Rohit : ক্লাস ফাইভের ছেলেদের মতো শট নির্বাচন! বিরাট, রোহিতকে কড়া সমালোচনা সানির

যিনি চার ওভারে ২৫ রানে তিন উইকেট নেন। পরে চাপের মুখে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন। জয়সূচক শটও মারেন। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে বলটা উড়ে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন। ভারতীয়দের মতোই অঙ্গভঙ্গি করতে লাগলেন। উত্তেজনার বশে টেলিভিশন স্ক্রিনেই হার্দিককে চুমু খেয়ে নিলেন এক আফগান। যে ভিডিয়ো সোশ্যল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোয় ভারতীয়রা তো উচ্ছ্বাসে মেতে ওঠেন, বাদ যাননি আফগানরাও। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, হার্দিক জয়সূচক ছক্কা মারতেই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন আফগানরা। একটি ভিডিয়ো বিশেষভাবে ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে পোস্ট করা সেই ভিডিয়োর ‘ভিউ’ ইতিমধ্যে সাত লাখ ছাড়িয়ে গিয়েছে। অসংখ্যবার রিটুইট হয়েছে। পেয়েছে ‘লাভ’-ও।

আসলে পাকিস্তানি সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বছরের অর্ধেক সময় ধরে টেনশন থাকে। আফগানিস্তানের সাধারণ মানুষ মনে করে তাদের দেশে আবার তালিবানকে ফিরিয়ে আনার পেছনে বিশেষ ভূমিকা রয়েছে পাকিস্তান সেনা এবং আইএসআইয়ের। এর জন্য পাকিস্তানকে তারা ক্ষমা করতে পারেন না।

সেটাই প্রকাশ পেয়েছে ওই আফগান ব্যক্তির পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের সেলিব্রেশন দেখে। এমনকি পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত অর্থাৎ ডুরান্ড লাইনকেও খুব একটা গুরুত্ব দেয় না আফগানিস্তান।

সবাই মোবাইলে ব্যস্ত, রিজওয়ান একমনে পড়ছেন কোরান! পাক তারকা মন জিতলেন ভক্তদের

#দুবাই: ২৭ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। তার আগে প্রতিটি দলই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। পাকিস্তানি ক্রিকেটাররাও প্রস্তুতি শুরু করেছে। তবে এরই মাঝে পাকিস্তানের ব্যাটার-উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের একটি ছবি ভাইরাল হয়েছে।

পাকিস্তান ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর পর একটি ভিডিও পোস্ট করছে পাক ক্রিকেট বোর্ড। মূলত পাকিস্তানের টিম বাসে শুট করা হয়েছিল সেই ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তান টিম বাসে অন্য ক্রিকেটাররা যখন মোবাইল নিয়ে ব্যস্ত, তখন একমনে কোরান পড়ছেন রিজওয়ান।

আরও পড়ুন- Asia Cup : বাবরের সঙ্গে বিরাটের করমর্দন! দুবাইয়ে ধরা পড়ল দুই মহা তারকার বন্ধুত্ব

সোশ্যাল মিডিয়ায় রিজওয়ানের সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভক্তরা রিজওয়ানের প্রশংসা করছেন। সবাই যখন মোবাইলে ব্যস্ত, তখন চুপচাপ এক জায়গায় বসে কোরান পড়ছেন রিজওয়ান। একজন ক্রিকেটারের কেরিয়ার দীর্ঘ করতে একাগ্রতার কোনও বিকল্প নেই। আর পড়াশোনা যে একাগ্রতা বাড়াতে সহায়তা করে, তা কে না জানে!

২৮ অগাস্ট দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপ শুরুর পরেরদিনই মহাম্যাচ। গোটা দুনিয়া এই মহাম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ৯ মাস পর আবার ভারত-পাকিস্তান ম্যাচ। এর আগে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকে হারিয়েছে পাকিস্তান। ফলে এবার ভারতের সামনে বদলা নেওয়ার সুযোগ।

আরও পড়ুন- Neeraj Chopra : সম্পূর্ণ সুস্থ ভারতের সোনার ছেলে! এবার নামছেন সুইজারল্যান্ডে ডায়মন্ড লিগে

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানের অনেক প্রাক্তন অবশ্য ভারতীয় দলকে এগিয়ে রাখছেন। শাহিন শাহ আফ্রিদি চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। ফলে সেটা ভারতের অ্যাডভান্টেজ বলে ধরছেন অনেকে। তবে অনেকে আবার বলছেন, পাকিস্তানের বোলিং বিভাগ যথেষ্ট ব্যালান্সড।

Dubai cricket chief IND vs PAK : ভবিষ্যতে ভারত পাকিস্তান সিরিজের পক্ষে মুখ খুললেন দুবাই ক্রিকেট প্রধান

#দুবাই: কয়েকদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ম্যাচ খেলে বিরাট কোহলির ভারতকে দশ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। সেই লজ্জাজনক পরাজয় সামলে ওঠার আগেই চলে আসে নিউজিল্যান্ড ম্যাচ। সেই ম্যাচেও হার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। কোটি কোটি জনগণের হৃদয় ভেঙে যায়। কিন্তু এরপর ভারত পাকিস্তান সিরিজ হতে পারে এমন সম্ভাবনা পুরোপুরি না হলেও, হাওয়ায় ভাসছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শোয়েব আখতারের আলোচনা, রামিজ রাজার সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট এবং সচিব জয় শাহের কথাবার্তা, কিছুটা ইঙ্গিত দিচ্ছিল।

আরও পড়ুন – Surya Kumar Yadav in for KL Rahul : চোট পেয়ে ছিটকে গেলেন কে এল রাহুল, বদলি হিসেবে এলেন সূর্যকুমার যাদব

দ্বিপাক্ষিক না হলেও, ত্রিদেশীয় সিরিজ হতে পারে আলোচনা চলছিল। বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। দুই দলের খেলায় থাকে বাড়তি উত্তেজনা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দেশের ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ প্রায় আট বছর ধরে। যা এখনই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভারত বা পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে এ দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায় কি না, সে ব্যাপারে আলোচনা শোনা যায় প্রায়ই।

এবার সেই আলোচনার পালে হাওয়া দিলেন দুবাই ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আব্দুর রহমান ফালাকনাজ। সফলভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর আয়োজন করার পর, এবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের স্বাগতিক হতে চান দুবাই ক্রিকেটের চেয়ারম্যান আব্দুর রহমান। পাশাপাশি আইপিএলে আরও বেশি ম্যাচ আয়োজন করতে চান তিনি।

আরব আমিরশাহির স্থানীয় সংবাদমাধ্যমকে আব্দুর রহমান বলেছেন, এখানে ভারত-পাকিস্তান ম্যাচ পেলে দারুণ হবে। অনেক আগে যখন শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হত, মনে হত যেন যুদ্ধ চলছে। তবে এটা ভাল যুদ্ধ, স্পোর্টিং একটি যুদ্ধ। যা অসাধারণ ছিল। তিনি আরও যোগ করেন, আমার মনে আছে, একবার রাজ কাপুর (ভারতের অভিনেতা) তার পরিবার নিয়ে এখানে এসে বলেছিলেন, শারজায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া কী দুর্দান্ত। ক্রিকেট মানুষকে কাছে আনে। ক্রিকেটই আমাদের এক করেছে এবং এভাবেই থাকতে দিন। তো আমরা এটিই করতে চাই।

এসময় অন্তত দু বছরে একবার ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে তিনি বলেন, আমরাও এটি করতে চাই। আমরা যদি ভারতকে বছরে বা দুই বছরে একবার এখানে এসে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি করতে পারি, তা দারুণ হবে। সবশেষ ২০১২-১৩ মরশুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ভারত ও পাকিস্তান। সেবার ভারতের মাটিতে হয়েছিল তিনটি করে ওয়ানডে ও টুর্নামেন্ট।

এরপর থেকে দুই দলের দেখা হয় শুধুমাত্র আইসিসি ইভেন্টে। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন দুই দেশের সিরিজ চালু হবে কিনা সেটা নির্ভর করছে ভারত এবং পাকিস্তানের সরকারের ওপর। সেই সবুজ সঙ্কেত না পেলে পিসিবি বা বিসিসিআই এগোতে পারবে না।

India Vs Pakistan In T20: নো বলে আউট কে এল রাহুল! রাগে ফুঁসছেন ভারতীয় সমর্থকরা

#দুবাই: টি -টোয়েন্টি বিশ্বকাপের বড় ম্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি পাকিস্তান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্ত কার্যকরী হয় তাদের জন্য। টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুলকে শুরুতেই তুলে নেন পাক পেসার শাহিন আফ্রিদি। টপ অর্ডারের দুই তারকা ব্যাটসম্যান দ্রুত আউট হওয়ায় চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। শাহিন শাহ আফ্রিদির অসাধারণ ডেলিভারিতে রোহিত আউট হন। এর পর কে এল রাহুলকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন শাহিন। কিন্তু অনেকেই বলছেন, ফিল্ড আম্পায়ার রাহুলকে আউট দেন নো বলে।

আরও পড়ুন- হার্দিক টিকিট দেয় না, পন্থও ব্লক করেছেন, তবুও ভারত বনাম পাকে গ্যালারিতে উর্বশী

রাহুলের সঙ্গে কি বড় অন্যায় হল?

কেএল রাহুল পাকিস্তানের বিরুদ্ধে ফ্লপ। তাঁকে দ্রুত প্যাভিলিয়নে ফেরান শাহিন শাহ আফ্রিদি। রোহিতকে এলবিডব্লিউ করার পর রাহুল বোল্ড হন। কিন্তু এখন ভারতীয় ভক্তরা টুইটারে আওয়াজ তুলছেন, কেএল রাহুলকে নো বলে আউট করা হয়েছিল। যে বলে রাহুল বোল্ড হয়েছিলেন, তাতে বোলার শাহিন আফ্রিদির পা ক্রিজের কিছুটা বাইরে ছিল। টিম ইন্ডিয়া এদিন রাহুলের কাছ থেকে বড় রানের প্রত্যাশা করেছিল। কিন্তু অনেকেই বলছেন, আম্পায়ারের একটি ভুলে রাহুলের প্রতি অন্যায় হয়েছে। আম্পায়ারের এমন ভুলে টিম ইন্ডিয়াকে বড় মূল্য দিতে হতে পারে বলেও মনে করছেন অনেকে।

টুইটারে ক্ষোভপ্রকাশ করলেন ভক্তরা-

রাহুল নো বলে আউট হওয়ার পর ভক্তরা টুইটারে ক্ষোভপ্রকাশ করেছেন। ভারতীয় সমর্থকরা আম্পায়ারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সমর্থকরা বিভিন্ন ধরনের মন্তব্য করে আম্পায়ারদের উপর রাগ মেটালেন। আসলে রাহুল ভাল ফর্মে ছিলেন। এদিনের বড় ম্যাচে তাঁর দ্রুত আউটট হওয়াটা টিম ইন্ডিয়ার জন্য একটি বড় ক্ষতি বলে মনে করছেন অনেকে।

ফ্লপ রোহিত-

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ম্যাচের প্রথম ওভারেই টিম ইন্ডিয়ার তারকা ওপেনার রোহিত শর্মাকে আউট করেন। প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ আউট হন রোহিত। তাঁর শূন্যে ফিরে যাওয়া ভারতীয় দলকে চাপে ফেলে দেয়। বড় ম্যাচে রোহিতের কাছে বড় রানের প্রত্যাশা ছিল ভক্তদের।

India-Pakistan Match On WT20: পাকিস্তানেও হিট ধোনি! মাঠে এমএসকে দেখে লাফালাফি পাক ক্রিকেটারের

#দুবাই: ভারত হোক বা পাকিস্তান, ধোনি সব জায়গায় হিট। ভারতের মতো পাকিস্তানেও ক্রিকেট নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুসারফ ছিলেন ধোনির ভক্ত। পাকিস্তানে খেলতে গিয়ে পারভেজ মুশারফের প্রশংসা কুড়িয়েছিলেন ধোনি। সেই সময় ধোনির লম্বা চুল ছিল। ধোনির সেই চুলেরও প্রশংসা করেছিলেন তিনি। সেসব এখন অতীত। তবে সময় বয়ে গেলেও ধোনির প্রতি পাকিস্তানিদের ভালবাসা, শ্রদ্ধা কমেনি। আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। তার আগে পাকিস্তান শিবিরে ধোনির জনপ্রিয়তা টের পাওয়া গেল।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মাঠের বাইরে যেন লড়াই হয় বেশি। কিছুদিন আগে কোহলি বলেছিলেন, এই ম্যাচ আসলে টিআরপি-র খেলা। এই ম্যাচের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। টিকিট বিক্রি হয় চড়া দামে। তাছাড়া বিজ্ঞাপন, সম্প্রচারকদের চাপও থাকে। ফলে এই ম্যাচ নিয়ে হাইপ তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে ম্যাচের বাইরেও ভারত-পাকিস্তান, দুই দলের তারকাদের পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা থাকে। আর সেটা বোঝা গেল এদিন। ধোনির জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুবাইতে ভারত-পাক ম্যাচ দেখতে এসেছেন বশির চাচা। তবে স্রেফ বশির চাচা নন, ধোনির ভক্ত পাকিস্তান ক্রিকেট দলেও রয়েছে।

আরও পড়ুন- ‘এনজয় করেছি, এগিয়ে গিয়েছি’… রেখা থেকে জিনাত আমান, অ্যাফেয়ার নিয়ে Imran Khan

পাক ক্রিকেটার শাহনওয়াজ দাহানিও ধোনির ভক্ত। চোখের সামনে প্রিয় তারকাকে দেখতে পেয়ে তাই তিনি আর উত্তেজনা ধরে রাখতে পারলেন না। তবে আজ ভারতের বিরুদ্ধে দাহানির খেলার সম্ভাবনা কম। তিনি রিজার্ভ দলে রয়েছেন। বড় ম্যাচের আগে অনুশীলনের সময় ধোনিকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেন তিনি। বাউন্ডারির সামনে ছিলেন দাহানি। সেই সময় ধোনি বাউন্ডারি লাইনের সামনে দিয়ে যাচ্ছিলেন। ধোনিকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন পাকিস্তানের এই উঠতি পেসার।

ধোনি প্রথমে দাহানিকে দেখতে পাননি। সেই সময় ধোনির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ। দাহানি তাঁকেই বলেন, ধোনিকে একবার ডেকে দিতে। ধোনি তাকাতেই হাত নাড়েন দাহানি। ধোনিও পাল্টা হাত নাড়েন তাঁকে দেখে। ধোনির প্রতি তাঁর সম্মান ও ভাল লাগা প্রকাশ করেন পাক পেসার।