Tag Archives: INTTUC

Hawker Protest: রেল লাইনে শুয়ে পড়ার হুমকি ব্যবসায়ীদের! কারণ শুনলে চমকে উঠবেন আপনিও

উওর ২৪ পরগনা: অমৃত ভারত প্রকল্পে অত্যাধুনিক রূপ পাওয়ার পথে সীমান্ত শহরের গুরুত্বপূর্ণ স্টেশন বনগাঁ। সেই কাজ চলছে। কিন্তু অত্যাধুনিক স্টেশন তৈরির সেই পরিকল্পনাই এবার বাঁধার মুখে। স্টেশনের হকার ও ব্যবসায়ীদের প্রতিবাদ-বিক্ষোভের জেরে জটিল হয়ে উঠল পরিস্থিতি।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র বনগাঁ সংগঠনিক জেলার পক্ষ থেকে এদিন বনগাঁ স্টেশনে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। মিছিলের নেতৃত্ব দেন শ্রমিক সংগঠনটির জেলা সভাপতি নারায়ণ ঘোষ। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বনগাঁ স্টেশনে হকারি করে আসাদের আধুনিকীকরণের নামে উচ্ছেদ করা হয়েছে। শুধু তাই নয়, স্টেশন এলাকার বাইরে টোটো-অটোর স্ট্যান্ড’ও সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ রেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান। কোন‌ওরকম আগাম আলোচনা ছাড়াই হঠাৎ করে রেলের এমন সিদ্ধান্তেই ক্ষোভ তৈরি হয়েছে স্টেশন এলাকার যাত্রী, পরিবহণ ব্যবসায়ী ও হকারদের মধ্যে।

আরও পড়ুন: কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মভিটেতে আসতে পারেন আপনিও, রয়েছে থাকার জায়গা

এই পরিস্থিতিতে হঠাৎ করে এতদিনের ব্যবসায় এভাবে আঘাত নেমে আসায় দিশেহারা হয়ে পড়েছেন কয়েকশো স্থানীয় ব্যবসায়ী। এখন কীভাবে সংসার চলবে সেটা বুঝে পাচ্ছেন না তাঁরা। এরই প্রতিবাদে আইএনটিটিইউসি’র পক্ষ থেকে রেলের আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়া হয়। রেল এই হকার ও প্রান্তিক পরিবহণ ব্যবসায়ীদের কথা না ভাবলে আগামী দিনে ১০ হাজার লোক নিয়ে আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে। রেল লাইনে শুয়ে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানোর কথাও বলা হয়।

বনগাঁ স্টেশনে হকার উচ্ছেদ প্রসঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা নারায়ণ ঘোষ বলেন, রেলের এই দ্বিচারিতা আমরা মানব না। স্টেশন এলাকার হকার ভাইদের কোন‌ও নোটিশ ছাড়াই উচ্ছেদ করে দেওয়া হয়েছে, কোনরকম আলোচনা ছাড়াই। এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে আমাদের তরফে। রেলকে অবিলম্বে বিষয়টি দেখারও অনুরোধ জানানো হয়েছে। নাহলে আগামীতে বড় আন্দোলন গড়ে উঠবে বলে তিনি জানান। এই বিষয়ে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এম কে বসাক জানান, রেলের উন্নয়নের স্বার্থে অমৃত ভারত প্রকল্পের আওতায় বনগাঁ স্টেশন আধুনিকীকরণের কাজ চলছে। তাই প্রথম পর্যায়ে স্টেশন লাগোয়া যে সমস্ত দোকান ছিল তাদের তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি যে সমস্ত টোটো-অটো স্ট্যান্ড ছিল স্টেশনের বাইরে তাদেরকেও আপাত সরে যেতে বলা হয়েছে। পরবর্তীকালে বনগাঁ স্টেশন আধুনিকীকরণের কাজ শেষ হলে তাঁদেরকে আবারও পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এই আশ্বাস বাণী শোনার পর কিছুটা হলেও নরম হয়েছে বিক্ষোভকারীদের সুর।

রুদ্রনারায়ণ রায়

Labour Unions Unrest: শাসক-বিরোধী তরজায় কাজ বন্ধ কারখানায়

হুগলি: শাসক-বিরোধী তরজায় বন্ধ হল কয়েক হাজার শ্রমিকের কাজ। এদিন দুই পক্ষের ইউনিয়নের ঝামেলায় হুগলিতে কাজ বন্ধ হয়ে গেল একটি অ্যালুমিনিয়াম কারখানার। মগড়ার হোয়েরা এলাকায় জিটি রোডের ধারে ইএসএস অ্যালুমিনিয়াম কারখানায় কাজ বন্ধ হয়ে যায়। এই কারখানার আগের নাম ছিল ইন্ডিয়া ফয়েলস। শাসক পক্ষের ইউনিয়নের সঙ্গে বিরোধী ইউনিয়নের ঝামেলায় এদিন কাজেই যোগ দিতে পারেননি শ্রমিকরা।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন বন্ধ থাকার পর এই কারখানাটি গত বছর মে মাসে হস্তান্তর হয়। তারপর রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছিল। সবকিছু গুছিয়ে কারখানাটি পূর্ণ উদ্যোমে কাজ করা শুরু করেছিল। এলাকারই প্রায় আড়াইশো জন এখানে শ্রমিকের কাজ করেন। কিন্তু এদিন সকালে শাসকদলের শ্রমিক ইউনিয়ন কয়েকজন শ্রমিককে কাজে যোগ দিতে বাধা দেয় বলে অভিযোগ সিটুর।

আরও পড়ুন: কেরলে গাড়ি থেকে পড়ে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু

বাম শ্রমিক সংগঠনটির অভিযোগ, আজ সকালে শাসক দলের নেতারা এসে কারখানায় শ্রমিকদেরকে কাজে যোগ দিতে বাধা দেয়। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বাইরে অশান্তি হওয়ায় যারা কাজে যোগ দিতে ঢুকেছিলেন তাঁদেরও বের করে দেওয়া হয়।আগামী ২৭ মে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সিটু নেতা তরুণ ঘোষ বলেন, কারখানায় প্রজেক্টের কাজ চলছে। বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা কাজে আসে। তৃণমূলের লোকজন এসে শ্রমিকদের কাজে ঢুকতে বাধা দিয়েছে। ততক্ষণে বেশকিছু শ্রমিক ভিতরে ঢুকে যায়। বাইরে থাকা শ্রমিকদের আমরা ঢোকানোর ব্যবস্থা করতে গেলে দেখি যারা ভিতরে ঢুকেছিল তাদেরও বের করে দিয়েছে সিকিউরিটি।

কর্তৃপক্ষ মৌখিকভাবে কাজ বন্ধ বলে জানিয়ে দেয়। বাম শ্রমিক সংগঠনের অভিযোগ কারখানার মালিকের সঙ্গে হাত মিলিয়ে শাসকদলের শ্রমিক সংগঠন এই কাজ করেছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে, দিগসুই হোয়েরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বীরেন্দু খাঁড়া বলেন, সিটুর কয়েকজন শ্রমিক অন্য শ্রমিকদের ভয় দেখাচ্ছে। সিপিএম না করলে তারা কাজ করতে পারষবে না বলে হুমকি দিয়েছে। এই একই জিনিস তার আগেও করত যখন কংগ্রেস ছিল। শ্রমিকের কোনও দল হয়না। আমরা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে লড়ছি। সিটু সে কথা বলছে না। যে শ্রমিকদের ভয় দেখাচ্ছিল তাকে আমরা আটকেছি। বাকি কাউকে আটকানো হয়নি।সিটু ওখানে শ্রমিকদের থেকে কমিশন তুলছে।

রাহী হালদার

TMC Leader Death: তৃতীয় দফা ভোটের আগেই সানস্ট্রোকে মৃত্যু তৃণমূলের শ্রমিক নেতার, দলে শোকের ছায়া

মুর্শিদাবাদ:  সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল জঙ্গিপুরের আইএনটিটি ইউসি-র সহ-সভাপতি পরেশনাথ দাসের। দলীয় প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে প্রখর রোদের মধ্যে দেওয়াল লিখন ও পতাকা টাঙানোর কাজ করাকালীন গত শুক্রবার সানস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের বলাশপুরের বাসিন্দা পরেশনাথ দাস।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে কিছুটা সুস্থ হওয়ায় বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় ফের শারীরিক অবস্থার অবনতি হয় এবং বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছোট থেকেই রাজনীতির সঙ্গে জড়িত পরেশনাথ দাস। এলাকায় সকলের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল। সকলের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন তিনি। তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জোরকদমে প্রচারের কাজ চালাচ্ছিলেন।

আরও পড়ুন: দইয়ের এই পদ খেলেই শরীর হবে ‘ঠান্ডা ঠান্ডা-কুল কুল’, হুড়মুড়িয়ে কমবে ওজন! রইল সহজ রেসিপি

কিন্তু ভোটের আগে পরেশবাবুর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শনিবার দলীয় নেতৃত্ব ও কর্মীরা এসে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন। দাদা মেঘনাদ দাস বলেন, ‘ভাই আগাগোড়ায় রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল। রাজনীতি ছাড়া আর কিছু বুঝত না। আর রাজনীতির কাজ করাকালীনই ওঁর মৃত্যু হল। তবে ভাইয়ের এই আকস্মিক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’ নবগ্রাম ব্লক আইএনটিটিইউসি-র সভাপতি রাজু রহমান বলেন, ‘পরেশবাবুর মৃত্যু রাজনৈতিক মহলে একটা বড় ক্ষতি করে দিল। ওঁর মৃত্যুতে আমরা শোকাহত।’

আরও পড়ুন: অনেকক্ষণ AC চালিয়েও ঘর ঠান্ডা হয় না! সঠিক উচ্চতায় এসি লাগিয়েছেন তো? জানুন বাড়ির জন্য সঠিক এসি কোনটি

আগামী ৭ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ রয়েছে জঙ্গিপুরে। সেই কাজই করছিলেন পরেশনাথ দাস। কাজের মধ্যে থেকেই সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণণূলের শ্রমিক সংগঠনের নেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

প্রণব বন্দ্যোপাধ্যায়