Tag Archives: Kolkata News

শহর কলকাতার খবর (Kolkata News) ৷ প্রতিদিন শহরে কী কী ঘটছে, তার প্রতিনিয়ত আপডেট জানতে চোখ রাখুন নিউজ18 বাংলার (News18 Bangla) ওয়েবসাইটে ৷ আবহাওয়ার খবর থেকে শুরু করে রাজনীতি, খেলা, শিক্ষা সংক্রান্ত কলকাতার সব খবরই পাবেন এখানে ৷ দেশ-বিদেশে কী ঘটছে, জানার যেমন প্রয়োজন রয়েছে ৷ তেমনি নিজের শহর কলকাতার প্রতি মুহূর্তের আপডেট (Latest Kolkata News) জানাও অত্যন্ত প্রয়োজন ৷

রাজনীতির খবর থেকে শুরু করে শহরে কোথায় কী ঘটছে ৷ সব জানা যাবে এখানেই ৷ থাকছে আবহাওয়া, খেলা এবং ক্রাইম সংক্রান্ত খবরও ৷ কোনও খুনের ঘটনার রহস্যের কিনারা হল কী না, বাংলার রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কখন কী করছেন, সব জানতে অবশ্যই পড়তে হবে নিউজ18 বাংলার ওয়েবসাইট ৷

আভিজাত্য এবং বনেদিয়ানা বজায় রাখার সিংহভাগ আজও বজায় করে চলেছে উত্তর কলকাতা। এখানকার সাবেকি আমলের বাড়ি, ট্রাম, হাতে টানা রিকশা সব মিলিয়ে কোথায় যেন আস্ত কলকাতা শহরের গন্ধটা অনুভব করা যায় ৷ অপরদিকে দক্ষিণ কলকাতা বজায় রেখেছে আধুনিকতার ছোঁয়া। নিত্যনতুন সাজে কলকাতাকে সাজিয়ে তুলেছে। সব মিলিয়ে নতুন-পুরোনোর রঙে-ঢং-এ এবং সাবেকিয়ানা ও আধুনিকতার আভিজাত্য মেশানো স্মৃতিবিধুর কলকাতা আমাদের প্রাণের শহর তিলোত্তমা। এই শহরের সব খবর তাই না জানলেই নয় ৷ যা প্রতিনিয়ত পাওয়া যাবে নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷

Eco Park: ভারতের সবচেয়ে বড় পার্ক আছে কলকাতাতেই! একদিনে ঘোরা অসম্ভব! গেলে মুগ্ধ হবেনই, ১০০% গ্যারান্টি

ইকো-পার্কের কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে ঘেরা একটি সুন্দর জায়গা। যেখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ হবেন যে কোনও পর্যটক।
ইকো-পার্কের কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে ঘেরা একটি সুন্দর জায়গা। যেখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ হবেন যে কোনও পর্যটক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই পার্ক শুরু থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। শুধু তাই নয়, সাফল্যের নতুন সফর শুরু হয়েছে ইকো পার্কের। বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে প্রকৃতির এই তীর্থক্ষেত্র। নিউ জিল্যান্ডের এক আন্তর্জাতিক সংস্থার নিরিখে বিশ্বের সেরা শহুরে পার্কের তালিকায় ঠাঁই পেয়েছে তিলোত্তমার সাধের পার্কটি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই পার্ক শুরু থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। শুধু তাই নয়, সাফল্যের নতুন সফর শুরু হয়েছে ইকো পার্কের। বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে প্রকৃতির এই তীর্থক্ষেত্র। নিউ জিল্যান্ডের এক আন্তর্জাতিক সংস্থার নিরিখে বিশ্বের সেরা শহুরে পার্কের তালিকায় ঠাঁই পেয়েছে তিলোত্তমার সাধের পার্কটি।
২০১২ সালে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয় ৪৮০ একর জমির উপর তৈরি এই এই পার্কটি। রাজ্য থেকে দেশের মধ্যে জনপ্রিয়তা বাড়তে সময় লাগেনি। সারা বিশ্বের সেরা শহুরে পার্কগুলির তালিকায় জায়গাও করে নিয়েছে ইকো পার্ক।
২০১২ সালে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয় ৪৮০ একর জমির উপর তৈরি এই এই পার্কটি। রাজ্য থেকে দেশের মধ্যে জনপ্রিয়তা বাড়তে সময় লাগেনি। সারা বিশ্বের সেরা শহুরে পার্কগুলির তালিকায় জায়গাও করে নিয়েছে ইকো পার্ক।
ভারতের সবচেয়ে বড় পার্ক হল এই ‘প্রকৃতি তীর্থ’। নাম শুনে নিশ্চয়ই ভাবছেন এমন পার্ক আবার কবে হল? সাধারণের মুখে মুখে অবশ্য এই জায়গাটিই ‘ইকোপার্ক’ নামে বেশি পরিচিত।
ভারতের সবচেয়ে বড় পার্ক হল এই ‘প্রকৃতি তীর্থ’। নাম শুনে নিশ্চয়ই ভাবছেন এমন পার্ক আবার কবে হল? সাধারণের মুখে মুখে অবশ্য এই জায়গাটিই ‘ইকোপার্ক’ নামে বেশি পরিচিত।
‘হিডকো’-র তত্ত্বাবধানে ২০১২ সালে পার্কটির উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০১৩ সালের পয়লা জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। লন্ডনের ‘মাদাম তুসো’ মিউডিয়ামের অনুকরণে ইকোপার্কের উল্টো দিকে তৈরি করা হয় ‘মাদার ওয়াক্স মিউজিয়াম’।
‘হিডকো’-র তত্ত্বাবধানে ২০১২ সালে পার্কটির উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০১৩ সালের পয়লা জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। লন্ডনের ‘মাদাম তুসো’ মিউডিয়ামের অনুকরণে ইকোপার্কের উল্টো দিকে তৈরি করা হয় ‘মাদার ওয়াক্স মিউজিয়াম’।
ইকোপার্কে মোট ৬টি গেট আছে। যে কোনও একটি দিয়ে ঢুকলেই হল। তবে ৪ নম্বর গেটের কাছেই আছে বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রতিরূপ। সেগুলি দেখেই ইকোপার্ক ভ্রমণ শুরু করতে পারেন।

ইকোপার্কে মোট ৬টি গেট আছে। যে কোনও একটি দিয়ে ঢুকলেই হল। তবে ৪ নম্বর গেটের কাছেই আছে বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রতিরূপ। সেগুলি দেখেই ইকোপার্ক ভ্রমণ শুরু করতে পারেন।
আবার প্রথম থেকেই হাঁটতে ইচ্ছে না করলে ব্যাটারি চালিত গাড়ি বা টয়ট্রনে পুরো ইকোপার্কটা এক ঝলক ঘুরে দেখে নেওয়া যায়। তার জন্য অবশ্য ২ নম্বর গেট দিয়ে ঢুকলেই ভাল।
আবার প্রথম থেকেই হাঁটতে ইচ্ছে না করলে ব্যাটারি চালিত গাড়ি বা টয়ট্রনে পুরো ইকোপার্কটা এক ঝলক ঘুরে দেখে নেওয়া যায়। তার জন্য অবশ্য ২ নম্বর গেট দিয়ে ঢুকলেই ভাল।
পার্কটিতে প্রচুর জিনিস আছে। এক দিনে সবটা দেখা প্রায় অসম্ভব। সঠিক পরিকল্পনা থাকলে তবেই বেশ খানিকটা ঘুরতে পারবেন। প্রথমেই যদি বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রতিরূপ দেখতে হয়, তা হলেও আলাদা করে টিকিট কাটতে হবে।
পার্কটিতে প্রচুর জিনিস আছে। এক দিনে সবটা দেখা প্রায় অসম্ভব। সঠিক পরিকল্পনা থাকলে তবেই বেশ খানিকটা ঘুরতে পারবেন। প্রথমেই যদি বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রতিরূপ দেখতে হয়, তা হলেও আলাদা করে টিকিট কাটতে হবে।
এখানে দেখতে পারেন চিনের প্রাচীর, রোমের বিখ্যাত মঞ্চ কলোসিয়াম, ব্রাজিলের রিও ডে জেনেরোর বিখ্যাত জিশুমূর্তি, জর্ডনের পেট্রা, মিশরের পিরামিড, ভারতের তাজমহল এবং চিলের রহস্যময় দ্বীপ ইস্টার আইল্যান্ডের বিভিন্ন ভাস্কর্য।
এখানে দেখতে পারেন চিনের প্রাচীর, রোমের বিখ্যাত মঞ্চ কলোসিয়াম, ব্রাজিলের রিও ডে জেনেরোর বিখ্যাত জিশুমূর্তি, জর্ডনের পেট্রা, মিশরের পিরামিড, ভারতের তাজমহল এবং চিলের রহস্যময় দ্বীপ ইস্টার আইল্যান্ডের বিভিন্ন ভাস্কর্য।
এ ছাড়াও রয়েছে শিশুদের জন্য একটি পার্ক। এখানে আলাদা করে টিকিট কাটতে লাগে না। ভিতরে ট্রি হাউসের মতো বাড়িও আছে।
এ ছাড়াও রয়েছে শিশুদের জন্য একটি পার্ক। এখানে আলাদা করে টিকিট কাটতে লাগে না। ভিতরে ট্রি হাউসের মতো বাড়িও আছে।
কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইকোপার্ক যাওয়ার বাস পাওয়া যায়। গল্ফগ্রিন, যাদবপুর, হাওড়া, শিয়ালদহ থেকে প্রতি ঘণ্টায় এসি বাস ছাড়ে। সরকারি, বেসরকারি অনেক বাস আছে।
কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইকোপার্ক যাওয়ার বাস পাওয়া যায়। গল্ফগ্রিন, যাদবপুর, হাওড়া, শিয়ালদহ থেকে প্রতি ঘণ্টায় এসি বাস ছাড়ে। সরকারি, বেসরকারি অনেক বাস আছে।

Kolkata: লাখ-লাখ টাকা, সঙ্গে ডলারের পাহাড়! কলকাতায় ধরা পড়া কে এই সঞ্জয়? বড় অভিযান পুলিশের

কলকাতা: ভোটের মুখে খাস কলকাতায় উদ্ধার মার্কিন ডলার। চলছে বাংলায় তৃতীয় দফা নির্বাচন। এর মধ্যেই খাস কলকাতা থেকে উদ্ধার হল মার্কিন ডলার সহ লাখ লাখ টাকা। উদ্ধার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। শহরে ভোটের আগে কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা বাজেয়াপ্ত করেন প্রায় আট লাখ টাকা। পুলিশ সূত্রে খবর, আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেন হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকা থেকে।

আরও পড়ুন: ‘রাজ্যকে শূন্যপদ তৈরি করতে হল কেন?’ SSC মামলায় বড় প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে!

তারপর ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় ভারতীয় মুদ্রায় নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা এবং তিন হাজার US ডলার। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার যাদব। তার বয়স ২৫ বছর। বিহারের বাসিন্দা সঞ্জয় কর্মসূত্রে হাওড়ায় থাকেন।

ঘটনার সঙ্গে বিদেশের অর্থ লেনদেন কোনও যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

Kolkata: ছাদের বাগানে জল দিতে গিয়েছিলেন, হঠাৎ ধুপ করে আওয়াজ! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়, সব শেষ বৃদ্ধের

কলকাতা: বাগুইহাটির দেশবন্ধু নগরে বহুতল আবাসনের তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু শান্তি ভূষণ রায় নামে এক বৃদ্ধের। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাগুইহাটি দেশবন্ধু নগর এবি৮/ ২৯ জয়াভবনের তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু বছর আটাত্তরের বৃদ্ধ শান্তি ভূষণ রায়ের। দুপুর ১২ টা নাগাদ তিনি ছাদে উঠেছিলেন, তারপর হঠাৎ করে কীভাবে পড়ে গেলেন তিনি, তা নিয়ে তদন্ত করে দেখছে বাগুইআটি থানা পুলিশ।

আরও পড়ুন: ভারতের ট্রেনে টয়লেট কিন্তু এক বাঙালির অবদান! এক চিঠিতেই কাজ, তারপর যা হল…চমকে যাবেন শুনে

নিছকই কি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য, সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ। তবে স্থানীয় সূত্র মারফত খবর ছাদে তিনি প্রায়ই যেতেন গাছ পরিচর্যার জন্য। সেই মতো সোমবারও গিয়েছিলেন গাছে জল দেওয়ার জন্য।

তবে কীভাবে পাঁচিল টপকে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

Kolkata College Student: কলকাতার কলেজের ছাত্রের কাছে এত অস্ত্র-বোমার মশলা! গড়িয়ায় হানা দিয়ে তাজ্জব পুলিশ

অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ত্রিশ রাউন্ড কার্তুজ সহ বোমা বানানোর মশলা ও আরও অন্যান্য সামগ্রী উদ্ধার পুলিশের। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুরের ৫২ পল্লী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। আর আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ ৫ কিলো বোমা বাঁধার মশলা উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই। বিজয় হালদার ওরফে ভুতম, হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার ১টি ওয়ান শাটার, ২টি ৭ এমএম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি। সুতলি ২৫টি বান্ডিল উদ্ধার করে। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সব অস্ত্রসস্ত্র।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের! গুরুতর জখম আরও দুই, অভিষেকের সভার আগেই বিপত্তি

বিজয় দাগী আসামী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Kolkata Police: কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! ছেলেকে স্ক্রু ড্রাইভার দিয়ে কুপিয়ে-কুপিয়ে খুন বাবার! তারপর যা ঘটল…

কলকাতা: কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! বেনিয়াপুকুরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তেই পুলিশ জানতে পেরেছে, ছেলেটির বাবা নির্মমভাবে কুপিয়ে খুন করেছে ছেলেটিকে। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ওই যুবকের।

সূত্রের খবর, ওই যুবকের নাম রোশন থাপা। বয়স ২৩ বছর। আর ওই যুবকের অভিযুক্ত বাবার নাম রমেশ থাপা। ঘটনার পর ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত রমেশ থাপা পলাতক।

আরও পড়ুন: বাঁক নিতে গিয়েই খাদে পড়ল বাস, ভয়ঙ্কর ঘটনা! একের পর এক মৃত্যু, চারিদিকে কেবল রক্ত

এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ছেলেটি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। এই নিয়ে বাবা-ছেলের অশান্তি ছিল রোজকার ব্যাপার। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ক্রু ড্রাইভার দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে বাবা। তারপর থেকেই পলাতক ওই ব্যক্তি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিকে, সাত সকালে ব্রিগেড ময়দানে যুবতীর অর্ধনগ্ন আধপোড়া দেহ উদ্ধার ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ সূত্রে খবর, দেহটিতে পচনও ধরেছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে৷ তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে কেউ ময়দান এলাকায় কে বা কারা দেহ ফেলে গেল, তা নিয়েই প্রশ্ন উঠছে৷

WBJEE 2024: শুরু হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, গরম ঠেকাতে পদক্ষেপ বোর্ডের! রবিবার বাড়তি মেট্রোর ব্যবস্থা

কলকাতা: শুরু হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। রাজ্যের প্রায় ৩৮৮টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা গ্রহণ। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন। গরমের মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলিকে বিশেষভাবে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। জেনারেটর এবং ওআরএস প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে রাখতে বলা হয়েছে।

এমনকী গরমে কোনও পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপনাও রাখতে বলা হয়েছে। সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হলেও নটা থেকে সাড়ে নটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছে পরীক্ষাকেন্দ্রে। প্রথমে প্রথম পত্রের (গণিত) পরীক্ষা যা চলবে বেলা ১ টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পত্রের (পদার্থবিদ্যা ও রসায়ন) পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে। যা চলবে বিকেল চারটে পর্যন্ত।

আরও পড়ুন: দইয়ের এই পদ খেলেই শরীর হবে ‘ঠান্ডা ঠান্ডা-কুল কুল’, হুড়মুড়িয়ে কমবে ওজন! রইল সহজ রেসিপি

রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে ভর্তির এই প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়। রবিবার অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর ছবি এবং সচিত্র পরিচয়পত্র থাকলে তবেই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে।

আরও পড়ুন: মেঘলা ওয়েদারে ভ্যাঁপসা গরম, উত্তরেও কাহিল করছে হিটওয়েভ! ৩ জেলায় স্বস্তির বৃষ্টি? আবহাওয়ার খবর

কলকাতা মেট্রো রেলের তরফেও রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল সাড়ে ৮টায় শুরু করা হয়। পাশাপাশি, সারা দিনে উত্তর থেকে দক্ষিণে ‘ব্লু লাইন’-এ মোট ১৪০টি মেট্রো চলবে, যেখানে অন্য দিন ১৩০টি মেট্রো চলে।

সাহ্নিক ঘোষ

Kolkata Load Shedding: গরমের মধ্যেই শহর জুড়ে লোডশেডিং! অন্ধকারে ডুবে গেল কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সল্টলেক থেকে সন্তোষপুর

কলকাতা: একেই গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। তার মাঝেই রাতে আচমকা লোডশেডিং শহরের বিস্তীর্ণ অংশে। সন্ধে থেকেই দফায় দফায় চলে লোডশেডিং বিভিন্ন এলাকায়। রাত বাড়তে তা চরম আকার নেয়। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই আসতে শুরু করে বিদ্যুৎ বিপর্যয়ের খবর।

সল্টলেক এলাকাও একই ভাবে অন্ধকারে ডুবে যায় বৃহস্পতিবার রাতে। যদিও বিদ্যুৎ দফতরের তৎপরতায় খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। একে হাঁসফাঁস হাল, তার উপর বৃষ্টির নাম গন্ধ পূর্বাভাস কিছুই নেই। এই অবস্থায় আচমকা পাওয়ার কাট হওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় শহরবাসীর।

প্রসঙ্গত গরম কমার কোনও লক্ষণই নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি। বিগত ৫০ বছরে যদি দেখা হয় তাহলে বৃহস্পতিবার রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ কলকাতার তাপমাত্রা। ৪১ থেকে ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে শুক্রবারও সারাদিন। উত্তরবঙ্গের মূলত মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের তীব্র তাপপ্রভাবে সতর্কতা রয়েছে। আগামী ৫ দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

Kolkata Load shedding: হাঁসফাঁস গরমে লোডশেডিং কলকাতায়! বিদ্যুৎ দফতরের তত্‍পরতায় স্বাভাবিক পরিস্থিতি

একেই গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। তার মাঝেই লোডশেডিং শহরের একাংশে। যদিও বিদ্যুৎ দফতর তৎপরায় খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি।

প্রসঙ্গত গরম কমার কোনও সম্ভাবনাই নেই, জানান আলিপুর আবহাওয়া দফতর। লকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি। বিগত ৫০ বছরে যদি দেখা হয় তাহলে বৃহস্পতিবার রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ কলকাতার তাপমাত্রা। ৪১ থেকে ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে সারাদিন। উত্তরবঙ্গের মূলত মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের তীব্র তাপপ্রভাবে সতর্কতা রয়েছে। আগামী ৫ দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

Kolkata Highrise: কলকাতায় ভয়ঙ্কর দৃশ্য! বহুতলের ১৪ তলা থেকে কী পড়ল ওটা! কাছে যেতেই দেখা গেল, রক্তে মাখা যুবতী!

কলকাতা: কলকাতার পিকনিক গার্ডেন এলাকায় ১৪ তলা থেকে ঝাঁপ যুবতীর। পিকনিক গার্ডেন এলাকায় বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ১৯ বছরের যুবতীর। রবিবার ভোর রাত ৩:৪৫ নাগাদ পিকনিক গার্ডেন এলাকার মেঘমণি অ্যাপার্টমেন্ট থেকে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু ঘটল এক যুবতীর।

প্রাথমিক সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমে সেই যুবতী নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে বহুতল থেকে ঝাঁপ দেন তিনি। কলকাতা পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস

মাস কয়েক আগে বাইপাসের ধরা মুকুন্দপুরে এক অভিজাত আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক বৃদ্ধও। বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি। মানসিক অবসাদের জেরেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পিকনিক গার্ডেনের এই ঘটনায় কী কারণে আত্মহননের পথ বেছে নিলেন ওই যুবতী, তা খতিয়ে দেখছে পুলিশ।

Accident: কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা! কাঁকুড়গাছিতে দুই শিশু সহ ৩ জনের উপর উঠে গেল গাড়ি, রক্তে ভাসল চারিদিক

কলকাতা: কলকাতার বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি শিশু সহ মোট তিনজনকে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। গাড়ির নীচেই চাপা পড়ে যায় তারা। স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অভিযোগ, কাকুরগাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিকে খুব দ্রুতবেগে আসছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা মারে। অভিযোগ চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। ঘটনার পর চালক পলাতক। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ।

বিস্তারিত আসছে…