Tag Archives: Mitchell starc

KKR Team News: পয়লা বৈশাখে ইডেন হল পয়া, কেকেআর জার্সিতে সেরা বোলিং করে মন জিতলেন স্টার্ক

ইডেন গার্ডেন্সে শাপমোচন হল মিচেল স্টার্কের৷ চারদিক থেকে ফিসফাস, গুঞ্জন, ফ্যানদের ইচ্ছা বসিয়ে দেওয়া হবে নাকি অজি পেস ব্যাটারিকে৷  আইপিএলে মেগা রবিবার (১৪ এপ্রিল) আইপিএল ২০২৪ ম্যাচে অস্ট্রেলিয়ান বোলার এলএসজির বিরুদ্ধে দুর্দান্ত স্পেলে মিচেল স্টার্ক সকলের বকবকানি একেবারে বন্ধ করে দিলেন৷ পয়লা বৈশাখে পয়মন্ত মাঠ হল ইডেন৷ আর পারফরম্যান্সের পর ইডেনকে বিশেষ বলে জানালেন স্টার্ক৷ 
ইডেন গার্ডেন্সে শাপমোচন হল মিচেল স্টার্কের৷ চারদিক থেকে ফিসফাস, গুঞ্জন, ফ্যানদের ইচ্ছা বসিয়ে দেওয়া হবে নাকি অজি পেস ব্যাটারিকে৷  আইপিএলে মেগা রবিবার (১৪ এপ্রিল) আইপিএল ২০২৪ ম্যাচে অস্ট্রেলিয়ান বোলার এলএসজির বিরুদ্ধে দুর্দান্ত স্পেলে মিচেল স্টার্ক সকলের বকবকানি একেবারে বন্ধ করে দিলেন৷ পয়লা বৈশাখে পয়মন্ত মাঠ হল ইডেন৷ আর পারফরম্যান্সের পর ইডেনকে বিশেষ বলে জানালেন স্টার্ক৷
কলকাতার আর্দ্র ও উষ্ণ বিকেলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন  কেকেআর বোলাররা৷  নাইট থিঙ্কট্যাঙ্ক যা পরিকল্পনা নিয়েছিলেন তা পুরোপুরি বাস্তবায়ন করে দিল নাইট বোলাররা৷ লখনউ সুপার জায়ন্টসকে মাত্র ১৬১  রানে সীমাবদ্ধ করেছিল। আর এর কৃতিত্ব পুরোপুরি মিচেল স্টার্কের ডেথ ওভারের৷ শেষ ওভারে নাইট তারকা তুলে নেন ২ টি উইকেট৷ Photo- AP
কলকাতার আর্দ্র ও উষ্ণ বিকেলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন  কেকেআর বোলাররা৷  নাইট থিঙ্কট্যাঙ্ক যা পরিকল্পনা নিয়েছিলেন তা পুরোপুরি বাস্তবায়ন করে দিল নাইট বোলাররা৷ লখনউ সুপার জায়ন্টসকে মাত্র ১৬১  রানে সীমাবদ্ধ করেছিল। আর এর কৃতিত্ব পুরোপুরি মিচেল স্টার্কের ডেথ ওভারের৷ শেষ ওভারে নাইট তারকা তুলে নেন ২ টি উইকেট৷ Photo- AP
মিচেল স্টার্ক, বিশেষ করে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল হাতে শোয়ের তারকা ছিলেন। অস্ট্রেলিয়ান পেসার প্রথম ওভারে ব্যয়বহুল ছিল, কিন্তু কেকেআরের জার্সি তাঁর সেরা স্পেল করতে দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন। স্টার্ক তাঁর ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে শেষ করেন।
মিচেল স্টার্ক, বিশেষ করে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল হাতে শোয়ের তারকা ছিলেন। অস্ট্রেলিয়ান পেসার প্রথম ওভারে ব্যয়বহুল ছিল, কিন্তু কেকেআরের জার্সি তাঁর সেরা স্পেল করতে দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন। স্টার্ক তাঁর ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে শেষ করেন।
আইপিএল ২০২৪-এ নিলামে তাঁকে বিপুল টাকায় কেনে  এটি স্টার্কের জন্য সেরা সময় ছিল না। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান অনেক দামি হয়ে উঠেছেন এবং আজকের আগে ৪ ম্যাচে মাত্র দুটি উইকেট পেয়েছিলেন।
আইপিএল ২০২৪-এ নিলামে তাঁকে বিপুল টাকায় কেনে  এটি স্টার্কের জন্য সেরা সময় ছিল না। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান অনেক দামি হয়ে উঠেছেন এবং আজকের আগে ৪ ম্যাচে মাত্র দুটি উইকেট পেয়েছিলেন।
তবে বাংলা নতুন বছরের প্রথম  দিন অর্থাৎ পয়লা বৈশাখে  এটি তার জন্য একটি দুর্দান্ত ভ্রমণ ছিল। এই পেসার মিড ইনিংসে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে তিনি বল নিয়ে প্রভাব ফেলতে পেরে খুশি।
তবে বাংলা নতুন বছরের প্রথম  দিন অর্থাৎ পয়লা বৈশাখে  এটি তার জন্য একটি দুর্দান্ত ভ্রমণ ছিল। এই পেসার মিড ইনিংসে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে তিনি বল নিয়ে প্রভাব ফেলতে পেরে খুশি।
"বল হাতে অবদান রাখা এবং প্রভাব ফেলতে সবসময়ই ভাল লাগে। কলকাতায় একটু বেশি গরম এবং আমাদের প্রথম দিনের খেলায়, আমরা বল নিয়ে বেশ ভাল করেছি। উইকেটটি ছিল কিছুটা দ্বিমুখী, অসম বাউন্সে ভরা। আমাদের সব বোলারই ভাল খেলেছে,” বলেছেন স্টার্ক।
“বল হাতে অবদান রাখা এবং প্রভাব ফেলতে সবসময়ই ভাল লাগে। কলকাতায় একটু বেশি গরম এবং আমাদের প্রথম দিনের খেলায়, আমরা বল নিয়ে বেশ ভাল করেছি। উইকেটটি ছিল কিছুটা দ্বিমুখী, অসম বাউন্সে ভরা। আমাদের সব বোলারই ভাল খেলেছে,” বলেছেন স্টার্ক।
স্টার্ক এই মরশুমে পাওয়ারপ্লেতে ব্যয়বহুল হয়ে উঠেছিলেন তবে এদিন বলেছিলেন যে এটি তাঁর জন্য প্রথম কয়েক ওভারে সুইং সন্ধান করা পরিকল্পনার অংশ।
স্টার্ক এই মরশুমে পাওয়ারপ্লেতে ব্যয়বহুল হয়ে উঠেছিলেন তবে এদিন বলেছিলেন যে এটি তাঁর জন্য প্রথম কয়েক ওভারে সুইং সন্ধান করা পরিকল্পনার অংশ।
"সাধারণত সেই বলটি সুইং করা আমার ভূমিকার অংশ এবং আমি দীর্ঘদিন ধরে এটি করে আসছি এই উইকেটটি কিছুটা আলাদা ছিল। আপনাকে সম্ভবত লেংথ ফিরিয়ে আনতে হবে এবং আমরা ফলাফল পেতে কিছুটা পিছনে টেনে নিয়েছি।"
“সাধারণত সেই বলটি সুইং করা আমার ভূমিকার অংশ এবং আমি দীর্ঘদিন ধরে এটি করে আসছি এই উইকেটটি কিছুটা আলাদা ছিল। আপনাকে সম্ভবত লেংথ ফিরিয়ে আনতে হবে এবং আমরা ফলাফল পেতে কিছুটা পিছনে টেনে নিয়েছি।”

২৫ কোটি টাকার বোলারের কামব্যাক! কেকেআর মালিকের সামনে স্টার্কের বড় ‘কাণ্ড’

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। কেকেআর তাঁকে দলে নিয়েছে ২৪.৭৫ কোটি টাকায়। ফলে তাঁর উপর আলাদা নজর তো সবার থাকবেই।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। কেকেআর তাঁকে দলে নিয়েছে ২৪.৭৫ কোটি টাকায়। ফলে তাঁর উপর আলাদা নজর তো সবার থাকবেই।
পয়লা বৈশাখে ইডেনে লখনউয়ের বিরুদ্ধে নামার আগে পর্যন্ত এবারের আইপিএলে ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি। রান দিয়েছেন ১৫৪।
পয়লা বৈশাখে ইডেনে লখনউয়ের বিরুদ্ধে নামার আগে পর্যন্ত এবারের আইপিএলে ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি। রান দিয়েছেন ১৫৪।
অনেকেই বলছেন, স্টার্ককে এত দাম দিয়ে নেওয়া মানে টাকা জলে ফেলা। তবে কেকেআর তা মানতে নারাজ। দলের মেন্টর গৌতম গম্ভীর সটান বলে দেন, স্টার্ক দুর্দান্ত বোলার।
অনেকেই বলছেন, স্টার্ককে এত দাম দিয়ে নেওয়া মানে টাকা জলে ফেলা। তবে কেকেআর তা মানতে নারাজ। দলের মেন্টর গৌতম গম্ভীর সটান বলে দেন, স্টার্ক দুর্দান্ত বোলার।
গম্ভীরের কথা সত্যি বলে প্রমাণিত হল শেষমেশ। ফর্মে ফিরলেন স্টার্ক। লখনউয়ের বিরুদ্ধে নিলেন তিন উইকেট।
গম্ভীরের কথা সত্যি বলে প্রমাণিত হল শেষমেশ। ফর্মে ফিরলেন স্টার্ক। লখনউয়ের বিরুদ্ধে নিলেন তিন উইকেট।
তবে এদিনও স্টার্ক রান দিলেন ভালই। চার ওভারে ২৮। তার বদলে তুলে নিলেন দীপক হুডা, নিকোলাস পুরান ও আরশাদ খানের উইকেট।
তবে এদিনও স্টার্ক রান দিলেন ভালই। চার ওভারে ২৮। তার বদলে তুলে নিলেন দীপক হুডা, নিকোলাস পুরান ও আরশাদ খানের উইকেট।
কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ তুলল ১৬১ রান। সাত উইকেট হারিয়ে। সুনীল নারিন এদিন এক উইকেট পেলেন। তবে তাঁকে নিষ্প্রভ দেখাল।
কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ তুলল ১৬১ রান। সাত উইকেট হারিয়ে। সুনীল নারিন এদিন এক উইকেট পেলেন। তবে তাঁকে নিষ্প্রভ দেখাল।

KKR News: উইকেট পেতেই মুখ খুললেন ২৫ কোটির স্টার্ক! বড় কথা বলে দিলেন কেকেআর তারকা

আইপিএল ২০২৪-এর শুরুটা একেবারেই ভাল হয়নি কেকেআরের প্রায় ২৫ কোটির বোলার মিচেল স্টার্কের। প্রথম ২ ম্যাচে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছিলেন অজি স্পিড স্টার।
আইপিএল ২০২৪-এর শুরুটা একেবারেই ভাল হয়নি কেকেআরের প্রায় ২৫ কোটির বোলার মিচেল স্টার্কের। প্রথম ২ ম্যাচে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছিলেন অজি স্পিড স্টার।
আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার পর মিচেল স্টার্কের এমন পারফরম্যান্স হতাশ করেছিল কেকেআর ফ্যানেদের। এমনকী স্টার্ককে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছিল ফ্যানেদের একাংশ।
আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার পর মিচেল স্টার্কের এমন পারফরম্যান্স হতাশ করেছিল কেকেআর ফ্যানেদের। এমনকী স্টার্ককে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছিল ফ্যানেদের একাংশ।
তবে তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিছুটা হলেও ছন্দে ফিরেছেন মিচেল স্টার্ক। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তারকা পেসার। উইকেটের তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার  ও মিচেল মার্শের নাম।
তবে তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিছুটা হলেও ছন্দে ফিরেছেন মিচেল স্টার্ক। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তারকা পেসার। উইকেটের তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের নাম।
উইকেট পেয়েই মুখ খুলেছেন মিচেল স্টার্ক। বলেছেন,"এটা ঠিক যে যেমন চেয়েছিলাম আইপিএলের শুরুটা তেমন হয়নি। তবে টি-২০ ক্রিকেটে ভাগ্যেরও দরকার হয়। যেভাবে কিছু ম্যাচে রান উঠছে বোলারদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়।"
উইকেট পেয়েই মুখ খুলেছেন মিচেল স্টার্ক। বলেছেন,”এটা ঠিক যে যেমন চেয়েছিলাম আইপিএলের শুরুটা তেমন হয়নি। তবে টি-২০ ক্রিকেটে ভাগ্যেরও দরকার হয়। যেভাবে কিছু ম্যাচে রান উঠছে বোলারদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়।”
এছাড়াও কেকেআরের স্পিড স্টার বলেছেন,"টি২০ ক্রিকেটে খারাপ পারফরম্যান্সের হতাশা থেকে দ্রুত বেরিয়ে আসতে হয়। কারণ পরপর ম্যাচ। দিল্লি ম্যাচে কিছুটা ছন্দে ফিরে ভাল লাগছে। আগামীতে এটা ধরে রাখাই লক্ষ্য।"
এছাড়াও কেকেআরের স্পিড স্টার বলেছেন,”টি২০ ক্রিকেটে খারাপ পারফরম্যান্সের হতাশা থেকে দ্রুত বেরিয়ে আসতে হয়। কারণ পরপর ম্যাচ। দিল্লি ম্যাচে কিছুটা ছন্দে ফিরে ভাল লাগছে। আগামীতে এটা ধরে রাখাই লক্ষ্য।”

২৫ কোটির বোলারকে নিয়ে ‘বড়’ সিদ্ধান্ত কেকেআরের! আজই যা হওয়ার হবে আইপিএলে

২৫ কোটির বোলার। সেই তাঁকে নিয়েই কি না এবার বড় সিদ্ধান্ত নেবে কেকেআর। যা হওয়ার আজই হতে পারে আইপিএলে।
২৫ কোটির বোলার। সেই তাঁকে নিয়েই কি না এবার বড় সিদ্ধান্ত নেবে কেকেআর। যা হওয়ার আজই হতে পারে আইপিএলে।
বিশাখাপত্তনমে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস গত ম্যাচে জয় পেয়েছে। ফলে আজ কেকেআরের বিরুদ্ধে তারা কিছুটা হলেও এগিয়ে।
বিশাখাপত্তনমে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস গত ম্যাচে জয় পেয়েছে। ফলে আজ কেকেআরের বিরুদ্ধে তারা কিছুটা হলেও এগিয়ে।
২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। তবে শুরুর ম্যাচে তিনি ফ্লপ। প্রথম দু-ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করেছেন। দিয়েছেন ১০০ রান।
২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। তবে শুরুর ম্যাচে তিনি ফ্লপ। প্রথম দু-ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করেছেন। দিয়েছেন ১০০ রান।
মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মতো বোলার জানেন। সেটাই মনে করে কেকেআর ম্যানেজমেন্ট।
মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মতো বোলার জানেন। সেটাই মনে করে কেকেআর ম্যানেজমেন্ট।
তবে কানাঘুঁষো শোনা যাচ্ছে, আজ দিল্লির বিরুদ্ধে স্টার্ককে বেঞ্চে বসাতে পারে কেকেআর।
তবে কানাঘুঁষো শোনা যাচ্ছে, আজ দিল্লির বিরুদ্ধে স্টার্ককে বেঞ্চে বসাতে পারে কেকেআর।
২টো ম্যাচ জিতেছে কেকেআর। আজ জিতলেই জয়ের হ্যাটট্রিক। তবে ২৫ কোটি টাকার স্টার্ক এখন কেকেআরের গলার কাঁটা।
২টো ম্যাচ জিতেছে কেকেআর। আজ জিতলেই জয়ের হ্যাটট্রিক। তবে ২৫ কোটি টাকার স্টার্ক এখন কেকেআরের গলার কাঁটা।
স্টার্ককে বাদ না দিলে কেকেআরের প্রথম একাদশ হতে পারে- ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
স্টার্ককে বাদ না দিলে কেকেআরের প্রথম একাদশ হতে পারে- ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।

KKR News: দিল্লির বিরুদ্ধে কেকেআরে বড় বদল! বাদ পড়ছেন মহাতারকা? তৈরি বদলি প্লেয়ার! জানুন বিস্তারিত

পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৩ এপ্রিল কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। পরের ম্যাচে কেকেআর দলে হতে পারে বড় পরিবর্তন।
পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৩ এপ্রিল কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। পরের ম্যাচে কেকেআর দলে হতে পারে বড় পরিবর্তন।
অনেক আশা করে নিলামের অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারের রেকর্ডও গড়েন স্টার্ক।
অনেক আশা করে নিলামের অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারের রেকর্ডও গড়েন স্টার্ক।
মরশুম শুরুর আগেই মিচেল স্টার্ককে দলের সেরা এক্স ফ্যাক্টর বলে দিয়েছিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। কিন্তু প্রথম দুই ম্যাচে অজি পেস বোলারের পারফরম্যান্স হতাশ করেছে সকলকে।
মরশুম শুরুর আগেই মিচেল স্টার্ককে দলের সেরা এক্স ফ্যাক্টর বলে দিয়েছিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। কিন্তু প্রথম দুই ম্যাচে অজি পেস বোলারের পারফরম্যান্স হতাশ করেছে সকলকে।
প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৪ ওভার দিয়েছেন ৪৭ রান। ২ ম্যাচে ৮ ওভারে ১০০ রান দিলেও উইকেটের খাতা খুলতে পারেননি।
প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৪ ওভার দিয়েছেন ৪৭ রান। ২ ম্যাচে ৮ ওভারে ১০০ রান দিলেও উইকেটের খাতা খুলতে পারেননি।
পরপর ২ ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর কেকেআরের ফ্যানেরা রেগে লাল। ইতিমধ্যেই স্টার্ককে দল থেকে বসানোর দাবিও তুলেছেন অনেকে। প্রায় ২৫ কোটি টাকা দিটে স্টার্ককে কেনা বেকার বলেও মনে করছেন ফ্যানেদের একটা অংশ।
পরপর ২ ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর কেকেআরের ফ্যানেরা রেগে লাল। ইতিমধ্যেই স্টার্ককে দল থেকে বসানোর দাবিও তুলেছেন অনেকে। প্রায় ২৫ কোটি টাকা দিটে স্টার্ককে কেনা বেকার বলেও মনে করছেন ফ্যানেদের একটা অংশ।
দলের পেস অ্যাটাকের প্রধান অস্ত্র হিসেবে স্টার্ককে নিয়েছিল কেকেআর। সেই জায়গায় ভাল বোলিং করছেন মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইজে কেনা হর্ষিত রানা। কিন্তু স্টার্কের ফর্ম নিয়ে একটু চিন্তা বাড়ছে নাইট শিবিরে।
দলের পেস অ্যাটাকের প্রধান অস্ত্র হিসেবে স্টার্ককে নিয়েছিল কেকেআর। সেই জায়গায় ভাল বোলিং করছেন মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইজে কেনা হর্ষিত রানা। কিন্তু স্টার্কের ফর্ম নিয়ে একটু চিন্তা বাড়ছে নাইট শিবিরে।
কেকেআরের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসর বিরুদ্ধ। সেই ম্যাচে স্টার্ককে খেলানো হবে কিনা এখন সেটাই দেখার। স্টার্ক ছাড়া কেকেআর স্কোয়াডে বিদেশী পেসার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে তৈরি তিনিও।
কেকেআরের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসর বিরুদ্ধ। সেই ম্যাচে স্টার্ককে খেলানো হবে কিনা এখন সেটাই দেখার। স্টার্ক ছাড়া কেকেআর স্কোয়াডে বিদেশী পেসার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে তৈরি তিনিও।
তবে, কেকেআর সূত্র খবর, এখনই স্টার্কর উপর আস্থা হারাতে চাইছ না টিম ম্যানেজমেন্ট। আর মিচেল স্টার্কের মত বোলার কীভাবে কামব্যাক করতে হয় তা ভাল করে জানেনয তবে দিল্লির বিরুদ্ধে দল থাকল স্টার্ককে কঠিন পরীক্ষা দিতে হবে সেই কথা বলাই যায়।
তবে, কেকেআর সূত্র খবর, এখনই স্টার্কর উপর আস্থা হারাতে চাইছ না টিম ম্যানেজমেন্ট। আর মিচেল স্টার্কের মত বোলার কীভাবে কামব্যাক করতে হয় তা ভাল করে জানেনয তবে দিল্লির বিরুদ্ধে দল থাকল স্টার্ককে কঠিন পরীক্ষা দিতে হবে সেই কথা বলাই যায়।

KKR News: কেকেআরের দ্বিতীয় ম্যাচে বাদ মহাতারকা? বদলে থাকছে মহাচমক! জেনে নিন বিস্তারিত

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে ৪ রানে জেতে কেকেআর।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে ৪ রানে জেতে কেকেআর।
প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বিধ্বংসী পারফরম্যান্স করেন আন্দেরে রাসেল। এছাড়া ফিল সল্ট, রমনদীপ সিং, রিঙ্কু সিংরাও উল্লেখযোগ্য অবদান রাখেন ব্যাটিংয়ে। বোলিংয়ে নজর কাড়েন হর্ষিত রানা।
প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বিধ্বংসী পারফরম্যান্স করেন আন্দেরে রাসেল। এছাড়া ফিল সল্ট, রমনদীপ সিং, রিঙ্কু সিংরাও উল্লেখযোগ্য অবদান রাখেন ব্যাটিংয়ে। বোলিংয়ে নজর কাড়েন হর্ষিত রানা।
আগামী শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্য়াচ। অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। তবে দ্বিতীয় ম্যাচে কেকেআর দলে কী বড় কোনও পরিবর্তন হতে চলেছে? ফ্যানেদের মধ্যে অবশ্য সেই দাবি উঠেছে।
আগামী শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্য়াচ। অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। তবে দ্বিতীয় ম্যাচে কেকেআর দলে কী বড় কোনও পরিবর্তন হতে চলেছে? ফ্যানেদের মধ্যে অবশ্য সেই দাবি উঠেছে।
যেই ক্রিকেটারকে বাদ দেওয়ার দাবি তুলছেন ফ্যানেদের একাংশ তিনি হলেন মিচেল স্টার্ক। কারণ  ২৪.৭৫ কোটি টাকা নিয়ে রেকর্ড গড়া মিচেল স্টার্কের জন্য প্রথম ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ১৯ তম ওভারে ৪টি ছয় সহ ২৬ রান দেন স্টার্ক। ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান।
যেই ক্রিকেটারকে বাদ দেওয়ার দাবি তুলছেন ফ্যানেদের একাংশ তিনি হলেন মিচেল স্টার্ক। কারণ ২৪.৭৫ কোটি টাকা নিয়ে রেকর্ড গড়া মিচেল স্টার্কের জন্য প্রথম ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ১৯ তম ওভারে ৪টি ছয় সহ ২৬ রান দেন স্টার্ক। ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান।
এরপরই সোশ্যাল মিডিয়ায় ও কেকেআর ফ্যানেরা স্টার্ককে নিয়ে বিদ্রুপ করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে নানারকমের মিমও শেয়ার করছেন নেটিজেনরা। এমনকী প্রায় ২৫ কোটি টাকা টাকা নেওয়ায় সেই টাকা ফেরতেরও দাবি জানিয়েছেন অনেক নেটাগরিকরা।
এরপরই সোশ্যাল মিডিয়ায় ও কেকেআর ফ্যানেরা স্টার্ককে নিয়ে বিদ্রুপ করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে নানারকমের মিমও শেয়ার করছেন নেটিজেনরা। এমনকী প্রায় ২৫ কোটি টাকা টাকা নেওয়ায় সেই টাকা ফেরতেরও দাবি জানিয়েছেন অনেক নেটাগরিকরা।
যদিও মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মত বোলার জানেন। তবে কেকেআর সূত্রে খবর স্টার্ক ছাড়া পেস অ্যাটাক ভাবা হচ্ছে না।
যদিও মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মত বোলার জানেন। তবে কেকেআর সূত্রে খবর স্টার্ক ছাড়া পেস অ্যাটাক ভাবা হচ্ছে না।

KKR News: হারিয়ে দিচ্ছিলেন ম্যাচ! সেই স্টার্ক প্রতি বল পিছু কত টাকা পায় জানেন? অবাক হয়ে যাবেন

২৪.৭৫ কোটি টাকা নিয়ে রেকর্ড গড়া মিচেল স্টার্কের জন্য প্রথম ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ১৯ তম ওভারে ৪টি ছয় সহ ২৬ রান দেন স্টার্ক। ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান। (Photo Courtesy- KKR X)
২৪.৭৫ কোটি টাকা নিয়ে রেকর্ড গড়া মিচেল স্টার্কের জন্য প্রথম ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ১৯ তম ওভারে ৪টি ছয় সহ ২৬ রান দেন স্টার্ক। ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান। (Photo Courtesy- KKR X)
এরপরই সোশ্যাল মিডিয়ায় ও কেকেআর ফ্যানেরা স্টার্ককে নিয়ে বিদ্রুপ করতে শুরু করেছেন। প্রায় ২৫ কোটি টাকা নিয়ে অজি স্পিড স্টারের এমন পারফরম্যান্স প্রত্যাশিত নয় কারও কাছে।  (Photo Courtesy- KKR X)
এরপরই সোশ্যাল মিডিয়ায় ও কেকেআর ফ্যানেরা স্টার্ককে নিয়ে বিদ্রুপ করতে শুরু করেছেন। প্রায় ২৫ কোটি টাকা নিয়ে অজি স্পিড স্টারের এমন পারফরম্যান্স প্রত্যাশিত নয় কারও কাছে। (Photo Courtesy- KKR X)
সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে নানারকমের মিমও শেয়ার করছেন নেটিজেনরা। এমনকী প্রায় ২৫ কোটি টাকা টাকা নেওয়ায় সেই টাকা ফেরতেরও দাবি জানিয়েছেন অনেক নেটাগরিকরা।  (Photo Courtesy- KKR X)
সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে নানারকমের মিমও শেয়ার করছেন নেটিজেনরা। এমনকী প্রায় ২৫ কোটি টাকা টাকা নেওয়ায় সেই টাকা ফেরতেরও দাবি জানিয়েছেন অনেক নেটাগরিকরা। (Photo Courtesy- KKR X)
মিচেল স্টার্ক যদি কেকেআরের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতিটি ম্যাচেই চার ওভার, অর্থাৎ ২৪টি করে বল করেন, তা হলেও প্রতি বল পিছু তিনি যে টাকা পাবেন তা চমকে দেওয়ার মতো।  (Photo Courtesy- KKR X)
মিচেল স্টার্ক যদি কেকেআরের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতিটি ম্যাচেই চার ওভার, অর্থাৎ ২৪টি করে বল করেন, তা হলেও প্রতি বল পিছু তিনি যে টাকা পাবেন তা চমকে দেওয়ার মতো। (Photo Courtesy- KKR X)
যদি আইপিএলে প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন স্টার্ক, তা হলে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। তবে একাংশের কেকেআর ফ্যানেরা মনে করেন দ্বিতীয় ম্যাচ থেকে ঘুড়ে দাঁড়াবেন স্টার্ক।  (Photo Courtesy- KKR X)
যদি আইপিএলে প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন স্টার্ক, তা হলে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। তবে একাংশের কেকেআর ফ্যানেরা মনে করেন দ্বিতীয় ম্যাচ থেকে ঘুড়ে দাঁড়াবেন স্টার্ক। (Photo Courtesy- KKR X)

KKR Mistakes: দুরন্ত ম্যাচে রুদ্ধশ্বাস জয়, কিন্তু শাহরুখের দল যে ভুলগুলি আর করতে চাইবেন না

KKR News: কেকেআরের মেগা জয় দিয়ে অভিযান শুরু। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৪ রানে রুদ্ধশ্বাস জয় খুশির জোয়ার টিম নাইটদের। কেকেআর এদিনের ম্যাচে শেষ বলে জয় পেয়েছে কিন্তু এতটা শক্ত করে ম্যাচ জেতার কী প্রয়োজন ছিল? কী বলছে ক্রিকেট মহল। Photo- AP
KKR News: কেকেআরের মেগা জয় দিয়ে অভিযান শুরু। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৪ রানে রুদ্ধশ্বাস জয় খুশির জোয়ার টিম নাইটদের। কেকেআর এদিনের ম্যাচে শেষ বলে জয় পেয়েছে কিন্তু এতটা শক্ত করে ম্যাচ জেতার কী প্রয়োজন ছিল? কী বলছে ক্রিকেট মহল। Photo- AP
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে কেকেআরের প্রথম ভুল টপ অর্ডারের একের পর এক আউট হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে সরাসরি চালিয়েই খেলতে হয় এটাই দস্তুর৷ কিন্তু যেভাবে এদিন কেকেআরের ক্রিকেটাররা আউট হচ্ছিলেন তা কিন্তু খুব একটা ভাল লক্ষ্মণ নয়৷
কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে কেকেআরের প্রথম ভুল টপ অর্ডারের একের পর এক আউট হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে সরাসরি চালিয়েই খেলতে হয় এটাই দস্তুর৷ কিন্তু যেভাবে এদিন কেকেআরের ক্রিকেটাররা আউট হচ্ছিলেন তা কিন্তু খুব একটা ভাল লক্ষ্মণ নয়৷
অধিনায়ক হিসেবে শ্রেয়সকে আরও বেশি দায়িত্ববান হতে হবে ক্রিকেটার হিসেবে৷ একে চোট -আঘাতের সমস্যা, তারওপর গত মরশুমে কেকেআরের জার্সিতে খেলতেই পাননি শ্রেয়স আইয়ার৷ এই মুহূ্র্তে নিজের রোয়াবের কারণে বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট থেকে জায়গা হারিয়েছেন৷ এই আইপিএল ফের একবার জাতীয় দলে ঢোকার জন্য তাঁর বড় চাবিকাঠি হতে পারে৷ তাই ব্যাটার -স্কিপার হিসেবেে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে৷
অধিনায়ক হিসেবে শ্রেয়সকে আরও বেশি দায়িত্ববান হতে হবে ক্রিকেটার হিসেবে৷ একে চোট -আঘাতের সমস্যা, তারওপর গত মরশুমে কেকেআরের জার্সিতে খেলতেই পাননি শ্রেয়স আইয়ার৷ এই মুহূ্র্তে নিজের রোয়াবের কারণে বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট থেকে জায়গা হারিয়েছেন৷ এই আইপিএল ফের একবার জাতীয় দলে ঢোকার জন্য তাঁর বড় চাবিকাঠি হতে পারে৷ তাই ব্যাটার -স্কিপার হিসেবেে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে৷
এরপরের ভুল মিচেল স্টার্কের বোলিং৷ কেকেআরের দামীতম ক্রিকেটার এদিন ৪ ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান দেন৷ তিনি শুধু কেকেআর দ্বিতীয় এক্সপেনসিভ বোলার৷ অজি এই ক্রিকেটারকে এদিন একটিও উইকেটও নিতে পারেননি৷ এবারের আইপিএলে কেকেআরে বোলিং ইউনিটের অন্যতম বড় বাজি তিনি আর সেটাই বুঝতে হবে এই অজি ক্রিকেটারকে৷ Photo- AP
এরপরের ভুল মিচেল স্টার্কের বোলিং৷ কেকেআরের দামীতম ক্রিকেটার এদিন ৪ ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান দেন৷ তিনি শুধু কেকেআর দ্বিতীয় এক্সপেনসিভ বোলার৷ অজি এই ক্রিকেটারকে এদিন একটিও উইকেটও নিতে পারেননি৷ এবারের আইপিএলে কেকেআরে বোলিং ইউনিটের অন্যতম বড় বাজি তিনি আর সেটাই বুঝতে হবে এই অজি ক্রিকেটারকে৷ Photo- AP
কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ নাইট বরুণ চক্রবর্তী৷ তিনি ৪ ওভারে ৫৫ রান দেন৷ ১৭.১ ওভারে ১৫০ রানে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে তিনিই এমন রান দেন আর ক্লাসেন তাঁর ওভারে এমন ব্যাট খুলে চালান যে হারা ম্যাচ প্রায় জিতে পকেটে পুরে নিচ্ছিল এসআরএইচ৷ নাইটদের এত এই বোলারের থেকে এই ধরণের ভুল কাঙ্খিত নয়৷
কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ নাইট বরুণ চক্রবর্তী৷ তিনি ৪ ওভারে ৫৫ রান দেন৷ ১৭.১ ওভারে ১৫০ রানে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে তিনিই এমন রান দেন আর ক্লাসেন তাঁর ওভারে এমন ব্যাট খুলে চালান যে হারা ম্যাচ প্রায় জিতে পকেটে পুরে নিচ্ছিল এসআরএইচ৷ নাইটদের এত এই বোলারের থেকে এই ধরণের ভুল কাঙ্খিত নয়৷
১৭ তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেওয়াটাও ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছে ক্রিকেট বোদ্ধারা৷ এই ওভারে এইভাবে শ্রেয়স আইয়ার যদি তাঁকে না বাছতেন তাহলে হয়ত এভাবে জয়ের জন্য মরণপণ লড়াই করতে হত না তাঁকে৷ Photo- AP
১৭ তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেওয়াটাও ভুল সিদ্ধান্ত হিসেবেই দেখছে ক্রিকেট বোদ্ধারা৷ এই ওভারে এইভাবে শ্রেয়স আইয়ার যদি তাঁকে না বাছতেন তাহলে হয়ত এভাবে জয়ের জন্য মরণপণ লড়াই করতে হত না তাঁকে৷ Photo- AP
সব মিলিয়ে এই ফাঁকফোকড়গুলিতে কাজ করতে হবে কেকেআরকে৷ তাহলে গম্ভীরের মেন্টরশিপে ফের একবার বড় কিছু করে দেখাতে গেলে ফের একবার ফিল্ডিংকেও আরও দক্ষ হতে হবে৷ কারণ তা না হলে অর্থাৎ ক্যাচের চান্সে ক্যাচ না ধরলে ম্যাচ কিন্তু হারতে হয় এটাই ক্রিকেটের বেসিক৷ Photo- AP 
সব মিলিয়ে এই ফাঁকফোকড়গুলিতে কাজ করতে হবে কেকেআরকে৷ তাহলে গম্ভীরের মেন্টরশিপে ফের একবার বড় কিছু করে দেখাতে গেলে ফের একবার ফিল্ডিংকেও আরও দক্ষ হতে হবে৷ কারণ তা না হলে অর্থাৎ ক্যাচের চান্সে ক্যাচ না ধরলে ম্যাচ কিন্তু হারতে হয় এটাই ক্রিকেটের বেসিক৷ Photo- AP

KKR News: এবার কী করবেন গম্ভীর? ৪ ওভারে ৫৩ রান খরচ ২৫ কোটির বোলারের, প্রথম ম্যাচে ডাহা ফেল মিচেল স্টার্ক

কলকাতা: নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্কে কিনেছিল কলকাতা নাইট রাই়ডার্স। আইপিএলের ইতিহাস সবথেকে দামি ক্রিকেটার তিনি। মরশুম শুরুর আগই কেকেআর মেন্টর গৌতম গম্ভীর স্টার্ককে এবার দলে সেরা এক্স ফ্যাক্টর বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু মরশুমের প্রথম ম্যাচে ডাহা ফেল বাঁ হাতি তারকা পেসার।

নতুন বলে ও ডেথ ওভারে দলকে সাফল্য এনে দেওয়ার জন্যই স্টার্ককে নেয় কেকেআর।কিন্তু সানরাইজার্স হায়দরাাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে স্টার্কের কারণেই আরেকটু হলে হারতে বসেছিল নাইটরা। ম্যাচের প্রথম ৩ ওভারেও খুব একটা দাগ কাটতে পারেননি স্টার্ক। তবে তখনও মনে হয়নি ১৯ তম ওভারে স্টার্কের কারণেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়ার মত পরিস্থিতি হবে কেকেআরের।

২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে তখন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন সানরাইডার্সের হেনরিক ক্লাসেন। শেষ ২ ওভারে দরকার ছিল ৩৯ রান। শ্রেয়স আইয়ার দলের সবথেকে অভিজ্ঞ পেসার স্টার্ককে বল তুলে দেন। কিন্তু সেই ওভারে স্টারক্কে নিয়ে রীতিমত ছেলে খেলা করেন ক্লাসেন। ৩টি ছয় মারেন ক্লাসেন ও একটি ছয় মারেন শাহবাজ আহমেদ। ওভারে ২৬ রান দেন তিনি। ৪ ওভার বোলিং করে বিনা উইকেট খরচ করেন ৫৩ রান।

আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় কেকেআরের, নাইটদের জয়ের নায়ক রাসেল ও হর্ষিত রানা, সুপার ফ্লপ স্টার্ক

শেষ ওভারে সানরাইজার্সের দরকার ছিল ১৪। হর্ষিত রানার ম্যাচ উইনিং বোলিং করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। শেষ পর্যন্ত ৪ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে কেকেআর। কিন্তু প্রায় ২৫ কোটি টাকা দিয়ে নেওয়া বোলারের এমন পারফরম্যান্সে হতাশ ফ্যানেরা। এর আগেও একজন বোলারের পিছনে এত খরচ করা নিয়ে উঠেছিল প্রশ্ন। স্বাভাবিকভাবে সেই প্রশ্ন আবার উঠবে। দ্বিতীয় স্টার্ক ঘুড়ে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার।

KKR News: কেকেআর স্পিড স্টার স্টার্ক তৈরি করেছেন ‘খতরনাক অস্ত্র’! উড়বে প্রতিপক্ষের ঘুম

আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার তিনি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। স্টার্কের হাত ধরেই কেকেআরের পেস বোলিংয়ের দুর্দশা কাটবে বলে আশাদাবী সকলেই।
আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার তিনি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। স্টার্কের হাত ধরেই কেকেআরের পেস বোলিংয়ের দুর্দশা কাটবে বলে আশাদাবী সকলেই।
কলকাতায় পা রেখেই কেকেআরের অনুশীলন শিবিরে যোগ দেন মিচেল স্টার্ক। অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন তারকা পেসার। ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছে স্টার্ক।
কলকাতায় পা রেখেই কেকেআরের অনুশীলন শিবিরে যোগ দেন মিচেল স্টার্ক। অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন তারকা পেসার। ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছে স্টার্ক।
শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর জার্সিতে স্টার্কের অভিষেক হওয়া প্রায় পাকা। ইডেনের পিচে সবুজ আভা দেখে উজ্জীবিত বাঁ হাতি তারকা পেসার। প্রতিপক্ষের জন্য কী কী অস্ত্র তৈরি রাখছেন তাও জানালেন স্টার্ক।
শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর জার্সিতে স্টার্কের অভিষেক হওয়া প্রায় পাকা। ইডেনের পিচে সবুজ আভা দেখে উজ্জীবিত বাঁ হাতি তারকা পেসার। প্রতিপক্ষের জন্য কী কী অস্ত্র তৈরি রাখছেন তাও জানালেন স্টার্ক।
ম্যাচের আগের দিন স্টার্ক বলেন,"অনুশীলনে নতুন ও পুরনো দুই ধরনের বল দিয়ে অনুশীলন করেছি। নতুন বলে প্রতিক্ষকে ধাক্কা দেওয়ার কিছু পরিকল্পনা তৈরি করেছি। এছাড়া ডেথ ওভারে বোলিংয়ের জন্য ইয়র্কার সহ বেশ কিছু বৈচিত্র তৈরি করেছি।"
ম্যাচের আগের দিন স্টার্ক বলেন,”অনুশীলনে নতুন ও পুরনো দুই ধরনের বল দিয়ে অনুশীলন করেছি। নতুন বলে প্রতিক্ষকে ধাক্কা দেওয়ার কিছু পরিকল্পনা তৈরি করেছি। এছাড়া ডেথ ওভারে বোলিংয়ের জন্য ইয়র্কার সহ বেশ কিছু বৈচিত্র তৈরি করেছি।”
এর পাশাপাশি স্টার্ক জানিয়েছেন, দলকে সাফল্য এনে দিতে বল হাতে আমার যাবতীয় অস্ত্র তৈরি রাখছি। তবে আমি বেসিক ক্রিকেটে বিশ্বাসী। তাতেই সাফল্য পেয়েছি এতদিন। আর প্রয়োজনে ব্য়াট হাতেও দলের হয়ে অবদান রাখার বিষয়ে আত্মবিশ্বাসী স্টার্ক।
এর পাশাপাশি স্টার্ক জানিয়েছেন, দলকে সাফল্য এনে দিতে বল হাতে আমার যাবতীয় অস্ত্র তৈরি রাখছি। তবে আমি বেসিক ক্রিকেটে বিশ্বাসী। তাতেই সাফল্য পেয়েছি এতদিন। আর প্রয়োজনে ব্য়াট হাতেও দলের হয়ে অবদান রাখার বিষয়ে আত্মবিশ্বাসী স্টার্ক।