Tag Archives: Mosquito

Home Remedy to Remove Mosquito: রান্নাঘরেই রয়েছে মশার যম! রুমের আশপাশে ‘এই’ কয়েকটা জিনিস রাখুন, ঘরে ঢুকতেই পারবে না মশা, বাঁচবেন ডেঙ্গি-ম্যালেরিরার থেকে

মশা থেকে মুক্তির ঘরোয়া উপায় : বর্ষাকালে মশা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মশা তাড়ানোর জন্য বাজারে পাওয়া রাসায়নিক পণ্যগুলি বেশিরভাগ বাড়িতে ব্যবহার করা হয়। কিন্তু এগুলো থেকে ধোঁয়াও বেরোয় তাতে স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করে। বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে এটা তাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। শুধু তাই নয়, যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য মশা তাড়ানোর ধূপকাঠির ব্যবহারও বিপজ্জনক। এখানে আমরা আপনাকে রান্নাঘরের এমন কিছু জিনিস সম্পর্কে তথ্য দিচ্ছি যার সাহায্যে আপনি সহজেই মশা তাড়াতে পারেন, একেবারে প্রাকৃতিক উপায়ে।
মশা থেকে মুক্তির ঘরোয়া উপায় : বর্ষাকালে মশা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মশা তাড়ানোর জন্য বাজারে পাওয়া রাসায়নিক পণ্যগুলি বেশিরভাগ বাড়িতে ব্যবহার করা হয়। কিন্তু এগুলো থেকে ধোঁয়াও বেরোয় তাতে স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করে। বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে এটা তাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। শুধু তাই নয়, যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য মশা তাড়ানোর ধূপকাঠির ব্যবহারও বিপজ্জনক। এখানে আমরা আপনাকে রান্নাঘরের এমন কিছু জিনিস সম্পর্কে তথ্য দিচ্ছি যার সাহায্যে আপনি সহজেই মশা তাড়াতে পারেন, একেবারে প্রাকৃতিক উপায়ে।
রসুন- মশা তাড়াতে চাইলে রসুন গুঁড়ো করে নিন। এবার এক গ্লাস জলে ভাল করে ফুটিয়ে নিন। ফুটে উঠলে এই জল ঠান্ডা করে স্প্রে বোতলে রেখে দিন। এই জল ঘরে স্প্রে করুন। এতে করে সব মশা পালিয়ে যাবে।
রসুন- মশা তাড়াতে চাইলে রসুন গুঁড়ো করে নিন। এবার এক গ্লাস জলে ভাল করে ফুটিয়ে নিন। ফুটে উঠলে এই জল ঠান্ডা করে স্প্রে বোতলে রেখে দিন। এই জল ঘরে স্প্রে করুন। এতে করে সব মশা পালিয়ে যাবে।
অ্যাপেল সিডার ভিনেগার- আপেল ভিনেগারের সাহায্যে আপনি সহজেই মশা তাড়াতে পারেন। এর জন্য একটি স্প্রে বোতল নিন এবং তাতে অর্ধেক জল এবং অর্ধেক আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এখন এটি আপনার কাপড় এবং শরীরে স্প্রে করুন। মশা আপনার ধারে কাছেও আসবে না।
অ্যাপেল সিডার ভিনেগার- আপেল ভিনেগারের সাহায্যে আপনি সহজেই মশা তাড়াতে পারেন। এর জন্য একটি স্প্রে বোতল নিন এবং তাতে অর্ধেক জল এবং অর্ধেক আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এখন এটি আপনার কাপড় এবং শরীরে স্প্রে করুন। মশা আপনার ধারে কাছেও আসবে না।
কফি পাউডার- আপনি যদি সকালে কফি খেতে পছন্দ করেন, তাহলে এর পাউডারের সাহায্যেও আপনি মশা ঘর থেকে দূরে রাখতে পারেন। আপনার বাড়ির কাছাকাছি কোথাও যদি জল জমে তবে তাতে কফি ছিটিয়ে দিন। এতে মশার লার্ভা বাড়বে না। শুধু তাই নয়, আপনি যদি মশা তাড়াতে চান, তাহলে একটি খালি ডিমের বাক্সে এক চামচ কফি রেখে তা পুড়িয়ে ফেলুন। এর গন্ধে সব মশা পালিয়ে যাবে।
কফি পাউডার- আপনি যদি সকালে কফি খেতে পছন্দ করেন, তাহলে এর পাউডারের সাহায্যেও আপনি মশা ঘর থেকে দূরে রাখতে পারেন। আপনার বাড়ির কাছাকাছি কোথাও যদি জল জমে তবে তাতে কফি ছিটিয়ে দিন। এতে মশার লার্ভা বাড়বে না। শুধু তাই নয়, আপনি যদি মশা তাড়াতে চান, তাহলে একটি খালি ডিমের বাক্সে এক চামচ কফি রেখে তা পুড়িয়ে ফেলুন। এর গন্ধে সব মশা পালিয়ে যাবে।
লবঙ্গ ও লেবু- মশা তাড়াতে লেবু ও লবঙ্গ ব্যবহার অনবদ্য। মশা তাড়াতে প্রথমে লেবু পাতলা করে কেটে তাতে ৪-৫টি লবঙ্গ দিয়ে ঘরের কোণায় রেখে দিন। এর গন্ধে সব মশা পালিয়ে যাবে।
লবঙ্গ ও লেবু- মশা তাড়াতে লেবু ও লবঙ্গ ব্যবহার অনবদ্য। মশা তাড়াতে প্রথমে লেবু পাতলা করে কেটে তাতে ৪-৫টি লবঙ্গ দিয়ে ঘরের কোণায় রেখে দিন। এর গন্ধে সব মশা পালিয়ে যাবে।
ইউক্যালিপটাস তেল- ইউক্যালিপটাস তেল মশা তাড়াতে খুবই উপকারী। এই তেলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। শরীরে এই সলিউশন প্রয়োগ করতে পারেন। প্রায় ৩ ঘণ্টা মশার হাত থেকে রক্ষা পাবেন৷ এই সময়ের পর আবার লাগিয়ে নিন শরীরে৷
ইউক্যালিপটাস তেল- ইউক্যালিপটাস তেল মশা তাড়াতে খুবই উপকারী। এই তেলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। শরীরে এই সলিউশন প্রয়োগ করতে পারেন। প্রায় ৩ ঘণ্টা মশার হাত থেকে রক্ষা পাবেন৷ এই সময়ের পর আবার লাগিয়ে নিন শরীরে৷

Home Remedy: ডেঙ্গি ‘বধ’ করবে, ঘরোয়া ৩টি উপায় মিলবে মুক্তি, হাতের সামনে রাখুন সবসময়

শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ৷ প্রাথমিক ভাবে ডেঙ্গির লক্ষণ কী কী? উচ্চ জ্বর,
চোখে প্রচণ্ড ব্যথা,
জয়েন্টসহ শরীরে ব্যথা,
বমি বমি ভাব বা বমি,
ক্লান্তি বা বিরক্তি,
পেটে ব্যথা
শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ৷ প্রাথমিক ভাবে ডেঙ্গির লক্ষণ কী কী?
উচ্চ জ্বর,চোখে প্রচণ্ড ব্যথা,জয়েন্টসহ শরীরে ব্যথা,বমি বমি ভাব বা বমি,ক্লান্তি বা বিরক্তি,পেটে ব্যথা
ডেঙ্গুর বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষণ দেখা যায় না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি মশার কামড়ের ৪ থেকে ১০ দিন পরে দেখা দিতে শুরু করে এবং তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। যার কারণে রক্ত ​​পরীক্ষা করাতে হয়।এতে শরীরে প্লেটলেট কমতে শুরু করে এবং রক্তপাতের আশঙ্কা থাকে। এখানে আপনি ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ এবং এর থেকে মুক্তি পেতে ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানতে পারবেন।
ডেঙ্গুর বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষণ দেখা যায় না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি মশার কামড়ের ৪ থেকে ১০ দিন পরে দেখা দিতে শুরু করে এবং তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। যার কারণে রক্ত ​​পরীক্ষা করাতে হয়।

এতে শরীরে প্লেটলেট কমতে শুরু করে এবং রক্তপাতের আশঙ্কা থাকে। এখানে আপনি ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ এবং এর থেকে মুক্তি পেতে ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানতে পারবেন।
এতে শরীরে প্লেটলেট কমতে শুরু করে এবং রক্তপাতের আশঙ্কা থাকে। এখানে আপনি ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ এবং এর থেকে মুক্তি পেতে ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানতে পারবেন।
ঘরোয়া উপায় ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠতে পারেন৷ মানতে হবে কয়েকটি নিয়ম৷ বিশিষ্ট ডাক্তার বিধান পোদ্দার জানিয়েছেন এই বিষয়৷
ঘরোয়া উপায় ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠতে পারেন৷ মানতে হবে কয়েকটি নিয়ম৷ বিশিষ্ট ডাক্তার বিধান পোদ্দার জানিয়েছেন এই বিষয়৷
ডেঙ্গিতে শরীরে জলের মাত্রা যাতে কোনও ভাবে না কমে, তার দিকে নজর দিতে হবে৷ হাইড্রেটেড রাখা খুবই জরুরি। এমন পরিস্থিতিতে যতটা সম্ভব জল পান করুন। এমন ফল খান যাতে জলের পরিমাণ বেশি থাকে। যতটা সম্ভব নারকেল জল, লেবু জল এবং বাটারমিল্ক খান।
ডেঙ্গিতে শরীরে জলের মাত্রা যাতে কোনও ভাবে না কমে, তার দিকে নজর দিতে হবে৷ হাইড্রেটেড রাখা খুবই জরুরি। এমন পরিস্থিতিতে যতটা সম্ভব জল পান করুন। এমন ফল খান যাতে জলের পরিমাণ বেশি থাকে। যতটা সম্ভব নারকেল জল, লেবু জল এবং বাটারমিল্ক খান।
হাতের কাছে থাকা তুলসি পাতাও ডেঙ্গিতে অনেক উপকার পাবেন৷ ডেঙ্গির সময় উচ্চ জ্বর ও শরীর ব্যথা কমাতে তুলসী পাতার ক্বাথ খেলে অনেক উপকার মেলে। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ওষুধ হিসেবে আয়ুর্বেদে বহু বছর ধরে তুলসি ব্যবহৃত হয়ে আসছে।
হাতের কাছে থাকা তুলসি পাতাও ডেঙ্গিতে অনেক উপকার পাবেন৷ ডেঙ্গির সময় উচ্চ জ্বর ও শরীর ব্যথা কমাতে তুলসী পাতার ক্বাথ খেলে অনেক উপকার মেলে। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ওষুধ হিসেবে আয়ুর্বেদে বহু বছর ধরে তুলসি ব্যবহৃত হয়ে আসছে।
ডেঙ্গিতে ম্যাজিকের মতো কাজ করে পেপে পাতার রস৷ এটি খাওয়ার মাধ্যমে লক্ষণগুলি থেকে দ্রুত উপশম পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেঁপে পাতার রসে ডেঙ্গিতে প্লেটলেট কমানো থেকে উদ্ধার করে। পেঁপে পাতা জলে সেদ্ধ করে দিনে একবার পান করুন।
ডেঙ্গিতে ম্যাজিকের মতো কাজ করে পেপে পাতার রস৷ এটি খাওয়ার মাধ্যমে লক্ষণগুলি থেকে দ্রুত উপশম পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেঁপে পাতার রসে ডেঙ্গিতে প্লেটলেট কমানো থেকে উদ্ধার করে। পেঁপে পাতা জলে সেদ্ধ করে দিনে একবার পান করুন।

Dengue Mosquito Repellent Tips: ডেঙ্গির বাড়বাড়ন্ত, দামি দামি মশার তেল-ধূপ নয়; পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

রাজ্যজুড়ে শুরু হয়েছে ডেঙ্গি। মশাবাহিত রোগের বাড়বাড়ন্তে আশঙ্কা বাড়ছে ঘরে ঘরে। কীভাবে মশা থেকে পাবেন রেহাই? রইল খুব সহজে ঘরেই তৈরি করা যায় এমন এক উপায়। বাড়িতে মশার জ্বালায় কী করবেন ভেবে উঠতে পারছেন না? ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা জিনিস থেকেই তাড়াতে পারবেন মশা। (তথ্য ও ছবি: সুমন সাহা)
রাজ্যজুড়ে শুরু হয়েছে ডেঙ্গি। মশাবাহিত রোগের বাড়বাড়ন্তে আশঙ্কা বাড়ছে ঘরে ঘরে। কীভাবে মশা থেকে পাবেন রেহাই? রইল খুব সহজে ঘরেই তৈরি করা যায় এমন এক উপায়। বাড়িতে মশার জ্বালায় কী করবেন ভেবে উঠতে পারছেন না? ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা জিনিস থেকেই তাড়াতে পারবেন মশা। (তথ্য ও ছবি: সুমন সাহা)
প্রথমে আপনাকে বাজার থেকে বেশ কয়েকটি পাকা পাকা দেখে পাতিলেবু নিতে হবে, তারপর কয়েকটা লবঙ্গ, একটু সরিষার তেল, একটি তুলো আর কর্পূর সংগ্রহ করতে হবে। (তথ্য ও ছবি: সুমন সাহা)
প্রথমে আপনাকে বাজার থেকে বেশ কয়েকটি পাকা পাকা দেখে পাতিলেবু নিতে হবে, তারপর কয়েকটা লবঙ্গ, একটু সরিষার তেল, একটি তুলো আর কর্পূর সংগ্রহ করতে হবে। (তথ্য ও ছবি: সুমন সাহা)
তারপর লেবুটি নিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবুর মুখের দিকে একটি ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে।(তথ্য ও ছবি: সুমন সাহা)
তারপর লেবুটি নিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবুর মুখের দিকে একটি ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে।(তথ্য ও ছবি: সুমন সাহা)
তারপর ওই লেবুর ভিতর থেকে মুখের দিক থেকে কিছুটা লেবু চামচ দিয়ে তুলে নিতে হবে, দেখতে হবে যাতে লেবুটি ফেটে না যায় বা নষ্ট না হয়। (তথ্য ছবি সুমন সাহা)
তারপর ওই লেবুর ভিতর থেকে মুখের দিক থেকে কিছুটা লেবু চামচ দিয়ে তুলে নিতে হবে, দেখতে হবে যাতে লেবুটি ফেটে না যায় বা নষ্ট না হয়। (তথ্য ছবি সুমন সাহা)
এরপর ওই লেবুর মধ্যে প্রথমে একটু সরিষার তেল দিতে হবে, তারপর লবঙ্গ এবং কর্পূরটি দিয়ে দিতে হবে। তারপর তার উপরে তুলোটি বসিয়ে দিন। (তথ্য ও ছবি: সুমন সাহা)
এরপর ওই লেবুর মধ্যে প্রথমে একটু সরিষার তেল দিতে হবে, তারপর লবঙ্গ এবং কর্পূরটি দিয়ে দিতে হবে। তারপর তার উপরে তুলোটি বসিয়ে দিন। (তথ্য ও ছবি: সুমন সাহা)
দেশলাই দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলে এক নিমেষে মশা কোথায় পালিয়ে যাবে তা আপনি ভেবে উঠতে পারবেন না। অনেক কিছু ব্যবহার করেছেন এটি একবার ব্যবহার করে দেখতে পারেন। (তথ্য ও ছবি: সুমন সাহা)
দেশলাই দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলে এক নিমেষে মশা কোথায় পালিয়ে যাবে তা আপনি ভেবে উঠতে পারবেন না। অনেক কিছু ব্যবহার করেছেন এটি একবার ব্যবহার করে দেখতে পারেন। (তথ্য ও ছবি: সুমন সাহা)

Mosquito: বর্ষা এলেই নাজেহাল! বাড়িতে এই ৫ গাছ থাকলে একটি মশাও থাকবে না, কামড় থেকে মুক্তি

বর্ষাকাল আসায় মশার উপদ্রবও বেড়েছে। সন্ধ্যার পর মশা বেরিয়ে আসে এবং কামড়াতে শুরু করে। মশা তাড়ানোর জন্য বাজারে অনেক কিছু পাওয়া গেলেও সবগুলোই কার্যকর নয়। এমন পরিস্থিতিতে আপনি কিছু গাছ লাগাতে পারেন, যা বাড়ি থেকে মশা তাড়ায়।
বর্ষাকাল আসায় মশার উপদ্রবও বেড়েছে। সন্ধ্যার পর মশা বেরিয়ে আসে এবং কামড়াতে শুরু করে। মশা তাড়ানোর জন্য বাজারে অনেক কিছু পাওয়া গেলেও সবগুলোই কার্যকর নয়। এমন পরিস্থিতিতে আপনি কিছু গাছ লাগাতে পারেন, যা বাড়ি থেকে মশা তাড়ায়।
ঔষধি গুণসম্পন্ন তুলসী গাছের গন্ধ মশারা পছন্দ করে না। এছাড়াও তুলসীর গন্ধ অন্যান্য ছোট উড়ন্ত পোকামাকড়কে তাড়িয়ে দেয়। তাই বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই উপকারী।
ঔষধি গুণসম্পন্ন তুলসী গাছের গন্ধ মশারা পছন্দ করে না। এছাড়াও তুলসীর গন্ধ অন্যান্য ছোট উড়ন্ত পোকামাকড়কে তাড়িয়ে দেয়। তাই বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই উপকারী।
পুদিনার ঘ্রাণে রয়েছে মশা তাড়ানোর ক্ষমতা। এর পাতা থেকে নির্গত তীব্র গন্ধ অন্যান্য ধরণের পোকামাকড়কেও তাড়িয়ে দেয়। হাঁড়িতে পুদিনা চাষ করা যায়। আর্দ্র মাটি এবং ভাল নিকাশী প্রয়োজন।
পুদিনার ঘ্রাণে রয়েছে মশা তাড়ানোর ক্ষমতা। এর পাতা থেকে নির্গত তীব্র গন্ধ অন্যান্য ধরণের পোকামাকড়কেও তাড়িয়ে দেয়। হাঁড়িতে পুদিনা চাষ করা যায়। আর্দ্র মাটি এবং ভাল নিকাশী প্রয়োজন।
গাঁদা গাছটি কেবল শোভাই বাড়াই। এটি একটি প্রাকৃতিক মশা নিরোধকও। এই গাছের ফুল এবং পাতা একটি নির্দিষ্ট সুগন্ধ নির্গত করে, যা মশার জন্য খুবই ক্ষতিকর। সেই কারণে মশা আসতে পারে না।
গাঁদা গাছটি কেবল শোভাই বাড়াই। এটি একটি প্রাকৃতিক মশা নিরোধকও। এই গাছের ফুল এবং পাতা একটি নির্দিষ্ট সুগন্ধ নির্গত করে, যা মশার জন্য খুবই ক্ষতিকর। সেই কারণে মশা আসতে পারে না।
ল্যাভেন্ডার তেল মশা তাড়াতে বাজারজাত মশা তাড়ানোর জন্যও ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ঘরে ল্যাভেন্ডার লাগালে এর সুগন্ধে মশা পালিয়ে যাবে। ল্যাভেন্ডার মশাকে বাড়ি থেকে দূরে রাখতে খুবই সহায়ক। মশারা এই গাছের গন্ধ পছন্দ করে না, তাই এই গাছগুলো যেখানে আছে সেখানে মশা যায় না।
ল্যাভেন্ডার তেল মশা তাড়াতে বাজারজাত মশা তাড়ানোর জন্যও ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ঘরে ল্যাভেন্ডার লাগালে এর সুগন্ধে মশা পালিয়ে যাবে। ল্যাভেন্ডার মশাকে বাড়ি থেকে দূরে রাখতে খুবই সহায়ক। মশারা এই গাছের গন্ধ পছন্দ করে না, তাই এই গাছগুলো যেখানে আছে সেখানে মশা যায় না।
লেমন গ্রাস এমন একটি উদ্ভিদ যার অনেক ঔষধি গুণ রয়েছে। এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয়। আপনি যদি  বাড়ি থেকে মশা তাড়াতে চান তবে আপনি সেগুলি আপনার বাড়িতে লাগাতে পারেন। লেমন গ্রাস মশা তাড়ায়। এই ঘাস মশা নিরোধক হিসেবেও কাজ করে। এই বর্ষাকালে আপনি আপনার বাড়িতে এই গাছ লাগাতে পারেন।
লেমন গ্রাস এমন একটি উদ্ভিদ যার অনেক ঔষধি গুণ রয়েছে। এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয়। আপনি যদি বাড়ি থেকে মশা তাড়াতে চান তবে আপনি সেগুলি আপনার বাড়িতে লাগাতে পারেন। লেমন গ্রাস মশা তাড়ায়। এই ঘাস মশা নিরোধক হিসেবেও কাজ করে। এই বর্ষাকালে আপনি আপনার বাড়িতে এই গাছ লাগাতে পারেন।

Dengue Fear: বর্ষা এলেই ডেঙ্গির চোখরাঙানি! আগে থেকেই জেনে রাখুন মশা থেকে বাঁচার উপায়

আলিপুরদুয়ার: ডেঙ্গি রুখতে সবার আগে প্রয়োজন পরিষ্কার থাকার। প্রতিবেশীদের সচেতন করতে হবে পরিচ্ছন্ন থাকার বিষয়। কালচিনি ব্লকের ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি পরিদর্শন করতে এসে এ কথাই জানালেন রাজ্য স্বাস্থ্য দফতরের পরিদর্শক কাজল কৃষ্ণ বণিক।

আলিপুরদুয়ার জেলাজুড়ে অনবরত বৃষ্টি চলছে। এর মধ্যেই ক্রমাগত বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১০১ জন। যার মধ্যে কালচিনি ব্লক এই রয়েছে ৯০ জন। বিশেষ করে কালচিনি ব্লকের কালচিনি গ্রাম পঞ্চায়েতেই রয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত।

আরও পড়ুন: হাওড়া স্টেশনের কোন খাবার ভারত-বিখ্যাত জানেন? জানুন দেশের আরও ৭ স্টেশনের জনপ্রিয় পদের নাম

কালচিনি ব্লকে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে পরিদর্শনে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। কালচিনি ব্লকের মোদি লাইন, কালচিনি বাজার-সহ ডেঙ্গিপ্রবণ এলাকায় পরিদর্শন করছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে ডেঙ্গি নিয়ে সচেতন করছেন স্বাস্থ্য কর্মীরা।

.
.

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ১০ নারী কারা? একবার দেখলে চোখ সরাতে পারবেন না! তালিকায় ভারতের কে জানেন?

তবে শুধু সচেতন করলে হবে না, নিজেদের পরিষ্কার থাকতে হবে বলে জানিয়ে দিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ টিমের চিকিৎসকরা।জমা জলে ডেঙ্গি মশার জন্ম হয়। তাই জল জমতে দেওয়া চলবে না। বাড়ির নালা নিজেদের পরিষ্কার করতে হবে। নিম তেল, নিম পাতার ধুপ ব্যবহার করতে হবে।বিকেল গড়াতে দরজা,জানালা বন্ধ করতে হবে।

Annanya Dey

Mosquito: বাড়িতে কোন গাছ লাগালে মশা পালায়…? এত ‘সহজ’ উত্তর! শুনলে চমকে যাবেন, নিশ্চিত!

চাকরির পরীক্ষা থেকে জীবনের নানা ওঠাপড়ায় অনেক সময় ট্রাম কার্ডের মতো কাজ করে কিছু কিছু সময়োপযোগী সাধারণ জ্ঞান। যেখানে সাধারণ কিছু উত্তর আমাদের উৎরে দেয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঠিক তেমনই জীবন জলের মতো সহজ করে দেয় কিছু জীবনধারণামূলক সাধারণ জ্ঞান।
চাকরির পরীক্ষা থেকে জীবনের নানা ওঠাপড়ায় অনেক সময় ট্রাম কার্ডের মতো কাজ করে কিছু কিছু সময়োপযোগী সাধারণ জ্ঞান। যেখানে সাধারণ কিছু উত্তর আমাদের উৎরে দেয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঠিক তেমনই জীবন জলের মতো সহজ করে দেয় কিছু জীবনধারণামূলক সাধারণ জ্ঞান।
ম্যালেরিয়ার মশা জলপাইগুড়িতে
গরমকালে আমাদের জীবনে অন্যতম মাথাব্যথার কারণ হয়ে যায় মশার উপদ্রব। আজ এই প্রতিবেদনে আমরা সেই মশা নিয়েই এমনই কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করছি যা একদিকে যেমন মজাদার তেমনই এই সাধারণ জ্ঞানগুলি কিন্তু জীবনে বেশ কার্যকরী। আপনিও এই প্রশ্নগুলো দেখে নিতে পারেন এক ঝলক। কাজে লাগবে, নিশ্চিত।
এই প্রতিবেদনে উল্লিখিত নীচের প্রশ্ন-উত্তরগুলি এমন নয় যে আপনি জানেন না, তবে হ্যাঁ, চট করে সেগুলির উত্তরগুলি অনুমান করতে হয়ত পারবেন না অনেকেই। চলুন জেনে নেওয়া যাক কী এমন প্রশ্ন আর সেগুলির উত্তরই বা কী!
এই প্রতিবেদনে উল্লিখিত নীচের প্রশ্ন-উত্তরগুলি এমন নয় যে আপনি জানেন না, তবে হ্যাঁ, চট করে সেগুলির উত্তরগুলি অনুমান করতে হয়ত পারবেন না অনেকেই। চলুন জেনে নেওয়া যাক কী এমন প্রশ্ন আর সেগুলির উত্তরই বা কী!
প্রশ্ন ১ - কী ভাবে বুঝবেন আপনার বাড়িতে কোথায় মশা বাসা বাঁধছে?উত্তর ১ - মশারা সাধারণত অন্ধকার, আর্দ্র জায়গায় যেমন সিঙ্কের নীচে, বাথরুমের শাওয়ারে, টয়লেটে, আসবাবের নীচে বা লন্ড্রি ঘরে বাসা করে থাকে। তাই মশা তাড়াতে হলে এই স্থানগুলিতে নজর রাখা জরুরি।
প্রশ্ন ১ – কী ভাবে বুঝবেন আপনার বাড়িতে কোথায় মশা বাসা বাঁধছে?
উত্তর ১ – মশারা সাধারণত অন্ধকার, আর্দ্র জায়গায় যেমন সিঙ্কের নীচে, বাথরুমের শাওয়ারে, টয়লেটে, আসবাবের নীচে বা লন্ড্রি ঘরে বাসা করে থাকে। তাই মশা তাড়াতে হলে এই স্থানগুলিতে নজর রাখা জরুরি।
প্রশ্ন ২ - কী ভাবে নিম পাতা দিয়ে মশা তাড়াবেন?উত্তর ২ - এক মুঠো শুকনো নিম পাতা নিন, ২ থেকে ৩ টি তেজপাতা যোগ করুন, কিছু কর্পূরের বীজ যোগ করুন, লবঙ্গ যোগ করুন এবং প্রায় ২ চামচ সর্ষের তেল যোগ করুন এবং আগুনে জ্বাল দিন। এই আগুন জ্বললে তার ধোঁয়া ঘরের সব মশা তাড়িয়ে দেবে।
প্রশ্ন ২ – কী ভাবে নিম পাতা দিয়ে মশা তাড়াবেন?
উত্তর ২ – এক মুঠো শুকনো নিম পাতা নিন, ২ থেকে ৩ টি তেজপাতা যোগ করুন, কিছু কর্পূরের বীজ যোগ করুন, লবঙ্গ যোগ করুন এবং প্রায় ২ চামচ সর্ষের তেল যোগ করুন এবং আগুনে জ্বাল দিন। এই আগুন জ্বললে তার ধোঁয়া ঘরের সব মশা তাড়িয়ে দেবে।
প্রশ্ন ৩ - কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়?উত্তর ৩ - সাধারণত বলা হয় যে O ব্লাড গ্রুপের ব্যক্তিদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়। বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে নির্দিষ্ট রক্তের গ্রুপের উপর মশার নজর থাকে। আর সেটি হল 'ও' গ্রুপের রক্ত। মশারা অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় এই গ্ৰুপের রক্তের ব্যক্তিকে বেশি পছন্দ করে।
প্রশ্ন ৩ – কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়?
উত্তর ৩ – সাধারণত বলা হয় যে O ব্লাড গ্রুপের ব্যক্তিদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়। বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে নির্দিষ্ট রক্তের গ্রুপের উপর মশার নজর থাকে। আর সেটি হল ‘ও’ গ্রুপের রক্ত। মশারা অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় এই গ্ৰুপের রক্তের ব্যক্তিকে বেশি পছন্দ করে।
প্রশ্ন ৪ - বাড়িতে কোন গাছ লাগালে মশা পালিয়ে যায়?উত্তর ৪ – তুলসী গাছের সুগন্ধি গন্ধ এমনিতে ভাল লাগে। অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এই পাতায়। কিন্তু এই গন্ধই আবার মশাদের মোটেও পছন্দ নয়। এই পাতার গন্ধ মশাদের বাড়ি থেকে দূরে রাখে।
প্রশ্ন ৪ – বাড়িতে কোন গাছ লাগালে মশা পালিয়ে যায়?
উত্তর ৪ – তুলসী গাছের সুগন্ধি গন্ধ এমনিতে ভাল লাগে। অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এই পাতায়। কিন্তু এই গন্ধই আবার মশাদের মোটেও পছন্দ নয়। এই পাতার গন্ধ মশাদের বাড়ি থেকে দূরে রাখে।
প্রশ্ন ৫ – লেবু এবং লবঙ্গ কি মশা দূরে রাখে?উত্তর ৫ – লবঙ্গ তেল এবং লেবুর রসের মিশ্রণ একটি প্রাকৃতিক মশা তাড়ানোর টোটকা। এই উপায়ে সহজেই কিন্তু বাড়ি থেকে ডেঙ্গি ম্যালেরিয়ার আসল কারণকে বাই বাই বলা যায় একটু চেষ্টা করলেই।
প্রশ্ন ৫ – লেবু এবং লবঙ্গ কি মশা দূরে রাখে?
উত্তর ৫ – লবঙ্গ তেল এবং লেবুর রসের মিশ্রণ একটি প্রাকৃতিক মশা তাড়ানোর টোটকা। এই উপায়ে সহজেই কিন্তু বাড়ি থেকে ডেঙ্গি ম্যালেরিয়ার আসল কারণকে বাই বাই বলা যায় একটু চেষ্টা করলেই।
প্রশ্ন ৬ - কোন জিনিস প্রয়োগ করলে মশা কামড়ায় না?উত্তর ৬ - নারকেল তেল লাগালে ত্বক চর্বিযুক্ত হয়, এর কারণে মশারা ত্বকে বসতে বা কামড়াতে পারে না। তাই গরমকালে বাইরে বা জল জায়গায় গেলে মশা যাতে না কামড়ায় তাই নিজেকে বাঁচাতে এই ভাবে তেল লাগানো অনেক ক্ষেত্রেই ।
প্রশ্ন ৬ – কোন জিনিস প্রয়োগ করলে মশা কামড়ায় না?
উত্তর ৬ – নারকেল তেল লাগালে ত্বক চর্বিযুক্ত হয়, এর কারণে মশারা ত্বকে বসতে বা কামড়াতে পারে না। তাই গরমকালে বাইরে বা জল জায়গায় গেলে মশা যাতে না কামড়ায় তাই নিজেকে বাঁচাতে এই ভাবে তেল লাগানো অনেক ক্ষেত্রেই ।

 

Knowledge Story: পৃথিবীর এই একটামাত্র দেশ…যেখানে একটাও মশা নেই! বিজ্ঞানীরাও ভেবে হতবাক, এটা কী করে হয়..

আমাদের রক্ত খায়৷ কানের কাছে ভনভন করে বিরক্ত করে দেয়৷ এমনকি, সারা বিশ্বে শুধুমাত্র এই মশার কামড়েই মৃত্যু হয় ১০ লক্ষ মানুষের৷ কিন্তু, পৃথিবীতে একটা দেশ রয়েছে যেখানে আতস কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যায় না একটাও মশা৷
আমাদের রক্ত খায়৷ কানের কাছে ভনভন করে বিরক্ত করে দেয়৷ এমনকি, সারা বিশ্বে শুধুমাত্র এই মশার কামড়েই মৃত্যু হয় ১০ লক্ষ মানুষের৷ কিন্তু, পৃথিবীতে একটা দেশ রয়েছে যেখানে আতস কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যায় না একটাও মশা৷
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কম বেশি মশা রয়েছে৷ হ্যাঁ, কিছু কিছু মরসুমে মশার বাড়বাড়ন্ত একটি বেশিই হয়ে যায়৷ কিন্তু, আবার আবহাওয়া বদলালে ফের শুরু হয়ে যায় মশার দৌরাত্ম্য৷ এর মধ্যে শুধুমাত্র একটা দেশই রয়েছে যেখানে মশাদের দেখতে পাওয়া যায় না৷ আন্দাজ করতে পারেন কী হতে পারে সেই দেশের নাম?
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কম বেশি মশা রয়েছে৷ হ্যাঁ, কিছু কিছু মরসুমে মশার বাড়বাড়ন্ত একটি বেশিই হয়ে যায়৷ কিন্তু, আবার আবহাওয়া বদলালে ফের শুরু হয়ে যায় মশার দৌরাত্ম্য৷ এর মধ্যে শুধুমাত্র একটা দেশই রয়েছে যেখানে মশাদের দেখতে পাওয়া যায় না৷ আন্দাজ করতে পারেন কী হতে পারে সেই দেশের নাম?
ফ্রান্স, সুইৎজারল্যান্ড, আয়ারল্যান্ড না আমেরিকা? কোন দেশে মশা নেই বলে মনে হয় আপনার? উত্তর, না এর মধ্যে কোনও দেশই নয়৷ এই সব দেশেই মশা জন্মানোর মতো অনুকূল আবহাওয়া রয়েছে৷
ফ্রান্স, সুইৎজারল্যান্ড, আয়ারল্যান্ড না আমেরিকা? কোন দেশে মশা নেই বলে মনে হয় আপনার? উত্তর, না এর মধ্যে কোনও দেশই নয়৷ এই সব দেশেই মশা জন্মানোর মতো অনুকূল আবহাওয়া রয়েছে৷
দুনিয়ার যে একটিমাত্র দেশ যেখানে একটাও মশা নেই, সেই দেশের নাম হল আইসল্যান্ড৷ আইসল্যান্ডই পৃথিবীর একমাত্র ‘মশা মুক্ত’ দেশ৷ আর কেউই জানেনা এমনটা কেন হয়েছে৷ এটি আন্টার্কটিকার মতো ঠান্ডাও নয়, এখানে মশার প্রজননের জন্য সুবিধাজনক জলাশয়ও রয়েছে৷
দুনিয়ার যে একটিমাত্র দেশ যেখানে একটাও মশা নেই, সেই দেশের নাম হল আইসল্যান্ড৷ আইসল্যান্ডই পৃথিবীর একমাত্র ‘মশা মুক্ত’ দেশ৷ আর কেউই জানেনা এমনটা কেন হয়েছে৷ এটি আন্টার্কটিকার মতো ঠান্ডাও নয়, এখানে মশার প্রজননের জন্য সুবিধাজনক জলাশয়ও রয়েছে৷
আইসল্যান্ডে মশা না থাকলেও এর প্রতিবেশী দেশ নরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড, এমনকি, গ্রিনল্যান্ডেও রয়েছে গুচ্ছ গুচ্ছ মশা৷ তাই আইসল্যান্ডে কেন মশা নেই তা বিজ্ঞানীদের কাছেও একটা জলজ্ব্যান্ত ধাঁধা৷
আইসল্যান্ডে মশা না থাকলেও এর প্রতিবেশী দেশ নরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড, এমনকি, গ্রিনল্যান্ডেও রয়েছে গুচ্ছ গুচ্ছ মশা৷ তাই আইসল্যান্ডে কেন মশা নেই তা বিজ্ঞানীদের কাছেও একটা জলজ্ব্যান্ত ধাঁধা৷
পৃথিবীতে প্রায় ৩০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে মশারা রাজত্ব করছে৷ বিশ্বব্যাপী প্রায় ৩৫০০টিরও বেশি প্রজাতির মশা রয়েছে৷ এর মধ্যে মাত্র ৬ শতাংশ প্রজাতির স্ত্রী মশা মানুষকে কামড়ায়৷
পৃথিবীতে প্রায় ৩০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে মশারা রাজত্ব করছে৷ বিশ্বব্যাপী প্রায় ৩৫০০টিরও বেশি প্রজাতির মশা রয়েছে৷ এর মধ্যে মাত্র ৬ শতাংশ প্রজাতির স্ত্রী মশা মানুষকে কামড়ায়৷
বিজ্ঞানীদের মতে, মশা ভেজা আর্দ্র পরিবেশে ভাল করে বাঁচতে পারে৷ তবে এরা ঠান্ডাতেও বেঁচে থাকে৷ জানা যায়, আইসল্যান্ডের জল ও মাটির রাসায়নিক গঠন মশার প্রজননের জন্য উপযুক্ত নয়৷
বিজ্ঞানীদের মতে, মশা ভেজা আর্দ্র পরিবেশে ভাল করে বাঁচতে পারে৷ তবে এরা ঠান্ডাতেও বেঁচে থাকে৷ জানা যায়, আইসল্যান্ডের জল ও মাটির রাসায়নিক গঠন মশার প্রজননের জন্য উপযুক্ত নয়৷

Which Country: পৃথিবীর একমাত্র দেশ, যেখানে একটিও মশা নেই! বলুন তো কোন দেশ? বিশ্বাস হবে তো শুনে!

তারা আপনার রক্ত ​​চুষে নেয়, কানের পাশে বিরক্তিকর আওয়াজ করে। তাদের কামড় আপনার বারবিকিউ পার্টিকে করে তুলতে পারে দুর্বিষহ কিংবা জঙ্গলে হাঁটাচলায় ঘটাতে পারে বিঘ্ন। সবচেয়ে বড় কথা তাদের কামড়ে নানা রোগ ছড়ায়, এগুলোর কিছু প্রাণঘাতীও।
তারা আপনার রক্ত ​​চুষে নেয়, কানের পাশে বিরক্তিকর আওয়াজ করে। তাদের কামড় আপনার বারবিকিউ পার্টিকে করে তুলতে পারে দুর্বিষহ কিংবা জঙ্গলে হাঁটাচলায় ঘটাতে পারে বিঘ্ন। সবচেয়ে বড় কথা তাদের কামড়ে নানা রোগ ছড়ায়, এগুলোর কিছু প্রাণঘাতীও।
যাদের কথা বলা হচ্ছে তাদের সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের নিত্যদিনের সঙ্গী এই পতঙ্গের নাম মশা। বিশ্বের সব জায়গায় দাপিয়ে বেড়ায় এরা, কেবল একটি অঞ্চল ছাড়া। জানেন কি, কোন জায়গা বা দেশ সেটি?
যাদের কথা বলা হচ্ছে তাদের সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের নিত্যদিনের সঙ্গী এই পতঙ্গের নাম মশা। বিশ্বের সব জায়গায় দাপিয়ে বেড়ায় এরা, কেবল একটি অঞ্চল ছাড়া। জানেন কি, কোন জায়গা বা দেশ সেটি?
সেই জায়গাটি হল নর্ডিক অঞ্চলের দেশ আইসল্যান্ড। কিন্তু কেন এই অঞ্চলে মশার তাণ্ডব নেই। এর উত্তর, দেশটির আবহাওয়া। আইসল্যান্ডের আবহাওয়া এত বেশি প্রতিকূল যে মশার টিকে থাকার কোনও সম্ভাবনা নেই সেখানে।
সেই জায়গাটি হল নর্ডিক অঞ্চলের দেশ আইসল্যান্ড। কিন্তু কেন এই অঞ্চলে মশার তাণ্ডব নেই। এর উত্তর, দেশটির আবহাওয়া। আইসল্যান্ডের আবহাওয়া এত বেশি প্রতিকূল যে মশার টিকে থাকার কোনও সম্ভাবনা নেই সেখানে।
সাধারণত ডিম ফুটে একটি পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে ৪০ দিন। কিছু মশা অবশ্য ব্যতিক্রম আছে। পাঁচ দিনেই পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়। ব্যতিক্রম তো ব্যতিক্রমেই। ও কথা বলে লাভ নেই। যাহোক, মশার পূর্ণাঙ্গ হতে ৪০ দিন সময় লাগলেও আইসল্যান্ডের তাপমাত্রা পরিবর্তন হতে কিন্তু এত সময় লাগে না।
সাধারণত ডিম ফুটে একটি পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে ৪০ দিন। কিছু মশা অবশ্য ব্যতিক্রম আছে। পাঁচ দিনেই পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়। ব্যতিক্রম তো ব্যতিক্রমেই। ও কথা বলে লাভ নেই। যাহোক, মশার পূর্ণাঙ্গ হতে ৪০ দিন সময় লাগলেও আইসল্যান্ডের তাপমাত্রা পরিবর্তন হতে কিন্তু এত সময় লাগে না।
মানে দেশটিতে একবার শীত শেষ হয়ে আবার শীত শুরু হয় ৪০ দিনের আগেই। ফলে কিছুটা বরফ গলে যা-ও একটু জলে পরিণত হয়, তা আবার বরফই হয়ে যায়। এতে মশা আর বংশবৃদ্ধি করতে পারে না। তা ছাড়া তীব্র শীতে মশার বেঁচে থাকাও মুশকিল।
মানে দেশটিতে একবার শীত শেষ হয়ে আবার শীত শুরু হয় ৪০ দিনের আগেই। ফলে কিছুটা বরফ গলে যা-ও একটু জলে পরিণত হয়, তা আবার বরফই হয়ে যায়। এতে মশা আর বংশবৃদ্ধি করতে পারে না। তা ছাড়া তীব্র শীতে মশার বেঁচে থাকাও মুশকিল।
আবার অনেক বিজ্ঞানী মনে করেন, আইসল্যান্ডের জলাশয়ে রাসায়নিক পদার্থের যে অনুপাত রয়েছে, তা মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত নয়। ফলে সব মিলিয়ে জলাশয়ের অভাব, তীব্র শীত ও স্রোতহীন নদীর অভাবে আইসল্যান্ডে মশা জন্মাতে পারে না।
আবার অনেক বিজ্ঞানী মনে করেন, আইসল্যান্ডের জলাশয়ে রাসায়নিক পদার্থের যে অনুপাত রয়েছে, তা মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত নয়। ফলে সব মিলিয়ে জলাশয়ের অভাব, তীব্র শীত ও স্রোতহীন নদীর অভাবে আইসল্যান্ডে মশা জন্মাতে পারে না।
এ ছাড়া মশার বংশবিস্তারের জন্য প্রয়োজন জলাশয়। বিজ্ঞানীরা মনে করেন, আইসল্যান্ডের জলাশয়ে রাসায়নিকের যে অনুপাত আছে, তা মশার বংশবৃদ্ধিকে দারুণ চ্যালেঞ্জে ফেলে।
এ ছাড়া মশার বংশবিস্তারের জন্য প্রয়োজন জলাশয়। বিজ্ঞানীরা মনে করেন, আইসল্যান্ডের জলাশয়ে রাসায়নিকের যে অনুপাত আছে, তা মশার বংশবৃদ্ধিকে দারুণ চ্যালেঞ্জে ফেলে।
শীতের তীব্রতায় আইসল্যান্ডে মশার বংশবৃদ্ধি করতে না পারলেও, ইউরোপের অনেক শীতপ্রধান দেশে মশারা সাবলীল। আইসল্যান্ডের পাশের দেশ গ্রিনল্যান্ডে যখন শীত শুরু হয়, তখন শীতনিদ্রায় থাকে মশারা। শীত শেষে বরফ গলা শুরু হলে, তারা ডিম পাড়তে শুরু করে। আইসল্যান্ডের মতো এখানে শীত শেষ হওয়ার পর আবার হঠাৎ করে শীত চলে আসে না। তাই গ্রিনল্যান্ডে বাচ্চা ফোটানোর চক্র পূর্ণ করতে পারে মশা।
শীতের তীব্রতায় আইসল্যান্ডে মশার বংশবৃদ্ধি করতে না পারলেও, ইউরোপের অনেক শীতপ্রধান দেশে মশারা সাবলীল। আইসল্যান্ডের পাশের দেশ গ্রিনল্যান্ডে যখন শীত শুরু হয়, তখন শীতনিদ্রায় থাকে মশারা। শীত শেষে বরফ গলা শুরু হলে, তারা ডিম পাড়তে শুরু করে। আইসল্যান্ডের মতো এখানে শীত শেষ হওয়ার পর আবার হঠাৎ করে শীত চলে আসে না। তাই গ্রিনল্যান্ডে বাচ্চা ফোটানোর চক্র পূর্ণ করতে পারে মশা।

Viral Video: প্রবল গতিতে ধেয়ে আসছে মশাদের প্রকাণ্ড ‘ঘূর্ণিঝড়’, ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে…

#আর্জেন্তিনা: শীত পেরিয়ে সবে গরম পড়তে শুরু করেছে। আর এই সময়ে একটা বড় সমস্যা হল মশা। শহর, শহরতলি থেকে শুরু করে গ্রাম পর্যন্ত কোথাও মশার হাত থেকে রেহাই নেই। তবে আর্জেন্তিনার ৭৪ জেনারেল মাদারিয়াগা (General Madariaga) ও পিনামার রুটে ( Pinamar) এক বিরল ঘটনার সাক্ষী থাকল মানুষজন। হাইওয়েতে তখন গাড়ি ছুটছে। আর মাথার উপরে এক প্রকাণ্ড টর্নেডো। না ঝোড়ো হাওয়া নেই। রাস্তার পাশে কোনও গাছও ভেঙে পড়ছে না। শুধু একটা কালো ধোঁয়ার মতো ঘূর্ণিঝড় যেন ক্রমেই এগিয়ে যাচ্ছে। একটু কাছে যেতেই বোঝা গেল পুরো বিষয়টি। আসলে এটি একটি মশার ঘূর্ণি। এক ঝাঁক মশা কালো হয়ে ঘূর্ণির আকার ধারণ করেছে। সম্প্রতি ভাইরাল হল সেই ভিডিও।

হাইওয়েতে থাকা কোনও এক গাড়ির চালক এই বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন। পরে আর্জেন্তিনার এক সাংবাদিক ভিডিওটি শেয়ার করেন। ঘটনাটি বোঝাতে গিয়ে স্প্যানিশে যা লেখা হয়েছে, তার তর্জমা হল, ঘূর্ণিটা ক্রমে আরও বড় হয়ে উঠছিল। অতীতে কখনও এই রকম মশার ঘূর্ণি দেখেনি শহরবাসী। আর এর পর থেকেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে শহরের নানা প্রান্তের মানুষজনের টনক নড়েছে। বিশেষজ্ঞ জুয়ান হোসে গার্সিয়ার (Juan Jose Garcia) কথায়, এই মশার ঘূর্ণি মানুষজনেরই অপরিণামদর্শী কাজের ফল। এর জন্য প্রকৃতিও কিছুটা দায়ী। আসলে ভারী বৃষ্টিতে শহরের একাধিক জলাশয়ে কানায় কানায় জল ভর্তি। নোংরা আবর্জনা ফেলার জেরে সেগুলি বদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। আর বর্তমানে সেই বদ্ধ জলাশয়গুলিই মশার আঁতুড়ঘর। তাঁর কথায়, শহরবাসীকেই সচেতন হতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে।

তিনি জানিয়েছেন, এ নিয়ে অধিক চিন্তার কোনও কারণ নেই। মশার আয়ু দুই থেকে তিন সপ্তাহ। এক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে মশা নিধনের পক্ষে হাঁটতে হবে এবং মশা থেকে বাঁচার জন্য প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই বিষয়ে, পিনামারের এক কর্পোরশনের মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই মানুষজনকে মশারি ব্যবহার, নানা ধরনের মশা মারার ধূপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাকৃতিক উপায়ে মশা দমন করার ব্যবস্থাও শুরু হয়েছে। তবে এই সমস্যা সাময়িক। দ্রুত মশার উপদ্রব থেকে মুক্তি পাবে এলাকাবাসী।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই শহরের লোকজন মশার উপদ্রব নিয়ে অভিযোগ জানাতে শুরু করেছেন। কমেন্টগুলি স্প্যানিশ ভাষার হলেও লোকজন যে মশার জ্বালায় নাজেহাল, তা স্পষ্ট হয়ে উঠেছে!