Tag Archives: Mustard Oil

সর্ষের তেলের সঙ্গে ভেজাল! শেষ রক্ষা হল না, রানাঘাটের ব্যবসায়ীকে আটক

রানাঘাট: ভেজাল সর্ষের তেল বানানো এবং বিক্রির অভিযোগে রানাঘাট আইসতলা থেকে এক তেল ব্যবসায়ীকে আটক করল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজেয়াপ্ত একাধিক ভেজাল তেল এবং তেল তৈরির সামগ্রী।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে রানাঘাট আইসতলা কালিতলা পাড়া এলাকায় একটি ভোজ্য তেলের কারখানায় হানা দেয় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা।

আরও পড়ুন- কাচের বোতলের পর গাছের ছাল,বাঁশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ!

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে নদিয়ার রানাঘাট আইসতলা কালিতলা এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে এক ব্যক্তি সর্ষের তেল তৈরির কারখানায় রাইস ব্র্যান্ড তেল মিশিয়ে বাজারে বিক্রি করছে। এর পরই দুপুর নাগাদ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয় অভিযুক্ত স্বপন ঘোষের কারখানায়।

দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ডি . ই. বি. আধিকারিকরা ঘটনার সত্যতা খুঁজে পান। একাধিক সর্ষের তেলের টিন , রাইসব্র্যান্ড তেল-সহ কাঁচা সর্ষে ও বেশ কিছু পরিমাণ রাসায়নিক পদার্থ বাজেয়াপ্ত হয়।

আরও পড়ুন- মালদহের ভূতনিতে গঙ্গার স্রোতে ভেসে গেল নৌকা, নিখোঁজের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

ভেজাল তেল বাজারে বিক্রি এবং বানানোর কারণে স্বপন ঘোষ নামে ওই তেল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে পুলিশ সূত্রে খবর, এইরকম ভেজাল পণ্য তৈরি এবং বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতে আরও অভিযান চলবে।

Mainak Debnath

Fake Mustard Oil: প্রতিদিনের ব্যবহারে সর্ষের তেলেও মিশছে ভয়ানক ‘বিষ’! বেছে নেওয়ার সহজ উপায়, সাবধানে খান

বাড়ির রান্নার জন্য নিয়মিত সরষের তেল কিনছেন। বছরের পর বছর হেঁশেল চলছে এই সরষের তেল দিয়েই । তবে বাজারজাত হওয়ার আগে এই তেলের গুণমান কি নিয়মিত যাচাই হচ্ছে।
বাড়ির রান্নার জন্য নিয়মিত সরষের তেল কিনছেন। বছরের পর বছর হেঁশেল চলছে এই সরষের তেল দিয়েই । তবে বাজারজাত হওয়ার আগে এই তেলের গুণমান কি নিয়মিত যাচাই হচ্ছে।
সর্ষের তেল ছাড়া বাঙালির রান্না ঠিক জমে না। সে মাছ ভাজা হোক বা আলু সেদ্ধ মাখা। সরষের তেলের ঝাঁঝ না থাকলে রান্না হয় ফ্যাকাশে। তবে বাজার থেকে কেনা তেলে এখন তেমন ঝাঁঝ থাকে না।
সর্ষের তেল ছাড়া বাঙালির রান্না ঠিক জমে না। সে মাছ ভাজা হোক বা আলু সেদ্ধ মাখা। সরষের তেলের ঝাঁঝ না থাকলে রান্না হয় ফ্যাকাশে। তবে বাজার থেকে কেনা তেলে এখন তেমন ঝাঁঝ থাকে না।
একটা সময় সর্ষের তেলে রান্না হলে চোখ জ্বালা করত। গায়ে সেই তেল মাখলেও চোখে জল আসত। এখন সর্ষের তেলে সেই ঝাঁঝ-গন্ধ কমেছে। ভেজাল তেল বিক্রি নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।
একটা সময় সর্ষের তেলে রান্না হলে চোখ জ্বালা করত। গায়ে সেই তেল মাখলেও চোখে জল আসত। এখন সর্ষের তেলে সেই ঝাঁঝ-গন্ধ কমেছে। ভেজাল তেল বিক্রি নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসিত শর্মা জানান, রান্নার সরষের তেলে এমন ভেজাল মেশানো হচ্ছে। যা বেশিমাত্রায় পেটে গেলে বিষক্রিয়া হতে বাধ্য। সরষের তেলে বেশিরভাগ মেশানো হচ্ছে ‘টিওসিপি’ (ট্রাই-অর্থো-ক্রেসেল-ফসফেট) নামক এক বিষাক্ত পদার্থ।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসিত শর্মা জানান, রান্নার সরষের তেলে এমন ভেজাল মেশানো হচ্ছে। যা বেশিমাত্রায় পেটে গেলে বিষক্রিয়া হতে বাধ্য। সরষের তেলে বেশিরভাগ মেশানো হচ্ছে ‘টিওসিপি’ (ট্রাই-অর্থো-ক্রেসেল-ফসফেট) নামক এক বিষাক্ত পদার্থ।
এই রাসায়নিক লাগাতার শরীরে ঢুকলে তলপেটে মারাত্মক যন্ত্রণা হবে। খাবার হজম তো হবেই না। উল্টে বমি, পেট খারাপ পর্যন্ত হতে পারে। ভেজাল সর্ষের তেল রক্তে কোলোস্টেরল বাড়িয়ে দেয়।
এই রাসায়নিক লাগাতার শরীরে ঢুকলে তলপেটে মারাত্মক যন্ত্রণা হবে। খাবার হজম তো হবেই না। উল্টে বমি, পেট খারাপ পর্যন্ত হতে পারে। ভেজাল সর্ষের তেল রক্তে কোলোস্টেরল বাড়িয়ে দেয়।
হৃদরোগের ঝুঁকিও বাড়ছে এই কারনেই। ভেজাল তেল খেলে লিভার ও কিডনির জটিল রোগ পর্যন্ত হতে পারে। দীর্ঘ দিন ধরে এই তেলের ব্যবহার মৃত্যুও ডেকে আনতে পারে দ্রুত গতিতে।
হৃদরোগের ঝুঁকিও বাড়ছে এই কারনেই। ভেজাল তেল খেলে লিভার ও কিডনির জটিল রোগ পর্যন্ত হতে পারে। দীর্ঘ দিন ধরে এই তেলের ব্যবহার মৃত্যুও ডেকে আনতে পারে দ্রুত গতিতে।
দুই চা চামচ সর্ষের তেল একটি পাত্রে নিতে হবে। তাতে এক চামচ মাখন দিতে হবে। কিছু ক্ষণ পর যদি দেখা যায় তেলের রং বদলে লাল হয়ে যাচ্ছে। তবে বুঝতে হবে সেই তেলে ভেজাল মেশানো রয়েছে।
দুই চা চামচ সর্ষের তেল একটি পাত্রে নিতে হবে। তাতে এক চামচ মাখন দিতে হবে। কিছু ক্ষণ পর যদি দেখা যায় তেলের রং বদলে লাল হয়ে যাচ্ছে। তবে বুঝতে হবে সেই তেলে ভেজাল মেশানো রয়েছে।

Mustard Oil Price: এখন তো আয়ত্তের মধ্যে, কিন্তু বাড়ছে কি সরষের তেলের দাম? কী বলছে বাজার!

কলকাতা: বাজারে সরষের তেলের দাম থমকে দাঁড়িয়েছে। বড়বাজারের পোস্তা এলাকার ভোজ্য তেলের মার্চেন্টদের দাবি, গত এক মাসের ধরে সরষের তেল পাইকারি ১৩০-১৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, প্রতিবছর পাকা আমের মরসুমে তেলের চাহিদা বেশ খানিকটা কমে যায়। তারপর আবার ঠিক হয়ে যায়। কিন্তু এবার ভোজ্য তেলের চাহিদা যেরকম কমছে, সঙ্গে দামটাও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গ টাস্ক ফোর্সের সদস্য কমল দে’র কথায়, ‘‘রাজ্যে চাষের জমি কমেছে। যার ফলে চাষির পরবর্তী প্রজন্ম চাষে আসতে চাইছে না। অন্যদিকে, বৃষ্টি না হওয়ার ফলে সবজি উৎপাদন কমেছে। যার ফলে পরিবার পিছু সবজি চাহিদা কমেছে। তাই বাজারে সব মিলিয়ে সবজির জোগান অনেকটা কম। দাম বেশি।’’

আরও পড়ুন: কালো কাচ লাগানো গাড়ি ঘিরে এবার বিশেষ নজর বিধানসভায়, সতর্ক করে দেওয়া হল নিরাপত্তারক্ষীদের

বিশেষজ্ঞদের দাবি, এই কারণে সরিষার তেলের ব্যবহার কমেছে। যার ফলে বাজারে সরষের তেল বিক্রি আগের থেকে অনেকটাই কম।   পোস্তা বাজার এলাকার ভোজ্য তেলের মার্চেন্ট, সুশান্ত চিনের কথায়, ‘‘সবজির দাম বাজারে অত্যধিক হওয়ার ফলে বেশিরভাগ পরিবার তাদের হেঁশেলে রান্নার পদ কমিয়েছে। যার ফলে ভোজ্য তেল আগের তুলনায় প্রতিটা পরিবারে অন্ততপক্ষে ৩০% হারে কমেছে। তাই সর্ষের তেলের চাহিদা নেই বলা চলে। এর ফলে সরষের তেলের দাম এক জায়গায় থমকে দাঁড়িয়ে রয়েছে। সর্ষের তেলের দাম পুজোর আগে বাড়ার সম্ভাবনা নেই।’’

বাজারের পরিস্থিতি বর্তমানে নদীর মতোই। যখন এক কুল ভাঙে, তখন অন্য কুল গড়ে ওঠে।  যখনই সরিষার তেলের চাহিদা কমে, তখন ভেজালের সম্ভাবনা কমে যায়। বাজারে শুধু যে সরষের তেল, তা নয়। সাদা তেল থেকে আরম্ভ করে যাবতীয় ভোজ্য তেলের দাম অনেকটাই কমেছে।

আরও পড়ুন: সায়ন্তিকা-রেয়াতের পরে সদ্য জয়ী চার বিধায়কের শপথ ঘিরেও ধোঁয়াশা, ফের শুরু চিঠির যুদ্ধ

এছাড়াও, স্বাস্থ্য সচেতন মানুষ চর্বি জাতীয় জিনিস বর্জন করার সঙ্গে সঙ্গে সরষের তেলকেও অনেকটা বর্জন করেছে। ভোজ্য তেল ব্যবসায়ীদের দাবি, বাজারে অন্ততপক্ষে ২৫-৩০ শতাংশ সরষের তেল এবং অন্যান্য তেলের চাহিদা কমেছে। তবে সবে বাগানের সবজি চাষ শুরু হয়েছে। যতদিন পর্যন্ত সবজি বাজারে সবজি কম দামে না পাওয়া যাবে। ততদিন সরষের তেলের চাহিদা অনেকটাই কম থাকবে।

Mustard oil price hike: পাকা আম এলেই কমবে সর্ষের তেলের দাম? কাঁচা আমের জন্যই মহার্ঘ সর্ষের তেল, এমনই দাবি

কলকাতা: মাস খানেকের ওপর সরিষার তেলের দাম কেজি প্রতি ১৬০ টাকা কাছাকাছি। সেই দাম কমছে না। কারণ হিসাবে ভোজ্য তেল ব্যবসায়ীরা কাঁচা আমের দিকেই আঙুল তুলছেন। তাঁদের দাবি, তেল খাচ্ছে কাঁচা আম। যার ফলে চাহিদা বেড়েছে সরিষার তেলের। আম পাকা শুরু হয়েছে, তেলের দাম নাকি এবার কমা শুরু হবে।

আরও পড়ুন: রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক, সমাজমাধ্যমে কারণও জানালেন তৃণমূলের সেনাপতি

প্রতি বছরই সরিষার তেলের দাম চৈত্র মাস কাটার সঙ্গে সঙ্গে বেড়ে যায়।অত্যধিক গরমে বাঙালী,মাছ মাংস খাওয়া কমিয়ে দেয়।যার ফলে,এই সময়টা মানুষ ডাল -সব্জির দিকে মন দেয়।ফলে সরষের তেল খরচের পরিমাণ বাড়ে।তার সঙ্গে কাঁচা আম ওঠার সঙ্গে সঙ্গে মানুষের আমের একটি রান্নার পদ শুরু হয়ে যায়।  তবে আম চাষী কিংবা বিশেষজ্ঞদের দাবী,কাঁচা আম বাজারে আসার সঙ্গে সঙ্গে সরষের তেলের চাহিদাও বেড়ে যায়। যেমন বাংলার প্রায় পরিবারেই কাঁচা আম দিয়ে নানা ধরনের আচার থেকে আরম্ভ করে কাসুন্দি বানানোর প্রবণতা বাড়ে। এছাড়াও বাংলার আম তেল বিখ্যাত।আর সেই কারণেই নাকি সরষের তেলের দাম অনেকটা বেড়ে যায়।

বড় বাজারে ভোজ্য তেল বিক্রেতা সুশান্ত চীনের কথায়, “পাকা আম বাজারে আসার সঙ্গে সঙ্গে সরষের তেলের দাম কমতে শুরু করে।কারণ অনেকেই আম এবং কাঁঠাল খান। যার ফলে তখন তেলের চাহিদাটা কিছুটা কমে যায়।আগামী ৭দিন পর থেকে সরিষার তেলের দাম কমা শুরু করবে”। তবে এই যুক্তিকে সমান ভাবে সমর্থন করেছে,পশ্চিমবঙ্গ টাস্ক ফোর্সের সদস্য কমল দে।  সেই সঙ্গে তিনি আরও বলেন, “অত্যধিক গরমের ফলে শ্রমিকরা কাজে যোগ দিতে পারছে না। যার ফলে তেলের উৎপাদন কমেছে। স্বাভাবিকভাবেই দামটাও ঊর্ধ্বমুখী হয়েছে”।  তবে বাজারে সাদা তেল থেকে শুরু করে পাম তেলের দাম স্বাভাবিকের সামান্য এদিক ওদিক রয়েছে। এগুলোর দাম তেমন বাড়েনি। তবে সরষের তেলের দাম যে ১২০- ১২৫ টাকা কেজির নীচে যে নামবে না তাও জানিয়েছেন ব্যবসায়ীরা।

Mustard Oil in Blood Sugar: সরষের তেল কি ব্লাড সুগারে খাওয়া যায়? সরষের তেলে ডায়াবেটিসে ক্ষতিকর? কোন তেল নিরাপদ মধুমেহ রোগে? জানুন

সরষের তেলে মোনোস্যাচিওরেটেড এবং পলিস্যাচিওরেটেড ফ্যাট প্রচুর পরিমাণে আছে। এছাড়াও আছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড। এছাড়াও আছে প্রচুর ভিটামিন এবং মিনারেল।
সরষের তেলে মোনোস্যাচিওরেটেড এবং পলিস্যাচিওরেটেড ফ্যাট প্রচুর পরিমাণে আছে। এছাড়াও আছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড। এছাড়াও আছে প্রচুর ভিটামিন এবং মিনারেল।

 

ডায়াবেটিস বা ব্লাড সুগারে ডায়েট চার্ট নিয়ে উদ্বেগ ও চিন্তা থাকেই। অনেক ভাবনাচিন্তা করে ঠিক করা হয় তাদের খাবার। কিন্তু তাঁরা কি সরষের তেল খেতে পারবেন, সেই দ্বন্দ্ব দূর করেছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
ডায়াবেটিস বা ব্লাড সুগারে ডায়েট চার্ট নিয়ে উদ্বেগ ও চিন্তা থাকেই। অনেক ভাবনাচিন্তা করে ঠিক করা হয় তাদের খাবার। কিন্তু তাঁরা কি সরষের তেল খেতে পারবেন, সেই দ্বন্দ্ব দূর করেছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।

 

ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে তোলে সরষের তেলের গুণ। টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন সেন্সিটিভিটি গুরুত্বপূর্ণ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন সেন্সিটিভিটি।
ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে তোলে সরষের তেলের গুণ। টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন সেন্সিটিভিটি গুরুত্বপূর্ণ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন সেন্সিটিভিটি।

 

সরষের তেলে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য। ডায়াবেটিকদের ইনফ্লেম্যাশন কমিয়ে মেটাবলিক সুস্বাস্থ্য বজায় রাখে সরষের তেলের খাদ্যগুণ।
সরষের তেলে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য। ডায়াবেটিকদের ইনফ্লেম্যাশন কমিয়ে মেটাবলিক সুস্বাস্থ্য বজায় রাখে সরষের তেলের খাদ্যগুণ।

 

রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না সরষের তেল। ়পরিমিত পরিমাণে সরষের তেল খেলে নিয়ন্ত্রণে থাকে ওজন। ডায়াবেটিসের ক্ষেত্রে ওজন বশে রাখাও গুরুত্বপূর্ণ।
রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না সরষের তেল। ়পরিমিত পরিমাণে সরষের তেল খেলে নিয়ন্ত্রণে থাকে ওজন। ডায়াবেটিসের ক্ষেত্রে ওজন বশে রাখাও গুরুত্বপূর্ণ।

 

তবে পরিমিত পরিমাণে খেতে হবে সরষের তেল। বেশি খেলে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দুই-ই নষ্ট হবে।
তবে পরিমিত পরিমাণে খেতে হবে সরষের তেল। বেশি খেলে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দুই-ই নষ্ট হবে।

 

ভাজা, সাঁতলানো বা স্যালাড ড্রেসিং-নানা ভাবে সরষের তেল ব্যবহার করা যায়। অনেক ধরনের খাবারের সঙ্গে ব্যবহার করা যায়।
ভাজা, সাঁতলানো বা স্যালাড ড্রেসিং-নানা ভাবে সরষের তেল ব্যবহার করা যায়। অনেক ধরনের খাবারের সঙ্গে ব্যবহার করা যায়।

 

 প্রত্যেক খাবারের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। শরীরের ধাতও প্রত্যেকের একইরকম হয় না। তাই পুষ্টিবিদ ও ডাক্তারের পরামর্শ নিয়ে মধুমেহ রোগীরা ডায়েটে সরষের তেল রাখুন।
প্রত্যেক খাবারের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। শরীরের ধাতও প্রত্যেকের একইরকম হয় না। তাই পুষ্টিবিদ ও ডাক্তারের পরামর্শ নিয়ে মধুমেহ রোগীরা ডায়েটে সরষের তেল রাখুন।

Health Benefits of Mustard Oil: ভেজালের ভয়ে সরষের তেল ছেড়েছেন? বড় ক্ষতি করছেন নিজের! গুণের খনি এই তেল!কোলেস্টেরল থেকে ক‍্যানসার থাকে কন্ট্রোলে

বাজারে প্রতিটা জিনিসের সঙ্গে প্রত্যেকটি জিনিসের দামের ও চাহিদার ওঠা পড়া সব সময় চলে। তবে, সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিসের ব্যবহার উল্লেখ্য ভাবে পরিবর্তন হচ্ছে।
বাজারে প্রতিটা জিনিসের সঙ্গে প্রত্যেকটি জিনিসের দামের ও চাহিদার ওঠা পড়া সব সময় চলে। তবে, সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিসের ব্যবহার উল্লেখ্য ভাবে পরিবর্তন হচ্ছে।
ভোজ্য তেলের ব্যবসায়ীদের দাবি সরষের তেলের দাম তিন মাস ধরে প্রায় একই রয়েছে। কারণ হিসাবে তাঁদের দাবি, প্রথমত সরিষার তেলের দাম বেড়ে যাওয়ার জন্য মানুষ তেলের ব্যবহার কমিয়েছে। তার সঙ্গে মানুষ তরি-তরকারি রান্না কমিয়েছে। যে কারণে সরিষার তেলের বাজারে নাকি মন্দা নেমেছে। 
ভোজ্য তেলের ব্যবসায়ীদের দাবি সরষের তেলের দাম তিন মাস ধরে প্রায় একই রয়েছে। কারণ হিসাবে তাঁদের দাবি, প্রথমত সরিষার তেলের দাম বেড়ে যাওয়ার জন্য মানুষ তেলের ব্যবহার কমিয়েছে। তার সঙ্গে মানুষ তরি-তরকারি রান্না কমিয়েছে। যে কারণে সরিষার তেলের বাজারে নাকি মন্দা নেমেছে।
বর্তমানে খুচরা বাজারে সরিষার তেলের দাম প্রতি কেজি ১৪০ টাকার আশেপাশে। পাইকারি বাজারে সরষের তেলের দাম ১২০-১২৫ টাকা কেজি। কলকাতা পোস্তা বাজারে সরষের তেলের মার্চেন্ট সুশান্ত চীনের কথায়, ' সরষের তেলের দাম তিন মাস ধরে একই রয়েছে। মানুষ সরষের তেল একটু কম খাচ্ছে। কারণ নাগরিকেরা এখন অনেকটাই স্বাস্থ্য সচেতন।
বর্তমানে খুচরা বাজারে সরিষার তেলের দাম প্রতি কেজি ১৪০ টাকার আশেপাশে। পাইকারি বাজারে সরষের তেলের দাম ১২০-১২৫ টাকা কেজি। কলকাতা পোস্তা বাজারে সরষের তেলের মার্চেন্ট সুশান্ত চীনের কথায়, ‘ সরষের তেলের দাম তিন মাস ধরে একই রয়েছে। মানুষ সরষের তেল একটু কম খাচ্ছে। কারণ নাগরিকেরা এখন অনেকটাই স্বাস্থ্য সচেতন।
তিনি বলেন, ‘এছাড়াও পরিবার গুলোতে সবজি খাওয়ার প্রবণতা কমেছে। যার ফলে সরষের তেলের খরচে লাগাম টেনেছে পরিবার গুলো। চাহিদা কমার ফলে সরষের তেলের দাম প্রায় একই থাকছে।'  সামনে পাকা আমের মরশুম আসছে। পাকা আমের মরশুমে অন্যান্য সবজির চাহিদাও অনেকটা কমে যায়। সে ক্ষেত্রেও সরষের তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘এছাড়াও পরিবার গুলোতে সবজি খাওয়ার প্রবণতা কমেছে। যার ফলে সরষের তেলের খরচে লাগাম টেনেছে পরিবার গুলো। চাহিদা কমার ফলে সরষের তেলের দাম প্রায় একই থাকছে।’  সামনে পাকা আমের মরশুম আসছে। পাকা আমের মরশুমে অন্যান্য সবজির চাহিদাও অনেকটা কমে যায়। সে ক্ষেত্রেও সরষের তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই।

বিশেষজ্ঞরা বলছেন, খাঁটি সরষের তেল শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। এছাড়াও সরষের তেলের পুষ্টিগুণ ভিটামিন, খনিজ সমস্ত কিছু স্বাস্থ্যের পক্ষে অপরিহার্য। এই তেলে 'গ্লুকোসিনেলেট' নামক এক ধরনের উপাদান থাকে। যা ক্যানসারের বিরুদ্ধে কাজ করে।
বিশেষজ্ঞরা বলছেন, খাঁটি সরষের তেল শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। এছাড়াও সরষের তেলের পুষ্টিগুণ ভিটামিন, খনিজ সমস্ত কিছু স্বাস্থ্যের পক্ষে অপরিহার্য। এই তেলে ‘গ্লুকোসিনেলেট’ নামক এক ধরনের উপাদান থাকে। যা ক্যানসারের বিরুদ্ধে কাজ করে।
শরীরে ক্যানসারজনিত টিউমারের বৃদ্ধির প্রতিরোধে সাহায্য করে।   এত কিছু পরেও ভেজাল সরিষার তেলের ভয়ে প্রচুর মানুষ সরষের তেল খাওয়া কমিয়েছে বা বাদ দিয়েছে। বেশ কিছু অসাধু ব্যবসায়ীদের কাণ্ডকারখানার জন্য মানুষ সরছে সরষের তেল থেকে। প্রাকৃতিক উপায়ে সরষের তেলের উপকার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। যার ফলে ওষুধ নির্ভর হয়ে যেতে হচ্ছে সবাইকে।  
শরীরে ক্যানসারজনিত টিউমারের বৃদ্ধির প্রতিরোধে সাহায্য করে।   এত কিছু পরেও ভেজাল সরিষার তেলের ভয়ে প্রচুর মানুষ সরষের তেল খাওয়া কমিয়েছে বা বাদ দিয়েছে। বেশ কিছু অসাধু ব্যবসায়ীদের কাণ্ডকারখানার জন্য মানুষ সরছে সরষের তেল থেকে। প্রাকৃতিক উপায়ে সরষের তেলের উপকার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। যার ফলে ওষুধ নির্ভর হয়ে যেতে হচ্ছে সবাইকে।

Pure Mustard Oil : সর্ষের তেল খাঁটি নাকি ভেজাল মেশানো? কী করে বুঝবেন? চিনে নিন খুব সহজ উপায়ে

সর্ষের তেল ছাড়া রান্নার কথা বাঙালি ভাবতেও পারে না! মাছ ভাজা থেকে শুরু করে শাক ভাজা সবেতেই সর্ষের তেল মাস্ট! অনেকেই বলেন খাঁটি সর্ষের তেল শরীরের ক্ষতি করে না! কিন্তু বাজার থেকে কেনা দামি সর্ষের তেল খাঁটি তো? photo source collected
সর্ষের তেল ছাড়া রান্নার কথা বাঙালি ভাবতেও পারে না! মাছ ভাজা থেকে শুরু করে শাক ভাজা সবেতেই সর্ষের তেল মাস্ট! অনেকেই বলেন খাঁটি সর্ষের তেল শরীরের ক্ষতি করে না! কিন্তু বাজার থেকে কেনা দামি সর্ষের তেল খাঁটি তো? photo source collected
সর্ষের তেল খাঁটি না হলে কিন্তু সমস্যা! রান্নার স্বাদও আসবে না! তেমনই শরীরেরও ক্ষতি। কিন্তু কী করে বুঝবেন যে আপনার সর্ষের তেলে ভেজাল আছে কিনা? photo source collected

সর্ষের তেল খাঁটি না হলে কিন্তু সমস্যা! রান্নার স্বাদও আসবে না! তেমনই শরীরেরও ক্ষতি। কিন্তু কী করে বুঝবেন যে আপনার সর্ষের তেলে ভেজাল আছে কিনা? photo source collected
সর্ষের তেলে ঝাঁঝ থাকলেই সেই তেল কিন্তু খাঁটি নয়! দারুণ ঝাঁঝালো সর্ষের তেলেও থাকতে পারে ভেজাল! তবে আপনি খুব সহজেই বুঝে যেতে পারভেন যে তেলে ভেজাল আছে কিনা! photo source collected
সর্ষের তেলে ঝাঁঝ থাকলেই সেই তেল কিন্তু খাঁটি নয়! দারুণ ঝাঁঝালো সর্ষের তেলেও থাকতে পারে ভেজাল! তবে আপনি খুব সহজেই বুঝে যেতে পারভেন যে তেলে ভেজাল আছে কিনা! photo source collected
প্রথমে একটি পাত্রে সর্ষের তেল নিয়ে ফ্রিজে রেখে দিন! রাতে রেখে দিন। সকালে যদি দেখেন ফ্রিজের ঠান্ডায় তেল জমে গেছে! তাহলে বুঝবেন সর্ষের তেলে ভেজাল মেশানো আছে! মোটেও খাঁটি নয়! কারণ খাঁটি সর্ষের তেল কখনও জমে যায় না! photo source collected
প্রথমে একটি পাত্রে সর্ষের তেল নিয়ে ফ্রিজে রেখে দিন! রাতে রেখে দিন। সকালে যদি দেখেন ফ্রিজের ঠান্ডায় তেল জমে গেছে! তাহলে বুঝবেন সর্ষের তেলে ভেজাল মেশানো আছে! মোটেও খাঁটি নয়! কারণ খাঁটি সর্ষের তেল কখনও জমে যায় না! photo source collected
একটু খানি সর্ষের তেল হাতে নিয়ে ঘষুন! যদি দেখেন আপনার হাতে হালকা হলদেটে রং দেখা দিয়েছে, বুঝবেন এই তেল খাঁটি নয়! photo source collected
একটু খানি সর্ষের তেল হাতে নিয়ে ঘষুন! যদি দেখেন আপনার হাতে হালকা হলদেটে রং দেখা দিয়েছে, বুঝবেন এই তেল খাঁটি নয়! photo source collected