Tag Archives: Pakistan

Rajnath Singh interview: ‘ঘরে ঢুকে মেরে আসব’, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

নয়াদিল্লি: “ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে সরকার উপযুক্ত জবাব দেবে”। নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বললেন প্রতি রক্ষামন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তাও দিয়েছেন তিনি।

ভারত সরকার না কি বিদেশের মাটিতে সন্ত্রাসবাদীদের নির্মূল করতে একাধিক পদক্ষেপ করছে। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য গার্ডিয়ান’। এই নিয়ে প্রশ্ন করা হলে রাজনাথ বলেন, “যদি ওরা (সন্ত্রাসী) পাকিস্তানে পালায়, আমরা ওখানে গিয়ে মেরে আসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সত্যিটা বলেছেন… ভারতের সামর্থ্য আছে এবং পাকিস্তান সেটা বুঝতে শুরু করেছে”। রাজনাথের কথায়, ‘ঘর মে ঘুসকে মারেঙ্গে”।

আরও পড়ুন:  ‘কার হয়ে মিটিং করে গেলেন!’ মোদির সভাকে আক্রমণ মমতার! আসল নিশানায় কিন্তু ‘অন্য’ কেউ

প্রসঙ্গত, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর জনসভা থেকে এমন হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদীদের ‘ঘর মে ঘুসকে মারেঙ্গে’ শোনা গিয়েছিল তাঁর মুখে। তার কয়েকদিনের মধ্যেই বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের শিবির। এবার সেই কথাই ফের শোনা গেল রাজনাথের মুখে।

তবে গার্ডিয়ানের তোলা অভিযোগ অস্বীকার করেছেন রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, ভারত সরকার এমন কোনও পদক্ষেপ করেনি। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ওরা “মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ ভারতবিরোধী প্রচার” করছে। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের পুনরাবৃত্তি করেন রাজনাথ। প্রসঙ্গত, বিদেশের মাটিতে ভারত বিরোধীদের নিকেষ করা নিয়ে জয়শঙ্কর বলেছিলেন, “এটা ভারত সরকারের নীতি নয়”। এ দিন রাজনাথও সে কথাই বলেন।

সাক্ষাৎকারে ‘বসুধৈব কুটুম্বকম’-এর কথাই শোনা যায় প্রতিরক্ষামন্ত্রীর মুখে। রাজনাথ সিং বলেন, “ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের ইতিহাস দেখুন। আমরা কখনও কোনও দেশ আক্রমণ করিনি। বা অন্য কোনও দেশের এক ইঞ্চি ভূখণ্ড দখল করে রাখিনি। এটাই ভারতের চরিত্র”।

তবে ভারতকে আক্রমণ করলে বা দেশের দিকে খারাপ নজরে দেখলে সরকার ছাড়বে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন রাজনাথ সিং। তাঁর স্পষ্ট কথা, “যদি কেউ আমাদের মাটিতে সন্ত্রাসকে উস্কে দিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে রেহাই দেওয়া হবে না”।

Pakistan Suicide Attack: পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় ৫ চিনা নাগরিকের মৃত্যু! ‘পড়শির বন্ধু’র দেশে কেন বার বার টার্গেট হয় চিন?

পাকিস্তান: পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারালেন ৫ চিনা নাগরিক। মঙ্গলবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশে একটি বাসে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ চিনা নাগরিকের।

ভয়াবহ হামলায় নিহত চিনা নাগরিকরা দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। এই প্রকল্পে কাজ করা বেশিরভাগ ইঞ্জিনিয়ারই বিদেশি নাগরিক। এদিন বাসে প্রকল্প এলাকা থেকে রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন তাঁরা। বেশাম শহরের কাছে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে।

এটাই প্রথম নয়। পাকিস্তানে চিনা নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা এর আগেও ঘটেছে। বেজিং ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে পাকিস্তানে বিশাল বিনিয়োগ করেছে। সারা বিশ্বে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে। এখানে পাকিস্তানে চিনা নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলার তালিকা দেওয়া হল।

আরও পড়ুন: একজন IPS অফিসারের স্যালারি বেশি নাকি, IAS আধিকারিকের? জানেন মাসে কত টাকা বেতন পান এঁরা…

অগাস্ট ২০২৩, গোয়াদরে ফিদায়ে হামলায় ৪ চিনা নাগরিকের মৃত্যু হয়: ২০২৩ সালের ১৩ অগাস্ট বালুচিস্তানে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণে ৪ চিনা নাগরিকের মৃত্যু হয়। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পালটা আক্রমণে ২ বিদ্রোহীকে হত্যা করে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) আত্মঘাতী স্কোয়াড মাজিদ ব্রিগেড এই হামলা চালিয়েছিল।

সেপ্টেম্বর ২০২২, করাচিতে চিনা দাঁতের ডাক্তারকে গুলি করে হত্যা: করাচির ব্যস্ত এলাকায় চিনা দাঁতের ডাক্তারের ক্লিনিকে রোগী সেজে ঢুকে পড়ে এক যুবক। তার মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। ক্লিনিকে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিনা ডেন্টিস্ট দম্পতির।

আরও পড়ুন: রামসীতার মন্দিরে শ্রদ্ধা জানিয়ে…খোল বাজিয়ে শুরু করলেন প্রচার! মানুষের দুয়ারে পৌঁছলেন তৃণমূলপ্রার্থী মুকুটমণি অধিকারী!

এপ্রিল ২০২২, আত্মঘাতী বোমা হামলায় করাচিতে ৩ চিনা নাগরিকের মৃত্যু: ২০২২ সালের এপ্রিলে করাচিতে চিনা ভাষা শিক্ষা কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৩ চিনা শিক্ষক এবং একজন গাড়ি চালকের মৃত্যু হয়। করাচি পুলিশের বিবৃতি অনুযায়ী, এক মহিলা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল।

অগাস্ট ২০২১, বাস বিস্ফোরণে ৯ চিনা নাগরিকের মৃত্যু: ২০২১ সালের অগাস্টে নির্মাণ শ্রমিকদের বাসে বিস্ফোরণ হয়। অই বাসে ৯ জন চিনা নাগরিকও ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের

Pakistan air base attack: পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটিতে বড়সড় হামলা! রাতভর তুমুল গুলির লড়াই, নিহত অন্তত ৫

ইসলামাবাদ: পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটিতে জঙ্গি হামলা৷ পাকিস্তানের তুরবাতে পিএনএস সিদ্দিকি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)৷ বালোচিস্তানের সম্পদ কাজে লাগাতে চিনা বিনিয়োগের বিরোধিতা করেই এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে৷ পাল্টা জঙ্গিদের জবাব দেয় পাক সেনাও৷ দু পক্ষের গুলির লড়াই, বিস্ফোরণে কেঁপে ওঠে তুরবাত শহর৷

পাক সেনার মুখপত্র আইএসপিআর-কে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন দাবি করেছে, বিমানঘাঁটির বাইরে অন্তত ৪ জন জঙ্গি গুলির লড়াইয়ে মারা গিয়েছে৷ এক পাক সেনা জওয়ানেরও মৃত্যু হয়েছে৷ তবে বিমানঘাঁটির কোনও ক্ষতি হয়নি বলেই পাক সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে৷

আরও পড়ুন: লন্ডন স্কুল অফ ইকনমিক্সে PhD-র স্বপ্ন শেষ, সাইকেল দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় মেধাবী ছাত্রীর!

বিএলএ দাবি করেছে, পিএনএস সিদ্দিকি বিমানঘাঁটির নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢুকে পড়েছে তাদের সদস্যরা৷ গতকাল রাতেই এই হামলা চলে বলে জানা গিয়েছে৷ ওই বিমানঘাঁটিতে বেশ কিছু চিনা ড্রোনও রয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে৷

স্থানীয়রা দাবি করেছেন, সোমবার রাত দশটা থেকে গুলির আওয়াজ শুনতে পান তাঁরা৷ একের পর এক বিস্ফোরণের শব্দও শোনা যায়৷ গভীর রাত পর্যন্ত গুলির লড়াই চলতে থাকে৷

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে বহু গুণ শক্তি বাড়ছে পাকিস্তানের! চাপ বাড়বে ভারতের উপর? জেনে নিন বিস্তারিত

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ৯ তারিখ গ্রুপ পর্বের ম্যাচ মুখোমুখি ভারত-পাকিস্তান। যেই ম্যাচ ঘিরে মার্কিন মুলুকে টিকিটের হাহাকার। লক্ষ লক্ষ টাকায় বিকোচ্ছে একটি টিকিট।
২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ৯ তারিখ গ্রুপ পর্বের ম্যাচ মুখোমুখি ভারত-পাকিস্তান। যেই ম্যাচ ঘিরে মার্কিন মুলুকে টিকিটের হাহাকার। লক্ষ লক্ষ টাকায় বিকোচ্ছে একটি টিকিট।
আর টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণের আগে মহাচমক দিতে পারে পাকিস্তান। সবকিছু ঠিকঠাক থাকলে পাক দলের পেস অ্যাটাকের শক্তি আরও বাড়তে চলেছে। অবসর ভেঙে ফিরছেন পাক তারকা পেসার।
আর টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণের আগে মহাচমক দিতে পারে পাকিস্তান। সবকিছু ঠিকঠাক থাকলে পাক দলের পেস অ্যাটাকের শক্তি আরও বাড়তে চলেছে। অবসর ভেঙে ফিরছেন পাক তারকা পেসার।
২০২০ সালে মাত্র ২৭ বছর বয়য়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহম্মদ আমির। তখনও ফর্মে ছিলেন তিনি। তার আগে ৬ বছর নষ্ট হয়ে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে। তবে আবার ফের দেশের জার্সিতে খেলতে চাইছেন আমির।
২০২০ সালে মাত্র ২৭ বছর বয়য়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহম্মদ আমির। তখনও ফর্মে ছিলেন তিনি। তার আগে ৬ বছর নষ্ট হয়ে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে। তবে আবার ফের দেশের জার্সিতে খেলতে চাইছেন আমির।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেও পাকিস্তান সুপার লিগে খেলছেন আমির। ফিট ও ছন্দেও রয়েছে তিনি। চার বছর পর আবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেও পাকিস্তান সুপার লিগে খেলছেন আমির। ফিট ও ছন্দেও রয়েছে তিনি। চার বছর পর আবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় আমির জানিয়েছেন,"আমি ফের পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। জীবনে নেওয়া কোনও সিদ্ধান্ত ফের বিবেচনা করে দেখতে হয়। তাই আমি ফের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।"
সোশ্যাল মিডিয়ায় আমির জানিয়েছেন,”আমি ফের পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। জীবনে নেওয়া কোনও সিদ্ধান্ত ফের বিবেচনা করে দেখতে হয়। তাই আমি ফের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”
এছাড়াও আমির বলেছেন,"আমার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা হয়েছে। তারা আমাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছেন। পাকিস্তান দলে আমার প্রয়োজন আছে বলে মনে করছেন কর্তারা। সামনে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত রাখছি।"
এছাড়াও আমির বলেছেন,”আমার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা হয়েছে। তারা আমাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছেন। পাকিস্তান দলে আমার প্রয়োজন আছে বলে মনে করছেন কর্তারা। সামনে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত রাখছি।”
প্রসঙ্গত, মহম্মদ আমির বরাবরই ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং লাইনকে। ফলে টি-২০ বিশ্বকাপে আমির ফিরলে ভারত-পাক লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, মহম্মদ আমির বরাবরই ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং লাইনকে। ফলে টি-২০ বিশ্বকাপে আমির ফিরলে ভারত-পাক লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Knowledge Story: বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মানুষটি! জানেন কোন দেশের মানুষ তিনি? চমকে যাবেন জেনে

পাকিস্তানের নাগরিক আরবাব খিজির হায়াত নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ বলে দাবি করেন। সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে দাবি করা ব্যক্তির আসল নাম আরবাব খিজির হায়াত। কিন্তু তিনি বেশি পরিচিত ‘খান বাবা’ নামেই।
পাকিস্তানের নাগরিক আরবাব খিজির হায়াত নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ বলে দাবি করেন। সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে দাবি করা ব্যক্তির আসল নাম আরবাব খিজির হায়াত। কিন্তু তিনি বেশি পরিচিত ‘খান বাবা’ নামেই।
পাকিস্তানের মারদান প্রদেশে আরবাব খিজির হায়াত। ২৫ বছর বয়সের এ ব্যক্তির ওজন ৪৩৫ কেজি। তিনি এক হাতে যে কোনও মানুষকে ওপরে তুলতে পারেন, নিজে গাড়ি টানতে পারেন এবং খালি হাতে ট্রাক্টর থামাতে পারেন। তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে ধরা হচ্ছে।
পাকিস্তানের মারদান প্রদেশে আরবাব খিজির হায়াত। ২৫ বছর বয়সের এ ব্যক্তির ওজন ৪৩৫ কেজি। তিনি এক হাতে যে কোনও মানুষকে ওপরে তুলতে পারেন, নিজে গাড়ি টানতে পারেন এবং খালি হাতে ট্রাক্টর থামাতে পারেন। তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে ধরা হচ্ছে।
পাকিস্তানের মারদান প্রদেশের এই ব্যক্তি প্রতিদিন সকালের ৩৬টি ডিম খান। দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ, যা তার শরীরে দৈনিক ১০ হাজার ক্যালোরি শক্তি উৎপাদন করে।
পাকিস্তানের মারদান প্রদেশের এই ব্যক্তি প্রতিদিন সকালের ৩৬টি ডিম খান। দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ, যা তার শরীরে দৈনিক ১০ হাজার ক্যালোরি শক্তি উৎপাদন করে।
ছয় ফুটের বেশি লম্বা লোকটি ইতোমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন। বিভিন্ন মানুষ তার সঙ্গে সেলফিও তুলছেন। হায়াত গণমাধ্যমকে জানান, অতিরিক্ত ওজনের কারণে তিনি কোনও স্বাস্থ্যবীমা করতে পারেননি। তার স্বপ্ন তিনি একজন ভার উত্তোলক হবেন। যদিও পাকিস্তানে ভারোত্তোলন খেলার কোনও সুযোগ নেই। তার পরও আশা ছাড়ছেন না তিনি।
ছয় ফুটের বেশি লম্বা লোকটি ইতোমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন। বিভিন্ন মানুষ তার সঙ্গে সেলফিও তুলছেন। হায়াত গণমাধ্যমকে জানান, অতিরিক্ত ওজনের কারণে তিনি কোনও স্বাস্থ্যবীমা করতে পারেননি। তার স্বপ্ন তিনি একজন ভার উত্তোলক হবেন। যদিও পাকিস্তানে ভারোত্তোলন খেলার কোনও সুযোগ নেই। তার পরও আশা ছাড়ছেন না তিনি।
তিনি আরও বলেন, ‘ভারোত্তোলনের পাশাপাশি আমার লক্ষ্য ডব্লিউডব্লিউই প্রতিযোগিতায় অংশ নেওয়া। এজন্য আমার লক্ষ্য আরও ওজন বৃদ্ধি করা এবং সেজন্য আমি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ভারোত্তোলনের পাশাপাশি আমার লক্ষ্য ডব্লিউডব্লিউই প্রতিযোগিতায় অংশ নেওয়া। এজন্য আমার লক্ষ্য আরও ওজন বৃদ্ধি করা এবং সেজন্য আমি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছি।’
খিজির হায়াতের দাবি, তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে ৪ হাজার ৫৩৫ কেজি পর্যন্ত ভারোত্তোলন করেছেন।
খিজির হায়াতের দাবি, তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে ৪ হাজার ৫৩৫ কেজি পর্যন্ত ভারোত্তোলন করেছেন।
দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যান হায়াত। তিনি এক হাতে একজন মানুষ এবং ১০ হাজার পাউন্ড পর্যন্ত ওজন অবলীলায় তুলতে পারেন। ‘খান বাবার’ দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ।

দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যান হায়াত। তিনি এক হাতে একজন মানুষ এবং ১০ হাজার পাউন্ড পর্যন্ত ওজন অবলীলায় তুলতে পারেন। ‘খান বাবার’ দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ।
শক্তিশালী এই মানুষটি এখন পাকিস্তানের ‘মিনি স্টার’। রোজই তাকে দেখতে ভিড় করেন শতাধিক মানুষ।
শক্তিশালী এই মানুষটি এখন পাকিস্তানের ‘মিনি স্টার’। রোজই তাকে দেখতে ভিড় করেন শতাধিক মানুষ।

Pakistan Cricketer’s Wife Age Gap: ‘বুড়ো বরের কচি বউ’, পাকিস্তানি ক্রিকেটে দুই তারকার বউ তাদের থেকে ১৭ বছরের ছোট, রইল ফটো

Pakistan Cricketer's Wife Age Gap: পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে অনেক কথা হয়৷ এই কথায় যেমন তাঁদের পারফরম্যান্স, লুক নিয়েও অনেক কথা হয়৷ অনেক সময় আবার তাঁদের স্ত্রীদের নিয়েও নজর থাকে৷ কথা হয় তাঁদের নিয়েও৷ তবে জানেন কি একাধিক তারকার স্ত্রী তাঁদের চেয়ে  বয়সে অনেক অনেক ছোট৷
Pakistan Cricketer’s Wife Age Gap: পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে অনেক কথা হয়৷ এই কথায় যেমন তাঁদের পারফরম্যান্স, লুক নিয়েও অনেক কথা হয়৷ অনেক সময় আবার তাঁদের স্ত্রীদের নিয়েও নজর থাকে৷ কথা হয় তাঁদের নিয়েও৷ তবে জানেন কি একাধিক তারকার স্ত্রী তাঁদের চেয়ে  বয়সে অনেক অনেক ছোট৷
তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো তারকারা৷ দুই স্পিডস্টারই নিজেদের বোলিং অস্ত্রে শান দেন৷ অসংখ্য রমণী হৃদয়ে দোলা দেন এই দুই তারকা৷ বয়স যা খুশি হোক না কেন দেশের গণ্ডি ছাড়িয়ে তাঁর মহিলা ফ্যান বেস রয়েছে৷
তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো তারকারা৷ দুই স্পিডস্টারই নিজেদের বোলিং অস্ত্রে শান দেন৷ অসংখ্য রমণী হৃদয়ে দোলা দেন এই দুই তারকা৷ বয়স যা খুশি হোক না কেন দেশের গণ্ডি ছাড়িয়ে তাঁর মহিলা ফ্যান বেস রয়েছে৷
ওয়াসিম আক্রমের প্রথমা স্ত্রী ছিলেন হুমা মুফতি৷ তিনি পাকিস্তান ক্রিকেট দলের সাইকোলজিস্ট কনসালটেন্ট ছিলেন৷ তিনি মাত্র ৪২ বছর বয়সে মারা যান৷ ২০০৯ সালে ওয়াসিমের প্রথম স্ত্রী মারা যান৷
ওয়াসিম আক্রমের প্রথমা স্ত্রী ছিলেন হুমা মুফতি৷ তিনি পাকিস্তান ক্রিকেট দলের সাইকোলজিস্ট কনসালটেন্ট ছিলেন৷ তিনি মাত্র ৪২ বছর বয়সে মারা যান৷ ২০০৯ সালে ওয়াসিমের প্রথম স্ত্রী মারা যান৷
এরপর ২০১৩ সালে ফের বিয়ে করেন ওয়াসিম আক্রম৷ তাঁর স্ত্রীয়ের নাম শানিহা থম্পসন৷ তিনি ওয়াসিমের চেয়ে ১৭ বছরের ছোট৷
এরপর ২০১৩ সালে ফের বিয়ে করেন ওয়াসিম আক্রম৷ তাঁর স্ত্রীয়ের নাম শানিহা থম্পসন৷ তিনি ওয়াসিমের চেয়ে ১৭ বছরের ছোট৷
পাকিস্তানের আরেক বোলিং তারকা শোয়েব আখতার৷ তিনি ৩৯ বছর বয়সে বিয়ে করেন৷ তাঁর স্ত্রীয়ের নাম রুবাব খান৷
পাকিস্তানের আরেক বোলিং তারকা শোয়েব আখতার৷ তিনি ৩৯ বছর বয়সে বিয়ে করেন৷ তাঁর স্ত্রীয়ের নাম রুবাব খান৷
শোয়েবের স্ত্রী রুবাব খান তাঁর স্বামীর চেয়ে ১৭ বছরের ছোট৷ ২০১৪ তে তাঁরা পরিবারের উপস্থিতিতে এই বিয়ে হয়েছিল৷
শোয়েবের স্ত্রী রুবাব খান তাঁর স্বামীর চেয়ে ১৭ বছরের ছোট৷ ২০১৪ তে তাঁরা পরিবারের উপস্থিতিতে এই বিয়ে হয়েছিল৷
অনিল কুম্বলে এবং তাঁর স্ত্রী চেতনার মধ্যেও বয়সের গ্যাপ অনেকটা রয়েছে৷ কুম্বলে তাঁর স্ত্রীয়ের চেয়ে ৭ বছরের বড়৷
অনিল কুম্বলে এবং তাঁর স্ত্রী চেতনার মধ্যেও বয়সের গ্যাপ অনেকটা রয়েছে৷ কুম্বলে তাঁর স্ত্রীয়ের চেয়ে ৭ বছরের বড়৷
মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহান এখন আর থাকেন না৷ কিন্তু ১০ বছরের ছোট বোলারকে বিয়ে করেছিলেন হাসিন জাহান৷ অর্থাৎ মহম্মদ শামির চেয়ে তিনি ১০ বছরের বড়৷
মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহান এখন আর থাকেন না৷ কিন্তু ১০ বছরের ছোট বোলারকে বিয়ে করেছিলেন হাসিন জাহান৷ অর্থাৎ মহম্মদ শামির চেয়ে তিনি ১০ বছরের বড়৷
রবিন উত্থাপ্পার স্ত্রী শীতল গৌতম তাঁর স্বামীর চেয়ে বয়সে ৪ বছরের বড়৷
রবিন উত্থাপ্পার স্ত্রী শীতল গৌতম তাঁর স্বামীর চেয়ে বয়সে ৪ বছরের বড়৷
১৯৯৫ সালে সচিন আর অঞ্জলির যখন বিয়ে হয়েছিল তখন তাঁর স্ত্রী অঞ্জলি তাঁর চেয়ে ৬ বছরের বড় ছিলেন৷ সেই সময়ে সাধারণত কারোরই স্ত্রী বয়সে বড় ছিলেন না৷
১৯৯৫ সালে সচিন আর অঞ্জলির যখন বিয়ে হয়েছিল তখন তাঁর স্ত্রী অঞ্জলি তাঁর চেয়ে ৬ বছরের বড় ছিলেন৷ সেই সময়ে সাধারণত কারোরই স্ত্রী বয়সে বড় ছিলেন না৷

Famous Actor Tragic Story: প্রকাশ্য রাস্তায় নিষ্ঠুর ভাবে খুন! মর্মান্তিক মৃত্যু সুপারহিট নায়কের, ২ বিয়ে, ৫ সন্তান… শিউরে ওঠা কাহিনি

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল। মৃত্যুর ২৮ বছর পরেও বিশ্বের দরবারে সম্মানিত সেই অভিনেতা। মাত্র ৪০ বছরের পেশাজীবনে তিনি যে পরিমাণ কাজ করেছেন, তা অকল্পনীয়। আর তাই তাঁর নাম নথিভুক্ত রয়েছে গিনেস বুকে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল। মৃত্যুর ২৮ বছর পরেও বিশ্বের দরবারে সম্মানিত সেই অভিনেতা। মাত্র ৪০ বছরের পেশাজীবনে তিনি যে পরিমাণ কাজ করেছেন, তা অকল্পনীয়। আর তাই তাঁর নাম নথিভুক্ত রয়েছে গিনেস বুকে।
তাঁর অভিনয় জীবনে ৮০০টিরও বেশি ছবিতে ১৮০টি পুরস্কার পেয়েছেন। ৮০০টি ছবির মধ্যে তিনি মোট ৫৩৫টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ৫৯টি ছবিতে দ্বৈত চরিত্রে (ডাবল রোল) অভিনয় করার রেকর্ডও রয়েছে সেই অভিনেতার।
তাঁর অভিনয় জীবনে ৮০০টিরও বেশি ছবিতে ১৮০টি পুরস্কার পেয়েছেন। ৮০০টি ছবির মধ্যে তিনি মোট ৫৩৫টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ৫৯টি ছবিতে দ্বৈত চরিত্রে (ডাবল রোল) অভিনয় করার রেকর্ডও রয়েছে সেই অভিনেতার।
তাঁর সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনিই। ১৯৭৯ সালে তাঁর একটি ছবি ‘মৌলা জাট’, ডায়মন্ড জুবিলি ছবি ১৫ মাস ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। কাল্ট ক্লাসিক ছবির তকমা পেয়েছিল।
তাঁর সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনিই। ১৯৭৯ সালে তাঁর একটি ছবি ‘মৌলা জাট’, ডায়মন্ড জুবিলি ছবি ১৫ মাস ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। কাল্ট ক্লাসিক ছবির তকমা পেয়েছিল।
চেনেন কি তাঁকে? পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা সুলতান রাহির কথা গল্পই বলা হচ্ছে। নিজেকে পাকিস্তানি এবং পঞ্জাবি সিনেমার অন্যতম প্রধান এবং সবচেয়ে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে পাকিস্তানের ‘ক্লিন্ট ইস্টউড’ বলা হত।
চেনেন কি তাঁকে? পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা সুলতান রাহির কথা গল্পই বলা হচ্ছে। নিজেকে পাকিস্তানি এবং পঞ্জাবি সিনেমার অন্যতম প্রধান এবং সবচেয়ে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে পাকিস্তানের ‘ক্লিন্ট ইস্টউড’ বলা হত।
সুলতান রাহি ১৯৩৮ সালে ব্রিটিশ ভারতের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি উত্তর প্রদেশের মুজাফফরনগর থেকে রাওয়ালপিন্ডিতে চলে আসেন।
সুলতান রাহি ১৯৩৮ সালে ব্রিটিশ ভারতের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি উত্তর প্রদেশের মুজাফফরনগর থেকে রাওয়ালপিন্ডিতে চলে আসেন।
কেউ কেউ আবার বলেন, সুলতান রাহির জন্ম মুজাফফরনগরে, রাওয়ালপিন্ডিতে নয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার মেজর আব্দুল মজিদের পুত্র।
কেউ কেউ আবার বলেন, সুলতান রাহির জন্ম মুজাফফরনগরে, রাওয়ালপিন্ডিতে নয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার মেজর আব্দুল মজিদের পুত্র।
সুলতান রাহির বিয়ে হয়েছিল শাহিনের সঙ্গে, কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর নাসিম সুলতানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তার পাঁচ সন্তান। যাঁদের মধ্যে হায়দার সুলতানও একজন অভিনেতা।
সুলতান রাহির বিয়ে হয়েছিল শাহিনের সঙ্গে, কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর নাসিম সুলতানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তার পাঁচ সন্তান। যাঁদের মধ্যে হায়দার সুলতানও একজন অভিনেতা।
এত সফল এবং তাঁর সময়ের পথপ্রদর্শক হওয়া সত্ত্বেও, সুলতান রাহির মৃত্যুর ঘটনা শুনলে চোখে জল আসবে। শিউরে ওঠার মতো ঘটনায় মৃত্যু হয় তাঁর।
এত সফল এবং তাঁর সময়ের পথপ্রদর্শক হওয়া সত্ত্বেও, সুলতান রাহির মৃত্যুর ঘটনা শুনলে চোখে জল আসবে। শিউরে ওঠার মতো ঘটনায় মৃত্যু হয় তাঁর।
১৯৯৬ সালের জানুয়ারি মাসে সুলতান রাহি এবং তার বন্ধু ইসলামাবাদ থেকে লহৌর যাচ্ছিলেন। তাঁদের গাড়ির একটি টায়ারে পাংকচার হওয়ার পর, সুলতান এবং তার বন্ধু দু’জনেই গাড়ি থেকে নেমে টায়ার বদলাচ্ছিলেন।
১৯৯৬ সালের জানুয়ারি মাসে সুলতান রাহি এবং তার বন্ধু ইসলামাবাদ থেকে লহৌর যাচ্ছিলেন। তাঁদের গাড়ির একটি টায়ারে পাংকচার হওয়ার পর, সুলতান এবং তার বন্ধু দু’জনেই গাড়ি থেকে নেমে টায়ার বদলাচ্ছিলেন।
এ সময় এক দুষ্কৃতীর দল গাড়ির কাছে এসে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে সুলতান রাহি ও তাঁর বন্ধু দু’জনই গুলিবিদ্ধ হন। সেই ঘটনাতেই জীবনযুদ্ধে পরাজিত হন তিনি। মৃত্যু হয় পাকিস্তানের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের।
এ সময় এক দুষ্কৃতীর দল গাড়ির কাছে এসে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে সুলতান রাহি ও তাঁর বন্ধু দু’জনই গুলিবিদ্ধ হন। সেই ঘটনাতেই জীবনযুদ্ধে পরাজিত হন তিনি। মৃত্যু হয় পাকিস্তানের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের।

Pakistan and China: চিন থেকে পাকিস্তান যাচ্ছিল জাহাজ, কাস্টমস আধিকারিকরা খুলে যা দেখলেন ‘চক্ষু চড়কগাছ’

মুম্বই: চিন থেকে পাকিস্তানের করাচিগামী একটি সামুদ্রিক জাহাজ মুম্বইয়ের নহবা শেভা বন্দরে ভারতীয় নিরাপত্তা সংস্থা একটি জাহাজ আটকে দিয়েছেন। এক্সাইজ কর্মকর্তারা এই জাহাজটি আটকানোর পর  এমন জিনিস দেখতে পান যে তাঁরা হতবাক হয়ে যান। Photo- Representative
মুম্বই: চিন থেকে পাকিস্তানের করাচিগামী একটি সামুদ্রিক জাহাজ মুম্বইয়ের নহবা শেভা বন্দরে ভারতীয় নিরাপত্তা সংস্থা একটি জাহাজ আটকে দিয়েছেন। এক্সাইজ কর্মকর্তারা এই জাহাজটি আটকানোর পর  এমন জিনিস দেখতে পান যে তাঁরা হতবাক হয়ে যান। Photo- Representative
একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিন পাওয়া গেছে এতে লোড করা একটি পাত্রে, যা পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়। এই সিএনসি মেশিনটি ইতালিতে তৈরি হয়৷  ডিআরডিওর বিজ্ঞানীরা কন্টেনার থেকে পাওয়া সিএনসিটি পরীক্ষাও করেছেন। কাস্টমস বিভাগ এই কন্টেনারটি নিজেদের হেফাজতে রেখেছে। Photo- Representative
একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিন পাওয়া গেছে এতে লোড করা একটি পাত্রে, যা পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়। এই সিএনসি মেশিনটি ইতালিতে তৈরি হয়৷  ডিআরডিওর বিজ্ঞানীরা কন্টেনার থেকে পাওয়া সিএনসিটি পরীক্ষাও করেছেন। কাস্টমস বিভাগ এই কন্টেনারটি নিজেদের হেফাজতে রেখেছে। Photo- Representative
ইন্টিলিজেন্সের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক্সাসাইজ কর্মকর্তারা বন্দরে পণ্যবাহী জাহাজ ‘সিএমএ সিজিএম আন্তিলা’ আটক করেন৷  এই জাহাজটি  মাল্টার পতাকা ছিল এবং চিন থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল। কাস্টমস কর্মকর্তারা জাহাজটি পরীক্ষা করে দেখতে পান এর একটি পাত্রে একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিন রাখা ছিল। Photo- Representative
ইন্টিলিজেন্সের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক্সাসাইজ কর্মকর্তারা বন্দরে পণ্যবাহী জাহাজ ‘সিএমএ সিজিএম আন্তিলা’ আটক করেন৷  এই জাহাজটি  মাল্টার পতাকা ছিল এবং চিন থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল। কাস্টমস কর্মকর্তারা জাহাজটি পরীক্ষা করে দেখতে পান এর একটি পাত্রে একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিন রাখা ছিল। Photo- Representative
সিএনসি মেশিনগুলি ‘ওয়াসেনর চুক্তির’ আওতায় আসে। ওয়াসেনর একটি আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা যার লক্ষ্য অসামরিক এবং সামরিক উভয় ব্যবহারের জন্য অস্ত্রের বিস্তার রোধ করা। ভারত তার সক্রিয় অংশীদার। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিতে সিএনসি মেশিন ব্যবহার করেছিল। Photo- Representative
সিএনসি মেশিনগুলি ‘ওয়াসেনর চুক্তির’ আওতায় আসে। ওয়াসেনর একটি আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা যার লক্ষ্য অসামরিক এবং সামরিক উভয় ব্যবহারের জন্য অস্ত্রের বিস্তার রোধ করা। ভারত তার সক্রিয় অংশীদার। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিতে সিএনসি মেশিন ব্যবহার করেছিল। Photo- Representative
কাস্টমস আধিকারিকরা বলেছেন যে একটি শিপিংয়ের বিবরণে বেশ কয়েকটি অসঙ্গতি প্রকাশ করেছে, যা প্রকৃত প্রাপকদের নাম গোপন করার ইঙ্গিত দেয়। আধিকারিক আরও জানিয়েছেন এর আগেও চিন থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া দ্বৈত ব্যবহারের সামরিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল৷  যার কারণে অস্ত্রের অবৈধ ক্রয় কার্যক্রম নিয়ে উদ্বেগ বেড়েছে। Photo- Representative
কাস্টমস আধিকারিকরা বলেছেন যে একটি শিপিংয়ের বিবরণে বেশ কয়েকটি অসঙ্গতি প্রকাশ করেছে, যা প্রকৃত প্রাপকদের নাম গোপন করার ইঙ্গিত দেয়। আধিকারিক আরও জানিয়েছেন এর আগেও চিন থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া দ্বৈত ব্যবহারের সামরিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল৷  যার কারণে অস্ত্রের অবৈধ ক্রয় কার্যক্রম নিয়ে উদ্বেগ বেড়েছে। Photo- Representative
কর্মকর্তারা বলেছেন যে তদন্তের উদ্দেশ্য হল এই আইটেমগুলি পাওয়া সন্দেহভাজন পাকিস্তানি সংস্থাগুলি ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশন (ডিইএসটিও) এর সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা৷  যা পাকিস্তানের প্রতিরক্ষাক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নজরে রাখে৷ Photo- Representative
কর্মকর্তারা বলেছেন যে তদন্তের উদ্দেশ্য হল এই আইটেমগুলি পাওয়া সন্দেহভাজন পাকিস্তানি সংস্থাগুলি ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজেশন (ডিইএসটিও) এর সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা৷  যা পাকিস্তানের প্রতিরক্ষাক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নজরে রাখে৷ Photo- Representative
বন্দর কর্তৃপক্ষ একটি টিপ অফ দিয়েছিলেন এবং ভারতীয় প্রতিরক্ষা আধিকারিকদের সতর্ক করেছিলেন যারা চালানটি দেখেছিলেন  তারা সেই চালানটি বাজেয়াপ্ত করেছিল। আধিকারিকরা জানিয়েছেন  বিল এবং অন্যান্য বিবরণের নথি অনুসারে, 'সাংহাই জেএক্সই গ্লোবাল লজিস্টিক কোম্পানি লিমিটেড' এই চালানটি শিয়ালকোটের 'পাকিস্তান উইংস প্রাইভেট লিমিটেড'-এ পাঠিয়েছিল। Photo- Representative
বন্দর কর্তৃপক্ষ একটি টিপ অফ দিয়েছিলেন এবং ভারতীয় প্রতিরক্ষা আধিকারিকদের সতর্ক করেছিলেন যারা চালানটি দেখেছিলেন  তারা সেই চালানটি বাজেয়াপ্ত করেছিল। আধিকারিকরা জানিয়েছেন  বিল এবং অন্যান্য বিবরণের নথি অনুসারে, ‘সাংহাই জেএক্সই গ্লোবাল লজিস্টিক কোম্পানি লিমিটেড’ এই চালানটি শিয়ালকোটের ‘পাকিস্তান উইংস প্রাইভেট লিমিটেড’-এ পাঠিয়েছিল। Photo- Representative
চিন এর আগেও পাকিস্তানে পণ্য পাঠাচ্ছেনিরাপত্তা সংস্থার তদন্তে জানা গেছে যে এর আগে ২২,১৮০ কেজি ওজনের এই চালানটি তাইয়ুয়ান মাইনিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড দ্বারা পাকিস্তানের কসমস ইঞ্জিনিয়ারিং-এ পাঠানো হয়েছিল। এটিই প্রথম ঘটনা নয় যখন ভারতীয় বন্দর কর্তৃপক্ষ চিন থেকে পাকিস্তানে পাঠানো এই ধরনের দ্বৈত-ব্যবহারের সামরিক আইটেম বাজেয়াপ্ত করে৷ Photo- Representative
চিন এর আগেও পাকিস্তানে পণ্য পাঠাচ্ছে
নিরাপত্তা সংস্থার তদন্তে জানা গেছে যে এর আগে ২২,১৮০ কেজি ওজনের এই চালানটি তাইয়ুয়ান মাইনিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড দ্বারা পাকিস্তানের কসমস ইঞ্জিনিয়ারিং-এ পাঠানো হয়েছিল। এটিই প্রথম ঘটনা নয় যখন ভারতীয় বন্দর কর্তৃপক্ষ চিন থেকে পাকিস্তানে পাঠানো এই ধরনের দ্বৈত-ব্যবহারের সামরিক আইটেম বাজেয়াপ্ত করে৷ Photo- Representative
পাকিস্তানি প্রতিরক্ষা সরবরাহকারী কসমস ইঞ্জিনিয়ারিং ১২ মার্চ, ২০২২ সাল থেকে ঘড়ির তালিকায় রয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ নহবা শেভা বন্দরে ইতালিতে তৈরি থার্মোইলেকট্রিক সরঞ্জামের একটি চালান আটকায়৷  ২০২০ সালের ফেব্রুয়ারিতে, চিন 'ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার'-এর আড়ালে পাকিস্তানকে 'অটোক্লেভ' সরবরাহ করছিল। Photo- Representative
পাকিস্তানি প্রতিরক্ষা সরবরাহকারী কসমস ইঞ্জিনিয়ারিং ১২ মার্চ, ২০২২ সাল থেকে ঘড়ির তালিকায় রয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ নহবা শেভা বন্দরে ইতালিতে তৈরি থার্মোইলেকট্রিক সরঞ্জামের একটি চালান আটকায়৷  ২০২০ সালের ফেব্রুয়ারিতে, চিন ‘ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার’-এর আড়ালে পাকিস্তানকে ‘অটোক্লেভ’ সরবরাহ করছিল। Photo- Representative
হংকংয়ের পতাকা দেওয়া চিনা জাহাজ ডাই কুই ইউন থেকে 'অটোক্লেভ' বাজেয়াপ্ত করা হয়েছিল। চিনের জিয়াংসু প্রদেশের ইয়াংজি নদীর জিয়াংজিন বন্দর থেকে পাকিস্তানের পোর্ট কাসিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সম্ভবত ব্যবহার্য অটোক্লেভ জব্দ করা এই আশঙ্কাকে শক্তিশালী করেছে যে পাকিস্তান প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পাচারে এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা (এমটিসিআর) লঙ্ঘনে জড়িত ছিল। Photo- Representative
হংকংয়ের পতাকা দেওয়া চিনা জাহাজ ডাই কুই ইউন থেকে ‘অটোক্লেভ’ বাজেয়াপ্ত করা হয়েছিল। চিনের জিয়াংসু প্রদেশের ইয়াংজি নদীর জিয়াংজিন বন্দর থেকে পাকিস্তানের পোর্ট কাসিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সম্ভবত ব্যবহার্য অটোক্লেভ জব্দ করা এই আশঙ্কাকে শক্তিশালী করেছে যে পাকিস্তান প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পাচারে এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা (এমটিসিআর) লঙ্ঘনে জড়িত ছিল। Photo- Representative

Viral Child Marriage: বিয়ে না দিলে লেখাপড়াই করবে না! আব্দার মেটাতে ১২ বছরের মেয়ের সঙ্গে ১৩ বছরের কিশোরের বিয়ের এনগেজমেন্ট বাড়ির লোকের

হবু কিশোর কিশোরী পাত্র পাত্রীর ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে পাকিস্তানি হবু পাত্রের বয়স ১৩ বছর৷ যাকে বিয়ে করতে চলেছে সে, তার বয়স ১ বছর কম৷ পাকিস্তানে বিয়ের বয়স নিয়ে আইনি কড়াকড়ি থাকা সত্ত্বেও এই ঘটনা নীতিবিবরুদ্ধ বাল্যবিবাহ হিসেবে চরম নিন্দিত নেটিজেন মহলে৷

প্রসঙ্গত পাকিস্তানে ছেলেদের বিয়ের আইনি ন্যূনতম বয়স ১৮ বছর৷ মেয়েদের ক্ষেত্রে এই বয়স ১৬ বছর৷ যদিও আন্তর্জাতিক ভাবে ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই ন্যূনতম আইনি বিয়ে ১৮ বছর৷ ২০১৩ সালে পাকিস্তানের সিন্ধ প্রদেশে নারী পুরুষ দু’জনের জন্যই বিয়ের ন্যূনতম আইনি বয়স ১৮ বছর করার দাবি তোলা হয়েছিল৷ কিন্তু সেই দাবি শেষ পর্যন্ত আইনে রূপান্তরিত হয়নি৷

 

 

View this post on Instagram

 

A post shared by Salaam! Pakistan (@salaam_pakistan)

পাকিস্তান থেকে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ঘিরে আরও যে চমকপ্রদ বিষয়টি শোনা যাচ্ছে, তা হল, ওই কিশোর নাকি বাড়িতে বায়না করেছিল তার বিয়ে না দিলে আর লেখাপড়াই করবে না! তার ‘চরম হুমকি’ পাওয়ার পরই টনক নড়ে তার বাড়ির লোকের৷ ব্যবস্থা করা হয় এনগেজমেন্ট বা ‘পাকা কথা’-র৷

আরও পড়ুন : নামানোর আগে গরম রান্নায় ছড়িয়ে দিন এই শুকনো পাতার গুঁড়ো…বশে থাকবে ব্লাড সুগার, হার্টের অসুখ থেকে কোষ্ঠকাঠিন্য

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ‘বাত পাক্কি’ অনুষ্ঠানে হবু বিয়ের দিনক্ষণে সিলমোহর পড়েছে৷ সংবাদমাধ্যমে কথা বলেছেন কিশোর কিশোরী দু’জনের মা-ই৷ কিশোরীর মা মেনে নিয়েছেন এই সম্পর্ক৷ বলেছেন তাঁর নিজের বিয়ে হয়েছিল ১৬ বছরে৷ সেটা নিয়ে কোনও অসুবিধে হয়নি৷ পাশাপাশি ছেলের মা জানিয়েছেন তাঁর বিয়ে হয়েছিল ২৫ বছরে৷ তিনি ছেলের এত কম বয়সে বিয়ে দেওয়া সম্পূর্ণ সমর্থন করেন৷

 

 

View this post on Instagram

 

A post shared by Salaam! Pakistan (@salaam_pakistan)

তবে এই ঘটনার চরম নিন্দা করেছেন নেটিজেনরা৷ তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘এটা খুব বাড়াবাড়ি হয়েছে৷’ আর একজনের মন্তব্য, ওই কিশোরের বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক৷ তাই একমাত্র ছেলের এনগেজমেন্ট করে রাখা হল৷ কোনও নেটিজেন আবার মজা করেছেন এই বলে যে যদি ও কোনও কনটেন্ট ক্রিয়েটর হত, তাহলে বুঝত সবই পূর্বপরিকল্পিত৷

Knowledge Story: পাকিস্তানের ‘প্রথম’ জাতীয় সঙ্গীতের রচয়িতা এক ভারতীয়! বলুন তো, কে সেই বিখ্যাত মানুষ?

কবি বন্ধুকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন মহম্মদ আলি জিন্না৷ তাঁর অনুরোধেই বিশিষ্ট উর্দু কবি জগন্নাথ আজাদ লিখেছিলেন, পাকিস্তানের প্রথম জাতীয় সঙ্গীত৷ এটি পরিচিত ‘তারানা এ পাকিস্তান’ নামে৷ পরে খোদ জাতির পিতার ইচ্ছেকে শিকেয় তুলে দেয় পাক সরকার৷ পরিবর্তন করা হয় জাতীয় সঙ্গীতের৷
কবি বন্ধুকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন মহম্মদ আলি জিন্না৷ তাঁর অনুরোধেই বিশিষ্ট উর্দু কবি জগন্নাথ আজাদ লিখেছিলেন, পাকিস্তানের প্রথম জাতীয় সঙ্গীত৷ এটি পরিচিত ‘তারানা এ পাকিস্তান’ নামে৷ পরে খোদ জাতির পিতার ইচ্ছেকে শিকেয় তুলে দেয় পাক সরকার৷ পরিবর্তন করা হয় জাতীয় সঙ্গীতের৷
ইতিহাসকে মুছে দিতে চেয়েছে পাকিস্তান৷ পারেনি৷ তবে সে দেশের প্রথম জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে থেকে গিয়েছেন জগন্নাথ আজাদ৷ ১৯৫০ সালে পাক সরকার জাতীয় সঙ্গীত হিসেবে ‘তারানা এ পাকিস্তান’-এর বদলে ‘কৌমি তরানা’-কে মর্যাদা দেয়৷
ইতিহাসকে মুছে দিতে চেয়েছে পাকিস্তান৷ পারেনি৷ তবে সে দেশের প্রথম জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে থেকে গিয়েছেন জগন্নাথ আজাদ৷ ১৯৫০ সালে পাক সরকার জাতীয় সঙ্গীত হিসেবে ‘তারানা এ পাকিস্তান’-এর বদলে ‘কৌমি তরানা’-কে মর্যাদা দেয়৷
১৪ অগস্ট ১৯৪৭ সাল৷ ভারত ভেঙে পাকিস্তান তৈরি হল৷ বর্ণাঢ্য অনুষ্ঠানে লর্ড মাউন্ট ব্যাটন ও লেডি ব্যাটন ও গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নার উপস্থিতিতে নবগঠিত রাষ্ট্রের প্রথম জাতীয় সঙ্গীত ‘তরানা এ পাকিস্তান’ গাওয়া হয়৷ সেই মুহূর্তে তৈরি হয় নজির৷ এক ভারতীয় নাগরিক জগন্নাথ আজাদের লেখা গান হয়ে গিয়েছিল পাক জাতীয় সঙ্গীত৷
১৪ অগস্ট ১৯৪৭ সাল৷ ভারত ভেঙে পাকিস্তান তৈরি হল৷ বর্ণাঢ্য অনুষ্ঠানে লর্ড মাউন্ট ব্যাটন ও লেডি ব্যাটন ও গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নার উপস্থিতিতে নবগঠিত রাষ্ট্রের প্রথম জাতীয় সঙ্গীত ‘তরানা এ পাকিস্তান’ গাওয়া হয়৷ সেই মুহূর্তে তৈরি হয় নজির৷ এক ভারতীয় নাগরিক জগন্নাথ আজাদের লেখা গান হয়ে গিয়েছিল পাক জাতীয় সঙ্গীত৷
এই পাক জাতীয় সঙ্গীত ১৯৫০ সালে কেন পরিবর্তন করা হয়েছিল তার কোনও উত্তর মেলেনি৷ কবি জগন্নাথ আজাদ থেকে গিয়েছিলেন সবার অগোচরে৷ ২০০৪ সালে মৃত্যুর পর আচমকা তাঁর নাম আলোচনার উঠে আসে৷
এই পাক জাতীয় সঙ্গীত ১৯৫০ সালে কেন পরিবর্তন করা হয়েছিল তার কোনও উত্তর মেলেনি৷ কবি জগন্নাথ আজাদ থেকে গিয়েছিলেন সবার অগোচরে৷ ২০০৪ সালে মৃত্যুর পর আচমকা তাঁর নাম আলোচনার উঠে আসে৷
এক সাংবাদিক দাবি করেন, পাকিস্তানের প্রথম জাতীয় সঙ্গীতের রচয়িতা এক ভারতীয় কবি৷ তাঁর নাম জগন্নাথ আজাদ৷ দেশভাগের আগে তিনি একসময় লাহোরে বসবাস করতেন৷ মহম্মদ আলি জিন্নার ঘনিষ্ঠ ছিলেন৷ তবে জগন্নাথ আজাদের অবদান কিছু পাক ঐতিহাসিক স্বীকার করেন না৷ বিষয়টি এখানেই বিতর্কিত৷
এক সাংবাদিক দাবি করেন, পাকিস্তানের প্রথম জাতীয় সঙ্গীতের রচয়িতা এক ভারতীয় কবি৷ তাঁর নাম জগন্নাথ আজাদ৷ দেশভাগের আগে তিনি একসময় লাহোরে বসবাস করতেন৷ মহম্মদ আলি জিন্নার ঘনিষ্ঠ ছিলেন৷ তবে জগন্নাথ আজাদের অবদান কিছু পাক ঐতিহাসিক স্বীকার করেন না৷ বিষয়টি এখানেই বিতর্কিত৷
কবি জগন্নাথ আজাদের জন্ম ১৯১৮ সালে৷ যে গ্রামে তাঁর আদি বাড়ি সেটি দেশভাগের পর পাকিস্তানে পড়েছে৷ পাক পঞ্জাব প্রদেশের এই গ্রামের নাম ইসা খেল৷ কিশোরকাল থেকেই উর্দু কবিতার প্রতি বিশেষ অনুরাগ ছিল জগন্নাথ আজাদের৷ লেখাপড়া প্রথমে রাওয়ালপিন্ডিতে পরে লাহোর ইউনিভার্সিটি এফ পাঞ্জাবে৷
কবি জগন্নাথ আজাদের জন্ম ১৯১৮ সালে৷ যে গ্রামে তাঁর আদি বাড়ি সেটি দেশভাগের পর পাকিস্তানে পড়েছে৷ পাক পঞ্জাব প্রদেশের এই গ্রামের নাম ইসা খেল৷ কিশোরকাল থেকেই উর্দু কবিতার প্রতি বিশেষ অনুরাগ ছিল জগন্নাথ আজাদের৷ লেখাপড়া প্রথমে রাওয়ালপিন্ডিতে পরে লাহোর ইউনিভার্সিটি এফ পাঞ্জাবে৷
লাহোরেই সাংবাদিকতা শুরু করেন জগন্নাথ আজাদ৷ দেশভাগের পর দিল্লিতে এসে উর্দু সংবাদ পত্রের সম্পাদক হন৷ ১৯৪৮ সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পেপারের সম্পাদক হয়েছিল তিনি৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রথম জনসংযোগ আধিকারিক জগন্নাথ আজাদ৷
লাহোরেই সাংবাদিকতা শুরু করেন জগন্নাথ আজাদ৷ দেশভাগের পর দিল্লিতে এসে উর্দু সংবাদ পত্রের সম্পাদক হন৷ ১৯৪৮ সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পেপারের সম্পাদক হয়েছিল তিনি৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রথম জনসংযোগ আধিকারিক জগন্নাথ আজাদ৷
একই পদে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকে৷ এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি৷ উর্দু দুনিয়ার শাহেনশা হিসেবে পরিচিত মহম্মদ ইকবালের জীবনাদর্শের অনুরক্ত জগন্নাথ আজাদের সঙ্গে মহম্মদ আলি জিন্নার সুসম্পর্ক ছিল৷ ভারত ও পাকিস্তানের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন৷
একই পদে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকে৷ এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি৷ উর্দু দুনিয়ার শাহেনশা হিসেবে পরিচিত মহম্মদ ইকবালের জীবনাদর্শের অনুরক্ত জগন্নাথ আজাদের সঙ্গে মহম্মদ আলি জিন্নার সুসম্পর্ক ছিল৷ ভারত ও পাকিস্তানের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন৷