Tag Archives: pithepuli recipe

Pithepuli Recipe: বাড়িতে অল্প সময়ে মাটির সরায় ভাপে তৈরি করুন আতপচালের চিতৈ পিঠে, রইল সহজ রেসিপি

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : খাদ্যরসিক বাঙালি খাবারের কথা মনে এলে জিভে আসে জল। ‌‌ শীতকালে বাঙালির ঘরে করে পৌষ পার্বণে বিভিন্ন ধরনের পিঠেপুলি সম্ভারের আয়োজন হয়। তবে এই মাটির সরায় বানানো খোলার পিঠে বা সাজ পিঠে স্বাদ অনন্য। কীভাবে তৈরি হয় এই পিঠে, রইল তার রেসিপি। এই পিঠে সাধারণত গ্রামবাংলার অনেকেই খোলার পিঠে বলেন। আবার অনেকে সাজপিঠে বলেন। পূর্ববঙ্গ বা বাংলাদেশে বলে চিতৈ পিঠে।

এই পিঠে সাধারণত তৈরি করতে গেলে আগে আপনাকে বাজার থেকে কিনতে হবে আতপচাল। সেই চলকে আগের দিন ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই চালকে জল ঝরিয়ে নিয়ে সিলে বা মিক্সিতে ভাল করে মিহি করে গুঁড়ো করতে হবে। তারপর সেই চাল ওজন মতো সেই পরিমাণে আপনাকে হালকা গরম জল দিয়ে সেটাকে একটু পাতলা করে নিতে হবে। তার পর আপনাকে একটি পিঠে খোলা বা মাটির সরা কিনতে হবে হবে।

আরও পড়ুন :  আপনাকে দেখে বোঝাই যাবে না বয়স! যৌবন ধরে রেখে নজরকাড়া রূপসী হতে শীতে দিনের এই বিশেষ সময়ে খান ছোলাগুড়

আর সেই পিঠে খোলাকে উনুনে বা গ্যাসে বসাতে হবে। তার পর একটু গরম হলে তার মধ্যে ওই চালের ব্যাটার যে কোনও হাতা ব্যবহার করে অল্প অল্প করে গোলাকার স্থানের মধ্যে দিতে হবে। তারপর মাটির ঢাকনা দিয়ে সরার মুখ বন্ধ রাখতে হবে। অল্প কয়েক মিনিট রাখার পর ঢাকনাটি খুলে দেখতে হবে ওটা তৈরি হয়েছে কিনা। তারপর খুন্তি দিয়ে সেটাকে তুলে পাত্রে রেখে। গুড় আর নারকেল কোরা দিয়ে পরিবেশন করুন।

Food Recipe: শীতের দিনে সহজেই বাড়িতে বানান রাঙাআলুর রস পিঠে! রইল চটজলদি রেসিপির ভিডিও

মুর্শিদাবাদ: দুধপুলি, পুলি পিঠে, পাটিসাপটা- বছরের এই সময়টা সব বাড়িতেই বানানো হয়। আর শীতে নতুন গুড়, নতুন চালের গুঁড়ি দিয়ে বানানো পিঠে খেতেও বেশ ভালো লাগে। তবে বাড়িতে তৈরি করে নিন রাঙা আলুর রস পিঠে।

Dudh Puli Recipe: তুলতুলে রসাল দুধে ভেজা পুলি, সাধের দুধপুলিকে স্বাদের বানানোর সহজ রেসিপি জানুন

শীতকালে বাড়িতে অতিথি এলেই বানিয়ে ফেলুন স্বাদের দুধপুলি! মন জয় করে নেবেন নিমেষেই। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
শীতকালে বাড়িতে অতিথি এলেই বানিয়ে ফেলুন স্বাদের দুধপুলি! মন জয় করে নেবেন নিমেষেই। (রিপোর্টার– সুস্মিতা গোস্বামী)
প্রথমেই একটি পাত্রে দুধ বসিয়ে ভাল করে জাল দিয়ে নিতে হবে। এরপর ওই দুধে নারকেল আর খেজুরের গুড় ভাল করে জাল দিয়ে নিন।
প্রথমেই একটি পাত্রে দুধ বসিয়ে ভাল করে জাল দিয়ে নিতে হবে। এরপর ওই দুধে নারকেল আর খেজুরের গুড় ভাল করে জাল দিয়ে নিন।
সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। মিশ্রণটি পাক হয়ে গেলে থালার উপর ঢেলে ঠান্ডা করে নিন।
সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। মিশ্রণটি পাক হয়ে গেলে থালার উপর ঢেলে ঠান্ডা করে নিন।
অন্য দিকে, আরও পাত্রে পরিমাণ মত জল ও সামান্য নুন দিয়ে ফুটতে দিতে হবে। এরপর ওই জল ফুটে এলে চালের গুঁড়ো ওই জলের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে ৫ মিনিট রেখে দিন।
অন্য দিকে, আরও পাত্রে পরিমাণ মত জল ও সামান্য নুন দিয়ে ফুটতে দিতে হবে। এরপর ওই জল ফুটে এলে চালের গুঁড়ো ওই জলের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে ৫ মিনিট রেখে দিন।
চালের গুঁড়োর মণ্ড সেদ্ধ করে রাখা রাঙা আলু মিশিয়ে ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে। এর পর ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
চালের গুঁড়োর মণ্ড সেদ্ধ করে রাখা রাঙা আলু মিশিয়ে ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে। এর পর ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
এরপর লেচি হাতে পাক দিয়ে মাঝে কিছুটা পরিমাণ ক্ষীর দেওয়া নারকেলের পুর দিয়ে আকার অনুযায়ী পুলি বানিয়ে নিতে হবে।
এরপর লেচি হাতে পাক দিয়ে মাঝে কিছুটা পরিমাণ ক্ষীর দেওয়া নারকেলের পুর দিয়ে আকার অনুযায়ী পুলি বানিয়ে নিতে হবে।
এরপর পাত্রে খেজুর গুড় দিয়ে ফোটানো গরম করা দুধের মধ্যে পুলিগুলি ছেড়ে দিতে হবে। এরপর নিভু আঁচে মিনিট ১০ ধরে হালকা হাতে নাড়িয়ে পুলিগুলি ভাল করে সেদ্ধ করে নিলেই তৈরি নরম তুলতুলে দুধ পুলিপিঠে। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
এরপর পাত্রে খেজুর গুড় দিয়ে ফোটানো গরম করা দুধের মধ্যে পুলিগুলি ছেড়ে দিতে হবে। এরপর নিভু আঁচে মিনিট ১০ ধরে হালকা হাতে নাড়িয়ে পুলিগুলি ভাল করে সেদ্ধ করে নিলেই তৈরি নরম তুলতুলে দুধ পুলিপিঠে। (রিপোর্টার– সুস্মিতা গোস্বামী)

Nalen gur Vaja Pithe: নলেন গুড়ের পিঠে ফুলবে লুচির মতো! বাড়িতেই বানানো যাবে এই সহজ রেসেপি মেনে

হাওড়া: নিজ হাতে বাড়িতেই বানিয়ে ফেলুন নলেন গুড়ের ফুলকো ভাজাপিঠে। জেনে নিন সহজ উপায়ে তেলেভাজা মিষ্টি স্বাদের ভাজাপিঠে তৈরি! ফুলকো ভাজা পিঠে বানাতে হলে অবশ্যই জানতে এই রসিপি। অন্যান্য পিঠের থেকে অনেকটাই আলাদা এই পিঠে তৈরি। পিঠে হলেও লুচির মত সম্পুর্ণ ছাঁকা তেলেভাজা হয় এই পিঠে। ৮ থেকে ৮০ বয়সের সমস্ত মানুষের পছন্দের তালিকায় রয়েছে। প্রায় সারা বছর আকর্ষণ থাকে মানুষের। তবে শীতের সময়ের সর্বাধিক পিঠের প্রতি আকর্ষণ।

পুর পিঠে, দুধপুলি, ভাপা পিঠে, পাটিসাপটা পিঠের প্রতি আকর্ষণ থাকলেও ভাজা পিঠের প্রতি আলাদা টান রয়েছে মানুষের। গুড় বা চিনির মিশ্রণে ব্যেটার তৈরি করে। ছাঁকা তেলে লাল করে ভাজা। যেমন দেখতে তেমনি খেতেও বেশ আকর্ষণীয় এই পিঠে। ভাজা পিঠে তৈরির জন্য প্রয়োজন কয়েকটা সহজ উপকরণ। সারা বছর আখের গুড় অথবা চিনি মিশ্রণে বেটার তৈরি করে পিঠে হয়। কিন্তু এই শীতের সময় নলেন গুড়ের ভাজাপিঠে সম্পূর্ণ আলাদা স্বাদের।

আরও পড়ুনEast Bengal Captain: দরমার চালের বাড়িতে উপচে পড়ছে ট্রফি, ২০ নম্বর লাল-হলুদ জার্সির মিষ্টি মেয়েতে মজে ময়দান

ভাজা পিঠে তৈরিতে ৩ কাপ চালের গুঁড়োর সঙ্গে, ১ কাপ ময়দা, ৩ কাপ নলেন গুড়, সরষের তেল এবং পরিমাণ মত লবণ। প্রথমে চালের গুঁড়ো ও ময়দা মিশিয়ে নলেন গুড় দিয়ে ভাল করে মেখে নিন। এর পর পরিমাণ মত লবণ ও জল দিয়ে ভাল করে মিশ্রণ করে নিতে হবে। ব্যেটার এমন ভাবে তৈরি করতে হবে যাতে খুব পাতলা বা শক্ত না হয়। বেটার তৈরি হলে উনুনে বসানো পাত্রের তেল গরম করে একটা একটা করে তেলে ভাজা করতে থাকুন। পিঠে হাত সই গরম থাকতে পরিবেশন করতে পারেন। তবে গরম ছাড়াও ভাজাপিঠে খেতে মন্দ নয়।

এ প্রসঙ্গে পিঠে প্রস্তুতকারক এক মহিলা জানান, নলেন গুড়ের ভাজাপিঠে অতুলনীয় স্বাদ। চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়েও ভাজাপিঠে তৈরি করা যেতে পারে। ভাজাপিঠে প্রায় সকলের পছন্দের। এই পিঠে তৈরি খুব সহজে এবং অল্প উপকরণে করা সম্ভব।রাকেশ মাইতি