Tag Archives: Punjab Kings

MI vs PBKS: বিফলে গেল শশাঙ্ক-আশুতোষের লড়াই, পঞ্জাবকে ৯ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই

সিএসকে ম্যাচের ধাক্কা কাটিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে হার্দিক পাণ্ডিয়ার দল। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করে সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যের সম্মুখীন হয় পঞ্জাব। সেখান থেকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে পঞ্জাব ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ইশান কিশান ৮ করে আউট হন। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ম্যাচে ফেরে মুম্বই। আক্রমণাত্মক ব্যাটিং করে দুজনে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। রোহিত শর্মা ফেরেন ৩৬ রান করে। তবে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান করেন স্কাই।

তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ৪৯ রানের পার্টনারশিপ করেন। ৫৩ বলে ৭৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব। এরপর একদিক থেকে তিল বর্মা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ১০, টিম ডেভিড ১৪ ও রোমারিও শেফার্ড ১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব কিংস। ১৪ রানের মধ্যে ৪ উইকেট পড়ে পঞ্জাবের। দলের ৫০ রানের আগে পঞ্জাবের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। স্যাম কুরান, প্রভসিমরন সিং, রিলে রসু, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত সিং ভাটিয়া, জিতেশ শর্মা কেউ বড় রান পাননি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ হারা পঞ্জাব ধরে নিয়েছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ KKR News: হারের পরই বিস্ফোরক গম্ভীর, বদল চাইছেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত

এরপর শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে ম্যাচে ফেরে পঞ্জাব। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং। ৩টি ছয় ও ২টি চার মারেন তিনি। এরপর আশুতোষ শর্মা একার হাতে টানেন দলকে। বিধ্বংসী ইনিংস খেলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তাকে সঙ্গ দেন হরপ্রীত ব্রার। কিন্তু আশুতোষ শর্মা ২৮ বলে ৬১ রান করে আউট হতেই পঞ্জাবের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৮৩ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। ৯ রানে ম্যাচ জেতে মুম্বই।

SRH vs PBKS: শেষ ওভারে বাকি ছিল ২৯ রান! ২ রানে ম্যাচ হারল পঞ্জাব, রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের

পঞ্জাব: রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে দুই রানে হারিয়ে মরশুমের তৃতীয় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ১৮২ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৬৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে ১৮০ রানে থামে পঞ্জাব কিংস। পঞ্জাবের গত ম্যাচের জয়ের নায়ক শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা মিলে হারা ম্যাচ জেতানোর চেষ্টা করলেও তীরে এসে তরী ডোবে পঞ্জাবের।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। তারকা ব্যাটাররা কেউ রান না পেলেও একা লড়াই করেন নীতিশ কুমার রেড্ডি। ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলে একা দলকে টানেন তিনি। এছাড়া ২৫ করেন আবদুল সামাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অর্শদীপ সিং।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসেরও। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব। সেখান থেকে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন স্যাম কুরান ও সিকন্দর রাজা। কুরান ২৯ ও রাজা ২৮ রান করেন । শেষের দিকে পঞ্জাবকে হারা ম্যাচ জয়ের দোরগোড়ায় নিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

শেষ ওভারে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। আরেকটির জন্য দ্বিতীয় রিঙ্কু সিং হতে পারলেন না আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং। শেষ ওভারে জয়দেব উনাদকাটের ওভারে ২৬ রান নেন দুই তরুণ তারকা। ২ রানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আশুতোষ শর্মা।

SRH vs PBKS: অর্শদীপের ৪ শিকার, একা লড়াই করলেন নীতিশ, পঞ্জাবকে ১৮৩ টার্গেট দিল হায়দরাবাদ

পঞ্জাব: ফের ধারাবাহিকতার অভাব সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনে। তারকা খোচিত ব্যাটাররা সকলেই যেখানে ব্যর্থ সেখানে একা কুম্ভ হয়ে লড়াই করে দলের মান বাঁচান নীতিশ কুমার রেড্ডি। খেলেন ৬৪ রানের লড়াকু ইনিংস। যা সকলের কুর্নিশ আদায় করে নেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে পঞ্জাবকে ১৮৩ রানের টার্গেট দেয় সানরাইজার্স। ব্যাটিংয়ে নীতিশ কুমার রেড্ডির পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়ে নজর অর্শদীপ সিং।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দর্বাদ। ট্রেভিস হেড,অভিষেক শর্মা থেকে শুরু করে এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেনরা কেউ রান পাননি এদিন। লাগাতার উইকেট হারানোয় চাপে পড়ে যায় গোটা দল।

তাবড় তাবড়া তারকা ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে একা লড়াই চালিয়ে যান নীতিশ কুমার রেড্ডি। উইকেটে টিকে থাকার পাশাপাশি দ্রুত গতিতে রানও তোলেন তিনি। বেশ কিছু অনবদ্য শট খেলেন তরুণ ব্যাটার। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন রেড্ডি। ৫টি ছয় ও ৪টি চারে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

নীতিশ কুমার রেড্ডির লড়াকু ইনিংসে ভর করেই লড়াই করার মত স্কোরে পৌছায় সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া আবদুল সামাদ করেন ২৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের অর্শদীপ সিং ৪টি, স্যাম কুরান ২টি, হার্শল প্যাটেল ২টি ও কাগিসো রাবাডা ১টি উইকেট নেন।

IPL 2024 GT vs PBKS: গুজরাতের জয়ের গ্রাস ছিনিয়ে নিলেন শশাঙ্ক সিং! ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

আহমেদাবাদ: আহমেদাবাদে গুজরাত টাইটান্সের ঘরের মাঠে রুদ্ধশ্বাস লাস্ট ওভার থ্রিলারে দুরন্ত জয় পেল পঞ্জাব কিংস। পরপর ২ ম্যাচ হারের পর জয়ে ফিরল প্রীতি জিন্টার দল। গুজরাতের জেতা ম্যাচ শেষ কয়েক ওভারে ছিনিয়ে নিয়ে পঞ্জাবের জয়ের নায়ক শশাঙ্ক সিং। ২০০ রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব কিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন শুভমান গিল। অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত কার্যত একার কাঁধ দলকে টানেন গিল। শুভমান গিলকে কিছুটা সঙ্গ দেন কেন উইলিয়ামসন , সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া। তিন জন ২৬, ৩৩ ও ২৩ রান করেন।

অপরদিকে, ওপেনিং থেকে শেষ পর্যন্ত নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান গুজরাত টাইটান্স অধিনায়ক। ৪৮ বল ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান গিল। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপরাজিত থাকন শুভমান গিল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় স্কোর করে গুজরাত টাইটান্স।

২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসের। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শিখর ধওয়ানের দল। মাঝে জনি বেয়ারস্টো ও প্রভসিমরন সিং কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও বড় স্কোর করতে পারেননি। বেয়ারস্টো ২২ ও প্রভসিমরন সিং ৩৫ রান করে আউট হন। রান পাননি ধওয়ান, স্যাম কুরান ও সিকন্দর রাজারা।

আরও পড়ুনঃ KKR News: কোন কেকেআর প্লেয়ারের বাবা-মা দুজনই ভারতের হয়ে খেলেছেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

একটা সময় মনে হচ্ছিল পঞ্জাবের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে। তখনও খেলার রং বদলে দেন লোয়ার অর্ডারের দুই ব্যাটার শশাঙ্ক সিং ও ইমপ্যাক্ট প্লোর আশুতোষ শর্মা। দুজন মিলে মারকাটারি ব্যাটিং করে গুজরাতের জয়ের গ্রাস কেড়ে নেয়। অর্ধশতরান করেন শশাঙ্ক। আশুতোষ ১৭ বলে ৩১ করে আউট হলেও ম্যচ ফিনিশ করেন শশাঙ্ক। শেষ ওভারে ১ বল বাকি থাকতে ম্যাচ জেতে পঞ্জাব। ২৯ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।

IPL 2024 RCB vs PBKS: একা লড়াই করলেন ধওয়ান, ঘরের মাঠে পঞ্জাবকে ১৭৬ রানে আটকে রাখল আরসিবি

বেঙ্গালুরু: প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে  বোলিং পারফরম্যান্সে নজর কাড়ল আরসিবি। চিন্নাস্বামীতে সাধারণত হাইস্কোরিং গেম হয়ে থাকে। সেখানে পঞ্জাব কিংসকে মাত্র ১৭৬ রানে বেঁধে রাখল মহম্মদ সিরাজ, আলজারি জোসেফ, গ্লেন ম্যাক্সওয়েলরা। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেললেন অধিনায়ক শিখর ধওয়ান।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়য়ক ফাফ ডুপ্লেসি। শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। ৮ রান করে আউট হন জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন শিখর ধওয়ান ও প্রভসিমরন সিং। ২৫ রান করে আউট হন প্রভসিমর। এরপর নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায় পঞ্জাব। লিভিংস্টোন ১৭ রান করে আউট হন। সেট হয়েও ৪৫ রানে আউট হন ধওয়ান।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

৯৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে কিছুটা দলের ইনিংসের রাশ ধরেন স্যাম কুরান ও জিতেশ শর্মা। দুজন মিলে ৫২ রান জুটিতে যোগ করেন। স্যাম কুরান ২৩ ও জিতেশ শর্মা ২৭ রান করে আউট হন। শেষের দিকে শশাঙ্ক সিং ৮ বলে ২১ রান করে দলকে লড়াই করার মত জায়গায় নিয়ে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পঞ্জাব। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।

IPL 2024 Auction: আইপিএল নিলামে বড় ভুল করেছেন প্রীতি জিন্টা! অনেক অনুরোধ করেও হল না সংশোধন

দুবাইতে আইপিএল ২০২৪ মিনি নিলামে দল গুছিয়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এরইমধ্যে সামনে এসেছে একটি খবর। নিলাম টেবিলে বড় ভুল করে বসেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।
দুবাইতে আইপিএল ২০২৪ মিনি নিলামে দল গুছিয়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এরইমধ্যে সামনে এসেছে একটি খবর। নিলাম টেবিলে বড় ভুল করে বসেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।
আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী শেষের দিকে সব দল মিলে এমন কিছু প্লেয়ারের নাম জমা দিতে হয় যাদের নিলামে তোলা হবে। সময় বাঁচাতেই এমনটা করা হয়। দুবাইতে আইপিএল নিলামেও ঘটে এই ঘটনা।
আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী শেষের দিকে সব দল মিলে এমন কিছু প্লেয়ারের নাম জমা দিতে হয় যাদের নিলামে তোলা হবে। সময় বাঁচাতেই এমনটা করা হয়। দুবাইতে আইপিএল নিলামেও ঘটে এই ঘটনা।
সবার সম্মতিক্রমে কিছু নাম নিয়ে শেষের দিকে সেই সকল নাম নিলামে তোলা হয়। এবারের সঞ্চালিকা মল্লিকা সাগর তখন শশাঙ্ক সিংয়ের নাম নিলামে তোল। পঞ্জাব কিংস ২০ লক্ষ টাকায় বেস প্রাইজে বিড করে ও কিনে নেয়।
সবার সম্মতিক্রমে কিছু নাম নিয়ে শেষের দিকে সেই সকল নাম নিলামে তোলা হয়। এবারের সঞ্চালিকা মল্লিকা সাগর তখন শশাঙ্ক সিংয়ের নাম নিলামে তোল। পঞ্জাব কিংস ২০ লক্ষ টাকায় বেস প্রাইজে বিড করে ও কিনে নেয়।
তারপরই শুরু হয় আসল কাণ্ড। কিছু সময়ের মধ্যেই ঞ্জাবের দুই মালিক প্রীতি জ়িন্টা ও নেস ওয়াদিয়া জানান, তাঁরা ভুল ক্রিকেটার কিনে ফেলেছেন। শশাঙ্ককে কিনতে চাননি তাঁরা। বিড ফেরাচে চান তাঁরা। অনেক অনুরোধও করে পঞ্জাব।
তারপরই শুরু হয় আসল কাণ্ড। কিছু সময়ের মধ্যেই ঞ্জাবের দুই মালিক প্রীতি জ়িন্টা ও নেস ওয়াদিয়া জানান, তাঁরা ভুল ক্রিকেটার কিনে ফেলেছেন। শশাঙ্ককে কিনতে চাননি তাঁরা। বিড ফেরাচে চান তাঁরা। অনেক অনুরোধও করে পঞ্জাব।
কিন্তু আইপিএলের নিয়ম অনুযায়ী একবার কোনও ক্রিকেটারের নাম নিলামে ওঠার পর তারজন্য বিড করে কিনে নিলে তাকে আর ফেরত দেওয়া যায় না। সেই নিয়মে অনড়  থাকেন মল্লিকে সাগরও। শেষ পর্যন্ত নিয়ম মেনে শশাঙ্ক সিং-কে দবে নিতেই হয় পঞ্জাব কিংসকে।
কিন্তু আইপিএলের নিয়ম অনুযায়ী একবার কোনও ক্রিকেটারের নাম নিলামে ওঠার পর তারজন্য বিড করে কিনে নিলে তাকে আর ফেরত দেওয়া যায় না। সেই নিয়মে অনড় থাকেন মল্লিকে সাগরও। শেষ পর্যন্ত নিয়ম মেনে শশাঙ্ক সিং-কে দবে নিতেই হয় পঞ্জাব কিংসকে।

PBKS vs KKR Toss: টস জিতল কেকেআর, পঞ্জাবের বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত নীতিশ রানার

মোহালি: আইপিএলের ইতিহাসে এই দুই দল ফাইনাল খেলেছে। বীর জারার লড়াই হিসেবেই পরিচিতি পেয়েছে এই ম্যাচ। একদিকে শাহরুখ খান অন্যদিকে প্রীতি জিন্টা। তারা মাঠে উপস্থিত না থাকলেও কেকেআর বনাম পঞ্জাব লড়াই হলে দুই বলিউড তারকা নাম আসবেই। সাফল্যের নিরিখে পঞ্জাবের থেকে অনেক এগিয়ে কেকেআর।

তারা দু’বারের চ্যাম্পিয়ন (২০১২ ও ২০১৪)। সেখানে আজ পর্যন্ত খেতাবের স্বাদ পায়নি পঞ্জাব কিংস। তবে আইপিএল এমন এক মঞ্চ, যেখানে শুধু অতীত সাফল্যকে আঁকড়ে ধরে ম্যাচ জেতা যায় না। সেটা ভালোই জানেন নাইটরা। না হলে তৃতীয় খেতাবের জন্য তাদের বছরের পর বছর অপেক্ষা করতে হত না। শ্রেয়স না থাকায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন নীতীশ রানা।

নাইট রাইডার্সের ব্যাটিংয়ে বেশ কিছু চমক থাকতে পারে। কারা ওপেন করবেন, তা নিয়ে চর্চা চলছে নিলামের পর থেকেই। ছবিটা হয়তো স্পষ্ট হত, ম্যাচের আগের দিন প্র্যাকটিস হলে। কিন্তু তাতে বাধ সাধল বৃষ্টি। তবে কোচ চন্দ্রকান্তের কথা শুনে মনে হয়েছে, জগদীশন ও রহমতুল্লাহ গুরবাজই হয়তো ইনিংসের সূচনা করবেন। তিনে নামতে পারেন বেঙ্কটেশ আয়ার।

আন্দ্রে রাসেলের ফর্মের উপরও অনেকটাই নির্ভর করবে নাইটদের সাফল্য। গতবার চোট সমস্যা ভুগিয়েছিল তাঁকে। এবার শারীরিকভাবে তৈরি হয়েই হাজির তিনি। রাসেল নাইট রাইডার্সের তুরুপের তাস হয়ে উঠবেন বলে আশা সমর্থকদের। মিডল অর্ডারে অধিনায়ক নীতীশ রানার সঙ্গে রিঙ্কু সিং ও মনদীপ সিংয়ের খেলার সম্ভাবনা উজ্জ্বল।

পঞ্জাবের ব্যাটিং অর্ডার হতে পারে এরকম— শিখর ধাওয়ান, প্রভসিমরন সিং, জীতেশ শর্মা, সিকন্দর রাজা, শাহরুখ খান। অলরাউন্ডার স্যাম কারানের সঙ্গে ঋষি ধাওয়ানের খেলার সম্ভাবনা রয়েছে। রাবাডার অভাব ঢাকার দায়িত্ব অর্শদীপ সিংয়ের। কেকেআর ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে কাকে ব্যবহার করে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। খাতায় কলমে খুব একটা তারকা খচিত দল নয় নাইট রাইডার্স। কিন্তু মাঠের লড়াইয়ে এবার তারা কেমন করে তার কিছুটা ইঙ্গিত আজ পাওয়া যাবে।

PBKS vs GT : লিয়াম লিভিংস্টোনের ধামাকায় গুজরাতের বিরুদ্ধে লড়াকু রান পঞ্জাব কিংসের

পঞ্জাব কিংস –  ১৮৯/৯

মুম্বই: টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ওভারেই নিজে বল করতে চলে এলেন। ১৪০ কিলোমিটার গতিতে বল করে তুলে নিলেন মায়াঙ্ক আগারওয়ালকে। জনি বেয়ারস্টো (৮) ফিরে গেলেন লকি ফার্গুসনের বলে। লিভিংস্টোন ২০ রানের মাথায় রশিদ খানের বলে মারতে গিয়ে ক্যাচ দিলেন হার্দিক পান্ডিয়ার হাতে। কিন্তু রিপ্লেতে দেখা যায় হার্দিকের পা দড়ি স্পর্শ করেছিল।

শিখর ধাওয়ান (৩৫) আউট হয়ে গেলেন রশিদ খানের বলে। আইপিএলে আবির্ভাবেই সাড়া ফেলেছে গুজরাত টাইটান্স। পর পর দু’টি ম্যাচ জিতে মনোবল তুঙ্গে হার্দিক পান্ডিয়াদের। জয়ের হ্যাটট্রিকের হাতছানি তাঁদের সামনে। সেই লক্ষ্যে শুক্রবার ব্র্যাবোর্নে পঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে গুজরাত। তবে মায়াঙ্ক আগরওয়ালরাও খুব একটা পিছিয়ে নেই। তিনটি খেলে জিতেছে দু’টিতে। তৃতীয় জয়ের খোঁজে তাল ঠুকছে অনিল কুম্বলের ছেলেরা।

দুর্দান্ত পেস অ্যাটাক। পাশাপাশি রয়েছে স্পিনের বৈচিত্র। গুজরাতের সাফল্যের ইউএসপি লুকিয়ে মূলত বোলিং বিভাগে। মহম্মদ সামি, লকি ফার্গুসন, বরুণ অ্যারনের পাশাপাশি রয়েছেন বিজয় শঙ্করের মতো পেসার। পুরো কোটা বল করার চেষ্টা চালাচ্ছেন ক্যাপ্টেন হার্দিকও। স্পিনার রশিদ খান অবশ্যই গুজরাতের সেরা অস্ত্র। কারণ, রান আটকে রাখার পাশাপাশি উইকেটও নিতে পারেন তিনি।

দ্বিতীয় স্পিনারের দায়িত্ব সামলাচ্ছেন অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া। তুলনায় গুজরাতের ব্যাটিং কিছুটা দুর্বল। ম্যাথু ওয়েড, বিজয় শঙ্কর কিংবা ডেভিড মিলারের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বাড়তি দায়িত্ব নিতে হবে শুভমান গিলকে। এদিক থেকে পঞ্জাবের ব্যাটিং লাইন-আপ কিছুটা হলেও এগিয়ে। এরপর লিভিংস্টোন নিজের অর্ধশত রান পূর্ণ করলেন।

কিন্তু তরুণ দর্শন নালকাণ্ডে পরপর দুই বলে জিতেশ শর্মা এবং ওডিন স্মিথকে ফিরিয়ে দিলেন। শেষ পর্যন্ত লিভিংস্টোন (৬৪) রশিদ খানের বলে আউট হলেন মিলারের হাতে ধরা পড়ে। এরপর শাহরুখ খান (১৫) ফিরে গেলেন রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে। শেষদিকে রাহুল চাহার এবং আর্শদীপ মিলে পঞ্জাবের রান অনেকটা বাড়িয়ে দিলেন। হার্দিক পান্ডিয়াদের জিততে হলে রীতিমতো লড়াই করতে হবে।