Tag Archives: RG Kar Hospital

Doctors march to Lalbazaar: লালবাজারের পথে চিকিৎসকরা, ব্যারিকেড করে পথ আটকে পুলিশ! কলকাতায় বেনজির দৃশ্য

কলকাতা: দুই চিকিৎসককে পুলিশের তলবের প্রতিবাদে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন চিকিৎসকরা৷ পাল্টা চিকিৎসকদের ঠেকাতে রীতিমতো ব্যারিকেড করে রাস্তা আটকাল পুলিশ৷ আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে এমনই বেনজির দৃ্শ্যের সাক্ষী থাকল মহানগর৷

আরজি করে নির্যাতিতা মহিলা চিকিৎসকের পরিচয় ফাঁস এবং গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যের দুই সিনিয়র চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে এ দিন তলব করে লালবাজার৷ ভারতীয় ন্যায় সংহিতার ৩৫ নম্বর ধারায় তথ্যপ্রযুক্তি আইনে তলব করা হয় দুই চিকিৎসককে৷ এরই প্রতিবাদে সরব হন শহরের চিকিৎসকরা৷

আরও পড়ুন: হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর! পুলিশের তৎপরতায় গ্রেফতারির আশঙ্কায় তৃণমূল সাংসদ

এ দিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে জড়ো হন চিকিৎসকরা৷ সেখানে প্রতিবাদ কর্মসূচির পর পুলিশের নোটিস পাওয়া দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন বাকি চিকিৎসকরা৷ তলব পাওয়া চিকিৎসকদের মধ্যে অন্যতম সুবর্ণ গোস্বামী বলেন, ‘সবাই জানেন এ রাজ্যে যে ঘৃন্য অপরাধ ঘটেছে, সেই অন্যায়কে ধামাচাপা, দোষীদের আড়াল করার চেষ্টা চলছে৷ তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ৷ আমরা চাইলে এর বিরুদ্ধে আদালতে যেতে পারতাম৷ কিন্তু আমরা মুখোমুখি লড়াই করতে চেয়েছিলাম৷ সবশেষে বলি, চোখ যত রাঙাবে, মিছিল তত বাড়বে৷’

চিকিৎসক কুণাল সরকার বলেন, ‘জীবনে কত পরীক্ষা দিয়েছি, আজকে পুলিশ আমাদের প্রশ্ন করতে চায়৷ আজকে পুলিশ আমার বিবেক, বুদ্ধি, সমাজ নিয়ে প্রশ্নের উত্তর চায়, সব প্রশ্নের উত্তর দেব৷’

ফিয়ার্স লেনে পৌঁছতেই চিকিৎসকদের মিছিল আটকায় পুলিশ৷ সেখান থেকেই দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে নিয়ে লালবাজারের দিকে নিয়ে যায় পুলিশ৷ দুই চিকিৎসকের সঙ্গে তাঁদের আইনজীবীরাও ছিলেন৷

তবে চিকিৎসকদের এই মিছিল নিয়েও এ দিন চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছে কলকাতা পুলিশ৷ লালবাজার যাওয়ার পথে ফিয়ার্স লেনেই চিকিৎসকদের মিছিল আটকাতে রীতিমতো ব্যারিকে়ড তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷ বিকেল তিনটের সময় দুই চিকিৎসককে লালবাজারে তলব করা হয়েছিল৷

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দুই চিকিৎসককে লালবাজারে যেতে বাধা দেওয়া হয়, তাহলে তাঁরা সর্বভারতীয় স্তরে আরও বড় আন্দোলনে নামবেন৷

RG Kar Protest: RG Kar-কাণ্ডের প্রতিবাদের ঝড় তুলতে যুবকের অস্ত্র নাটক, কলমের জোরেই লড়াই, পথ নাটিকায় কাঁপাচ্ছেন সব

হাওড়া: আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝড় তুলতে যুবকের অস্ত্র নাটক ৷ সমাজের ডাক্তার, শিক্ষক, আইনজীবী, সমাজকর্মী থেকে সমাজের সর্বস্তরের মানুষ কন্ঠে প্রতবাদের সুর চড়িয়ে পথে নেমেছে। অপরাধী চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্ত্রীর দাবি জানাচ্ছে।

দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে সারা বাংলার বিভিন্ন প্রান্তে মহিলারা রাত দখল করে পথে নামতে দেখা গেছে। প্রতিবাদকে আরও ত্বরান্বিত করতে গ্রাম থেকে শহর মিছিল সভা অনুষ্ঠিত হচ্ছে আরও বেশি করে মানুষকে এই প্রতিবাদে সামিল করতে যুবকের অভিনব ভাবনা।

নাট্যকার নয়ন চন্দ্র দাস নিজেই নাটক লিখে প্রযোজনা করে মঞ্চস্থ করছেন পথে পথে। হাওড়া শহরের পর আন্দুল স্টেশন সংলগ্ন মাড়োয়ারি বাগানে দ্বিতীয় পত্র নাটক প্রদর্শনী হয়।

আরও পড়ুন – Virat Kohli and KKR: না মুম্বই ইন্ডিয়ান্স নয়, কেকেআর-ই তাঁর সবচেয়ে পছন্দের…কলকাতা ফ্যানরা জানেন এত বড় সত্যিটা

শহর থেকে শহরতলিতে এর জোরদার প্রতিবাদ চলছে। এতে গ্রামের মানুষও সামিল হয়েছেন। মানুষকে আরও ঐক্যবদ্ধ করে প্রতিবাদ আরও জোরদার করতে নানা উদ্যোগ চলছে রাজ্য জুড়ে। পৈশাচিক ঘটনার প্রতিবাদে পথে পথে নাটক করছেন হাওড়া আন্দুলের যুবক নয়ন দাস।

নাটকের প্রতি শৈশব থেকেই আলাদা ভাললাগা তার। যেমন সে নাটকে অভিনয় করতে ভালোবাসেন তেমনি সমাজ সচেতনতায় নাটক রচনা করেছেন। কখনও গঙ্গা দূষণ রোধ করতে নাটক, আবার কখনও পলিথিন বর্জন করতে নাটকের মাধ্যমে মানুষকে সচেতন। এবার আর জি করের মত মহিলা ধর্ষণ খুন ভয়ঙ্কর কাণ্ডের প্রতিবাদে নিজে নাটক লিখে পথে নেমে অভিনয়।

এ প্রসঙ্গে নাট্যকার নয়ন দাস জানান, বর্তমান সময় অত্যান্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত চুরি ছিনতাই ধর্ষণ খুনের মত ঘটনা ঘটে চলেছে। সমাজকে অপরাধ মুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসতে হবে। আজগর কাণ্ডের ঘটনার পর বহু মানুষ পথে নেমেছেন। এই প্রতিবাদ আরও জোরদার হোক। বহু মানুষ নানা ভাবে উদ্যোগী মানুষকে ঐক্যবদ্ধ করতে। সেই পথে আমিও, একজন নাট্যশিল্পী হয়ে নাটকের মধ্য দিয়ে মানুষকে অন্যায়ের প্রতিবাদ সামিল হবার আহ্বান জানাচ্ছি।
Rakesh Maity

Udayan Guha on RG Kar protest: ‘জিন্স পরা, বয়েজ কাট চুলের মহিলারা মদের ঠেক ভাঙতে যান না!’ বিতর্ক বাড়ালেন মন্ত্রী উদয়ন

শুভঙ্কর সাহা, কোচবিহার: আরজি কর কাণ্ডে প্রতিবাদী মহিলাদের কটাক্ষ করে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ৷ আরজি কর আন্দোলনে শামিল হওয়া মহিলাদের জিন্স পরা, বয়েজ কাট চুলের বলে মন্তব্য করেন তিনি৷ শুধু তাই নয়, টেলিভিশনে প্রচার এবং সংবাদপত্রে ছবি বেরনোর লোভেই এই আন্দোলন চলছে বলেও কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী৷

গতকাল আরজি কর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে কোচবিহারে তৃণমূলের একটি বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন উদয়ন গুহ৷ সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি৷

আরও পড়ুন: হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর! পুলিশের তৎপরতায় গ্রেফতারির আশঙ্কায় তৃণমূল সাংসদ

গ্রাম এবং শহুরে মহিলাদের আন্দোলনের মধ্যে তুলনা টেনে উদয়ন বলেন, ‘মদের ঠেক, জুয়ার ঘাঁটি ভাঙার জন্য গ্রামের মহিলারা আন্দোলন করেন৷ কিন্তু কোনও দিন দেখিনি কোনও জিন্স পরা মহিলা মদের ঠেক ভাঙতে যাচ্ছেন৷ বয়েজ কাট চুলের কোনও মহিলাকে দেখিনি মদের ঠেক, জুয়ার ঠেক ভাঙতে রাস্তায় নামতে৷ কারণ ওগুলোতে ঠিক আবেগ আসে না, ব্যাপারটা জমে ওঠে না৷ ওগুলো তো গ্রামের গরিব মানুষ করবে, গ্রামের মা বোনেরা করবেন৷ আমরা যে আন্দোলন করব সেটা টিভিতে দেখাবে, ইংরেজি খবরের কাগজে ছবি হবে৷ সেই আন্দোলনই নয়৷ আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যাতে মরে না যান, সেটা নিয়ে আন্দোলন করব না৷ তাই আগে বলব ঘর সামলান৷ যে লটারির দোকান, মদের দোকানে আপনার স্বামী, ভাই দিনের রোজগার সব পয়সা ঢেলে দিচ্ছে সেদিকেও লক্ষ্য রাখুন৷ কত রকম গল্প বেরোচ্ছে৷’

একা উদয়ন গুহ নন, আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আরজি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক এবং সাধারণ মানুষকে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে৷

আবার আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছে তাঁকে৷ আরজি কর কাণ্ডে মুখ খুলে দলে

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রভাব, রাতে জেলার হাসপাতালে পুলিশ কর্তাদের টহল, সিভিক নিয়ে নির্দেশ

দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের পর জেলার হাসপাতালগুলিতে রাত্রিকালীন নজরদারি বাড়াল প্রশাসন। বারুইপুর পুলিস জেলার অন্তর্গত সব সরকারি হাসপাতালে রাতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এমনই নির্দেশ এসেছে এই পুলিশ জেলার অন্তর্গত প্রতিটি থানার কাছে। সেখানে বলা হয়েছে থানার ওসি থেকে আইসি’কে হাসপাতালগুলিতে নিয়মিত রাতে ভিজিট করতে হবে।

রাত্রিকালীন নজরদারির এই নির্দেশিকায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য নির্দিষ্ট কিছু নির্দেশ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দায়িত্বরত সিভিক ভলান্টিয়ারদের নির্দিষ্ট পোশাক পরেই ডিউটি করতে হবে। এই প্রসঙ্গে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, নিরাপত্তাতে কোনও গা ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না। প্রতি হাসপাতালের সুপার, অতিরিক্ত সুপার, থানার আইসি, ওসিদের নিয়ে দ্রুত একটি মিটিং ডাকা হবে হাসপাতালের নিরাপত্তার ব্যাপারে।

আর‌ও পড়ুন: ভুট্টার খোসার রাখি! দাম মাত্র ১০ টাকা

বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, সরকারি হাসপাতালে রাতে রোগীর আত্মীয় ছাড়া বেআইনি জমায়েত হলে পুলিস কড়া পদক্ষেপ নেবে। পুলিসের নজরদারি কেমন চলছে তা দেখা হবে জেলা অফিস থেকে। এক পুলিস আধিকারিক বলেন, মহিলা উইনার্স টিমও কলেজ, স্কুল, হাসপাতাল চত্বরে থাকবে নিরাপত্তার কাজে। হাসপাতালে রাতে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনও গাড়িচালক থাকলে তা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিসকে আগাম জানাতে হবে। সব মিলিয়ে সরকারি হাসপাতালে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যাপারে জোর দিচ্ছে বারুইপুর পুলিস জেলা।

সুমন সাহা

RG Kar Hospital Rape and Murder Case: ‘বিদেশ থেকে উঠল স্বর, জাস্টিস ফর আরজি কর’! প্রতিবাদে সরব বিদেশের বাঙালিরাও

উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশেও।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশও।
“বিদেশ থেকে উঠল স্বর, জাস্টিস ফর আর.জি কর। দুনিয়া জুড়ে উঠল স্বর, জাস্টিস ফর আর.জি কর।”- স্লোগানে এবার মুখর হল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার প্রবাসী বাঙালীরা।
“বিদেশ থেকে উঠল স্বর, জাস্টিস ফর আর.জি কর। দুনিয়া জুড়ে উঠল স্বর, জাস্টিস ফর আরজি কর।”- স্লোগানে এবার মুখর হল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার প্রবাসী বাঙালিরা।
প্ল্যাকার্ড হাতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সেখানকার তিনটি বিশ্ববিদ্যালয় (নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিল)-সহ সেখানকার অধ্যাপক এবং অন্যান্য পেশার বঙ্গসন্তানরা।
প্ল্যাকার্ড হাতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও জমায়েতে অংশগ্রহণ করেছিলেন সেখানকার তিনটি বিশ্ববিদ্যালয় (নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিল)-সহ সেখানকার অধ্যাপক এবং অন্যান্য পেশার বঙ্গসন্তানরা।
প্রত্যেকের দাবি একটাই, আর.জি কর হাসপাতালে ডাক্তার পডুয়ার নৃশংস ধর্ষণ ও খুনের সঠিক তদন্ত ও বিচার চাই। অপরদিকে পুলিশ-প্রশাসনের প্রতি ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা করেন পডুয়ারা।
প্রত্যেকের দাবি একটাই, আর.জি কর হাসপাতালে ডাক্তার পডুয়ার নৃশংস ধর্ষণ ও খুনের সঠিক তদন্ত ও বিচার চাই। 
অপরদিকে পুলিশ-প্রশাসনের প্রতি ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা করেন পডুয়ারা।
অপরদিকে পুলিশ-প্রশাসনের প্রতি ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা করেন পডুয়ারা।

Sukhendu Sekhar Roy moves Calcutta high court: হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর! পুলিশের তৎপরতায় গ্রেফতারির আশঙ্কায় তৃণমূল সাংসদ

কলকাতা: গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷ আরজি কর কাণ্ডে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় গতকালই লালবাজারে হাজিরা দেওয়ার জন্য পুলিশের জোড়া নোটিস পান তৃণমূল সাংসদ৷ যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত লালবাজার যাননি সুখেন্দুশেখর৷

এর পরই আজ সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দুশেখর৷ রাজ্যসভার তৃণমূল সাংসদ কলকাতা পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কা করেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেন৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানান তিনি৷ যদিও বিচারপতি ভরদ্বাজ জানিয়েছেন, তৃণমূল সাংসদের আবেদনের ভিত্তিতে আগামিকাল মামলার শুনানি হবে৷

আরও পড়ুন: আরজি কর তদন্তে সিবিআই-কে সাহায্য করতে সিজিও-তে কুণাল, কী তথ্য দেবেন তৃণমূল নেতা?

রবিবার বিকালে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে। সূত্রের খবর, তিনি না আসায় তাঁকে আবার তলব করা হয়। সুখেন্দুশেখরকে প্রথম নোটিস পাঠানো হয় দুপুর একটা নাগাদ। সেই নোটিসে তাঁকে বিকেল সাড়ে চারটে নাগাদ দেখা করতে বলা হয় লালবাজারে। তিনি শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না বলে জানিয়ে দেন৷ নিজের দাবির স্বপক্ষে তিনি গত ২৬ জুলাই দিল্লির এইমসে চিকিৎসক দেখানোর পরে তাঁদের দেওয়া প্রেসক্রিপশন ও ৩১ জুলাই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি ও পালমোনারি মেডিসিন বিভাগের দুই বিভাগীয় প্রধানকে দেখানোর প্রেক্ষিতে তাঁদের দেওয়া যে প্রেসক্রিপশন রয়েছে, সেগুলিও পুলিশকে পাঠান।

সূত্রের খবর এরপর বিকেল ৪:৫৫ নাগাদ তাঁকে ফের তৃণমূল সাংসদকে নোটিস পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে৷ বলা হয় বিকেল ৫:৩০ নাগাদ তাঁকে দেখা করতে হবে লালবাজারে। যদিও শেষ পর্যন্ত লালবাজারে হাজিরা দেননি সুখেন্দুশেখর৷ তবে তৃণমূল সাংসদ জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে পুলিশের কাছে সময় চেয়েছেন তিনি৷ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তাঁর কোনও সমস্যা নেই৷

তবে পুলিশের নোটিস পেয়েও দমছেন না তৃণমূল সাংসদ৷ সুখেন্দুশেখর বলেন, ‘পৃথিবীর কোনও শক্তি, আমাকে ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না।’

RG Kar Case: আরজি করের নৃশংস ঘটনার আসল অপরাধী কে? Google কি পারবে তাদের ধরিয়ে দিতে? রহস্যে নতুন মোড়…

কলকাতা: Google কি পারবে অপরাধীকে ধরিয়ে দিতে? আজকাল স্মার্ট ফোনের ছড়াছড়ি। আর স্মার্ট ফোন মানেই বেশিরভাগ ক্ষেত্রেই সেটা এন্ড্রোয়েড আর সেখানে গুগল ম্যাপস প্রি-ইনস্টলড।

গুগল স্ট্রিট ভিউ এখন কলকাতার রাস্তাতেও দেখা যাচ্ছে। অতীত বলছে পূর্বে বেশ কিছু অপরাধ বা দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এই গুগল ম্যাপ তদন্তকারীদের কাছে এক বিরাট হাতিয়ার হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে কলকাতার বুকে সদ্য ঘটে থাকা আরজি করের মতো ঘৃণ্য ঘটনায় কি গুগল কিছু সাহায্য করতে পারবে?

আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

আমরা এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম শ্রীরামপুরের চাতরা নিবাসী গুগলএর আঞ্চলিক গাইড শৌনক দাসের সঙ্গে। পেশায় তিনি একজন চিকিৎসক হলেও দীর্ঘ ৮ বছর ধরে গুগল ম্যাপসের টিমকে সাহায্য করে যাচ্ছেন। আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে Google-এর সদর দফতর বেশ কিছুবার গেছেন ম্যাপস সংক্রান্ত কর্মশালায়। আরজি কর মেডিক্যাল কলেজ, হাসপাতালে এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে দেশ উত্তাল। ইতিমধ্যেই আদালতের নির্দেশে গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই। তদন্তে নেমে একাধিক প্রযুক্তির ব্যবহার করছে তারা৷ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্নভাবে তদন্ত এগোচ্ছে। এরই মধ্যে শৌনক মনে করছেন এখানে ফরেনসিক ক্ষেত্রে গুগল ম্যাপস নিশ্চই কিছুটা হলেও সাহায্য করবে।

আরও পড়ুন-  বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

কেননা যে কোনও অ্যান্ড্রোয়েড ফোনে নিজে থেকেই প্রতিনিয়ত লোকেশন গুগল ম্যাপসে সেভ হয়ে থাকে by default। সেক্ষেত্রে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল সেটা সেখানে থাকা সবাইয়ের ফোনের  ম্যাপস লোকেশন হিস্টরিতে সেভ থাকবে ও সেটা ফোন লোকেশন টাওয়ার এর থেকেও আরও বেশি accurate থাকবে। এমনকি জিপিএস লোকেশন গুগল ম্যাপসে সাহায্য করে থাকে  একেবারে পিন পয়েন্ট লোকেশন (সেই জায়গার ভৌগোলিক দ্রাঘিমাংশ , অক্ষাংশ দিয়ে)। তিনি আরও বলেন যদিও ব্যাপারটি বিচারাধীন বিষয়। তদন্তের পুরো বিষয়টি CBI টিম দেখছেন। তিনি বিশ্বাস করেন গুগল ম্যাপস এক্ষেত্রে তদন্তকারী টিমকে সাহায্য করবেই।

Kunal Ghosh: আরজি কর তদন্তে সিবিআই-কে সাহায্য করতে সিজিও-তে কুণাল, কী তথ্য দেবেন তৃণমূল নেতা?

কলকাতা: আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ এবার আরজি করা কাণ্ডে তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য সিবিআই অফিসে পৌঁছলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা কুণাল ঘোষের৷

কুণাল জানিয়েছেন, আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের পাওয়া তথ্য তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার জন্যই সিবিআই-এর হাতে তুলে দিতে চান তিনি৷ তৃণমূল নেতা জানিয়েছেন, গত কয়েকদিন আরজি করের একাধিক জুনিয়র ডাক্তার মহিলা চিকিৎসককে নির্যাতন এবং হত্যার ঘটনায় তাঁকে বিভিন্ন তথ্য দিয়েছেন৷

এ দিন বেলা সাড়ে এগারোটার হাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছন কুণাল ঘোষ৷ তৃণমূল নেতা জানিয়েছেন, অন্য একটি মামলায় তাঁর আজ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল৷ এর পাশাপাশি তিনি আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িত বেশ কিছু তথ্যপ্রমাণও সিবিআই-এর হাতে তুলে দেবেন৷ কুণাল দাবি করেছেন,যাঁরা তাঁকে এই তথ্যপ্রমাণ দিয়েছেন, তাঁরা চেয়েছিলেন এগুলি সিবিআই-এর হাতেই যাক৷

আরও পড়ুন: একই দিনে দু বার তলব পুলিশের! ‘ন্যায়ের পথ থেকে সরব না’, অনড় তৃণমূল সাংসদ সুখেন্দু

কুণালের দাবি, ওই চিকিৎসকরা এখনই প্রকাশ্যে আসতে চান না৷ সেই সমস্ত তথ্যই সিবিআই-এর হাতে তুলে দিতে চান তৃণমূল নেতা৷  যদি তদন্তকারীরা মনে করেন ওই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন, তাহলে কুণাল সিবিআই-কে সহযোগিতা করতেও রাজি৷

গত শনিবার কুণাল আরজি কর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন৷ তিনি দাবি করেন, প্রশাসনের ভুল পদক্ষেপেই মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে৷ আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের পুনর্নিয়োগের সিদ্ধান্তেরও সমালোচনা করেছিলেন কুণাল৷ এবার সিবিআই অফিসে যাচ্ছেন তিনি৷

Sukhendu Sekhar Roy: একই দিনে দু বার তলব পুলিশের! ‘ন্যায়ের পথ থেকে সরব না’, অনড় তৃণমূল সাংসদ সুখেন্দু

কলকাতা: আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা পুুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় রবিবার দুটি নোটিস দেওয়া হয় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। বিকেল পাঁচটা নাগাদ পুনরায় নোটিস দিয়ে সাড়ে পাঁচটা নাগাদ লালবাজারে আসতে বলা হয় তাঁকে। দুটি নোটিসের জবাবেই সুখেন্দু শেখর রায় কলকাতা পুলিশকে জানান, তাঁর শারীরিক সমস্যার কারণেই তিনি হাজিরা দিতে পারবেন না। নিজের জবাবের সঙ্গে দিল্লির এইমস এবং এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের প্রেসক্রিপশন পাঠিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

যদিও সূত্রের খবর, তিনি জিজ্ঞাসাবাদের জন্য যাবেন বলেও পুলিশকে জানিয়েছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: ‘ওরা তো ক্রিমিনাল নয়…’ ফুটবলপ্রেমীদের ছাড়াতে রাতেই লালবাজারে ফেডারেশন সভাপতি

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে রবিবার লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। কিন্তু সুখেন্দু সেই তলবে সাড়া দেননি। রবিবার বিকালে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে। সূত্রের খবর, তিনি না আসায় তাঁকে আবার তলব করা হয়। প্রথম নোটিস তাঁকে পাঠানো হয় দুপুর একটা নাগাদ। সেই নোটিস্ তাঁকে বিকেল সাড়ে চারটে নাগাদ দেখা করতে বলা হয় লালবাজারে। তিনি শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না বলে জানিয়ে দেন৷ নিজের দাবির স্বপক্ষে তিনি গত ২৬ জুলাই দিল্লির এইমসে চিকিৎসক দেখানোর পরে তাঁদের দেওয়া প্রেসক্রিপশন ও ৩১ জুলাই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি ও পালমোনারি মেডিসিন বিভাগের দুই বিভাগীয় প্রধানকে দেখানোর প্রেক্ষিতে তাঁদের দেওয়া যে প্রেসক্রিপশন রয়েছে, সেগুলিও পুলিশকে পাঠান। সূত্রের খবর এরপর বিকেল ৪:৫৫ নাগাদ তাঁকে ফের নোটি, পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে৷ বলা হয় বিকেল ৫:৩০ নাগাদ তাঁকে দেখা করতে হবে লালবাজারে।

রাজ্যসভার সাংসদ গোটা বিষয়টায় যে অসম্ভব বিরক্ত তা প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে। বিশেষ করে দেশের দুই প্রথম সারির হাসপাতালের চিকিৎসকদের রিপোর্ট পাঠানোর পরেও তাঁকে যে ভাবে ডেকে পাঠানো হয়েছে তা নিয়ে বিরক্ত তিনি৷ তবে তিনি যে তদন্তকারীদের মুখোমুখি হবেন না এমন কথা বলেননি। সূত্রের খবর রাজ্যসভার সাংসদ শারীরিক অসুস্থতার জন্য দুই-তিনদিন সময় চেয়েছেন।যদিও গোটা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “পৃথিবীর কোনও শক্তি, আমাকে ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না।”

RG Kar Case Protest: নিজের জন্মদিন পালন নয়, ‘We Want Justice’ পোস্টার হাতে রাস্তায় মোহনবাগান অধিনায়ক শুভাশিস

ঈরণ রায় বর্মন, কলকাতা: ১৮ অগাস্ট ২০২৪। বাংলার ফুটবল ইতিহাসে এই দিনটা লেখা থাকবে আজীবন। ডার্বি বাতিল। তবুও যুবভারতীর পথে লাল-হলুদ এবং সবুজ-মেরুন সমর্থকরা। চিরাচরিত ইলিশ-চিংড়ি লড়াই ভুলে ইস্ট-মোহন এবার একজোট। ‘‘দুই গ্যালারির এক স্বর, জাস্টিস ফর আরজি কর।’’ এই স্লোগানে মুখরিত হল বাইপাস।‌

দুই চিরশত্রু দলের সমর্থকদের মুখে স্লোগান উঠল ‘‘ঘটি-বাঙাল ভাই ভাই। আরজি করের বিচার চাই।’’ ফুটবলপ্রেমীদের চার ঘণ্টার বেশি প্রতিবাদ কর্মসূচিতে বাড়তি মাত্রা যোগ করল মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসের উপস্থিতি। জীবনের নিজের অন্যতম সেরা দিনের আনন্দ বাদ দিয়ে প্রতিবাদে হাজির হলেন বাগান নেতা। রবিবার অর্থাৎ ১৮ অগাস্ট ছিল শুভাশিসের জন্মদিন। তবে নিজের জন্মদিনের আরম্ভর বাদ দিয়ে বৃষ্টির মধ্যেই স্ত্রী কস্তুরীকে নিয়ে যুবভারতী সংলগ্ন কাদাপাড়ায় উপস্থিত শুভাশিস।‌

আরও পড়ুন- রাশিফল ১৯ অগাস্ট: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

লাল হলুদ, সবুজ মেরুন সমর্থকদের করতালিতে মুখরিত হল শুভাশিসের উপস্থিতি। প্রতিবাদে যোগ দিয়েই শুভাশিসের মুখে স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। কঠোর শাস্তি চাই দোষীদের। আসলে নিজের জন্মদিন হলেও রবিবার ফুটবলপ্রেমীদের প্রতিবাদ কর্মসূচি দেখে ঘরে বসে থাকতে পারেননি মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বোস। তিনি সস্ত্রীক পথে নেমে দাবি তুললেন, আরজি কর কাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের।

আরও পড়ুন– ২৪ ঘণ্টায় ১৫০ ফাস্ট ফুড রেস্তোরাঁয়! চেখে দেখলেন খাবারও! নতুন বিশ্বরেকর্ড গড়লেন নাইজেরিয়ান যুবক

পথে নেমে বাগান অধিনায়ককে প্রতিবাদ করতে দেখে তিন প্রধানের সমর্থকরাই এ জন্য কৃতজ্ঞতা জানান। রবিবার প্রতিবাদ কর্মসূচিতে শুভাশিসের এক হাতে ছিল পোস্টার অন্য হাতে জাতীয় পতাকা। নিউজ18 বাংলার মুখোমুখি হয়ে শুভাশিস বলেন, ‘‘একজন নাগরিক হিসেবে পথে নেমেছি। এটা আমার কর্তব্য মনে হয়েছে। এই মক্কারজনক ঘটনা যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পাক সেটাই চাই। আর একটা কথা বলতে চাই কলকাতার রাস্তায় মেয়েরা যদি বেরোতে ভয় পায় কিংবা একা যদি বের হতে না পারে তাহলে আমাদের প্রতিবাদ করতে হবে। নারী সুরক্ষা সুরক্ষিত করতেই হবে।’’ শুভাশিস আরও বলেন, ‘‘আমরা ম্যাচ খেলতে পছন্দ করি। ম্যাচ বাতিল হলে ভাল লাগে না। কেন ম্যাচ বাতিল করা হল তা পুলিশ ও প্রশাসনের ব্যাপার। কিন্তু আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার ন্যায়বিচার চাই। সেই কারণে পথে নেমেছি।’’

পাশে দাঁড়িয়ে থাকা শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী বলেন, ‘‘একটাই কথা বলব উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাইতেই পথে নেমেছি।’’ প্রায় এক ঘণ্টার বেশি সময় স্ত্রী কস্তুরীকে নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনবাগান অধিনায়ক। নিজের সোশ্যাল মিডিয়াতেও তীব্র প্রতিবাদ জানিয়ে পোস্ট করেন তিনি। সঙ্গে প্রতিবাদে রাস্তায় নামার ছবিও দেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নিজেদের বিশেষ মুহূর্তের ছবি শুভাশিস করলেও এদিন জন্মদিনের কোন ছবি পোস্ট করেননি। আসলে নিজের ২৯ বছর বয়সে জন্মদিনটা ব্যতিক্রমী রাখতে চেয়েছিলেন শুভাশিস।