Tag Archives: Saraswati Puja 2024

Saraswati Puja 2024: হারানো ঠাকুরদালান, গ্রামের সরস্বতী পুজোয় থিমের চমক

হুগলি: এত দিন দুর্গাপুজো, কালীপুজোয় থিমের বাহার ছিল। এ বার সেই পথে হাঁটল সরস্বতী পুজো’ও। এতদিন বাগদেবীর মণ্ডপ সেজে উঠত থার্মোকল, দরমার বেড়া, শোলার ফুলে। কিন্তু এ বার পাড়ার ক্লাব হোক কিংবা স্কুলের পুজো, বহু জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে নজরে আসছে থিমের আমেজ। এমনি চিত্র দেখা গেল হুগলির গোঘাটের বীণাপাণি স্পোর্টিং ক্লাবে।

আরও পড়ুন: এই সরস্বতী বাজেটে টেক্কা দিচ্ছে মা দুর্গা’কে!

হুগলি জেলার এই সরস্বতী পুজোয় এবার থিম হিসেবে তুলে ধরা হয়েছে পুরাতন ঠাকুরদালান। ১৩ বছর ধরে সরস্বতী পুজো করে আসছেন ক্লাবের সদস্যরা। তবে প্রতিমা রয়েছে সাবেক রূপেই। মণ্ডপ ভাবনাতে তাঁরা পরিবর্তন এনেছেন। এই থিমের সরস্বতী মণ্ডপ দেখার জন্য ভিড় করছেন বহু মানুষ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রত্যন্ত গ্রামের সরস্বতী পুজোতেও এবার থিমের চমক দেখা যাচ্ছে। সকাল-সকাল অঞ্জলি দিয়ে মণ্ডপমুখো হয়েছে কিশোর-কিশোরী কিংবা সদ্য তরুণ-তরুণীরা। শিরশিরে হাওয়া আর মিঠে রোদ গায়ে মেখে যৌবনের উত্তাপের ছোঁয়াও নিয়েছে কেউ কেউ। এদিকে সরস্বতী পুজোয় এমন থিম বেছে নেওয়ার কারণ জানতে গিয়ে উদ্যোক্তারা বলেন, এই পুরাতন বাড়িগুলো হারাতে বসেছে। তাই সেই সমস্ত পুরাতন জিনিসগুলো ফিরিয়ে আনতে, সেগুলো কেমন ছিল তা আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুভজিৎ ঘোষ

Valentine Day 2024: ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীর সঙ্গে কী সিরিজ দেখা যায় ভাবছেন? রইল তালিকা

আজ ভ্যালেন্টাইন্স ডে। অনেকেই ভাবছেন ক্যান্ডেল নাইট ডিনার সেরে পার্টনারের সঙ্গে রোম্যান্টি কোনও সিরিজ দেখলে কেমন হয়? কিন্তু কী দেখবেন ভেবে উঠতে পারছেন না। তাঁদের জন্য রইল হইচইয়ের ভালবাসায় মাখা কিছু সিরিজের হদিশ।
আজ ভ্যালেন্টাইন্স ডে। অনেকেই ভাবছেন ক্যান্ডেল নাইট ডিনার সেরে পার্টনারের সঙ্গে রোম্যান্টি কোনও সিরিজ দেখলে কেমন হয়? কিন্তু কী দেখবেন ভেবে উঠতে পারছেন না। তাঁদের জন্য রইল হইচইয়ের ভালবাসায় মাখা কিছু সিরিজের হদিশ।
হইচইয়ের ডাকঘর দেখতে পারেন। দামোদর দাস নতুন পোস্টমাস্টার হয়ে হাগদা নামে একটি গ্রামে আসবে। সেখানেই খুঁজে পাবে তাঁর মনের মানুষকে। কিন্তু গল্প শুধু এইটুকু নয়। এই গ্রামেই আছে তাঁর বাবার মৃত্যু রহস্য। সবটা নিয়ে জমজমাট এই সিরিজ দেখতেই পারেন সঙ্গীর সঙ্গে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, তাঁর বিপরীতে আছেন দিতিপ্রিয়া রায়। সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক।
হইচইয়ের ডাকঘর দেখতে পারেন। দামোদর দাস নতুন পোস্টমাস্টার হয়ে হাগদা নামে একটি গ্রামে আসবে। সেখানেই খুঁজে পাবে তাঁর মনের মানুষকে। কিন্তু গল্প শুধু এইটুকু নয়। এই গ্রামেই আছে তাঁর বাবার মৃত্যু রহস্য। সবটা নিয়ে জমজমাট এই সিরিজ দেখতেই পারেন সঙ্গীর সঙ্গে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, তাঁর বিপরীতে আছেন দিতিপ্রিয়া রায়। সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক।
দেখতে পারেন 'টুরু লাভ' সিরিজটিও। গল্পের নায়কের সঙ্গে একটি মেয়ের বিয়ে ঠিক হয়। গল্পের নায়ক অরিত্র মনে করে যে সে তার জীবনের সত্যিকারের ভালবাসা খুঁজে পেয়েছে। কিন্তু নানা কারণে সেই মেয়েটি জানতে পারে ছেলেটি বাবার উপর নির্ভরশীল। তখন সেই মেয়েটি তাঁকে তাকে শর্ত দেয়। অন্যদিকে, নায়কের জীবনে আসে আরও একটি মেয়ে। সে নানা ভাবে সাহায্য করতে থাকে ছেলেটিকে। এক সুতোয় বাঁধা পড়ে যায় তাঁদের জীবন। তারপর কী হবে? তা জানতে হলে দেখতে হবে টুরু লাভ। এখানে রাজনন্দিনী পাল, ঋষভ বসু, উষসী রায়কে দেখা গিয়েছে মূল চরিত্রে
দেখতে পারেন ‘টুরু লাভ’ সিরিজটিও। গল্পের নায়কের সঙ্গে একটি মেয়ের বিয়ে ঠিক হয়। গল্পের নায়ক অরিত্র মনে করে যে সে তার জীবনের সত্যিকারের ভালবাসা খুঁজে পেয়েছে। কিন্তু নানা কারণে সেই মেয়েটি জানতে পারে ছেলেটি বাবার উপর নির্ভরশীল। তখন সেই মেয়েটি তাঁকে তাকে শর্ত দেয়। অন্যদিকে, নায়কের জীবনে আসে আরও একটি মেয়ে। সে নানা ভাবে সাহায্য করতে থাকে ছেলেটিকে। এক সুতোয় বাঁধা পড়ে যায় তাঁদের জীবন। তারপর কী হবে? তা জানতে হলে দেখতে হবে টুরু লাভ। এখানে রাজনন্দিনী পাল, ঋষভ বসু, উষসী রায়কে দেখা গিয়েছে মূল চরিত্রে।
এছাড়া দেখতে পারেন 'পাঁচফোড়ন'। এই সিরিজের দুটি সিজন রয়েছে। প্রতিটি সিজনে ৫ টি করে গল্প দেখানো হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান, সিয়াম আহমেদ, কৃত্তিকা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরভ চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য বন্দোপাধ্যায়-সহ বহু তারকাকে দেখা গিয়েছে।
এছাড়া দেখতে পারেন ‘পাঁচফোড়ন’। এই সিরিজের দুটি সিজন রয়েছে। প্রতিটি সিজনে ৫ টি করে গল্প দেখানো হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান, সিয়াম আহমেদ, কৃত্তিকা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরভ চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য বন্দোপাধ্যায়-সহ বহু তারকাকে দেখা গিয়েছে।
এছাড়া দেখতে পারেন 'সুন্দরবনের বিদ্যাসাগর'। সুন্দরবনের বিধবাদের নিয়ে ব্যবসা ফেঁদে বসেছে একদল ক্ষমতাশালী লোক। সেখানেই এসে পড়ে একটি ছেলে, সেও এক বিধবার প্রেমে পড়ে যায়। তাঁদের দুর্দশার কথা জানতে পেরে, তাঁদের হয়ে লড়াই শুরু করে। ঋদ্ধি সেন, উষসী রায় রয়েছেন মুখ্য ভূমিকায়।
এছাড়া দেখতে পারেন ‘সুন্দরবনের বিদ্যাসাগর’। সুন্দরবনের বিধবাদের নিয়ে ব্যবসা ফেঁদে বসেছে একদল ক্ষমতাশালী লোক। সেখানেই এসে পড়ে একটি ছেলে, সেও এক বিধবার প্রেমে পড়ে যায়। তাঁদের দুর্দশার কথা জানতে পেরে, তাঁদের হয়ে লড়াই শুরু করে। ঋদ্ধি সেন, উষসী রায় রয়েছেন মুখ্য ভূমিকায়।
দেখতে পারেন 'দুজনে'। সিরিজে শ্রাবন্তী চট্টপাধ্যায় ও সোহম চক্রবর্তীর সেই পুরোনো জুটিকে আবার খুঁজে পাবেন।
দেখতে পারেন ‘দুজনে’। সিরিজে শ্রাবন্তী চট্টপাধ্যায় ও সোহম চক্রবর্তীর সেই পুরোনো জুটিকে আবার খুঁজে পাবেন।
আরও একটি রোম্যান্টিক সিরিজ হল শ্রীকান্ত। শ্রীকান্ত, একজন তরুণ টেক্সটাইল ডিজাইনার। সে পিয়ালীর প্রেমে পড়ে। পড়ে জানতে পারে সেই তাঁদের গ্রামের রাজলক্ষী। কৈশোরে তাঁর প্রেমে পড়েছিল শ্রীকান্ত। কিন্তু আসলে পিয়ালী কে? কেনই বা রাজলক্ষ্মী থেকে সে হয়ে ওঠে পিয়ালী। তাঁদের সম্পর্কের পরিণতি বা কী? সবটা নিয়ে জমজমাট এই সিরিজ দেখতে পারেন মনের মানুষের সঙ্গে।
আরও একটি রোম্যান্টিক সিরিজ হল শ্রীকান্ত। শ্রীকান্ত, একজন তরুণ টেক্সটাইল ডিজাইনার। সে পিয়ালীর প্রেমে পড়ে। পড়ে জানতে পারে সেই তাঁদের গ্রামের রাজলক্ষী। কৈশোরে তাঁর প্রেমে পড়েছিল শ্রীকান্ত। কিন্তু আসলে পিয়ালী কে? কেনই বা রাজলক্ষ্মী থেকে সে হয়ে ওঠে পিয়ালী। তাঁদের সম্পর্কের পরিণতি বা কী? সবটা নিয়ে জমজমাট এই সিরিজ দেখতে পারেন মনের মানুষের সঙ্গে।

Saraswati Puja 2024: টলিপাড়ায় উৎসবের মেজাজ! দেব-শুভশ্রী থেকে ঋতুপর্ণা, সেলেবরা মেতে উঠেছিলেন সরস্বতী বন্দনায়, রইল ছবি

টলিপাড়ায় আজ উৎসবের মেজাজে। রাজনন্দিনী থেকে সোহাম, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ  সেলেবেরা মেতে উঠেছিলেন বাগদেবীর আরাধনায়।
টলিপাড়ায় আজ উৎসবের মেজাজে। রাজনন্দিনী থেকে সোহাম, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ  সেলেবেরা মেতে উঠেছিলেন বাগদেবীর আরাধনায়।
শ্যুটিং-এর ব্যস্ততা থেকে বিরতি নিয়ে লেক গার্ডেনসে নিজের বাড়িতে সরস্বতী পুজো করলেন অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত। হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। প্রতিবারের তুলনায় এবারের পুজোর আড়ম্বর একটু কম ছিল। শাশুড়ি অসুস্থ থাকায় ঋতুপর্ণা বড় করে সরস্বতী পুজো উদযাপন করতে পারেননি।
শ্যুটিং-এর ব্যস্ততা থেকে বিরতি নিয়ে লেক গার্ডেনসে নিজের বাড়িতে সরস্বতী পুজো করলেন অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত। হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। প্রতিবারের তুলনায় এবারের পুজোর আড়ম্বর একটু কম ছিল। শাশুড়ি অসুস্থ থাকায় ঋতুপর্ণা বড় করে সরস্বতী পুজো উদযাপন করতে পারেননি।
নিজের প্রোডাকশন হাউজের অফিসে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে জমজমাট অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর সরস্বতী পুজো। সোহমের বক্তব্য এখন তিনি শুধু নিজের জন্য নন দুই ছেলের জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করেন। তিনি যেহেতু রাজনীতিবিদ তাই চান সকল মানুষ যেন ভাল থাকেন।
নিজের প্রোডাকশন হাউজের অফিসে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে জমজমাট অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর সরস্বতী পুজো। সোহমের বক্তব্য এখন তিনি শুধু নিজের জন্য নন দুই ছেলের জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করেন। তিনি যেহেতু রাজনীতিবিদ তাই চান সকল মানুষ যেন ভাল থাকেন।
প্রতিবছরের মতো এবারও নিজের অফিসে সাড়ম্বরে সরস্বতী পুজো করলেন অভিনেতা দেব। চলচ্চিত্র জগতের অনেকেই উপস্থিত ছিলেন তাঁর অফিসে। সামনেই শুরু হবে খাদানের শ্যুটিং সেই নিয়ে মা সরস্বতীর কাছে বিশেষ প্রার্থনা করেন দেব।
প্রতিবছরের মতো এবারও নিজের অফিসে সাড়ম্বরে সরস্বতী পুজো করলেন অভিনেতা দেব। চলচ্চিত্র জগতের অনেকেই উপস্থিত ছিলেন তাঁর অফিসে। সামনেই শুরু হবে খাদানের শ্যুটিং সেই নিয়ে মা সরস্বতীর কাছে বিশেষ প্রার্থনা করেন দেব।
এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়, ইধিকা পাল, সৌমিতৃষা কুন্ডু, ইশা সাহা, সৃজা দত্ত সকলেই দেবের অফিসের সরস্বতী পুজোয় এসেছিলেন।
এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়, ইধিকা পাল, সৌমিতৃষা কুন্ডু, ইশা সাহা, সৃজা দত্ত সকলেই দেবের অফিসের সরস্বতী পুজোয় এসেছিলেন।
ইন্দ্রানী দত্ত ও তাঁর মেয়ে রাজনন্দিনী পাল তাঁদের গলফ ক্লাব রোডের বাড়িতে সাড়ম্বরে দেবী সরস্বতী পুজো উদযাপন করেন। হাজির ছিলেন ইন্দ্রানী দত্তের নাচের স্কুলের ছাত্রীরাও। রাজনন্দিনী এদিন গানও গেয়েছেন।
ইন্দ্রানী দত্ত ও তাঁর মেয়ে রাজনন্দিনী পাল তাঁদের গলফ ক্লাব রোডের বাড়িতে সাড়ম্বরে দেবী সরস্বতী পুজো উদযাপন করেন। হাজির ছিলেন ইন্দ্রানী দত্তের নাচের স্কুলের ছাত্রীরাও। রাজনন্দিনী এদিন গানও গেয়েছেন।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও মেতে উঠেছিলেন বাগদেবীর আরাধনায়।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও মেতে উঠেছিলেন বাগদেবীর আরাধনায়।

Saraswati Puja 2024: কলকাতায় সরস্বতী পুজোয় মাতলেন রাখি গুলজার, নিজে হাতে খাওয়ালেন অতিথিদের

আজ সরস্বতী পুজো। সারা শহর মেতেছে বাগদেবীর আরাধনায়। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলে মেতেছে পুজোয়।
আজ সরস্বতী পুজো। সারা শহর মেতেছে বাগদেবীর আরাধনায়। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলে মেতেছে পুজোয়।
বলি তারকা, বাঙালি অভিনেত্রী রাখি গুলজারও মেতেছে সেই অনুষ্ঠানে। অভিনেত্রী শ্রুতি দাস সেই ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়াতে।
বলি তারকা, বাঙালি অভিনেত্রী রাখি গুলজারও মেতেছে সেই অনুষ্ঠানে। অভিনেত্রী শ্রুতি দাস সেই ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়াতে।
সম্প্রতি,  শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’-এর শ্যুটিং-এ কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রাখি গুলজারকে দেখা যাবে।
সম্প্রতি, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’-এর শ্যুটিং-এ কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রাখি গুলজারকে দেখা যাবে।
তিনি ছবি শেয়ার করে লিখেছেন,‘ এই বিশেষ দিনে আমার আর কি চাই, বিশ্বকে ধন্যবাদ’
তিনি ছবি শেয়ার করে লিখেছেন,‘ এই বিশেষ দিনে আমার আর কি চাই, বিশ্বকে ধন্যবাদ’
‘আমার বস’-ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্রের, শ্রুতি দাসের মতো টলিউডের একাধিক শিল্পী।
‘আমার বস’-ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্রের, শ্রুতি দাসের মতো টলিউডের একাধিক শিল্পী।
‘আমার বস’-ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্রের, শ্রুতি দাসের মতো টলিউডের একাধিক শিল্পী।

 

Saraswati Puja 2024:  সংস্কৃত শিক্ষিকার হাতেই পুজো হল মা সরস্বতীর! স্কুলে এক অন্য ছবি! দেখুন ভিডিও

কলকাতা: হিন্দু ধর্ম মতে দেবী সরস্বতী বিদ্যার দেবী। দেবী সরস্বতী শিক্ষার আলো বিতরণ করেন, তাই তার হাতে দেখা যায় বই। ছাত্রছাত্রীদের কাছে মাতা সরস্বতী বিদ‍্যার দেবী। সরস্বতী পূজা যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, একটি প্রাণবন্ত এবং আনন্দের উৎসব যা সারা ভারত জুড়ে পালিত হয় বিদ্যা, সঙ্গীত, শিল্পকলা এবং জ্ঞানের দেবী সরস্বতীকে সম্মান জানাতে আয়োজন করা হয় । সরস্বতী পুজোর দিন অভিনভ পন্থা নজির তৈরি গড়লেন গড়ফা ডি এন এম গার্লস হাই স্কুল।

পুরোহিত নয় এই স্কুলের সংস্কৃতি শিক্ষকা বসন্তী পঞ্চমীতে পুজো করলেন আর সাহায্য করলেন অনান্য শিক্ষিকারাই। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ওই শিক্ষিকা পুজো করলেন। যা দেখে আপ্লুত প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অনন্য শিক্ষকা ও ছাত্রীরা। রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতি বছর পুরোহিত দিয়েই সরস্বতী পুজো করানো হয় এই স্কুলে ৷ স্কুল কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল আগামী বছর থেকে নিজেরাই এই পুজো করানোর ৷

আরও পড়ুন:  বদলাচ্ছে আবহাওয়া! জল বসন্ত-গুটি বসন্ত থেকে সাবধান! পক্স হলে আমিষ না নিরামিষ খাবেন? জানুন চিকিৎসকের মত

যা বিভিন্ন ক্ষেত্রে মহিলা পুরোহিত দিয়ে যদি বিয়ে কাজ সম্পন্ন করা যায় তাহলে কেন স্কুলের এই পুজোর স্কুলের শিক্ষিকারা করতে পারবেন না তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।তাই আমাদের সংস্কৃতির শিক্ষিকা সেই দায়িত্ব পালন করলেন। আগামীদিনেও আমরাই নিজেরাই পুজো করব। এদিন মূল পুজো করেন সংস্কৃত বিভাগের অর্পিতা বৈদ্য তিনি বলেন আমি সংস্কৃতের শিক্ষিকা ফলে সংস্কৃত শ্লোকে আমার জানাই ছিল এবং আমরা বাকি শিক্ষিকা মিলে এই পুজো সাহায্য করে। পড়ুয়ারাও যথেষ্ট উৎসাহ পেয়েছে পুরো বিষয়টিতে।

সুমন সাহা

Saraswati Puja 2024: কী করবেন, কী করবেন না বলে দিচ্ছেন দেবী সরস্বতী

শিলিগুড়ি: সরস্বতী পুজোর থিমে সমাজ সচেতনতার বার্তা। নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা থেকে দূর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, শিশুশ্রম রোধ থেকে সবুজ বাঁচানোর শপথ— সরস্বতী পুজোর থিমে উঠে এল এমনই বেশ কিছু সামাজিক বার্তা। শিলিগুড়ি শহরের হাতিয়াডাঙা এলাকার সরস্বতী পুজোর থিমে উঠে এসেছে নানা সামাজিক বার্তা। উদ্যোক্তাদের মতে, পুজো দেখতে অনেকে আসেন। তাই এইভাবে সামাজিক বার্তা তুলে ধরলে তা মানুষের মধ্যে অনেক বেশি প্রভাব ফেলবে।

আরও পড়ুন: পারফিউমে বাঁচেন সায়ক! সুগন্ধির বিরল সংগ্রহ বাঙালি যুবকের

এই অভিনব সরস্বতী পুজোর আয়োজন করেছে শিলিগুড়ির সমাজসেবী সংস্থা ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সকালেই খুদেরা শাড়ি, পাঞ্জাবি পরে হাজির হয়ে গিয়েছিল সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। শিশুরা নাটকের মাধ্যমে শিশুশ্রম, বাল্য বিবাহ, একটি গাছ একটি প্রাণ, দূর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে নাটক পরিবেশন করে। সব মিলিয়ে এক অভিনব পুজোর আয়োজন খুদেদের। পুজো দেখতে আসা সমীর চন্দর কথায়, পুজোয় এমন ভাবনা সত্যি অভাবনীয়। একটা সময় ছিল নাটকের মাধ্যমে অনেক বার্তা পৌঁছে দেওয়া হত। বহুদিন পর আবার এরকম ব্যবস্থা দেখে সত্যি আমি আপ্লুত। এওমন পুজো যেন শিলিগুড়ির প্রতিটি জায়গাতেই হয়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সমাজসেবী রাকেশ দত্ত বলেন, এখনও সমাজের সবস্তরে সমান সচেতনতা গড়ে ওঠেনি। ফলে, অনভিপ্রেত কিছু ঘটনা ঘটছে। আমাদের সকলেরই উচিত নিজেরা আরও সচেতন হওয়া। অন্যকেও বেশি করে সচেতন করা।

অনির্বাণ রায়

Saraswati Puja 2024: বাগদেবীর আরাধনায় সুন্দরবনে বারোয়ারি পুজো

উত্তর ২৪ পরগনা: বাগদেবীর আরাধনায় সুন্দরবনে যেন উৎসবের মেজাজ। দুর্গাপুজোর মতই উৎসাহের সঙ্গে ধুমধাম করে পালিত হল সরস্বতী পুজো। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা এবং শিল্পের প্রতীক দেবী সরস্বতী। এদিন ঘরবাড়ি, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রাণবন্ত সজ্জায় সজ্জিত করেন ভক্তরা। এছাড়া পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর মতই প্যান্ডেল করেও করা হয় সরস্বতী পুজো।

আরও পড়ুন: জরায়ুমুখ ক্যান্সার মহামারীর আকার নিয়েছে সুন্দরবনে

শুধুমাত্র দুর্গাপূজো‌ই যে ধুমধাম করে পালিত হয় তা নয়। উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার মামুদপুরে সরস্বতী পুজো উপলক্ষে এলাকায় যেন প্রতিযোগিতার ধুম পড়ে যায়। একাধিক পুজো কমিটির মধ্যে মণ্ডপ সজ্জা, কোথাও রাম মন্দিরের থিমে এলাহি আয়োজনে করা হয়েছে। পুজো কমিটিগুলো যেন অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অথচ এলাকায় একটা সময় মোটে দু-একটা সরস্বতী পুজো হত। ধীরে ধীরে পুজোর সংখ্যা বাড়ে। এভাবেই মামুদপুর এলাকায় সরস্বতী পুজোর চল বাড়তে থাকে। তারপর বছর যত গড়িয়েছে বেড়েছে পুজোর সংখ্যা। এখানে একাধিক মোড়ে বড় করে সরস্বতী পুজো হয়। বড় কয়েকটি ক্লাবের মণ্ডপে থিমের বাহার থাকে, বসে যায় মেলা। মামুদপুর ভাই ভাই সংঘের ক্লাবের বারোয়ারি সরস্বতী পুজোয় প্রান্তিক এলাকার মানুষের মধ্যে সাড়া পড়ে যায়। পাশেই সুন্দরবনের গৌড়েশ্বর নদী। বিসর্জনের দিন এলাকার হাজার হাজার মানুষের ভিড়ে মিলনক্ষেত্র তৈরি হয়। সব মিলিয়ে সুন্দরবন এলাকার মামুদপুরের সরস্বতী পুজোয় এলাকায় দুর্গাপুজোর মতই সাড়া ফেলে।

জুলফিকার মোল্লা

Saraswati Puja 2024: ‘এই’ এটিএম-এ কার্ড পাঞ্চ করলেই মিলবে চকোলেট! কোথায়? রইল হদিশ

হুগলি: চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমী তিথিতে স্কুল, কলেজ, বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় হয়েছে বাগদেবীর আরাধনা। বর্তমান সময় সব কিছুতেই থাকছে থিম। এবার সেই থিমের ছোঁয়া বাগদেবীর আরাধনায় হুগলির বৈদ্যবাটিতেও।

বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বীণাপাণি সংঘের এ বছরের থিম এটিএম মেশিন। সেখানে বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যে ১ টাকা ফেলতে হবে। অন্যদিকে, তার পাশেই রয়েছে এটিএম মেশিন, সেখানে কার্ড ঢোকালেই বেরিয়ে আসবে সেই কয়েন, আর সেই কয়েন আবার এটিএম মেশিনে ঢোকালে এটিএম মেশিনের মধ্য দিয়ে বেরোবে চকলেট।

আরও পড়ুন: পেনসিলের উপর দেবী সরস্বতীর মূর্তি! শিক্ষকের অবাক করা কাণ্ড

এটিএমে স্ক্রিনের মধ্যে রাখা হয়েছে দেবীর মূর্তি। তবে শুধু  ব্যাঙ্ক এবং এটিএম তা রয়েছে তা কিন্তু নয় পুরো থিমটির মধ্যে রয়েছে সমাজ ব্যবস্থার নানা চিত্র অর্থাৎ বাড়ি-ঘর, রাস্তাঘাট, ট্রাফিক কন্ট্রোল সবকিছুই। মহিলা পরিচালিত এই পুজোর অত্যাধুনিক থিম দেখে হতবাক হচ্ছেন অনেকেই।

আরও পড়ুন: শিক্ষিকার হাতেই হল স্কুলের সরস্বতী পুজো! সঙ্গে হাতে খড়িতেও ছিল দারুণ চমক

এক সদস্য বলেন, “আমরা প্রত্যেক বছরই নতুন নতুন থিম করে থাকি এ বছর এই বিষয়টা মাথায় এল, তাই এমনটা করলাম। একটা সমাজ ব্যবস্থায় যা যা থাকা দরকার সবকিছুই আছে এখানে।”

রাহী হালদার

Saraswati Puja 2023: পেনসিলের উপর দেবী সরস্বতীর মূর্তি! শিক্ষকের অবাক করা কাণ্ড

পেনসিলের উপর আট মিলিমিটারের সরস্বতী দেবীর মূর্তি তৈরির মাধ্যমে বাগদেবীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন নবদ্বীপের এক শিল্পী। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
পেনসিলের উপর আট মিলিমিটারের সরস্বতী দেবীর মূর্তি তৈরির মাধ্যমে বাগদেবীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন নবদ্বীপের এক শিল্পী। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
নিজের ইচ্ছে শক্তির উপর ভর করে ফের একবার ভিন্ন ভাবনাকে গুরুত্ব দিয়ে আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করলেন নবদ্বীপের এক অঙ্কন শিক্ষক। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
নিজের ইচ্ছে শক্তির উপর ভর করে ফের একবার ভিন্ন ভাবনাকে গুরুত্ব দিয়ে আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করলেন নবদ্বীপের এক অঙ্কন শিক্ষক। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। বয়স প্রায় ৫৬ বছর। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। বয়স প্রায় ৫৬ বছর। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
এর আগে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন নতুন ভাবনা সামনে নিয়ে এসেছেন। কখনও মুগডালের ওপর, আবার কখনও ধানের ওপর, তো কখনও চক বা চালের ওপর মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু-সহ বিভিন্ন দেবদেবী ও মনিষীদের মূর্তি। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
এর আগে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন নতুন ভাবনা সামনে নিয়ে এসেছেন। কখনও মুগডালের ওপর, আবার কখনও ধানের ওপর, তো কখনও চক বা চালের ওপর মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু-সহ বিভিন্ন দেবদেবী ও মনিষীদের মূর্তি। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
গত ১৫ দিন ধরে দিন-রাত এক করে মাটি, রং দিয়ে আট মিলিমিটার এর দেবী সরস্বতীর মূর্তি ফুটিয়ে তুলেছেন। এই কাজ করে কার্যত আবারও সকলকে তাক লাগিয়েছেন শিল্পী গৌতম সাহা। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
গত ১৫ দিন ধরে দিন-রাত এক করে মাটি, রং দিয়ে আট মিলিমিটার এর দেবী সরস্বতীর মূর্তি ফুটিয়ে তুলেছেন। এই কাজ করে কার্যত আবারও সকলকে তাক লাগিয়েছেন শিল্পী গৌতম সাহা। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
তার এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকেই। তাই বলাই যায় ইচ্ছে শক্তি আর নিজের ওপর ভরসা থাকলে যে সকল কাজই করা সম্ভব তা আবারও প্রমান দিলেন শিল্পী। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
তার এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকেই। তাই বলাই যায় ইচ্ছে শক্তি আর নিজের ওপর ভরসা থাকলে যে সকল কাজই করা সম্ভব তা আবারও প্রমান দিলেন শিল্পী। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)

Abhishek Banerjee Saraswati Puja: স্ত্রী-সন্তানদের নিয়ে বাগদেবীর আরাধনায় অভিষেক, রইল তৃণমূল নেতার বাড়ির পুজোর ছবি

আজ সরস্বতী পুজো। ১৪ ফেব্রুয়ারি, বুধবার সারা বাংলা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। বাদ নেই সেলিব্রিটি থেকে নেতানেত্রীরাও। সেই উৎসবে মাতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ সরস্বতী পুজো। ১৪ ফেব্রুয়ারি, বুধবার সারা বাংলা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। বাদ নেই সেলিব্রিটি থেকে নেতানেত্রীরাও। সেই উৎসবে মাতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নিজের বাড়িতেই ব্যস্ত সরস্বতী পুজোর আয়োজনে। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।
ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নিজের বাড়িতেই ব্যস্ত সরস্বতী পুজোর আয়োজনে। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।
স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় এবং দুই সন্তানের সঙ্গে আয়োজনে মাতেন তিনি। ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় এবং দুই সন্তানের সঙ্গে আয়োজনে মাতেন তিনি। ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে লিখলেন, ‘...এই মানবজীবনের সকল অজ্ঞানতা, অন্ধকারের বিনাশ ঘটে মা প্রজ্ঞাদায়িনীর আশীর্বচনে। প্রাণ, জ্ঞান, বাক্, সঙ্গীত, শিল্পকলা এবং বিদ্যার দেবীর চরণে আজ প্রার্থনা জানালাম।...’
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে লিখলেন, ‘…এই মানবজীবনের সকল অজ্ঞানতা, অন্ধকারের বিনাশ ঘটে মা প্রজ্ঞাদায়িনীর আশীর্বচনে। প্রাণ, জ্ঞান, বাক্, সঙ্গীত, শিল্পকলা এবং বিদ্যার দেবীর চরণে আজ প্রার্থনা জানালাম।…’
এসে পড়েছে লোকসভা নির্বাচন। রাজ্যজুড়ে ঠাসা কর্মসূচির মাঝেও বাঙালির চিরন্তন উৎসবের কথা ভোলেননি অভিষেক।
এসে পড়েছে লোকসভা নির্বাচন। রাজ্যজুড়ে ঠাসা কর্মসূচির মাঝেও বাঙালির চিরন্তন উৎসবের কথা ভোলেননি অভিষেক।