Tag Archives: tea benefits

Belly Fat Loss Tips: পুজোর আগে ছিপছিপে তন্বী চেহারা পেতে রোজ সকাল বিকেল চুমুক দিন এই বিশেষ চায়ে! তলপেট, কোমর থেকে মেদ ঝরতে বাধ্য

আটপৌরে দুধ-চা, কালো চায়ের পাশাপাশি এখন রকমারি চা হাজির হাতের কাছে৷ ইচ্ছেমতো চুমুক দেওয়া যায় পছন্দ অনুযায়ী৷ স্বাদের পাশাপাশি গুণেরও শেষ নেই এই পানীয়গুলির৷
আটপৌরে দুধ-চা, কালো চায়ের পাশাপাশি এখন রকমারি চা হাজির হাতের কাছে৷ ইচ্ছেমতো চুমুক দেওয়া যায় পছন্দ অনুযায়ী৷ স্বাদের পাশাপাশি গুণেরও শেষ নেই এই পানীয়গুলির৷

 

জানেন কি চায়ে চুমুক দিয়ে রোগাও হওয়া যায়! কোন চা খেলে তলপেটের মেদ কমে যাবে, জেনে নিন৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
জানেন কি চায়ে চুমুক দিয়ে রোগাও হওয়া যায়! কোন চা খেলে তলপেটের মেদ কমে যাবে, জেনে নিন৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷

 

ফ্ল্যাভোনয়েড, ক্যাটেচিন্স, অ্যামাইনো অ্যাসিড, পলিফেলন, ভিটামিন, মিনারেলসে ভরপুর গ্রিন টি সাহায্য করে তলপেটের মেদ কমাতে৷ মেটাবলিজম এবং ফ্যাট অক্সিডেশনও বাড়িয়ে তোলে৷
ফ্ল্যাভোনয়েড, ক্যাটেচিন্স, অ্যামাইনো অ্যাসিড, পলিফেলন, ভিটামিন, মিনারেলসে ভরপুর গ্রিন টি সাহায্য করে তলপেটের মেদ কমাতে৷ মেটাবলিজম এবং ফ্যাট অক্সিডেশনও বাড়িয়ে তোলে৷

 

কোমরের অংশ থেকে মেদ ঝরিয়ে দেয় দারচিনির চা৷ মেদ কমানো, মেটাবলিজম বাড়ানো, হজমে সাহায্য-সহ একাধিক উপকারিতা আছে এই পানীয়ের৷
কোমরের অংশ থেকে মেদ ঝরিয়ে দেয় দারচিনির চা৷ মেদ কমানো, মেটাবলিজম বাড়ানো, হজমে সাহায্য-সহ একাধিক উপকারিতা আছে এই পানীয়ের৷

 

কাঁচা হলুদের কারকিউমিন উপকরণে ফ্যাট বার্নিং হয়৷ তলপেটের মেদ কমাতে অবশ্যই চুমুক দিন টারমারিক টি বা হলুদ-চায়ে৷
কাঁচা হলুদের কারকিউমিন উপকরণে ফ্যাট বার্নিং হয়৷ তলপেটের মেদ কমাতে অবশ্যই চুমুক দিন টারমারিক টি বা হলুদ-চায়ে৷

 

মেটাবলিজম বাড়িয়ে শরীরকে বাড়তি মেদ কমাতে সাহায্য করে আদার রস৷ ডাইজেস্টিভ এনজাইম ক্ষরণে সাহায্য করে আদা-চা৷
মেটাবলিজম বাড়িয়ে শরীরকে বাড়তি মেদ কমাতে সাহায্য করে আদার রস৷ ডাইজেস্টিভ এনজাইম ক্ষরণে সাহায্য করে আদা-চা৷

 

স্বাদ ও গুণ বৃদ্ধির জন্য চায়ে দিতে পারেন গোলমরিচ৷ মেটাবলিজম বাড়িয়ে মেদ ঝরাতে সাহায্য করে গোলমরিচ চা৷
স্বাদ ও গুণ বৃদ্ধির জন্য চায়ে দিতে পারেন গোলমরিচ৷ মেটাবলিজম বাড়িয়ে মেদ ঝরাতে সাহায্য করে গোলমরিচ চা৷

Tea: রোজ সকাল-বিকেল চা! জানেন চা খেলে কী কী অপকার হতে পারে শরীরে

নয়াদিল্লি: ভারতে চায়ের প্রচলন অনেক পুরনো। এখানে বেশিরভাগ মানুষই তাঁদের সকাল শুরু করেন চা দিয়ে। ভারতে অনেকেই চায়ের শৌখিন। কিছু মানুষের অবস্থা এমন যে, দিনে চা না খেলে মাথা ব্যথা শুরু হয়। কিন্তু কখন চা পান করা উচিত এবং কখন পান করা উচিত নয় তা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কারণ অসময়ে এবং অকারণে চা পান করা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে, যার পরিণতি আপনাকে সময় থাকতেই ভোগ করতে হয়। কারণ কিছু-কিছুর প্রভাব পরে দেখা যায়। অতএব, সম্ভব হলে, আপনার স্বাস্থ্যের যত্ন নিয়ে, যতটুকু প্রয়োজন ততটুকুই চা খান।

গ্যাসের সমস্যা- খাওয়ার পর চা পান করার অভ্যাস আপনার হজমশক্তির উপর খারাপ প্রভাব ফেলে। চা পান করলে খাবার হজম করতে অসুবিধা হয়। যার কারণে ওই ব্যক্তির গ্যাসের সমস্যা হয়। আসলে, খাবার খাওয়ার পরপরই দুধের সঙ্গে চা পান করলে তা শরীরে উৎপন্ন হজমের অ্যাসিডকে প্রভাবিত করে। যার কারণে খাবার হজম হতে বেশি সময় লাগে।

রক্তচাপ- যাদের BP-এর সমস্যা আছে তাঁদের চা থেকে দূরে থাকা উচিত, কারণ চায়ে উপস্থিত ক্যাফেইনের পরিমাণ একজন ব্যক্তির রক্তচাপ বাড়িয়ে দেয় এবং অনেক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সৃষ্টি করতে পারে। চা পান করতে চাইলে লেবু চা খেতে পারেন।

আয়রনের ঘাটতি- খাওয়ার পর চা পান করলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া থেকে বিরত থাকে। যার কারণে শরীরে আয়রনের ঘাটতি শুরু হয় এবং মানুষের রক্তস্বল্পতার ঝুঁকি বেড়ে যায়।

ঘুমের সমস্যা- অতিরিক্ত চা পান করলেও ঘুম সংক্রান্ত সমস্যা হয়। খাবার খাওয়ার পরপরই চা পান করলে গ্যাস, বদহজম, অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। যার কারণে ব্যক্তির ঘুম ব্যাহত হয় এবং তাকে অনিদ্রার সমস্যায় পড়তে হতে পারে।

Weight Loss Tips: সকালের চায়ে দিন এই দানা! মেশান এই গুঁড়ো! ওজন কমবে ঝড়ের বেগে! ফল পেয়েছেন পুষ্টিবিদ নিজেই

নিজে হাতেনাতে ফল পেয়েছেন ওজন কমানোর ক্ষেত্রে। তার পরই সকলকে সেই টিপস জানিয়েছেন পুষ্টিবিদ খ্যাতি রূপানি।
নিজে হাতেনাতে ফল পেয়েছেন ওজন কমানোর ক্ষেত্রে। তার পরই সকলকে সেই টিপস জানিয়েছেন পুষ্টিবিদ খ্যাতি রূপানি।

 

পুষ্টিবিদ বলেছেন এক বিশেষ চায়ের কথা। তাঁর মতে ওই স্পেশাল চা খেলে দ্রুত ওজন কমবে। তিনি শিখিয়েছেন কী করে বানাবেন ওই চা।
পুষ্টিবিদ বলেছেন এক বিশেষ চায়ের কথা। তাঁর মতে ওই স্পেশাল চা খেলে দ্রুত ওজন কমবে। তিনি শিখিয়েছেন কী করে বানাবেন ওই চা।

 

২ চামচ গোটা বা গুঁড়ো ফ্ল্যাক্সসিড মেশান গরম জলে। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর ছেঁকে নিয়ে লেবুর রস ও দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করুন।
২ চামচ গোটা বা গুঁড়ো ফ্ল্যাক্সসিড মেশান গরম জলে। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর ছেঁকে নিয়ে লেবুর রস ও দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করুন।

 

রূপানির মতে তিনি সকালে খালি পেটে এই পানীয় পান করে উপকার পেয়েছেন তিনি। দ্রুত ওজন কমাতে সাহায্য করেছে তাঁকে।
রূপানির মতে তিনি সকালে খালি পেটে এই পানীয় পান করে উপকার পেয়েছেন তিনি। দ্রুত ওজন কমাতে সাহায্য করেছে তাঁকে।

 

গরমেও এই পানীয় পান করা যাবে। উচ্চ রক্তচাপেও কোনও সমস্যা হবে না বলে মত তাঁর।
গরমেও এই পানীয় পান করা যাবে। উচ্চ রক্তচাপেও কোনও সমস্যা হবে না বলে মত তাঁর।

 

ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে ফাইবার আছে। দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে। এছাড়াও এই দানায় আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। হৃদরোগের সার্বিক সুস্বাস্থ্য ও কোলেস্টেরল কমাতে সাহায্য করবে এই দানা।
ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে ফাইবার আছে। দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে। এছাড়াও এই দানায় আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। হৃদরোগের সার্বিক সুস্বাস্থ্য ও কোলেস্টেরল কমাতে সাহায্য করবে এই দানা।

 

দারচিনিও ওজন কমাতে খুবই কার্যকর। ব্লাড সুগার কমাতেও কার্যকর এই মশলা। দারচিনির অ্যান্টিঅক্সিড্যান্ট ইনফ্লেম্যাশন কমায়। ক্রনিক অসুখের আশঙ্কায় রাশ টানে।
দারচিনিও ওজন কমাতে খুবই কার্যকর। ব্লাড সুগার কমাতেও কার্যকর এই মশলা। দারচিনির অ্যান্টিঅক্সিড্যান্ট ইনফ্লেম্যাশন কমায়। ক্রনিক অসুখের আশঙ্কায় রাশ টানে।

 

লেবুতে প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি। উজ্জ্বল ত্বক এবং রোগ প্রতিরোধ শক্তি অটুট করতে লেবু খুবই উপকারী। ক্যালরি বা শর্করার পরিমাণ না বাড়িয়েই স্বাদ বৃদ্ধি করে লেবুর রস।
লেবুতে প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি। উজ্জ্বল ত্বক এবং রোগ প্রতিরোধ শক্তি অটুট করতে লেবু খুবই উপকারী। ক্যালরি বা শর্করার পরিমাণ না বাড়িয়েই স্বাদ বৃদ্ধি করে লেবুর রস।

 

Tea Benefits: কোলেস্টেরল, হাই-প্রেশার, ডায়াবেটিস দূর হবে! সকালে খান এই চা! বাড়বে আয়ু!

সকালের
সকালের শুরুটা যদি হালকা লাল চা দিয়ে দিন শুরু করা যায় আরাম পাওয়া যায় বেশ। কিন্তু এই পানীয় কি শরীরের জন্য ভাল? না কি রোজ চা খেলে ক্ষতি হতে পারে শরীরের? চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, “হার্টের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের জন্য বেশ কার্যকর এই চা। সকালে এক কাপ লাল চা নানা ভাবে যত্ন নেয় হৃদ্‌যন্ত্রের। সঙ্গে গলাব্যথা, সর্দি, কাশি কমতে যথেষ্ট উপকারী লাল চা। এই পানীয়তে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপার্টিজ সহ এমন কিছু উপাদান, যা লাং, প্রস্টেট, কলোরেকটাল, ব্লাডার, ওরাল এবং ওভারিয়ান ক্যানসারকে দূরে রাখতে সাহায্য করে।
তথ্য – সুস্মিতা গোস্বামী
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত লাল চা পান শরীরের জন্য উপকারী। এতে কোলেস্টেরল, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটুকু হ্রাস পায়৷ তথ্য - সুস্মিতা গোস্বামী
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত লাল চা পান শরীরের জন্য উপকারী। এতে কোলেস্টেরল, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটুকু হ্রাস পায়৷
তথ্য – সুস্মিতা গোস্বামী
লাল চায়ে থিয়োফিলাইন নামে একটি উপাদান থাকায় এই চা খেলে সহজেই শরীরে ক্লান্তি দূর করার পাশপাশি হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে শরীর চাঙ্গা করে। তথ্য - সুস্মিতা গোস্বামী
লাল চায়ে থিয়োফিলাইন নামে একটি উপাদান থাকায় এই চা খেলে সহজেই শরীরে ক্লান্তি দূর করার পাশপাশি হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে শরীর চাঙ্গা করে।
তথ্য – সুস্মিতা গোস্বামী
নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট আছে এই পানীয়তে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং শরীর আর্দ্র রাখতে সাহায্য করে লাল চা। তথ্য - সুস্মিতা গোস্বামী
নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট আছে এই পানীয়তে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং শরীর আর্দ্র রাখতে সাহায্য করে লাল চা।
তথ্য – সুস্মিতা গোস্বামী
লাল চায়ে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরের যে কোনও অংশে ম্যালিগনেন্ট টিউমারের বৃদ্ধি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তথ্য - সুস্মিতা গোস্বামী
লাল চায়ে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরের যে কোনও অংশে ম্যালিগনেন্ট টিউমারের বৃদ্ধি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তথ্য – সুস্মিতা গোস্বামী
খালি পেটে লাল চা খেলে অনেক সময় অস্বস্তি মনে করছেন! তবে এই ধারণা ভুল। লাল চা খালি পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া তাড়াতে সাহায্য করে। খাদ্যনালীতে জমে থাকা ব্যাকটেরিয়াকে খুব সহজেই কুপোকাত করে দিতে পারে এই পানীয়। তথ্য - সুস্মিতা গোস্বামী
খালি পেটে লাল চা খেলে অনেক সময় অস্বস্তি মনে করছেন! তবে এই ধারণা ভুল। লাল চা খালি পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া তাড়াতে সাহায্য করে। খাদ্যনালীতে জমে থাকা ব্যাকটেরিয়াকে খুব সহজেই কুপোকাত করে দিতে পারে এই পানীয়।
তথ্য – সুস্মিতা গোস্বামী