Tag Archives: Yoga

Health Tips: খবরদার! জিম বা ব‍্যায়াম করার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার, সর্বনাশ হয়ে যাবে

আমাদের সামগ্রিক স্বাস্থ্য কেমন হবে তা নির্ভর করে আমরা কতটা ব্যায়াম করি এবং কী ধরনের খাদ্য গ্রহণ করি। সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই মর্নিং ওয়াক বা জিমে ঘাম ঝরাতে পছন্দ করেন।
আমাদের সামগ্রিক স্বাস্থ্য কেমন হবে তা নির্ভর করে আমরা কতটা ব্যায়াম করি এবং কী ধরনের খাদ্য গ্রহণ করি। সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই মর্নিং ওয়াক বা জিমে ঘাম ঝরাতে পছন্দ করেন।
কিন্তু এরপর সকালের খাবার খাওয়াতে  কিছু ভুল করলে পুরো পরিশ্রম বৃথা যেতে পারে। বিখ্যাত ডায়েটিশিয়ান আয়ুশি যাদব জানালেন ওয়ার্কআউটের পর কী খাওয়া উচিত নয়-
কিন্তু এরপর সকালের খাবার খাওয়াতে কিছু ভুল করলে পুরো পরিশ্রম বৃথা যেতে পারে। বিখ্যাত ডায়েটিশিয়ান আয়ুশি যাদব জানালেন ওয়ার্কআউটের পর কী খাওয়া উচিত নয়-
১. ভাজা খাবারভাজা খাবারে অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে, যা পুষ্টির শোষণকে ধীর করে দিতে পারে, তাই ভাজা খাবার এড়িয়ে যাওয়া এবং তার পরিবর্তে গ্রিলড চিকেন বা মাছ বেছে নেওয়াই ভাল। আপনি যদি চান, আপনি ওয়ার্কআউট-পরবর্তী খাবার হিসাবে উদ্ভিদ-ভিত্তিক স্বাস্থ্যকর প্রোটিন খেতে পারেন।
১. ভাজা খাবার
ভাজা খাবারে অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে, যা পুষ্টির শোষণকে ধীর করে দিতে পারে, তাই ভাজা খাবার এড়িয়ে যাওয়া এবং তার পরিবর্তে গ্রিলড চিকেন বা মাছ বেছে নেওয়াই ভাল। আপনি যদি চান, আপনি ওয়ার্কআউট-পরবর্তী খাবার হিসাবে উদ্ভিদ-ভিত্তিক স্বাস্থ্যকর প্রোটিন খেতে পারেন।
২. মশলাদার জিনিস

উচ্চ মশলাযুক্ত খাবার অবশ্যই আমাদের স্বাদ সন্তুষ্ট করে, তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি মোটেও ভাল নয়। আপনি যদি ওয়ার্কআউটের পরে এটি গ্রহণ করেন তবে এটি হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া বুকজ্বালার সমস‍্যাও হতে পারে। মশলায় খাবার বেশি সেদ্ধ হলে তার পুষ্টিগুণও নষ্ট হতে শুরু করে। বেশি মশলাদার নয় এমন জিনিস খাওয়াই ভাল।

২. মশলাদার জিনিস
উচ্চ মশলাযুক্ত খাবার অবশ্যই আমাদের স্বাদ সন্তুষ্ট করে, তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি মোটেও ভাল নয়। আপনি যদি ওয়ার্কআউটের পরে এটি গ্রহণ করেন তবে এটি হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া বুকজ্বালার সমস‍্যাও হতে পারে। মশলায় খাবার বেশি সেদ্ধ হলে তার পুষ্টিগুণও নষ্ট হতে শুরু করে। বেশি মশলাদার নয় এমন জিনিস খাওয়াই ভাল।
৩. মিষ্টি খাবারমিষ্টি জিনিস আমাদের অনেক আকর্ষণ করে, বিশেষ করে আমরা মিষ্টি, কোল্ড ড্রিংকস, আইসক্রিম এবং পুডিং খেতে পছন্দ করি, কিন্তু আমরা যদি ওয়ার্কআউটের পরপরই এগুলো খাই, তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে। ব্যায়ামের মাধ্যমে আপনি যে ক্যালোরি কমিয়েছেন।
৩. মিষ্টি খাবার
মিষ্টি জিনিস আমাদের অনেক আকর্ষণ করে, বিশেষ করে আমরা মিষ্টি, কোল্ড ড্রিংকস, আইসক্রিম এবং পুডিং খেতে পছন্দ করি, কিন্তু আমরা যদি ওয়ার্কআউটের পরপরই এগুলো খাই, তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে। ব্যায়ামের মাধ্যমে আপনি যে ক্যালোরি কমিয়েছেন।
৪. অ্যালকোহলঅ্যালকোহল সর্বদা স্বাস্থ্যের শত্রু, তবে আপনি যদি ব্যায়ামের পরে এটি পান করেন তবে এটি ডিহাইড্রেশনের কারণ হতে পারে এবং পেশীগুলির মেরামত করা কঠিন করে তোলে। এটি হার্টের জন্যও ক্ষতিকর। জল, ভেষজ চা এবং ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পানীয় গ্রহণ করা ভাল।
৪. অ্যালকোহল
অ্যালকোহল সর্বদা স্বাস্থ্যের শত্রু, তবে আপনি যদি ব্যায়ামের পরে এটি পান করেন তবে এটি ডিহাইড্রেশনের কারণ হতে পারে এবং পেশীগুলির মেরামত করা কঠিন করে তোলে। এটি হার্টের জন্যও ক্ষতিকর। জল, ভেষজ চা এবং ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পানীয় গ্রহণ করা ভাল।
৫. কাঁচা সবজিকাঁচা শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ব্যায়ামের পরে খাওয়া হলে পেট ফাঁপা হতে পারে। রান্না করা সবজি সহজে হজম হয়। এমনকি ভাপানো সবজিও ঠিক আছে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
৫. কাঁচা সবজি
কাঁচা শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ব্যায়ামের পরে খাওয়া হলে পেট ফাঁপা হতে পারে। রান্না করা সবজি সহজে হজম হয়। এমনকি ভাপানো সবজিও ঠিক আছে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Yoga Promotion: চাকরি ছেড়ে ভারতীয় যোগের প্রচার! পায়ে হেঁটে ১২,০০০ কিলোমিটার পথ পাড়ি কন্নড় যুবকের

নিজস্ব প্রতিবেদন: রীতিমতো সারা ফেলে দেওয়ার মত ঘটনা। বছর ৩০ এর কৃষ্ণ নায়ক চাকরি ছেড়ে দিয়ে দেশ ভ্রমণে বেড়িয়েছেন। কর্ণাটক থেকে ১২,০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অসমের তিনসুকিয়া এসে পৌঁছেছেন!

মহীশূরের বাসিন্দা কৃষ্ণ নায়ক। চাকরি ছেড়ে যোগব্যায়াম প্রচারের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণের পাশাপাশি ভুটান, নেপালের মত প্রতিবেশী দেশগুলিতেও পায়ে হেঁটেই যাচ্ছেন।

আর‌ও পড়ুন: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ

১৬ মাসে ১২০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন এই যুবক। জাতীয় পতাকা নিয়ে পথে বেরিয়ে পড়েছেন এই কন্নড় যুবক। সেইসঙ্গে প্রয়োজনীয় জিনিস ভর্তি ব্যাগ পিঠে নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেনা ব্যারাক এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে যাচ্ছেন।

কৃষ্ণ নায়ক পেশায় যোগ শিক্ষক। বহু বছর ধরে ছাত্রদের যোগব্যায়াম শেখাচ্ছেন। শরীর সুস্থ রাখার পাশাপাশি পরিবেশের স্বাস্থ্য নিয়েও চিন্তিত তিনি। মানুষের মধ্যে যোগব্যায়াম নিয়ে সচেতনতা বাড়াতেই চাকরি ছেড়ে তিনি এইভাবে পথে নেমে এসেছেন বলে জানান। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে যথেষ্ট ভাল সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন কর্নাটকের এই যুবক।

Yoga for Weight Loss: কড়া ডায়েট-ঘড়ি ধরে জিম বড্ড কঠিন, থলথলে শরীরকে শেপে ফেরাতে যোগাই ভরসা! রইল ৪ সহজ সমাধান

বলিউড তারকাদের মতো সুন্দর ফিগার পেতে কেনা চায়? তবে বলিউডের নায়িকাদের মতো সুন্দর ফিগার পেতে আপনাকে রোজ করতে হবে যোগাসন। কোনও যোগাসন করলে সুন্দর ফিগার পাবেন জানেন কি? এ ব্যাপারে যোগা এক্সপার্ট গোপাল সাহা জানান, যোগব্যায়াম শুধু শরীরচর্চায় নয় এটি সুস্থ থাকার চাবিকাঠি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বলিউড তারকাদের মতো সুন্দর ফিগার পেতে কেনা চায়? তবে বলিউডের নায়িকাদের মতো সুন্দর ফিগার পেতে আপনাকে রোজ করতে হবে যোগাসন। কোনও যোগাসন করলে সুন্দর ফিগার পাবেন জানেন কি? এ ব্যাপারে যোগা এক্সপার্ট গোপাল সাহা জানান, যোগব্যায়াম শুধু শরীরচর্চায় নয় এটি সুস্থ থাকার চাবিকাঠি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
টিভি নায়িকাদের মতো শরীর পেতে আপনাকে সামান্য কিছু যোগা প্রতিদিন করতে হবে। আমাদের দেশে অনেকেই আছেন যাদের সারা শরীর ফিট এবং স্লিম কিন্তু পেটের এক্সট্রা থলথলে ভাবটা কীভাবে লুকাবেন তা ভেবেই কূল পান না।
টিভি নায়িকাদের মতো শরীর পেতে আপনাকে সামান্য কিছু যোগা প্রতিদিন করতে হবে। আমাদের দেশে অনেকেই আছেন যাদের সারা শরীর ফিট এবং স্লিম কিন্তু পেটের এক্সট্রা থলথলে ভাবটা কীভাবে লুকাবেন তা ভেবেই কূল পান না।
আসলে শরীরের কোনও নির্দিষ্ট অংশ থেকে মেদ দূর করা আর শেপ করার জন্য চাই স্পেশাল টারগেটেড এক্সারসাইজ। তা হতে পারে হেভি জিম ওয়ার্কআউট অথবা হালকা ফ্রিহ্যান্ড এক্সারসাইজ নয়তো যোগব্যায়াম।
আসলে শরীরের কোনও নির্দিষ্ট অংশ থেকে মেদ দূর করা আর শেপ করার জন্য চাই স্পেশাল টারগেটেড এক্সারসাইজ। তা হতে পারে হেভি জিম ওয়ার্কআউট অথবা হালকা ফ্রিহ্যান্ড এক্সারসাইজ নয়তো যোগব্যায়াম।
এই কিছু যোগাসন আপনি রোজ প্র্যাকটিস করলে পাবেন স্লিম, সমতল অ্যাবস এবং দেখতে না দেখতেই কোমর থেকে ঝরে যাবে কয়েক ইঞ্চি চর্বি। মেদহীন ও আকর্ষণীয় শরীর পেতে আপনাকে করতে হবে এই‌ যোগ ব্যায়ামগুলি।‌
এই কিছু যোগাসন আপনি রোজ প্র্যাকটিস করলে পাবেন স্লিম, সমতল অ্যাবস এবং দেখতে না দেখতেই কোমর থেকে ঝরে যাবে কয়েক ইঞ্চি চর্বি। মেদহীন ও আকর্ষণীয় শরীর পেতে আপনাকে করতে হবে এই‌ যোগ ব্যায়ামগুলি।‌
১) ধনুরাসন (The bow pose) এই আসন আপনার পেটের ডিপসেট মাসলের উপর প্রেসার দেবে এবং ফ্যাট ঝরিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আপনার অন্ত্র, গলব্লাডার ও অগ্নাশয়ের ক্ষরণে সাহায্য করে হজম প্রক্রিয়া ভালোভাবে চালাবে। পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন। এবার দুই পা কিছুটা ফাঁকা করে হাঁটু ভেঙে পা যতটা পারেন উপরে তুলুন। দুই হাত দিয়ে শক্ত করে দুই গোড়ালির কাছে চেপে ধরুন। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত দিয়ে টেনে পা যত পারেন উপরে তুলুন। এর সাথে সাথে আপনার পুরো ঊর্ধ্বাঙ্গ মেঝে থেকে উপরে উঠে আসতে দিন। এভাবেই প্রায় ৫ সেকেন্ড থাকুন। তারপর আস্তে আস্তে হাত ছেড়ে দিয়ে আবার আগের পজিশনে চলে যান। রোজ ৫-১০ বার এই আসনটি করুন।
১) ধনুরাসন (The bow pose) এই আসন আপনার পেটের ডিপসেট মাসলের উপর প্রেসার দেবে এবং ফ্যাট ঝরিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আপনার অন্ত্র, গলব্লাডার ও অগ্নাশয়ের ক্ষরণে সাহায্য করে হজম প্রক্রিয়া ভালোভাবে চালাবে। পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন। এবার দুই পা কিছুটা ফাঁকা করে হাঁটু ভেঙে পা যতটা পারেন উপরে তুলুন। দুই হাত দিয়ে শক্ত করে দুই গোড়ালির কাছে চেপে ধরুন। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত দিয়ে টেনে পা যত পারেন উপরে তুলুন। এর সাথে সাথে আপনার পুরো ঊর্ধ্বাঙ্গ মেঝে থেকে উপরে উঠে আসতে দিন। এভাবেই প্রায় ৫ সেকেন্ড থাকুন। তারপর আস্তে আস্তে হাত ছেড়ে দিয়ে আবার আগের পজিশনে চলে যান। রোজ ৫-১০ বার এই আসনটি করুন।
২) নবাসন (The boat pose) এই আসন আপনার অ্যাবডমিনাল (Abdominal) আর লোয়ার ব্যাক মাসল কে শক্তিশালী করে। এতে করে সহজেই পেট ঝুলে পড়ে না।এই আসন করতে প্রথমেই১) দুই পা সোজা করে একত্রে মিলিয়ে বসুন। ২) এবার দুই পা একসাথে যতটুকু পারেন উপরে তোলার চেষ্টা করুন। হাত দিয়ে মেঝে ছোঁবেন না। ব্যালেন্স রাখুন। ৩) প্রথমে এই আসন পারফেক্টলি করতে পারবেন না। তাই পা যত পারেন তুলে কয়েক সেকেন্ড এভাবে থেকে আবার আগের পজিশনে ফেরত আসুন। ৪) আস্তে আস্তে প্রতিবার পা আরো উপরে তোলার চেষ্টা করুন। মেদহীন ও আকর্ষণীয় কোমর পেতে রোজ ৫বার এই আসন টি করুন।
২) নবাসন (The boat pose) এই আসন আপনার অ্যাবডমিনাল (Abdominal) আর লোয়ার ব্যাক মাসল কে শক্তিশালী করে। এতে করে সহজেই পেট ঝুলে পড়ে না।এই আসন করতে প্রথমেই১) দুই পা সোজা করে একত্রে মিলিয়ে বসুন। ২) এবার দুই পা একসাথে যতটুকু পারেন উপরে তোলার চেষ্টা করুন। হাত দিয়ে মেঝে ছোঁবেন না। ব্যালেন্স রাখুন। ৩) প্রথমে এই আসন পারফেক্টলি করতে পারবেন না। তাই পা যত পারেন তুলে কয়েক সেকেন্ড এভাবে থেকে আবার আগের পজিশনে ফেরত আসুন। ৪) আস্তে আস্তে প্রতিবার পা আরো উপরে তোলার চেষ্টা করুন। মেদহীন ও আকর্ষণীয় কোমর পেতে রোজ ৫বার এই আসন টি করুন।
৩) সেতুবন্ধ সরবাসন (The bridge pose): মেদহীন ও আকর্ষণীয় কোমর এই আসনটি আপনার হার্ট, কাঁধ, মেরুদণ্ড আর অ্যাবডোমেন সব অংশের জন্যই সমান উপকারী। এটা আপনার মেটাবোলিজমের হার বাড়াতেও সাহায্য করে।এই আসন করতে প্রথমে১) চিৎ হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার হাঁটু ভেঙে পায়ের পাতা ছবির মতো করে মেঝেতে ছোঁয়ান। ২) শ্বাস ছাড়তে ছাড়তে আপনার কোমর এবং পিঠ আস্তে আস্তে মেঝে থেকে তুলে ফেলুন। ৩) মনে রাখবেন, আপনার থুঁতনি যেন আপনার বুক ছুঁয়ে থাকে এবং আপনার হাতের পাতা যেন মেঝেতে সমান ভাবে লেগে থাকে। ৪) পুরো এক মিনিট এভাবে থাকুন তারপর ধীর শ্বাস প্রশ্বাসের সাথে শরীর আবার মেঝেতে নামিয়ে আনুন।
৩) সেতুবন্ধ সরবাসন (The bridge pose): মেদহীন ও আকর্ষণীয় কোমর এই আসনটি আপনার হার্ট, কাঁধ, মেরুদণ্ড আর অ্যাবডোমেন সব অংশের জন্যই সমান উপকারী। এটা আপনার মেটাবোলিজমের হার বাড়াতেও সাহায্য করে।এই আসন করতে প্রথমে১) চিৎ হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার হাঁটু ভেঙে পায়ের পাতা ছবির মতো করে মেঝেতে ছোঁয়ান। ২) শ্বাস ছাড়তে ছাড়তে আপনার কোমর এবং পিঠ আস্তে আস্তে মেঝে থেকে তুলে ফেলুন। ৩) মনে রাখবেন, আপনার থুঁতনি যেন আপনার বুক ছুঁয়ে থাকে এবং আপনার হাতের পাতা যেন মেঝেতে সমান ভাবে লেগে থাকে। ৪) পুরো এক মিনিট এভাবে থাকুন তারপর ধীর শ্বাস প্রশ্বাসের সাথে শরীর আবার মেঝেতে নামিয়ে আনুন।
৪) ভুজঙ্গাসন (The snake pose) এই আসন আপনার মেরুদণ্ড, কোমর আর পেটের মাসলের শক্তি বাড়াতে খুবই সাহায্য করে। এটা সাথে সাথে শরীরের তাপও বাড়ায়।জেনে নিন কী করতে হবে১) প্রথমে পেটের উপরে ভর দিয়ে উপুর হয়ে শুয়ে পড়ুন। দুই পা একটু ফাঁকা থাকবে আর হাতের তালু মাথার পাশে মেঝেতে লাগানো থাকবে। ২) এবার ধীর শ্বাস প্রশ্বাসের সাথে আস্তে আস্তে শরীরের উপরের অংশকে হাতে ভর দিয়ে ছবির মত করে উপরের দিকে তুলুন। ৩) যতটা পারেন পেটের পেশিতে টান ফেলার চেষ্টা করুন। খেয়াল রাখবেন পা যেন মেঝেতে লাগানো থাকে। এভাবে ১৫-২০ সেকেন্ড থাকুন। এই চারটে আসন রোজ প্র্যাকটিস করলেই আপনার শরীর হবে সুগঠিত ও সুন্দর। নায়িকাদের মত আপনার ফিগার হবে আকর্ষণীয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
৪) ভুজঙ্গাসন (The snake pose) এই আসন আপনার মেরুদণ্ড, কোমর আর পেটের মাসলের শক্তি বাড়াতে খুবই সাহায্য করে। এটা সাথে সাথে শরীরের তাপও বাড়ায়।জেনে নিন কী করতে হবে১) প্রথমে পেটের উপরে ভর দিয়ে উপুর হয়ে শুয়ে পড়ুন। দুই পা একটু ফাঁকা থাকবে আর হাতের তালু মাথার পাশে মেঝেতে লাগানো থাকবে। ২) এবার ধীর শ্বাস প্রশ্বাসের সাথে আস্তে আস্তে শরীরের উপরের অংশকে হাতে ভর দিয়ে ছবির মত করে উপরের দিকে তুলুন। ৩) যতটা পারেন পেটের পেশিতে টান ফেলার চেষ্টা করুন। খেয়াল রাখবেন পা যেন মেঝেতে লাগানো থাকে। এভাবে ১৫-২০ সেকেন্ড থাকুন। এই চারটে আসন রোজ প্র্যাকটিস করলেই আপনার শরীর হবে সুগঠিত ও সুন্দর। নায়িকাদের মত আপনার ফিগার হবে আকর্ষণীয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Relief from Obesity: এই ৩ টি যোগার মাধ্যমে সহজেই ওবেসিটি থেকে মুক্তি পান

নিজস্ব প্রতিবেদন: ওবেসিটি বা স্থূলতা আজকের ভারতে মহামারীর আকার ধারণ করেছে। কিন্তু যোগা’র মাধ্যমে কীভাবে ওবেসিটি থেকে সেরে উঠবেন জানেন কি? যোগাভ্যাসের মাধ্যমে কীভাবে ওবেসিটি থেকে মুক্ত হবেন সেটাই এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরা হল। বিখ্যাত যোগা প্রশিক্ষক অনিল হাজারিকা এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন ওবেসিটি বাস স্থূলতা অন্য বহু অসুখকে ডেকে আনে। আপনি ওবেসিটিতে ভুগলে ডায়াবেটিস বা রক্তের শর্করার সমস্যা, উচ্চ রক্তচাপ, থাইরয়েড ইত্যাদি অসুখগুলো সহজেই আপনার দেহে দেখা দিতে পারে। বাড়িতে তিনটি যোগাভ্যাসের মাধ্যমে ওবেসিটির সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

অনিল হাজারিকা জানিয়েছেন, স্থূলতা জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম আসন হল সূর্য নমস্কার। এটায় ১২ টি মুদ্রা আছে। সূর্য নমস্কারের এই ১২ টি মুদ্রা প্রতিদিন ১০ থেকে ১২ বার অভ্যাস করতে হবে।
এরমধ্যে অন্যতম আসন গুলি হল- ১) প্রণাম আসন, ২) হস্ত উত্থানাসন, ৩) পদ-হস্তাসন, ৪) অশ্ব চঞ্চলাসন, ৫) চতুরঙ্গ দণ্ডাসন, ৬) অষ্টাঙ্গ নমস্কারাসন, ৭) ভুজঙ্গাসন, ৮) নিম্নমুখী শবাসন ইত্যাদি। সূর্য নমস্কারে মোট ১২ টি আসন আছে। এরমধ্যে ৪ টি আসন শরীরকে আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য উল্টোদিকে রিপিট করা বা পুনরাবৃত্তি করা হয়।

আর‌ও পড়ুন: হাসপাতলে ভর্তি হয়ে গরমে আরও কাহিল হয়ে পড়ছিলেন রোগীরা! তাঁদের জন্য যা করা হল

তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা, ব্যাক পেইন, ঘাড়ে ব্যথা আছে বা যাদের সদ্য কোন‌ও অস্ত্রোপচার হয়েছে তাঁরা সূর্য নমস্কার করবেন না। এমনকি ঋতুস্রাবের সময় মহিলারাও সূর্য নমস্কার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

ওবেসিটি মুক্ত হওয়ার জন্য সূর্য নমস্কারের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যোগা বা আসন হল ধনুরাসন। এই আসনের ফলে পেটের উপর চাপ পড়ে। ফলে নিয়মিত ধনুরাসন অভ্যাস করলে ওবিসিডিতে আক্রান্ত ব্যক্তি অনেক দ্রুত পেটে জমা হওয়া মেদ ঝরিয়ে ফেলতে সফল হন। তবে ধনুরাসনের মাধ্যমে ফলাফল পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে সঠিকভাবে করতে হবে। ধনুরাসন করার সময় শরীরটা অনেকটা ধনুকের মতো বেঁকে থাকে। ওই অবস্থান ১০ সেকেন্ড ধরে রাখতে হবে। তারপর আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। যদি ওবেসিটিতে আক্রান্ত কেউ প্রতিদিন ৫ বার ধনুরাসন অভ্যাস করেন তবে ওবেসিটি মুক্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিস‌ও নিয়ন্ত্রণেও থাকবে।

আর‌ও পড়ুন: লেবং চা বাগান ঘিরে টি ট্যুরিজমের দাবি

উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বা ব্যাক পেইন থাকলে, অথবা সদ্য অস্ত্রোপচার হয়ে থাকলে কোন‌ওভাবেই ধনুরাসন করা যাবে না।

তৃতীয় গুরুত্বপূর্ণ আসনটি হল উত্থিতপদাসন বা উত্থানপদাসন। এটাও ধনুরাসনের মতই নির্দিষ্ট অবস্থানে ১০ সেকেন্ড ধরে রাখতে হবে। তারপর আবার স্বাভাবিক অবস্থানে ফিরে যাওয়া যাবে। উত্থিতপদাসন যদি দিনে ১০ বার অভ্যাস করা যায় তবে ওবেসিটির বিরুদ্ধে ভালভাবে লড়াই করা সম্ভব।

হার্নিয়ার সমস্যা থাকলে, ব্যাক পেইন, ঋতুস্রাব হলে অথবা সম্প্রতি কোনও অস্ত্রোপচার হয়ে থাকলে উত্থিতপদাসন করবেন না।

এর বাইরে অন্য যে কোন‌ও মানুষ এই তিনটি গুরুত্বপূর্ণ আসন নিয়ম মেনে অভ্যাস করার মাধ্যমে সহজেই স্থূলতা জনিত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। তবে এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বা যোগা প্রশিক্ষকের সঙ্গে একবার কথা বলে নেওয়া উচিত।

Viral: মালকিনের সঙ্গে তালে তাল মিলিয়ে যোগাসন করছে কুকুর, কাণ্ড দেখুন

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিওর দেখা মেলে। কোনওটা মন খুশি করে, কোনওটা অবাক করে দেয়। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি কুকুরের কাণ্ড। ভিডিওতে দেখা গিয়েছে, মালকিনের সঙ্গে তালে তাল মিলিয়ে যোগাসনে মগ্ন এক অস্ট্রেলিয়ান শেফার্ড। মালকিন যোগা ম্যাট খোলা থেকে যা যা আসন করছেন, হুবহু কুকুরটি তাই করছে।

সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিক ভাবেই এই ভিডিও চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। লকডাউনের মন খারাপে এই ভিডিও যেন এক টুকরো হাসির মুহূর্ত উপহার দিচ্ছে সকলকে। ভিডিওতে দেখা গিয়েছে, যোগা ম্যাট খুলে, শুয়ে পড়ে নানা ধরনের শারীরিক কসরত করছে কুকুরটি। কখনও পা স্ট্রেচ করছে, কখনও আবার পা তুলে ব্যায়াম করছে। কুকুরের এমন আদুরে ভিডিও নিমেষে মন জয় করেছে নেটিজেনের।

টেলিভিশন অভিনেত্রী আশকা গোরাদিয়াও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিও। সেখানে তিনি লিখেছেন, ‘মিষ্টি চোখের জল… এটা একেবারে সত্যিকারের ভালোবাসা।’ শুধু আশকাই নয়, প্রাক্তন বাস্কেটবল চ্যাম্পিয়ন রেক্স চ্যাপম্যানও ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। তিনি ক্যাপশন করেছেন, ‘এই কুকুরটা সত্যি সত্যি যোগাসন করছে।’ নেটিজেনেরও একটা বিশাল অংশ শেয়ার করেছে এই মজার মন খুশি করা ভিডিও।

অনেকে আবার মজা করে কুকুরের যোগাসনকে ‘ডোগাসন’ বলেও উল্লেখ করেছেন। আপনার কেমন লাগল এই ভিডিওটি?

লেকের ধারে শীর্ষাসনে ব্যস্ত মোনালি, ভাইরাল ভিডিও

#মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা মোনালি কিন্তু দিব্য বিদেশে লকডাউন কাটাচ্ছেন বয়ফ্রেন্ডের সঙ্গে৷ কখনও রান্না করছেন, কখনও বাজার করছেন, কখনও শুধুই সাইকেল চালাচ্ছেন, কখনও আবার বয়ফ্রেন্ডের সঙ্গে আদর-আহ্লাদ ৷ আর সেই সব ছবি, ভিডিও টুকটাক আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায় ৷

তবে এবার মোনালি আর আদর-আবদারের ছবি নয়, বরং ইনস্টাগ্রামে আপলোড করলেন নিজের শীর্ষাসনের ভিডিও৷ লেকের ধারে, কালো রঙের জিম পোশাকে, বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে যোগব্যায়ামে মেতে উঠলেন মোনালি ৷

ভিডিও আপলোড করে মোনালি লিখলেন, ‘ব্লাড সার্কুলেট হোক সারা শরীরে ৷ আর তার জন্য পারফেক্ট হলো শীর্ষাসন ৷ তবে একা এটা একেবারে ট্রাই করবেন না, যদি না জানেন কীভাবে করতে হয় !’

দেখুন মোনালির ভিডিও—