Category Archives: ব্যবসা-বাণিজ্য

কোটি কোটি মানুষের জন্য বড় খবর! ১লা মে থেকেই বাতিল হতে পারে কাদের কাদের রেশন কার্ড? জানুন জরুরি অপডেট!

রেশন কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম জরুরি একটি কার্ড। এই পরিচয়পত্রের মাধ্যমে বিনামূল্যে অথবা অত্যন্ত সস্তায় সরকারের থেকে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন দেশের কোটি কোটি মানুষ।
রেশন কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম জরুরি একটি কার্ড। এই পরিচয়পত্রের মাধ্যমে বিনামূল্যে অথবা অত্যন্ত সস্তায় সরকারের থেকে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন দেশের কোটি কোটি মানুষ।
আপনিও যদি দেশের রেশন গ্রাহকদের মধ্যে একজন হন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য জরুরি। সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় আপডেট। আগামী মাস থেকেই হয়ত লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে ভারত সরকার।
আপনিও যদি দেশের রেশন গ্রাহকদের মধ্যে একজন হন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য জরুরি। সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় আপডেট। আগামী মাস থেকেই হয়ত লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে ভারত সরকার।
৬ মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেননি তাঁদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়ত এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে।
৬ মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেননি তাঁদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়ত এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে।
এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী লাভ করেন।
এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী লাভ করেন।
দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধা নিচ্ছেন। এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষদের রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বণ্টন শুরু হয়।
দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধা নিচ্ছেন। এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষদের রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বণ্টন শুরু হয়।
তবে দেখা যাচ্ছে আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সরকার এই ধরনের অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করছে। সেই মতো খুব শীঘ্রই এই অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। তাই, আগেভাগেই সতর্কবাণী পাঠানো হয়েছে।
তবে দেখা যাচ্ছে আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সরকার এই ধরনের অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করছে। সেই মতো খুব শীঘ্রই এই অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। তাই, আগেভাগেই সতর্কবাণী পাঠানো হয়েছে।
এছাড়াও সরকারের কাছে অভিযোগ আসছে বিনামূল্যের গম, চাল-সহ অন্যান্য শস্য উপভোক্তাদের কম ওজনের দেওয়ার। এই পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য আনতে চলেছে নতুন নীতি। এই ধরনের অভিযোগ এলেই এবার বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স।
এছাড়াও সরকারের কাছে অভিযোগ আসছে বিনামূল্যের গম, চাল-সহ অন্যান্য শস্য উপভোক্তাদের কম ওজনের দেওয়ার। এই পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য আনতে চলেছে নতুন নীতি। এই ধরনের অভিযোগ এলেই এবার বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স।
মিডিয়া রিপোর্ট অনুসারে, মে মাসে যারা রেশন নিচ্ছেন তাদের জন্য রেশন পাওয়া এখন অনেক সহজ হবে। সরকার তাদের জন্য অনেক সদর্থক পদক্ষেপ নিতে চলেছে। একইসঙ্গে অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে সরকার।
মিডিয়া রিপোর্ট অনুসারে, মে মাসে যারা রেশন নিচ্ছেন তাদের জন্য রেশন পাওয়া এখন অনেক সহজ হবে। সরকার তাদের জন্য অনেক সদর্থক পদক্ষেপ নিতে চলেছে। একইসঙ্গে অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে সরকার।
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতাধীন এই প্রকল্পটি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা জরীপ করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই প্রকল্পে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে যার পরে ১ মে থেকেই রেশন বিতরণ ব্যবস্থায় পরিবর্তনগুলি কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে, আচরণবিধি কার্যকর। তাই ঘোষণা করা যাচ্ছে না তবে প্রস্তুতি চলছে এমনটাই সূত্রের খবর।
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতাধীন এই প্রকল্পটি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা জরীপ করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই প্রকল্পে কিছু ত্রুটি পাওয়া গিয়েছে যার পরে ১ মে থেকেই রেশন বিতরণ ব্যবস্থায় পরিবর্তনগুলি কার্যকর করার কথা ভাবা হচ্ছে। এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে, আচরণবিধি কার্যকর। তাই ঘোষণা করা যাচ্ছে না তবে প্রস্তুতি চলছে এমনটাই সূত্রের খবর।

 

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সুখবর! কমল সোনার দাম, দেখে নিন ১০ গ্রামের দাম কত হল

সপ্তাহের শুরুতেই সুখবর । আজ কিছুটা হলেও দাম কমেছে সোনার । গত কয়েকদিনে হঠাৎ করেই সোনার দাম বেড়ে গিয়েছে ৷ যে ভাবে হু হু করে দাম বেড়েছে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে ৷ তাও বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনা-রুপোর প্রসঙ্গই। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না ৷
সপ্তাহের শুরুতেই সুখবর । আজ কিছুটা হলেও দাম কমেছে সোনার । গত কয়েকদিনে হঠাৎ করেই সোনার দাম বেড়ে গিয়েছে ৷ যে ভাবে হু হু করে দাম বেড়েছে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে ৷ তাও বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনা-রুপোর প্রসঙ্গই। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না ৷
যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম কখনও বাড়ে, তো কখনও বা কমে।
যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম কখনও বাড়ে, তো কখনও বা কমে।
আজ সোমবার ২৯ এপ্রিল, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?

আজ সোমবার ২৯ এপ্রিল, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?
দেখা যাচ্ছে যে, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখের তুলনায় সোনার দাম সামান্য হলেও কমেছে ৷ শুধু সোনার দাম নয় কমেছে রুপোর দামও ৷

দেখা যাচ্ছে যে, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখের তুলনায় সোনার দাম সামান্য হলেও কমেছে ৷ শুধু সোনার দাম নয় কমেছে রুপোর দামও ৷
রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৪০০০ টাকা ৷ আজ, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম কমে ৮৩৯০০ টাকা হয়েছে ৷
রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৪০০০ টাকা ৷ আজ, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম কমে ৮৩৯০০ টাকা হয়েছে ৷
২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৬৮৫০ টাকা ছিল ৷ আজ সোমবার ২৯ এপ্রিল সমপরিমাণ সোনার দাম কমে হয়েছে ৬৬৮৪০ টাকা ৷

২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৬৮৫০ টাকা ছিল ৷ আজ সোমবার ২৯ এপ্রিল সমপরিমাণ সোনার দাম কমে হয়েছে ৬৬৮৪০ টাকা ৷
২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে-গতকাল, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭২৯৩০ টাকা, আজ, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম বেড়ে হয়েছে ৭২৯২০ টাকা৷
২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে-গতকাল, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭২৯৩০ টাকা, আজ, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম বেড়ে হয়েছে ৭২৯২০ টাকা৷

Business Idea for Earning Profit: গ্রামীণ এলাকায় শুরু করে দিন এই ব্যবসা, সারা বছর হবে মোটা টাকার লাভ 

আপনি যদি কর্মসংস্থানের খোঁজে হন্যে হয়ে রয়েছেন, তাহলে শুরু করতে পারেন এই ব্যবসা। অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যাবে লাভ আছে ভালই। চাহিদাও বাড়ছে আবার। আর ব্যবসা চালানোর জন্য মূল উপাদান আপনাকে বিনামূল্যে দেবে আমাদের প্রকৃতি।
আপনি যদি কর্মসংস্থানের খোঁজে হন্যে হয়ে রয়েছেন, তাহলে শুরু করতে পারেন এই ব্যবসা। অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যাবে লাভ আছে ভালই। চাহিদাও বাড়ছে আবার। আর ব্যবসা চালানোর জন্য মূল উপাদান আপনাকে বিনামূল্যে দেবে আমাদের প্রকৃতি।
বর্তমানে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যের দিকে সচেতন হয়েছেন। সচেতন হয়েছেন পরিবেশ রক্ষার ক্ষেত্রেও। সেক্ষেত্রে চাহিদা বাড়ছে ইকোফ্রেন্ডলি জিনিস ব্যবহারের। তেমনি পরিবেশ বান্ধব শালপাতার থালা, বাটি।
বর্তমানে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যের দিকে সচেতন হয়েছেন। সচেতন হয়েছেন পরিবেশ রক্ষার ক্ষেত্রেও। সেক্ষেত্রে চাহিদা বাড়ছে ইকোফ্রেন্ডলি জিনিস ব্যবহারের। তেমনি পরিবেশ বান্ধব শালপাতার থালা, বাটি।
থালা বাটি তৈরীর ব্যবসায়ী খোকন দে বলছেন, থার্মোকলের থালা , বাটি ছেড়ে অনেকেই আবার শালপাতার থালা, বাটি ইত্যাদি ব্যবহারের দিকে ঝুঁকছেন। এটি ইকো ফ্রেন্ডলি, আবার স্বাস্থ্যকর। গ্রামাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে মূলত এই শালপাতার থালা, বাটি তৈরি হয়। তবে আপনি গ্রামে এই ব্যবসা শুরু করতে পারেন খুব সহজে।
থালা বাটি তৈরীর ব্যবসায়ী খোকন দে বলছেন, থার্মোকলের থালা , বাটি ছেড়ে অনেকেই আবার শালপাতার থালা, বাটি ইত্যাদি ব্যবহারের দিকে ঝুঁকছেন। এটি ইকো ফ্রেন্ডলি, আবার স্বাস্থ্যকর। গ্রামাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে মূলত এই শালপাতার থালা, বাটি তৈরি হয়। তবে আপনি গ্রামে এই ব্যবসা শুরু করতে পারেন খুব সহজে।
আপনি বড় আকারে এই ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে শালপাতার থালা, বাটি তৈরি একটি মেশিন কিনতে হবে। যা বিভিন্ন বড় বাজার এবং ই-কমার্স ওয়েবসাইটে পাবেন। দাম পড়বে এক লক্ষ টাকার মত। আর শা থালা, বাটি তৈরির অন্যতম মূল উপাদান শাল পাতা খুব সহজেই আপনি জঙ্গল এলাকা থেকে পেয়ে যাবেন।
আপনি বড় আকারে এই ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে শালপাতার থালা, বাটি তৈরি একটি মেশিন কিনতে হবে। যা বিভিন্ন বড় বাজার এবং ই-কমার্স ওয়েবসাইটে পাবেন। দাম পড়বে এক লক্ষ টাকার মত। আর শা থালা, বাটি তৈরির অন্যতম মূল উপাদান শাল পাতা খুব সহজেই আপনি জঙ্গল এলাকা থেকে পেয়ে যাবেন।
যেহেতু শালপাতার থালা, বাটির চাহিদা আবার বাড়ছে, ফলে বাজার নিয়ে চিন্তা করতে হবে না। বিভিন্ন অনুষ্ঠান বাড়িসহ নানা জায়গা থেকে আসবে বরাত। ফলে ব্যবসা চলতে থাকবে সারা বছর। আবার এই ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মেশিন কেনার পর থেকে সেই অর্থে আর খুব বেশি খরচ হবে না ফলে মাসের শেষে মোটা টাকা লাভ করতে পারবেন আপনি।
যেহেতু শালপাতার থালা, বাটির চাহিদা আবার বাড়ছে, ফলে বাজার নিয়ে চিন্তা করতে হবে না। বিভিন্ন অনুষ্ঠান বাড়িসহ নানা জায়গা থেকে আসবে বরাত। ফলে ব্যবসা চলতে থাকবে সারা বছর। আবার এই ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মেশিন কেনার পর থেকে সেই অর্থে আর খুব বেশি খরচ হবে না ফলে মাসের শেষে মোটা টাকা লাভ করতে পারবেন আপনি।

SIP Top-Up কী জানেন, এখানে সহজেই আপনার টাকা হয়ে যাবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ !

Mutual Fund SIP Top-Up:  মার্কেট লিঙ্কড হওয়া সত্ত্বেও আজকাল অনেকেই এসআইপি-তে টাকা রাখছেন ৷ গত বেশ কিছু বছরে SIP-তে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর একটা বড় কারণ হচ্ছে এসআইপি-তে সরাসরি স্টকে বিনিয়োগ করার তুলনায় রিস্ক অনেকটাই কম ৷ পাশাপাশি রিটার্নও বেশ ভাল পাওয়া যায় যা অন্যান্য সরকারি স্কিমে পাওয়া যায় না ৷ বিশেষজ্ঞদের মতে এসআইপি-তে কম করে ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ৷
Mutual Fund SIP Top-Up: মার্কেট লিঙ্কড হওয়া সত্ত্বেও আজকাল অনেকেই এসআইপি-তে টাকা রাখছেন ৷ গত বেশ কিছু বছরে SIP-তে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর একটা বড় কারণ হচ্ছে এসআইপি-তে সরাসরি স্টকে বিনিয়োগ করার তুলনায় রিস্ক অনেকটাই কম ৷ পাশাপাশি রিটার্নও বেশ ভাল পাওয়া যায় যা অন্যান্য সরকারি স্কিমে পাওয়া যায় না ৷ বিশেষজ্ঞদের মতে এসআইপি-তে কম করে ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ৷
আপনি দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সঙ্গে আপনার টাকা অনেকটাই বেড়ে যায় ৷ আপনি যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন তত বেশি ওয়েল্থ ক্রিয়েশেন করতে পারবেন ৷ কিন্তু আপনি যদি এসআইপি-তে টপআপের বুস্টার ডোজ দিয়ে দেন তাহলে আরও দ্রুত গতিতে আপনার টাকা দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ হয়ে যাবে ৷
আপনি দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সঙ্গে আপনার টাকা অনেকটাই বেড়ে যায় ৷ আপনি যত বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন তত বেশি ওয়েল্থ ক্রিয়েশেন করতে পারবেন ৷ কিন্তু আপনি যদি এসআইপি-তে টপআপের বুস্টার ডোজ দিয়ে দেন তাহলে আরও দ্রুত গতিতে আপনার টাকা দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ হয়ে যাবে ৷
আগে জেনে নিন Top-Up কী ?
আগে জেনে নিন Top-Up কী ?
আপনি এসআইপি করলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে জমা করতে থাকেন ৷ ধরে নিন আপনি ১০ বছরের জন্য ২০০০ টাকার এসআইপি করেছেন ৷ আপনি ১০, ১৫ বা ২০ যত বছরের জন্য এসআইপি চালাবেন মাসে ২০০০ টাকা দিতে হবে ৷  Top-Up SIP এমন একটা সুবিধা যেখানে আপনি প্রতি মাসে টাকার অঙ্ক বাড়াতে পারবেন ৷ অর্থাৎ আপনি চাকরির শুরুর দিকে ২০০০ টাকা এসআইপি করেছেন কিন্তু আপনি আপনার বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসআইপি-র টাকাও বাড়তে পারবেন ৷
আপনি এসআইপি করলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে জমা করতে থাকেন ৷ ধরে নিন আপনি ১০ বছরের জন্য ২০০০ টাকার এসআইপি করেছেন ৷ আপনি ১০, ১৫ বা ২০ যত বছরের জন্য এসআইপি চালাবেন মাসে ২০০০ টাকা দিতে হবে ৷ Top-Up SIP এমন একটা সুবিধা যেখানে আপনি প্রতি মাসে টাকার অঙ্ক বাড়াতে পারবেন ৷ অর্থাৎ আপনি চাকরির শুরুর দিকে ২০০০ টাকা এসআইপি করেছেন কিন্তু আপনি আপনার বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসআইপি-র টাকাও বাড়তে পারবেন ৷
২০০০ টাকা এসআইপি করেছেন এবার প্রতি বছর ১০ শতাংশ করে টাকা বাড়ালে প্রথম বছরে ২২০০ টাকা দ্বিতীয় বছরে ২৪২২ টাকা হবে ৷
২০০০ টাকা এসআইপি করেছেন এবার প্রতি বছর ১০ শতাংশ করে টাকা বাড়ালে প্রথম বছরে ২২০০ টাকা দ্বিতীয় বছরে ২৪২২ টাকা হবে ৷
কীভাবে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ ?
কীভাবে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ ?
কীভাবে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ ?
কীভাবে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ ও চারগুণ ?
ধরে নিন ১০ শতাংশ টাপ আপের সঙ্গে ১০ বছরের জন্য এসআইপি করলেন তাহলে মোট বিনিয়োগ হবে ৩,৮২,৪৯৮ টাকা ৷ ১২ শতাংশ রিটার্ন হিসেব করলে আপনি ২,৯২,৩৬৭ টাকা সুদ হিসেবে পাবেন ৷ অর্থাৎ ১০ বছর পর মোট ৬,৭৪,৮৬৫ টাকা পাবেন ৷ কিন্তু টপআপ করালে এসআইপি ১৫ বছরের জন্য করলেন তাহলে মোট বিনিয়োগ ৭,৬২,৫৪০ টাকা হবে ৷ সুদ হিসেবে পাবেন ৯,৭৪,২৩০ টাকা  ৷ ১৫ বছরে মোট ১৭,৩৬,৭৭০ টাকা পাবেন ৷

ধরে নিন ১০ শতাংশ টাপ আপের সঙ্গে ১০ বছরের জন্য এসআইপি করলেন তাহলে মোট বিনিয়োগ হবে ৩,৮২,৪৯৮ টাকা ৷ ১২ শতাংশ রিটার্ন হিসেব করলে আপনি ২,৯২,৩৬৭ টাকা সুদ হিসেবে পাবেন ৷ অর্থাৎ ১০ বছর পর মোট ৬,৭৪,৮৬৫ টাকা পাবেন ৷ কিন্তু টপআপ করালে এসআইপি ১৫ বছরের জন্য করলেন তাহলে মোট বিনিয়োগ ৭,৬২,৫৪০ টাকা হবে ৷ সুদ হিসেবে পাবেন ৯,৭৪,২৩০ টাকা ৷ ১৫ বছরে মোট ১৭,৩৬,৭৭০ টাকা পাবেন ৷
একই ভাবে ২০ বছরের জন্য টাকা রাখলে আপনার মোট বিনিয়োগ হবে ১৩,৭৪,৬০০ টাকা ৷ ২৬, ০৩,১৪৩ টাকা সুদ হিসেবে পাবেন ৷ ২০ বছর পর আপনি পেয়ে যাবেন মোট ৩৯,৭৭,৭৪৩ টাকা ৷
একই ভাবে ২০ বছরের জন্য টাকা রাখলে আপনার মোট বিনিয়োগ হবে ১৩,৭৪,৬০০ টাকা ৷ ২৬, ০৩,১৪৩ টাকা সুদ হিসেবে পাবেন ৷ ২০ বছর পর আপনি পেয়ে যাবেন মোট ৩৯,৭৭,৭৪৩ টাকা ৷

Gold Price Rise: ১০ বছর পর সোনার দাম কত হবে জানেন ? আপনি ভাবতেও পারবেন না

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম পৌঁছেছে ৭৪,৭৩৫ টাকায়। এই হিসেবে ১০ বছর পর সোনার দাম কত হবে জানেন ?
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম পৌঁছেছে ৭৪,৭৩৫ টাকায়। এই হিসেবে ১০ বছর পর সোনার দাম কত হবে জানেন ?
২০১৫ সালে ১০ গ্রাম খাঁটি সোনার দাম ছিল ২৪,৭৪০ টাকা। ২০০৬ সালে ছিল ৮,২৫০ টাকা। অর্থাৎ সোনার দাম তিন গুণ বাড়তে সময় লাগছে ৯ বছর। অবশ্য এর আগে ১০ গ্রাম সোনার দাম ২৫৭০ টাকা তিন গুণ হতে ১৯ বছর সময় লেগেছিল। তারও আগে সোনার দাম তিন গুণের স্তরে পৌঁছতে ৮ বছর এবং ৬ বছর সময় নিয়েছিল।
২০১৫ সালে ১০ গ্রাম খাঁটি সোনার দাম ছিল ২৪,৭৪০ টাকা। ২০০৬ সালে ছিল ৮,২৫০ টাকা। অর্থাৎ সোনার দাম তিন গুণ বাড়তে সময় লাগছে ৯ বছর। অবশ্য এর আগে ১০ গ্রাম সোনার দাম ২৫৭০ টাকা তিন গুণ হতে ১৯ বছর সময় লেগেছিল। তারও আগে সোনার দাম তিন গুণের স্তরে পৌঁছতে ৮ বছর এবং ৬ বছর সময় নিয়েছিল।
বিশ্বে যে কোনও ধরনের অনিশ্চয়তা দেখা দিলে সোনার দাম বাড়ে। সুতরাং চলমান সমস্যাগুলো কোন দিকে মোড় নেয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। এলকেপি সিকিউরিটিজের ভিপি রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী বলেছেন, “ইতিহাস বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা, আর্থিক সংকট ইত্যাদি সোনার দামে বড় প্রভাব ফেলে।  তুলনামূলক কম সময়ে দাম দ্রুত বাড়ে। গত পাঁচ বছরে টাকার মান কমেছে। সঙ্গে মহামারী এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি অনেক দেশই। এর প্রভাবেই ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকায় উঠেছে সোনা। ৩.৩ বছরের মধ্যে ৭৫ শতাংশ বৃদ্ধি। ২০১৪ সালে সোনার দাম ছিল ২৮ হাজার টাকা, ২০১৮ সালে তা বেড়ে হয় ৩১,২৫০ টাকা। পাঁচ বছরে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি”।
বিশ্বে যে কোনও ধরনের অনিশ্চয়তা দেখা দিলে সোনার দাম বাড়ে। সুতরাং চলমান সমস্যাগুলো কোন দিকে মোড় নেয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। এলকেপি সিকিউরিটিজের ভিপি রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী বলেছেন, “ইতিহাস বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা, আর্থিক সংকট ইত্যাদি সোনার দামে বড় প্রভাব ফেলে। তুলনামূলক কম সময়ে দাম দ্রুত বাড়ে। গত পাঁচ বছরে টাকার মান কমেছে। সঙ্গে মহামারী এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি অনেক দেশই। এর প্রভাবেই ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকায় উঠেছে সোনা। ৩.৩ বছরের মধ্যে ৭৫ শতাংশ বৃদ্ধি। ২০১৪ সালে সোনার দাম ছিল ২৮ হাজার টাকা, ২০১৮ সালে তা বেড়ে হয় ৩১,২৫০ টাকা। পাঁচ বছরে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি”।
৯ বছরের ব্যবধানে সোনার দাম ৩ গুণ বেড়েছে। এমনটা আবার ঘটতে পারে বলেই মনে করেন যতীন ত্রিবেদী। তাঁর কথায়, “সাম্প্রতিক ঘটনাবলীর কথা মাথায় রেখে বলা যায়, আগামী ৭ থেকে ১২ বছরের মধ্যে সোনার দাম ২ লাখ টাকায় পৌঁছতে পারে”।

৯ বছরের ব্যবধানে সোনার দাম ৩ গুণ বেড়েছে। এমনটা আবার ঘটতে পারে বলেই মনে করেন যতীন ত্রিবেদী। তাঁর কথায়, “সাম্প্রতিক ঘটনাবলীর কথা মাথায় রেখে বলা যায়, আগামী ৭ থেকে ১২ বছরের মধ্যে সোনার দাম ২ লাখ টাকায় পৌঁছতে পারে”।
কিছু বিশেষজ্ঞ সোনার দাম তিন গুণ বেড়ে ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করেন। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা বলছেন, “ইরান ও ইজরায়েলের পাশাপাশি চিন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার মতে আগামী ৬ বছরের মধ্যে সোনার দাম ৩ গুণ বৃদ্ধি পাবে”।
কিছু বিশেষজ্ঞ সোনার দাম তিন গুণ বেড়ে ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করেন। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা বলছেন, “ইরান ও ইজরায়েলের পাশাপাশি চিন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার মতে আগামী ৬ বছরের মধ্যে সোনার দাম ৩ গুণ বৃদ্ধি পাবে”।

Rules Changing: বদলাতে চলেছে এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি, পড়তে চলেছে পকেটে টান

প্রত্যেক মাসের পয়লা তারিখে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নিয়ম বদল হয়ে থাকে ৷ এর মধ্যে এলপিজি সিলিন্ডার, সিএনজি ও পিএনজি-র দাম সংশোধন করা হয় ৷
প্রত্যেক মাসের পয়লা তারিখে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নিয়ম বদল হয়ে থাকে ৷ এর মধ্যে এলপিজি সিলিন্ডার, সিএনজি ও পিএনজি-র দাম সংশোধন করা হয় ৷
এর পাশাপাশি বেশ কিছু ব্যাঙ্ক তাদের পরিষেবায় বদল করে থাকে ৷ এই বদলের প্রভাব সরাসরি নাগরিকদের পকেটে পড়ে থাকে ৷ এপ্রিল মাস শেষ হতেই আর মাত্র ৩ দিন বাকি ৷ ১ মে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল হতে চলেছে যা আপনার জানা অত্যন্ত দরকার ৷
এর পাশাপাশি বেশ কিছু ব্যাঙ্ক তাদের পরিষেবায় বদল করে থাকে ৷ এই বদলের প্রভাব সরাসরি নাগরিকদের পকেটে পড়ে থাকে ৷ এপ্রিল মাস শেষ হতেই আর মাত্র ৩ দিন বাকি ৷ ১ মে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল হতে চলেছে যা আপনার জানা অত্যন্ত দরকার ৷
অনুমান করা হচ্ছে ১ মে থেকে এলপিজি সিলিন্ডারের দামে বদল হতে পারে ৷ সম্প্রতি ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বেশি কিছু বদল করা হয়নি, তবে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে একাধিক বদল করা হয়েছে ৷ পাশাপাশি সিএনজি ও পিএনজি-র দামে বদল হতে পারে ৷
অনুমান করা হচ্ছে ১ মে থেকে এলপিজি সিলিন্ডারের দামে বদল হতে পারে ৷ সম্প্রতি ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বেশি কিছু বদল করা হয়নি, তবে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে একাধিক বদল করা হয়েছে ৷ পাশাপাশি সিএনজি ও পিএনজি-র দামে বদল হতে পারে ৷
ICICI ব্যাঙ্কের নিয়মে বদল - ICICI ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা ও চার্জে বদল করা হবে যা ১ মে থেকে লাগু করা হবে ৷ ডেবিট কার্ডের বার্ষিক ফি ২০০ টাকা করে দেওয়া হবে ৷ তবে গ্রামীণ এলাকার ৯৯ টাকা চার্জ নেওয়া হবে ৷
ICICI ব্যাঙ্কের নিয়মে বদল – ICICI ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা ও চার্জে বদল করা হবে যা ১ মে থেকে লাগু করা হবে ৷ ডেবিট কার্ডের বার্ষিক ফি ২০০ টাকা করে দেওয়া হবে ৷ তবে গ্রামীণ এলাকার ৯৯ টাকা চার্জ নেওয়া হবে ৷
বছরে ২৫ পাতার চেকবুক বিনামূল্যে পাবেন গ্রাহকরা ৷ এরপর প্রত্যেক চেকের জন্য ৪ টাকা করে দিতে হবে ৷ IMPS-এর মাধ্যমে ট্রানজাকশনের জন্য টাকা দিতে হবে ৷ IMPS-জন্য ২.৫ থেকে ১৫ টাকার মধ্যে চার্জ দিতে হবে ৷
বছরে ২৫ পাতার চেকবুক বিনামূল্যে পাবেন গ্রাহকরা ৷ এরপর প্রত্যেক চেকের জন্য ৪ টাকা করে দিতে হবে ৷ IMPS-এর মাধ্যমে ট্রানজাকশনের জন্য টাকা দিতে হবে ৷ IMPS-জন্য ২.৫ থেকে ১৫ টাকার মধ্যে চার্জ দিতে হবে ৷
ইয়েস ব্যাঙ্ক বদল- ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের আলাদা আলাদা ভেরিয়েন্টের জন্য মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্সে বদল করেছে ৷ ১০ হাজার থেকে ৫০ টাকা পর্যন্ত রাখা হয়েছে ৷
ইয়েস ব্যাঙ্ক বদল- ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের আলাদা আলাদা ভেরিয়েন্টের জন্য মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্সে বদল করেছে ৷ ১০ হাজার থেকে ৫০ টাকা পর্যন্ত রাখা হয়েছে ৷
প্রো ম্যাক্সের জন্য ৫০ হাজার ও সেভিংস অ্যাকাউন্ট প্রো-এর জন্য ১০০০০ টাকা ৷ ইয়েস রেসপেক্ট অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স ২৫০০০ টাকা রাখা হয়েছে ৷
প্রো ম্যাক্সের জন্য ৫০ হাজার ও সেভিংস অ্যাকাউন্ট প্রো-এর জন্য ১০০০০ টাকা ৷ ইয়েস রেসপেক্ট অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স ২৫০০০ টাকা রাখা হয়েছে ৷

PM Kisan: যোজনার আগামী কিস্তির টাকা কবে মিলবে ? আপনার নাম আছে তো লিস্টে ?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ যোজনার ১৬তম কিস্তির টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারির ২৮ তারিখ দেশের কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছে ৷ প্রায় ৯ কোটি কৃষকরা এই যোজনার টাকা পেয়েছেন ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ যোজনার ১৬তম কিস্তির টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারির ২৮ তারিখ দেশের কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছে ৷ প্রায় ৯ কোটি কৃষকরা এই যোজনার টাকা পেয়েছেন ৷
সরকারের এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ বছরে ৬০০০ টাকা অর্থাৎ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এখনও পর্যন্ত কৃষকরা ১৬টি কিস্তির টাকা পেয়েছেন ৷ এখন অপেক্ষায় রয়েছেন ১৭তম কিস্তির টাকার ৷

সরকারের এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ বছরে ৬০০০ টাকা অর্থাৎ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এখনও পর্যন্ত কৃষকরা ১৬টি কিস্তির টাকা পেয়েছেন ৷ এখন অপেক্ষায় রয়েছেন ১৭তম কিস্তির টাকার ৷
কবে মিলবে ১৭তম কিস্তির টাকা ?

কবে মিলবে ১৭তম কিস্তির টাকা ?
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷
আপনি কি পাবেন এই যোজনার টাকা ?
আপনি কি পাবেন এই যোজনার টাকা ?
Step 1: প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷ Step 2: এখানে পেজের ডান দিকে  ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে ৷

Step 3: ড্রপ ডাউন থেকে আপনার রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে ৷
Step 1: প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷
Step 2: এখানে পেজের ডান দিকে ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে ৷
Step 3: ড্রপ ডাউন থেকে আপনার রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে ৷
Step 4: এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে ৷Step 5: ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷
Step 4: এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে ৷
Step 5: ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷

Gold Price Today: গয়না কেনার প্ল্যান করছেন ? জানেন তো আজ ১০ গ্রাম সোনার দাম কত হয়েছে ?

গত কয়েকদিনে হঠাৎ করেই সোনার দাম বেড়ে গিয়েছে ৷ যে ভাবে হু হু করে দাম বেড়েছে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে ৷ তাও বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনা-রুপোর প্রসঙ্গই। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না ৷
গত কয়েকদিনে হঠাৎ করেই সোনার দাম বেড়ে গিয়েছে ৷ যে ভাবে হু হু করে দাম বেড়েছে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে ৷ তাও বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনা-রুপোর প্রসঙ্গই। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না ৷
যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম কখনও বাড়ে, তো কখনও বা কমে।
যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম কখনও বাড়ে, তো কখনও বা কমে।
আজ রবিবার ২৮ এপ্রিল, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?
আজ রবিবার ২৮ এপ্রিল, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?
রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৪০০০ টাকা ৷ আজ, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম একই রয়েছে  ৷
রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৪০০০ টাকা ৷ আজ, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম একই রয়েছে ৷
২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৬৮৫০ টাকা ছিল ৷ আজ রবিবার ২৮ এপ্রিল সমপরিমাণ সোনার দাম একই রয়েছে ৷

২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৬৮৫০ টাকা ছিল ৷ আজ রবিবার ২৮ এপ্রিল সমপরিমাণ সোনার দাম একই রয়েছে ৷
২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে-গতকাল, শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭২৯৩০ টাকা, আজ, রবিবার ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম একই রয়েছে ৷ কোনও বদল হয়নি ৷
২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে-গতকাল, শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭২৯৩০ টাকা, আজ, রবিবার ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম একই রয়েছে ৷ কোনও বদল হয়নি ৷

Meta CEO Mark Zuckerberg: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মালিকের বেতন জানেন? রিপোর্ট দেখলে ঘুরে যাবে মাথা!

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
হোয়াটসঅ্যাপ ভারত ছাড়ার হুঁশিয়ারির মাঝেই ফের চর্চায় মেটার সিইও মার্ক জুকারবার্গ ৷ প্রতীকী ছবি ৷
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এই রিপোর্টে জুকারবার্গের আমদানি ও খরচ নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে ৷ যা দেখলে রীতিমত কপালে উঠবে চোখ ৷ প্রতীকী ছবি ৷
এই রিপোর্টে জুকারবার্গের আমদানি ও খরচ নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে ৷ যা দেখলে রীতিমত কপালে উঠবে চোখ ৷ প্রতীকী ছবি ৷
বিলিয়ন ডলারের মালিক মার্ক জুকারবার্গের বেতন মাত্র ১ ডলায় অর্থাৎ ৮৩ টাকা ৷ ২০২৩ অর্থবর্ষে মার্ক জুকারবার্গ বেসিক স্যালারি হিসাবে নিয়েছেন মাত্র ৮৩ টাকা ৷ প্রতীকী ছবি ৷
বিলিয়ন ডলারের মালিক মার্ক জুকারবার্গের বেতন মাত্র ১ ডলায় অর্থাৎ ৮৩ টাকা ৷ ২০২৩ অর্থবর্ষে মার্ক জুকারবার্গ বেসিক স্যালারি হিসাবে নিয়েছেন মাত্র ৮৩ টাকা ৷ প্রতীকী ছবি ৷
এই সব মিলিয়ে বলা যেতে পারে জুকারবার্গের বেতন মোট ২৪.৪ মিলিয়ন ডলার বা অর্থাৎ ১৯৯ কোটি টাকা খরচ করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এই সব মিলিয়ে বলা যেতে পারে জুকারবার্গের বেতন মোট ২৪.৪ মিলিয়ন ডলার বা অর্থাৎ ১৯৯ কোটি টাকা খরচ করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
মেটার পক্ষ থেকে জুকারবার্গের নিরাপত্তার জন্য ব্যাপক খরচ করা হয়, কেননা তিনি সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে সংস্থার এমন বিচার বিবেচনা ৷ প্রতীকী ছবি ৷
মেটার পক্ষ থেকে জুকারবার্গের নিরাপত্তার জন্য ব্যাপক খরচ করা হয়, কেননা তিনি সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে সংস্থার এমন বিচার বিবেচনা ৷ প্রতীকী ছবি ৷
মার্ক জুকারবার্গের বেতন মাত্র ৮৩ টাকা ৷ এমন দেওয়া হয় কেন? মাত্র ১ ডলার করে বেতন নেন তিনি, গত ১০ বছরে ১১ ডলার তাঁর বেতন ৷ প্রতীকী ছবি ৷
মার্ক জুকারবার্গের বেতন মাত্র ৮৩ টাকা ৷ এমন দেওয়া হয় কেন? মাত্র ১ ডলার করে বেতন নেন তিনি, গত ১০ বছরে ১১ ডলার তাঁর বেতন ৷ প্রতীকী ছবি ৷
গত ২০১৩ থেকেই তিনি মাত্র ১ ডলার করে বেতন পাচ্ছেন ৷ পৃথিবীর সব থেকে ধনী মানুষের সেরা পাঁচের মধ্যেই জুকারবার্গ আছেন ৷ প্রতীকী ছবি ৷
গত ২০১৩ থেকেই তিনি মাত্র ১ ডলার করে বেতন পাচ্ছেন ৷ পৃথিবীর সব থেকে ধনী মানুষের সেরা পাঁচের মধ্যেই জুকারবার্গ আছেন ৷ প্রতীকী ছবি ৷

Electricity Saving Tips: মাসে হাজার হাজার টাকার বিদ‍্যুত্‍ খরচা কমিয়ে ফেলা যাবে এইভাবে!

সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়ছে মানুষের! এই সময় দারুন চাহিদার সঙ্গে বিক্রি সোলার সিস্টেম। লোডশেডিং প্রবন এলাকা বা ইলেকট্রিক পরিষেবা হীন এলাকায় এর ব্যবহার প্রচুর। বিশেষ করে এই গরমের সময় এর চাহিদা তুঙ্গে। অন্যদিকে গ্রামে গঞ্জে ইলেকট্রিক পরিষেবা উন্নত না হওয়ার ফলে দারুন সমস্যা মানুষের।

সেই দিক থেকে নিরবিচ্ছিন্ন ইলেকট্রিক পরিষেবা পেতে বিকল্প হিসেবে সোলার সেল ব্যবহার করছে মানুষ। এতে যেমন ইলেকট্রিক বিচ্ছিন্ন হবার ঝুঁকি কম, অন্যদিকে সাশ্রয়ী। উভয় দিক থেকেই মানুষের আগ্রহ বাড়ছে সোলার সেল ব্যবহারে।সরাসরি সূর্যের আতশ থেকে বিদ্যুৎ তৈরিতে এর কুপ্রভাব নেই পরিবেশে।