Category Archives: হাওড়া
Health Risks of Night Shifts: রাত জেগে কাজ? অজান্তেই শরীর বাসা বাঁধবে জটিল রোগ, সতর্ক থাকতে কী কী করবেন জানুন চিকিৎসকের এই পরামর্শ
Laxmi Puja 2024: এবার লক্ষ্মীপুজোতেও কার্নিভাল! দুর্গাপুজোর মতোই বিরাট আয়োজন, কোথা হচ্ছে জানেন?
Baby Food: শিশুকে ‘ফর্মুলা ফুড’ খাওয়াচ্ছেন? এই নিয়ম না মানলে কিন্তু বড় বিপদ
Howrah News: ‘র্যালি অফ হিমালয়া’ মটর রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাওড়ার সায়
হাওড়া: র্যালি অফ হিমালয়া মটর রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাওড়ার সায়ক! বাইক ‘র্যালি রেসিং’-রাইডার হওয়ার মূল মন্ত্র কি? বিস্তারিত জানিয়েছেন, র্যালি অফ হিমালয়া মটর রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। বাইক ‘র্যালি রেসিং’ একটি চ্যালেঞ্জিং এবং ঝুঁকিবহুল প্রফেশন হলেও বর্তমান সময় এর প্রতি যুব সমাজের দারুন আকর্ষণ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রাইডার সায়ক।
হাওড়ার সায়ক সদ্য র্যালি অফ হিমালয়া মটর রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তাঁর অসামান্য বাইক স্কিলের সাহায্যে | এর আগেও হিমালয়া মটর রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ হয়েছেন সায়ক। তবে এবারের তাঁকে কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যা কাটিয়ে উঠে জয়লাভ করেছেন তিনি।
হিমালয়া মোটর স্পোর্টস দ্বারা সংগঠিত হিমালয়া মটর রেস প্রতিযোগিতায় গ্রুপ সি বিভাগে অংশগ্রহণ করে হাওড়ার সায়ক। সমতলে বাইক রেসিং আর পাহাড়ে অফরুট রাস্তায় রকি রোডে বোল্ডার পড়া রাস্তায় বাইক চালিয়ে রেসিং করা সত্যিই চ্যালেঞ্জিং কাজ। সেই কঠিন জার্নির কথাই শোনাল সায়ক।
এই র্যালি রেসিং রাইডার হওয়ার জন্য প্রচুর ফিটনেস ট্রেনিং করতে হয়। এই বাইক রেসিং রাইডারের জন্য বয়স কোনও ফ্যাক্টর নয়, ফিটনেসটাই আসল। প্রচুর কার্ডিও করতে হয়। এই রেসিং এ সাফল্য আনার জন্য সারা বছর ফিজিক্যাল ট্রেনিং নিতে হয়। মানতে হয় ডায়েট চার্ট-ও।
আরও পড়ুনঃ Bankura News: বাঁকুড়ার এই দুই ব্যক্তির কর্মকাণ্ড জানলে হতবাক হয়ে যাবেন, করছেন দুর্দান্ত কাজ
র্যালি রেসিং এ ঝুঁকি থাকে, এই রেসিং নির্ভর করে চালকের স্কিলের উপর। ভুল চালালে ক্রাশ করবে, কিন্তু এই খেলায় পিছন থেকে কেউ হিট করবে না। র্যালি রেসিং করার সময় উপযুক্ত গিয়ার পড়ে থাকতে হয়। ইন্ডিয়ান যতগুলো ক্রস কান্ট্রি রেস হয় স্টেজ রেস হয় সেগুলোতে অংশগ্রহণ করাই সায়কের পরবর্তী লক্ষ্য। দুর্গম পথ অতিক্রম করে সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া সত্যিই চ্যালেঞ্জিং কাজ।
রাকেশ মাইতি
Lakshmi Puja 2024: হাওড়ার জোড়া লক্ষীগ্রামে থিমের হিড়িক! খালনা ও জোকা সরগরম কোজাগোরীতে
Bangla News: ঘরের বাইরে পা রাখলেই কামড়ের আতঙ্ক! আচমকাই দৌড়ে এসে দাঁত বসাচ্ছে ‘ক্ষ্যাপা’, তোলপাড় বাংলার গ্রামে
হাওড়া: ক্ষ্যাপা শিয়ালের আতঙ্কে গ্রামবাসী! রীতিমতো ঘুম উড়েছে গ্রামের ৮ থেকে ৮০ বয়সের মানুষের। ঘরের চৌকাঠের বাইরে পা ফেলতেই ভয় মানুষ। আচমকাই দৌড়ে এসে কামড় বসাচ্ছে শিয়াল। শিয়ালের কামড়ে থেকে রক্ষা পায়নি শিশুও।
উদয়নারায়ণ কুরচি গ্রামে মানুষ বাড়ির বাইরে বের হলেই কিছু বোঝার আগেই শিয়াল এসে কামড় বসাচ্ছে। উদ্বিগ্ন গ্ৰামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, একদল শিয়াল হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে। একাধিক শিয়াল বলেই মনে করছে গ্রামবাসীরা। শিয়ালের কামড়ে জখম এক ব্যক্তি-সহ শিশু। ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফেরে।
আরও পড়ুন: বদলে গেল রিজার্ভেশনের নিয়ম, কতদিন আগে কাটলে কনফার্ম টিকিট মিলবে? রেলের বড় ঘোষণা
এই ঘটনায় গোটা গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে। আতঙ্ক কাটাতে স্থানীয়রা যোগাযোগ করে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংগঠনের সঙ্গে।
এই খবর পেয়েই ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ ডিএফও হাওড়া ডিভিশনের কাছে অভিযোগ জানান। গ্ৰামের মানুষের নিরাপত্তা সার্থে ওই শিয়ালদের ধরার জন্য খাঁচা বসিয়ে ধারার আবেদন।
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? ভারত থেকে নাম নেই হৃত্বিক-রণবীরের! তালিকায় কে ঢুকল জানেন?
পরিবেশকর্মী শুভ্রদীপ ঘোষ জানান, ক্ষিপ্ত এই শিয়ালের জন্য গ্রামের মানুষ অতিষ্ঠ। শিয়ালের কামড় খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। গ্ৰামের মানুষের উপর আরও আক্রমণ হতে পারে। খবর পেয়ে সেখানে বন দফতরের কর্মীরা ফাঁদ পাতে। বৃহস্পতিবার সকালে শিয়ালটি ধরা সম্ভব হয়েছে বলে জানা যায় বন বিভাগ সূত্রে। শিয়ালের সংখ্যা একাধিক কিনা সে বিষয়ে গুরুত্ব রাখছে বন দফতর।
রাকেশ মাইতি
IMD Latest Weather Update: বৃষ্টি আসছে কলকাতা-সহ তিন জেলায়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার বিরাট চমক
Achinta Sheuli: নিজের ভুলেই অলিম্পিক্সের সুযোগ হাতছাড়া হয়েছিল, অপরিসীম পরিশ্রম করে জাতীয় মঞ্চ থেকে ছিনিয়ে আনলেন রুপোর পদক
হাওড়া: অচিন্ত্যর ফের কামব্যাক। নিজের জীবনের খারাপ সময় কাটিয়ে ফের ন্যাশনাল লেভেলে রুপো জয় হাওড়ার ভারোত্তোলক অচিন্ত্য শিউলির৷ ২০২২ কমনওয়েলথ গেমসে দুরন্ত পারফরম্যান্স করার পরে বিশেষজ্ঞদের নজর কেড়েছিলেন ভারতীয় ভারোত্তোলক অচিন্ত্য শিউলি৷ কমনওয়েলথ গেমসে সোনা জিতে খবরের শিরোনামে উঠেছিলেন তিনি৷ সেই তিনিই ফের একবার শিরোনামে আসেন৷ যদিও কিছুদিন ফেডারেশনের নিয়মভঙ্গের কারণে ক্যাম থেকে বহিষ্কার হয়ে নিজের বাড়িতেই অনুশীলন চালাচ্ছিলেন। কঠোর অনুশীলনের পর আবারও এল সাফল্য। নিজেকে ফের প্রমান করলেন অচিন্ত্য৷
২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন অচিন্ত্য৷ তারপরে অবশ্য চোট পেয়েছিলেন তিনি| চোট সারিয়ে আবার অনুশীলন শুরু করেছিলেন অচিন্ত্য। অলিম্পিকে নামার স্বপ্ন দেখছিলেন | কিন্তু নিজের ভুলে সেই সুযোগ হাতছাড়া করেন বাংলার অ্যাথলিট৷ জাতীয় ক্যাম্প চলছে ভারোত্তোলকদের | সেই ক্যাম্পের নিয়ম ভেঙে রাত্রি বেলা মহিলা অ্যাথলিটদের হোস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন তিনি ৷ আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁর উপর নেমে আসে শাস্তির খাঁড়া | তাঁকে বিতাড়িত করা হয় জাতীয় ক্যাম্প থেকে ৷
নিজের জীবনের সেই খারাপ সময় কাটিয়ে ফের ন্যাশনাল লেভেলে পদক জয় হাওড়ার অচিন্ত্য শিউলির| আবার শূন্য থেকে শুরু করে নিজেকে সাফল্যের শিখরে দেখতে চান হাওড়ার অচিন্ত্য| সম্পূর্ণ নিজের কৃতিত্বে এইবার তাঁর এই পদক জয় বলে জানায় অচিন্ত্য| হাওড়ার দেউলপুরে অচিন্ত্যর বাড়ি | মা জরির কাজ করে সংসার চালান | দাদা অলোক দমকল দফতরের অস্থায়ী কর্মী।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের দু’টি বিভাগে জোড়া সোনা, যুব এশিয়ান চ্যাম্পিনশিপে রুপো, বাংলার হয়ে জেতা তিনটি সোনা-সহ আটটি পদক ঝুলছে ঘরের কোণের পেরেকে | অভাবের সংসারে অচিন্ত্যর সম্বল এখন নিজেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জেদ | আগামীদিনে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমে সাফল্য অর্জন করাই তাঁর বর্তমান লক্ষ্য৷ যাতে তাঁর জীবনে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনা থেকে জাতীয় স্তরে ভারোত্তোলক ফের ভারতের হয়ে সাফল্য আনতে পারে অচিন্ত্য৷ অচিন্ত্যর সাফল্যে খুশি তাঁর মা৷ আগামীদিনে অচিন্ত্যকে ফের সাফল্যের শীর্ষে দেখতে চান তিনি৷
Rakesh Maity
Howrah News: শালতিতে চড়ে প্রতিমা, সামনে চলছে আতবাজির রোশনাই, অভিনব নিরঞ্জনে উপচে পড়া ভিড় হাওড়ায়
হাওড়া: হাওড়ার অন্যতম বিসর্জন হয় একব্বরপুরে রাজাপুর ক্যানেলে! একব্বরপুর দক্ষিণ রায় যুবক সংঘের পুজোর শালতিতে চড়ে প্রতিমা ভাসান দেখতে ভিড় জমান পার্শ্ববর্তী ৮-১০টি গ্রামের মানুষ। বিজয়া দশমী হয়ে গেছে। আর তার সাথেই এসে পড়েছে মায়ের বিদায়ক্ষণ। আর তার সঙ্গেই একরাশ মনখারাপ। ক্লাবের পুজো থেকে শুরু করে বাড়ির পুজো প্রত্যেকেই বিষন্নতা নিয়ে দুর্গাকে পাঠিয়ে দিচ্ছেন কৈলাসে।
বাবুঘাট,ইছামতি ঘাটের মতো রাজ্যের আরও নানা ঘাটে মা দুর্গার বিসর্জনের পালা চলছে। তেমনই সারা জেলার অন্যতম বিসর্জন দেখা যায় হাওড়ার একব্বরপুরে। একব্বরপুর রাজাপুর ক্যানেলে বিসর্জন দেখতে ভিড় জমায় পার্শ্ববর্তী ৮-১০টি গ্রামের মানুষ।
আরও পড়ুন: অবশেষে দেড় বছর পর ঘরে ফিরল প্রসেনজিৎ, আফ্রিকায় কী হয়েছিল তার সঙ্গে? জানলে শিউরে উঠবেন
দুর্গাপুজোর আকর্ষণের কেন্দ্রে থাকে একব্বরপুর দক্ষিণ রায় যুবক সংঘের পুজো। ৮১ বছরের প্রাচীন এই পুজো। যেখানে দুর্গাপুজোর বিসর্জনের সময় তাঁদের প্রাচীন রীতি বজায় রেখেছে। একব্বরপুর দক্ষিণ রায় যুবক সংঘের পুজোর ভাসানের সময় রাজাপুর প্যানেলের উপর বাজি,মশাল জ্বালিয়ে শালতিতে চড়ে প্রতিমা ভাসান দেওয়া হয়। ১০ থেকে ১২টি শালতি দেখা যায়। আগে আরো বেশি শালতি দেখা যেত। মূলত কৃষি প্রধান এলাকা, বর্তমানে কৃষি কাজ কম হলেও পুরনো রীতি বন্ধ হয়নি।
আরও পড়ুন: উদয়নারায়ণপুরে বন্যায় ভাগচাষিদেরও মিলবে ক্ষতিপূরণ! বিশেষ ব্যবস্থা স্থানীয় প্রশাসনের
এলাকার ঐতিহ্য দেখতে পার্শ্ববর্তী ৮-১০টি গ্রাম থেকে মানুষ ভিড় জমান একব্বরপুর রাজাপুর ক্যানেলে। এই পুজো এবং তার বিসর্জন দেখতে মানুষের বাড়িতে দূর-দূরান্ত থেকে ভিড় জমান আত্মীয়-স্বজনরা। এই বিসর্জন দেখতে ৮-৮০ মানুষের ঢল নামে।
রাকেশ মাইতি