Tag Archives: Cyclone Dana

Cyclone Dana Update: কলকাতায় কত থাকবে ঝড়ের গতি? দানার কেমন প্রভাব পড়বে পাশের জেলাগুলিতে? বিরাট আপডেট

বর্তমানে সাগর থেকে ৬০০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রতীকী ছবি।
বর্তমানে সাগর থেকে ৬০০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রতীকী ছবি।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর। প্রতীকী ছবি।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর। প্রতীকী ছবি।
ইতিমধ্যেই ঝড়ের প্রভাব থেকে বাঁচাতে উপকূলের বহু বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে। ঝড়ের প্রভাব উপকূলে বেশি পড়লেও কলকাতা এবং পাশের জেলাগুলিতে কেমন প্রভাব পড়বে তা নিয়েই চিন্তিত প্রশাসন। প্রতীকী ছবি।
ইতিমধ্যেই ঝড়ের প্রভাব থেকে বাঁচাতে উপকূলের বহু বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে। ঝড়ের প্রভাব উপকূলে বেশি পড়লেও কলকাতা এবং পাশের জেলাগুলিতে কেমন প্রভাব পড়বে তা নিয়েই চিন্তিত প্রশাসন। প্রতীকী ছবি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।
কলকাতার পাশের জেলাগুলির মধ্যে হাওড়া এবং হুগলি জেলায় ৬০ থেকে ৭০, সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। প্রতীকী ছবি।
কলকাতার পাশের জেলাগুলির মধ্যে হাওড়া এবং হুগলি জেলায় ৬০ থেকে ৭০, সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। প্রতীকী ছবি।

Train Cancelled: ট্রেন যাত্রীরা লিস্ট মিলিয়ে নিন! সাইক্লোন ‘দানা’ দাপিয়ে বেড়াবে, মেল-এক্সপ্রেস-দুরন্ত-বন্দে ভারত-সহ বাতিল ১৭১ টি দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড়ের আজ দক্ষিণবঙ্গেও, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ’ দানা '! ওড়িশার সঙ্গে পশ্চিমবঙ্গেও তার যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সারা বাংলা জুড়ে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নেয়া হয়েছে সতর্কিমূলক পদক্ষেপ। এই বিপর্যয় মোকাবিলায় রেলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। মেল, এক্সপ্রেস, দুরন্ত, বন্দেভারত সহ বাতিল ১৭১ টি দূরপাল্লার ট্রেন। বাতিল বেশ কিছু লোকাল ট্রেনও। (রাকেশ মাইতি)
ঘূর্ণিঝড়ের আজ দক্ষিণবঙ্গেও, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ’ দানা ‘! ওড়িশার সঙ্গে পশ্চিমবঙ্গেও তার যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সারা বাংলা জুড়ে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নেওয়া হয়েছে সতর্কিমূলক পদক্ষেপ। এই বিপর্যয় মোকাবিলায় রেলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। মেল, এক্সপ্রেস, দুরন্ত, বন্দেভারত সহ বাতিল ১৭১ টি দূরপাল্লার ট্রেন। বাতিল বেশ কিছু লোকাল ট্রেনও। (রাকেশ মাইতি)
পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে বুধবার থেকে মোট ২০ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে বুধবার ৫ টি, বৃহস্পতিবার ১১টি, শুক্রবার ৩ টি এবং ২৯ তারিখে ১ টি ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে বুধবার থেকে মোট ২০ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে বুধবার ৫ টি, বৃহস্পতিবার ১১টি, শুক্রবার ৩ টি এবং ২৯ তারিখে ১ টি ট্রেন বাতিল করা হয়েছে।
এরমধ্যে, বুধবার পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস এবং বৃহস্পতিবার কলকাতা থেকে পুরী , পুরী থেকে কলকাতা এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণপূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট ১৫১ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।যার মধ্যে মঙ্গলবার কন্যাকুমারী থেকে ডিব্রুগড় এক্সপ্রেস বাতিল করা হয়।বুধবার ১৭ টি, বৃহস্পতিবার ৯৫ টি, শুক্রবার ৩৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
এরমধ্যে, বুধবার পুরী থেকে শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস এবং বৃহস্পতিবার কলকাতা থেকে পুরী , পুরী থেকে কলকাতা এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণপূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট ১৫১ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।যার মধ্যে মঙ্গলবার কন্যাকুমারী থেকে ডিব্রুগড় এক্সপ্রেস বাতিল করা হয়।বুধবার ১৭ টি, বৃহস্পতিবার ৯৫ টি, শুক্রবার ৩৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
যেগুলির মধ্যে হাওড়া, শালিমার, সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়া বা পৌঁছানোর ট্রেন সংখ্যা ৫৪ টি। সেগুলি বাতিল করা হয়েছে। যার মধ্যে মধ্যে বুধবার ৮ টি, বৃহস্পতিবার ৩৮ টি এবং শুক্রবার ৮ টি ট্রেন রয়েছে সেই বাতিলের তালিকায়।
যেগুলির মধ্যে হাওড়া, শালিমার, সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়া বা পৌঁছানোর ট্রেন সংখ্যা ৫৪ টি। সেগুলি বাতিল করা হয়েছে। যার মধ্যে মধ্যে বুধবার ৮ টি, বৃহস্পতিবার ৩৮ টি এবং শুক্রবার ৮ টি ট্রেন রয়েছে সেই বাতিলের তালিকায়।
মূলত, দিঘা, পুরী, জলেশ্বর, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ,চেন্নাই সেন্ট্রাল অর্থাৎ ওড়িশা বা ওড়িশা কোস্টাল বেল্টের ওপর দিয়ে যেসব ট্রেন চলাচল করে সেইসব ট্রেনগুলো বাতিলের তালিকায় রয়েছে। সর্বপরি রেলের ডিভিশনাল ম্যানেজার সহ রেলের আধিকারিকরা বিপর্যয় মোকাবিলার বিষয়টি গুরুত্ব সহকারে মনিটরিং করছেন বলে জানান হয়েছে রেল সূত্রে। ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমস্ত দিক থেকে প্রস্তুত রেল।
মূলত, দিঘা, পুরী, জলেশ্বর, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ,চেন্নাই সেন্ট্রাল অর্থাৎ ওড়িশা বা ওড়িশা কোস্টাল বেল্টের ওপর দিয়ে যেসব ট্রেন চলাচল করে সেইসব ট্রেনগুলো বাতিলের তালিকায় রয়েছে। সর্বপরি রেলের ডিভিশনাল ম্যানেজার সহ রেলের আধিকারিকরা বিপর্যয় মোকাবিলার বিষয়টি গুরুত্ব সহকারে মনিটরিং করছেন বলে জানান হয়েছে রেল সূত্রে। ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমস্ত দিক থেকে প্রস্তুত রেল।

Cyclone Dana: জমি ভরে রয়েছে ফসলে, তার মধ্যে সাগরে ধেয়ে আসছে সাইক্লোন, মাথায় হাত চাষিদের

হুগলি: দানা ঘূর্নিঝড়ের প্রভাবে দূর্যোগ হবে হুগলিতেও। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে জেলায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর কৃষকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে।সেখানে বলা হয়েছে ধানের ৮০ শতাংশ দানা পেকে গেলে ফসল দ্রুত কেটে নিতে। কাটা ধান জমিতে ফেলে না রেখে দ্রুত খামারে তুলে নেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে কৃষকদের।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

পেঁপে, কলা, বিভিন্ন সবজি, পানের বোরজ এবং ডাল শস্যের জমিগুলিতে নিকাশি ব্যবস্থা ঠিক করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি-না হওয়া পর্যন্ত কোনও রাসায়নিক বা কীটনাশক প্রয়োগ করতেও নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন – Cyclone Dana: দানার মোকাবিলায় আগাম প্রস্তুতি দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর

হুগলি জেলার কৃষি দফতর থেকে মাইক প্রচার করে গ্রামে গ্রামে কৃষকদের উদ্দেশ্যে এই প্রচার করা হচ্ছে এবং লিফলেট বিলি করা হচ্ছে। খারিফ মরসুমে এক লক্ষ সাতাশি হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে হুগলি জেলায়।অনেক জমির ধানে পাক ধরলেও এখনো ধান কেটে গোলায় তোলার মত সময় হয়নি বহু জমির ধান। তাই চিন্তায় কৃষক।কাঁচা সবজিতেও ক্ষতির আশঙ্কা থাকে ঝড়ে।

অন্যদিকে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের ঝড়ের আগে অন্যত্র সরে যাওয়ার জন্য মাইক নিয়ে প্রচার করে পুলিশ ও পুরসভা। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত বলেন,গঙ্গার পারে যারা দূর্বল বাড়িতে বসবাস করেন তাদের অন্যত্র সরে যেতে বলা হচ্ছে।আমরা তিনটে স্কুল ঠিক করে রেখেছি সেখানে বাসিন্দাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। বাসিন্দাদের সেই কথাই বলে সচেতন করা হচ্ছে। বাসিন্দারাও জানান,তারা সতর্ক আছেন। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয়ে সরে যাবেন তারা।

Rahee Halder

Local Train Cancelled: ঘূর্ণিঝড়ের ভয়! শিয়ালদহ থেকে ১৯০ লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা

ঘূর্ণিঝড় 'দানা'-র জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব মিলিয়ে ১৯০ লোকাল ট্রেন আপাতত বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। তালিকা রইল, এখনই দেখে নিন।
সব মিলিয়ে ১৯০ লোকাল ট্রেন আপাতত বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। তালিকা রইল, এখনই দেখে নিন।
বাতিল হয়েছে শিয়ালদহ-ক্যানিং - ২৪, সোনারপুর-ক্যানিং - ৭, শিয়ালদহ - লক্ষ্মীকান্তপুর -২৫, শিয়ালদহ-বজবজ - ২৯
বাতিল হয়েছে শিয়ালদহ-ক্যানিং – ২৪, সোনারপুর-ক্যানিং – ৭, শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর -২৫, শিয়ালদহ-বজবজ – ২৯
শিয়ালদহ সাউথে বৃহস্পতিবার রাত আটটায় শেষ ট্রেন ছাড়বে৷ এরপর বন্ধ থাকবে ২৫ তারিখ সকাল দশটা অবধি৷
শিয়ালদহ - সোনারপুর - ১১, সোনারপুর-বারুইপুর - ২, শিয়ালদহ - বারুইপুর - ১৬, শিয়ালদহ - নৈহাটি - ২, লক্ষ্মীকান্তপুর - বারুইপুর - ৩
শিয়ালদহ – সোনারপুর – ১১, সোনারপুর-বারুইপুর – ২, শিয়ালদহ – বারুইপুর – ১৬, শিয়ালদহ – নৈহাটি – ২, লক্ষ্মীকান্তপুর – বারুইপুর – ৩
শিয়ালদহ - ডায়মন্ড হারবার - ৩০, লক্ষ্মীকান্তপুর - নামখানা - ১৯, শিয়ালদহ-হাসনাবাদ - ২০, সার্কুলার রেল - ২
শিয়ালদহ – ডায়মন্ড হারবার – ৩০, লক্ষ্মীকান্তপুর – নামখানা – ১৯, শিয়ালদহ-হাসনাবাদ – ২০, সার্কুলার রেল – ২
ট্রেন বাতিলের পাশাপাশি উপকূল এলাকার রেললাইনেও থাকছে একাধিক সতর্কতা। পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশনও একাধিক সতর্কতা নিয়েছে বলে জানা গিয়েছে। নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদেও সতর্কতা জারি করা হয়েছে।
ট্রেন বাতিলের পাশাপাশি উপকূল এলাকার রেললাইনেও থাকছে একাধিক সতর্কতা। পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশনও একাধিক সতর্কতা নিয়েছে বলে জানা গিয়েছে। নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদেও সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার এমার্জেন্সি কন্ট্রোল খোলা হবে। প্রতিটি স্টেশনে ট্রেন চলাচলের পরিস্থিতি ঘোষণা করা হবে। জল জমার আশঙ্কা রয়েছে। সেখানে পাম্প বসানোর কাজ চলছে। (রিপোর্টার-- আবীর ঘোষাল)
বৃহস্পতি ও শুক্রবার এমার্জেন্সি কন্ট্রোল খোলা হবে। প্রতিটি স্টেশনে ট্রেন চলাচলের পরিস্থিতি ঘোষণা করা হবে। জল জমার আশঙ্কা রয়েছে। সেখানে পাম্প বসানোর কাজ চলছে। (রিপোর্টার– আবীর ঘোষাল)

Cyclone Dana-Local Train: বৃহস্পতিবার রাত ৮টায় শিয়ালদহ থেকে শেষ লোকাল ট্রেন, কোন লাইনে? ফের চালু হবে কবে? বিরাট খবর দিল রেল

আসছে ঘূর্ণিঝড় দানা। সেই কারণে আগাম ব্যবস্থা হিসেবে নানা ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল। শিয়ালদহ রেল ডিভিশনের DRM দীপক নিগম বলেন, কলকাতায় ঝড়ের সম্ভাবনা আছে৷ এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। একাধিক পাম্প নিয়ে আসা হয়েছে গুরুত্বপূর্ণ স্টেশনে। বিভিন্ন স্টেশনের গাছ ট্রিম করা হয়েছে।
আসছে ঘূর্ণিঝড় দানা। সেই কারণে আগাম ব্যবস্থা হিসেবে নানা ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল। শিয়ালদহ রেল ডিভিশনের DRM দীপক নিগম বলেন, কলকাতায় ঝড়ের সম্ভাবনা আছে৷ এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। একাধিক পাম্প নিয়ে আসা হয়েছে গুরুত্বপূর্ণ স্টেশনে। বিভিন্ন স্টেশনের গাছ ট্রিম করা হয়েছে।
তাঁর সংযোজন, স্টেশন বিল্ডিংয়েই যেন থাকেন যাত্রীরা৷ সেই ব্যবস্থা করা হচ্ছে৷ তার জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা হবে৷ কেউ যেন প্ল্যাটফর্ম শেডে না থাকে। ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপে সিগন্যান বিভাগের সিনিয়র আধিকারিকরা থাকবেন। এখানে মেডিক্যাল টিম থাকবে।
তাঁর সংযোজন, স্টেশন বিল্ডিংয়েই যেন থাকেন যাত্রীরা৷ সেই ব্যবস্থা করা হচ্ছে৷ তার জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা হবে৷ কেউ যেন প্ল্যাটফর্ম শেডে না থাকে। ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপে সিগন্যান বিভাগের সিনিয়র আধিকারিকরা থাকবেন। এখানে মেডিক্যাল টিম থাকবে।
মোটরম্যানদের বলা হয়েছে, হাওয়ার বেগ বুঝে কন্ট্রোল রুমে জানাতে৷ যাতে ট্রেন নিয়ন্ত্রণ করা যায়৷ বিজ্ঞাপন বোর্ড বারবার পরীক্ষা করা হয়েছে।শিয়ালদহ সাউথে বৃহস্পতিবার রাত আটটায় শেষ ট্রেন ছাড়বে৷ এরপর বন্ধ থাকবে ২৫ তারিখ সকাল দশটা অবধি৷
মোটরম্যানদের বলা হয়েছে, হাওয়ার বেগ বুঝে কন্ট্রোল রুমে জানাতে৷ যাতে ট্রেন নিয়ন্ত্রণ করা যায়৷ বিজ্ঞাপন বোর্ড বারবার পরীক্ষা করা হয়েছে। শিয়ালদহ সাউথে বৃহস্পতিবার রাত আটটায় শেষ ট্রেন ছাড়বে৷ এরপর বন্ধ থাকবে ২৫ তারিখ সকাল দশটা অবধি৷
দক্ষিণ শাখার যে সব ট্রেন শিয়ালদহ আসবে তাদের প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন সন্ধ্যা সাতটায় ছাড়বে৷ আবার পরের দিন সকাল ন'টায় ছাড়বে৷ ঝড়ের সময়ে কোনও ট্রেন লাইনে রাখা হবে না। সেন্ট্রাল কন্ট্রোল অফিস থেকে সব নজরদারি হবে৷
দক্ষিণ শাখার যে সব ট্রেন শিয়ালদহ আসবে তাদের প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন সন্ধ্যা সাতটায় ছাড়বে৷ আবার পরের দিন সকাল ন’টায় ছাড়বে৷ ঝড়ের সময়ে কোনও ট্রেন লাইনে রাখা হবে না। সেন্ট্রাল কন্ট্রোল অফিস থেকে সব নজরদারি হবে৷
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ১৯০ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে৷ দক্ষিণ শাখায় সবচেয়ে বেশি লোকাল বাতিল থাকছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ১৯০ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে৷ দক্ষিণ শাখায় সবচেয়ে বেশি লোকাল বাতিল থাকছে।
দীপক নিগম আরও জানান, কানেক্টিভিটি যথাযথ রাখার জন্য রেল নিজে থেকেই কথা বলেছে ফোন প্রভাইডারদের সঙ্গে৷ একটা হেল্পলাইন নম্বর খোলা হচ্ছে৷ তবে আগামীকাল ট্রেন বন্ধ হওয়ার আগে, যাত্রী চাহিদা দেখে অতিরিক্ত ট্রেন চালানো হবে।
দীপক নিগম আরও জানান, কানেক্টিভিটি যথাযথ রাখার জন্য রেল নিজে থেকেই কথা বলেছে ফোন প্রভাইডারদের সঙ্গে৷ একটা হেল্পলাইন নম্বর খোলা হচ্ছে৷ তবে আগামীকাল ট্রেন বন্ধ হওয়ার আগে, যাত্রী চাহিদা দেখে অতিরিক্ত ট্রেন চালানো হবে।
সব মিলিয়ে ১৯০ লোকাল আপাতত বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ-ক্যানিং - ২৪, সোনারপুর-ক্যানিং - ৭, শিয়ালদহ - লক্ষ্মীকান্তপুর -২৫, শিয়ালদহ-বজবজ - ২৯, শিয়ালদহ - সোনারপুর - ১১, সোনারপুর-বারুইপুর - ২, শিয়ালদহ - বারুইপুর - ১৬, শিয়ালদহ - নৈহাটি - ২, লক্ষ্মীকান্তপুর - বারুইপুর - ৩, শিয়ালদহ - ডায়মন্ড হারবার - ৩০, লক্ষ্মীকান্তপুর - নামখানা - ১৯, শিয়ালদহ-হাসনাবাদ - ২০, সার্কুলার রেল - ২।
সব মিলিয়ে ১৯০ লোকাল আপাতত বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ-ক্যানিং – ২৪, সোনারপুর-ক্যানিং – ৭, শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর -২৫, শিয়ালদহ-বজবজ – ২৯, শিয়ালদহ – সোনারপুর – ১১, সোনারপুর-বারুইপুর – ২, শিয়ালদহ – বারুইপুর – ১৬, শিয়ালদহ – নৈহাটি – ২, লক্ষ্মীকান্তপুর – বারুইপুর – ৩, শিয়ালদহ – ডায়মন্ড হারবার – ৩০, লক্ষ্মীকান্তপুর – নামখানা – ১৯, শিয়ালদহ-হাসনাবাদ – ২০, সার্কুলার রেল – ২।

Cyclone Dana: দানার মোকাবিলায় আগাম প্রস্তুতি দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর

উত্তর ২৪ পরগনা: গতি বাড়িয়ে রাজ্যের দিকে ধেয়ে আসা ঝড়ের মোকাবিলায় এবার পরিস্থিতি সামাল দিতে অনেকটা আগেভাগে বৈঠকে সারল দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর। এদিন সন্ধ্যে থেকেই ঝড়ের গতিপথে থাকা কলকাতা সহ জেলাগুলিতে ৮৫ টি কন্ট্রোল রুম খোলা হবে বলেই জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

এরই পাশাপাশি অতীতে আমফান, আয়লা সহ বিভিন্ন সময়ে ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, ওই ৮৫টি কন্ট্রোলরুমেই রাখা থাকবে অত্যাধুনিক সরঞ্জাম সহ অগ্নি নির্বাপন ও গাছ কাটার যন্ত্রসহ বিশেষ জল নিষ্কাশন পাম্পও। যাতে কোনরকম বিপর্যয়ের সৃষ্টি হলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে কাজ করতে পারেন কর্মীরা। অগ্নিকাণ্ডই হোক বা ঝড়ে গাছ ভেঙে পড়া, হোডিং ভেঙে পড়া সহ কোথাও মানুষজন আটকে পড়লে দ্রুত যাতে উদ্ধার করা সম্ভব হয় তার জন্যই প্রস্তুত রাখা হবে দফতরের সকল কর্মীকে বলেও জানান দমকল মন্ত্রী।

আরও পড়ুন – Cyclone Dana Effect Start: আকাশ ঢাকল কালো মেঘে, তুমুল বৃষ্টি সাইক্লোন দেখাবে বড় খেলা

অতীতের ঝড়ের সময় যেভাবে তিনি নজরদারি চালিয়েছেন, সেভাবে এবারও সজাগ থাকবেন বলে জানান। তার সঙ্গেও দমকল বিভাগের একটি বিশেষ টিম রাখা থাকবে। যা প্রয়োজন অনুযায়ী পাঠানো হবে ঘটনাস্থলে। যে সমস্ত জেলাগুলিতে ঝড়ের প্রকোপ বেশি থাকবে, সেই সমস্ত জেলাগুলিতে দমকল কর্মীদের বিশেষ দলকে তৈরি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী সুজিত বসু ছাড়াও, কন্ট্রোলের দায়িত্বে থাকবেন ডিজি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। জানা যায়, দক্ষিণ কলকাতা থাকবে ১১ টি দল, উত্তর কলকাতায় থাকবে ৮টি দল, দক্ষিণ ২৪ পরগনায় রাখা হবে ১২ টি টিম, উত্তর ২৪ পরগনায় ২২ টি দল, হাওড়ায় ৬টি, হুগলিতে ১৩টি, পশ্চিম মেদিনীপুরে ৪টি ও পূর্ব মেদিনীপুরে ৫ টি দল তৈরি থাকবে ঝড়ের মোকাবিলায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিধাননগরে দফতর থেকে ডানা ঝড়ের মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি সেরে নিয়েছে রাজ্যের দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখন দেখার দানার ঝাপট কতটা ক্ষয়ক্ষতি সৃষ্টি করে বঙ্গে।

Rudra Narayan Roy

Cyclone Dana: ড্রেন থেকে বিদ্যুতের তার, নজরে সব কিছু, ধেয়ে আসছে দানা, তৈরি প্রশাসন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা’| চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে | তার সঙ্গে ঝড় হওয়ারও সম্ভাবনা | বুধবার থেকেই প্রভাব ফেলতে পারে 'দানা' |হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে সাগরদ্বীপ সামান্য দূরে রয়েছে নিম্নচাপের অবস্থান | বুধবার সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা | তারপর তার অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হবে৷ এর জেরেই ২৩ তারিখ সন্ধে থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা | (রাকেশ মাইতি)
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’| চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে | তার সঙ্গে ঝড় হওয়ারও সম্ভাবনা | বুধবার থেকেই প্রভাব ফেলতে পারে ‘দানা’ |হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে সাগরদ্বীপ সামান্য দূরে রয়েছে নিম্নচাপের অবস্থান | বুধবার সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা | তারপর তার অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হবে৷ এর জেরেই ২৩ তারিখ সন্ধে থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা | (রাকেশ মাইতি)
তবে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোয়।পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য | মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগাম সতর্ক রাজ্য সরকার। ন’টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের | বন্ধ থাকবে ফেরি চলাচল | প্রতি মুহূর্তে সতর্ক থাকার নির্দেশ ডিএম,এসপিদের |
তবে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোয়।পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য | মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগাম সতর্ক রাজ্য সরকার। ন’টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের | বন্ধ থাকবে ফেরি চলাচল | প্রতি মুহূর্তে সতর্ক থাকার নির্দেশ ডিএম,এসপিদের |
নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম | এখন‌ও পর্যন্ত মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝ়ড়টি পুরী থেকে সাগরদ্বীপের মাঝে কোন‌ও একটি জায়গায় আছড়ে পড়বে | আর তার আগেই সতর্ক স্কুল শিক্ষা দফতর | ২৩ তারিখ বুধবার থেকে ২৬ তারিখ শনিবার পর্যন্ত নয় জেলার সমস্ত স্কুল বন্ধ থাকবে | এই ন’টি জেলা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা |
নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম | এখন‌ও পর্যন্ত মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝ়ড়টি পুরী থেকে সাগরদ্বীপের মাঝে কোন‌ও একটি জায়গায় আছড়ে পড়বে | আর তার আগেই সতর্ক স্কুল শিক্ষা দফতর | ২৩ তারিখ বুধবার থেকে ২৬ তারিখ শনিবার পর্যন্ত নয় জেলার সমস্ত স্কুল বন্ধ থাকবে | এই ন’টি জেলা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা |
আর তাই আগেভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা সহ বাকি পুরসভাগুলো | দানা মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও | হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন |
আর তাই আগেভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা সহ বাকি পুরসভাগুলো | দানা মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও | হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন |
হাওড়া পুরসভা জানিয়েছে, বিভিন্ন প্রান্তে থাকা বাতিস্তম্ভগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে এবং আর্থিং ঠিকমতো আছে কিনা | বিদ্যুতের তার থেকে প্রাণহানির ঘটনা এড়াতে এই উদ্যোগ | শহরের যেকোনও জায়গায় গাছ পড়ে গেলে দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হবে |ভারী বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে | অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য অস্থায়ী পাম্পগুলিও তৈরি থাকবে |
হাওড়া পুরসভা জানিয়েছে, বিভিন্ন প্রান্তে থাকা বাতিস্তম্ভগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে এবং আর্থিং ঠিকমতো আছে কিনা | বিদ্যুতের তার থেকে প্রাণহানির ঘটনা এড়াতে এই উদ্যোগ | শহরের যেকোনও জায়গায় গাছ পড়ে গেলে দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হবে |ভারী বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে | অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য অস্থায়ী পাম্পগুলিও তৈরি থাকবে |
এছাড়াও, পুরসভার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে যে কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায় | ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে | সেই পরিস্থিতি মোকাবিলার জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা করা হয়েছে |আগামী সপ্তাহে কালীপুজো ও দীপাবলির কারণে শহরজুড়ে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা করা হয়েছে | ঘূর্ণিঝড়ের কারণে এই আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা ক্ষতিগ্রস্ত হলে তা ঠিক করতে বেশ বেগ পেতে হতে পারে পুরসভাকে। তাই সব ধরনের বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে হাওড়া পুরসভা |
এছাড়াও, পুরসভার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে যে কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায় | ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে | সেই পরিস্থিতি মোকাবিলার জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা করা হয়েছে |আগামী সপ্তাহে কালীপুজো ও দীপাবলির কারণে শহরজুড়ে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা করা হয়েছে | ঘূর্ণিঝড়ের কারণে এই আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা ক্ষতিগ্রস্ত হলে তা ঠিক করতে বেশ বেগ পেতে হতে পারে পুরসভাকে। তাই সব ধরনের বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে হাওড়া পুরসভা |

সুপার সাইক্লোন কাকে বলে? দানা কি আমফানের মতো তাণ্ডব চালাবে? জেনে নিন

আমফানের মতোই কি তাণ্ডব চালাবে দানা! এই প্রশ্ন এখন অনেকের মনে। ইতিমধ্যে জেলায়, জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শহর কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। তবে এখনও ল্যান্ডফল হয়নি ঘূর্ণিঝড় দানার।
আমফানের মতোই কি তাণ্ডব চালাবে দানা! এই প্রশ্ন এখন অনেকের মনে। ইতিমধ্যে জেলায়, জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শহর কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। তবে এখনও ল্যান্ডফল হয়নি ঘূর্ণিঝড় দানার।
এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে ওড়িশায়। তবে এর প্রভাব থাকবে বাংলায়। এটি এখন সারদ্বীপের থেকে ৬০০ কিমি দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১২ থেকে ১৮ কিমি বেগে সছে এটি।
এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে ওড়িশায়। তবে এর প্রভাব থাকবে বাংলায়। এটি এখন সারদ্বীপের থেকে ৬০০ কিমি দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১২ থেকে ১৮ কিমি বেগে সরছে এটি।
২০২০ সালে আমফানের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। আমফান ছিল সুপার সাইক্লোন। দানা কি সুপার সাইক্লোন হিসেবে আছড়ে পড়বে!
২০২০ সালে আমফানের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। আমফান ছিল সুপার সাইক্লোন। দানা কি সুপার সাইক্লোন হিসেবে আছড়ে পড়বে!
আবহাওয়াবিদদের পরিভাষায়, যে সব ঘূর্ণিঝড়ের গতি ১২০ নট বা তার বেশি, সেগুলি সুপার সাইক্লোন। ১২০ নট অর্থাৎ ২২২ কিমি প্রতি ঘণ্টা।
আবহাওয়াবিদদের পরিভাষায়, যে সব ঘূর্ণিঝড়ের গতি ১২০ নট বা তার বেশি, সেগুলি সুপার সাইক্লোন। ১২০ নট অর্থাৎ ২২২ কিমি প্রতি ঘণ্টা।
৩৪ থেকে ৪৭ নট বা ৬২ কিমি প্রতি ঘণ্টা থেকে ৮৭ কিমি প্রতিঘণ্টা যে সব সাইক্লোনের গতিবেগ, সেগুলি সাধারণ ঘূর্ণিঝড়। ৯০ থেকে ১১৯ নট অর্থাত্‍ ১৬৬ কিমি থেকে ২২০ কিমি প্রতিঘণ্টা গতি যে সাইক্লোনের গতি সেগুলি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন।

৩৪ থেকে ৪৭ নট বা ৬২ কিমি প্রতি ঘণ্টা থেকে ৮৭ কিমি প্রতিঘণ্টা যে সব সাইক্লোনের গতিবেগ, সেগুলি সাধারণ ঘূর্ণিঝড়। ৯০ থেকে ১১৯ নট অর্থাত্‍ ১৬৬ কিমি থেকে ২২০ কিমি প্রতিঘণ্টা গতি যে সাইক্লোনের গতি সেগুলি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন।
ঘূর্ণিঝড় দানা-র গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি। ল্যান্ডফলের পর এটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিমি প্রতিঘণ্টা। অর্থাৎ এটি সুপার সাইক্লোন নয়। তবে তীব্র গতিসম্পন্ন ঘূর্ণিঝড়। 
ঘূর্ণিঝড় দানা-র গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি। ল্যান্ডফলের পর এটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিমি প্রতিঘণ্টা। অর্থাৎ এটি সুপার সাইক্লোন নয়। তবে তীব্র গতিসম্পন্ন ঘূর্ণিঝড়।
২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোর রাতের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা দানার। তবে ল্যান্ডফল হবে ওড়িশায়, যদিও এই সিস্টেম-এর প্রভাব পড়বে বাংলায়। জেলায়-জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোর রাতের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা দানার। তবে ল্যান্ডফল হবে ওড়িশায়, যদিও এই সিস্টেম-এর প্রভাব পড়বে বাংলায়। জেলায়-জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

Cyclone Dana Alert: কত গতিতে ছুটছে দানা? ঘূর্ণিঝড়ে তছনছ হবে রাজ্যের একাধিক জেলা! সরানো হল বাসিন্দাদের

কলকাতা: ওড়িশাতেই ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড় দানার। ভিতরকণিকা ও ধর্মার মাঝে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে দানা।

বর্তমানে সাগরদ্বীপ থেকে ৬০০ কিমি দূরে আছে ঘূর্ণিঝড়। শেষ ৬ ঘণ্টায় গতি কিছুটা কমেছে, বর্তমানে ১৫ কিমি প্রতি ঘণ্টা বেগে এগোচ্ছে ঝড়। তবে তার গতিবেগ ক্রমশ বাড়বে। সতর্কতামূলক ব্যবস্থা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা  ও পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য। নজরে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামোড়া দ্বীপ। এই দ্বীপের প্রায় চার হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় দানা! জানেন পরের ঝড়ের নাম কী? ভারত আবার কবে ঝড়ের নাম দেবে?

পাশাপাশি সাগর ও তার সংলগ্ন এলাকা থেকে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের রামনগর ওয়ান ও রামনগর টু থেকে কয়েক হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি হচ্ছে।

আরও পড়ুন: বদলে গেল কলকাতা থেকে উত্তরবঙ্গের বহু ট্রেনের সময়! পাহাড়ে যাওয়ার আগে জেনে নিন

দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামোড়া দ্বীপের প্রায় সবাইকেই নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। দানা নিয়ে কৃষকদের বার্তা রাজ্যের। ৮০ শতাংশ ধান পেকে গেলে ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি থেকেও বাসিন্দাদের নিরাপদ সরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রায় ১৫ হাজার বাসিন্দাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি শুরু করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

Cyclone Dana Fear: ‘দানা’-র দুর্যোগ-ভয় দানা বেঁধেছে বাঁকুড়ায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় যা করা হল অভাবনীয়!

বাঁকুড়া: ঘূর্ণিঝড় দানার জন্য আগাম সতর্কতা বাঁকুড়াতেও বুধবার থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। এই পুজোর ছুটি কাটিয়ে স্কুল খুলেছিল, আবার বন্ধ হল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। বাঁকুড়া জেলাতে বুধবার থেকে স্কুল ছুটি থাকবে ২৬ অক্টোবর পর্যন্ত।

একই ছবি কলেজগুলিতেও। পঠনপাঠন বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে।ল আবার, ২৭ তারিখ রবিবার। সেই কারণেই সোমবার থেকে জেলার স্কুল, কলেজে পঠন-পাঠনের স্বাভাবিক ছন্দ ফিরে আসবে বলে আশা করা যায়।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

দানার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের ৯ টি জেলার স্কুল ছুটি ও কলেজে পঠনপাঠন বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই বিশেষ ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই ৯ টি জেলার মধ্যে বাঁকুড়া জেলাও রয়েছে। স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যে জারি করেছে এই বিশেষ ছুটির বিজ্ঞপ্তি। সেই মতো বাঁকুড়া জেলাতেও বুধবার থেকে স্কুল ছুটি থাকবে ২৬ অক্টোবর পর্যন্ত। কলেজগুলিতেও পঠনপাঠন বন্ধ থাকবে।

আরও পড়ুন: হাজার হাজার রোগের দফারফা করবে এই ‘মিষ্টি’, রোজ ১-২ টো চুষে খেতে হবে, তাহলেই কেল্লাফতে!

জেলার প্রতিটি ব্লককেই সব ধরনের পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণের জন্যও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সুত্রের খবর। স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে যে ৯ টা জেলায় ছুটির কথা বলা হয়েছে, সেই জেলাগুলি হল , দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা-এই ৯টি জেলায় সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে।

আরও পড়ুন: আকাশে জমতে শুরু করেছে মেঘ, মাস-শেষে আবহাওয়ার বড় বদল! ভারী বৃষ্টি কোথায়?

 বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘দানা’। আশঙ্কা রয়েছে তীব্র। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। দানার আগাম সতর্কতামূলক যাবতীয় ব্যবস্থা সেরে রেখেছে বাঁকুড়া জেলা প্রশাসনও। মেদিনীপুর লাগোয়া বাঁকুড়া জেলার ব্লকগুলিকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুকুটমণিপুর, দামোদরে প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা দফতরের টিমও মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।

নীলাঞ্জন ব্যানার্জী