Tag Archives: Durga Puja Recipes

Crispy Chicken Popcorn Recipe: কামড় দিলে বেরিয়ে আসবে রস! বাইরে মচমচে, ভিতরে চিকেনের পুর, বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন, রইল রেসিপি

ক্রিসপি চিকেন পপকর্ন বানিয়ে বাজার কাঁপাচ্ছে দার্জিলিং জেলার শিলিগুড়ির একদম কাছে শিব মন্দির বাজারে এক দোকানদার।বাঙালি মানেই ভোজন রসিক, ইন্ডিয়ান হোক বা চাইনিজ খাবারের ক্ষেত্রে বাঙালি সব সময় একধাপ এগিয়ে। বাজারে চিকেনের প্রচুর ভ্যারাইটি আইটেম পাওয়া যায় তবে এই দোকানের ক্রিসপি চিকেন পপকর্ন যেন সকলের মনে আলাদা করে দাগ কেটেছে। (সুজয় ঘোষ)
ক্রিসপি চিকেন পপকর্ন বানিয়ে বাজার কাঁপাচ্ছে দার্জিলিং জেলার শিলিগুড়ির একদম কাছে শিব মন্দির বাজারে এক দোকানদার।বাঙালি মানেই ভোজন রসিক, ইন্ডিয়ান হোক বা চাইনিজ খাবারের ক্ষেত্রে বাঙালি সব সময় একধাপ এগিয়ে। বাজারে চিকেনের প্রচুর ভ্যারাইটি আইটেম পাওয়া যায় তবে এই দোকানের ক্রিসপি চিকেন পপকর্ন যেন সকলের মনে আলাদা করে দাগ কেটেছে। (সুজয় ঘোষ)
ক্রিসপি চিকেন পপকর্ন নামের মধ্যেই একটা কুড়মুড়ে ব্যাপার আছে, এই পপকর্নের বাইরেটা যতটা কুড়মুড়ে ভেতরটা ততটাই রসালো। এমনই ক্রিসপি চিকেন পপকর্ন বানিয়ে সকলের মন জয় করছে শিবমন্দিরের ড্রামস্টিক। এখানে চিকেনের প্রচুর আইটেম পাওয়া গেলেও এই ক্রিসপি চিকেন পপকর্নের চাহিদা প্রচুর।
ক্রিসপি চিকেন পপকর্ন নামের মধ্যেই একটা কুড়মুড়ে ব্যাপার আছে, এই পপকর্নের বাইরেটা যতটা কুড়মুড়ে ভেতরটা ততটাই রসালো। এমনই ক্রিসপি চিকেন পপকর্ন বানিয়ে সকলের মন জয় করছে শিবমন্দিরের ড্রামস্টিক। এখানে চিকেনের প্রচুর আইটেম পাওয়া গেলেও এই ক্রিসপি চিকেন পপকর্নের চাহিদা প্রচুর।
এই প্রসঙ্গে দোকানে কর্মরত এক কর্মচারী বলেন আমাদের এখানে ক্রিসপি চিকেন পপকর্নের চাহিদা প্রচুর, এর বাইরেটা যতটাই কুড়মুড়ে ভেতরটা ততটাই রসে ভরা সেই অর্থেই এই পপকর্নের টানে প্রতিদিন দোকানের সামনে ভিড় জমায় প্রচুর মানুষ।
এই প্রসঙ্গে দোকানে কর্মরত এক কর্মচারী বলেন আমাদের এখানে ক্রিসপি চিকেন পপকর্নের চাহিদা প্রচুর, এর বাইরেটা যতটাই কুড়মুড়ে ভেতরটা ততটাই রসে ভরা সেই অর্থেই এই পপকর্নের টানে প্রতিদিন দোকানের সামনে ভিড় জমায় প্রচুর মানুষ।
গরম গরম এই ক্রিসপি চিকেন পপকর্ন ৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে রয়েছেআপনি চাইলেই খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন এই ক্রিসপি চিকেন পপকর্ন।
গরম গরম এই ক্রিসপি চিকেন পপকর্ন ৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে রয়েছেআপনি চাইলেই খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন এই ক্রিসপি চিকেন পপকর্ন।
সবার প্রথমে চিকেনটিকে পপকর্নের সাইজে কেটে নিন তারপর আপনার পছন্দমত মসলা দিয়ে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে সেটিকে ময়দাতে মাখিয়ে ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে তারপর ফের একবার ময়দায় মাখিয়ে গরম তেলে ফ্রাই করলেই রেডি হয়ে যাবে আপনার পছন্দের কুড়মুড়ে এবং রসালো ক্রিসপি চিকেন পপকর্ন।
সবার প্রথমে চিকেনটিকে পপকর্নের সাইজে কেটে নিন তারপর আপনার পছন্দমত মসলা দিয়ে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে সেটিকে ময়দাতে মাখিয়ে ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে তারপর ফের একবার ময়দায় মাখিয়ে গরম তেলে ফ্রাই করলেই রেডি হয়ে যাবে আপনার পছন্দের কুড়মুড়ে এবং রসালো ক্রিসপি চিকেন পপকর্ন।
ছুটির দিনে বাড়ির যে কোন ঘরোয়া অনুষ্ঠানে আপনিও নিজের পরিবারের লোকেদের জন্য বানিয়ে ফেলুন এই কুড়মুড়ে এবং রসালো ক্রিসপি চিকেন পপকর্ন।
ছুটির দিনে বাড়ির যে কোন ঘরোয়া অনুষ্ঠানে আপনিও নিজের পরিবারের লোকেদের জন্য বানিয়ে ফেলুন এই কুড়মুড়ে এবং রসালো ক্রিসপি চিকেন পপকর্ন।

Chicken Kabiraji Home Recipe: একদম দোকানের টেস্ট পাবেন ঘরে বসে, চিকেন কবিরাজির শর্ট-কাট রেসিপি, টাটকা বানিয়ে খান, খরচ অনেক কম পড়বে

বর্ষায় চায়ের সঙ্গে মুচমুচে মজাদার কিছু খেতে কার না ভাল লাগে। বন্ধুবান্ধব থেকে আত্মীয়-পরিজন বাড়িতে অতিথির আগমন ঘটলেই এই বর্ষায় চায়ের সঙ্গে একটু স্নাক্স না হলে ঠিক জমে না। তাই বাড়িতেই বসে খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন চিকেন কবিরাজি। (পিয়া গুপ্তা)
বর্ষায় চায়ের সঙ্গে মুচমুচে মজাদার কিছু খেতে কার না ভাল লাগে। বন্ধুবান্ধব থেকে আত্মীয়-পরিজন বাড়িতে অতিথির আগমন ঘটলেই এই বর্ষায় চায়ের সঙ্গে একটু স্নাক্স না হলে ঠিক জমে না। তাই বাড়িতেই বসে খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন চিকেন কবিরাজি। (পিয়া গুপ্তা)
ক্যাফেতে গেলে চা অর্ডার করলে চায়ের সঙ্গে টা হিসেবে চিকেনের কবিরাজি বেছে নেন অনেকে। কিন্তু এক পিস চিকেন কবিরাজির দাম ১৫০ টাকা। তাই দামের কথা মাথায় আসলে হাত পড়ে কপালে। তাই বাজার থেকে দাম দিয়ে না কিনে বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি চিকেন কবিরাজি।
ক্যাফেতে গেলে চা অর্ডার করলে চায়ের সঙ্গে টা হিসেবে চিকেনের কবিরাজি বেছে নেন অনেকে। কিন্তু এক পিস চিকেন কবিরাজির দাম ১৫০ টাকা। তাই দামের কথা মাথায় আসলে হাত পড়ে কপালে। তাই বাজার থেকে দাম দিয়ে না কিনে বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি চিকেন কবিরাজি।
এই চিকেন কবিরাজি বানাতে প্রয়োজন চিকেন কিমা, পিয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, গরম মসলা ,মরিচ গুঁড়ো, ব্রেড ক্রাম্ব, ডিম ও কনফ্লাওয়ার।
এই চিকেন কবিরাজি বানাতে প্রয়োজন চিকেন কিমা, পিয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, গরম মসলা ,মরিচ গুঁড়ো, ব্রেড ক্রাম্ব, ডিম ও কনফ্লাওয়ার।
প্রথমে একটি বাটিতে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা ,রসুন বাটা, কাঁচালঙ্কা ,গরম মসলা , চাট মশালা, নুন, ব্রেড ক্রাম্ব মিশিয়ে ভালো করে মেখে ঘন্টা খানে রেখে দিন। তারপর পছন্দের আকারে কাটলেটের শেপ দিয়ে দিন । এরপর কাকলেটে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিন। অন্য একটি বাটিতে ডিম, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, লবণ ও সামান্য জল দিয়ে ফেটিয়ে নিন।
প্রথমে একটি বাটিতে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা ,রসুন বাটা, কাঁচালঙ্কা ,গরম মসলা , চাট মশালা, নুন, ব্রেড ক্রাম্ব মিশিয়ে ভালো করে মেখে ঘন্টা খানে রেখে দিন। তারপর পছন্দের আকারে কাটলেটের শেপ দিয়ে দিন । এরপর কাকলেটে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিন। অন্য একটি বাটিতে ডিম, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, লবণ ও সামান্য জল দিয়ে ফেটিয়ে নিন।
তারপর কড়াইয়ে ডিপ ফ্রাই করে তেল গরম করুন। এরপর কাটলেট গুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে ভাল করে ভাজুন।
তারপর কড়াইয়ে ডিপ ফ্রাই করে তেল গরম করুন। এরপর কাটলেট গুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে ভাল করে ভাজুন।
এবার ডিমের গোলাটা ধীরে ধীরে কাটলেটের উপর ঢালুন। সঙ্গে সঙ্গে মিশ্রণ টাই প্রচুর ফেনা তৈরি হবে। এরপর ফ্রায়েড এগের ঝুরি দিয়ে কাকলেট টিকে মুড়িয়ে নিন। এরপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সস ও স্যালাডের সঙ্গে।
এবার ডিমের গোলাটা ধীরে ধীরে কাটলেটের উপর ঢালুন। সঙ্গে সঙ্গে মিশ্রণ টাই প্রচুর ফেনা তৈরি হবে। এরপর ফ্রায়েড এগের ঝুরি দিয়ে কাকলেট টিকে মুড়িয়ে নিন। এরপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সস ও স্যালাডের সঙ্গে।

Masala Papad Recipe: মুচমুচে মশলা পাঁপড়েই জমবে সন্ধ্যার আড্ডা, বানিয়ে নিন বাড়িতেই, ১ মাসেও নষ্ট হবে না…

মুর্শিদাবাদ: আমরা অনেকেই পাপড় খেয়ে থাকি। কিন্তু জানেন কি, কিভাবে তৈরি করা হয় এই পাপড়। ময়দা, বেসন ও বিভিন্ন মশলার উপকরণ হিসেবে তৈরি করা হয় এই মশলা পাপড়। যা তৈরি করে ১০টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয়ে থাকে। গ্রামের মহিলারা এই পাপড় তৈরি করে থাকেন। যা বিক্রি হয় ভালই। আর এই মশলা পাপড় বিক্রি করেই লাভবান হচ্ছেন বর্তমানে গ্রামীণ মহিলারা।

মুর্শিদাবাদ শহরেই বসবাস করেন টুম্পা মন্ডল। পরিবারের অন্যান্য সদস্যদের মুখে হাঁসি ফোটাতে তৈরি করে থাকেন এই মশলাদার পাপড়। মশলা পাপড় রেসিপি হল একটি জনপ্রিয় ভেগান ভারতীয় স্ন্যাকস রেসিপি। এটি খসখসে, মশলাদার এবং স্বাদেও সুস্বাদু। এটি একটি অতি সহজে তৈরি, দ্রুত এবং ঝঞ্ঝাট-মুক্ত রেসিপি। এই প্রস্তুতিতে, ভাজা পাপড়ের উপরে মশলা দেওয়া হয় যা পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, সেভ এবং কিছু মশলা মিশিয়ে তৈরি করা হয়।

আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

মশলা পাপড় একটি সুস্বাদু ভারতীয় খাবার যা চা-এর সঙ্গে স্ন্যাকস হিসাবে পরিবেশন করা যেতে পারে। জানা যায়, ভারতীয় খাবারে ভারতীয় রাস্তার খাবার সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু। মশলা পাপড় এর একটি বড় উদাহরণ।

আরও পড়ুন-  বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

যদিও এটি ভারতের প্রতিটি ছোট শহর, শহর এবং গ্রামে সহজেই পাওয়া যায়, তবুও লোকেরা কখনওই এটিকে যথেষ্ট মনে করে না বা বিরক্ত হয় না। তাই এর চাহিদা ভালই বলে দাবি করেছেন কারিগর টুম্পা মন্ডল নামের ওই মহিলা।

কৌশিক অধিকারী

Gathi Kochur Paturi: ইলিশ-কাতলা ফেল…! এক থালা ভাত নিমেষে সাফ, পাতে রাখুন সুস্বাদু এই নিরামিষ পাতুরি

হাওড়া: সুস্বাদু কচু পাতুরি! ইলিশ বা কাতলা পাতুরি অতি পরিচিত। তবে এই নিরামিষ পাতুরি হলেও কচু পাতুরি পিছিয়ে নেই স্বাদে। গরম ভাতের সঙ্গে এই পাতুরির জনপ্রিয়তা বেশ। সামান্য কয়েকটি উপকরণে অল্প সময়ে তৈরি করা যেতেই পারে কচুর পাতুরি।

এই বর্ষার মরশুমে গরম ভাতের সঙ্গে নিরামিষ কচু পাতুরি’র জুড়ি নেই। কলা পাতায় মোরা পোস্ত সর্ষের গন্ধ মাখা সর্ষের ঝাঁঝ আর নারকেলের মিষ্টি স্বাদের এই নিরামিষ পদ চেটে পুটে খাবে পরিবারের ছোট ছেলে-বুড়ো। গাঠি কচুর বিভিন্ন রেসিপি খাবার চল থাকলেও কচুর পাতুরি স্বাদে শ্রেষ্ঠ তা বলা যেতেই পারে। গ্রাম থেকে শহর অতিথি আপ্যায়নেও দেখা যায় গাঠি কচুর পাতুরি।

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

উপকরণ- খুব সামান্য কয়েকটা উপকরণ লাগে কচুর পাতুরি তৈরি করতে লাগে৷  ভাল মানের গাঠি কচু যা খুব সহজে সিদ্ধ হয় লক্ষ্য রাখতে হবে। কলাপাতা মাস্ট৷  নারকেল কুড়ো, সর্ষে, পোস্ত, সর্ষের তেল কাঁচা লঙ্কা সামান্য হলুদ এবং পরিমান মত লবণ।পদ্ধতি- প্রথমেই কচু ভাল করে ধুয়ে সিদ্ধ করে নিন। কুড়ো করে নেওয়া নারকেল পরিমাণ মত সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে। সিদ্ধ কচুর খোলা ছাড়িয়ে মেখে নিন।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

এবার বাটা উপকরণ ও কচু লবণ হলুদ ও সর্ষের তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ। পাতুরি মোড়ার জন্য টুকরো করা কলাপাতা তার মধ্যে মাখানো কচু সরষের তেল ও কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে ভাল করে বেঁধে কনটেনারের মুখ বন্ধ করে পাত্রে ফুটন্ত জলের উপর বসিয়ে দিন । এভাবে প্রায় কুড়ি মিনিট রাখলেই তৈরি সুস্বাদু গাঠি কচুর পাতুরি।

রাকেশ মাইতি

Chirer Polao (Poha) Recipe: হাতে সময় খুব কম…! মাত্র ১০ মিনিটে ঝটপট বানিয়ে নিন চিঁড়ের পোলাও, চেটেপুটে সাফ হবে প্লেট!

শিলিগুড়ি : ব্রেকফাস্টে চটজলদি কী খাবেন, তা কিছুতেই বুঝতে পারেন না। রোজ রোজ ডিমের একই পদ বা গোলা রুটি খেতে খেতে একঘেয়ে লেগে গিয়েছে। তাই অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলে বানাতে পারেন চিঁড়ের পোলাও।এই চিঁড়ের পোলাও বানাতে একদম বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন। তাই যদি হাতে সময় কম থাকে, তাহলে বানিয়ে নিতে পারেন এই খাবার।

সহজেই চিঁড়ের পোলাও খাবেন কী করে? প্রথমেই চিঁড়ে ভাল করে ধুয়ে জলে ভিজিয়ে নিন। তবে এক্ষেত্রে শক্ত চিঁড়ে নিতে হবে। মেশিনের পাতলা চিঁড়ে নিলে চলবে না। গোবিন্দ ভোগ চিঁড়ে নিলে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। শেফ মিলি রায়ের কথায় প্রথমেই চিঁড়ে ধুয়ে খুব ভাল করে জল ঝরিয়ে নিতে হবে। এবার আলু ছোট কিউব করে কেটে নিন। পেঁয়াজও স্লাইস করে কাটুন। আলুর টুকরো গুলি অন্য পাত্রে হালকা সেদ্ধ করে নিতে হবে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

এবার যে উপকরণগুলো লাগবে সেগুলি হল, কাজুবাদাম, কিশমিশ, চিনাবাদাম, ফোড়ন-এর জন্য অল্প জিরা এবং মৌরি, একটু চিনি এবং ঘি। প্রথমে যেটা করতে হবে কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল এবং ঘি দিতে হবে। তারপর সেখানে জিরে এবং মৌরি ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর চিনাবাদাম হালকা করে ভেজে নিয়ে হবে। একটু ভাজা হয়ে গেলে তাতে কাজ এবং কিশমিশ ভেজে নিতে হবে। হালকা লাল লাল হয়ে গেলে আলু এবং পেঁয়াজ দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন এবং হালকা হলুদ দিয়ে ভাল মতো ভেজে নিতে হবে।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

এরপর ভাজা হয়ে গেলে তাতে জল ঝরানো চিঁড়ে দিয়ে ২ মিনিটের মত ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই। তাহলে দলা দলা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে তাতে এক চামচ ঘি দিয়ে ভাল মতো নাড়িয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল চিঁড়ের পোলাও। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের নাস্তা। এই দুই সময়েই দারুণ খাবার হল এই চিঁড়ের পোলাও। দেরি না করে বাড়িতে একবার ট্রাই করে নেওয়া যেতে পারে।

অনির্বাণ রায়

Jackfruit Seeds Pakora: কাঁঠাল শুনেই নাক সিটকান? ফেলে দেওয়া বীজ দিয়ে বানান এই লোভনীয় পকোড়া, একবার খেলেই বারবার চাইবেন

হাওড়া: কাঁঠাল দানার পকোড়া! শুনে হয়ত অনেকেই নাক সিটকে উঠবেন। তবে এই পকোড়া একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছে করবে তা বলা যেতেই পারে। বেশ মুখোরচক।

পেঁয়াজ আর মশলার গন্ধ মাখা গন্ধে গরম এই পকোড়া বদলে দেবে বর্ষার দিনের বিকেল বা সন্ধ্যার আড্ডা। আবার মুখরোচক জলখাবারেও কাঁঠাল দানার এই রেসিপি দারুন জনপ্রিয়তা পেতে পারে। অল্প পেঁয়াজ-মশলা দিয়ে তৈরি এই পকোড়াতেই মন মজবে পরিবারের ছোট-বড় সকল সদস্যের।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

পাকা কাঁঠাল খেয়ে তার দানা তরকারিতে ব্যবহার করেন অনেকে। আবার বেশিরভাগ সময় পড়ে থেকে নষ্ট হয় অধিকাংশ বাড়িতে। যদি এই রেসিপি একবার চেষ্টা করে দেখেন। তাহলে হয়ত পাকা কাঁঠালের থেকেও বেশি কদর হবে কাঁঠাল দানার। বিশেষ করে যারা খাবারের নতুনত্ব খোঁজেন তাদের জন্য ভীষণ আকর্ষণীয় হতে পারে এই পকোড়া। কাঁঠাল দানার এই পকোড়া তৈরিতে প্রয়োজন খুব সামান্য উপকরণ। এক বাটি কাঁঠাল দানা, কয়েকটা শুকনো লঙ্কা, ২-৩ টি পেঁয়াজ, রসুন, মৌরি, জিরে, কারিপাতা, গোলমরিচ এবং পরিমাণ মত লবণ।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

প্রথমে ভাল করে কাঁঠাল দানা পরিষ্কার করে শক্ত খোসা ছড়িয়ে নিন। ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিন। অন্যদিকে মিক্সার মেশিনে রসুন, অল্প জিরে, মৌরি সমস্ত মশলা ও ভেজানো কাঁঠাল বেটে নিন। বাটা হলে, পেঁয়াজ কুচি এবং কেটে নেওয়া কারিপাতা এবং পরিমাণ মত লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এতে অল্প পরিমাণ অ্যারারুট দেওয়া যেতে পারে। তাতে ভাজার সময় পকোড়া ফেটে বা ভেঙে যাবার সম্ভাবনা কম। এবার পাতলা পাতলা করে ছাঁকা তেলে লাল করে ভেজে পরিবেশন করুন।

রাকেশ মাইতি