Tag Archives: Manoj Tigga

BJP West Bengal: মনোজ টিগ্গার উত্তরসূরি নির্বাচন করতে বৈঠক ডাকল বিজেপি, উত্তরবঙ্গেরই কেউ? শুরু হয়েছে জল্পনা

কলকাতা: মনোজ টিগ্গার উত্তরসূরি কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আগামী মঙ্গলবার বিজেপির সমস্ত বিধায়কদের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক কে হবেন তা নির্বাচন করার জন্য।

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক এত দিন ছিলেন মনোজ টিগ্গা। বৃহস্পতিবার বিধায়ক পদ থেকে মনোজ টিগ্গা ইস্তফা দেন, তার পরেই বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক পদটি ফাঁকা হয়ে যায়। তাই পরবর্তী মুখ্য সচেতক বাছতে বৈঠকে বসছে পদ্ম শিবির। বিজেপি সূত্রের খবর, আগামী মঙ্গলবার বিজেপির সমস্ত বিধায়কদের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে কলকাতায় মুখ্য সচেতক পদ কে পাবেন তা নির্বাচন করা হবে।

আরও পড়ুন: গরম থেকে অবশেষে স্বস্তির খবর, বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

গত দু’বারের মাদারিহাট বিধানসভার বিধায়ক মনোজ টিগ্গা। এই লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে দল সাংসদ হিসেবে প্রার্থী করে মনোজ টিগ্গাকে। জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এর পরে স্বাভাবিক নিয়মেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় তাঁকে। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এসে অধ্যক্ষের কাছে ইস্তফা পত্র জমা দেন মনোজ টিগ্গা। এরপরই মনোজ টিগ্গার উত্তরসূরি বাছতে তৎপর হয় বিজেপি। আগামী মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউনের একটি হোটেলে রাজ্য বিধানসভায় বিজেপির পরবর্তী মুখ্য সচেতক কে হবেন তা চূড়ান্ত হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, আরও পাঁচ দিন চলবে চলবে দুর্যোগ, আর কী পূর্বাভাস?

মনোজ টিগ্গার উত্তরসূরি হিসেবে কোন বিধায়ককে নির্বাচন করা হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি সূত্রের খবর, উত্তরবঙ্গের কোনও এক বিধায়ককেই মনোজ টিগ্গার পদে বসানো হতে পারে। তবে শেষ পর্যন্ত মনোজ টিগ্গার কুর্সিতে কাকে নির্বাচন করে দল তার উত্তর দেবে সময়ই।

Lok Sabha Election result 2024: ঘরের মাঠ ‘মাদারিহাট’-এ ধাক্কা খেয়েও জয়ী মনোজ, আলিপুরদুয়ারে ফের উড়ল গেরুয়া আবির

আলিপুরদুয়ার: হাইভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা শেষে আলিপুরদুয়ারে শেষ হাসি হেসেছেন বিজেপির মনোজ টিগ্গা। ২০১৯ সালের থেকে এবার ব্যবধান অনেকটা কমলেও পেয়েছেন স্বস্তির জয়। আর তাতেই গেরুয়া আবির উড়ল উত্তরবঙ্গের এই প্রান্তিক জেলায়। গড় ধরে রাখতে পারায় স্বস্তির নিঃশ্বাস গেরুয়া শিবিরে।

রাজ্যের অপেক্ষাকৃত নতুন জেলাগুলির মধ্যে একটি হল আলিপুরদুয়ার। আর সেই জেলায় রয়েছে এই একটিমাত্র লোকসভা কেন্দ্র। তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত এই আসনটি। এই জেলার বেশিরভাগ বাসিন্দা তফসিলি জাতি ও উপজাতির মানুষ। এই কেন্দ্রে রাজনীতির রঙ বদলেছে বারবার। একসময় বামেদের হাতে থাকা আলিপুরদুয়ার কেন্দ্র বর্তমানে বিজেপির ‘ঘাঁটি’-তে পরিণত হয়েছে। এখান থেকেই ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন জন বার্লা। পরবর্তীতে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছিল। তবে এবার ওই কেন্দ্রে জন বার্লাকে প্রার্থী করেনি বিজেপি। মনোজ টিগ্গার নাম ঘোষণা করা হয় বিজেপি প্রার্থী হিসেবে।

আর‌ও পড়ুন: কাদা বল বাঁচাবে পরিবেশ! এই বিশেষ বলের হাত ধরে বদলে যাচ্ছে অনেক কিছু

আলিপুরদুয়ার কেন্দ্রে আদিবাসী ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি রয়েছে চা বলয়ের ভোট। সব দলই সেই ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে লড়াই করে। সেই কারণেই জন বার্লাকে ২০১৯ সালে সামনে এনেছিল বিজেপি। এনআরসি ইস্যুকে সামনে রেখে গত লোকসভা নির্বাচনে লড়াই করে গেরুয়া শিবির। অন্যদিকে, ২০১৯-এ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন দশরথ তিরকে।২০১৯-এ এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল ৭ লক্ষ ৫০ হাজার ৮০৪ টি ভোট, তৃণমূল পেয়েছিল ৫ লক্ষ ৬ হাজার ৮১৫টি ভোট।২০২৪ এর নির্বাচনে এখানে বিজেপির ভোট কমেছে। মনোজ টিগ্গা পেয়েছেন ৬ লক্ষ ৯৫ হাজার ৩১৪ ভোট। অপরদিকে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক দলের ভোট বাড়াতে সক্ষম হয়েছেন। তিনি পেয়েছেন ৬ লক্ষ ১৯ হাজার ৮৭৬ ভোট। ফলে প্রায় সাড়ে ৭৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন মনোজবাবু।

এর মধ্যে ১ লক্ষ ১০ হাজারের মত ভোট তিনি পেয়েছেন কুমারগ্রাম ও কালচিনি বিধানসভা থেকে। ১ লক্ষ ৫৯ হাজার ভোট পেয়েছেন ফালাকাটা বিধানসভা থেকে এবং আলিপুরদুয়ার বিধানসভা থেকে ৯৬ হাজার ভোট। তবে মনোজবাবুর নিজের গড় মাদারিহাট বিধানসভা থেকে প্রাপ্ত ভোট মোটে ৭৬ হাজার। যা মাথাব্যথা তৈরি করবে গেরুয়া শিবিরে।

অনন্যা দে

Mithun Chakraborty: হাঁসফাঁস গরমে অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী! মাঝপথে ছাড়তে হল ভোটের রোড শো, অসুস্থ হলেন মনোজও

আলিপুরদুয়ার: হাঁসফাঁস গরমে অস্বস্তি বোধ মিঠুন চক্রবর্তীর। অর্ধেক পথ হেঁটে রোড শো ছাড়তে বাধ্য হলেন অভিনেতা-রাজনীতিক। পায়ে হেঁটে বাকি পথ হাটলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তিনিও গরমে অসুস্থ হয়ে পড়েন। রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে হাওয়া করতে শুরু করেন।

আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে রোড শো আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথে মাধব মোড়েই হুডখোলা গাড়ি থেকে নেমে যান মিঠুন।

পরে অন্য গাড়িতে করে জটেশ্বরে রওনা দেন মিঠুন। অভিনেতাকে না দেখতে পেয়ে হতাশ অনেক মানুষ। রাস্তার দু’পাশে মানুষের ভিড় ছিল।

এই ঘটনার পর জটেশ্বরে সভায় উপস্থিত হন মিঠুন। আলিপুরদুয়ার শহরে রোড শো অর্ধেক করে সোমবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে জটেশ্বর গরুহাটি ময়দানে এক জনসভায় অংশগ্রহণ করেন মিঠুন চক্রবর্তী। তবে সব শেষে ‘কাবুলিওয়ালা’ ছবির ডায়লগ আউড়ে বলে ওঠেন ‘ভারতের এখন একজন রহমত আলির খুব দরকার। যিনি সাচ্চা পাঠান।’ জটেশ্বরে মিঠুন নিজেই বললেন সুগার বেড়ে গিয়েছিল। তবে তিনি সুস্থ আছেন।

রাজকুমার কর্মকার