Tag Archives: Lok Sabha election results

Adhir Chowdhury: নিজের গড় বহরমপুরেই হেরেছেন, তার পরেও একটি কারণেই পাঠানের প্রশংসায় অধীর!

বহরমপুর: ইউসুফ পাঠানের কাছে হারের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে৷ অধীর চৌধুরী অবশ্য শুরু থেকেই পাঠানকে বহিরাগত বলে আক্রমণ করে এসেছেন৷ তবে ভোটে হারলেও একটি কারণে ইউসুফ পাঠানের প্রশংসা করছেন অধীর৷

ভোটে হারার জন্য মূলত ভোটের মেরুকরণকেই দায়ী করে চলেছেন অধীর৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বহরমপুরের পরাজিত প্রার্থী বলেন, আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই৷ ইউসুফ পাঠান ভাল মানুষ৷ উনি আমার বিরুদ্ধে কোনও খারাপ মন্তব্য করেননি৷ উনি নিজে একজন ক্রীড়াবিদ এবং ভোটের লড়াইয়েও তার পরিচয় দিয়েছেন৷ আমি চেষ্টা করেছিলাম, কিন্তু শাসক দলের বিরুদ্ধে আমার লড়াইটা কঠিন ছিল৷

দু বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় তারকা ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল৷ যদিও পাঁচ বারের সাংসদ অধীর এর পরেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন৷ যদিও ভোটের ফল বেরোতে দেখা যায়, প্রায় ৮৬ হাজার ভোটে অধীরকে পরাজিত করেছেন ইউসুফ পাঠান৷

আরও পড়ুন: হুগলিতে জিতলেন রচনা, তবু অশান্তি তৃণমূলে! চুঁচু়ড়ায় দলের নেতাদের পদত্যাগের হিড়িক

তৃণমূল প্রার্থী পাঠান বহরমপুরে পেয়েছেন ৫ লক্ষ ২৪ হাজার ৫১৬ ভোট পেয়েছেন পাঠান৷ অন্যদিকে, অধীর পেয়েছেন ৪ লক্ষ ৩৯ হাজার ৪৯৪টি ভোট৷ অন্যদিকে বিজেপির নির্মল সাহা পেয়েছেন ৩ লক্ষ ৭১ হাজার ৮৮৫টি ভোট৷

শুধু নিজের হার নয়, পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফলেও দলের মধ্যে প্রবল চাপে পড়ে গিয়েছেন অধীর৷ কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোটের বিরোধী ছিলেন তিনি৷ গোটা দেশের নিরিখে কংগ্রেস ভাল ফল করলেও এ রাজ্যে মাত্র ১ আসনে জয়ী হয়েছে তারা৷ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন অধীর৷ এই অবস্থায় দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছেন কংগ্রেস নেতা৷ অধীরকে কংগ্রেস কীভাবে ব্যবহার করে, তার উপরই অনেকটা নির্ভর করছে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ৷

Lok Sabha Election result 2024: ঘরের মাঠ ‘মাদারিহাট’-এ ধাক্কা খেয়েও জয়ী মনোজ, আলিপুরদুয়ারে ফের উড়ল গেরুয়া আবির

আলিপুরদুয়ার: হাইভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা শেষে আলিপুরদুয়ারে শেষ হাসি হেসেছেন বিজেপির মনোজ টিগ্গা। ২০১৯ সালের থেকে এবার ব্যবধান অনেকটা কমলেও পেয়েছেন স্বস্তির জয়। আর তাতেই গেরুয়া আবির উড়ল উত্তরবঙ্গের এই প্রান্তিক জেলায়। গড় ধরে রাখতে পারায় স্বস্তির নিঃশ্বাস গেরুয়া শিবিরে।

রাজ্যের অপেক্ষাকৃত নতুন জেলাগুলির মধ্যে একটি হল আলিপুরদুয়ার। আর সেই জেলায় রয়েছে এই একটিমাত্র লোকসভা কেন্দ্র। তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত এই আসনটি। এই জেলার বেশিরভাগ বাসিন্দা তফসিলি জাতি ও উপজাতির মানুষ। এই কেন্দ্রে রাজনীতির রঙ বদলেছে বারবার। একসময় বামেদের হাতে থাকা আলিপুরদুয়ার কেন্দ্র বর্তমানে বিজেপির ‘ঘাঁটি’-তে পরিণত হয়েছে। এখান থেকেই ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন জন বার্লা। পরবর্তীতে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছিল। তবে এবার ওই কেন্দ্রে জন বার্লাকে প্রার্থী করেনি বিজেপি। মনোজ টিগ্গার নাম ঘোষণা করা হয় বিজেপি প্রার্থী হিসেবে।

আর‌ও পড়ুন: কাদা বল বাঁচাবে পরিবেশ! এই বিশেষ বলের হাত ধরে বদলে যাচ্ছে অনেক কিছু

আলিপুরদুয়ার কেন্দ্রে আদিবাসী ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি রয়েছে চা বলয়ের ভোট। সব দলই সেই ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে লড়াই করে। সেই কারণেই জন বার্লাকে ২০১৯ সালে সামনে এনেছিল বিজেপি। এনআরসি ইস্যুকে সামনে রেখে গত লোকসভা নির্বাচনে লড়াই করে গেরুয়া শিবির। অন্যদিকে, ২০১৯-এ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন দশরথ তিরকে।২০১৯-এ এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল ৭ লক্ষ ৫০ হাজার ৮০৪ টি ভোট, তৃণমূল পেয়েছিল ৫ লক্ষ ৬ হাজার ৮১৫টি ভোট।২০২৪ এর নির্বাচনে এখানে বিজেপির ভোট কমেছে। মনোজ টিগ্গা পেয়েছেন ৬ লক্ষ ৯৫ হাজার ৩১৪ ভোট। অপরদিকে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক দলের ভোট বাড়াতে সক্ষম হয়েছেন। তিনি পেয়েছেন ৬ লক্ষ ১৯ হাজার ৮৭৬ ভোট। ফলে প্রায় সাড়ে ৭৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন মনোজবাবু।

এর মধ্যে ১ লক্ষ ১০ হাজারের মত ভোট তিনি পেয়েছেন কুমারগ্রাম ও কালচিনি বিধানসভা থেকে। ১ লক্ষ ৫৯ হাজার ভোট পেয়েছেন ফালাকাটা বিধানসভা থেকে এবং আলিপুরদুয়ার বিধানসভা থেকে ৯৬ হাজার ভোট। তবে মনোজবাবুর নিজের গড় মাদারিহাট বিধানসভা থেকে প্রাপ্ত ভোট মোটে ৭৬ হাজার। যা মাথাব্যথা তৈরি করবে গেরুয়া শিবিরে।

অনন্যা দে

Lok Sabha Election Result 2024: রাজনীতির ময়দানে পা দিয়েই বাজিমাত, কবিয়ালকে হারিয়ে বিপুল ভোটে জয়ী তৃণমূলের শর্মিলা

পূর্ব বর্ধমান: প্রথাগত রাজনীতিতে ছিলেন না। চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতেন। হঠাৎই নির্বাচনী ময়দানে নেমে প্রথমবারেই বাজিমাত করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। লক্ষাধিক ভোটের ব্যাবধানে জয় ছিনিয়ে নিয়েছেন।

১ লক্ষ ৬০ হাজার ৫৭২ ভোটের ব্যাবধানে শর্মিলা সরকার তার নিকটতম বিজেপি প্রার্থী অসীম সরকারকে পরাজিত করেছেন।

ভোট গণনা শেষে দেখা যায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম সরকার ভোট পেয়েছেন ৫ লক্ষ ৫৯ হাজার ৭৩০ টি। অপর দিকে ৭ লক্ষ ২০ হাজার ৩০২ টি ভোট পান তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার। অর্থাৎ, ১ লক্ষ ৬০ হাজার ৫৭২ ভোটে জয়ী হন তৃণমূলের এই চিকিৎসক প্রার্থী। জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে শর্মিলা সরকার বলেন, আমি এসেছি মানুষের পাশে থাকব বলে। তিনি সব সময় এলাকার মানুষের প্রয়োজনে উপস্থিত থাকবেন বলে জানান। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যা দরকার হবে তাতেও যথাসাধ্য সাহায্য করবেন বলে জানিয়েছেন।

আর‌ও পড়ুন: গণনার দিন বিরল দৃশ্য! আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তিন প্রার্থীর কাণ্ড চমকে দেবে

২০২৪ লোকসভা নির্বাচনে মোট সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছিল গোটা রাজ্যে। যার মধ্যে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ১৪ লক্ষ ৮৪ হাজার ৬১৩ টি। নোটা এবং বাতিল ধরে যে সংখ্যাটা হচ্ছে ১৪ লক্ষ ৯৮ হাজার ৯৩৮।

বনোয়ারীলাল চৌধুরী

Lok Sabha election results 2024: পালাবদল হচ্ছেই, ধরে নিয়ে বুধে ফের বৈঠকে ইন্ডিয়া জোট! রাতেই মমতাকে ফোন খাড়গে

নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার ফলে যতই এনডিএ-এর প্রত্যাবর্তনের কথা বলা হোক না কেন, নিজেদের ভাবনা থেকে সরছে না কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতৃত্ব৷ মঙ্গলবার ইভিএম খুললে ফলে বিরোধীদের পক্ষে যাবে, এমন সম্ভাবনার কথা ধরে নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন তাঁরা৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নির্বাচন রেজাল্ট ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

গত ১ জুন শেষ দফার ভোটের দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল৷ আগামিকাল বুধবার, ভোটের ফল বেরনোর পরদিনই ফের দিল্লিতে বিরোধী জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সোমবার রাতেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খাড়গে৷ সূত্রের খবর, কংগ্রেস সভাপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: ভোটের ফল বেরোলেই ফের ইস্তফা দেবেন নীতীশ? ফের শিবির বদল, না অন্য চমক

প্রসঙ্গত, গত শনিবারের বৈঠকে আমন্ত্রিত থাকলেও মমতা নিজে অথবা তৃণমূলের কেউ উপস্থিত ছিলেন না৷ কারণ ওই দিন রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ ছিল৷ ওই বৈঠক শেষেই খাড়গে সহ ইন্ডিয়া জোটের নেতারা প্রত্যয়ের সঙ্গে দাবি করেছিলেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷

যদিও প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই তৃতীয় মোদি সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ শুধু সরকার গঠনই নয়, বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বলেই অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷

তবে বুথ ফেরত সমীক্ষার দাবিকে মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি সোমবারও দাবি করেছেন, মঙ্গলবার ভোট গণনা শুরু হলে বুথ ফেরত সমীক্ষার ফল উল্টে যাবে৷