Tag Archives: Mumbai Indians

IPL 2024 captaincy: মুম্বইয়ের অধিনায়কত্ব যাওয়া নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা, কলকাতার বিরুদ্ধে নামার আগে কী বললেন?

মুম্বই: গুজরাত থেকে মুম্বইতে যোগ দেওয়ার পরেই অধিনায়কত্বের পুরস্কার পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়কত্ব খোয়াতে হয়েছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে।

আরও পড়ুন: বিনে পয়সায় চড়া যায় ট্রেনে, ৭৬ বছর ধরে পরিষেবা দিচ্ছে রেল, কোথায় চলে এই ট্রেন?

অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল জিতিয়েছেন রোহিত, শুধু তাই নয়, আইপিএলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও তিনিই। তার পরেও অধিনায়কত্ব যাওয়াই বিতর্কের ঝড় উঠেছিল। অবশেষে এই নিয়ে মুখ খুললেন রোহিত। কেকেআর ম্যাচের আগে রোহিত বলেন, ‘এটা জীবনের একটা অংশ। সব কিছু তো মনের মতো হয় না, তবে খুব ভাল অভিজ্ঞতা হয়েছে’। তবে অধিনায়ক হিসাবে খুব একটা ভাল অভিজ্ঞতা হয়নি হার্দিক পান্ডিয়ার। ১০ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বই। কেকেআরের বিরুদ্ধে হারলেই প্লে-অফের আশা শেষ হয়ে যাবে।

আরও পড়ুন: কোভিশিল্ড নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করতে পারে নিহতের পরিবার

হার্দিকের অধিনায়কত্বে খেলা প্রসঙ্গে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ক্রীড়া জীবনের শুরুতে আমি অধিনায়ক ছিলাম না, এ ছাড়াও আমি অনেকের অধিনায়কত্বে খেলেছি, তাই এই অভিজ্ঞতা আমার কাছে নতুন নয়’। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে মোট ৩১৪ রান করেছেন রোহিত, আইপিএলের পরেই শুরু হবে টি২০ বিশ্বকাপ, সেখানে আবার অধিনায়ক হিসাবে দেখা যাবে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ককে।

KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! এবার কোন চমক দেবেন গম্ভীর, জানুন বিস্তারিত

ঘরের মাঠে টানা ৫ ম্যাচ খেলার পর ফের অ্যাওয়ে ম্য়াচ কলকাতা নাইট রাইডার্সের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচ সহজে জেতার পর এবার কেকেআরের সামনে চিরপ্রতিদ্বন্দ্বি মুম্বই ইন্ডিয়ান্স।
ঘরের মাঠে টানা ৫ ম্যাচ খেলার পর ফের অ্যাওয়ে ম্য়াচ কলকাতা নাইট রাইডার্সের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচ সহজে জেতার পর এবার কেকেআরের সামনে চিরপ্রতিদ্বন্দ্বি মুম্বই ইন্ডিয়ান্স।
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের টিকিট পাকা করতে হলে এখনও ২টি জয় দরকার কেকেআরের। হাতে রয়েছে ৫টি ম্যাচ।
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের টিকিট পাকা করতে হলে এখনও ২টি জয় দরকার কেকেআরের। হাতে রয়েছে ৫টি ম্যাচ।
মুম্বই ম্যাচ জিতে প্লে-অফের লক্ষ্যে আরও একধাপ এগোতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়ার-গৌতম গম্ভীরদের। তবে এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হবে কেকেআরকে। একটি পরিবর্তন অবশ্যম্ভাবী।
মুম্বই ম্যাচ জিতে প্লে-অফের লক্ষ্যে আরও একধাপ এগোতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়ার-গৌতম গম্ভীরদের। তবে এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হবে কেকেআরকে। একটি পরিবর্তন অবশ্যম্ভাবী।
দিল্লি ম্যাচের পর শাস্তির কারণে কেকেআরের মিডিয়াম পেসার হর্ষিত রানা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না। এছাড়া দলে আর কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে।
দিল্লি ম্যাচের পর শাস্তির কারণে কেকেআরের মিডিয়াম পেসার হর্ষিত রানা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না। এছাড়া দলে আর কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে।
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: অনুকুল রায়।
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: অনুকুল রায়।
অপরদিকে, শেষ ৩টি ম্যাচ হারের ফরে এবারের আইপিএল থেকে বিদায় কার্যত পাকা হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। অঙ্কের নিচারে যেটুকু সুযোগ রয়েছে তাতে শেষ ৪টি ম্যাচ জিততে হবে ও সঙ্গে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে হার্দিক পান্ডিয়ার দলকে। তবে জটিল অঙ্ক নিয়ে না ভেবে জয়ে ফিরতে মরিয়া মুম্বই।
অপরদিকে, শেষ ৩টি ম্যাচ হারের ফরে এবারের আইপিএল থেকে বিদায় কার্যত পাকা হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। অঙ্কের নিচারে যেটুকু সুযোগ রয়েছে তাতে শেষ ৪টি ম্যাচ জিততে হবে ও সঙ্গে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে হার্দিক পান্ডিয়ার দলকে। তবে জটিল অঙ্ক নিয়ে না ভেবে জয়ে ফিরতে মরিয়া মুম্বই।
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ানসের সম্ভাব্য একাদশ: ইশান কিশান (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, মহম্মদ নবি, জেরাল্ড কোয়েতজে, পীয়ুশ চাওলা, জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট প্লেয়ার: নুয়ান তুষারা।
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ানসের সম্ভাব্য একাদশ: ইশান কিশান (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, মহম্মদ নবি, জেরাল্ড কোয়েতজে, পীয়ুশ চাওলা, জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট প্লেয়ার: নুয়ান তুষারা।

IPL 2024 Mumbai Indians: বিশ্বকাপের দল নির্বাচনের দিনেই শাস্তি হার্দিকের, বাঁচলেন না রোহিত-বুমরাও, কী করেছিলেন?

লখনউ: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের দিনেই ভারতীয় বোর্ডের শাস্তির মুখে পড়তে হল হার্দিক পান্ডিয়াদের। শাস্তির কোপ থেকে বাঁচলেন না রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, যশপ্রীত বুমরাও। আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়েন্টস ম্যাচের ঘটনা। শাস্তির মুখে পড়তে হল মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশের সব খেলোয়ারদের।

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না কেকেআরের কোনও খেলোয়াড়, মুম্বই থেকে দলে চার

মঙ্গলবারের আইপিএল ম্যাচে কী করেছিলেন মুম্বইয়ের খেলোয়ারেরা? জানা গিয়েছে এমআই বনাম এলএসজির ম্যাচে স্লো ওভাররেটের জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে হার্দিকদের। একই অপরাধ এই মরসুমে দ্বিতীয় বার করার জন্য শাস্তির পরিমাণ কিছুটা বেড়েছে হার্দিকদের।

অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে বেশি টাকা জরিমানা হয়েছে হার্দিকের। হার্দিককে স্লো ওভার রেটের জন্য দিতে হবে ২৪ লক্ষ টাকা। তবে শাস্তির কোপ থেকে বাঁচেননি বাকিরাও। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম দলের বাকি ১০ জনকে দিতে হবে ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা (যেটার পরিমাণ কম হবে)।

আরও পড়ুন: ট্রুডোর সামনেই খালিস্তানি স্লোগান, কানাডার রাষ্ট্রদূতকে তলব করে অসন্তোষ প্রকাশ ভারতের

মঙ্গলবারের আইপিএল ম্যাচে লখনউ দুরমুশ করেছে মুম্বইকে। লখনউয়ের বিরুদ্ধে ২০ ওভারে মাত্র ১৪৪ রান করে মুম্বই। নেহাল ওয়াদিয়া, টিম ডেভিড এবং ঈশান কিসান ছাড়া কেউই সফল হননি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পরে প্রথম বলেই শূন্য করে আউট হন অধিনায়ক হার্দিক। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মাও। এই ম্যাচে হারের ফলে নয় নম্বরে নেমে গিয়েছে মুম্বই, অন্য দিকে তিন নম্বরে উঠেছে  লখনউ।  আইপিএলের প্লে অফে যাওয়া ক্রমশ কঠিন হচ্ছে মুম্বইয়ের, তার মধ্যেই বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়ল গোটা মুম্বই দল।

MI vs LSG: মুম্বইকে হেলায় হারাল লখনউ, লিগ টেবিলে তৃতীয় স্থানে কেএল রাহুলের দল

লখনউ: ঘরের মাঠে সহজেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল লখনউ সুপার জায়ান্টস। ২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল কেএল রাহুলের দল। এদিন ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করে লখনউ। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৪৪ রানে আটকে রাখে এলএসজির বোলিং অ্যাটাক। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পায় এলএসজি। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল লখনউ।

ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। এদিন ছন্দে পাওয়া যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া কেউই পান পাননি। নেহাল ওয়েধেরার ৪৬, টিম ডেভিডের ৩৫ ও ইশান কিশানের ৩২ রানের ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মহসিন খান।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি লখনউয়ের। আরশিন কুলকার্নি খাতা না খুলেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ করেন কেএল রাহুল ও মার্কাস স্টয়নিস। ২৮ রান করে আউট হন রাহুল। নিজের ইনিংস চালিয়ে যান স্টয়নিস। অর্ধশতরান পূরণ করেন স্টয়নিস। দীপক হুডার সঙ্গে মিলে ৪০ রান যোগ করে স্টয়নিস। দীপক হুডা আউট হন ১৮ রান করে।

আরও পড়ুনঃ Cricketer Love Story: টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের সঙ্গে প্রেম, বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন অভিনেত্রী! তারপর যা ঘটেছিল

এরপর আর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি মার্কাস স্টয়নিস। দলের ১১৫ রানে আউট হন স্টয়নিস। ৬২ রান করেন তিনি। তবে দলের জয়ের ভিত তৈরি করে দেন স্টয়নিস। তবে শেষের দিকে অ্যাস্টন টার্নার ও আয়ূশ বাদোনি দ্রুত আউট হওয়ায় কিছুটা চাপ বেড়েছিল। তবে শেষের দিকে নিকোলাস পুরান ১৪ ওক্রুণাল পান্ডিয়া ১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন।

Cricketer Love Story: টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের সঙ্গে প্রেম, বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন অভিনেত্রী! তারপর যা ঘটেছিল

বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। বলিউডের এমন অনেক অভিনেত্রী আছেন যারা অভিনেতা বা মডেল নন, ক্রিকেট বিশ্বের একজন সুপরিচিত ব্যক্তিকে জীবনসঙ্গী করেছেন। আজ আমরা এমন একজন অভিনেত্রীর কথা বলতে যাচ্ছি যিনি বলিউডে কিছু করার আশা নিয়ে নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। বলিউডের এমন অনেক অভিনেত্রী আছেন যারা অভিনেতা বা মডেল নন, ক্রিকেট বিশ্বের একজন সুপরিচিত ব্যক্তিকে জীবনসঙ্গী করেছেন। আজ আমরা এমন একজন অভিনেত্রীর কথা বলতে যাচ্ছি যিনি বলিউডে কিছু করার আশা নিয়ে নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নৃত্যশিল্পী ও মডেল অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ সার্বিয়ার বাসিন্দা। তিনি তার দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বলিউডে ছাপ রাখতে। নাতাশা হিন্দি ছবিতে অভিনয় থেকে শুরু করে রিয়েলিটি শোতে ডান্স করে নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টা করেছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নৃত্যশিল্পী ও মডেল অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ সার্বিয়ার বাসিন্দা। তিনি তার দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বলিউডে ছাপ রাখতে। নাতাশা হিন্দি ছবিতে অভিনয় থেকে শুরু করে রিয়েলিটি শোতে ডান্স করে নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টা করেছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
২০১৩ সালে প্রকাশ ঝাঁ-র 'সত্যাগ্রহ' দিয়ে হিন্দি ছবিতে অভিষেক হয় নাতাশা স্তানকোভিচের। অজয় দেবগন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, অর্জুন রামপালের মত অভিনেতারা রয়েছে সিনেমাটিতে। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
২০১৩ সালে প্রকাশ ঝাঁ-র ‘সত্যাগ্রহ’ দিয়ে হিন্দি ছবিতে অভিষেক হয় নাতাশা স্তানকোভিচের। অজয় দেবগন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, অর্জুন রামপালের মত অভিনেতারা রয়েছে সিনেমাটিতে। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
'সত্যাগ্রহ' ছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে বহু অ্যাড ফিল্মেও দেখা গিয়েছে নাতাশাকে। তবে সিনেমা ও নাচের থেকেও তার প্রেম জীবন বরাবরই আলোচনার কেন্দ্র বিন্দুতে থেকেছেন। প্রাক্তন প্রেমিক আলি গনির সঙ্গে রিয়েলিটি শো 'নাচ বালিয়ে'-তে অংশ নিয়েছিলেন নাতাশা। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
‘সত্যাগ্রহ’ ছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে বহু অ্যাড ফিল্মেও দেখা গিয়েছে নাতাশাকে। তবে সিনেমা ও নাচের থেকেও তার প্রেম জীবন বরাবরই আলোচনার কেন্দ্র বিন্দুতে থেকেছেন। প্রাক্তন প্রেমিক আলি গনির সঙ্গে রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’-তে অংশ নিয়েছিলেন নাতাশা। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নাতাশা এবং আলি গনি 'নাচ বালিয়ে'-তে একসঙ্গে হাজির হওয়ার পরেই তাদের ব্রেকআপ হয়েছিল। অভিনেতা তার একটি সাক্ষাৎকারে তার ব্রেকআপ সম্পর্কে কথা বলার সময় বলেছিলেন যে তারা উভয়ই ভিন্ন সংস্কৃতি ও চিন্তা-ভাবনা, যার কারণে তাদের সম্পর্ক স্থায়ী হতে পারে না। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নাতাশা এবং আলি গনি ‘নাচ বালিয়ে’-তে একসঙ্গে হাজির হওয়ার পরেই তাদের ব্রেকআপ হয়েছিল। অভিনেতা তার একটি সাক্ষাৎকারে তার ব্রেকআপ সম্পর্কে কথা বলার সময় বলেছিলেন যে তারা উভয়ই ভিন্ন সংস্কৃতি ও চিন্তা-ভাবনা, যার কারণে তাদের সম্পর্ক স্থায়ী হতে পারে না। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
আলি গনির সঙ্গে বিচ্ছেদের পর টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা হয় নতাশার। অভিনেত্রী হার্দিকের সঙ্গে একটি নাইটক্লাবে দেখা করেছিলেন এবং শীঘ্রই দুজনের সাক্ষাৎ প্রেমে পরিণত হয়েছিল। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
আলি গনির সঙ্গে বিচ্ছেদের পর টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা হয় নতাশার। অভিনেত্রী হার্দিকের সঙ্গে একটি নাইটক্লাবে দেখা করেছিলেন এবং শীঘ্রই দুজনের সাক্ষাৎ প্রেমে পরিণত হয়েছিল। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নাতাশা এবং হার্দিক পান্ডিয়া একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। জল্পনা শোনা যায় বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন নতাশা। এই দম্পতি ২০২০ সালের ৩০শে জুলাই তাদের ছেলে অগস্ত্য পান্ডিয়াকে স্বাগত জানিয়েছিলেন। গত বছর এই জুটি আবার জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নাতাশা এবং হার্দিক পান্ডিয়া একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। জল্পনা শোনা যায় বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন নতাশা। এই দম্পতি ২০২০ সালের ৩০শে জুলাই তাদের ছেলে অগস্ত্য পান্ডিয়াকে স্বাগত জানিয়েছিলেন। গত বছর এই জুটি আবার জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
গত বছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে হার্দিক পান্ডিয়া এবং নতাশা স্তানকোভিচ উদয়পুরে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে পুনরায় বিয়ে করেছিলেন এবং ক্রীড়া জগতের অনেক বড় তারকা এই দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
গত বছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে হার্দিক পান্ডিয়া এবং নতাশা স্তানকোভিচ উদয়পুরে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে পুনরায় বিয়ে করেছিলেন এবং ক্রীড়া জগতের অনেক বড় তারকা এই দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)

Fan injured on DC vs MI match: আইপিএলে দুর্ঘটনা, দিল্লি বনাম মুম্বই ম্যাচে ছক্কার ঘায়ে আহত দর্শক

আইপিএলে ম্যাচ চলাকালীন ঘটল দুর্ঘটনা। মুম্বই বনাম দিল্লি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড ছক্কার আঘাতে আহত হন স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক।

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম মুম্বই ম্যাচে ছয়-চারের বন্যা হচ্ছিল। ১৪তম ওভারে খলিল আহমেদের একটি স্লোয়ার বলে ছয় মারেন টিম ডেভিড। স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক বলটিকে ক্যাচ ধরতে গেলে বলটি সোজা তার মুখে আঘাত করে। আঘাত পাওয়ার পরেই রক্তপাত শুরু হয়। তার পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে উদ্ধার করেন এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ছেড়ে নিয়ে যাওয়া হয়।

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

প্রসঙ্গত, দিল্লি বনাম মুম্বইয়ের ম্যাচে দু’টি দলই বড় রান করে। প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে পাহাড়প্রমাণ ২৫৭ রান করে। পরে ব্যাট করতে নেমে ভাল শুরু করেও ২৪৭ রানে থেমে যায়। ১০ রানে দিতে আইপিএলের দৌড়ে ফিরে এল দিল্লি ক্যাপিটালস।

২৭ বলে ৮৪! মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি! আইপিএলে বিদায় ঘণ্টা বেজে গেল ‘বড় দলের’!

নয়াদিল্লি: মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি আর ছক্কা! আইপিএলে তাণ্ডব অজি ব্যাটারের।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস হারাল মুম্বাই ইন্ডিয়ান্সকে। সৌজন্যে জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক। এই অজি ব্যাটার এদিন বুলডোজার চালালেন হার্দিক পান্ডিয়ার বোলারদের উপর দিয়ে।

মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির হয়ে ওপেন করতে আসা জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক দুর্দান্ত ফর্মে ছিলেন। ২৭ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন- মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিয়ো

দিল্লির হয়ে ব্যাটিং ওপেনিং করে দারুণ শুরু করেন ফ্রেজার ম্যাকগার্ক। প্রথম বল থেকেই ছন্দে ছিলেন তিনি। ফ্রেজার তাঁর ইনিংসে ১১টি চার ও ৬টি ছক্কা মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। এবারের আইপিএলে অসাধারণ পারফর্ম করছেন ফ্রেজার। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২৪৭ রান করেছেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর নামের পাশে।

আইপিএলে বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অবস্থা ভাল। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে দিল্লি। ফলে প্লে-অফের আশা এখনও আছে। মুম্বই ইন্ডিয়ান্সে আপাতত পয়েন্ট টেবিলে ৯-এ। ফলে বোঝাই যাচ্ছে, প্লে-অফে খেলার আশা তাঁদের ক্রমশ ক্ষীণ হচ্ছে।

আরও পড়ুন- KKR vs PBKS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস,গড়ল দুই বিশ্বরেকর্ড

দিল্লি এদিন চার উইকেট হারিয়ে ২৫৭ রান করে। মুম্বই ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে। এই হারের ফলে মুম্বই আরও কোণঠাঁসা হয়ে গেল। হার্দিক পান্ডিয়া এদিন ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ৩২ বলে ৬৩ রান করেন তিলক বর্মা।

IPL 2024 MI vs RR: যশস্বীর শতরান ও সন্দীপের ৫ উইকেট, মুম্বইকে ৯ উইকেটে হেলায় হারাল রাজস্থান

জয়পুর: আইপিএল ২০২৪-এ অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। এবার মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে প্লে অফের দোরগোড়ায় পৌছে গেল সঞ্জু স্যামসনের দল। যশস্বী জয়সওয়ালের দুরন্ত শতরান ও সন্দীপ শর্মার ৫ উইকেট, ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারাল রাজস্থান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থান আরও পোক্ত করল রয়্যালসরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয় চাপে পড়ে যায় হার্দিক পান্ডিয়ার দল। তিলক বর্মার লড়াকু ৬৫ রান ও নেহাল ওয়াধেরার ৪৯ রানের ইনিংসের সৌজন্যে সম্মানজনক স্কোর করে মুম্বই। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ করে মুম্বই। রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং করে একাই ৫ উইকেট সন্দীপ শর্মা। একইসঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোন গড়লেন যুজবেন্দ্র চাহল।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন যশস্বী জয়সওয়াল ও দস বাটলার। মারকাটারি ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। মরশুমে প্রথম চেনা ছন্দে পাওয়া যায় যশস্বীকে। ওপেনিং জুটিতে ৮ ওভারে ৭৪ রান করে রাজস্থান রয়্যালস। ৩৫ রান করে আউট হন বাটলার। তবে নিজের ইনিংস জারি রাখেন যশস্বী জয়লওয়াল। অর্ধশতরান পূরণ করেন তিনি।

আরও পড়ুনঃ Yuzvendra Chahal: আইপিএলের ইতিহাসে মহারেকর্ড গড়লেন চাহল, টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের দিলেন বার্তা

যশস্বীকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সঞ্জু স্যামসন। মুম্বইয়ের কোনও বোলারই এদিন এই জুটি ভাঙতে সমর্থ হয়নি। সঞ্জু একটু ঠান্ডা মাথায় খেলেন। যশস্বী আক্রমণাত্মক ব্যাটিং জারি রাখে ও শতরান পূরণ করেন। শতরানের পার্টনারশিপও করেন যশস্বী-সঞ্জু জুটি। ১৮.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান রয়্যালস। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। ৯টি চার ও ৭টি ছয় মারেন তিনি। ২৮ বলে ৩৮ করে অপরাজিত থাকেন সঞ্জু।

Yuzvendra Chahal: আইপিএলের ইতিহাসে মহারেকর্ড গড়লেন চাহল, টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের দিলেন বার্তা

ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড।  (Photo Courtesy- AP)
ভারতীয় ক্রিকেট দলে তিনি বারবার অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ শোনা যায়। পারফর্ম করেও মেলে না সুযোগ। সেই যুজবেন্দ্র চাহল এবার আইপিএলের গড়লেন মহারেকর্ড। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের শিরোপা আগেই ছিল যুজবেন্দ্র চাহলের মাথায়। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁলেন তারকা লেগ স্পিনার। (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল।   (Photo Courtesy- AP)
আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করলেন যুজবেন্দ্র চাহল। মুম্বই ইন্ডিয়ান্সের মহম্মদ নবির উইকেট নেওয়ার পর ১৯৯ থেকে ২০০ উইকেটের মালিক হন চাহল। (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা।  (Photo Courtesy- AP)
মহম্মদ নবিকে কট অ্যান্ড বোল্ড আউট করার পর দৌড়ে গিয়ে হাঁটু গেঁড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে সেলিব্রেশন করেন যুজবেন্দ্র চাহল। তাঁকে অভিনন্দন জানান রাজস্থান রয়্যালসের সতীর্থরা। (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান  রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার।  (Photo Courtesy- AP)
মহারেকর্ড গড়ার পর আইপিএল ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেও অভিনন্দন জানানো হয়। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন চাহল। এই পারফরম্যান্স চাহলেক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ করে দেয় কিনা সেটাই দেখার। (Photo Courtesy- AP)

MI vs PBKS: বিফলে গেল শশাঙ্ক-আশুতোষের লড়াই, পঞ্জাবকে ৯ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই

সিএসকে ম্যাচের ধাক্কা কাটিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে হার্দিক পাণ্ডিয়ার দল। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করে সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যের সম্মুখীন হয় পঞ্জাব। সেখান থেকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে পঞ্জাব ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ইশান কিশান ৮ করে আউট হন। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ম্যাচে ফেরে মুম্বই। আক্রমণাত্মক ব্যাটিং করে দুজনে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। রোহিত শর্মা ফেরেন ৩৬ রান করে। তবে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান করেন স্কাই।

তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ৪৯ রানের পার্টনারশিপ করেন। ৫৩ বলে ৭৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব। এরপর একদিক থেকে তিল বর্মা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ১০, টিম ডেভিড ১৪ ও রোমারিও শেফার্ড ১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব কিংস। ১৪ রানের মধ্যে ৪ উইকেট পড়ে পঞ্জাবের। দলের ৫০ রানের আগে পঞ্জাবের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। স্যাম কুরান, প্রভসিমরন সিং, রিলে রসু, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত সিং ভাটিয়া, জিতেশ শর্মা কেউ বড় রান পাননি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ হারা পঞ্জাব ধরে নিয়েছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ KKR News: হারের পরই বিস্ফোরক গম্ভীর, বদল চাইছেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত

এরপর শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে ম্যাচে ফেরে পঞ্জাব। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং। ৩টি ছয় ও ২টি চার মারেন তিনি। এরপর আশুতোষ শর্মা একার হাতে টানেন দলকে। বিধ্বংসী ইনিংস খেলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তাকে সঙ্গ দেন হরপ্রীত ব্রার। কিন্তু আশুতোষ শর্মা ২৮ বলে ৬১ রান করে আউট হতেই পঞ্জাবের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৮৩ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। ৯ রানে ম্যাচ জেতে মুম্বই।