Tag Archives: Pregnant

Deepika-Ranveer: দীপিকার হবু সন্তানের ছবি দেখেছেন? নেটদুনিয়ায় ফাঁস হতেই তোলপাড়! আসল সত্যিটা জানলে রাতের ঘুম উড়বে

শীঘ্রই মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন৷ প্রেগন্যান্সি ঘোষণার পর থেকেই তাঁর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
শীঘ্রই মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন৷ প্রেগন্যান্সি ঘোষণার পর থেকেই তাঁর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে নিয়ে এই মুহূর্তে জোর চর্চা শুরু চলছে৷ দিনকয়েক আগেই বিয়ের সব ছবি ডিলিট করে দিয়েছেন রণবীর৷ তারপর থেকে শুরু হয়েছিল ডিভোর্সের জল্পনা৷ এবার সমস্ত জল্পনার মধ্যে নতুন এক ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে নিয়ে এই মুহূর্তে জোর চর্চা শুরু চলছে৷ দিনকয়েক আগেই বিয়ের সব ছবি ডিলিট করে দিয়েছেন রণবীর৷ তারপর থেকে শুরু হয়েছিল ডিভোর্সের জল্পনা৷ এবার সমস্ত জল্পনার মধ্যে নতুন এক ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে মুখ ঢেকে রয়েছেন একজন পুরুষ ও মহিলা৷ এবং মহিলার হাতে আল্ট্রা সোনোগ্রাফির প্লেট ৷ এই ছবি ভাইরাল হতেই সকলে মনে করছেন এটা দীপিকার সোনোগ্রাফির ছবি৷ কিন্তু সত্যিই কি তাই? জেনে নিন আসল সত্যিটা৷
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে মুখ ঢেকে রয়েছেন একজন পুরুষ ও মহিলা৷ এবং মহিলার হাতে আল্ট্রা সোনোগ্রাফির প্লেট ৷ এই ছবি ভাইরাল হতেই সকলে মনে করছেন এটা দীপিকার সোনোগ্রাফির ছবি৷ কিন্তু সত্যিই কি তাই? জেনে নিন আসল সত্যিটা৷
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি দীপবীরের নয় বলেই মনে করা হচ্ছে৷ পুরো বিষয়টাকে ডিপফেক বলেই মনে করা হচ্ছে৷ তারকাদের অনেকেই এর শিকারও হয়েছেন৷ কিছুদিন আগে রণবীর সিংয়েরও ডিপফেক ভাইরাল হয়েছিল৷
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি দীপবীরের নয় বলেই মনে করা হচ্ছে৷ পুরো বিষয়টাকে ডিপফেক বলেই মনে করা হচ্ছে৷ তারকাদের অনেকেই এর শিকারও হয়েছেন৷ কিছুদিন আগে রণবীর সিংয়েরও ডিপফেক ভাইরাল হয়েছিল৷
তবে কি এবার সোনোগ্রাফির ছবি নিয়েও ডিপফেকের শিকার হলেন তারকা দম্পতি? এক সংবাদমাধ্যমের ফ্যাক্ট চেক বিভাগ নিশ্চিত করেছে এই ছবিটি রণবীর বা দীপিকার নয়, আসল ছবিটি হল হ্যালিমি কুকুকের, যিনি ১৩ মে প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছেন৷
তবে কি এবার সোনোগ্রাফির ছবি নিয়েও ডিপফেকের শিকার হলেন তারকা দম্পতি? এক সংবাদমাধ্যমের ফ্যাক্ট চেক বিভাগ নিশ্চিত করেছে এই ছবিটি রণবীর বা দীপিকার নয়, আসল ছবিটি হল হ্যালিমি কুকুকের, যিনি ১৩ মে প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছেন৷

North Dinajpur News: ইসলামপুরে বেসরকারি নার্সিং হোমে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন এক প্রসূতি

উত্তর দিনাজপুর: ইসলামপুরে এক বেসরকারি নার্সিং হোমে এক সাথে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন তাহের বেগম নামে এক প্রসূতি। জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম। তাঁর স্ত্রী তাহেরা বেগম। জাভেদ ভিন রাজ্যে কাজে বাইরে রয়েছে।

আরও পড়ুনঃ একাদশে পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের কিসে কত পেতে হবে? তালিকা প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

প্রথম দুই মাসের পর আল্ট্রাসোনোগ্রাফি মাধ্যমে ডাক্তার ফারজানা নুরি ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছেন যে তার গর্ভে পাঁচ শিশু সন্তান রয়েছে। এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করে ডাক্তার ফারজান নুরি।

রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় রেজা কেয়ার নামে এক বেসরকারি নার্সিং হোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম নামে ওই প্রসূতি। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক ভাবে পাঁচ শিশু কন্যার জন্ম দেন তিনি। জন্মের পর পাঁচ শিশু ও শিশুর মা সুস্থ রয়েছে এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে।

পিয়া গুপ্তা

Cricketer Love Story: টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের সঙ্গে প্রেম, বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন অভিনেত্রী! তারপর যা ঘটেছিল

বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। বলিউডের এমন অনেক অভিনেত্রী আছেন যারা অভিনেতা বা মডেল নন, ক্রিকেট বিশ্বের একজন সুপরিচিত ব্যক্তিকে জীবনসঙ্গী করেছেন। আজ আমরা এমন একজন অভিনেত্রীর কথা বলতে যাচ্ছি যিনি বলিউডে কিছু করার আশা নিয়ে নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। বলিউডের এমন অনেক অভিনেত্রী আছেন যারা অভিনেতা বা মডেল নন, ক্রিকেট বিশ্বের একজন সুপরিচিত ব্যক্তিকে জীবনসঙ্গী করেছেন। আজ আমরা এমন একজন অভিনেত্রীর কথা বলতে যাচ্ছি যিনি বলিউডে কিছু করার আশা নিয়ে নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নৃত্যশিল্পী ও মডেল অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ সার্বিয়ার বাসিন্দা। তিনি তার দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বলিউডে ছাপ রাখতে। নাতাশা হিন্দি ছবিতে অভিনয় থেকে শুরু করে রিয়েলিটি শোতে ডান্স করে নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টা করেছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নৃত্যশিল্পী ও মডেল অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ সার্বিয়ার বাসিন্দা। তিনি তার দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বলিউডে ছাপ রাখতে। নাতাশা হিন্দি ছবিতে অভিনয় থেকে শুরু করে রিয়েলিটি শোতে ডান্স করে নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টা করেছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
২০১৩ সালে প্রকাশ ঝাঁ-র 'সত্যাগ্রহ' দিয়ে হিন্দি ছবিতে অভিষেক হয় নাতাশা স্তানকোভিচের। অজয় দেবগন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, অর্জুন রামপালের মত অভিনেতারা রয়েছে সিনেমাটিতে। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
২০১৩ সালে প্রকাশ ঝাঁ-র ‘সত্যাগ্রহ’ দিয়ে হিন্দি ছবিতে অভিষেক হয় নাতাশা স্তানকোভিচের। অজয় দেবগন, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, অর্জুন রামপালের মত অভিনেতারা রয়েছে সিনেমাটিতে। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
'সত্যাগ্রহ' ছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে বহু অ্যাড ফিল্মেও দেখা গিয়েছে নাতাশাকে। তবে সিনেমা ও নাচের থেকেও তার প্রেম জীবন বরাবরই আলোচনার কেন্দ্র বিন্দুতে থেকেছেন। প্রাক্তন প্রেমিক আলি গনির সঙ্গে রিয়েলিটি শো 'নাচ বালিয়ে'-তে অংশ নিয়েছিলেন নাতাশা। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
‘সত্যাগ্রহ’ ছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে বহু অ্যাড ফিল্মেও দেখা গিয়েছে নাতাশাকে। তবে সিনেমা ও নাচের থেকেও তার প্রেম জীবন বরাবরই আলোচনার কেন্দ্র বিন্দুতে থেকেছেন। প্রাক্তন প্রেমিক আলি গনির সঙ্গে রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’-তে অংশ নিয়েছিলেন নাতাশা। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নাতাশা এবং আলি গনি 'নাচ বালিয়ে'-তে একসঙ্গে হাজির হওয়ার পরেই তাদের ব্রেকআপ হয়েছিল। অভিনেতা তার একটি সাক্ষাৎকারে তার ব্রেকআপ সম্পর্কে কথা বলার সময় বলেছিলেন যে তারা উভয়ই ভিন্ন সংস্কৃতি ও চিন্তা-ভাবনা, যার কারণে তাদের সম্পর্ক স্থায়ী হতে পারে না। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নাতাশা এবং আলি গনি ‘নাচ বালিয়ে’-তে একসঙ্গে হাজির হওয়ার পরেই তাদের ব্রেকআপ হয়েছিল। অভিনেতা তার একটি সাক্ষাৎকারে তার ব্রেকআপ সম্পর্কে কথা বলার সময় বলেছিলেন যে তারা উভয়ই ভিন্ন সংস্কৃতি ও চিন্তা-ভাবনা, যার কারণে তাদের সম্পর্ক স্থায়ী হতে পারে না। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
আলি গনির সঙ্গে বিচ্ছেদের পর টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা হয় নতাশার। অভিনেত্রী হার্দিকের সঙ্গে একটি নাইটক্লাবে দেখা করেছিলেন এবং শীঘ্রই দুজনের সাক্ষাৎ প্রেমে পরিণত হয়েছিল। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
আলি গনির সঙ্গে বিচ্ছেদের পর টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা হয় নতাশার। অভিনেত্রী হার্দিকের সঙ্গে একটি নাইটক্লাবে দেখা করেছিলেন এবং শীঘ্রই দুজনের সাক্ষাৎ প্রেমে পরিণত হয়েছিল। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নাতাশা এবং হার্দিক পান্ডিয়া একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। জল্পনা শোনা যায় বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন নতাশা। এই দম্পতি ২০২০ সালের ৩০শে জুলাই তাদের ছেলে অগস্ত্য পান্ডিয়াকে স্বাগত জানিয়েছিলেন। গত বছর এই জুটি আবার জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
নাতাশা এবং হার্দিক পান্ডিয়া একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। জল্পনা শোনা যায় বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন নতাশা। এই দম্পতি ২০২০ সালের ৩০শে জুলাই তাদের ছেলে অগস্ত্য পান্ডিয়াকে স্বাগত জানিয়েছিলেন। গত বছর এই জুটি আবার জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
গত বছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে হার্দিক পান্ডিয়া এবং নতাশা স্তানকোভিচ উদয়পুরে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে পুনরায় বিয়ে করেছিলেন এবং ক্রীড়া জগতের অনেক বড় তারকা এই দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)
গত বছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে হার্দিক পান্ডিয়া এবং নতাশা স্তানকোভিচ উদয়পুরে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে পুনরায় বিয়ে করেছিলেন এবং ক্রীড়া জগতের অনেক বড় তারকা এই দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন। (ছবি সৌজন্যে-instagram@natasastankovic__)

Bangla News: প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা! চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের

আসানসোল: প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। আসানসোল জেলা হাসপাতালে উত্তেজনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের। হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের। হাসপাতালের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। আসানসোল জেলা হাসপাতালের ঘটনা।

Pregnancy Tips: গর্ভবতী মায়ের সামনে ভুলেও এই কাজ নয়! বড় ক্ষতি হবে গর্ভস্থ শিশুর

গর্ভাবস্থায় গর্ভের শিশুকে কিভাবে সুরক্ষিত রাখবেন! জানেন কি, গর্ভ অবস্থায় এই কাজের ফলে শিশুর কোষ গঠনের সমস্যা দেখা দিতে পারে।
গর্ভ অবস্থায় গর্ভের শিশুকে কিভাবে সুরক্ষিত রাখবেন! জানেন কি, গর্ভ অবস্থায় এই কাজের ফলে শিশুর কোষ গঠনের সমস্যা দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় প্রথম তিন মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড , আয়রন, ক্যালসিয়াম, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। এই সমস্ত পুষ্টি উপাদান ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে এবং জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে।
গর্ব অবস্থায় প্রথম তিন মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। এই সমস্ত পোস্টটি উপাদান ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ এবং জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে।
এই সময় অতিরিক্ত ক্যাফেইন যুক্ত খাবার, যেমন চা কফি কম খেতে হবে। অতিরিক্ত ক্যাফেইন যুক্ত খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়। এই সময় সামুদ্রিক মাছ কম খাওয়া উচিত। কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রুনের মস্তিষ্ক বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে।
এই সময় অতিরিক্ত ক্যাফেইন যুক্ত খাবার যেমন চা কফি কম খেতে হবে। অতিরিক্ত ক্যাফেইন যুক্ত খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়। এই সময় সামুদ্রিক মাছ কম খাওয়া উচিত। কারণ সামুদ্রিক মাছে পারদ এর পরিমাণ বেশি থাকায় ভ্রুণের মস্তিষ্ক বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে।
এই সময়ে আধ সেদ্ধ ডিম বা মাংস খাওয়া কম করতে হবে। ডিম ও মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া, লিস্টেরিয়া ইত্যাদি থাকতে পারে। যা গর্ভাবস্থার প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে। তাই প্রাণীজ প্রোটিন খেলে ভাল করে রান্না করে খেতে হবে।
এই সময় আধ সেদ্ধ ডিম বা মাংস খাওয়া কম করতে হবে। ডিম ও মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া, লিস্টেরিয়া ইত্যাদি থাকতে পারে। যা গর্ভাবস্থায় প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে। তাই প্রাণিজ প্রোটিন খেলে ভাল করে রান্না করে খেতে হবে।
আনারস কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকতে হবে। আনারসে উপস্থিত ব্রোমেলেইন নামের যৌগ গর্ভের ক্ষতি করতে পারে। পাকা পেঁপেতে থাকা ল্যাটেক্স মায়েদের জন্য ক্ষতিকারক।
আনারস কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকতে হবে। আনারসে উপস্থিত ব্রোমেলেইন নামের যৌগ গর্ভের ক্ষতি করতে পারে। পাকা পেঁপেতে থাকা ল্যাটেক্স মায়েদের জন্য ক্ষতিকারক।
গর্ভ অবস্থায় গর্ভবতী মহিলার সামনে কোনভাবেই ধূমপান করা উচিত নয়। এতে শিশুর শরীরের কোষ গঠনে সমস্যা হতে পারে। এ বিষয়ে জানান, চিকিৎসক সুমন বক্সি।
গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার সামনে কোনভাবেই ধূমপান করা উচিত নয়। এতে শিশুর শরীরের কোষ গঠনে সমস্যা হতে পারে। এ বিষয়ে জানান চিকিৎসক সুমন বক্সি।
এই সময় দিনে আধ ঘন্টা হালকা ব্যায়াম বা যোগা না করলে। ওজন বেড়ে ডাইবিটিস বা হাই প্রেসার এর সমস্যা হতে পারে। মানসিক চাপ কমাতে, রক্ত সঞ্চালন বাড়াতে, প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করতে ব্যায়ামের জুড়ি নেই।
এই সময় দিনে আধ ঘন্টা হালকা ব্যায়াম বা যোগা না করলে ওজন বেড়ে ডায়াবিটিস বা হাই প্রেসার এর মত সমস্যা হতে পারে। মানসিক চাপ কমাতে, রক্ত সঞ্চালন বাড়াতে, প্রসবের জন্য শরীর প্রস্তুত করতে ব্যায়ামের জুড়ি নেই

Actress Life: পরিচালকের সন্তান নায়িকার গর্ভে! ৭৫ লক্ষ টাকার বিনিময় তারপর যা হল…

নায়িকার সঙ্গে পরিচালক বা প্রযোজকের প্রেম নতুন কিছু নয় এবং তা নিয়ে ঘর ভাঙারও অনেক উদাহরণও রয়েছে৷ তবে এক্ষেত্রে প্রমেপর্ব অনেক জটিল৷
নায়িকার সঙ্গে পরিচালক বা প্রযোজকের প্রেম নতুন কিছু নয় এবং তা নিয়ে ঘর ভাঙারও অনেক উদাহরণও রয়েছে৷ তবে এক্ষেত্রে প্রমেপর্ব অনেক জটিল৷
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাম্যা কৃষ্ণন৷ দক্ষিণের সুপারস্টার নায়িকা ৪ দশকের বেশি কাজ করছেন৷ নিজের কেরিয়ারে প্রায় ২৬০টি ছবি করে ফেলেছেন তিনি৷
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাম্যা কৃষ্ণন৷ দক্ষিণের সুপারস্টার নায়িকা ৪ দশকের বেশি কাজ করছেন৷ নিজের কেরিয়ারে প্রায় ২৬০টি ছবি করে ফেলেছেন তিনি৷
এমনকী বলিউডেও পা রেখেছেন রাম্যা৷ যশ চোপড়রা পরম্পরা ছবিতে কাজ করেন তিনি৷ এরপর সুভাষ ঘাইয়ের খলনায়ক, মহেশ ভাটের চাহাত ছবি এবং ডেভিড ধাওয়ানেক বনারসি বাবু, বড়ে মিঞা ছোটে মিঞা-তে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন৷
এমনকী বলিউডেও পা রেখেছেন রাম্যা৷ যশ চোপড়রা পরম্পরা ছবিতে কাজ করেন তিনি৷ এরপর সুভাষ ঘাইয়ের খলনায়ক, মহেশ ভাটের চাহাত ছবি এবং ডেভিড ধাওয়ানেক বনারসি বাবু, বড়ে মিঞা ছোটে মিঞা-তে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন৷
সম্প্রতি এসএস রাজমৌলির বাহুবলী ছবিতে তাঁর অভিনীত চরিত্র শিবগামী খুবই প্রশংসা কুড়িয়েছিল৷
সম্প্রতি এসএস রাজমৌলির বাহুবলী ছবিতে তাঁর অভিনীত চরিত্র শিবগামী খুবই প্রশংসা কুড়িয়েছিল৷
তবে রাম্যা কৃষ্ণন তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর আলোচনায় ছিলেন৷
তবে রাম্যা কৃষ্ণন তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর আলোচনায় ছিলেন৷
দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে তাঁর সম্পর্ক গোপন নয়৷ সকলেই জানতেন তাঁদের প্রেমের কথা৷ কে এসের অনেক ছবিতেই কাজ করেন রাম্যা৷
দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে তাঁর সম্পর্ক গোপন নয়৷ সকলেই জানতেন তাঁদের প্রেমের কথা৷ কে এসের অনেক ছবিতেই কাজ করেন রাম্যা৷
এরই মধ্যে বিয়ের আগেই তিনি গর্ভবতী হয়ে পড়েন৷ পরিচালক ছিলেন বিবাহিত৷ তাঁর স্ত্রী এই খবর শুনে অভিনেত্রীকে হুমকি দিতে থাকেন৷ সন্তান দত্তক নিতে অস্বীকারও করেন পরিচালক৷
এরই মধ্যে বিয়ের আগেই তিনি গর্ভবতী হয়ে পড়েন৷ পরিচালক ছিলেন বিবাহিত৷ তাঁর স্ত্রী এই খবর শুনে অভিনেত্রীকে হুমকি দিতে থাকেন৷ সন্তান দত্তক নিতে অস্বীকারও করেন পরিচালক৷
ফলে গর্ভপাতের সিদ্ধান্ত নেন রাম্যা৷ তার জন্যই কে এস রবিকুমারের থেকে ৭৫ লক্ষ টাকা চেয়ে নেন অভিনেত্রী৷
ফলে গর্ভপাতের সিদ্ধান্ত নেন রাম্যা৷ তার জন্যই কে এস রবিকুমারের থেকে ৭৫ লক্ষ টাকা চেয়ে নেন অভিনেত্রী৷তবে তাদের দুজনকে তাদের সম্পর্ক এবং গর্ভপাত নিয়ে প্রশ্ন করা হলে তারা জানান, খবরটি ভুল। 
পরে ২০০৩-এ পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে ঘর পাতেন রাম্যা কৃষ্ণন৷
পরে ২০০৩-এ পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে ঘর পাতেন রাম্যা কৃষ্ণন৷

Deepika Padukone Pregnant: অবশেষে জল্পনা সত্যি! মা হচ্ছেন দীপিকা, রণবীর সিংয়ের ঘরে আসবে নতুন সদস্য, কবে জানেন কি

মা-বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। দুই থেকে তিন হতে চলেছেন তারকা-দম্পতি। নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাঁদের।

মা-বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। দুই থেকে তিন হতে চলেছেন তারকা-দম্পতি। নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাঁদের।
সেপ্টেম্বর ২০২৪ নতুন সদ‍স‍্য ঘরে আসবে তাঁদের। আজ বৃহস্পতিবার, সোশ‍্যাল মিডিয়ায় সেই কথা ঘোষণা করলেন পিকু অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে গাটঁছড়া বাধেন এই বলিউড দম্পতি।
সেপ্টেম্বর ২০২৪ নতুন সদ‍স‍্য ঘরে আসবে তাঁদের। আজ বৃহস্পতিবার, সোশ‍্যাল মিডিয়ায় সেই কথা ঘোষণা করলেন পিকু অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে গাটঁছড়া বাধেন এই বলিউড দম্পতি।
বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে মা হতে চলেছেন বলিউড ডিভা। অবশেষে, সেই জল্পনায় পড়ল শিলমোহর।
বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে মা হতে চলেছেন বলিউড ডিভা। অবশেষে, সেই জল্পনায় পড়ল শিলমোহর।
সম্প্রতি ৭৭তম বাফটা-য় উপস্থিত ছিলেন দীপিকা। হলিউডের সেই অ্যাওয়ার্ড শোয়ে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। হালকা মেকআপ, স্বল্প গয়নায় তাঁর থেকে চোখ ফেরানো দায়।
সম্প্রতি ৭৭তম বাফটা-য় উপস্থিত ছিলেন দীপিকা। হলিউডের সেই অ্যাওয়ার্ড শোয়ে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। হালকা মেকআপ, স্বল্প গয়নায় তাঁর থেকে চোখ ফেরানো দায়।
মনে করা হচ্ছে, শাড়িটি তিনি এমন ভাবেই পড়েন, যাতে তাঁর স্ফীত মধ্যপ্রদেশ কারও চোখে না পড়ে। পাপারাৎজির ক্যামেরায় স্বচ্ছন্দে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোনও রকম অস্বস্তি ধরা পড়েনি তাঁর আচরণে।
মনে করা হচ্ছে, শাড়িটি তিনি এমন ভাবেই পড়েন, যাতে তাঁর স্ফীত মধ্যপ্রদেশ কারও চোখে না পড়ে। পাপারাৎজির ক্যামেরায় স্বচ্ছন্দে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোনও রকম অস্বস্তি ধরা পড়েনি তাঁর আচরণে।
এই ঘটনার পরেই জল্পনা আরও গাঢ় হয়। তবে, এবার সুখবর জানিয়ে দিলেন অভিনেত্রী স্বয়ং। ইতিমধ্যেই অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের।
এই ঘটনার পরেই জল্পনা আরও গাঢ় হয়। তবে, এবার সুখবর জানিয়ে দিলেন অভিনেত্রী স্বয়ং। ইতিমধ্যেই অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের।

Pregnancy: ৮ বছর কোনও পুরুষের সঙ্গে যোগ নেই, তাও প্রেগন্যান্ট, ৪ সন্তানের মা হবে, কাণ্ডটা ঠিক কী

প্রেগন্যান্সি সব প্রাণী জগতের কাছেই খুব কমন একটি ঘটনা৷ তবে অনেক সময়েই মিরাকেল প্রেগন্যান্সি দেখা যায়৷ গর্ভাবস্থার একটি খুব অস্বাভাবিক ঘটনা সকলের মধ্যে গভীর চাঞ্চল্য তৈরি হয়েছে৷ তবে এই প্রেগন্যান্সির ঘটনায় মানুষের মধ্যে নয়, প্রাণীদের মধ্যে দেখা গেছে।
প্রেগন্যান্সি সব প্রাণী জগতের কাছেই খুব কমন একটি ঘটনা৷ তবে অনেক সময়েই মিরাকেল প্রেগন্যান্সি দেখা যায়৷ গর্ভাবস্থার একটি খুব অস্বাভাবিক ঘটনা সকলের মধ্যে গভীর চাঞ্চল্য তৈরি হয়েছে৷ তবে এই প্রেগন্যান্সির ঘটনায় মানুষের মধ্যে নয়, প্রাণীদের মধ্যে দেখা গেছে।
আমেরিকার নর্থ ক্যারোলিনার একটি অ্যাকোয়ারিয়ামের কর্মকর্তারা চমকে যান যখন তাঁরা জানতে পারেন যে তাঁদের কাছে থাকা এক বিশাল স্টিংগ্রে গর্ভবতী এবং একটি-দুটি নয়, একেবারে চারটি সন্তানের জন্ম দিতে চলেছে। তবে এই ঘটনায় আশ্চর্যের বিষয় হল তিনি ৮ বছর ধরে তার প্রজাতির পুরুষদের থেকে এখনও দূরে রয়েছে,  মাছের ট্যাঙ্কে  সে একাই বাস করেছে। কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে ভাবছেন স্টিংগ্রে-র সন্তানের বাবা কে?
আমেরিকার নর্থ ক্যারোলিনার একটি অ্যাকোয়ারিয়ামের কর্মকর্তারা চমকে যান যখন তাঁরা জানতে পারেন যে তাঁদের কাছে থাকা এক বিশাল স্টিংগ্রে গর্ভবতী এবং একটি-দুটি নয়, একেবারে চারটি সন্তানের জন্ম দিতে চলেছে। তবে এই ঘটনায় আশ্চর্যের বিষয় হল তিনি ৮ বছর ধরে তার প্রজাতির পুরুষদের থেকে এখনও দূরে রয়েছে,  মাছের ট্যাঙ্কে  সে একাই বাস করেছে। কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে ভাবছেন স্টিংগ্রে-র সন্তানের বাবা কে?
এই মাছটি তার ন্যাচারাল আবাসস্থল থেকে ৩৭০০ কিলোমিটার দূরে যা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সাগরে রয়েছে। কিন্তু এই স্টিংগ্রে গত ৮ বছর ধরে তার প্রজাতির কোনও পুরুষের সঙ্গে মাছের ট্যাঙ্কেও থাকেনি৷  এমন পরিস্থিতিতে তার প্রেগন্যান্সি  খুবই আশ্চর্যজনক যা কর্তৃপক্ষ পুরো চমকে গেছে৷
এই মাছটি তার ন্যাচারাল আবাসস্থল থেকে ৩৭০০ কিলোমিটার দূরে যা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সাগরে রয়েছে। কিন্তু এই স্টিংগ্রে গত ৮ বছর ধরে তার প্রজাতির কোনও পুরুষের সঙ্গে মাছের ট্যাঙ্কেও থাকেনি৷  এমন পরিস্থিতিতে তার প্রেগন্যান্সি  খুবই আশ্চর্যজনক যা কর্তৃপক্ষ পুরো চমকে গেছে৷
হেন্ডারসনভিলের অ্যাকোয়ারিয়াম অ্যান্ড শার্ক ল্যাবের নির্বাহী পরিচালক ব্রেন্ডা রামারও এতে প্রবল চমকে গেছেন। মাত্র গত সপ্তাহে এখানকার দলটি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিল যে শার্লট নামের স্টিংগ্রে প্রেগন্যান্ট। পোস্টে, অ্যাকোয়ারিয়াম এই গর্ভাবস্থার ঘটনাটিকে জীবনে একবারের বৈজ্ঞানিক রহস্য হিসাবে বর্ণনা করেছে।
হেন্ডারসনভিলের অ্যাকোয়ারিয়াম অ্যান্ড শার্ক ল্যাবের নির্বাহী পরিচালক ব্রেন্ডা রামারও এতে প্রবল চমকে গেছেন। মাত্র গত সপ্তাহে এখানকার দলটি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিল যে শার্লট নামের স্টিংগ্রে প্রেগন্যান্ট। পোস্টে, অ্যাকোয়ারিয়াম এই গর্ভাবস্থার ঘটনাটিকে জীবনে একবারের বৈজ্ঞানিক রহস্য হিসাবে বর্ণনা করেছে।
একই পোস্টে বলা হয়েছে যে এই মাছের ট্যাঙ্কে কখনও কোনও পুরুষ স্টিংগ্রে ছিল না, তবুও শার্লট গর্ভবতী হয়েছিল৷  অ্যাকোয়ারিয়ামটি শার্লট এবং অস্ট্রেলিয়ার জুয়েট অ্যাকোয়ারিয়ামের ডাঃ রবার্ট জোন্সের একটি ছবি পোস্ট করেছে একটি পোস্টে যে একটি আল্ট্রাসাউন্ড পরীক্ষা তার প্রেগন্যান্সি নিশ্চিত করেছে।
একই পোস্টে বলা হয়েছে যে এই মাছের ট্যাঙ্কে কখনও কোনও পুরুষ স্টিংগ্রে ছিল না, তবুও শার্লট গর্ভবতী হয়েছিল৷  অ্যাকোয়ারিয়ামটি শার্লট এবং অস্ট্রেলিয়ার জুয়েট অ্যাকোয়ারিয়ামের ডাঃ রবার্ট জোন্সের একটি ছবি পোস্ট করেছে একটি পোস্টে যে একটি আল্ট্রাসাউন্ড পরীক্ষা তার প্রেগন্যান্সি নিশ্চিত করেছে।
শার্লটের এভাবে প্রেগন্যান্ট হওয়ার কারণ কী হতে পারে তা ব্যাখ্যা করেছেন ডক্টর জোন্সের পোস্ট। এপির মতে, কিছু প্রতিবেদন এই দাবিকে অস্বীকার করেছে৷ আবার  বিশেষজ্ঞ বলেছেন যে শার্লট অ্যাকোয়ারিয়ামের ৫টি ছোট হাঙরের যে কোনওটির সঙ্গে সঙ্গম করতে এবং বংশবৃদ্ধি করতে পারে না।
শার্লটের এভাবে প্রেগন্যান্ট হওয়ার কারণ কী হতে পারে তা ব্যাখ্যা করেছেন ডক্টর জোন্সের পোস্ট। এপির মতে, কিছু প্রতিবেদন এই দাবিকে অস্বীকার করেছে৷ আবার  বিশেষজ্ঞ বলেছেন যে শার্লট অ্যাকোয়ারিয়ামের ৫টি ছোট হাঙরের যে কোনওটির সঙ্গে সঙ্গম করতে এবং বংশবৃদ্ধি করতে পারে না।
পার্থেনোজেনেসিসের কারণে শার্লট গর্ভবতী হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে, মহিলা নিষেক ছাড়াই নিজেকে ক্লোন করে। এটি অনেক পোকামাকড়, মাছ, উভচর, পাখির মধ্যে ঘটে তবে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অবশ্য এটি কখনও হয় না৷
পার্থেনোজেনেসিসের কারণে শার্লট গর্ভবতী হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে, মহিলা নিষেক ছাড়াই নিজেকে ক্লোন করে। এটি অনেক পোকামাকড়, মাছ, উভচর, পাখির মধ্যে ঘটে তবে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অবশ্য এটি কখনও হয় না৷

এক এক করে তিন সন্তানের জন্ম দিলেন মা! তাও আবার সাধারণ প্রসবেই!

মালদহ: একটি, দুটি নয়, পর পর তিনটি সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা। আর তিনটিই পুত্র সন্তান। কোনওরকম অস্ত্রোপচার নয়। সাধারণ প্রসবেই বাজিমাত।

তিন ছেলে আর মা, সকলেই সুস্থ রয়েছেন। মালদহের চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। ৮ জানুয়ারি রাতে তিন সন্তান প্রসব করলেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা আসবি খাতুন।

মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বাসিন্দা আসবি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে গত ৮ জানুয়ারি ভর্তি হন চাঁচোল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৩৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা। ফলে প্রসব আগাম হওয়াতে ঝুঁকি ছিল।

আরও পড়ুন- কয়েক ঘণ্টা পরই কলকাতায় আবহাওয়ার আমূল বদল! উত্তুরে হাওয়ার দাপট, কত হবে তাপমাত্রা!

রাত সওয়া এগারোটা নাগাদ প্রথম পুত্র সন্তান জন্ম দেন আসবি। এর প্রায় এক ঘণ্টা পর আরও দুই শিশুর জন্ম হয়। প্রথম সন্তানের ওজন হয় দু কেজি ১০০ গ্রাম। বাকি ২ সন্তানের ওজন কিছু কম, এক কেজি ৭০০ গ্রাম।

তবে তিন সদ্যোজাত এবং মা সকলে সুস্থ রয়েছেন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। প্রসবের সময় চিকিৎসকের ভূমিকা পালন করেন বিশ্বজিৎ রায়। এর আগেও দুবার প্রসূতি হন ওই মহিলা। তাঁর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মহম্মদ সামিম জানান, তিনটি বা চারটি সন্তান হওয়ার নজির আগেও রয়েছে। তবে মহকুমা শহরের কোনও হাসপাতলে, সাধারণ প্রসবে এমন সাফল্য নজিরবিহীন।

হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে কাজ করেছেন। বিশেষ করে দুটি সন্তানের ক্ষেত্রে পা নিচের দিকে ও মাথা ওপরের দিকে থাকায় প্রসবের ক্ষেত্রে জটিলতা ছিল। চিকিৎসকরা দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন সন্তানের মধ্যে দুজন সম্পূর্ণ সুস্থ। একজনের ক্ষেত্রে সামান্য অসুবিধে থাকায় তাঁকে এস এন সি ইউ বিভাগে রাখা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত নজর রাখছেন।

আরও পড়ুন- দাম বেশি নিচ্ছে দোকানদার! ক্রেতা সুরক্ষা দফতরে জানালেই মিলবে সুরাহা

এদিকে পরিবারে একসঙ্গে তিন পুত্র সন্তান আশায় খুশি দম্পতি। হাসপাতালে চিকিৎসকদের ভূমিকাতেও সন্তোষ প্রকাশ করেছে পরিবার। আপাতত অপেক্ষা নতুন অতিথিদের বাড়িতে ফেরার।

Right Age For Pregnancy: ২০-২৫ নাকি ৩০! মা হওয়ার সঠিক বয়স কোনটা জানেন? গর্ভবতী হওয়ার আগে জেনে নিন কী বলছেন চিকিৎসক

বেশিরভাগ মহিলাদের মনেই একটি প্রশ্ন থাকে যে মা হওয়ার আসল বয়স কী? কখনও কখনও প্রতিটি মহিলা এই নিয়ে গভীর চিন্তা করে থাকেন। অনেকে ২০ বছর বয়সকে মা হওয়ার সেরা বয়স বলে মনে করে, আবার অনেক মহিলা ৪০  বছর বয়সকে গর্ভধারণের জন্য উপযুক্ত বলে মনে করে। এই বিষয়ে প্রত্যেকেরই ভিন্ন মত রয়েছে এবং এই বিষয়ে নানা বিতর্কও রয়েছে। প্রতীকী ছবি৷
বেশিরভাগ মহিলাদের মনেই একটি প্রশ্ন থাকে যে মা হওয়ার আসল বয়স কী? কখনও কখনও প্রতিটি মহিলা এই নিয়ে গভীর চিন্তা করে থাকেন। অনেকে ২০ বছর বয়সকে মা হওয়ার সেরা বয়স বলে মনে করে, আবার অনেক মহিলা ৪০ বছর বয়সকে গর্ভধারণের জন্য উপযুক্ত বলে মনে করে। এই বিষয়ে প্রত্যেকেরই ভিন্ন মত রয়েছে এবং এই বিষয়ে নানা বিতর্কও রয়েছে। প্রতীকী ছবি৷
স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মা হওয়ার বয়স নিয়ে বিভিন্ন মতামত দেন। এখন প্রশ্ন হল, মা হওয়ার কি আসলেই সঠিক বয়স আছে? একজন মহিলা যদি ৪০ বছর বয়সের পরে মা হতে চান তবে কী সম্ভব? গর্ভবতী হওয়ার আগে জেনে নিন চিকিৎসকের কাছ থেকে৷ প্রতীকী ছবি৷
স্বাস্থ্য বিশেষজ্ঞরাও মা হওয়ার বয়স নিয়ে বিভিন্ন মতামত দেন। এখন প্রশ্ন হল, মা হওয়ার কি আসলেই সঠিক বয়স আছে? একজন মহিলা যদি ৪০ বছর বয়সের পরে মা হতে চান তবে কী সম্ভব? গর্ভবতী হওয়ার আগে জেনে নিন চিকিৎসকের কাছ থেকে৷ প্রতীকী ছবি৷
আমেরিকান কংগ্রেস ফর অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস (ACOG) তথ্য অনুসারে, ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে মহিলাদের উর্বরতা সবচেয়ে বেশি। ৩০ বছর বয়সের পরে উর্বরতা হ্রাস পেতে শুরু করে। ৪০ বছর বয়সের পরে গর্ভাবস্থার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। প্রতীকী ছবি৷
আমেরিকান কংগ্রেস ফর অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস (ACOG) তথ্য অনুসারে, ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে মহিলাদের উর্বরতা সবচেয়ে বেশি। ৩০ বছর বয়সের পরে উর্বরতা হ্রাস পেতে শুরু করে। ৪০ বছর বয়সের পরে গর্ভাবস্থার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। প্রতীকী ছবি৷
মেনোপজের বয়স প্রায় ৫০ বছর এবং মহিলারা মেনোপজের আগেও গর্ভবতী হতে পারেন। মেনোপজের পর নারীরা স্বাভাবিকভাবে গর্ভবতী হতে পারে না। যাইহোক, বর্তমান সময়ে, এমন অনেক প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে মহিলারা মা হওয়ার সুখ উপভোগ করতে পারেন। প্রতীকী ছবি৷
মেনোপজের বয়স প্রায় ৫০ বছর এবং মহিলারা মেনোপজের আগেও গর্ভবতী হতে পারেন। মেনোপজের পর নারীরা স্বাভাবিকভাবে গর্ভবতী হতে পারে না। যাইহোক, বর্তমান সময়ে, এমন অনেক প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে মহিলারা মা হওয়ার সুখ উপভোগ করতে পারেন। প্রতীকী ছবি৷
ফর্টিস হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ সুনিতা অরোরার মতে , যে সমস্ত মহিলারা কোনও না কোনও কারণে গর্ভধারণ পিছিয়ে দিতে চান তারা উর্বরতা সংরক্ষণের সাহায্য নিতে পারেন। ডিম্বাণু সংরক্ষণ হল একটি নির্দিষ্ট বয়সের পরেও আপনার নিজের জেনেটিক সন্তান হওয়ার একটি উপায়। একটি মেয়ে যদি অল্প বয়সে তার ডিম্বাণু সংরক্ষণ করে, তাহলে ডিম্বাণু গুলো তার সঙ্গীর শুক্রাণুর সঙ্গে মিশে অনেকদিন সংরক্ষণ করা যায়। প্রতীকী ছবি৷
ফর্টিস হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ সুনিতা অরোরার মতে , যে সমস্ত মহিলারা কোনও না কোনও কারণে গর্ভধারণ পিছিয়ে দিতে চান তারা উর্বরতা সংরক্ষণের সাহায্য নিতে পারেন। ডিম্বাণু সংরক্ষণ হল একটি নির্দিষ্ট বয়সের পরেও আপনার নিজের জেনেটিক সন্তান হওয়ার একটি উপায়। একটি মেয়ে যদি অল্প বয়সে তার ডিম্বাণু সংরক্ষণ করে, তাহলে ডিম্বাণু গুলো তার সঙ্গীর শুক্রাণুর সঙ্গে মিশে অনেকদিন সংরক্ষণ করা যায়। প্রতীকী ছবি৷
মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের জিনগত সমস্যা হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ৩০ বছর বয়সে ডাউন'স সিনড্রোমের সম্ভাবনা ৯০০ এর মধ্যে ১ জনের, যেখানে ৪০ বছর বয়সে এটি ১০০ এর মধ্যে ১ জনের হয়, যা অনেকটাই বেশি। সুতরাং ৩০-৩৫ বছর বয়সের মধ্যে  ডিম্বাণুগুলিকে সংরক্ষণ  করতে হবে, যদি আপনি ৪০ বছর বয়সে সন্তান নিতে চান। প্রতীকী ছবি৷
মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের জিনগত সমস্যা হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ৩০ বছর বয়সে ডাউন’স সিনড্রোমের সম্ভাবনা ৯০০ এর মধ্যে ১ জনের, যেখানে ৪০ বছর বয়সে এটি ১০০ এর মধ্যে ১ জনের হয়, যা অনেকটাই বেশি। সুতরাং ৩০-৩৫ বছর বয়সের মধ্যে ডিম্বাণুগুলিকে সংরক্ষণ করতে হবে, যদি আপনি ৪০ বছর বয়সে সন্তান নিতে চান। প্রতীকী ছবি৷