Tag Archives: RG Kar Case

Junior doctors movement: কর্মবিরতি প্রত্যাহার করলেন না জুনিয়র চিকিৎসকরা! কয়েক ঘণ্টার জিবি বৈঠক শেষে মাঝরাত পেরিয়ে ঘোষণা

কলকাতা:  সোমবার কালীঘাটের বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের একাধিক দাবি মেনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সরিয়ে দেওয়া হয় কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে৷ স্বাস্থ্য দফতরের দুই শীর্ষ কর্তাকেও বদলি করা হয়৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টেও জুনিয়র চিকিৎসকদের আইনজীবী জানান, তাঁরা কাজে ফিরতে আগ্রহী৷ এই পরিস্থিতিতে কর্মবিরতি শেষ করে চিকিৎসকরা কাজে ফিরবেন, এমন সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা৷ মঙ্গলবার গভীর রাতে তাঁরা জানিয়ে দিলেন, তাঁদের আন্দোলন এখন চলবে৷ কর্মবিরতিও প্রত্যাহার করা হচ্ছে না৷

সুপ্রিম কোর্টের শুনানির পর মঙ্গলবার সন্ধে থেকে জুনিয়র চিকিৎসকদের জিবি-বৈঠক শুরু হয়৷ আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল৷ ঘণ্টার পর ঘণ্টা পার করে শেষ পর্যন্ত মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকরা জানান, দাবি দাওয়ার একাংশ পুরণ হলেও স্বাস্থ্য সচিবের অপসারণ, নিরাপত্তার মতো একাধিক ইস্যুতে এখনও তাঁদের দাবি পূরণ করেনি রাজ্য প্রশাসন৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের মৌখিক আশ্বাসই পেয়েছেন তাঁরা৷ সেই কারণেই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তাঁদের যে দাবিগুলি এখন পূরণ হয়নি, তার ব্যাখ্যা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকরা৷

নিজেদের এই সিদ্ধান্ত এবং বাকি থেকে দাবিগুলির বিষয়ে জানতে চেয়ে বুধবার তাঁরা রাজ্য প্রশাসনকে ই মেল করবেন বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে৷ পাশাপাশি, বিনীত গোয়েলের অপসারণ নিয়ে মুখ্যমন্ত্রীর মনোভাবেও প্রশ্ন তুলেছেন তাঁরা৷

আরও পড়ুন: কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম, বুধবার ভোটগ্রহণ শুরু জম্মু কাশ্মীরে

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জিষ্ণু ভট্টাচার্য বলেন, ‘আমরা ভেবেছিলাম যে সিপিকে পদত্যাগ করতে বলা হয়েছে। কিন্তু পরবর্তীকালে প্রেস কনফারেন্সে দেখলাম বলা হয়েছে, সিপিকে তাঁর পছন্দ মতো দায়িত্বে বদলি করা হয়েছে।’

আন্দোলনকারী চিকিৎসকদের অন্যতম মুখ অনিকেত মাহাত বলেন, ‘আমরাও চাই কাজে ফিরতে, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান এখনও হয়নি আমরা আবারও আলোচনায় বসতে চাই।’

Sandip Ghosh Abhijit Mondal mobile phone mystery: নির্যাতিতার দেহ উদ্ধারের হতেই সন্দীপ, অভিজিতের মোবাইলে পর পর রহস্যময় ফোন? বিস্ফোরক সিবিআই

কলকাতা: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইল ফোনেই কি লুকিয়ে আরজি কর কাণ্ডের রহস্য? কেন দু জনকে ফের তারা হেফাজতে চাইছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে মঙ্গলবার শিয়ালদহ আদালতে এমনই ইঙ্গিত করেছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে আজ দু জনকেই ফের তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷

এ দিন আদালতে সিবিআই জানিয়েছে. সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে ঘটনার দিন ফোনে যোগাযোগের প্রমাণ মিলেছে৷ শুধু এই দু জনের নিজেদের মধ্যে কথোপকথন নয়, আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর এই দু জনের নম্বরেই বেশ কিছু সন্দেহজনক ফোন আসে৷ নির্যাতিতার দেহ উদ্ধারের পর কারা তড়িঘড়ি সন্দীপ এবং অভিজিতের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁদের কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে এ দিন আদালতে জানিয়েছে সিবিআই৷

আরও পড়ুন: ‘এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়’, আইনজীবীদের ‘ধমক’ ক্ষুব্ধ প্রধান বিচারপতির! 

যেহেতু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাট এবং তদন্তকে ভুলপথে চালিত করার চেষ্টার অভিযোগ এনেছে সিবিআই, তাই এই দু দজনের ফোনের সিডিআর বা কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা প্রয়োজন বলেই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

সিবিআই আরও জানিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু সন্দেহজনক নম্বর সিবিআই-এর হাতে এসেছে৷ সেগুলির সিডিআর রিপোর্টও তদন্তকারীদের হাতে চলে এসেছে৷ সেই তথ্যের ভিত্তিতেও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন বলেই দাবি করেছে সিবিআই৷ আরও দাবি করা হয়েছে, সন্দীপ এবং অভিজিৎ মূল অভিযুক্ত অথবা সহ অভিযুক্তের সঙ্গে ষড়যন্ত্র করেছে কি না, তার জন্যও দুজনকে জেরা করা প্রয়োজন বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেরিতে এফআইআর করা, ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সঞ্জয়ের পোষাক দেরিতে বাজেয়াপ্ত করার মতো অভিযোগও তুলেছেন তদন্তকারীরা৷

RG Kar Junior Doctors Protest: সুপ্রিম নির্দেশনামায় ‘আশ্বাস’, কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা! কবে…? জিবি-তেই সিদ্ধান্ত!

নয়াদিল্লি: শীর্ষ আদালতকে আস্বস্ত করে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তারেরা। সুপ্রিম কোর্টে জানালেন ইন্দিরা জয়সিং। এই বিষয়ে জেনারেল বডি মিটিংয়েই হবে সিদ্ধান্ত এমনটাই জানানো হল শীর্ষ আদালতকে। অর্থাৎ কাজে যোগদানের সময় ও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জিবি বৈঠকের পরেই।

জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জিবি বৈঠকের তারিখের ওপর কর্মবিরতি প্রত্যাহারের দিনক্ষণ নির্দিষ্ট হবে। সুপ্রিম নির্দেশনামায় ‘আশ্বাস’ থাকায় দ্রুত কাজে ফেরার বিষয়ে সদর্থক মনোভাব স্পষ্ট করেছেন জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন: ‘কর্মবিরতি’ চলবে…? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা জুনিয়র চিকিৎসকদের

ডাক্তারদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ আদালতকে এদিন জানান রাজ্যের আইনজীবী কপিল সিবাল। রাজ্য আদালতে জানিয়েছে, রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, বিশ্রাম কক্ষ, সিসি ক্যামেরা লাগানো হবে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

‘আমরা কাজে ফিরতে চাই…’ সুপ্রিম কোর্টে বললেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী, নিরাপত্তা প্রশ্নে ঝাঁঝালো ইন্দিরা

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের শুনানিতে সওয়ালে প্রথম দিনই জোরালো আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের নব নিযুক্ত আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি এদিন আদালতকে বলেন, ‘সোমবার রাতের বৈঠকে কী কী সেটেলমেন্ট হল আগে তা আদালতকে জানাক রাজ্য। তারপরেই কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত।

মঙ্গলবার সকাল এগারোটায় শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি। শুরুতেই এদিন দ্বিতীয় তদন্ত রিপোর্ট পেশ করে সিবিআই। এরপর খুঁটিয়ে সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি চার্জশিট পেশ করার সম্ভাব্য সময় জানতে চান সিবিআই এর কাছে। এই প্রসঙ্গে তাঁর পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ‘এই মুহূর্তে আরজি কর-কাণ্ডের তদন্ত ‘খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে’।

এদিকে মামলায় জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইডির জয়সিং তাঁর সওয়ালে বলেন, “আমাদেরও জানানো হোক, কী কী ব্যবস্থার কথা বলছে রাজ্য। উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিবাল আদালতকে জানান, “আলাদা ডিউটি রুম তৈরির কাজ আগামী ৭-১০ দিনের মধ্যে হয়ে যাবে।”

একইসঙ্গে সোমবারের আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে আদালতকে জানান কপিল সিবল। তিনি বলেন, ৫ বার আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকে ডাকা হয়েছিল। এই তথ্যটা আদালতকে একটু আগেই বলা উচিত ছিল আমার।”

এছাড়াও এদিনের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের আইনজীবীর আবেদন, “হাসপাতাল থেকে সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দিতে হবে। রেগুলার পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
জুনিয়র চিকিৎসকদের হয়ে তাঁর সওয়ালে ইন্দিরা বলেন, “রাত্রের সাথী চালু করা হয়েছে। যেখানে রাতে বেসরকারি নিরাপত্তাকর্মীদের নেওয়া হবে। আমাদের আপত্তি রয়েছে তাতে। বলা হচ্ছে ৭ দিনের ট্রেনিং দেওয়া হবে। আমাদের প্রশ্ন, সঞ্জয় রাই যে গ্রেফতার হয়েছেন এই ঘটনায় তিনি একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন।”

তিনি একইসঙ্গে নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “বাজেট অ্যালোকেশন হয়েছে আর কয়েকটা সিসিটিভি বসানো হয়েছে। নিরাপত্তার নামে সেটুকুই করা হয়েছে। আমরা দুর্নীতির বিষয়ে আমাদের তরফে তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে সিবিআইকে। ৩/১/২০২০-র ময়নাতদন্ত সংক্রান্ত একটি অর্ডার আমরা তুলে দিয়েছি সিবিআইয়ের হাতে।” পাশাপাশি আগামী দিনে আর্থিক দুর্নীতির বিষয়েও একটা স্টেটাস রিপোর্ট দেওয়ার আবেদন জানান চিকিৎসকদের আইনজীবী।

RG kar Protest: ছি‍ঃ! আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের সঙ্গে যা করল টোটোচালকেরা! সব শুনলে আঁতকে উঠবেন

হুগলি: আর জি কর কাণ্ডে প্রতিবাদ করায় জুটলো মার! বিশ্বকর্মা পুজোর বক্স বন্ধ করতে বলায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই-পক্ষ। ঘটনাটি হুগলির কোন্নগরের কলোনী বাজার এলাকার। সোমবার রাত এগারোটা নাগাদ ঘটে এই ঘটনা। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

আরও পড়ুনঃ ‘জাগো বাংলা’-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায়! কীসের ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল সাংসদ?

গোটা রাজ্যব্যাপী আরজি করের ঘটনার প্রতিবাদের পাশাপাশি হুগলির কোন্নগরে ও চলছিল সেই প্রতিবাদ। কলোনী বাজারের মোড়ে পাশেই টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর বক্স তারস্বরে বাজানোয় আর জি কর প্রতিবাদীদের পথনাটকে অসুবিধা হচ্ছিল, বক্সের আওয়াজ কমানোর কথা বলায়, বচসা থেকে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া পুরসভার ২ নং ওয়ার্ডের কলোনী বাজার এলাকায় আরজি কর প্রতিবাদীদের একটি পথনাটক চলছিল সোমবার রাতে। পাশেই কোন্নগর পুরসভার ১৯ নং ওয়ার্ডে একটি টোটো স্ট‍্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জোরে বক্স বাজানো হচ্ছিল। প্রতিবাদীদের নাটক করতে অসুবিধা হওয়ায় বক্সের আওয়াজ কমাতে বলা হয় তৃণমূলের টোটো ইউনিয়নের সদস্যদের। তা নিয়েই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মদ্যপ অবস্থায় তাঁদের হেনস্থাকরা হয় বলে অভিযোগ প্রতিবাদী মহিলাদের। অভিযোগ মানেনি টোটো ইউনিয়ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! আরজি কর কাণ্ডে শুনানির আগেই যা ঘটল! সব শুনলে আঁতকে উঠবেন

দুই পক্ষের সঙ্গে কথা বলে। মহিলারা পুলিশের কাছে একটি মাস পিটিশান জমা দেয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর চন্দন মন্ডল বলেন, ‘প্রতিবাদটা এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরাও প্রতিবাদ করেছি। যাঁরা বিশ্বকর্মা পুজো করছে তাঁরা কোনো ভুল করেনি।’ অন্যদিকে, ওই কাউন্সিলর এর উপরেই অভিযোগ তোলেন প্রতিবাদী মহিলাদের একাংশ। কাউন্সিলর নিজেই নাকি মদ্যপ অবস্থায় অভব্যআচরণ করেছেন মহিলাদের সঙ্গে।

রাহী হালদার

RG Kar Case Supreme Court Hearing: প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?

নয়াদিল্লি: মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। মঙ্গলবার ১১ টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হল শুনানি।

প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হয়েছে নির্যাতিতার বাবা-মায়ের একটি চিঠি। নির্যাতিতার বাবার যা যা তথ্য দেওয়ার তার বেশ কিছু তথ্য সিবিআই তাঁদের স্টেটাস রিপোর্টে উত্তর দিয়েছে জানালেন সিজেআই। নির্যাতিতার বাবার অনুরোধ শুনে সলিসিটার জেনারেল জানালেন, নির্যাতিতার বাবা-মাকে তদন্তের আপডেট জানাবে সিবিআই।

আরও পড়ুন: ‘গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট’, ‘সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা’! টালা থানার ওসির বিরুদ্ধে আরও কী কী চাঞ্চল‍্যকর অভিযোগ সিবিআইয়ের?

এই চিঠি তদন্তের পরিপ্রেক্ষিতে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রধান বিচারপতি।  সিজেআইয়ের নির্দেশ, পরিবারের দেওয়া চিঠি মেনে পদক্ষেপ করবে সিবিআই। পরিবারের সঙ্গে যোগাযোগে থাকবে সিবিআই। পাশাপাশি, ঘটনার অকুস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের নাম ও বিশদ তথ্য সহ জুনিয়র ডাক্তারদের দেওয়া চিঠি খতিয়ে দেখবে সিবিআই।

আরও পড়ুন: বুধ, সূর্য, শুক্র…স্থান বদল ৩ বড় গ্রহের! ৩ রাশির ভাগ‍্যের চাকা ঘুরে যাবে, হাতের মুঠোয় সাফল‍্য, টাকাপয়সা উপচে পড়বে

আরজি করের আগের শুনানির সময়ই নির্যাতিতার ছবি এবং সহ-অন‍্যান‍্য তথ‍্য সোশ‍্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিনও ফের একবার উঠে এলে নির্যাতিতার নাম-ছবির প্রসঙ্গও। উইকিপিডিয়ায় নির্যাতিতার নাম এবং ছবি রয়েছে এখনও। সিজেআই জানালেন, ‘‘আমরা অর্ডার দেব যাতে নাম সরানো হয়’’।

এ প্রসঙ্গে প্রধানবিচারপতির পর্যবেক্ষণ, নির্যাতিতার নাম , ছবি, বা নির্যাতিতার অবয়ব তৈরি করে ছবি বন্ধ করতে হবে। উইকিপিডিয়া মতন সংস্থা থেকে সরাতে হবে ছবি, নাম।

RG Kar Case ED Raid: সন্দীপ অতীত…! সাতসকালে এবার কার বাড়িতে ইডি? র‍্যাডারে আর কারা? বিরাট বাহিনী নিয়ে পৌঁছল টিম

একদিকে আরজি কর কাণ্ডে আজ মঙ্গলবার সুপ্রিম শুনানি ঘিরে টান টান উত্তেজনা। অন্যদিকে আচমকা ফের শহরজুড়ে শুরু হল ইডির বিরাট তৎপরতা। আরজি কর হাসপাতালের সেমিনার রুমের খুন-ধর্ষণের ঘটনার পাশাপাশি নজরে দুর্নীতি মামলা।
একদিকে আরজি কর কাণ্ডে আজ মঙ্গলবার সুপ্রিম শুনানি ঘিরে টান টান উত্তেজনা। অন্যদিকে আচমকা ফের শহরজুড়ে শুরু হল ইডির বিরাট তৎপরতা। আরজি কর হাসপাতালের সেমিনার রুমের খুন-ধর্ষণের ঘটনার পাশাপাশি নজরে দুর্নীতি মামলা।
সকাল সকাল ইডি আধিকারিকরা পৌঁছে গেলেন উত্তর কলকাতার সিঁথিতে। কে থাকেন সেখানে? কার বাড়িতে পৌঁছল তদন্তকারী আধিকারিকরা? যা জানা গেল, চাঞ্চল্যকর।
সকাল সকাল ইডি আধিকারিকরা পৌঁছে গেলেন উত্তর কলকাতার সিঁথিতে। কে থাকেন সেখানে? কার বাড়িতে পৌঁছল তদন্তকারী আধিকারিকরা? যা জানা গেল, চাঞ্চল্যকর।
সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায়ের বাড়িতে এবার পৌঁছল ইডি। কিছু দিন আগে সিবিআই এর টিম গিয়েছিল এই সুদীপ্তর বাড়ি। এবার পৌঁছল ইডি। ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায়ের বাড়িতে এবার পৌঁছল ইডি। কিছু দিন আগে সিবিআই এর টিম গিয়েছিল এই সুদীপ্তর বাড়ি। এবার পৌঁছল ইডি। ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, একাধারে তৃণমূল বিধায়ক ও স্বাস্থ্য কর্তা সুদীপ্ত রায় দুটি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, একাধিক পদ সামলেছেন এই বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়।
হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, একাধারে তৃণমূল বিধায়ক ও স্বাস্থ্য কর্তা সুদীপ্ত রায় দুটি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, একাধিক পদ সামলেছেন এই বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়।
আর জি করে দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। শহর জুড়ে ছয় ছয়টি জায়গায় হানা দিয়েছে ইডির টিম। পৌঁছয় একাধিক স্বাস্থ্য আধিকারিকের বাড়িতে।
আর জি করে দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। শহর জুড়ে ছয় ছয়টি জায়গায় হানা দিয়েছে ইডির টিম। পৌঁছয় একাধিক স্বাস্থ্য আধিকারিকের বাড়িতে।
সুদীপ্ত রায় ছাড়াও সন্দীপ জৈনের বাড়িতে পৌঁছেছে ইডির টিম। মেডিক্যাল সরঞ্জামের কন্ট্রাক্টার হিসেবে কাজ করতেন এই সন্দীপ জৈন।
সুদীপ্ত রায় ছাড়াও সন্দীপ জৈনের বাড়িতে পৌঁছেছে ইডির টিম। মেডিক্যাল সরঞ্জামের কন্ট্রাক্টার হিসেবে কাজ করতেন এই সন্দীপ জৈন।
সন্দীপ জৈনের বাড়ি ছাড়াও তাঁর আবাসনের গ্রাউন্ড ফ্লোরের অফিসে তল্লাশি চলছে সকাল থেকেই। এছাড়াও চৌরঙ্গী লেনে আরও একটি বাড়ি রয়েছে সেখানেও তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
সন্দীপ জৈনের বাড়ি ছাড়াও তাঁর আবাসনের গ্রাউন্ড ফ্লোরের অফিসে তল্লাশি চলছে সকাল থেকেই। এছাড়াও চৌরঙ্গী লেনে আরও একটি বাড়ি রয়েছে সেখানেও তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করার কথা তদন্তকারী দল সিবিআই-এর। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করেই প্রকাশ্যে উঠে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির একাধিক কীর্তির অভিযোগ।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করার কথা তদন্তকারী দল সিবিআই-এর। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করেই প্রকাশ্যে উঠে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির একাধিক কীর্তির অভিযোগ।
খুন-ধর্ষণের পাশাপাশি এই মুহূর্তে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক দুর্নীতি নিয়েও জোরকদমে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। ইতিমধ্যেই এই ঘটনায় সন্দীপ ঘোষের বাড়ি-সহ একাধিক জায়গায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ও সিবিআই। তদন্তের মোড় কোনদিকে এগোয় সেটাই দেখার।
খুন-ধর্ষণের পাশাপাশি এই মুহূর্তে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক দুর্নীতি নিয়েও জোরকদমে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। ইতিমধ্যেই এই ঘটনায় সন্দীপ ঘোষের বাড়ি-সহ একাধিক জায়গায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ও সিবিআই। তদন্তের মোড় কোনদিকে এগোয় সেটাই দেখার।

RG Kar corruption case: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

কলকাতা: আরজি করে দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকালেই আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম।

সূত্রের খবর, এই সন্দীপের পুরো নাম সন্দীপ জৈন, তিনি মেডিক্যাল সরঞ্জামের কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন। সন্দীপ জৈনের সঙ্গে সন্দীপ ঘোষের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ইডি আধিকারিকরা। তাই মঙ্গলবার সকালে সন্দীপ জৈনের বাড়িতে। সন্দীপ জৈনের বাড়ি ছাড়াও তাঁর আবাসনের গ্রাউন্ড ফ্লোরের অফিসের তল্লাশি চলছে।

আরও পড়ুন: বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগেই বন্যায় আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

সেই সঙ্গে রাজ্যের আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। চৌরঙ্গী লেনের একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি বালিগঞ্জের একটি বাড়ি এবং হুগলিতেও তল্লাশি চালাচ্ছে ইডি।

মঙ্গলবারই আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার অগ্রগতি সম্পর্কে জানা যেতে পারে বলে জানা গিয়েছে। যদিও মঙ্গলবারের শুনানির আগে সোমবার সন্ধে থেকে রাত পর্যন্ত জুনিয়ার ডাক্তারদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই মেনে নেন তিনি।

Sandip Ghosh: ‘সোশ্যাল মিডিয়ার ‘বিশেষ’ বন্ধুত্ব থেকেই.., সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী

কলকাতা: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের আরেক রূপ। বহরমপুরে থাকাকালীন রূপান্তরকামীদের সঙ্গে কী করতেন সন্দীপ? বিরাট অভিযোগ তুললেন এই রূপান্তরকামী। সমাজ মাধ্যমে যোগাযোগ করেই চলত নাকি ‘বিশেষ’ বন্ধুত্ব। তারপর কোয়ার্টারে ডেকে যৌন সম্পর্ক। চাঞ্চল্যকর অভিযোগ আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে।

Kolkata Police: জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত গোয়েলকে সরাচ্ছেন মমতা! কলকাতা পুলিশে আর কী রদবদল? কে হচ্ছেন নতুন পুলিশ কমিশনার?

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছে বার বার। অবশেষে সেই বৈঠক সোমবার হল, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাইরেই। আর সেখান থেকেই ছাত্রদের একের পর এক দাবি মেনে নিল সরকার। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তাঁদের সেই দাবি মেনে নেওয়া হল। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদে থাকবেন বিনীত। তারপরই নতুন পুলিশ কমিশনার পাবে কলকাতায়। কে হচ্ছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার? সূত্রের খবর, একাধিক নাম আলোচনায় আসছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

তবে শুধু বিনীত নন, জুনিয়র ডাক্তাররা যাঁদের যাঁদের সরানোর দাবি তুলেছিলেন, তাঁদের প্রায় সকলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককেও সরিয়ে দেওয়া হচ্ছে। সরানো হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) অভিষেক গুপ্তাকেও। আরজি করের নির্যাতিতার পরিবারেরও একাধিক অভিযোগ ছিল ডিসি নর্থের বিরুদ্ধে।

আরও পড়ুন: সরছেন বিনীত গোয়েল, তিন দাবি মানলেন মমতা! চিকিৎসকদের কাজে ফেরার আর্জি

এদিন বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মিটিং প্রায় ১২টা পর্যন্ত চলেছে৷ ওঁদের পক্ষ থেকে ৪২ জন সই করেছেন, আমাদের পক্ষ থেকে মুখ্যসচিব সই করেছেন৷ এতক্ষণ আলোচনা করতে পেরে আমরা উভয়পক্ষই খুশি৷ ওঁদের বক্তব্য আমরা শুনেছি৷ আমাদের বক্তব্য আমরা ওদের সম্মান দিয়ে শুনিয়েছি৷ ওদের যে পাঁচটা দাবি ছিল, তার মধ্যে প্রথম দাবি আমাদের হাতে নেই৷ সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নজরদারি চালাচ্ছে৷ আর বাকি চার দাবির মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ দাবি করেছিল৷ ছাত্রছাত্রীদের দাবি মেনে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিতকর্তাকে সরিয়ে দিচ্ছি৷ তাঁর মানে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিতকর্তাকে অসম্মান করছি না৷ এই দুজনকে আমরা সরিয়েছি৷ আগামিকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ কমিশনারের পদে বদল আনব, নতুন সিপি দায়িত্ব নেবেন৷ যেহেতেু আগামিকাল সুপ্রিম কোর্টে কেস আছে৷ বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই ওকে দেওয়া হয়েছে৷’

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এখনই জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরানো হচ্ছে না৷ পাশাপাশি তাঁর দাবি, বিনীত গোয়েল নিজেই নগরপালের পদ থেকে সরে যেতে চেয়েছেন৷ তবে শুধু বিনীত গোয়েল নন, কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও তাঁর পদ থেকে সরানো হচ্ছে৷ কলকাতা পুলিশের এই অফিসারকে নিয়েও আরজি কর কাণ্ডের তদন্তে একাধিক অভিযোগ তুলেছিল নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশে মঙ্গলবার আরও কিছু রদবদল করা হবে৷