Category Archives: কোচবিহার

Cooch Behar News: রাত বাড়তেই ভয়ে কাঁটা! চিৎকার শুরু কুকুদের! এলাকায় ‘অজানা’ জন্তুর পায়ের ছাপ, কে এল আচমকা

মেখলিগঞ্জ: আচমকাই এক অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তীব্র চাঞ্চল্যের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরির এলাকার বাসিন্দাদের বর্তমানে আতঙ্কের মাঝেই দিন কাটছে প্রতিনিয়ত। এলাকায় চিতাবাঘ রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই খবর পাওয়ার পর মঙ্গলবার বন দফতরের কর্মীরা এলাকায় পৌঁছন। জন্তুর পায়ের ছাপটি পর্যবেক্ষণ করেন তাঁরা। তবে চিতাবাঘের উপস্থিতির বিষয়টি নিয়ে তাঁরাও নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি।

এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বিগত দুদিন থেকে গোটা এলাকায় গভীর রাতে কুকুরগুলো বেশ চিৎকার করেছে। তারপর পরদিন বিভিন্ন জায়গায় অজানা এক জন্তুর পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। ছাপগুলি চিতাবাঘের বলেই মনে করছেন স্থানীয়রা। তাই গোটা এই ঘটনাকে ঘিরে এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলে কেউ আর বাড়ি থেকে বেরতে চাইছেন না। ভয়ে বাচ্চাদের দিনের আলোতেও বাড়ি থেকে বার করতে চাইছেন না অভিভাবকেরা। গবাদি পশুগুলিকেও মাঠে নিয়ে যেতে সাহস পাচ্ছেন না এলাকার মানুষ। এই আতঙ্কের কারণে অনেকেই বাচ্চাদের স্কুলে পাঠাননি।

আরও পড়ুন: ক্ষেতে ফলন-খাতায় কবিতা, প্রান্তিক জেলার বি.এড পাশ কৃষক বুঁদ সাহিত্যচর্চায়, জানুন জীবনকাহিনি

আরও পড়ুন: হিউয়েন সাং, মেগাস্থিনিস’র মত পরিব্রাজক হতে চান তারকেশ্বরের যুবক, সাইকেলে পাড়ি বাংলাদেশ

বন দফতরের মাথাভাঙা রেঞ্জার সুদীপ দাস জানান, “পায়ের ছাপগুলি দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শেয়ালের কিংবা বন বিড়ালেরও হতে পারে। কারণ চিতাবাঘের পায়ের ছাপের মধ্যে কখনও নখের চিহ্ন পাওয়া যায় না। শুধুই থাবার ছাপ দেখতে পাওয়া যায়। তবে ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে এলাকার মানুষদের সচেতন থাকতে বলা হয়েছে। এবং বন দফতরের পক্ষ থেকে এলাকায় খাঁচা বসানো হচ্ছে।

সার্থক পণ্ডিত

Rath Fair 2024: রথের মেলা উপলক্ষে সুদূর পুরী থেকে কোচবিহারে জগন্নাথ দেব! মাথাভাঙায় আনন্দ উৎসব

মাথাভাঙা: ইতিমধ্যেই কোচবিহারের বিভিন্ন এলাকায় রথের মেলার প্রস্তুতি চলছে। কোচবিহার সদর শহরের মদনমোহন বাড়িতে রথ সংস্কার থেকে শুরু করে চলছে মন্দির সংস্কার। তবে রাজ আমলে শুধুমাত্র সদর শহরের মদনমোহন বাড়িতেই নয়, মাথাভাঙা মহকুমার মদনমোহন বাড়িতেও রথের মেলার আয়োজন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মদনমোহন বাড়িতে সমারোহের সঙ্গে এই রথের মেলার আয়োজন করা হয়। চলতি বছরেও এই রথের মেলার উপলক্ষে সংস্কার করা হচ্ছে রথকে।

মদনমোহন বাড়ির পুরোহিত অঙ্কিত পান্ডে জানান, রাজআমল থেকে এই রথের আয়োজন শুরু করা হয়েছিল। বর্তমান সময়ে এই রথের মেলা উপলক্ষে লক্ষাধিক দর্শনার্থী ও পূণ্যার্থীদের ভিড় জমে মদনবাড়িতে। প্রতি বছর সমারোহের সঙ্গে রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িতে। রাজ আমলের ঐতিহ্য ও রীতি প্রথা মেনে এই রথের মেলার আয়োজন করা হয়। চলতি বছরে এক বিশেষ আকর্ষণ রয়েছে রথের মেলার উপলক্ষে।

রথের মেলার কোষাধ্যক্ষ অভিজিৎ চৌধুরী বলেন, “দীর্ঘ সময় ধরে রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িতে। চলতি বছরেও এই মেলার আয়োজন করা হচ্ছে। এবারও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নতুন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। সুদূর পুরী থেকে এই তিন মূর্তি নিয়ে আসা হয়েছে। আগের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তির বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। ফলে এই নতুন মূর্তির প্রয়োজন ছিল। মন্দিরের পুরোহিত এবং তিনি আমি গিয়েছিলেন এই মূর্তি আনতে।”

আরও পড়ুন: রোজ খাবার পরে পানের নেশা? ভরা পেটে পানপাতা চিবোচ্ছেন? আপনার শরীরে কী ঘটছে জানেন

এলাকার এক স্থানীয় বাসিন্দা রাজকমল সাহা জানান, ছোটবেলা থেকেই তাঁরা এই রথের মেলা দেখে আসছেন। রথের মেলাকে কেন্দ্র করে আলাদা উদ্দীপনা কাজ করে সকলের মধ্যে। চলতি বছরে সুদূর পুরী থেকে জগন্নাথ দেবের মূর্তি আনা হয়েছে। এবার রথের মেলায় এক আলাদা উদ্দীপনা কাজ করবে দর্শনার্থীদের মধ্যে। অন্যান্য বছরের চাইতেও এই বছর রথের মেলা আরও অনেকটাই জাঁকজমকপূর্ণ হতে চলেছে।

দীর্ঘ সময় ধরে প্রতি বছর এই রথের মেলা উপলক্ষে ভক্তবৃন্দের সমাগম ঘটে মদনমোহন বাড়িতে। তবে চলতি বছরে বিশেষ আকর্ষণ থাকার কারণে এই সংখ্যা অনেকটাই বেড়ে উঠবে বলে মনে করছেন সকলে। রথের মেলা উপলক্ষে ইতিমধ্যেই রথের সংস্কার ও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

Sarthak Pandit

Sugar Control Tips: ডায়াবেটিসের শিকড় উপড়ে ফেলবে, রান্নায় ব্যবহৃত এই ছোট দানা সাক্ষাৎ সঞ্জীবনী! একাধিক রোগ তাড়িয়ে উপকার পাবেন নিশ্চিত

সুগার লেভেব কমবে ঝপঝপ! চুলের গ্রোথও ভাল হবে৷ হবে ঘন চুল কালো চুল৷
সুগার লেভেব কমবে ঝপঝপ! চুলের গ্রোথও ভাল হবে৷ হবে ঘন চুল কালো চুল৷
পেট পরিষ্কার রাখতে, ডায়াবেটিসে আবার অনেকে ওজন কমানোর জন্যও মেথির জলের সাহায্য নেন অনেকে। তবে এটি ত্বক ও চুলের জন্যও অনেকটাই উপকারী।
পেট পরিষ্কার রাখতে, ডায়াবেটিসে আবার অনেকে ওজন কমানোর জন্যও মেথির জলের সাহায্য নেন অনেকে। তবে এটি ত্বক ও চুলের জন্যও অনেকটাই উপকারী।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক সুখদেব শর্মা জানান, চুলের হাজারো সমস্যার সমাধান রয়েছে মেথি ভেজানো জলের মধ্যে। টাকে নতুন চুল গজাতেও সাহায্য করে থাকে এই পানীয়। চুলের হাল ফেরাতে এটি দারুণ কার্যকর।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক সুখদেব শর্মা জানান, চুলের হাজারো সমস্যার সমাধান রয়েছে মেথি ভেজানো জলের মধ্যে। টাকে নতুন চুল গজাতেও সাহায্য করে থাকে এই পানীয়। চুলের হাল ফেরাতে এটি দারুণ কার্যকর।
এক কাপ জলে এক চামচ মেথি সারা রাত ভিজিয়ে সকালে জলটা ছেঁকে নিন। খালি পেটে পান করুন। এছাড়া অবশিষ্ট মেথিটা টক দইয়ের সঙ্গে পেস্ট করে নিয়ে স্ক্যাল্পেও মাখতে পারেন।
এক কাপ জলে এক চামচ মেথি সারা রাত ভিজিয়ে সকালে জলটা ছেঁকে নিন। খালি পেটে পান করুন। এছাড়া অবশিষ্ট মেথিটা টক দইয়ের সঙ্গে পেস্ট করে নিয়ে স্ক্যাল্পেও মাখতে পারেন।
মেথির মধ্যে ভিটামিন A, B, C, ফাইবার ও প্রচুর মিনারেল পাওয়া যায়। যেগুলি চুলের স্বাস্থ্যের জন্য ভাল। ফলে চুলের যত্নে মেথির তেল, হেয়ার মাস্ক ব্যবহার হয়।
মেথির মধ্যে ভিটামিন A, B, C, ফাইবার ও প্রচুর মিনারেল পাওয়া যায়। যেগুলি চুলের স্বাস্থ্যের জন্য ভাল। ফলে চুলের যত্নে মেথির তেল, হেয়ার মাস্ক ব্যবহার হয়।
মেথির মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যা স্ক্যাল্পের প্রদাহ কমাতে দারুণ ভাবে সাহায্য করে থাকে। ফলে এটি সহজে খুশকি, চুল পড়ার সমস্যা কমাতে পারে।
মেথির মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যা স্ক্যাল্পের প্রদাহ কমাতে দারুণ ভাবে সাহায্য করে থাকে। ফলে এটি সহজে খুশকি, চুল পড়ার সমস্যা কমাতে পারে।
মেথির জল খেলে চুল দ্রুত বৃদ্ধি হয়। স্ক্যাল্পের সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসে। রুক্ষ চুলের সমস্যা কমে যায়। মেথি ভেজানো জল খেলে চুলের ঘনত্ব বাড়তে শুরু করে।
মেথির জল খেলে চুল দ্রুত বৃদ্ধি হয়। স্ক্যাল্পের সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসে। রুক্ষ চুলের সমস্যা কমে যায়। মেথি ভেজানো জল খেলে চুলের ঘনত্ব বাড়তে শুরু করে।
মেথির মধ্যে ফ্ল্যাভনয়েড নামের এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। ফলে মেথির জল পান করলে শরীরে জমে থাকা সমস্ত টক্সিন বেরিয়ে যায়।
মেথির মধ্যে ফ্ল্যাভনয়েড নামের এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। ফলে মেথির জল পান করলে শরীরে জমে থাকা সমস্ত টক্সিন বেরিয়ে যায়।

Biryani: বিরিয়ানি দেখলেই খাই খাই? এই ঘটনা শুনলে দ্বিতীয়বার খাবার আগে দশবার ভাববেন, গ্যারান্টি!

শহরের আনাচে-কানাচে প্রতিমুহূর্তে গজিয়ে উঠছে বিরিয়ানির দোকান। ব্যাঙের ছাতার মতন বিরিয়ানির দোকান এখন প্রায় প্রত্যেকটি গলিতে দেখতে পাওয়া যায়।
শহরের আনাচে-কানাচে প্রতিমুহূর্তে গজিয়ে উঠছে বিরিয়ানির দোকান। ব্যাঙের ছাতার মতন বিরিয়ানির দোকান এখন প্রায় প্রত্যেকটি গলিতে দেখতে পাওয়া যায়।
বিরিয়ানি দেখলেই জিভে জল সামলাতে পারেন না। মুহূর্তেই মনে হয় এক থেকে দুই প্লেট বিরিয়ানি খেয়ে নিই। তবে বিরিয়ানি খাওয়ার আগে অন্তত একবার ভেবে দেখুন।
বিরিয়ানি দেখলেই জিভে জল সামলাতে পারেন না। মুহূর্তেই মনে হয় এক থেকে দুই প্লেট বিরিয়ানি খেয়ে নিই। তবে বিরিয়ানি খাওয়ার আগে অন্তত একবার ভেবে দেখুন।
জেলা কোচবিহারের দিনহাটা মহকুমায় এদিন পুরসভা ও খাদ্য দফতরের এর যৌথ অভিযান চালানো হয়। আর তাতেই উঠে এলো চাঞ্চল্যকর বেশকিছু তথ্য।
জেলা কোচবিহারের দিনহাটা মহকুমায় এদিন পুরসভা ও খাদ্য দফতরের এর যৌথ অভিযান চালানো হয়। আর তাতেই উঠে এলো চাঞ্চল্যকর বেশকিছু তথ্য।
অভিযান চালিয়ে বিরিয়ানির দোকান থেকে পাওয়া গেল পঁচা মাংস। এবং বেশ কিছু নিষিদ্ধ কেমিক্যাল। এই জিনিস দিয়ে তৈরি হচ্ছিল সুস্বাদু বিরিয়ানি যা খাচ্ছিল মানুষ।
অভিযান চালিয়ে বিরিয়ানির দোকান থেকে পাওয়া গেল পঁচা মাংস। এবং বেশ কিছু নিষিদ্ধ কেমিক্যাল। এই জিনিস দিয়ে তৈরি হচ্ছিল সুস্বাদু বিরিয়ানি যা খাচ্ছিল মানুষ।
দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরি জানান, পুরসভার পক্ষ থেকে এই সমস্ত দোকানের লাইসেন্স বাতিল করা হয় এবং দোকান বন্ধের করে দেওয়া হয়।
দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরি জানান, পুরসভার পক্ষ থেকে এই সমস্ত দোকানের লাইসেন্স বাতিল করা হয় এবং দোকান বন্ধের করে দেওয়া হয়।
প্রতিনিয়ত এভাবেই বিভিন্ন এলাকায় বিরিয়ানির দোকানে বিরিয়ানি তৈরি হচ্ছে। আর তা খেয়েই সাধারণ মানুষের শরীরে দানা বাঁধছে ভয়ঙ্কর সমস্ত অসুখ।
প্রতিনিয়ত এভাবেই বিভিন্ন এলাকায় বিরিয়ানির দোকানে বিরিয়ানি তৈরি হচ্ছে। আর তা খেয়েই সাধারণ মানুষের শরীরে দানা বাঁধছে ভয়ঙ্কর সমস্ত অসুখ।
আগেও একবার বহু বিরিয়ানির দোকানের মধ্যে ভাগাড়ের পঁচা মাংস পাওয়া গিয়েছিল। তখন বন্ধ করে দেওয়া হয়েছিল বহু বিরিয়ানির দোকান।
আগেও একবার বহু বিরিয়ানির দোকানের মধ্যে ভাগাড়ের পঁচা মাংস পাওয়া গিয়েছিল। তখন বন্ধ করে দেওয়া হয়েছিল বহু বিরিয়ানির দোকান।

River Erosion: নদী ভাঙনের মুখে বিদ্যুতের খুঁটি! আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয়রা

মাথাভাঙা: কোচবিহারের মাথাভাঙা মহকুমা। আর এই মাথাভাঙা মহকুমার ১১ নম্বর ওয়ার্ডের পাশ দিয়েই বয়ে গিয়েছে সুটুঙ্গা নদী। একেবারে শেষ অংশে গিয়ে মিলিত হয়েছে সুটুঙ্গা ও মানসাই নদী। এই দুই নদীর মোহনার কাছে ব্যাপক আকার ধারণ করেছে ভাঙন সমস্যা। ভাঙনের জেরে নদীর একেবারে কাছে এসে গিয়েছে একটি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি।

এই মাথাভাঙার ১১ নম্বর ওয়ার্ডে একটি জলের পাম্প হাউস রয়েছে। এই পাম্প হাউজ থেকেই পানীয় জল সরবরাহ করা হয় এলাকায়। এই পাম্প হাউসের বৈদ্যুতিক সংযোগ ওই খুঁটি থেকেই এসেছে। যদি ওই খুঁটি ভাঙনের কবলে পড়ে। তবে গোটা এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। ব্যাপক সমস্যায় পড়তে হবে সকলকে।

আরও পড়ুন:দিনের আলোতে সকলের সামনে বাস ডাকাতি! ঘটনায় শিউরে উঠলেন যাত্রীরা

এলাকার এক প্রবীণ বাসিন্দা বিমল কুমার দাস জানান,”এখনই যদি নদী ভাঙন রোধ করার চেষ্টা না করা হয়। তবে আর কিছুই করা যাবে না। ফলে ভাঙন রোধের জন্য বাঁধ দিতে হবে দ্রুত। নাহলে যেকোনও দিন একটা বড় দুর্ঘটনার সাক্ষী থাকতে হবে মাথাভাঙার বাসিন্দাদের।”এই বিষয়ে মাথাভাঙা পুরসভার পুরপ্রধান লক্ষ্যপতি প্রামাণিক জানান, “সমস্যার ব্যাপারটি নজরে রয়েছে তাঁর। যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।” তবে এখনোও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ না করার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit

Local Bus Robbery: দিনের আলোতে সকলের সামনে বাস ডাকাতি! ঘটনায় শিউরে উঠলেন যাত্রীরা

ঘোকসাডাঙা: একেবারে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক বাস ডাকাতির ঘটনা কোচবিহারে। মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা মহকুমার অন্তর্গত ৩১ নং জাতীয় সড়কের ঘোকসাডাঙা বটতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙা থানার পুলিশ এবং জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও ঘটনাস্থলে ছুটে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

বাসের যাত্রীরা জানান, “এদিন একটি বাস নবদ্বীপ থেকে কোচবিহারের দিকে আসছিল। সেই বাসেই যাত্রী সেজে ছয় জনের দুষ্কৃতির একটি বসেছিল। সকলের মুখেই মাস্ক পরা ছিল এবং মাথাও ঢাকা ছিল। ঘোকসাডাঙার বটতলার নির্জন এলাকায় আসতেই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে শুরু করে যাত্রীদের এবং চালায় গুলিও। সেই মুহূর্তে এক যাত্রী জানলা দিয়ে ঝাঁপ দিতে গিয়ে আহত হন। এরপর দুষ্কৃতীরা বাসের ড্রাইভারকে মারধর করে। এবং বাসের ভেতরে থাকা তিনটি প্যাকেট নিয়ে নিচে নেমে পড়ে। তারপর এই সাদা একটি তার ছোট গাড়ি তারপর এই সাদা একটি বোলেরো গাড়ি করে পালিয়ে যায় এলাকা থেকে।”

আরও পড়ুনVirat-Jasprit Prize Money: T20 বিশ্বকাপ ট্রফির সঙ্গে কোটি কোটি টাকা নিয়ে ঘরে ফিরছেন বিরাট-বুমরাহরা!কার কত?

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “উত্তরবঙ্গে এই ধরনের দুঃসাহসিক বাস ডাকাতির ঘটনা অনেকদিন পরে ঘটলো। রাতের অন্ধকারে দু-একটি ডাকাতির ঘটনা শুনতে পাওয়া গেলেও। সচরাচর প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা শুনতে পাওয়া যায় না। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে। সেজন্য সকল জরুরি পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসন এবং পুলিশের কর্তারা এই ডাকাতির বিষয়ে তদন্ত করে দোষীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন।” ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশের কর্তারা। ধুপগুড়ি এলাকার দুদুয়া ব্রিজ নাকা চেকিং পয়েন্টে দুষ্কৃতীদের সেই গাড়িটিকে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে।

Sarthak Pandit

Cooch Behar News: হঠাৎ নিখোঁজ কৃষক-কন্যা, পরে চা বাগানে গিয়ে যা মিলল… কিশোরীর চরম পরিণতিতে তীব্র চাঞ্চল্য

মেখলিগঞ্জ: এক কিশোরীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মেখলিগঞ্জে। মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ওই কিশোরীর নাম শাহিনা খাতুন এবং তাঁর বয়স ১৭ বছর। মৃত ওই কিশোরীর বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে এক চা বাগানের ড্রেনে তাঁর দেহ পড়েছিল। এই দৃশ্য প্রথমে দেখেন স্থানীয় মানুষেরা। মৃতদেহের অনেকাংশ পুড়ে যাওয়ার কারণে প্রথমে কেউ চিনতে পারেননি তাঁর দেহ। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় জামালদহ ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুন: বাবাকে খুন করে বাগানে পুঁতল ছেলে, পরে আত্মহত্যার চেষ্টা! যুবকের কাণ্ড শুনে গায়ে কাঁটা দেবে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর বাড়ি উছলপুকুরি গ্রামে। কিশোরীর বাবা একজন ছোট কৃষক। গতকাল দুপুর ১টা থেকে কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আচমকাই তাঁর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় চা বাগান থেকে। ঘটনায় মুহূর্তেই স্থানীয় মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জামালদহ ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

জামালদহ ফাঁড়ির ইনচার্জ মণিভূষণ সরকার জানান, অগ্নিদগ্ধ এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিশোরীর এভাবে মর্মান্তিক পরিণতিতে রীতিমতো শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা গ্রাম। কান্নায় ভেঙে পড়েছেন কিশোরীর বাবা-মা।

Sarthak Pandit

Cooch Behar News: কোচবিহারে STF-এর হাতে আটক ভিনদেশী! যা পাওয়া গেল ব্যক্তির কাছ থেকে… চমকে যাবেন

কোচবিহার: জেলা সদর শহর থেকে একাধিক ভারতীয় জাল কাগজ-সহ গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। কিছুদিন আগেই ইরানের চারজন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছিল। যাঁদের কাছে জাল ভারতীয় আঁধার কার্ড পাওয়া যায়। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই গতকাল কোচবিহারের ঘটে এই ঘটনা।

শহরের এক এলাকা থেকে শরিফ মণ্ডল আলি নামে একজন বাংলাদেশি নাগরিককে আটক করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। আটক করা ব্যক্তির বয়স ৬৪ বছর। তাঁর সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে।

আরও পড়ুন: বাবাকে খুন করে বাগানে পুঁতল ছেলে, পরে আত্মহত্যার চেষ্টা! যুবকের কাণ্ড শুনে গায়ে কাঁটা দেবে

স্পেশ্যাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কয়েক মাস ধরেই কোচবিহারে ঘাঁটি বানিয়ে ছিল। ধৃতের কাছে কীভাবে ভারতীয় জাল কাগজপত্র এল, সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তবে ধৃত বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় স্কুলের শংসাপত্রও পাওয়া গিয়েছে। বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য হয়ে সে কোচবিহারে এসেছিল এমনটাই জানতে পারা গিয়েছে। তবে কী উদ্দেশ্যে সে এখানে এসেছে সেই বিষয় এখনও স্পষ্ট জন্য যায়নি।

কোচবিহার জেলা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা রয়েছে বেশ অনেকটা এলাকা জুড়ে। ফলে স্বাভাবিকভাবেই এই জেলার বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে চোরাপথে বিদেশিদের ঢুকে পড়ার ঘটনায় তদন্তকারীদের কপালেও চিন্তার ভাঁজ দিয়েছে। আন্তর্জাতিক স্তরের বড় কোনও সংগঠন এর পেছনে রয়েছে কিনা, সেই বিষয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বারবার কোচবিহারে বিদেশি অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন জেলার স্থানীয় বাসিন্দারাও।

Sarthak Pandit

Lotkon Fruit Health Benefit: এ লটকন সে লটকন নয়! গুণে ঠাসা এই ছোট্ট ফল মন মজেছে সবার, আপনি খাচ্ছেন তো

Healthy Lifestyle: ব্লাউজের লটকনে তো অনেক মজলেন, এবার খেয়ে দেখুন লটকন ফল গুণে একেবার ঠাসা
Healthy Lifestyle: ব্লাউজের লটকনে তো অনেক মজলেন, এবার খেয়ে দেখুন লটকন ফল গুণে একেবার ঠাসা
হলুদ রঙের ছোট্ট গোলাকার ফল এই লটকন। এটি দেখতেও যেমন সুন্দর হয়ে থাকে। খেতেও হয় অনেকটাই সুস্বাদু। টক-মিষ্টি রসালো এই ফলটি ছোট হলেও এর পুষ্টিগুণ আছে অনেকটাই বেশি।
হলুদ রঙের ছোট্ট গোলাকার ফল এই লটকন। এটি দেখতেও যেমন সুন্দর হয়ে থাকে। খেতেও হয় অনেকটাই সুস্বাদু। টক-মিষ্টি রসালো এই ফলটি ছোট হলেও এর পুষ্টিগুণ আছে অনেকটাই বেশি।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক সুখদেব শর্মা জানান, যদিও লটকন স্বল্প সময়ের ফল। মূলত বর্ষা মরশুমে এই ফলটি বাজারে উঠতে দেখা যায়। তবে এই লটকন বিভিন্ন রোগ থেকে নিস্তার দিতে পারে সহজে।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক সুখদেব শর্মা জানান, যদিও লটকন স্বল্প সময়ের ফল। মূলত বর্ষা মরশুমে এই ফলটি বাজারে উঠতে দেখা যায়। তবে এই লটকন বিভিন্ন রোগ থেকে নিস্তার দিতে পারে সহজে।
লটকনে কোনো ক্ষতিকর উপাদান নেই। তাই ছোট থেকে বড় সবাই এই ফলটি খেতে পারেন। প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ উপাদান আছে লটকনে। লটকন বিভিন্ন উপকারী উপাদানে ঠাসা একটি দারুণ সুস্বাদু ফল।
লটকনে কোনো ক্ষতিকর উপাদান নেই। তাই ছোট থেকে বড় সবাই এই ফলটি খেতে পারেন। প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ উপাদান আছে লটকনে। লটকন বিভিন্ন উপকারী উপাদানে ঠাসা একটি দারুণ সুস্বাদু ফল।
লটকনে রয়েছে ভিটামিন C। যা মানব দেহের ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখতে সাহায্য করে। লটকনে ভিটামিন C বেশি থাকায় দিনে ২-৩ বার খেলেই আপনার দৈনিক ভিটামিন C-এর চাহিদা সহজে পূরণ হয়।
লটকনে রয়েছে ভিটামিন C। যা মানব দেহের ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখতে সাহায্য করে। লটকনে ভিটামিন C বেশি থাকায় দিনে ২-৩ বার খেলেই আপনার দৈনিক ভিটামিন C-এর চাহিদা সহজে পূরণ হয়।
এই ফল শারীরিক দূর্বলতা, বুক ধড়ফড় করা, হাত-পায়ে ব্যথা, ঠোঁট এবং পায়ের তালু ফাটা, ঠোঁট ও মুখের ঘা এবং বারবার গলা শুকিয়ে যাওয়া। এই সকল সমস্যা খুব সহজেই দূর করতে পারে।
এই ফল শারীরিক দূর্বলতা, বুক ধড়ফড় করা, হাত-পায়ে ব্যথা, ঠোঁট এবং পায়ের তালু ফাটা, ঠোঁট ও মুখের ঘা এবং বারবার গলা শুকিয়ে যাওয়া। এই সকল সমস্যা খুব সহজেই দূর করতে পারে।
এতে থাকে আয়রন থাকায় রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী এটি। এতে ভিটামিন সি থাকায় চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত লটকন খেলে বিভিন্ন চর্মরোগ থেকেও রক্ষা পাওয়া যায়।
এতে থাকে আয়রন থাকায় রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী এটি। এতে ভিটামিন সি থাকায় চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত লটকন খেলে বিভিন্ন চর্মরোগ থেকেও রক্ষা পাওয়া যায়।
লটকনে থাকা উপাদানসমূহ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। লটকনে আছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম। যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় কাজে লাগে। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
লটকনে থাকা উপাদানসমূহ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। লটকনে আছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম। যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় কাজে লাগে। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

Rasun or Garlic: শরীরে বাসা বাঁধবে ক্যানসার! বাজারে ঢেলে বিকোচ্ছে ক্ষতিকর চিনা রসুন! কীভাবে চিনবেন? চিকিৎসকের ভয়ঙ্কর দাবি

*বাজারে অন্যান্য সমস্ত সবজির পাশাপাশি বিক্রি হতে দেখা যায় প্রচুর পরিমাণ রসুন। বর্তমানে রসুন দৈনন্দিন জীবনের রান্নাঘরের একটি অপরিহার্য সবজি হিসেবে ব্যবহার করা হয়। তবে ইতিমধ্যেই এক নতুন বিষয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সকল মানুষের। সংগৃহীত ছবি। 
*বাজারে অন্যান্য সমস্ত সবজির পাশাপাশি বিক্রি হতে দেখা যায় প্রচুর পরিমাণ রসুন। বর্তমানে রসুন দৈনন্দিন জীবনের রান্নাঘরের একটি অপরিহার্য সবজি হিসেবে ব্যবহার করা হয়। তবে ইতিমধ্যেই এক নতুন বিষয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সকল মানুষের। সংগৃহীত ছবি।
*বাজারে এক নতুন ধরনের রসুনের আমদানি হচ্ছে বর্তমান সময়ে। এই রসুন দেখতে যেমনি অন্যান্য রসুনের চাইতে আকর্ষণীয়। তেমনই অনেকটাই বেশি ক্ষতিকর। মূলত চিন থেকে এই রসুনের আমদানি হচ্ছে বলে এই রসুনকে চিনা রসুন বলে সম্মোধন করছেন অনেকেই। সংগৃহীত ছবি। 
*বাজারে এক নতুন ধরনের রসুনের আমদানি হচ্ছে বর্তমান সময়ে। এই রসুন দেখতে যেমনি অন্যান্য রসুনের চাইতে আকর্ষণীয়। তেমনই অনেকটাই বেশি ক্ষতিকর। মূলত চিন থেকে এই রসুনের আমদানি হচ্ছে বলে এই রসুনকে চিনা রসুন বলে সম্মোধন করছেন অনেকেই। সংগৃহীত ছবি।
*সবজি বাজারের বেশ কিছু বিক্রেতা দুটো পয়সা বেশি লাভের আশায় এই রসুন বিক্রি করছেন। বাজারে দুই সবজি বিক্রেতা সমীর সাহা ও বরুণ কুমার পাল জানান, 'নতুন ধরনের এই রসুন দেখতে অনেকটাই বেশি আকর্ষণীয় অন্যান্য রসুন থেকে। বেশ অনেকটাই বড় মাপের হয়ে থাকে এই রসুন। রসুনের কোয়াগুলি অনেকটাই বড় বড় সাইজের হয়ে থাকে। দেখতে কিছুটা অন্য হয় এই বিশেষ রসুন। তাই অনেকেই এই দেশি রসুন না কিনে, এই রসুন নিয়ে থাকেন।' সংগৃহীত ছবি। 
*সবজি বাজারের বেশ কিছু বিক্রেতা দুটো পয়সা বেশি লাভের আশায় এই রসুন বিক্রি করছেন। বাজারে দুই সবজি বিক্রেতা সমীর সাহা ও বরুণ কুমার পাল জানান, ‘নতুন ধরনের এই রসুন দেখতে অনেকটাই বেশি আকর্ষণীয় অন্যান্য রসুন থেকে। বেশ অনেকটাই বড় মাপের হয়ে থাকে এই রসুন। রসুনের কোয়াগুলি অনেকটাই বড় বড় সাইজের হয়ে থাকে। দেখতে কিছুটা অন্য হয় এই বিশেষ রসুন। তাই অনেকেই এই দেশি রসুন না কিনে, এই রসুন নিয়ে থাকেন।’ সংগৃহীত ছবি।
*তবে এই রসুনের মধ্যে বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। তাই এই রসুন ব্যবহার করা মানুষেরা অনেকটাই বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। দীর্ঘমেয়াদি সময়ে এই রসুন ব্যবহারের ফলে শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই এই রসুন বিক্রি করা বন্ধ করতে বলা হয়েছে বিক্রেতাদের। সংগৃহীত ছবি। 
*তবে এই রসুনের মধ্যে বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। তাই এই রসুন ব্যবহার করা মানুষেরা অনেকটাই বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। দীর্ঘমেয়াদি সময়ে এই রসুন ব্যবহারের ফলে শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই এই রসুন বিক্রি করা বন্ধ করতে বলা হয়েছে বিক্রেতাদের। সংগৃহীত ছবি।
*অভিজ্ঞ চিকিৎসক সৌরভ সরকার জানান, এই চিনার রসুন চিনে নেওয়ার বেশ কিছু উপায় রয়েছে। এই রসুন দেখতে অন্যান্য রসুনের চাইতে অনেকটাই বড় মাপের হবে। রসুনের কোয়াগুলি হবে আঙ্গুলের মত মোটা মোটা। এই রসুন হালকা লালচে রঙের হয়। সংগৃহীত ছবি। 
*অভিজ্ঞ চিকিৎসক সৌরভ সরকার জানান, এই চিনার রসুন চিনে নেওয়ার বেশ কিছু উপায় রয়েছে। এই রসুন দেখতে অন্যান্য রসুনের চাইতে অনেকটাই বড় মাপের হবে। রসুনের কোয়াগুলি হবে আঙ্গুলের মত মোটা মোটা। এই রসুন হালকা লালচে রঙের হয়। সংগৃহীত ছবি।
*তবে এই রসুনের অন্যান্য রসুনের মতন তীব্র গন্ধ থাকে না। হালকা একটু গন্ধ থাকতে পারে। এই রসুনকে ব্লিচ করা হয় সাদা করার জন্য। ফলে এই রসুন ব্যবহার করলে ক্যানসার হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সংগৃহীত ছবি। 
*তবে এই রসুনের অন্যান্য রসুনের মতন তীব্র গন্ধ থাকে না। হালকা একটু গন্ধ থাকতে পারে। এই রসুনকে ব্লিচ করা হয় সাদা করার জন্য। ফলে এই রসুন ব্যবহার করলে ক্যানসার হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সংগৃহীত ছবি।
*এই রসুন উৎপাদনের সময় বেশ কিছু সার প্রয়োগ করা হয়ে থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলে এই রসুন ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত। বাজারে গিয়ে রসুন কেনার আগে ভাল মতো দেখে নিন চিনা রসুন কিনছেন নাকি দেশের রসুন। সংগৃহীত ছবি।
*এই রসুন উৎপাদনের সময় বেশ কিছু সার প্রয়োগ করা হয়ে থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলে এই রসুন ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত। বাজারে গিয়ে রসুন কেনার আগে ভাল মতো দেখে নিন চিনা রসুন কিনছেন নাকি দেশের রসুন। সংগৃহীত ছবি।