Category Archives: হাওড়া

Lok Sabha Election 2024: ২০মে পঞ্চম দফা নির্বাচনে এক নজরে উলুবেড়িয়া কেন্দ্র, পুরুষ-নারী-তৃতীয় লিঙ্গ মিলিয়ে মোট কত ভোটার, জানুন বিশদে

উলুবেড়িয়া: এক নজরে ২০২৪ লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র! পশ্চিমবঙ্গে ৪২টি সংসদীয় আসনের মধ্যে এটি একটি। হাওড়া জেলার অন্তর্গত এই লোকসভা কেন্দ্র। হাওড়া জেলা গ্রামীণের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ। কলকারখানার শ্রমিক বিভিন্ন কুটির শিল্প এবং বহু মানুষ জরির কাজের সঙ্গে যুক্ত। এই কেন্দ্রের মানুষের প্রধান জীবিকা জরি শিল্প হলেও বর্তমানে এই শিল্পে যুক্ত থাকা মানুষের অচলাবস্থা। ক্রমেই জমির কাজের বাজার মন্দার ফলে, বাধ্য হয়ে অনেকেই বিভিন্ন কলকারখানা শ্রমিক রাজমিস্ত্রি উপার্জনের অন্যান্য পথ বেছে নিয়েছে। আজও জরির কাজের সুদিন ফেরার আশায় বহু মানুষ। এই ভোটের আগেও ভীষণ আশাবাদী একাংশ।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর তাঁর স্ত্রী সাজদা আহমেদ ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করে বিশাল ব্যবধানের জয়লাভ করেন। ২ লক্ষ ১ হাজার ২২২ ভোটের ব্যবধানে জয়ী হন। তৃণমূল কংগ্রেসের হয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদ।

আরও পড়ুন: সোমবার থেকেই আবহাওয়ার ভোলবদল! নিম্নচাপের আগেই ঝড়বৃষ্টির দাপট বঙ্গে, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস!

একদিকে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। সব মিলিয়ে এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে মোট ১২ জন প্রার্থী এই নির্বাচনে লড়াই করছেন। নির্বাচনের প্রচারে সমস্ত রাজনৈতিক দলেই দেখা গিয়েছে জোরদার প্রচার কর্মসূচি। তবে শেষ হাসি কে হাসছে, তা সময় বলবে।

২০২৪ লোকসভা নির্বাচন ২৬ নং উলুবেড়িয়া লোকসভা বিধানসভা কেন্দ্র – শ্যামপুর, বাগনান, উদয়নারায়নপুর, আমতা, উলুবেড়িয়া উত্তর, উলুবেরড়িয়া দক্ষিণ এবং উলুবেড়িয়া পূর্ব (৭টি বিধানসভা কেন্দ্র)। নির্বাচনী প্রার্থী- ১২ জন, পুরুষ ভোটার- ৮ লক্ষ ৫৮ হাজার ৩৬৯ জন। মহিলা ভোটার- ৮ লক্ষ ৫৬ হাজার ১২ জন। তৃতীয় লিঙ্গ ভোটার- ৫৭ জন। মোট ভোটার- ১৭ লক্ষ ৪১ হাজার ৪৩৮ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র- ১৮৬৩ টি।ক্রিটিক্যাল ভোট গ্রহণ কেন্দ্র- ৬৯৪টি। কেন্দ্রীয় বাহিনী- ১১০ কোম্পানি।রাজ্য পুলিশ- ৪২২৭ জন।

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: মিষ্টির দোকানে কোথা থেকে এল ভোট মেশিন? ইভিএম নিয়ে হৈচৈ কাণ্ড হাওড়ায়

হাওড়া: মিষ্টির দোকানে ভোট মেশিন আইভিএম হুলুস্থূল হাওড়ায়! আগামী ২০ মে ভোট, ভোটের প্রচার প্রায় শেষ লগ্নে। কয়েক মাস জুড়ে বিভিন্ন ভাবে প্রচার রাজনৈতিক দলগুলির, কয়েক মাস আগে দেওয়াল লিখন থেকে শুরু করে সোশ্যাল মাধ্যম, পথ নাটক, পথ সভা থেকে আরও নানা ভাবে প্রচার। যত ভোটের দিন এগিয়ে এসেছে প্রচার আরও জোরদার এবং প্রচারে অভিনবত্ব দেখা গেছে।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

লোকসভা নির্বাচনে ভোটের এত উত্তাপ, এর আগে হয়ত দেখা যায়নি জেলায়। গ্রাম থেকে শহর নিশ্চিদ্র ভাবে প্রচারে সমস্ত রাজনৈতিক দল। শেষ মুহূর্তে প্রচারে যখন সমস্ত রাজনৈতিক দল ব্যস্ত, সেই মুহূর্তে মিষ্টির দোকানে মিলল ইভিএম মেশিন। কাদের চেষ্টায়, কিভাবে ? এই ভোট মেশিন মিষ্টির দোকানে, তা জানতেই হৈ হৈ কান্ড। ভোট দানের ঠিক আগে সন্দেশখালি নয় বরং সন্দেশের মিষ্টি নিয়ে হইচই হাওড়া উলুবেড়িয়ায়। মিষ্টির স্বাদের মতই মিষ্টি হয়ে উঠুক ভোট দানের পর্ব। হাওড়ায় পঞ্চম দফা নির্বাচনে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভার নির্বাচনের শেষ লগ্নে শান্তিপূর্ণ ও নির্বাচনের মিষ্টিত্ব বজায় ও বার্তা দিতে এবার সন্দেশকেই হাতিয়ার করল উলুবেড়িয়ার এক মিষ্টি বিক্রেতা।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

কুলগাছিয়ার এক বিশুদ্ধ মিষ্টির দোকানে ইভিএম ভোট মেশিনের আদলে তৈরি হয়েছে ইভিএম সন্দেশ। এই সন্দেশ নিতে উন্মাদনাও রয়েছে খরিদ্দারদের মধ্যে। ইভিএম এর আদলে তৈরি মিষ্টি বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস হিসেবে। এছাড়াও নির্বাচন প্রেমীদের জন্য রয়েছে মেগা সাইজের ইভিএম সন্দেশও। যা এক কেজি সন্দেশ এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি। তবে বড় সন্দেশের দাম বেশি হলেও, ছোট সন্দেশ পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। কিন্তু কেন এই ইভিএম আদলে সন্দেশ?

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এর উত্তরে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন মানেই মারামারি কাটাকাটি হানাহানি কিন্তু এটা কাম্য নয়। বরং রাজনৈতিক দলগুলির মধ্যে সৌজন্য এবং মিষ্টি সম্পর্ক রেখে গণতন্ত্রের লড়াইয়ে সামিল হওয়ার বার্তা দিতেই এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে।

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: নজরে হাওড়া লোকসভা কেন্দ্র, নির্বাচনের আগে জেনে নিন খুঁটিনাটি

হাওড়া: একনজরে হাওড়া লোকসভা কেন্দ্র! এই লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি। প্রাচ্যের শেফিল্ড নামে ডাকা হত হাওড়া শহরকে, শিল্পের গৌরব হারিয়ে ধুঁকছে শিল্প নগরী হাওড়া। বার্ন স্ট্যান্ডার্ড, আরতি কটন মিল, ভারত জুট মিলের বহু কারখানা কোনওটি বন্ধ কোনওটি গন্ধপ্রায়। দাশনগরের মত শিল্প তালুকে বাজার মন্দা লেদ ক্যাবস্টানে।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

গত ১০ বছরেও ক্রমশ শিল্পের মান নিম্নমুখী বাজার পড়তি বলেই অভিযোগ ছোট বড় ব্যবসায়ীর। ভোট আসে ভোট যায় অবস্থার পরিবর্তন নেই। জেলায় শিল্পের বাড় বাড়ন্ত না থাকলেও রাজনৈতিক হানাহানি বেড়ে চলেছে। নির্বাচনের প্রাক্কালে মানুষের দাবী নিরাপত্তা হাতে কাজ। সব মিলিয়ে মানুষ সুদিন ফেরার আশায় দিন গুনছেন। এই কেন্দ্রে আগামী ২০ শে মে নির্বচন। আসনটি রাজ্যে তৃণমূল সরকারের প্রতিষ্ঠার আগে ২০০৯ সালে এআইটিসি দখলে আসে। লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন অম্বিকা বন্দ্যোপাধ্যায়। তারপর উপনির্বাচন থেকে পর পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

গতবার প্রায় ১০৩০০০ ভোটেরও বেশি ব্যবধানে জয়ী। তবে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনের পর অসন্তোষ দলের মধ্যেই। যদিও পরবর্তী সময় দলীয়ভাবে সেই সমস্যার সমাধান ঘটে। সব মিলিয়ে হাওড়া লোকসভা কেন্দ্র এবার ১৪ টি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও, এবার মূলত হাওড়া সদরে জোরদার ত্রিমুখী লড়াই। গত লোকসভা নির্বাচনের থেকে পরিস্থিতি অনেকটাই বদল। জেতার দৌঁড়ে তৃণমূলকে এগিয়ে রাখা হলেও, জিত থেকে বেশি দূরে নেই সিপিএম ও বিজেপি। অন্যান্য মিলিয়ে মোট ১৪ জন প্রার্থী লড়ছেন হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে শেষ হাসি কার মুখে দেখা যাবে ভোটের ফলাফলে।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৫ লক্ষ ৭৬ হাজার ৭১১ টি। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী রন্থীদেব সেনগুপ্ত ৪ লক্ষ ৭৩ হাজার ১৬ টি ভোট। গতবার হাওড়া লোকসভা কেন্দ্রে নির্বাচনের লড়াইয়ে ছিলেন ১৯ জন প্রার্থী। ২০২৪ লোকসভা নির্বাচন হাওড়া সদরে বিধান সভা কেন্দ্র – বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, শিবপুর, সাঁকরাইল ও পাঁচলা।

প্রার্থী মোট -১৪
পুরুষ ভোট – ৯ লক্ষ ১০ হাজার ৫৩৫ জন।
মহিলা ভোট – ৮ লক্ষ ৫৮ হাজার ৬১০ জন।
তৃতীয় লিঙ্গ ভোট – ৩৯ জন
মোট ভোট – ১৭৬৯১৮৪ জন
ভোট গ্রহণ কেন্দ্র – ১৮৯৫
মডেল ভোট গ্রহণ কেন্দ্র – ৭
ক্রিটিক্যাল ভোট গ্রহণ কেন্দ্র – ৬০৫
কেন্দ্রীয় বাহিনী – ৮০ কোম্পানী
জেলা পুলিশ – ৩৯৫৭

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: ৯৬ বছরের বৃদ্ধার ইচ্ছেপূরণ ছেলের, সঙ্গী হল নির্বাচন কমিশন

হাওড়া: জীবনের শেষ বয়সে মায়ের ইচ্ছে পুরণ করলেন ছেলে। তাও যে সে ইচ্ছে নয়, তা ছিল বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ হওয়ার বাসনা। বাড়িতে বসেই সেই ইচ্ছে পূরণ হল হাওড়ার ৯৬ বছর বয়সী বৃদ্ধা ভগবতী দেবী শর্মার।

বয়সের ভারে নুয়ে পড়া শরীর। পরের লোকসভা নির্বাচন যখন হবে বেঁচে থাকলে বয়স শতকের গণ্ডি পেরিয়ে যাবে। কিন্তু সেই আশায় না থেকে শেষ নির্বাচন ধরে নিয়ে এবারই ভোট দেওয়ার জন্য উদগ্রীব ছিলেন বৃদ্ধা ভগবতী দেবী। তবে শরীরের যা অবস্থা তাতে ভোটকেন্দ্র পর্যন্ত যাওয়াটা অসম্ভব ছিল তাঁর পক্ষে। এই পরিস্থিতিতে শতবর্ষ ছুঁই ছুঁই মায়ের ইচ্ছে পূরণে এগিয়ে আসেন ছেলে। নির্বাচন কমিশনের কাছে বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করার জন্য আবেদন জানান।

আরও পড়ুন: সহজে দেখা মেলে না এই পাখির, সন্ধান পেতেই বর্ধমানের গ্রামে ছুটে আসছে সবাই

সেই মত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন ৯৬ বছরের বৃদ্ধার ভোটগ্রহণ করল তাঁর বাড়িতে গিয়ে। এদিন নির্বাচন কমিশনের কর্মীরা হাওড়ার গোপালচন্দ্র মুখার্জী লেনে ওই বৃদ্ধার বাড়িতে হাজির হন। এরপর নির্বাচন কমিশনের দেওয়া পোস্টাল ব্যালটে রায়দান করেন তিনি। এই প্রসঙ্গে বৃদ্ধার ছেলে অশোক শর্মা বলেন, মায়ের বয়স হয়েছে। তাঁর ইচ্ছা ছিল এই নির্বাচনে ভোট দেওয়ার। মায়ের এই ইচ্ছা পূরণ করতেই নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়। আবেদনের ভিত্তিতেই নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয় বাহিনী সহ ছ’ জনের একটি দল এসে মায়ের ভোট নিয়েছে। মায়ের শেষ বয়সে ভোট দেওয়ার ইচ্ছে পূরণ হওয়ায় খুশি সকলে।

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: নির্বাচনী জনসভার মঞ্চে নেচে-গেয়ে হিট সুপারস্টার মিঠুন চক্রবর্তী

হাওড়া: নেচে গেয়ে মঞ্চ মাতালেন মিঠুন চক্রবর্তী! সুপারস্টার মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা গোটা দেশ জুড়ে। একসময় বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন বাঙালি সন্তান মিঠুন চক্রবর্তী। সিনেমা জগতে একজন জনপ্রিয় অভিনেতা, নাচ, গান, অ্যাকশন সমস্ত কিছুতেই পারদর্শী মিঠুন চক্রবর্তী। সিনেমা জগতে অল্পদিনেই বেশ সুনাম অর্জন করে নেয়। তারপর দীর্ঘদিন হিন্দি সিনেমার রাজত্বের পর আবার বাংলায় ফিরে আসেন।

মিঠুন চক্রবর্তীর জন্য পাগল হয়ে উঠত মহিলারা ফ্যান ফলোয়ার্সদের বিপুল সংখ্যায় পুরুষ-মহিলা উভয়। সেই সময়ের মিঠুন চক্রবর্তীর চোখে মুখে বার্ধক্যের ছাপ। তবে বয়স বাড়লেও আজও তার বয়স মন ২৭-এর তরতাজা যুবক বলেই জানালেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী।

বুধবার হাওড়ার পাঁচলা মল্লিক বাগান এলাকায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর প্রচার এসে, সাধারণ মানুষের অনুরোধে নিজের গাওয়া গান এবং কোমর দুলিয়ে নেচে উঠলেন বাঙালি বাবু। এর আগেও নির্বাচনী প্রচারে পাঁচলা কেন্দ্রে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তবে এদিন মঞ্চে ওঠা থেকে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। কালো পাঞ্জাবি, কালো চশমা, কালো টুপি। সাধারণ মানুষের অনুরোধে ছবি তোলার পোজ দিলেন মঞ্চ থেকে, একসঙ্গে মহিলাদের অনুরোধে কালো চশমা সরিয়ে দিলেন চোখ থেকে।

এর পরই মহিলারা আবদার করে বসেন নেচে দেখানো’র। সুপারস্টার তখন রাজি না হলেও পরবর্তী সময় দু’টি গানের কলি গেয়ে শোনান। এর মধ্যে একটি গান সুপারস্টার মিঠুন চক্রবর্তীর নিজের গলায়। গান গাওয়ার সঙ্গে তিনি কোমর দোলায়, যা দেখে ভীষণ ভাবে আনন্দ উপভোগ করেন সভায় আসা মিঠুন ভক্ত মানুষ।

রাকেশ মাইতি

Lok Sabha Election: প্রচার করতে গিয়ে এ কী করছেন তৃণমূল কর্মীরা! চমকে উঠছে আমজনতা

রাস্তা জনবহুল স্থানে অভিনয়ের মাধ্যমে প্রচার। এই প্রচার দারুণ ভাবে মন কেড়েছে আমজনতার। তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। গতবারের ব্যবধান ছিল ২ লাখেরও বেশি। এবার এই কেন্দ্রে মার্জিন বাড়ানোই লক্ষ্য তৃণমূলের।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুলতান আহমেদের পত্নী সাজদা আহমেদ এবারও এই কেন্দ্র থেকে লড়ছেন। আর এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে অভিনব উপায়ে প্রচার সারল তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বাগনানের বিভিন্ন জায়গায় বাগনানের বিধায়ক অরুনাভ সেন-এর নির্দেশে বাগনান রেপার্টরি থিয়েটার গ্রুপ ‘এগিয়ে বাংলা’ নামক পথনাটিকার মাধ্যমে বাগনানের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছে।

Lok Sabha Elections 2024: প্রচারেই পদ্ম-কে মাত দিচ্ছে ঘাসফুল! এমন এক পথ খুঁজল তৃণমূল, চমকে উঠছে আমজনতাও

হাওড়া: রাস্তা জনবহুল স্থানে অভিনয়ের মাধ্যমে প্রচার। এই প্রচার দারুণ ভাবে মন কেড়েছে আমজনতার। তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। গতবারের ব্যবধান ছিল ২ লাখেরও বেশি। এবার এই কেন্দ্রে মার্জিন বাড়ানোই লক্ষ্য তৃণমূলের।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুলতান আহমেদের পত্নী সাজদা আহমেদ এবারও এই কেন্দ্র থেকে লড়ছেন। আর এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে অভিনব উপায়ে প্রচার সারল তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বাগনানের বিভিন্ন জায়গায় বাগনানের বিধায়ক অরুনাভ সেন-এর নির্দেশে বাগনান রেপার্টরি থিয়েটার গ্রুপ ‘এগিয়ে বাংলা’ নামক পথনাটিকার মাধ্যমে বাগনানের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বিপুল পরিবর্তন! মেধাতালিকায় নতুন করে চমক! জীবন বদলে গেল ১২ পড়ুয়ার

তাতে অভিনয় করছেন সবুজ বটব্যাল, সমরেশ নন্দী, শ্রদ্ধাঞ্জলি মাইতি, সুমন বন্দ্যোপাধ্যায় ও সুতপা বন্দ্যোপাধ্যায়রা। শুধু পথনাটিকাই নয়, পথচলতি মানুষের নজর কাড়তে, পথেই চলছে অভিনয়। ভোট প্রচারে দেওয়াল লিখন, ব্যানার, পোস্টার পথসভা, মিছিল-এর পাশাপাশি রাস্তাতেই তৃণমূল সরকারের নানা প্রকল্প অভিনয় করে প্রচার করা হচ্ছে। বাগনান কেন্দ্রে পাঁচ-ছয় জন পুরুষ-মহিলা মিলে সরকারি বিভিন্ন প্রকল্পেকে সামনে রেখে অভিনয়ের মাধ্যমে চালাচ্ছে প্রচার।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন? পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলির তালিকা রইল এখানে

লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে দেবী লক্ষ্মীর সাজে এবং একাধিক প্রকল্পের লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে জনসংযোগ কর্মসূচি চলছে প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে। বাড়ির দরজায় ভাণ্ডার হাতে জীবন্ত লক্ষ্মীকে দেখে অনেকেই আপ্লুত। আর এই নানা প্রকল্পের অভিনয়ের মাধ্যমেই মানুষকে তৃণমূল সরকারের নানা জনকল্যাণ কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা চলছে। এই প্রচারে দারুণ সাড়া মিলছে বলে জানা গিয়েছে। অভিনয় দেখে মানুষ চলতি পথে কিছুক্ষণ দাঁড়িয়েও পড়ছেন।

রাকেশ মাইতি

Super Health Tips: বাড়ির পাশের আগাছায় রয়েছে ধন্বন্তরি ওষুধ! সব রোগ ছুমন্তর, জ্বর সর্দি কাশি ঘেঁষবে না

পেটের রোগ সারাতে ধন্বন্তরি কালমেঘ! বর্তমান সময়ে পেটের সমস্যায় ভুগছেন অধিকাংশ মানুষ। পেটের সমস্যা দূর করতে কাড়িকাড়ি টাকা খরচ, সেই দিক থেকে গ্রামের মানুষের অতি পরিচিত এই পাতা ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে পেটের সমস্যা দূর করতে পারেন। কৃমি, ডায়াবেটিস, লিভার জনিত যে কোনও সমস্যার অব্যর্থ ওষুধ এই পাতা।(রাকেশ মাইতি)
পেটের রোগ সারাতে ধন্বন্তরি কালমেঘ! বর্তমান সময়ে পেটের সমস্যায় ভুগছেন অধিকাংশ মানুষ। পেটের সমস্যা দূর করতে কাড়িকাড়ি টাকা খরচ, সেই দিক থেকে গ্রামের মানুষের অতি পরিচিত এই পাতা ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে পেটের সমস্যা দূর করতে পারেন। কৃমি, ডায়াবেটিস, লিভার জনিত যে কোনও সমস্যার অব্যর্থ ওষুধ এই পাতা।(রাকেশ মাইতি)
ক্ষত সরাতে জ্বর সর্দি কাশিতেও উপকার এই পাতায়। এছাড়াও রক্ত আমাশা দূর করতে উপকারী। পেটের হজম শক্তি বাড়ায়, এছাড়াও ক্যানসার রোগ প্রতিরোধ করতেও উপকার, এছাড়াও এই পাতার রয়েছে আরও বহুগুণ।
ক্ষত সরাতে জ্বর সর্দি কাশিতেও উপকার এই পাতায়। এছাড়াও রক্ত আমাশা দূর করতে উপকারী। পেটের হজম শক্তি বাড়ায়, এছাড়াও ক্যানসার রোগ প্রতিরোধ করতেও উপকার, এছাড়াও এই পাতার রয়েছে আরও বহুগুণ।
গুণ থাকলেও গাছ থেকে পাতা তুলে রস বের করে খাওয়া এখনকার মানুষের কাছে দারুণ ঝামেলার মনে হয়। আবার এই পাতার রস মুখে দেওয়া কষ্টকরও বটে, এই পাতা আরও অন্যভাবে ব্যবহার করতে পারেন, যদিও অনেকেই পাতা বেটে বড়ি তৈরি করে খান। তবে বড়ি তৈরীর সময় এই জিনিস মেশালে বেশি উপকার পেতে পারেন।
গুণ থাকলেও গাছ থেকে পাতা তুলে রস বের করে খাওয়া এখনকার মানুষের কাছে দারুণ ঝামেলার মনে হয়। আবার এই পাতার রস মুখে দেওয়া কষ্টকরও বটে, এই পাতা আরও অন্যভাবে ব্যবহার করতে পারেন, যদিও অনেকেই পাতা বেটে বড়ি তৈরি করে খান। তবে বড়ি তৈরীর সময় এই জিনিস মেশালে বেশি উপকার পেতে পারেন।
গ্রামাঞ্চলে অতি পরিচিত এই পাতায় রয়েছে মারাত্মক উপকারী গুণ। সেকালে গ্রামে মানুষের বাড়ির উঠানে আনাচে কানাচে এই গাছ দারুন ভাবে দেখা মিলত। দেড় থেকে দুই ফুট উচ্চতার সপুষ্পক উদ্ভিদ, ছোট বর্শাকৃতি পাতা। এই পাতা বা রস প্রায় সমস্ত বয়সের মানুষের জন্য উপকারী হলেও, তখন মা ঠাকুমা পরিবারের ছেলে মেয়েদের পেট ভাল রাখতে নিয়ম করে এই পাতার রস খাওয়ানোর রেওয়াজ দেখা যেত।
গ্রামাঞ্চলে অতি পরিচিত এই পাতায় রয়েছে মারাত্মক উপকারী গুণ। সেকালে গ্রামে মানুষের বাড়ির উঠানে আনাচে কানাচে এই গাছ দারুন ভাবে দেখা মিলত। দেড় থেকে দুই ফুট উচ্চতার সপুষ্পক উদ্ভিদ, ছোট বর্শাকৃতি পাতা। এই পাতা বা রস প্রায় সমস্ত বয়সের মানুষের জন্য উপকারী হলেও, তখন মা ঠাকুমা পরিবারের ছেলে মেয়েদের পেট ভাল রাখতে নিয়ম করে এই পাতার রস খাওয়ানোর রেওয়াজ দেখা যেত।
এই পাতার বহু গুণ রয়েছে, তবে পেটের কৃমি দমন করতে এর জুরি নেই। শিশুদের কৃমির সমস্যা দেখা দিলে অথবা কৃমি সমস্যা থেকে রক্ষা পেতে। এই পাতা পেতে রস বা পাতার শুকনো বড়ি খাবার রেওয়াজ রয়েছে। এই নিয়মে কালমেঘ পাতার বড়ি বানিয়ে নিলে উপকার কয়েক গুণ বেড়ে যাবে। এ প্রসঙ্গে ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কালমেঘ পাতার রস ছাড়াও বড় এলাচ দিয়ে এই গাছের পাতা বেটে শুকনো করে একদিন দুইদিন অথবা সপ্তাহ অন্তর খেলে উপকার পাওয়া যেতে পারে।
এই পাতার বহু গুণ রয়েছে, তবে পেটের কৃমি দমন করতে এর জুরি নেই। শিশুদের কৃমির সমস্যা দেখা দিলে অথবা কৃমি সমস্যা থেকে রক্ষা পেতে। এই পাতা পেতে রস বা পাতার শুকনো বড়ি খাবার রেওয়াজ রয়েছে। এই নিয়মে কালমেঘ পাতার বড়ি বানিয়ে নিলে উপকার কয়েক গুণ বেড়ে যাবে। এ প্রসঙ্গে ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কালমেঘ পাতার রস ছাড়াও বড় এলাচ দিয়ে এই গাছের পাতা বেটে শুকনো করে একদিন দুইদিন অথবা সপ্তাহ অন্তর খেলে উপকার পাওয়া যেতে পারে।

Bank Finance Jobs in West Bengal: ব্যাঙ্কে চাকরি করতে চান? ৩ মাস বিনামূল্যে এই কোর্স করলেই দারুণ সুযোগ, জানুন

হাওড়া: চাকরি পেতে দারুণ সুযোগ হাওড়ায়। ব্যাঙ্কিং এবং ফাইনান্স-এর উপর সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ। বর্তমান সময়ে বেকারত্বের সমস্যা গোটা দেশজুড়ে।

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও উপযুক্ত কাজ নেই যুবদের হাতে। হাতে কাঁচতে জেলা ছেড়ে অন্য জেলা আবার রাজ্য ছেড়ে দিন রাজ্যের এমনকী বিদেশেও পাড়ি দিতে হয়। সরকারি পাশাপাশি বেসরকারি ভাবে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ গিয়ে স্বনির্ভর করার চেষ্টা চলছে।

এবার স্নাতক ছেলেমেয়েদের জন্য বিশেষ উদ্যোগ অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন ও এসবিএই (SBI) ফাউন্ডেশন যৌথ উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণের। গ্যাজুয়েট ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক  এবং ফাইনান্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন? পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলির তালিকা রইল এখানে

এই প্রশিক্ষণের পাশাপাশি বেশি কম্পিউটার প্রশিক্ষণ ও সফট সকল (Soft skill) ট্রেনিং দেওয়া হবে। মাত্র তিন মাসের মধ্যেই প্রশিক্ষণ দিয়ে ছেলেমেয়েদের কাজের উপযোগী করে তোলা হবে। এই ট্রেনিংটি সম্পূর্ণ বিনামূল্যে, উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কোর্সের নামকরণ করা হয়েছে ‘ বিজনেস করেসপন্ডেড এন্ড বিজনেস ফেসিলেটর ‘।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

প্রতিদিন চার ঘণ্টা করে ক্লাস, এই প্রশিক্ষণের আসন সংখ্যা ২০টি, শিক্ষাগত যোগ্যতা গ্যাজুয়েট। প্রশিক্ষনা প্রার্থীদের বয়স ২১ থেকে ২৮ বছর এর মধ্যে। প্রতিটি ছাত্রছাত্রীকে ইউনিফর্ম (Uniform) ও এক্সপোজার ভিজিট (Exposure visit) করানো হবে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে সমস্ত ছাত্র-ছাত্রীকে। ট্রেনিং শেষে বিভিন্ন কোম্পানিতে ছাত্র-ছাত্রী চাকরি পেতে সাহায্য করার আশ্বাস।

ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 25/5/2024
ধূলাগড়ী, সাঁকরাইল,‌ ফোন নম্বর যোগাযোগ- 7980720868/9748407900

রাকেশ মাইতি

Lok Sabha Election 2024: প্রথমবারেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে রায়দান, উৎসাহ তুঙ্গে নতুন ভোটারদের

হাওড়া: প্রথমবার ভোট দিচ্ছেন, আর তাতেই কে হবে দেশের প্রধানমন্ত্রী, কারা পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব সামলাবে তা নির্ধারণে অংশগ্রহণের সুযোগ এসে গিয়েছে। ফলে সেটা নিয়ে বেশ উৎসাহিত নতুন ভোটাররা।

দেশের সুরক্ষা, উন্নয়ন ও প্রগতির দায়িত্ব কাদের হাতে থাকবে তা ঠিক করে আমজনতা। গণতান্ত্রিক এ দেশে সাধারণ মানুষ ভোট দানের মাধ্যমে তাঁদের মতামত পোষণ করেন। এভাবেই পঞ্চায়েত পুরসভার স্তর থেকে রাজ্য পেরিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেয় সাধারণ মানুষ। জীবনে প্রথমবার ভোট দিতে যাবার আগে দারুন উৎসাহিত নতুন ভোটাররা। দেশের নাগরিক হিসাবে ভোটদানের অধিকার পেতে যেকোনও ব্যাক্তির প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর হওয়া প্রয়োজন। ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যায় বড়দের হাত ধরে খুদেরাও ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন। এভাবেই শৈশব থেকে দীর্ঘ সময় ধরে ভোটের অভিজ্ঞতা সঞ্চয় হয়। তারপর ১৮ বছর বয়স হলে সেই অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের মতদান করে থাকেন।

আরও পড়ুন: জীবনের কথা বলবে নাচ, সারহুল উৎসবে মেতেছে ডুয়ার্স

মাঝে তরুণ প্রজন্ম কিছুটা হলেও রাজনীতি বিমুখ হয়ে উঠেছিল। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটদান নিয়ে এবার ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে নতুন ভোটারদের মধ্যে। প্রথমবার ভোট দিতে যাওয়া, ইভিএম মেশিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ এগুলো নিয়ে তারা বেশ উত্তেজিত। পাশাপাশি যে কটা দফার ভোট হয়ে গেছে তাতে দেখা গিয়েছে দেশ গড়ার আলোচনায় মশগুল তরুণ প্রজন্ম। যে তিন দফার নির্বাচন বাকি আছে সেখানকার ভোটাররাও কাকে ভোট দিলে দেশের মঙ্গল হবে সেই নিয়ে প্রতিনিয়ত আলাপ-আলোচনা করছেন। সেই তালিকায় আছে হাওড়াও

রাকেশ মাইতি