Category Archives: হাওড়া

Durga Puja 2024: ভয়াবহ স্মৃতি ভুলে দুর্গাপুজোর আমেজ ফিরল হাওড়ার উদয়নারায়ণপুর! কী ঘটেছিল?

হাওড়া: বন্যার ভয়াবহ স্মৃতি কাটিয়ে দুর্গাপুজোর আমেজ ফিরল হাওড়ার উদয়নারায়ণপুর!তবে বাজেটেও হয়েছে কাটছাঁট, সরকারি অনুদানে এবার পুজোর ভরসা অধিকাংশ মণ্ডপে। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, মহা পঞ্চমী থেকেই উৎসবের মেজাজে উদয়নারায়ণপুরবাসী | পুজোর আগে বিধ্বংসী বন্যার কারণে পুজো নিয়ে সংশয় দেখা দিয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরে বিভিন্ন পুজো কমিটির সদস্যদের মধ্যে | পুজোর আগে মনমরা হয়ে পড়েছিল ৮ থেকে ৮০ বয়সের মানুষ। বন্যার যন্ত্রণা ভুলে উৎসবে মেতেছে উদয়নারায়নপুরের মানুষ।

যদিও বন্যা চাষের জমি উজাড় করেছে। বসত বাড়িতে ব্যাপক ক্ষতি, বন্যায় ফসল, পুকুরের মাছ এবং তাঁত শিল্পে প্রবল ক্ষতি হয়েছে। সরকারি আশ্বাস মিলেছে, সেই আশ্বাস নিয়েই পুজোর আনন্দে মেতেছে মানুষ। বন্যার জল নেমে যাওয়ায় তাঁদের সেই চিন্তা দূর হয়েছে | তাই এখন জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি| মণ্ডপ তৈরি থেকে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে |দেবীর আরাধনায় মেতেছে উদয়নারায়নপুর | তবে অনেক পুজো কমিটি এবার তাদের বাজেট কাটছাঁট করেছে | প্রায় ১৫০ টিরও বেশি পুজো হয় উদয়নারায়নপুরে | বন্যার কারণে একসময় পুজোর আয়োজন অনিশ্চিত দেখা দিলেও, দেবী দুর্গার কৃপায় উৎসবে সামিল হতে পেরেছে মানুষ এমনটাই মনে করছে তারা।

আরও পড়ুন: কেন খুন হলেন আরজি করের তরুণী চিকিৎসক? চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য, শুনে শিউরে উঠবেন

পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি লক্ষ্মীকান্ত দাস বলেন, মুখ্যমন্ত্রীর দেওয়া উদয়নারায়ণপুরের দুর্গাপুজোগুলোতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়েছে, যাতে পুজো উদ্যোক্তাদের পুজো করতে কোনও অসুবিধা না হয় | পাশাপাশি উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইচ্ছায় এমএলএ প্রত্যেক অঞ্চলে ৩-৪ হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে ধরা দিয়েছেন |

পুজো কমিটির সদস্য কৃষ্ণেন্দু পাত্র বলেন, বন্যার জন্য পুজোর আয়োজন করতে কিছুটা সমস্যা হলেও এখন তা মিটে গিয়েছে | বন্যার কারণেই পুজোর আয়োজনে কাটছাঁট করতে হয়েছে |পুজাকমিটিগুলিকে বিভিন্নভাবে প্রশাসন সহযোগিতা করার পাশাপাশি পুজো কমিটিগুলোও বন্যা কবলিত মানুষকে বেশি করে ত্রাণ বিলি করেছে নিজেদের পুজোর বাজেট কমিয়ে |তবে জল নেমে যাওয়ায় নতুন উদ্যমে পুজোর আয়োজন করছে উদয়নারায়ণপুরবাসী | মহালয়ার পর থেকেই পুজোর আমেজ ফিরে এসেছে গোটা এলাকায় |
রাকেশ মাইতি

Durga Puja 2024: পুজো মণ্ডপের সেলফি জোনেই আসল মজা! কী হচ্ছে সেখানে? জানলে চমকে যাবেন

হাওড়া: ‘ আমার দুর্গা ‘ ভাবনায় পুজো মণ্ডপ গড়ে উঠেছে গ্রামীণ হাওড়ায়! থিম পুজোয় মেতেছে মানুষ। শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের পুজো মণ্ডপে নানা থিম। গত কয়েক বছরে গ্রামের পুজো মণ্ডপে থিমের সাজ দারুন ভাবে লক্ষ্য করা যাচ্ছে। গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে বেশ আকর্ষণীয় সাজে পুজো মণ্ডপ। আমতা উদোং গ্রামে ১৭ টি দুর্গা পুজোর আয়োজন হয়। এর মধ্যে এবার আকর্ষণীয় থিম গড়ে তুলেছে উদং বারোয়ারি দুর্গোৎসব। এখানে প্রতিবছর কয়েক মাস আগে থেকেই পুজোর প্রস্তুতিতে মেতে ওঠে গ্রামের মানুষ। এবার প্রায় দু’মাস আগে থেকে মণ্ডপ সজ্জার কাজে হাত লাগায়।

এবারের মণ্ডপ সেজে উঠেছে সমাজে নারী জাতির অবস্থানকে সামনে রেখে। মণ্ডপে পাটকাঠির বিভিন্ন কারুকার্য, নানা মডেল ও ছবি। মণ্ডপের সামনেই মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। একই সঙ্গে এ সমাজে লড়াকু দুর্গার নানা ছবি। মণ্ডপে প্রবেশ করলে দেবী দুর্গার দর্শন পাট কাঠের সুক্ষ বেড়াজাল ভেদ করে। ঠিক তার উল্টোদিকে তাকালে, চোখে পড়বে সমাজ ও সংসার রক্ষাকারি একজন মহিলা সে নিজেই দশভূজা। মণ্ডপের দুই ধারের দেওয়ালে নানা ছবি। একাধারে রয়েছে সমাজে মহিলাদের সফলতা এবং অন্য দিকে নির্যাতন ও অবহেলিত শিশু শ্রমের মতো নানা ছবি। এই দুই ধরনের ছবির মাঝে রয়েছে পাঠ কাঠির বেড়া। এই সময়ের সমাজে মহিলাদের জীবনেও যে অদৃশ্য বেড়াজাল রয়ে গেছে তা বোঝাতেই এই ভাবনা।

আরও পড়ুন-    ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দুঃসময়…! বুধের রাজকীয় চালে চরম সঙ্কটে ৩ রাশি, আয়-উন্নতিতে বাধা, উথাল-পাথাল জীবন!

এই সমাজের এক প্রান্তে নারী মহাকাশ যানের অভিযাত্রী, নারী বিশ্বজয়ী জয় করছে, দেশ রক্ষায় অস্ত্র তুলে নিচ্ছেন সফলতা বা সমাজের অবস্থানের বিচারে কোনও অংশে পুরুষদের থেকে কম নয় মহিলা। তবে এই বর্তমান সময়ও অসহায় নিরাপদ এবং অস্বস্তিতে রয়েছেন একজন মহিলা। এ সমাজে আজও নারী জীবনে রয়ে গেছে অদৃশ্য বেড়াজাল। যে বেড়াজাল প্রতিপদে প্রতিক্ষণে মহিলাদের রুখে দেওয়ার চেষ্টা করছে। সেই বিষয়কে সামনে রেখে এবার পুজো মণ্ডপে থিম ভাবনা। এই মণ্ডপ সজ্জা একটু একটু করে সাজিয়ে তুলেছে গ্রামের ছেলে মেয়েরা।

আরও পড়ুন-     শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

পুজো উদ্যোক্তাদের কথায়, বর্তমান সময়ে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে মহিলারা। সেই সফলতা সমাজের সমস্ত মহিলার জীবন ছুঁতে পারেনি। দারুণভাবে এই সমস্যা গ্রাস করে রয়েছে প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবন।

রাকেশ মাইতি

Howrah News: মানুষের দুর্ভোগ কমাতে এবার হাওড়া শহরে নতুন নিয়মে তৈরি হবে রাস্তা

হাওড়া: শহরের রাস্তা ঠিক রাখতে ৫ বছরের চুক্তিতে তৈরি হবে নতুন রাস্তা! বছর ঘুরতে না ঘুরতে কয়েক মাসেই রাস্তার পিচ উঠছে। অল্প দিনে রাস্তা হয়ে পড়ছে জরাজীর্ণ। হাওড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জমা জল দীর্ঘদিনের সমস্যা। এই বর্ষায় সেই সমস্যা আরও তীব্র আকার ধারণ করে। কয়েকদিনে রাস্তায় জমা জল নামতেই দেখা মিলেছে কঙ্কালসার রাস্তা। ছোট বড় গর্ত মাঝ রাস্তায়। ফলে বারছে বিপদের আশঙ্কা। হাওড়ার বাইপাস রোড, ড্রেনেজ ক্যানেল রোড বা বেনারস রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলি ভয়ানক রূপ নিয়েছে। নিরাপদ ভাবে যান চলাচল-তো দূরের কথা, বর্ষায় এই রাস্তায মানুষ হেঁটে পারাপার করতেও ভয় পাচ্ছে।

আরও পড়ুন: পুজোয় ঠাকুর দেখায় ‘নো টেনশন’, রাতভর এবার প্রচুর লোকাল ট্রেন চালাবে রেল, কখন-কোন রুটে জানুন বিস্তারিত

শহরের রাস্তায় জল জমা সমস্যা দীর্ঘদিনের, তার উপর রাস্তা জুড়ে খানা খন্দ ভরা। ফলে এই রাস্তায় পারাপার মানুষ অতিষ্ঠ পড়েছে। এবার এ ছবি বদল করতেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মত হাওড়া পুরসভার নতুন সিদ্ধান্ত। সেই নির্দেশিকায় জানানো হচ্ছে, এবার নতুন নিয়মে রাস্তার বরাত ঠিকাদারি সংস্থাকে দেওয়া হবে। রাস্তা নির্মাণের পর পাঁচ বছর সেই রাস্তা মেরামতির দায়িত্ব নিতে হবে ঠিকাদারি সংস্থাকে। এর মাধ্যমে নতুন তৈরি হওয়ার রাস্তা খারাপ হলে দ্রুত মেরামতির ব্যবস্থা নিতে পারবে সংস্থা। তাতে রাস্তা খারাপের সমস্যা দ্রুত সমাধান হবে। দীর্ঘদিন যে নিয়মে ঠিকাদারি সংস্থা রাস্তা নির্মাণের বরাত পেয়ে আসছে। সেই নিয়ম পরিবর্তন হয়ে নতুন এই নিয়ম কতটা তাদের পক্ষে গ্রহণযোগ্যতা সে বিষয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতি মধ্যে।

আরও পড়ুন: বই আজ তোলা থাক, স্কুলে স্টল ফুচকা, ফিশ ফিঙ্গার, মোমো, বিন্দাস খাওয়াদাওয়ায় খুশি

তবে এক্ষেত্রে হাওড়া পুরসভা সূত্রে জানা যায়, নতুন নিয়মে ঠিকাদারি সংস্থার কোনরকম সমস্যা হওয়ার কথা নয়। সমস্ত দিক বিবেক বিবেচনা করেই এই সিদ্ধান্ত। এ প্রসঙ্গে হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ইলেকট্রিক বা পানীয় জল সরবরাহের পাইপলাইনে কাজ, এমন বিষয়ে রাস্তা খননকার্য করার মত ঘটনা ছাড়া। সাধারণ ঘটনায় রাস্তা খারাপ হওয়া চুক্তি আওতায় থাকবে। তিনি আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক যে নতুন নিয়ম তাতে সাধারণ মানুষের স্বস্তি মিলবে।

রাকেশ মাইতি

Durga Puja 2024: হাওড়ায় এবারের বিশেষ আকর্ষণ! বেত-বাঁশ মাটিতে সেজে উঠেছে ‘ মহাতপা দেবী দুর্গা’-র মণ্ডপ!

হাওড়া: ‘ মহাতপা দেবী দুর্গা ‘, সেকাল পিছিয়ে পড়া মানুষের মনে সুমতি ফেরাতে দেবীর এই রূপ। সেই ভাবনাতেই মণ্ডপ থেকে প্রতিমা। এই মণ্ডপ এবার হাওড়া জেলার গ্রামীণের মানুষের অন্যতম আকর্ষণ হতে চলেছে। দুর্গাপুজোয় থিমের হিড়িক জেলায়, কলকাতার সঙ্গে তাল মিলিয়ে আকর্ষণীয় মণ্ডপ।

জেলার গ্রাম থেকে শহর পুজো মণ্ডপে দর্শকদের আকর্ষণ বাড়াতে ভিন্ন ভাবনায় মণ্ডপ সাজে পুজো উদ্যোক্তারা। মণ্ডপে কোথাও পরিবেশ বাঁচানোর বার্তা,কোথাও এই বাংলার হারিয়ে যেতে বসা শিল্প আবার কোথাও বর্তমান জ্বলন্ত সমস্যাকে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের থিমের মধ্যে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এই উৎসবে মানুষের সর্বাধিক আগ্রহ থাকে। সেই দিক গুরুত্ব রেখে থিম নতুনত্ব প্রতি বছর। এবার হাওড়ার বাউড়িয়ি যুবগোষ্ঠী ‘ র ভাবনা ‘ মহাতপা ‘ দেবী দুর্গা ।

আরও পড়ুন-          অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

জেলার মানুষের অন্যতম আকর্ষণ এই পুজো মণ্ডপ। গত বছর ইসকন মন্দিরের থিম দারুণভাবে মন জয় করেছিল দর্শকদের। প্রতিবছর আকর্ষণীয় ভাবনায় মণ্ডপ সেজে ওঠে দর্শনার্থীদের মন আকর্ষণ করতে। সেই মত এবারের মণ্ডপ সজ্জাতেও আরও বেশি আকর্ষিত হবে মানুষ, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। গত প্রায় তিন মাস আগে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়। শুরু থেকেই মানুষের আকর্ষণ দারুণভাবে লক্ষ্য করা যায়। তৃতীয়ার দিন ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। তৃতীয়া থেকেই এই মন্ডপে দর্শনার্থীদের ভিড়।

আরও পড়ুন-    শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

এ প্রসঙ্গে বাউরিয়া যুবগোষ্ঠী দুর্গোৎসব কমিটির সম্পাদক ডা. সুমন সাপুই জানান, এবারের থিম ‘মহাতাপা দেবী দুর্গা’ । সে সময় পিছিয়ে পড়া মানুষের মানসিক উত্তরণ ঘটাতে দেবী দুর্গা এই রূপ ধারণ করেছিলেন। এবারের মন্ডপসজ্জা বেত-বাঁশ,মাটির শিল্প সামগ্রী দিয়ে সেজে উঠেছে।

রাকেশ মাইতি

Food Festival in School: বই আজ তোলা থাক, স্কুলে স্টল ফুচকা, ফিশ ফিঙ্গার, মোমো, বিন্দাস খাওয়াদাওয়ায় খুশি

হাওড়া: খাবারের গন্ধে ম ম করছে স্কুল! মুখরোচক প্রায় সমস্ত খাবার হাজির বিদ্যালয়ে। চিকেন বাটারফ্রাই, মোমো, ফিশ ফিঙ্গার, দই বড়া, পাপরি চাট ফুচকা নানা আকর্ষণীয় খাবারের স্টল। প্রতিদিনের নিয়ম করে পঠন পাঠনের ব্যস্ততার মাঝে অন্য একটা দিন। এদিন দারুন উৎসাহ দেখা গেল ছাত্র-ছাত্রী অভিভাবক থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে। বিদ্যালয়ে খাবার স্টল সেখানে পড়ুয়ারা বিক্রেতার ভূমিকায় অন্যদিকে ক্রেতার ভূমিকায় ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক – শিক্ষিকা।

সরকারি স্কুলে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা৷  এদিন স্কুলে খাদ্য মেলা ঘিরে সকাল থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। প্রতিটি স্টলে তিন থেকে চারজন করে ছাত্র-ছাত্রী দায়িত্ব সামাল দেন বিক্রেতা হয়ে।

আরও পড়ুন – Slimming Tips For Durga Puja: মেদ গলবে মোমের মতো, জাস্ট ৭ দিনে আপনি একেবারে স্লিম ঝরঝরে, খাবারের তালিকায় রাখুন এগুলি

প্রতিদিন ক্লাসে অঙ্ক হয়। আনন্দের সঙ্গে খাদ্য মেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ এই প্রথম। হাতে কলমে হিসাব-নিকাশ ছাত্র-ছাত্রীদের মধ্যে বাস্তববোধ আরও অনেক বেশি জাগ্রত হবে বলেই জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

হাওড়া সালকিয়া শীতলা প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হল খাদ্য মেলা। বর্তমান সময়ের সরকারি স্কুলে ক্রমশ ছাত্র ছাত্রী সংখ্যা কম হচ্ছে। সেই দিক গুরুত্ব রেখে বেসরকারি ও ইংরেজি মাধ্যম স্কুল গুলির সঙ্গে পাল্লা দিয়ে।

নতুন নতুন নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সরকারি বিদ্যালয় গুলিতে। এর মধ্যে অন্যতম হল, খাদ্য মেলা, প্রদর্শনী, তিথি ভোজনে মত নানা আয়োজন। হাওড়া শহরে সরকারি স্কুলে খাদ্য মেলার আয়োজন। এর আগে গ্রামীন হাওড়ার বেশ কিছু স্কুলে খাদ্য মেলা অনুষ্ঠানের দারুন সাড়া ফেলতে দেখা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায় , মাত্র কয়েকদিন আগে এই অনুষ্ঠানের আয়োজন। বিদ্যালয়ের খাদ্য মেলা অনুষ্ঠিত হবে, অভিভাবকদের ঐক্যবদ্ধ করে আলোচনা। শুরু থেকেই দারুন উৎসাহিত হতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের। এই বিশেষ দিনে ফুল ও বেলুন দিয়ে বিদ্যালয় সাজিয়ে তোলা হয়েছিল। সময় মত ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মেলায় অংশগ্রহণ করেন খাবারের ডালির সহ নানা সামগ্রী নিয়ে।

এ প্রসঙ্গে সালকিয়া শীতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী চক্রবর্তী জানান, বিদ্যালয় লেখাপড়া ছাড়াও সাংস্কৃতিক চর্চা হাতের কাজ বিভিন্ন ভাবেই ছাত্র-ছাত্রীদের নানা কাজে উৎসাহিত করার রেওয়াজ রয়েছে এই বিদ্যালয়ে। তবে বিদ্যালয় খাদ্য মেলা এই প্রথম, ইতি ছাত্র-ছাত্রীদের বাস্তববোধ এবং হিসাব-নিকাশ সহ একজন ক্রেতা বিক্রেতার অভিজ্ঞতা। যা আনন্দের সঙ্গে নিজেদের জ্ঞান অর্জন করতে পেরেছে।

Rakesh Maity

Durga Puja Special Local Train: পুজোয় ঠাকুর দেখায় ‘নো টেনশন’, রাতভর এবার প্রচুর লোকাল ট্রেন চালাবে রেল, কখন-কোন রুটে জানুন বিস্তারিত

*পুজোয় মণ্ডপে দর্শনার্থীদের জন্য অতিরিক্ত পরিষেবা পূর্ব রেলের! হাওড়া ডিভিশন আটটি (8) দুর্গাপুজোয় অতিরিক্ত EMU ট্রেন চালাবে পূর্ব রেল। রাতজেগে প্যান্ডেল হপিং আরও আনন্দের। বাংলার মানুষের সবচেয়ে আকর্ষণের উৎসব দুর্গা পুজো। এই উৎসব যাত্রীদের আরও আনন্দময় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। মূলত যাতায়াতের সুবিধার্থে এবং যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য দুর্গাপুজোর ক'দিন যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি। 
*পুজোয় মণ্ডপে দর্শনার্থীদের জন্য অতিরিক্ত পরিষেবা পূর্ব রেলের! হাওড়া ডিভিশন আটটি (8) দুর্গাপুজোয় অতিরিক্ত EMU ট্রেন চালাবে পূর্ব রেল। রাতজেগে প্যান্ডেল হপিং আরও আনন্দের। বাংলার মানুষের সবচেয়ে আকর্ষণের উৎসব দুর্গা পুজো। এই উৎসব যাত্রীদের আরও আনন্দময় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। মূলত যাতায়াতের সুবিধার্থে এবং যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য দুর্গাপুজোর ক’দিন যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি।
*পূর্ব রেলের হাওড়া বিভাগ দৈনিক ভিত্তিতে EMU স্পেশাল ট্রেনের আটটি (8) অতিরিক্ত পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহন করেছে। যথাক্রমে 10/11.10.2024, 11/12.10.2024 এবং 12/13.10.2024 এই তিনদিন ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান (মেইন এবং কর্ড লাইনের মাধ্যমে) এক জোড়া হাওড়া–বর্ধমান ইএমইউ স্পেশ্যাল ব্যান্ডেল হয়ে (হাওড়া ছেড়ে 00:45 টায় বর্ধমান পৌঁছবে 03:10 মিনিটে। বর্ধমান থেকে 21:40 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:05 মিনিটে। সংগৃহীত ছবি।
*পূর্ব রেলের হাওড়া বিভাগ দৈনিক ভিত্তিতে EMU স্পেশাল ট্রেনের আটটি (8) অতিরিক্ত পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহন করেছে। যথাক্রমে 10/11.10.2024, 11/12.10.2024 এবং 12/13.10.2024 এই তিনদিন ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান (মেইন এবং কর্ড লাইনের মাধ্যমে) এক জোড়া হাওড়া–বর্ধমান ইএমইউ স্পেশ্যাল ব্যান্ডেল হয়ে (হাওড়া ছেড়ে 00:45 টায় বর্ধমান পৌঁছবে 03:10 মিনিটে। বর্ধমান থেকে 21:40 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:05 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া হাওড়া–ডানকুনি হয়ে বর্ধমান ইএমইউ স্পেশ্যাল হাওড়া ছেড়ে 01:15 টায় বর্ধমান পৌঁছবে 03:20 মিনিটে। বর্ধমান থেকে 22:30 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:45 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া হাওড়া–ডানকুনি হয়ে বর্ধমান ইএমইউ স্পেশ্যাল হাওড়া ছেড়ে 01:15 টায় বর্ধমান পৌঁছবে 03:20 মিনিটে। বর্ধমান থেকে 22:30 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:45 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া হাওড়া–ব্যান্ডেল ইএমইউ স্পেশ্যাল হাওড়া থেকে 01:00 টায় ছেড়ে ব্যান্ডেলে পৌঁছবে 02:05 মিনিটে এবং ব্যান্ডেল থেকে 23:30 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:35 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া হাওড়া–ব্যান্ডেল ইএমইউ স্পেশ্যাল হাওড়া থেকে 01:00 টায় ছেড়ে ব্যান্ডেলে পৌঁছবে 02:05 মিনিটে এবং ব্যান্ডেল থেকে 23:30 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:35 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া শেওড়াফুলি–তারকেশ্বর ইএমইউ স্পেশ্যাল, শেওরাফুলি থেকে 00:25 মিনিটে ছেড়ে তারকেশ্বর পৌঁছবে 01:15 মিনিটে। তারকেশ্বর থেকে 23:15 মিনিটে ছেড়ে শেওড়াফুলি পৌঁছবে 00:05 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া শেওড়াফুলি–তারকেশ্বর ইএমইউ স্পেশ্যাল, শেওরাফুলি থেকে 00:25 মিনিটে ছেড়ে তারকেশ্বর পৌঁছবে 01:15 মিনিটে। তারকেশ্বর থেকে 23:15 মিনিটে ছেড়ে শেওড়াফুলি পৌঁছবে 00:05 মিনিটে। সংগৃহীত ছবি।
*03051 হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু লোকাল (হাওড়া থেকে 01:50 টায় ছেড়ে যাচ্ছে) 10.10.2024, 11.10.2024, 12.10.2024 এবং 13.10.2024 তারিখে হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে সমস্ত স্টেশনে থামবে। সংগৃহীত ছবি।
*03051 হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু লোকাল (হাওড়া থেকে 01:50 টায় ছেড়ে যাচ্ছে) 10.10.2024, 11.10.2024, 12.10.2024 এবং 13.10.2024 তারিখে হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে সমস্ত স্টেশনে থামবে। সংগৃহীত ছবি।
*37220 ব্যান্ডেল-হাওড়া লোকাল (05:40 টায় ব্যান্ডেল ছাড়বে) উপরে উল্লিখিত সমস্ত উৎসবের দিনে তার নিজস্ব পথ এবং সময় অনুযায়ী চলবে। হাওড়া বিভাগের সমস্ত ইএমইউ লোকাল 10.10.2024, 11.10.2024, 12.10.2024 এবং 13.10.2024 (দুর্গাপুজোর জন্য), 16.10.2024 (লক্ষ্মীপুজো) এবং 31.10.2024 (কালীপুজোর জন্য) 15:00 ঘণ্টা পর্যন্ত (প্রাথমিক ভিত্তিতে) এবং তারপরে 13.10.2024 রবিবার হওয়া সত্ত্বেও, EMU ট্রেনগুলি শুধুমাত্র 15:00 ঘণ্টা পর্যন্ত চলবে। সংগৃহীত ছবি।
*37220 ব্যান্ডেল-হাওড়া লোকাল (05:40 টায় ব্যান্ডেল ছাড়বে) উপরে উল্লিখিত সমস্ত উৎসবের দিনে তার নিজস্ব পথ এবং সময় অনুযায়ী চলবে। হাওড়া বিভাগের সমস্ত ইএমইউ লোকাল 10.10.2024, 11.10.2024, 12.10.2024 এবং 13.10.2024 (দুর্গাপুজোর জন্য), 16.10.2024 (লক্ষ্মীপুজো) এবং 31.10.2024 (কালীপুজোর জন্য) 15:00 ঘণ্টা পর্যন্ত (প্রাথমিক ভিত্তিতে) এবং তারপরে 13.10.2024 রবিবার হওয়া সত্ত্বেও, EMU ট্রেনগুলি শুধুমাত্র 15:00 ঘণ্টা পর্যন্ত চলবে। সংগৃহীত ছবি।

Belur Math Durga Puja Nirghanta: কখন পড়ছে সপ্তমী, কখন অষ্টমী-নবমী-দশমী, বেলুড় মঠে পুজোর নির্ঘণ্ট অনেকটাই আলাদা, রইল বিস্তারিত সূচি

হাওড়া: বেলুড় মঠে দুর্গা পুজোর সময়সূচি। বিশুদ্ধ পঞ্জিকা মতে পুজো। মঠের তরফে জানান হয়েছে ২৪  আশ্বিন বৃহস্পতিবার , ২৫ আশ্বিন শুক্রবার ও ২৬  আশ্বিন শনিবার (ইং ১০,১১, ও ১২ অক্টোবর) পুজো।

বেলুড় মঠের পক্ষ থেকে জানান হয়েছে, দেবী দুর্গার আরাধনার এই তিনদিন মঠে আগত ভক্ত ও দর্শকরা দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি দিতে পারবেন ৷ পুজোর তিনদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পর সন্ধ্যারতি সম্পন্ন করা হবে ৷

মহাসপ্তমী ২৪ শে আশ্বিন ( ১০  অক্টোবর ২০২৪) বৃহস্পতিবার । দেবীর পুজো অনুষ্ঠিত হবে ভোর ৫.৪০ মিনিটে।

আরও পড়ুন – Durga Puja Tour: এই পুজোতে একটু অন্যরকম আনন্দ! আপনার গন্তব্য হতে পারে রায়চক ফোর্ট 

মহাঅষ্টমী ২৫  আশ্বিন ( ১১  অক্টোবর ২০২৪) শুক্রবার। পুজো আরম্ভ ভোর ৫:৩০ মিনিট। মহাঅষ্টমীতে কুমারী পুজো সময় সকাল ৯ ।

কুমারী পুজোর পর সন্ধিপুজো অনুষ্ঠিত হবে বেলা ১১. ৪৩ মিনিট থেকে ১২ টা ৩১ মিনিট পর্যন্ত।

মহানবমী ২৬  আশ্বিন ( ১২ অক্টোবর) শনিবার ।

পুজো আরম্ভ ভোর ৫.৩০ মিনিট। মহা নবমীতে সকাল ন’টায় হোম।

বিজয়া দশমী ২৭  আশ্বিন ( ১৩  অক্টোবর) রবিবার।

১৯০১ সালে প্রথম দুর্গা পুজো অনুষ্ঠিত হয় স্বামীজীর হাত ধরে। থেকে প্রতিবছর বেলুড় মঠে জন্মাষ্টমীর সকালে প্রথা মেনে অনুষ্ঠিত হয়ে আসছে দেবীর কাঠামো পুজো।জেলা সারা বাংলা এমনকি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দুর্গাপুজো বলতে বেলুড় মঠের দুর্গাপুজোর প্রতি আলাদা আকর্ষণ।

Catch Special LIVE Coverage on Durga Puja(দুর্গা পূজা ) 2024 দুর্গা পুজো ২০২৪

Rakesh Maity

Durga Puja 2024: সংসারে সবচেয়ে বড় যোদ্ধা ‘মা’, মেয়েদের এই পুজোর থিমে কীসের ইঙ্গিত? দেখুন!

হাওড়া: মা দুর্গা বিরাজ করছেন মণ্ডপে, অন্যদিকে পুজো মণ্ডপের থিমেও ‘ মা ‘। রামায়ণে রাবণকে বধ করতে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন শ্রী রামচন্দ্র। সেই থেকেই শরৎকালে দুর্গা পুজোর চল হয়। সারা বাংলা জুড়ে দেবী দুর্গার জাঁকজমক করে আরাধনা হয়ে থাকে জগতবাসীর মঙ্গল কামনায়। সেই পুরনো রীতি মেনেই এই সময়ও দেবীর আরাধনা হয় পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে।

আরও পড়ুন- বাড়ছে চিকুনগুনিয়া, পুজোর আনন্দ যাতে মাটি না হয় সতর্ক হন এখনই, জেনে নিন কী করা দরকার

আরাধনার পাশাপাশি বর্তমান সময়ে পুজো উপলক্ষে থিমের রমরমা বেড়েছে। মণ্ডপ থেকে প্রতিমা থিমের ছোঁয়া। বেড়েছে আলোক সজ্জা জৌলুস। কলকাতার পুজোর সঙ্গে তাল মিলিয়ে থিম পুজোয় জেলার পুজোগুলি। বর্তমান সময়ে দুর্গা পুজোর মণ্ডপ মানেই ভিন্ন ভিন্ন থিম। সাবেকিয়ানা ছেড়ে প্রতিমাতেও নতুনত্ব বাড়ছে। অধিকাংশ পুজো মণ্ডপে এই দেখা যাচ্ছে, প্রতিমা এবং মণ্ডপের মধ্যে সামঞ্জস্য। সে মতোই দেবীর আরাধনায় মেতেছে। আকর্ষণীয় পুজোর দিক থেকে উলুবেড়িয়ার অন্যতম পুজো নোনা অ্যাথলেটিক ক্লাবের পুজো। প্রতিবছর আকর্ষণীয় থিমের মণ্ডপ, এবার মণ্ডপের থিম ‘ মা ‘ ।

আরও পড়ুন- কোন বাঙালি খাবার খেয়ে নিটোল যৌবন ধরে রাখেন জাপানিরা? জানেন সেই সিক্রেট?

উচ্চ-নিচ, সহায়-অসহায় ধনী দরিদ্র ব্যবধান ভুলে সকলে মিলে মিশে একাকার আবার বার্তা দিয়ে এবারের মাতৃ আরাধনা। যেভাবে একজন মা তার সন্তানদের মধ্যে কোনও ভেদাভেদ বা স্নেহার তফাৎ রাখেন না। উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবে এবার দশম বর্ষের পুজো মণ্ডপে দেখা মিলবে অনন্য চিত্র। বাংলার শিল্প সংস্কৃতির ছাপ পুজো মণ্ডপে। এখানে এলে দর্শকদের চোখে পড়বে মণ্ডপে সামনে বিশাল আকার দেবী মুখ। মন্ডপের বিভিন্ন প্রান্তে চোখে পড়বে ছোট বড় দুর্গা মুখ, নয়ন, কুলো, কাঠের পুতুল সহ বাংলার নানা শিল্প কলায় সেজে উঠেছে মণ্ডপ।

এ প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদিকা কুহেলী ঘোষ বোস বলেন, “অ্যাথলেটিক ক্লাবের মহিলা পরিচালিত দুর্গা পুজোয় এবার মণ্ডপের থিম ‘ মা ‘। সমাজের সবথেকে বড় যোদ্ধা হল একজন ‘ মা ‘। যে সন্তানকে স্নেহে বড় করে তোলে আবার শত্রুর থেকে সন্তানদের রক্ষা করতে হাতে খর্গ তুলে নিতে পারেন। তাই এ জগতের কল্যাণে এবং অশুভ শক্তির নাশ করতে ভরসা ‘ মা ‘।”

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

রাকেশ মাইতি

Harmful Effects of Mobile: সর্বক্ষণ হাতে স্মার্টফোন? কী মারাত্মক ক্ষতি হচ্ছে জানেন?

রাতে মোবাইল ব্যবহার করতে এই ছোট্ট ভুল মারাত্মক বিপদ ডেকে আনছে জানেন কি? আপনার অজান্তেই এই একটা সামান্য ভুলে কুড়ে কুড়ে নষ্ট হচ্ছে শরীর। বর্তমান সময় স্মার্ট ফোন বা কম্পিউটার ল্যাপটপের মত ইলেকট্রনিক্স জিনিস এর নির্ভরতা বা ব্যবহার দারুণ ভাবে বেড়েছে। মানুষের হাতে হাতে মোবাইল। এক কথায় মোবাইল ছাড়া মানুষ বর্তমানে অচল প্রায়।
রাতে মোবাইল ব্যবহার করতে এই ছোট্ট ভুল মারাত্মক বিপদ ডেকে আনছে জানেন কি? আপনার অজান্তেই এই একটা সামান্য ভুলে কুড়ে কুড়ে নষ্ট হচ্ছে শরীর। বর্তমান সময় স্মার্ট ফোন বা কম্পিউটার ল্যাপটপের মত ইলেকট্রনিক্স জিনিস এর নির্ভরতা বা ব্যবহার দারুণ ভাবে বেড়েছে। মানুষের হাতে হাতে মোবাইল। এক কথায় মোবাইল ছাড়া মানুষ বর্তমানে অচল প্রায়।
মানুষ ঠায় মুখ গুঁজে রয়েছে স্মার্ট ফোনে। ছাত্র সমাজ থেকে কর্মী ব্যস্ত মানুষ আজ দারুণ ভাবে নির্ভর হয়ে পড়েছে এই ইলেকট্রনিক্স গ্যাজেটে। মানুষ দিবা-রাত্রি কারণে অকারণে মোবাইল ফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছে। এতেই ধীরে ধীরে শরীরে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। এই নিয়মে বদল আনতে পারলে বিপদের ঝুঁকি কম হতে পারে বলেই জানাচ্ছে অভিজ্ঞ ডাক্তার বাবু মনসিজ জানা।
মানুষ ঠায় মুখ গুঁজে রয়েছে স্মার্ট ফোনে। ছাত্র সমাজ থেকে কর্মী ব্যস্ত মানুষ আজ দারুণ ভাবে নির্ভর হয়ে পড়েছে এই ইলেকট্রনিক্স গ্যাজেটে। মানুষ দিবা-রাত্রি কারণে অকারণে মোবাইল ফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছে। এতেই ধীরে ধীরে শরীরে বিপদের আশঙ্কা বাড়াচ্ছে। এই নিয়মে বদল আনতে পারলে বিপদের ঝুঁকি কম হতে পারে বলেই জানাচ্ছে অভিজ্ঞ ডাক্তার বাবু মনসিজ জানা।
বর্তমান সময়ে ছোট বড় সকলের ভীষণভাবে স্মার্ট ফোনের উপর নির্ভরতা বেড়েছে। এদিকে সারাদিনে স্মার্ট ফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে মানুষের।
বর্তমান সময়ে ছোট বড় সকলের ভীষণভাবে স্মার্ট ফোনের উপর নির্ভরতা বেড়েছে। এদিকে সারাদিনে স্মার্ট ফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে মানুষের।
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষের শরীরে এর দারুন ভাবে কুপ্রভাব পড়ছে। সেই দিক থেকে আরওক্ষতি বাড়িয়ে দেয় রাত্রি শোয়ার পর দীর্ঘক্ষন স্মার্টফোন এর ঠায় স্কিনের দিকে তাকিয়ে থাকা। বিশেষ করে রাত্রে ঘন্টার পর ঘন্টা রুমের লাইট বন্ধ করে স্কিনের দিকে তাকিয়ে থাকা। এর ফলে মস্তিষ্ক সেল উত্তেজিত হয়ে পড়ে ঘুমে ব্যাঘাত ঘটে। এর ফলে শরীর খারাপ হওয়ার প্রবণতা বাড়ে।
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষের শরীরে এর দারুন ভাবে কুপ্রভাব পড়ছে। সেই দিক থেকে আরওক্ষতি বাড়িয়ে দেয় রাত্রি শোয়ার পর দীর্ঘক্ষন স্মার্টফোন এর ঠায় স্কিনের দিকে তাকিয়ে থাকা। বিশেষ করে রাত্রে ঘন্টার পর ঘন্টা রুমের লাইট বন্ধ করে স্কিনের দিকে তাকিয়ে থাকা। এর ফলে মস্তিষ্ক সেল উত্তেজিত হয়ে পড়ে ঘুমে ব্যাঘাত ঘটে। এর ফলে শরীর খারাপ হওয়ার প্রবণতা বাড়ে।
এ প্রসঙ্গে চিকিৎসক মনোসীজ জানা জানান, অতিরিক্ত মোবাইল ব্যবহার করা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি। প্রয়োজন ছাড়া মোবাইল ঘাটার অভ্যাস বহু মানুষের। তা শরীরের জন্য দারুন ক্ষতিকর। বিশেষ করে রাতে মানুষ অবাঞ্ছিতভাবে মোবাইল ব্যবহার করে। এতে শরীরের দারুন ক্ষতিকর প্রভাব পড়ে।
এ প্রসঙ্গে চিকিৎসক মনোসীজ জানা জানান, অতিরিক্ত মোবাইল ব্যবহার করা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি। প্রয়োজন ছাড়া মোবাইল ঘাটার অভ্যাস বহু মানুষের। তা শরীরের জন্য দারুন ক্ষতিকর। বিশেষ করে রাতে মানুষ অবাঞ্ছিতভাবে মোবাইল ব্যবহার করে। এতে শরীরের দারুন ক্ষতিকর প্রভাব পড়ে।
ঘুমোনোর কমপক্ষে এক ঘন্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করা উচিত। আবার অনেক সময় দেখা যায়, বহু মানুষ রুমের লাইট বন্ধ করে মোবাইল স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে মোবাইল ব্যবহার করছে। এটা আরওমারাত্মক ক্ষতি। যাদের ঘুমের সমস্যা আছে মোবাইলে ঘাটার ফলে আরও সমস্যা বাড়ে। সেই দিক থেকে, এই বদ অভ্যাস দূর করতে। গান শোনা বা বই পড়ার অভ্যাস করা যেতে পারে।
ঘুমোনোর কমপক্ষে এক ঘন্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করা উচিত। আবার অনেক সময় দেখা যায়, বহু মানুষ রুমের লাইট বন্ধ করে মোবাইল স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে মোবাইল ব্যবহার করছে। এটা আরওমারাত্মক ক্ষতি। যাদের ঘুমের সমস্যা আছে মোবাইলে ঘাটার ফলে আরও সমস্যা বাড়ে। সেই দিক থেকে, এই বদ অভ্যাস দূর করতে। গান শোনা বা বই পড়ার অভ্যাস করা যেতে পারে।

HS Exam 2025: এবারের উচ্চ মাধ্যমিক হবে সেমিস্টারে, কী নিয়ম-কী সুবিধে? পরীক্ষার্থীরা জানুন

কলকাতা: বাংলা মিডিয়ামে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু। নতুন নিয়ম সেমিস্টারে ছাত্র-ছাত্রীদের জন্য কী কী সুবিধা রয়েছে?

২০২৬ সালের মার্চে প্রথম এই ব্যাচ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একই রকমভাবে এবার একাদশ শ্রেণির পরীক্ষাও হবে সেমিস্টার পদ্ধতিতে। দীর্ঘদিন যে নিয়ম চালু ছিল সেই নিয়মের পরিবর্তন। এবার প্রথম নতুন নিয়ম সেমিস্টার সিস্টেমে ছাত্র-ছাত্রীদের জন্য এর সুবিধা কী? কেন এই সিস্টেম চালু হল সে বিষয়ে বিস্তারিত।

রাজ্য শিক্ষা নীতি ২০২৩-এর পলিসি অনুযায়ী সেমিস্টার সিস্টেম একাদশ, দ্বাদশ শ্রেণির জন্য প্রাথমিক পর্যায়ে চালু হল। সেমিস্টার সিস্টেম আধুনিক শিক্ষাব্যবস্থার অঙ্গ। সেই সঙ্গে আগামী দিনে ছেলে-মেয়েরা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারে তারও প্রক্রিয়া এসে গেল।

আরও পড়ুন: অনবরত গা চুলকাচ্ছে! কোন ভিটামিনের অভাবে গা-হাত-পা চুলকায় জানেন? বড় ক্ষতির আগে জানুন

সেমিস্টারের সেই স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন বিষয়ে ভাগ করে দেওয়া সিলেবাস শেষ করতে হবে। সেমিস্টার পদ্ধতিতেই মে মাস থেকে ক্লাস শুরুর নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার ওয়ান ও তিনের ক্লাস শুরু হবে মে মাস-এর মাঝামাঝি থেকে,  চলবে অক্টোবর মাস পর্যন্ত। আর সেমিস্টার টু-এর ক্লাস শুরু হবে নভেম্বর থেকে, চলবে এপ্রিল মাস পর্যন্ত।

আরও পড়ুন: মাংস রান্নার সময় ঠিক কখন নুন দিতে হয় জানেন? যখন-তখন নুন দিলে রান্নার স্বাদ নষ্ট হতে পারে!

তাই ৬ মাসের মধ্যে ভাগ করে দেওয়া এই পরীক্ষা আধুনিক থেকে আধুনিকতর পদ্ধতি বলে মত হাওড়ার দেউলপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ বিশ্বাসের। উচ্চ শিক্ষায় সর্বত্রই সেমিস্টার সিস্টেম। যার ফলে ছাত্র-ছাত্রীদের পরবর্তীকালে কোনও সমস্যা হবে না বলেই জানান। পাশাপাশি, কোনও ছাত্র-ছাত্রীর কোনও একটা পরীক্ষা খারাপ হলে তা ঠিক করে নেওয়ার সুযোগ সেমিস্টার সিস্টেমে পাওয়া যাবে বলে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ-এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

রাকেশ মাইতি