হাওড়া: নিয়ন্ত্রণ হারিয়ে পুজো মণ্ডপে ট্রাক, ভেঙে পড়ল মণ্ডপের একাংশ! রাতারাতি যা কাণ্ড, তাতে ঘুম উড়ল পুজো উদ্যোক্তাদের। হাওড়া জেলা গ্রামীণ ও শহরের মধ্যবর্তী রানীহাটি মোড় সংলগ্ন নাভরা রাজার বাগান দুর্গোৎসব পুজো মণ্ডপ। গ্রামীণ ও শহর এলাকার মানুষের প্রতি বছর দারুন আকর্ষণ থাকে এই পুজো মণ্ডপে। তবে রাতের অন্ধকারে ভেঙে পড়ার খবর শুনে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুনঃ শিকড় থেকে উপড়ে ফেলবে ইউরিক অ্যাসিড! ৫ ‘প্রাকৃতিক’ খাবারেই কাবু ব্যথা-বেদনা-ফোলাভাব!
ভোর থেকে স্থানীয় ও পথ চলতি মানুষ মণ্ডপের সামনে ভিড় জমায়। জানা যায়, দেড় – দুই মাস আগে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়। প্রতি বছরের ন্যায় জাঁকজমক করে পুজো উদ্বোধন এবারও। চতুর্থীতে উদ্বোধন সেই মত অন্তিম পর্যায়ে প্রস্তুতি চলছে। ১৬ নম্বর জাতীয় সড়ক ঘেঁষা এই মণ্ডপ। এবার কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ সেজে উঠছে। সুউচ্চ মণ্ডপে বিভিন্ন কারুকার্যে সেজে উঠছে। যা প্রতি বছরের ন্যায় দর্শকদের মন আকর্ষণ করবে। আকর্ষণীয় মণ্ডপ সজ্জা বেশ কিছুদিন আগে থেকে মানুষ বেশ উৎসাহিত। মণ্ডপ তৈরি প্রায় শেষের দিকে। যতদিন এগিয়ে আসছে, বাড়ছে মণ্ডপ সজ্জায় ব্যস্ততা। কয়েকদিন ধরে মন্ডপ সজ্জার কাজ রাতদিন করে চলছে। মহালয়া থেকে যেন আরও কাজের গতি সকাল থেকে। তবে বুধবার মধ্যরাতে যে ভয়ানক ঘটনা ঘটে গেল। তাতে পুজো উদ্যোক্তাদের চিন্তা বাড়ল। অন্যদিকে আতঙ্কে মণ্ডপের কারিগর।
জানা যায় বুধবার রাত্রি তখন পৌনে বারোটা, হঠাৎ পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মণ্ডপে ঢুকে যায়। এই ঘটনায় মন্ডপে প্রায় অর্ধেক অংশ ভেঙে দুমড়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে। আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ভেঙে পড়া মণ্ডপের অংশ মেরামতির কাজে হাত লাগায়। ১৬ নম্বর জাতীয় সড়কের নাবঘরায়। জানা গিযেছে ১৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুরগামী লেন ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় রাজার বাগান ক্লাব প্রচলিত দুর্গা পুজো মণ্ডপে। ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় ওই পুজো মণ্ডপ। এ প্রসঙ্গে পুজো কমিটির সহ-সভাপতি টিঙ্কু জানান, মানুষ নিরাশ হবেন না, যথা সময়ে মণ্ডপ সজ্জার কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ক্রেন এনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ট্রাক। আটক ট্রাকের চালক ও খালাসী। অন্যদিকে দ্রুততার সঙ্গে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে।
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
রাকেশ মাইতি