Category Archives: হাওড়া

Durga Puja 2024: পুজোর আগেই সব শেষ! ট্রাকের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্ডপ! মাথায় হাত কর্মকর্তাদের

হাওড়া: নিয়ন্ত্রণ হারিয়ে পুজো মণ্ডপে ট্রাক, ভেঙে পড়ল মণ্ডপের একাংশ! রাতারাতি যা কাণ্ড, তাতে ঘুম উড়ল পুজো উদ্যোক্তাদের। হাওড়া জেলা গ্রামীণ ও শহরের মধ্যবর্তী রানীহাটি মোড় সংলগ্ন নাভরা রাজার বাগান দুর্গোৎসব পুজো মণ্ডপ। গ্রামীণ ও শহর এলাকার মানুষের প্রতি বছর দারুন আকর্ষণ থাকে এই পুজো মণ্ডপে। তবে রাতের অন্ধকারে ভেঙে পড়ার খবর শুনে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুনঃ শিকড় থেকে উপড়ে ফেলবে ইউরিক অ্যাসিড! ৫ ‘প্রাকৃতিক’ খাবারেই কাবু ব্যথা-বেদনা-ফোলাভাব!

ভোর থেকে স্থানীয় ও পথ চলতি মানুষ মণ্ডপের সামনে ভিড় জমায়। জানা যায়, দেড় – দুই মাস আগে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়। প্রতি বছরের ন্যায় জাঁকজমক করে পুজো উদ্বোধন এবারও। চতুর্থীতে উদ্বোধন সেই মত  অন্তিম পর্যায়ে প্রস্তুতি চলছে। ১৬ নম্বর জাতীয় সড়ক ঘেঁষা এই মণ্ডপ। এবার কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ সেজে উঠছে। সুউচ্চ মণ্ডপে বিভিন্ন কারুকার্যে সেজে উঠছে। যা প্রতি বছরের ন্যায় দর্শকদের মন আকর্ষণ করবে। আকর্ষণীয় মণ্ডপ সজ্জা বেশ কিছুদিন আগে থেকে মানুষ বেশ উৎসাহিত। মণ্ডপ তৈরি প্রায় শেষের দিকে। যতদিন এগিয়ে আসছে, বাড়ছে মণ্ডপ সজ্জায় ব্যস্ততা। কয়েকদিন ধরে মন্ডপ সজ্জার কাজ রাতদিন করে চলছে। মহালয়া থেকে যেন আরও কাজের গতি সকাল থেকে। তবে বুধবার মধ্যরাতে যে ভয়ানক ঘটনা ঘটে গেল। তাতে পুজো উদ্যোক্তাদের চিন্তা বাড়ল। অন্যদিকে আতঙ্কে মণ্ডপের কারিগর।

জানা যায় বুধবার রাত্রি তখন পৌনে বারোটা, হঠাৎ পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মণ্ডপে ঢুকে যায়। এই ঘটনায় মন্ডপে প্রায় অর্ধেক অংশ ভেঙে দুমড়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে। আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ভেঙে পড়া মণ্ডপের অংশ মেরামতির কাজে হাত লাগায়। ১৬ নম্বর জাতীয় সড়কের নাবঘরায়। জানা গিযেছে ১৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুরগামী লেন ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় রাজার বাগান ক্লাব প্রচলিত দুর্গা পুজো মণ্ডপে। ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় ওই পুজো মণ্ডপ। এ প্রসঙ্গে পুজো কমিটির সহ-সভাপতি টিঙ্কু জানান, মানুষ নিরাশ হবেন না, যথা সময়ে মণ্ডপ সজ্জার কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ক্রেন এনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ট্রাক। আটক ট্রাকের চালক ও খালাসী। অন্যদিকে দ্রুততার সঙ্গে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে।

দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

রাকেশ মাইতি

Car accident news: মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে গাড়ি! অল্পের জন্য প্রাণরক্ষা চালকের, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও

হাওড়া: মুহূর্তে আগুনের গ্রাসে একটি চলন্ত গাড়ি, ভয়ানক সেই দৃশ্য ক্যামেরাবন্দি। ব্যস্ত সড়কে চালকদের চোখ আটকে গেল ভয়ানক সেই দৃশ্যে। বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে পড়ল জাতীয় সড়কে।

আরও পড়ুন: এত ছোট টেস্ট ম্যাচ! ভারতের কাছে লজ্জার হাত থেকে বাঁচল বাংলাদেশ, আর একটু হলেই…

এমন দৃশ্য হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে অঙ্কুরহাটি সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত হঠাৎই উলুবেড়িয়ার দিক থেকে কলকাতা যাবার পথে থমকে পড়ে একটি গাড়ি। তারপর দাউ দাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। জ্বলন্ত সেই গাড়ি থেকে কোনও ক্রমে প্রাণ বাঁচাতে চালকের আসন থেকে বাইরে বেরিয়ে আসেন চালক। পরের মুহূর্তেই গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

আরও পড়ুন: বাংলাদেশকে হারানোয় টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বিরাট বদল! কীভাবে ফাইনালে উঠতে পারবে ভারত?

কলকাতাগামী লেনে চলাচল বন্ধ হয়। এই ভয়ানক দৃশ্য দেখে অপর লেনের বহু চালক থমকে পরেন। বেশ কিছুক্ষণ দাউ দাউ করে জ্বলতে দেখা গেল গাড়িটি। মুহূর্ত পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। জানা গিয়েছে, ধুলোগড়ের দিক থেকে কলকাতায় যাওয়ার পথে আগুন লাগে ওই গাড়িতে। সেই সময় গাড়িতে শুধুমাত্র চালকই ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে অনুমান। গাড়িতে আগুন লেগে বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছে বুঝতে পেরেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন চালক।

Durga Puja 2024: সংসারে চাহিদা দিন দিন কমলেও, মণ্ডপ সজ্জায় এর কদর-ই আলাদা, কী বলুন তো?

নিত্য প্রয়োজনে অস্তিত্ব খোয়াতে বসলেও, কুলো, ঝোড়া, চুবড়ির চাহিদা বাড়ছে মণ্ডপ সজ্জায়! বর্তমান সময়ে মণ্ডপ সজ্জার একটি গুরুত্বপূর্ণ উপকরণে এই সমস্ত বাঁশের সামগ্রী।
নিত্য প্রয়োজনে অস্তিত্ব খোয়াতে বসলেও, কুলো, ঝোড়া, চুবড়ির চাহিদা বাড়ছে মণ্ডপ সজ্জায়! বর্তমান সময়ে মণ্ডপ সজ্জার একটি গুরুত্বপূর্ণ উপকরণে এই সমস্ত বাঁশের সামগ্রী।
কথায় রয়েছে বাংলার বাংলার অলি-গলিতে নানা শিল্প ছড়িয়ে রয়েছে। সেই সমস্ত গ্রামীণ শিল্পের মধ্যে অন্যতম বাঁশের তৈরি শিল্প।
কথায় রয়েছে বাংলার বাংলার অলি-গলিতে নানা শিল্প ছড়িয়ে রয়েছে। সেই সমস্ত গ্রামীণ শিল্পের মধ্যে অন্যতম বাঁশের তৈরি শিল্প।
এক সময় সাংসারিক নিত্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বাঁশ বা কঞ্চির তৈরি ঝোড়া, চুবড়ি, চ্যাঙড়ি চালনা, ধামা'র মত নানা জিনিস। এই সমস্ত জিনিস মূলত ফাঁপা বাঁশ দিয়ে তৈরি হয়। তখনকার দিনের মানুষের দারুণ কাজের উপযোগী ছিল। কালের নিয়মে সেসব হারিয়ে যেতে বসেছে আজ।
এক সময় সাংসারিক নিত্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বাঁশ বা কঞ্চির তৈরি ঝোড়া, চুবড়ি, চ্যাঙড়ি চালনা, ধামা’র মত নানা জিনিস। এই সমস্ত জিনিস মূলত ফাঁপা বাঁশ দিয়ে তৈরি হয়। তখনকার দিনের মানুষের দারুণ কাজের উপযোগী ছিল। কালের নিয়মে সেসব হারিয়ে যেতে বসেছে আজ।
প্লাস্টিক বা বিভিন্ন ধাতুর তৈরি জিনিসের চাহিদা বেড়ে কাঠ বা বাঁশের তৈরি সামগ্রী ব্যবহার কম হয়েছে। বর্তমানে একেবারে সামান্য এই জিনিসের ব্যবহার দেখা যায়। তবে গ্রাম বাংলার শিল্প সংস্কৃতি হিসাবে ডেকোরেশন-এর কাজে এদের চাহিদা বেড়েছে।
প্লাস্টিক বা বিভিন্ন ধাতুর তৈরি জিনিসের চাহিদা বেড়ে কাঠ বা বাঁশের তৈরি সামগ্রী ব্যবহার কম হয়েছে। বর্তমানে একেবারে সামান্য এই জিনিসের ব্যবহার দেখা যায়। তবে গ্রাম বাংলার শিল্প সংস্কৃতি হিসাবে ডেকোরেশন-এর কাজে এদের চাহিদা বেড়েছে।
বাঁশের ঝোড়া. চুবড়ি'র মতো সামগ্রী তৈরি করার কারিগর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। সারা বছর তাঁদের হাতে সেভাবে কাজ না থাকলেও, মন্ডপ সজ্জার কারণে কয়েক মাস আগে থেকে একটু কাজের চাপ থাকে।
বাঁশের ঝোড়া .চুবড়ি’র মতো সামগ্রী তৈরি করার কারিগর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। সারা বছর তাঁদের হাতে সেভাবে কাজ না থাকলেও, মন্ডপ সজ্জার কারণে কয়েক মাস আগে থেকে একটু কাজের চাপ থাকে।
সেই মতো হাওড়া বালুটিকিরি সজীব সংঘে বাঁশের বিভিন্ন সামগ্রী ব্যবহার করে সেজে উঠছে পুজো মণ্ডপ।
সেই মতো হাওড়া বালুটিকিরি সজীব সংঘে বাঁশের বিভিন্ন সামগ্রী ব্যবহার করে সেজে উঠছে পুজো মণ্ডপ।

Howrah News: একটি SMS-এই গোপন কথা ফাঁস! বাচ্চারা এই কাজটি করলেই খবর যাবে বাবা-মায়ের কাছে

হাওড়া: স্কুলছুট রুখতে হাওড়া দেউলপুর হাইস্কুলে বসল ফেস ডিটেকটেট ক্যামেরা! যার মাধ্যমে স্কুলে ছাত্র-ছাত্রীদের প্রবেশের পাশাপাশি স্কুলছুট হলেও সেই বার্তা পৌঁছবে অভিভাবকের ফোনে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুলছুট রুখতে এক অভিনব উদ্যোগ হাওড়া দেউলপুর হাই স্কুলের। সেখানে স্কুল অ্যালমনির ব্যবস্থাপনায় বসল ফেস ডিটেকটেট ক্যামেরা, যেখান থেকে স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের অভিভাবকের এর কাছে মেসেজ পৌঁছবে ফোনে। অনুরূপভাবে স্কুলছুট হলেই সেই বার্তা পৌঁছবে অভিভাবকের ফোনে। মূলত এই ধরনের অত্যাধুনিক যন্ত্রাংশ, সাধারণত বেসরকারি স্কুলগুলিতে দেখা যায়। এবার সেই সমস্ত বেসরকারি বিদ্যালয়গুলোর সঙ্গে পাল্লা দেওয়া অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এটি।

আরও পড়ুনঃ সেকেন্ডে উধাও হেঁচকি, জলেই হবে কেল্লাফতে! শুধু পান করুন সহজ এই নিয়মে! নিমেষে স্বস্তি

এই সিস্টেমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ঢোকার আর বেরোনোর সময় তাঁদের মুখ চিহ্নিত করে তার এসএমএস যাচ্ছে ছাত্র-ছাত্রীদের বাবা-মায়েদের কাছে। যা ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য ব্যবস্থার থেকে বেশি সুবিধা জনক এবং ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজে কার্যকরী। কোন ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ে আসছে আর বিদ্যালয়ে আসার নাম করে স্কুলছুট করছে তা ছাত্রছাত্রীদের বাবা-মায়েরা মোবাইলের এক এসএমএস এর মাধ্যমে সহজেই জানতে পারবেন।

এটি একটি অত্যন্ত ভাল পদক্ষেপ বলে জানালেন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, স্কুলের উন্নতিকল্পে স্কুল অ্যালমনি’র এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারি বিদ্যালয়ে এই ধরণের উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসনীয় বলে জানালেন এস আই পাঁচলা নর্থচক্র অমৃতা দে চৌধুরী। ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর মত বাংলা মাধ্যমের সরকারি বিদ্যালয়গুলোতে পরিপূর্ণ পরিষেবা প্রস্তুত করার জন্য এক এক করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন দেউলপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ বিশ্বাস |

রাকেশ মাইতি

Durga Puja 2024: রঙিন কাগজ কেটে তার উপর নকশা! ১ ফুটের দুর্গা মুর্তি বানিয়ে তাক লাগাল এই খুদে

হাওড়া: দুর্গা প্রতিমা বানিয়ে সারা ফেলেছে ছোট্ট শোভন! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে ৮ থেকে ৮০ বয়সের মানুষের মনে খুশির জোয়ার। এই পুজোর উৎসবকে সামনে রেখে ক্ষুদে শিল্পীর অসামান্য সৃষ্টি। পুজো উপলক্ষে, একদিকে মন্ডপ সেজে উঠছে অন্যদিকে শিল্পালয়ে প্রতিমা তৈরিতে চরম ব্যস্ততা। পুজোর গন্ধে মাতোয়ারা এ বাংলার মানুষ। এ সময় ছোট্ট প্রতিমা তৈরি করে জেলার মানুষকে তাক লাগিয়েছে ষষ্ঠ শ্রেণীর শোভন। এক ফুট উচ্চতার এই দুর্গা মূর্তির সঙ্গে রয়েছে লক্ষ্মী-সরস্বতী গণেশ কার্তিক। বিভিন্ন রঙের কাগজ কাটিং তার উপর রংয়ের নকশা। সহজে বোঝার উপায় নেই এই মূর্তি আসলে কাগজের তৈরি।

আরও পড়ুন: আরগোড়ী সেজোরায়ের বাগানে মণ্ডপে থিম ‘শক্তিদায়িনী ‘

পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই হাতের কাজের প্রতি অগাধ মনোযোগ শোভনের। বর্তমান সময়ে স্মার্টফোনের প্রতি শিশুদের সর্বাধিক আগ্রহ দেখা গেলেও, তাদের থেকে ব্যতিক্রম শোভন। লেখাপড়ার অবসর সময় মানে কাগজ রং পেন্সিল নিয়ে বসে পড়া। মাটি বা অন্যকিছু উপকরণ নয়। সুদর্শন ক্ষুদ্র দুর্গা প্রতিমা তৈরি হয়েছে কাগজ ও রঙের সাহায্যে। শুধুমাত্র কাগজকে সম্বল করে এক ফুটের দুর্গা প্রতিমা। হাওড়া বাগনানের টেঁপুর গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শোভন মাঝি। জানা গিয়েছে বাবা স্বপন মাঝি পেশায় সোনার কারিগর। মা শ্রাবণী মাঝি গৃহবধূ।

আরও পড়ুন: যেন অবিকল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র! দোকানে বসেই মহিষাসুরমর্দিনী পাঠ জুতো বিক্রেতার

ছোট্ট শোভনের এই কৃতিত্বে, পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন সকলেই বেশ আনন্দিত। এই কাজে শুরু থেকে পরিবারের উৎসাহ-তো ছিলই। প্রায় ৭-৮ দিনের প্রচেষ্টায় শোভন তৈরি করে ফেলেছে এক ফুট উচ্চতার মন ভোলানো দুর্গা প্রতিমা। রংবেরঙের কাগজ কাটিং তাতে আঠা দিয়ে জোর দেওয়া। সেই কাগজের উপর রঙ দিয়ে তুলির টান। তাতেই ফুটে উঠেছে দেবী দুর্গা। এ প্রসঙ্গে শোভনের মা শ্রাবণী মাঝি জানান, লেখাপড়ার অবসর সময়ে কাগজ রং পেন্সিল নিয়েই অধিকাংশ সময় কাটে। এবার এই দুর্গা প্রতিমায় গড়ায় দারুন আনন্দিত সকলে।

রাকেশ মাইতি

New Business Idea: অল্প পুঁজিতেই লাভজনক হবে ব্যবসা! আপনিও হতে পারেন সহজেই মালামাল

সামান্য পুঁজিতে লাভজনক পোশাক ব্যবসার সুযোগ এই পুজোর মরশুমে! অল্প মূল্যে চোখ ধাঁধানো ভিন্ন রকমের পোশাকের সম্ভার অঙ্কুরহাটি পোশাক হাট।
সামান্য পুঁজিতে লাভজনক পোশাক ব্যবসার সুযোগ এই পুজোর মরশুমে! অল্প মূল্যে চোখ ধাঁধানো ভিন্ন রকমের পোশাকের সম্ভার অঙ্কুরহাটি পোশাক হাট।
সারা বছর কম বেশি চাহিদা, আরও কয়েকগুন বারে পোশাকের চাহিদা। ৩০ থেকে ৫০ শতাংশ লভ্যাংশ থাকতে পারে এই ব্যবসায়।
সারা বছর কম বেশি চাহিদা, আরও কয়েকগুন বারে পোশাকের চাহিদা। ৩০ থেকে ৫০ শতাংশ লভ্যাংশ থাকতে পারে এই ব্যবসায়।
অল্প দিনে অঙ্কুরহাটি পোশা হাটের জনপ্রিয়তা ব্যাপক। অঙ্কুরহাটি পোশাক হাটে পাইকারি পোশাক কিনে খুব সহজে বহু পুরুষ মহিলা স্বনির্ভর হচ্ছেন।
অল্প দিনে অঙ্কুরহাটি পোশা হাটের জনপ্রিয়তা ব্যাপক। অঙ্কুরহাটি পোশাক হাটে পাইকারি পোশাক কিনে খুব সহজে বহু পুরুষ মহিলা স্বনির্ভর হচ্ছেন।
অঙ্কুরহাটি ও তার পার্শ্ববর্তী এলাকায় পোশাক তৈরি হয়ে সরাসরি অঙ্কুরহাটি পোশাক হাটে চলে যাচ্ছে। যে কারণে, অন্যান্য হাটের তুলনায় অঙ্কুরহাটি পোশাক হাটের পোশাক দাম কম।
অঙ্কুরহাটি ও তার পার্শ্ববর্তী এলাকায় পোশাক তৈরি হয়ে সরাসরি অঙ্কুরহাটি পোশাক হাটে চলে যাচ্ছে। যে কারণে, অন্যান্য হাটের তুলনায় অঙ্কুরহাটি পোশাক হাটের পোশাক দাম কম।
হাওড়া সহ পার্শ্ববর্তী জেলার মানুষ অঙ্কুরহাটি পোশাক হাট থেকে পাইকারি দামে পোশাক কিনে। নিজের এলাকায় দোকান বা বাড়ি থেকে ব্যবসা শুরু করে লাভবান হচ্ছেন।
হাওড়া সহ পার্শ্ববর্তী জেলার মানুষ অঙ্কুরহাটি পোশাক হাট থেকে পাইকারি দামে পোশাক কিনে। নিজের এলাকায় দোকান বা বাড়ি থেকে ব্যবসা শুরু করে লাভবান হচ্ছেন।
প্রতি বৃহস্পতি বার ও শুক্রবার হাট। অঙ্কুরহাটি পোশাক হার্টের জনপ্রিয়তার অন্যতম কারণ। সহজ যোগাযোগ ব্যবস্থা। ১৬ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে অবস্থান করেছে এই হাট। একদিকে কলকাতা হুগলী এবং অন্যদিকে মেদিনীপুর পৌঁছানো যায় খুব সহজে।
প্রতি বৃহস্পতি বার ও শুক্রবার হাট। অঙ্কুরহাটি পোশাক হার্টের জনপ্রিয়তার অন্যতম কারণ। সহজ যোগাযোগ ব্যবস্থা। ১৬ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে অবস্থান করেছে এই হাট। একদিকে কলকাতা হুগলী এবং অন্যদিকে মেদিনীপুর পৌঁছানো যায় খুব সহজে।

Money Making Tips: একরকম চাষ নয়! ঝুঁকি কমাতে ফুল চাষে মিশ্র পদ্ধতি বেশি লাভজনক 

হাওড়া: ফুল চাষে ক্ষতি ঠেকাতে বিকল্প পথ অবলম্বন কৃষকদের। হাওড়ার বাগনান ব্লকের বহু গ্রাম বর্তমানে ফুল চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছে ৷ এখানে বিরামপুর বাঁকুড়দহ হেলেদ্বীপ, কাঁটাপুকুর বিভিন্ন গ্রামে জবা ,গোলাপ, জারবেরা, টগর, জুঁই, বেল, গাঁদা, দোপাটি এবং নতুন করে পদ্ম চাষ হচ্ছে ৷

সারাবছর কম বেশি ফুলের চাহিদা থাকে ৷ পুজোর সময় দাম বাড়ে ৷ তবে এই সময় নানা সমস্যা দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগের মত, তাই একরকম চাষ করে ক্ষতির সম্ভাবনা প্রচুর ৷ অভিজ্ঞ ফুল চাষিরা মনে করছেন একসঙ্গে বিভিন্ন রকম ফুলের চাষ করলে ক্ষতি-এর সম্ভাবনা কম  ৷ তাই অনেকেই মিশ্র চাষ শুরু করেছে ফুলের ৷

আরও পড়ুন: বাড়িতেই শুরু করে দিন এই ব্যবসা! টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না

আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ৷ তাতেই মাথায় হাত হাওড়ার ফুল চাষিদের ৷ গত কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হয়েছে ফুল চাষে বলে দাবি তাঁদের ৷  দুর্গাপুজোর সময় কিছুটা বাড়তি উপার্জনের আশায় জল ঢেলে দিয়েছে এই বৃষ্টি বলে দাবি তাঁদের৷

হাওড়া জেলার বাগনানের বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ ফুল চাষের সঙ্গে যুক্ত ৷ এইসব এলাকার ফুল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাশাপাশি হাওড়ার মল্লিকঘাট বাজারেও বিক্রি হয় | ফুল চাষিরা সারা বছর ফুল বিক্রি করে উপার্জন করলেও বছরের কয়েকটি বিশেষ সময় অতিরিক্ত মুনাফা উপার্জনের আশায় বসে থাকে ৷  যার মধ্যে জন্মাষ্টমী থেকে শুরু করে কালীপুজো পর্যন্ত সময়টা অন্যতম ৷  যদিও এই বছর নিম্নচাপের বৃষ্টি তাঁদের আর্থিকভাবে অনেকটাই ক্ষতি করেছে ৷

আরও পড়ুন: ১৭ দিনে ১ লাখ টাকা হয়ে গেল ১০০ কোটি টাকা, এই জায়গায় লগ্নি বেড়েছে রকেটের গতিতে

এ প্রসঙ্গে অভিজ্ঞ ফুল চাষী পুলক ধারা জানান, ফুল চাষে দারুণলাভজনক। তাই বাগনান ব্লকের অধিকাংশ কৃষক অন্যান্য চাষ ছেড়ে ফুল চাষের দিকে ঝুঁকেছে। তবে ফুল চাষে সমস্যা রয়েছে। বিশেষ করে একরকম ফুল চাষ করলে ক্ষতি হবার সম্ভাবনা বেশি। তাই একাধিকবার নিশ্চয়ই ফুল চাষ চাষীদের পক্ষে সুবিধা জনক।

রাকেশ মাইতি

Durga Puja 2024: আরগোড়ী সেজোরায়ের বাগানে মণ্ডপে থিম ‘শক্তিদায়িনী ‘

হাওড়া: থিম সজ্জার চরম ব্যস্ততা মণ্ডপে মণ্ডপে। কয়েক মাস আগে শুরু হওয়া মণ্ডপে চলছে অন্তিম পর্যায়ের প্রস্তুতি। দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয় কয়েক মাস আগে থেকে। প্রতিমা শিল্পালয়ে দেবীর মৃন্ময়ী রূপে পূর্ণতা পায়। অন্যদিকে, পুজো মণ্ডপ সাজে ওঠে। শহরের পাশাপাশি মফস্বল বা শহরতলীতেও মানুষের মধ্যে পুজোর প্রথম থেকে ঠাকুর দেখার রেওয়াজ বাড়ছে। তাই মণ্ডপে মণ্ডপে চরম ব্যস্ততা চোখে পড়ছে।

মানুষ মণ্ডপ ও প্রতিমা দেখার অপেক্ষায়, সেই দিক গুরুত্ব রেখে অধিকাংশ মণ্ডপ পূর্ণতা পায় পুজোর কয়েক দিন আগে। জেলায় অধিকাংশ মণ্ডপ সাজের কাজ শেষ লগ্নে। চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা মণ্ডপে মণ্ডপে। শহরের সঙ্গে তাল মিলিয়ে সেজে উঠছে গ্রামের মণ্ডপ। সেই মতো মণ্ডপে থিমের সাজ হাওড়া আরগোড়ী সেজোরায়ের বাগান দুর্গোৎসব কমিটি। এবারের থিম ‘শক্তিদায়িনী’।

স্বল্প বাজেটেও দারুণভাবে দর্শকদের মন জয় করা যায়। পুজোর শুরু থেকে দারুণ আকর্ষণ, দর্শক হয় মণ্ডপমুখী। তবে চতুর্থী, পঞ্চমী থেকে ঠাসা ভিড় দেখা যায় এখানে। কাঠ, প্লাইউড, টিন, বাঁশ প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। পিতৃপক্ষের সূচনার অপেক্ষায় মানুষ, এমত অবস্থায় জোরদার মনোবল নিয়ে ব্যস্ততা মণ্ডপে মণ্ডপে। গত বছর মণ্ডপ সাজে উঠেছিল ‘কাঠের পুতুল’ থিমে, দারুন জনপ্রিয়তা। এবার মণ্ডপ সাজ ও প্রতিমা আরও বেশি দর্শকের মন আকর্ষণ করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

এ প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি শংকর মাজি জানান, প্রায় ৪ দশক ছুঁইছুঁই এই পুজো। গত কয়েক বছর থিমের মণ্ডপ সাজ। এ বছর পুজোর সাত লক্ষ টাকা বাজেট। প্রতিবছর আকর্ষণীয় থিম, দর্শকদের আকর্ষণীয় বিষয়কে সামনে রেখে মণ্ডপ সাজানোর উদ্যোগ নেওয়া হয়। শহরের বিশাল অংকের বাজেটের পুজো যেভাবে দর্শকদের ঢল নামায়, সেই তুলনায় পুজোর বাজেট এই পুজোয় কম হলেও, চোখে পড়ার মতো মানুষের উপস্থিতি এখানে।

রাকেশ মাইতি

Education News: ইতিহাস নিয়ে পড়া মানে শুধুই শিক্ষকতা নয়, রয়েছে দারুণ বেতনের ২০-২৫ রকম কাজের সুযোগ! জানুন

ইতিহাস: ইতিহাস নিয়ে পড়া মানেই শুধু শিক্ষকতা? ছাত্রছাত্রীদের এমন ধারণা ভুল! অন্যান্য বিষয়ের থেকেও নিশ্চিত ভবিষ্যত গড়তে পারে নিখুঁত ইতিহাস শিক্ষা। ইতিহাস পড়ে শিক্ষকতা ছাড়াও বেশ কিছু উজ্জ্বল ভবিষ্যৎ পেশা বেছে নেওয়া যেতে পারে।

বহু বছর আগে সৃষ্টি বা ঘটে যাওয়া, গৌরব কাহিনি ও নিদর্শন বর্তমান সময়ের ইতিহাস। সময় বদলেছে, সেই দিক থেকে বর্তমান সময়ে ইতিহাস বিষয়ের সঠিক জ্ঞান অর্জন করতে। কমপক্ষে ২০টি পথ রয়েছে যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা যেতে পারে। এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সঠিক ধারণা তৈরি করতে ইতিমধ্যেই হাওড়ার শোভারানি মেমোরিয়াল কলেজের ইতিহাস শিক্ষক মণ্ডলির দ্বারা কেরিয়ার কাউন্সিলিংয়ের উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: মাংস রান্নার সময় ঠিক কখন নুন দিতে হয় জানেন? যখন-তখন নুন দিলে রান্নার স্বাদ নষ্ট হতে পারে!

যেখানে কলেজ ও স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। ইতিহাস বিষয়ে পড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে আবেদন করা যেতে পারে। যেমন ট্যুরিজম, স্টোরি সাংবাদিকতা, এনজিও, অ্যান্থোপলজি, আর্ট হিস্ট্রি, মুদ্রাতত্ত্ব, লেখবিদ্যা, মিউজিয়াম কিউরেটর এমন গুরুত্বপূর্ণ প্রায় ২০টি বিষয়ে লক্ষ্যমাত্রা নিয়ে ইতিহাস পড়াতে পারে ছাত্রছাত্রীরা। সেই দিক থেকে এই বর্তমান সময় ইতিহাস পড়ার গুরুত্ব বেড়েছে। বর্তমান সময়ে দেশ ও বিশেষ করে বিদেশি পর্যটকের মধ্যে হেরিটেজ টুরিজমের ক্ষেত্রে দারুণ আগ্রহ।

আরও পড়ুন: চুল পড়ে পাতলা হয়ে যাওয়া আটকাতে কী করবেন? কী করলে চুলের ঘনত্ব বাড়ে? রইল সহজ টিপস

ছাত্রদের ট্যুরিজিমে দারুণ সুযোগ রয়েছে। পর্যটকদের দেখানো বোঝাতে ব্যক্তিগত উদ্যোগেও একদম নিজস্ব ভাবে কাজ করতে পারে। বর্তমান সময়ে ইউটিউবে ভাল সুযোগ রয়েছে। আঞ্চলিক ইতিহাস বিষয়ে নিখুঁত জ্ঞান থাকলে সেই সুবিধা পেতে পারে ছেলেমেয়েরা। এ প্রসঙ্গে ইতিহাস বিষয়ে অধ্যাপক, ডঃ সৌম্য পোড়েল জানান, ‘ভাল ভাবে ইতিহাস পড়তে পারলে, কমপক্ষে কুড়িটি সেক্টরে চাকরির সুযোগ থাকে ইতিহাস বিষয়ে পড়া ছেলেমেয়েদের কাছে।’

রাকেশ মাইতি

IMD Latest Weather Update: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি! ফের টানা বর্ষণের সম্ভাবনা দুই বঙ্গে, চলতে পারে লক্ষ্মীপুজোর পর পর্যন্ত

বর্ষা যেন এবার কিছুতেই পিছু ছাড়ছে না। বৃষ্টির তীব্রতা কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
বর্ষা যেন এবার কিছুতেই পিছু ছাড়ছে না। বৃষ্টির তীব্রতা কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
সোমবার দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
তবে তাপমাত্রা বাড়বে এবং সেই সঙ্গে আকাশ মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাই গরম বাড়তে পারে। তবে মঙ্গলবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, বলা যেতে পারে মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
তবে তাপমাত্রা বাড়বে এবং সেই সঙ্গে আকাশ মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাই গরম বাড়তে পারে। তবে মঙ্গলবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, বলা যেতে পারে মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পড়শি দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ায় ফের ডিভিসি জল ছাড়লে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ফের প্লাবিত হতে পারে।
পড়শি দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ায় ফের ডিভিসি জল ছাড়লে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ফের প্লাবিত হতে পারে।