Category Archives: মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ

Street food: জলের দরে সস্তা! সিকিমের বিখ্যাত খাবার শাফালে মিলছে এখন নবাবের জেলাতেই

মুর্শিদাবাদ: যারা ভোজন রসিক বাঙালি তাদের এখন মোমো পছন্দের খাদ্য। আর বড় থালার সাইজের শাফালে মোমো মিলছে বহরমপুরে। ৯০ টাকাতে বড় সাইজের মোমো খেতে ভিড় করছেন ক্রেতারা। আর এই বড় সাইজের শাফালে খেলেই পেট ভরে যাচ্ছে খাদ্য রসিকদের।

একদা পাহাড়ি স্ট্রিট ফুডের মধ্যে একটি জনপ্রিয় হল শাফালে বা শাবালে বলেও জানা হয় এটিকে। এটি মূলত সিকিমের একটি জনপ্রিয় খাবার। মাঝের অংশে মাংস বা বাঁধাকপির পুর ভরা থাকে। তারপর সেই পুর ভরা গোল ও অর্ধচন্দ্রাকার আকারে কেটে প্যানে ভাজা হয়। কখনও কড়াইয়ে ডুবো তেলেও ভেজে রান্না করা হয়।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সাধারণত চাটনি বা চিজের সঙ্গে খেতে দেওয়া হয়। এটি সিকিমের খাবার হলেও নবাবের জেলা বহরমপুর শহরে দেদার বিক্রি হচ্ছে এই শাফালে। বহরমপুরের বাসিন্দা সন্দিপ রায় নেপাল থেকে এই শাফালে তৈরি করা শিখে এসে নিজেই স্বনির্ভরতা পথ বেছে নিয়ে খুলেছেন তেলে ভাজার দোকান। সেখানেই বিক্রি হচ্ছে শাফালে। যার দাম ৯০ টাকা। দৈনন্দিন গড়ে ক্রেতাদের জন্য তৈরি করে থাকেন এই শাফালে।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

মূলত, চিনি, লবণ, বেকিং পাউডার, সাদা তেল দিয়ে ময়দা ভাল করে ময়ান দিয়ে তারপর জল দিয়ে মেখে নিতে হবে এবং এরপর ময়দার তালটিকে একটি ভিজে কাপড় দিয়ে ১৫ মিনিটের জন্যে ঢেকে রাখতে হবে। চিকেনটিকে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে। এরপর কাটা চামচ দিয়ে সেদ্ধ করা চিকেনের টুকরোগুলোকে আলগা করে ছাড়িয়ে নিতে হবে। পরে শাফালেকে তেলে ভাজলেই গরম গরম থালার ওপর সাজিয়ে দেওয়া হয় । এবং যা খাওয়া যাবে অতি সহজেই। আর বড় থালার সাইজের শাফালে খেতে ভিড় করছেন ক্রেতারাও।

কৌশিক অধিকারী

Bike Accident: হেলমেট ছাড়াই বাইক নিয়ে গতির ঝড়, অকালে ঝড়ে গেল প্রাণ‌

মুর্শিদাবাদ: হেলমেটবিহীন অবস্থায় বেপরোয়া বাইকের গতির বলি হল একজন। হরিহরপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জখম হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাকিবুল মেহনা। তাঁর বাড়ি ঝাজা এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত যুবকের নাম টিঙ্কু শেখ। তাঁর বাড়ি ললিতপুরে।

এই দুর্ঘটনাটি আরও একবার বুঝিয়ে দিল, রাজ্যে সরকার ও পুলিশের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে হেলমেট পরে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হলেও একটা অংশ এখনও তাতে কান দিচ্ছে না। এমনকি ট্রাফিক আইন সম্পূর্ণভাবে অমান্য করে বাইক অস্বাভাবিক দ্রুতগতিতে চালানো হচ্ছে।

আরও পড়ুন: ঘুমে ঢুলতে ঢুলতে গাড়ি চালাচ্ছিলে, জাতীয় সড়কে বেঘোরে প্রাণ গেল চালকের

এই দুর্ঘটনার প্রসঙ্গে স্থানীয়দের থেকে জানা গিয়েছে, মৃত রাকিবুল মেহনা ও আহত টিঙ্কু শেখ দু’জনেই বন্ধু। দুই বন্ধু মিলে দুপুরে বাইকে চড়ে রুকুনপুর থেকে হরিহরপাড়া দিকে আসছিল। প্রচন্ড জোরে বাইক চালাচ্ছিল তারা। একটি টোটোকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে দু’জনেই। রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে। স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি ছুটে আসেন। ওই দু’জনকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু চিকিৎসকরা রাকিবুল মেহনাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। রাকিবুল মেহনার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়।

কৌশিক অধিকারী

Murshidabad News: অতীতে ভেসে আসা বন্ধ বাক্স ঘিরেই চলে পুজো, বসে মেলা, নামে ভক্তদের ঢল

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: জলঙ্গি থানার সাদিখানদিয়ার নদী মোহনায় বটগাছের গোড়ায় বাক্সতে চলে মা কালীর পুজো। একদিনের পুজো উপলক্ষে বসে বিশাল মেলাও।অনেক জায়গায় মূর্তির পুজো হলেও এখানে বাক্সের পুজো চলে আসছে। তাও আবার মাত্র বারো ঘণ্টার জন্য। আর এই বারো ঘণ্টার পুজো দিতে  মানুষ ভিড় জমান। এই পুজো আদতে কত বছরের পুরনো এখনও পর্যন্ত সঠিক ধারণা পাওয়া যায় না কারও কাছ থেকেই।

বৈশাখ মাসের শেষ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত ধূমধামের সঙ্গে বিশাল মেলায় পরিণত হয় এই কালীতলায।কথিত,অতীতে এক রাতে  বন্যার জলে ভেসে যায় এই এলাকা। কিন্তু সেই বন্যার জলে লোহার বাক্স এবং বাক্সের উপরে একটি বটের চারা ভাসতে ভাসতে চলে আসেএই এলাকায়। অনেকেই বাক্সটা খোলার জন্য চেষ্টা করলেও খুলতে পারেননি।

আরও পড়ুন : দধিমঙ্গল থেকে সিঁদুরদান! বট ও অশ্বত্থ গাছের বিয়েতে ভূরিভোজ নিমন্ত্রিতদের

আজও এখানে সেই বাক্স ও বটগাছ ঘিরে বিশাল মেলায় পরিণত হয় এবং দিনভর চলে পুজো। মেলার উদ্যোক্তারা জানিয়েছেন, কালীতলায় বাক্স এবং বটগাছকে সর্বপ্রথম আগলে আগলে রেখেছিলেন খান বংশের সাত ভাই। তাইতো এই জায়গাটার নামকরণ হয়েছে সাদিখানদেয়ার এবং কালীতলা। বটগাছের মাঝখানে রয়েছে সেই বাক্সটা এটাকে সংরক্ষণ করে রাখার জন্য, সিমেন্ট ও পাথর দিয়ে এটাকে ঘিরে রাখা হয়েছে।

Lok Sabha Elections 2024: বাবার দেহ সৎকার করে ভোট দিতে ছুটলেন পুত্র-সহ পরিবারের ৩৫ জন সদস্য

বহরমপুর: বাবার দেহ সৎকার করে ভোট দিতে ছুটলেন পুত্র-সহ পরিবারের ৩৫ জন সদস্য। কারণ অধীর চৌধুরী যাতে বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। ২০১৯-এর লোকসভা ভোটের দিন বহরমপুরের মাজদিয়ার এলাকার বাসিন্দা রেণুকা মাড্ডি ছেলের মৃতদেহ ফেলে রেখেই ভোট দিতে ছুটে গিয়েছিলেন।

পাঁচ বছর পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে খানিকটা সেই ঘটনার পুনরাবৃত্তি। কারণটা হল অধীর চৌধুরীর জয় নিশ্চিত করা। ভোটের আগের দিন রবিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বহরমপুরের সারগাছি পুলিন্দা এলাকার বাসিন্দা কৃষ্ণচন্দ্র প্রামাণিকের।

আরও পড়ুন: রবিবার থেকেই আসছে বর্ষা! নির্ধারিত সময়ের তিনদিন আগেই দেশে ঢুকছে বর্ষা

সোমবার ভোটের দিন কৃষ্ণচন্দ্র প্রামাণিকের দেহ সৎকার করে সকাল ১১টা নাগাদ ভোট দিতে পৌঁছে যান তাঁর পরিবারের প্রায় ৩৫ জন সদস্য। আর সেই খবর পাওয়া মাত্র বুধবার প্রামাণিক পরিবারের সঙ্গে দেখা করতে যান বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। পরিবারের সকলের সঙ্গে কথা বলেন। অধীর রঞ্জন চৌধুরী তাদের বাড়ি আসায় খুশি সকলেই। কৃষ্ণচন্দ্র প্রামাণিকের ছেলে উত্তম প্রামাণিক বলেন, “অধীর চৌধুরীর প্রতি আমাদের ভালবাসা রয়েছে। আমরা চাই দাদা এই বছরও বিপুল ভোটে জয়লাভ করুন। সেই কারনে আমরা বাবার দেহ সৎকার করে ভোট দিতে গিয়েছিলাম।”

কংগ্রেস নেতা মহম্মদ আইনুল হক বলেন, অধীর চৌধুরীর প্রতি মানুষের যে সমর্থন কতটা তা এই ঘটনায় আরও এক বার প্রমাণিত হয়ে গেল। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, “নিজেদের পরিবারের সদস্যকে হারানোর শোক দমন করে শুধুমাত্র আমাকে ভোটে জেতানোর জন্য তাঁরা ভোট দিতে ছুটে গিয়েছিলেন। এটা জানতে পেরে আমি আপ্লুত। এটা আমার কাছে অনেক বড় পাওনা।”

Murshidabad News: ধরা পড়ল বিরাট জালিয়াতি, ভোটে জিততে এমন কুকীর্তি তৃণমূল পঞ্চায়েত সদস্যার!

মুর্শিদাবাদ: জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সদস্যপদ। সেই তৃণমূল পঞ্চায়েত সদস্যা সুমনা দাস চৌধুরীর সদস্য পদ বাতিল করল জেলা প্রশাসন। মুর্শিদাবাদের সুতি ২ ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েতের উমরাপুরের ১২ নং বুথের ১৩ নং সংসদের সদস্য সুমনা দাস চৌধুরীর সদস্য পদ বাতিল বলে ঘোষনা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তৃণমূল পঞ্চায়েত সদস্যার সদস্য পদ বাতিল করলেন জঙ্গিপুর মহকুমা শাসক একাম জে সিং। অভিযোগের ভিত্তিতে এই সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের পর সুতি ২ নম্বর ব্লকের ৭ নম্বর জেলা পরিষদের সিপিআইএমের প্রার্থী মহঃ তফিজুল ইসলাম  সুতি ২ বিডিও ও জঙ্গিপুরের মহকুমা শাসকের দফতরে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ৭  সেপ্টেম্বর ২০২৩ তারিখে অভিযুক্ত ও অভিযোগকারি সহ সাক্ষীদের মহকুমা শাসকের দফতরে হাজিরার নির্দেশ দেয়। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যা তাঁর সার্টিফিকেট সহ নথি নিয়ে হাজিরা দিলে সার্টিফিকেট জাল বলে ধরা পড়ে। এবং আধার ও ভোটার কার্ড বিকৃত করে জাল ওবিসি শংসাপত্র করা হয়েছে বলে স্বীকার করে নেন সুমনা দাস চৌধুরী।

আরও পড়ুন: বাংলার সিপিএম, কংগ্রেসকে ধরবেন না…ইন্ডিয়া জোট জিতলে কী অবস্থান? জানিয়ে দিলেন মমতা

এর পরেই জঙ্গিপুরের মহকুমা শাসক সুমনা দাস চৌধুরীর ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করে, সুতি থানা পুলিস কে তৃণমূল সদস্যার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। সুতি থানার পুলিশ সুমনা দাস চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১০/৪২০/৪৬৮/৪৭১ ধারায় মামলা দায়ের করে।সুতি থানা পুলিশ মামলা দায়ের করার পর গা ঢাকা দেন তৃণমূলের অভিযুক্ত তৃণমূল সদস্য। তার পরে আইনজীবী মারফত জঙ্গিপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন। তার পরে জামিনে মুক্ত হোন তিনি।

জাল ওবিসি শংসাপত্র বাতিল হলেও সুমনাদেবী পঞ্চায়েতের কাজকর্ম করে চলেছেন দেখে গত ৫ এপ্রিল  কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযোগকারী সিপিআইএমের জেলা পরিষদের প্রার্থী মহম্মদ তফিজুল ইসলাম। হাইকোর্টে মামলা দায়ের হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাষন। ২২ এপ্রিল ফের দু’পক্ষ কে হাজিরা দিতে বলা হয় জঙ্গিপুরের মহকুমা শাসকের দফতরে। এর পরেই ৯ মে ২০২৪ তারিখে জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং সুতি ২ ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েতের সুমনা দাস চৌধুরীর গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ বাতিল করেন।

অভিযোগকারী সিপিআইএম নেতা তফিজুল ইসলাম বলেন, ‘আমরা জালিয়াতির বিরুদ্ধে লড়াই করি। সাধারণমানুষের জন্য লড়াই করি। সুমনা দাস চৌধুরী নিজের জাল ওবিসি শংসাপত্র করে তিনি তাঁর সাংসদ এলাকার মানুষদের সঙ্গে জালিয়াতি করেছে। জালিয়াতি করা তৃণমূলের কাজ। সুমনা দাসের জাল ওবিসি শংসাপত্র করার পিছনে তৃণমূল নেতাদের বড় ভুমিকা রয়েছে। আমাদের লড়াই আমরা জিতবই। তৃণমূলের জালিয়াতি মানুষেপ সামনে এনে দিয়েছি।’

কৌশিক অধিকারী

বিছানায় শুয়েছিলেন স্বামী-স্ত্রী! মাঝরাতে হঠাৎ ‌স্ত্রী উঠে ‌যা দেখলেন! তারপর…

মুর্শিদাবাদ: গভীর রাতে স্ত্রীর পাশ থেকে নিখোঁজ স্বামী! এই নিয়ে চাঞ্চল্য এলাকায়। কিন্তু কেন এমনটা হল? ভেবে পাচ্ছে না কেউ, মাথায় হাত পরিবারের। নিখোঁজ স্বামী জয়নাল সর্দারের খোঁজে ইতি মধ্যেই থানায় মিসিং ডায়েরি করা হয়েছে।

জয়নাল সর্দার বয়স ৪৭ বছর। গত পনেরো বছর আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় সাদিখান দেয়ার ও গাছতলার বাসিন্দা রেজাউল শেখের মেয়ের সঙ্গে। বিয়ের পর জানতে পারেন ওনার প্রথম স্ত্রী রয়েছে এবং তার সন্তান রয়েছে। তারপরেও দ্বিতীয় বিয়ে করে সংসার জীবন বেশ ভালই চলছিল। দ্বিতীয় স্ত্রীর পক্ষেও এক সন্তান রয়েছে তার।

আরও পড়ুনDidi No 1 Rachana Banerjee: জ্যোতিষে বিশ্বাসী রচনা বন্দ্যোপাধ্যায়, কোন আঙুলে কী পাথর পরেন?কীভাবে রয়েছে ভাগ্য সহায়, জানুন

দ্বিতীয় স্ত্রী কাজলা বিবি জানান যে গত রাতে ছাদের উপরে দু’জনেই ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখে তিনি পাশে নেই। সকাল হতেই চারিদিকে খোঁজাখুঁজি শুরুর পরও কোনও জায়গায় তাকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন করলেও তা বন্ধ ছিল। ফলে এই নিয়ে চিন্তা আরও দ্বিগুণ হয়েছে। আরও জানা যায়, ১৫ বছর সংসার জীবনে অনেক ছোট ছোট খাটো ঝামেলা হয়েছে। বাড়ি থেকে চলেও গিয়েছে আবার ফিরেও এসেছে। কিন্তু এবার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

ভিন দেশ কুয়েতে যাওয়ার জন্য ঋণ করে টাকা গুছিয়ে রাখা হয়েছিল। আর দেড় লক্ষ টাকা নিয়ে তিনি পালিয়েছেন বলে অভিযোগ পরিবারের। ছেলের পরিবারের দাবি, দীর্ঘদিন থেকে তার শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকত সে। এর আগে এমন ঘটনা কখনই ঘটেনি। এবার হঠাৎ এই ঘটনায় চিন্তিত সকলেই। অভিযোগ, বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার, তাহলে সব গুরুত্বপূর্ণ নথি কেন রেখে গেলেন ? এই নিয়ে দু’পক্ষের পরিবার জলঙ্গী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর তদন্ত চালাচ্ছে পুলিশ ।

কৌশিক অধিকারী

Farmer Death: নাতিরা দৌড়ে চলে এলেও পারল না দাদু, বজ্রপাতে ফের কৃষকের মৃত্যু

মুর্শিদাবাদ: ফের বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। সুতির মহিশাইল গ্রামের ঘটনা। ওই গ্রামেরই কৃষক তাজেল শেখ (৫১) চাষের জমিতে শসা তুলতে গিয়েছিলেন। সেই সময়ই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই বজ্রপাতে মৃত্যু হয় ওই কৃষকের।

মৃত কৃষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এখন রোজ‌ সন্ধেতে ক্ষেত থেকে শসা তুলতে যান তিনি। দুই নাতিকে সঙ্গে নিয়ে মঙ্গলবারও একই কাজে গিয়েছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে দুই নাতিকে নিয়ে বাড়ির দিকে রওনাও দেন তাজেল। বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাননি। কিন্তু ছোট দুই নাতি ছুটে বাড়ি চলে গেলেও হঠাৎ বজ্রপাতে গুরুতর জখম হন ওই কৃষক।

আরও পড়ুন: ফ্রিজের জল ছাড়ুন, গরমে মাটির কলসির জল পানে এতগুলো উপকার পাবেন

সঙ্গে সঙ্গে পরিজন ও গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় তাজেল শেখ-কে মহিশাইল ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ। ওই কৃষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এদিকে বজ্রপাতের জেরে একের পর এক মৃত্যুর ঘটনায় বেশ ভীত কৃষকরা।

কৌশিক অধিকারী

Road Accident: হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল, লরির ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু

মুর্শিদাবাদ: বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই শ্রমিকের। এই ঘটনায় আরও একজন জখম হয়েছেন। তাঁদের কারোর মাথায় হেলমেট ছিল না। ঘটনাটি ঘটেছে সাগরদিঘির মিলকি এলাকায়।

পুলিশ সূত্রে খবর এই দুর্ঘটনায় মৃত দুই শ্রমিকের নাম রুয়েল শেখ ও মফিজুল শেখ। তাদের বাড়ি নবগ্রাম এলাকার নিমগ্রাম বেলুড়িতে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন তিনজন। ট্রাফিক আইন ভেঙে একটা বাইকেই তিনজন স‌ওয়ার হন। নবগ্রাম থেকে সাগরদিঘির মনিগ্রামে আসছিল বাইকটি। কিন্তু সাগরদিঘির মিলকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুয়েল শেখ’কে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ল ডাম্পার! খলনায়ক টায়ার…

অবস্থার অবনতি হলে মফিজুল শেখ ও মেহেদি হাসান নামে বাকি দুই যুবককে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করার কথা বলেন চিকিৎসকরা। কিন্তু পথেই মৃত্যু হয় মফিজুল শেখের‌। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। এদিকে ঘাতক লরিটিকে আটক করলেও তার চালক পলাতক।

কৌশিক অধিকারী

Lok Sabha Election 2024: বহরমপুর লোকসভাতে বেশ কিছু বুথে পুনরায় নির্বাচনের দাবি অধীরের

মুর্শিদাবাদ: শেষ হয়েছে চতুর্থ দফার বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব। মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হলেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা যায়। তবে নির্বাচন সম্পন্ন করেই মঙ্গলবার দুপুরে চেনা ছন্দে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী জানান, বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালারের বেশ কিছু জায়গায় রিগিং করা হয়েছে। আমরা ৬ থেকে ৭টি বুথে নতুন করে পুনরায় নির্বাচনের দাবি করব। অন্য দিকে অধীর চৌধুরী এও বলেন, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের হাব। দক্ষিণ ভারতে পশ্চিমবঙ্গ থেকে বেশি পরিমাণ শ্রমিক যায় কাজের উদ্দেশ্যে, তার কারণ পশ্চিমবঙ্গে কোনও কাজ নেই।

অন্য দিকে অধীরের গলায় শোনা যায় বীরভূমে কংগ্রেস প্রার্থী মিলটন রসিদ-এবং তাঁর এবার জয়ের সম্ভাবনা প্রবল। তৃণমূলকে কটাক্ষ করে অধীর এও বলেন, এত আনন্দ ও মশকরা করার সময় এটা নয়, বীরভূমে তৃণমূলের আসন হাতছাড়া প্রবল বলেই মন্তব্য করেন অধীর চৌধুরী।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বহরমপুর লোকসভা-সহ রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালার-সহ বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি হয়। ছাপ্পা ও রিগিং করার অভিযোগ তোলে কংগ্রেস। অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের দিকে। আর সেই সমস্ত বুথেই এবার নতুন করে পুনঃনির্বাচনের দাবি করলেন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ।

কৌশিক অধিকারী

Lok Sobha Election 2024: নিজের শহরেই থাকলেন ‘রবিনহুড’! ভোটের সার দিন কী করলেন কংগ্রেস নেতা অধীর

মুর্শিদাবাদ: টানা পাঁচবারের সংসদ। এইবছর কিন্তু নির্বাচনের লড়াই বেশ কঠিন। তবে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের সকালে কাশিমবাজারের তার নিজস্ব বাসভবন থেকে বেরিয়ে সোজা বহরমপুর শহরের বেশ কিছু ওয়ার্ডে ঘুরেই পৌঁছালেন দলীয় কার্যালয়ে।

সেখানে সকালে ডালপুরি খেয়ে আবার যাত্রা শুরু। দিনভর শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে খোঁজ নিলেন দলীয় কর্মীদের কাছে কীভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে। একদা নিজের গড় হিসেবেই পরিচিত বহরমপুর শহর। টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী।

আরও পড়ুন: অনিয়মিত পিরিয়ড, ক্র‍্যাম্প, অসহ‍্য যন্ত্রণা? মহৌষধের মতো কাজ করবে এই ‘চা’! বাড়তি পাওনা-কমবে ওজন

১৯৯৯ থেকে এই আসন ধরে রেখেছেন অধীর চৌধুরী, তবে এবছর লোকসভা নির্বাচনের লড়াই ছিল বেশ কঠিন। নির্বাচনের প্রচারে চোখ মুখে ছাপ তা বোঝা যাচ্ছিল। রবিবার মধ্যরাতেও ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এই অভিযোগে ছুটে যান অধীর চৌধুরী। তবে সোমবার সকাল থেকেই শান্ত ভাবেই থাকলেন ‘বহরমপুরের রবিনহুড’ তথা অধীর চৌধুরী।

দিনভর গাড়ি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা গেলেও তার কনভয় আটকে দেয় পুলিশ। পরে সাংবাদিকদের গাড়িও আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। যদিও নিজের গড় ছেড়ে অন্য কোথাও যেতে দেখা গেল না অধীর চৌধুরীকে।

সোমবার সকাল থেকেই নিজের শহরে বসে থাকলেন তবে আত্মবিশ্বাসী টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীও। ভোট কেন্দ্রে গিয়ে কোথাও ভোটারদের কাছ থেকে আর্শিবাদ পেলেন । আর তাতেই আপ্লুত অধীর।

কৌশিক অধিকারী