Tag Archives: Drone

Ram Navami 2024: সাবধান! অনেক ওপর থেকে নজর রাখছে পুলিশ, উড়ছে ড্রোন

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের মাধ্যমেই বুধবার রামনবমী। আর তা নিয়া সর্বত্র সাজো সাজো রব। গত কয়েক বছর ধরেই রামনবমীর শোভাযাত্রা ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে বাংলায়। যদিও এই দৃশ্য অতীতে দেখা যেত না। ফলে এবার ঝুঁকি না নিয়ে সকাল থেকেই ড্রোন উড়িয়ে পথ-ঘাট, অলিতে-গলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনরকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। বুধবার সকাল থেকেই বিশেষ পুলিশি নিরাপত্তা চোখে পড়ছে এখানকার এলাকাগুলিতে। বিশেষ করে যে সকল জায়গায় রামনবমীর শোভা‌যাত্রা বের হওয়ার কথা আছে সেই এলাকাগুলিতে পুলিশের নজরদারি তুঙ্গে উঠেছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চালানো হচূ কড়া নজরদারি। যাতে কোন‌ওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আর‌ও পড়ুন: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী মাঠে দিনমজুরি করে সংসার চালাচ্ছেন!

লোকসভা নির্বাচনের প্রচার পর্ব চালায় আরো বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। বারাকপুরের প্রতিটি থানা এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি শোভাযাত্রায় নজরদারিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই জায়গাগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের সঙ্গে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে আপাতত থেকে যাওয়া এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেও। এদিন নিউ বারাকপুর থেকে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় তত লোকজন না থাকলেও, দেখা গেল শোভাযাত্রা ঘিরে ব্যপক পুলিশি নজরদারি। ছিলেন ঘোলার এসিপি তনয় চ্যাটার্জি, থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিনের এই রামনবমীর শোভা‌যাত্রা শেষ হয়। জেলার অন্যান্য প্রান্তেও শোভাযাত্রা ঘিরে বাড়তি নজরদারি চোখে পড়ছে।

রুদ্রনারায়ণ রায়

Coffee on Drone: কফি অর্ডার করে এ কী দেখা যাচ্ছে! উড়ে আসছে পানীয়, কলকাতার এই ক্যাফেতে আজব কাণ্ড!

অর্ডার করা মাত্রই কয়েক মিনিটের মধ্যে আপনার সামনে উড়ে আসবে কফি, আর তা হচ্ছে ড্রোনের মাধ্যমে। এমনই অভিনব কৌশলে সকলের নজর কাড়ছে কলকাতার একটি ক্যাফে রেস্টুরেন্ট
অর্ডার করা মাত্রই কয়েক মিনিটের মধ্যে আপনার সামনে উড়ে আসবে কফি, আর তা হচ্ছে ড্রোনের মাধ্যমে। এমনই অভিনব কৌশলে সকলের নজর কাড়ছে কলকাতার একটি ক্যাফে রেস্টুরেন্ট
ড্রোনের মাধ্যমে কফি পরিবেশনের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সল্টলেকের 'কলকাতা ৬৪' দিচ্ছে ড্রোনের মাধ্যমে কফি পরিবেশনের এই মনকাড়া অভিজ্ঞতা।
ড্রোনের মাধ্যমে কফি পরিবেশনের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সল্টলেকের ‘কলকাতা ৬৪’ দিচ্ছে ড্রোনের মাধ্যমে কফি পরিবেশনের এই মনকাড়া অভিজ্ঞতা।
সাধারণত ফটোগ্রাফির কাজে ড্রোন ব্যবহার করতে দেখা গেলেও, এভাবে কফি পরিবেশন করা ড্রোন দেখে রীতিমত তাজ্জব নেটপাড়ার মানুষজন
সাধারণত ফটোগ্রাফির কাজে ড্রোন ব্যবহার করতে দেখা গেলেও, এভাবে কফি পরিবেশন করা ড্রোন দেখে রীতিমত তাজ্জব নেটপাড়ার মানুষজন
ড্রোনের উপর রাখা রয়েছে কফির কাপ, আর সেই ড্রোনটি কিছু দূরে বসে থাকা ব্যক্তির দিকে উড়ে যায়। ব্যক্তিটি ড্রোন থেকে কফির কাপটি তুলে নিতেই ফিরে যায় ড্রোন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সেই ছবি
ড্রোনের উপর রাখা রয়েছে কফির কাপ, আর সেই ড্রোনটি কিছু দূরে বসে থাকা ব্যক্তির দিকে উড়ে যায়। ব্যক্তিটি ড্রোন থেকে কফির কাপটি তুলে নিতেই ফিরে যায় ড্রোন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সেই ছবি
ড্রোন থেকে কফি পরিবেশনের এই পরিষেবা শুধুমাত্র ওই ক্যাফে রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ বলে জানানো হয়েছে। এই পরিষেবাটি হোম ডেলিভারির জন্য নয়। ক্যাফেতে উপস্থিত থাকলেই মিলবে এই পরিষেবা, তবে আপাতত সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার মিলছে এই পরিষেবা
ড্রোন থেকে কফি পরিবেশনের এই পরিষেবা শুধুমাত্র ওই ক্যাফে রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ বলে জানানো হয়েছে। এই পরিষেবাটি হোম ডেলিভারির জন্য নয়। ক্যাফেতে উপস্থিত থাকলেই মিলবে এই পরিষেবা, তবে আপাতত সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার মিলছে এই পরিষেবা
সোশ্যাল মিডিয়ায় এই ড্রোনের করা পরিবেশন এর কফি খেতে অনেকেই এখন সপ্তাহে এই বিশেষ দুদিন ভিড় জমাচ্ছেন
সোশ্যাল মিডিয়ায় এই ড্রোনের করা পরিবেশন এর কফি খেতে অনেকেই এখন সপ্তাহে এই বিশেষ দুদিন ভিড় জমাচ্ছেন “কলকাতা ৬৪” তে

Agriculture News: মানুষের হয়ে মাছ চাষ বা গরু পালনের কাজ করবে ড্রোন! কীভাবে দেখুন

দক্ষিণ ২৪ পরগনা: মাছ চাষ করতে চান বা আপনি গবাদি পশু পালন করেন? তবে আর চিন্তা নেই, আপনার হয়ে সব কাজ করে দেবে ড্রোন! ফিশারিজ ও হাসবেন্ডারিতে যুগান্তকারী পরিবর্তন এসে গেছে বাংলার গ্রামে গ্রামে।

আরও পড়ুন: গরুর ঘরের টাকাও তছরূপ! টাকা নিয়ে গোয়ালঘর তৈরি না করার অভিযোগ

আগেই চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক, সার দেওয়ার কাজ শুরু হয়েছিল। এবার মাছ ও গবাদিপশুর ওষুধ’ও স্প্রে করবে এই ড্রোন। তারই পরীক্ষা নিরীক্ষা হল মথুরাপুর-২ ব্লকের দক্ষিণ জয়কৃষ্ণপুরে‌। যা দেখতে ভিড় করে এলাকার শতাধিক বাসিন্দা। মথুরাপুর-২ ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়।

হঠাৎ মাছের মড়ক লাগলে অথবা একটি এলাকায় একাধিক গবাদি পশু অসুস্থ হয়ে পড়লে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অত্যন্ত কার্যকরী হতে পারে ড্রোন। সেই বিষয়টাই হাতে-কলমে এলাকায় প্রয়োগ করেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায়। এই পরীক্ষার ফলাফলে তাঁরা বেশ খুশি। উপস্থিত ছিলেন মথুরাপুর-২ ব্লকের কৃষি আধিকারিক সহ অন্যান্য সরকারি অফিসাররা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১২ মিনিটের মধ্যে ওষুধ দেওয়ার যাবতীয় কাজ হয়ে যাবে। দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্থ জায়গা চিহ্নিত করাও সম্ভব হবে এই প্রক্রিয়ায়। ফলে লাভবান হবেন সকলেই।

নবাব মল্লিক

Bengali News: আর সিনেমা নয়, এবার বাস্তবেও এইভাবে চাষ হবে

উত্তর ২৪ পরগনা: হাতে চাপা মেশিনে কালঘাম ছুটিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে ফসলের ক্ষেতে আর কীটনাশক স্প্রে করতে হবে না চাষিকে। এবার ড্রোনেই হবে কেল্লাফতে। ভারত-বাংলাদেশ সীমান্তের শহরে আধুনিক পদ্ধতি চাষের এই যন্ত্র নতুন দিশা দেখাচ্ছে।

আরও পড়ুন: শীত পুরোপুরি যাওয়ার আগেই তীব্র জল সঙ্কট সুন্দরবনে, পুকুরের জলে হচ্ছে রান্না

স্বল্প খরচে চাষের কাজে ব্যবহারের জন্য ড্রোন ভাড়া নেওয়ার সুযোগ তৈরি হয়েছে চাষিদের জন্য। আর এই সুবিধার পথ দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ সীমান্ত এলাকার চাষীদের বিশেষ সুবিধা করে দিয়েছে। সীমান্ত শহর বনগাঁয় চাষের জমির উপর ড্রোন উড়িয়ে সল্প সময়ের মধ্যে কয়েক বিঘা জমিতে কীভাবে কীটনাশক সহ বিভিন্ন ওষুধ ছড়ানো যাবে সেই বিষয়টি তুলে ধরার পাশাপাশি সুবিধা-অসুবিধার নানা দিক কৃষকদের জানালেন কৃষি আধিকারিকেরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বনগাঁ সাব ডিভিশনের তিনটি ব্লক বনগাঁ, বাগদা এবং গাইঘাটার চাষিরা এই ড্রোন কেনার ক্ষেত্রে যেমন ৫০ শতাংশ ভর্তুকি পাবেন, তেমনই আর্থিক সামর্থ্য না থাকলে চাষিরা এই ড্রোন ভাড়া নিয়েও ব্যবহার করতে পারবেন বলে জানান কৃষি আধিকারিক। সার ছড়ানো হোক বা কীটনাশক, স্বল্প খরচে সময় বাঁচিয়ে সব কাজ মুহুর্তে করে দেবে আধুনিক প্রযুক্তির ড্রোন। ফলে অনেকাংশেই লাভবান হবেন কৃষক। চাষের কাজে এই আধুনিক পদ্ধতি প্রয়োগের প্রশিক্ষণ পেয়ে উপকৃত হয়েছেন সীমান্ত এলাকার চাষিরাও।

রুদ্রনারায়ণ রায়

Birbhum News: এক ক্লিকেই জমিতে সার দিতে পারবেন কৃষকরা! কৃষি দফতর দিল বড় সুখবর

বীরভূম: মাজরা পোকা, ছত্রাকের হাত থেকে কৃষি জমিকে সুরক্ষিত রাখতে আধুনিক পদ্ধতিতে এবার ড্রোন ব্যবহার করা হবে কৃষকদের মধ্যে।গতকাল দুপুরে এই বিষয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বীরভূমের মল্লারপুরে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে জেলায় ড্রোনের মাধ্যমে ফসল ভর্তি জমিতে কীটনাশক দেওয়া হবে।  আর এর ফলেই অতিরিক্ত খাটনি কমবে কৃষকদের। মাত্র ১০ মিনিটের মধ্যে এক একর জমিতে ড্রোনের মাধ্যমে স্প্রে করা যাবে।

রিমোট দিয়ে ড্রোনের মধ্যে ব্যাটারির সহযোগে খুব সহজেই মাত্র ১০ মিনিটের মধ্যে এক একর জমিতে স্প্রে করা যাবে কীটনাশকের। ইফকো ভারতবর্ষের মধ্যে মোট ৪০০০ ড্রোন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দিয়েছেন। ইফকো এই কারণে বেশ কিছু অ্যাপ তৈরি করেছেন। ওই অ্যাপের মাধ্যমে যদি কোনও কৃষক তার জমিতে ড্রোনের মাধ্যমে স্প্রে করতে চায় তাহলে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে তার নিকটবর্তী যে কোন ড্রোন ব্যবহার সংস্থা তাঁকে সহযোগিতা করবে। খুব শীঘ্রই ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়া কৃষকদের জমিতে খুব সহজেই স্প্রে করা সম্ভব হবে।

আরও পড়ুন: মাছ-মাংসের দামি ফ্রাই লাগবে না, বাড়িতে সহজেই বানান ‘ঝাল কদম’! জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা

তিনি আমাদের আরও জানান “সার ও কীটনাশক প্রয়োগে ড্রোনের ব্যবহার কৃষি ক্ষেত্রকে নতুন দিশা দেখাবে। এর ফলে অনেকটা আয়তনের জমিতে কম সময়ে ও কম খরচে সার ও কীটনাশক দেওয়া সহজ হবে। অনেক সময় কোনও ফসলে পোকা ও ছত্রাকের আক্রমণ ঘটলে সেই জমির মালিক যদি দ্রুত ব্যবস্থা না নেয় তা হলে রোগ ও পোকার আক্রমণ আশেপাশের জমিতে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। কিন্তু ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানো হলে সেই আশঙ্কা দূর হবে।”

আরও পড়ুন: ঝঞ্ঝা-বিপরীত ঘূর্ণাবর্তের চোখরাঙানি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই চার জেলায়, সোমবার থেকে ঘুরবে আবহাওয়ার খেলা

রামপুরহাটের এক কৃষক সূর্য লেট বলেন, “চাষের জমিতে ঘুরে ঘুরে কীটনাশক বা সার দেওয়ার সময় সর্পাঘাতে অনেক কৃষক আহত হন। কিন্তু ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলে সর্পাঘাতের সম্ভাবনা অনেকাংশে কমবে।” তবে জেলার সমস্ত ব্লকে কৃষি ক্ষেত্রে ড্রোনের প্রযুক্তির ব্যবহার করা হবে বলে কৃষি দফতর জানিয়েছে।

সৌভিক রায়

Hooghly News: কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ, জেলার চাষীরা হয়ে উঠবেন স্মার্ট কৃষক 

হুগলি: চাষের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। চাষে ড্রোনের ব্যবহার  করে হুগলির চাষিরা হয়ে উঠবেন স্মার্ট কৃষক। পাঞ্জাব, কেরল এর মতন এলাকায় আগেই শুরু হয়েছিল কৃষি কাজে টেকনোলজির ব্যাবহার। এবার হুগলির কৃষকরাও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে করবেন কৃষিকাজ। ড্রোনের এর মাধ্যমে কীটনাশক স্প্রে এর কাজে একদিনে যেমন সময় বাঁচবে অন্যদিকে প্রাণের ঝুঁকিও কম থাকবে। তাই সেই প্রশিক্ষণ দিতে একেবারে কৃষকদের সঙ্গে নিয়ে মাঠে নামলেন খোদ কৃষি মন্ত্রী বেচারাম মান্না।

আরও পড়ুন: রাতের আঁধারে পুড়ছে শয়ে শয়ে গাছ! বনভূমি ধ্বংস গোঘাটে

হুগলি জেলা জুড়ে এক লক্ষের অধিক হেক্টর জমিতে ধান চাষ হয় প্রতি বছর। প্রতি বছরই ধানে ওষুধ দিতে সমস্যায় পড়েন কৃষকরা। ধান গাছ বৃদ্ধি হওয়ার সঙ্গে বাড়তে থাকে সাপের উপদ্রব। কৃষিতে উন্নতি সাধনের পথে এক ধাপ এগিয়ে এলেন মন্ত্রী বেচারাম মান্না। রাজ্য সরকারের সহযোগিতায় কৃষকদেরকে ড্রোনের ব্যবহার করে কীটনাশক স্প্রে কি ভাবে করতে হবে সেই বিষয়ে কৃষকদের হাতে কলেমে বোঝালেন। এর ফলে যেমন একদিকে কৃষকরা সাপের কামড়ের থেকে রক্ষা পাবেন, অন্যদিকে কম সময়ে অনেক বেশি জমিতে কীটনাশক স্প্রে করা যাবে।

আরও পড়ুন:  কেওয়াইসি করানোর নাম করে ফোন, নিমেষেই নিঃস্ব হতে পারেন আপনি

ড্রোন ব্যবহারের কি কি সুবিধা রয়েছে কিভাবেই বা ব্যবহার করবেন কৃষকরা:

  • এক একর জমি স্প্রে করতে খরচ পড়বে ৩০০ থেকে ৪০০ টাকা। ড্রোন কিনতে রাজ্য সরকার ভর্তুকি দেবে । কৃষকের জন্য তিন লক্ষ টাকা ভর্তুকি রাখা হয়েছে ।
  • এসপিও অধীনে যদি কোন ফার্মার ইন্টারেস্টটেড গ্রুপ তারা যদি এই ড্রোন কিনতে চায় তাদের জন্যও রয়েছে ৮০ শতাংশ ভর্তুকি সঙ্গে রয়েছে লোনের সুবিধা। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই স্কিমে চাষিরা লোন নিলে সেখানে অনেক কম সুদে লোন পাওয়া ব্যাবস্থা রয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বৈজ্ঞানিক পদ্ধতিতে কম খরচে স্বল্প ব‍্যায়ে ড্রোনের মাধ্যমে চাষের জমিতে সার প্রয়োগ করার জন্য অভিনব এক উদ্যোগ গ্রহণ করলেন কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও জেলা কৃষি দফতর। সিঙ্গুর ব্লকের ২নং গ্রাম পঞ্চায়েতের আথালিয়া মাঠে পরীক্ষা মূলক ভাবে ড্রোন দিয়ে চাষের জমিতে সার প্রয়োগ করা হল।

রাহী হালদার