Tag Archives: Kolkata News

শহর কলকাতার খবর (Kolkata News) ৷ প্রতিদিন শহরে কী কী ঘটছে, তার প্রতিনিয়ত আপডেট জানতে চোখ রাখুন নিউজ18 বাংলার (News18 Bangla) ওয়েবসাইটে ৷ আবহাওয়ার খবর থেকে শুরু করে রাজনীতি, খেলা, শিক্ষা সংক্রান্ত কলকাতার সব খবরই পাবেন এখানে ৷ দেশ-বিদেশে কী ঘটছে, জানার যেমন প্রয়োজন রয়েছে ৷ তেমনি নিজের শহর কলকাতার প্রতি মুহূর্তের আপডেট (Latest Kolkata News) জানাও অত্যন্ত প্রয়োজন ৷

রাজনীতির খবর থেকে শুরু করে শহরে কোথায় কী ঘটছে ৷ সব জানা যাবে এখানেই ৷ থাকছে আবহাওয়া, খেলা এবং ক্রাইম সংক্রান্ত খবরও ৷ কোনও খুনের ঘটনার রহস্যের কিনারা হল কী না, বাংলার রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কখন কী করছেন, সব জানতে অবশ্যই পড়তে হবে নিউজ18 বাংলার ওয়েবসাইট ৷

আভিজাত্য এবং বনেদিয়ানা বজায় রাখার সিংহভাগ আজও বজায় করে চলেছে উত্তর কলকাতা। এখানকার সাবেকি আমলের বাড়ি, ট্রাম, হাতে টানা রিকশা সব মিলিয়ে কোথায় যেন আস্ত কলকাতা শহরের গন্ধটা অনুভব করা যায় ৷ অপরদিকে দক্ষিণ কলকাতা বজায় রেখেছে আধুনিকতার ছোঁয়া। নিত্যনতুন সাজে কলকাতাকে সাজিয়ে তুলেছে। সব মিলিয়ে নতুন-পুরোনোর রঙে-ঢং-এ এবং সাবেকিয়ানা ও আধুনিকতার আভিজাত্য মেশানো স্মৃতিবিধুর কলকাতা আমাদের প্রাণের শহর তিলোত্তমা। এই শহরের সব খবর তাই না জানলেই নয় ৷ যা প্রতিনিয়ত পাওয়া যাবে নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷

Gardenreach building collapse: আরও মৃত্যু? গার্ডেনরিচের ভগ্নস্তুপে কুকুর এখনও খুঁজছে দেহ, কড়া হচ্ছে পুরসভাও

কলকাতা: কলকাতা পুর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা৷ সোমবারই গার্ডেনরিচ এলাকায় গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি সেখানে বলেন, এমন বেআইনি নির্মাণের বিরুদ্ধে আরও কড়া হতে হবে প্রশাসনকে৷ আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও৷ সেই মতো আরও কড়া হতে চলেছে কলকাতা পুরসভা৷ এখনও পর্যন্ত দিনে গড়ে ১১টি বেআইনি নির্মাণ ভাঙত কলকাতা পুরসভা, সেই সংখ্যাটি বাড়িয়ে এ বার ১৬ করার কথা পুরসভার অন্দরে হয়েছে বলেও জানা গিয়েছে৷

অন্য দিকে গতকাল মধ্যরাত পর্যন্ত গার্ডেনরিচ কাণ্ডে একের পর এক মৃতের সংখ্যা বাড়তে থাকে৷ রাতের দিকে মৃতের সংখ্যা বেড়ে হয় ১০৷ মঙ্গলবার সকাল থেকে ফের শুরু করা হয় ধ্বংসস্তুপ সরানোর কাজ৷ সেখানে নিয়ে আসা হয় পুলিশ কুকুর৷ ধ্বংসস্তুপের মধ্যে কোথাও আর কোনও দেহ রয়েছে কি না, তা অনুসন্ধান চালাতে শুরু করে পুলিশ৷ এদিকে আর্থ মুভার দিয়ে ওই নির্মিয়মাণ বহুতলের ভগ্নস্তুপ সরানোর ব্যবস্থা করা হয়৷

ইতি মধ্যে ওই বেআইনি নির্মাণের প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ৷ পাশাপাশি, প্রশাসনের সর্বস্তরে বেআইনি নির্মাণ রুখতেও আলাদা করে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷ তবে যা খবর মিলেছে, এখনও পর্যন্ত এই ভগ্নস্তুপের মধ্যে মোট পাঁচ তলার তিনটি তলা সরাতে পেরেছেন উদ্ধারকারীরা৷ আও দু’টি তলা এখনও সরানো বাকি আছে৷ সেগুলো না সরানো পর্যন্ত বিস্তারিত কিছু বলতে চাইছেন না দমকলকর্মীরা৷ তবে প্রমোটরের বিরুদ্ধে এখন খুনের মামলা রুজু করেছে কলকাতা পুলিশ৷

Kolkata Airport: কলকাতার আকাশে মহা-বিপদ! বড় বিমান দুর্ঘটনাও ঘটতে পারে! নবান্নকে চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের

কলকাতা: লেজার আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে পাইলটদের। বিমানবন্দর সন্নিহিত এলাকায় নিত্যদিন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার আবেদন করেও মিলছে না সাড়া। বারবার পুলিশকেও অভিযোগ জানানো হয়েছে। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে বিমান সংস্থা ও পাইলটদের সঙ্গে কথা বলে নবান্নের দৃষ্টি আকর্ষণ করল কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ লেজার লাইট সমস্যা নিয়ে রাজ্যের পুর দফতরকে চিঠি দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই মর্মে আবেদন জানায়, বিমানবন্দরের আশপাশের এলাকায় লেজার রশ্মির ব্যবহার যেন পুরোপুরি নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন: মেদিনীপুরে দাঁড়াবেন না দিলীপ ঘোষ? বদল হবে আসন? দিল্লিতে ডাক নেতাদের

শুধু তাই নয়, পুলিশ এবং বিমানবন্দর এলাকার পুরসভাগুলির সহযোগিতা কাম্য সেই কথাও বলা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটকেও চিঠি দেওয়া হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে কলকাতায় আসা বিমান লেজার রশ্মির ফলে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। ২৫ ফেব্রুয়ারির রাতে অল্পের জন্য বেঁচেছিল একটি বিমান। ২৮ ফেব্রুয়ারি আগরতলা থেকে কলকাতায় আসা একটি বিমান লেজার রশ্মির ফলে দুর্ঘটনার কবলে পড়ছিল।

Kolkata New 4 Restaurants: ভোজনরসিকদের জন্য সুখবর, শহর কলকাতার প্রাণকেন্দ্রে খুলেছে ৪ নতুন রেস্তরাঁ! রইল ঠিকানা

বাঙালিদের মনে খানাপিনার স্থান আলাদাই। আর কলকাতার পরিচয়ের ক্ষেত্রে খানাপিনারও এক বিশেষ স্থান রয়েছে। ভোজনরসিক বাঙালিদের জন্য শহরে খুলছে নতুন নতুন কাফে-রেস্তোরাঁ। এর মধ্যে অন্যতম হল কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের চারটি নতুন রেস্তরাঁ।
বাঙালিদের মনে খানাপিনার স্থান আলাদাই। আর কলকাতার পরিচয়ের ক্ষেত্রে খানাপিনারও এক বিশেষ স্থান রয়েছে। ভোজনরসিক বাঙালিদের জন্য শহরে খুলছে নতুন নতুন কাফে-রেস্তোরাঁ। এর মধ্যে অন্যতম হল কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের চারটি নতুন রেস্তরাঁ।
এখানে এলে মিলবে রুফটপ ভিউ থেকে শুরু করে লাইভ পিৎজা। এর পাশাপাশি এইসব রেস্তরাঁয় ইয়োশোকু ক্যুইজিন থেকে শুরু করে মেক্সিকান মেন্যু- এই সব কিছুই উপভোগ করতে পারবেন শহরবাসী। আর সবথেকে বড় কথা হল, এই চারটি রেস্তরাঁর মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয়।
এখানে এলে মিলবে রুফটপ ভিউ থেকে শুরু করে লাইভ পিৎজা। এর পাশাপাশি এইসব রেস্তরাঁয় ইয়োশোকু ক্যুইজিন থেকে শুরু করে মেক্সিকান মেন্যু- এই সব কিছুই উপভোগ করতে পারবেন শহরবাসী। আর সবথেকে বড় কথা হল, এই চারটি রেস্তরাঁর মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয়।
হ্যাশট্যাগ, চৌরঙ্গী-- শিলিগুড়ির হ্যাশট্যাগ এবার পা রেখেছে কলকাতায়। নিজস্ব মাধুর্যই ছড়িয়ে দিয়েছে এই রেস্তরাঁ। দুটি ফ্লোর জুড়ে ছড়ানো এই রেস্তরাঁয় রয়েছে আউটডোর সিটিংয়ের ব্যবস্থাও। সঙ্গে এখানকার পরিবেশও মন জুড়িয়ে দেবে। রাস্টিক ব্রিক ওয়াল, লোহার রেলিং, রোমান-ইনস্পায়ার্ড থিম আর মূর্তি - এখানকার মূল আকর্ষণ। রয়েছে ‘ইউ’ আকৃতির বার। যেখানে মিলবে অ্যান্টিক ছোঁয়া। এমনকী চার্লি চ্যাপলিনকে উৎসর্গ করে রাখা হয়েছে একটি বিশেষ সেকশন ‘হ্যালো চার্লি’। চেখে দেখা যেতে পারে স্পাইসি গ্রিন ন্যুডলস, প্যান সিয়ার্ড ভেটকি ফিলে, ক্রিম চিজ মোমো ইত্যাদি।ঠিকানা: অষ্টম তলা, ৫০ চৌরঙ্গী রোড
সময়: দুপুর থেকে মধ্য রাত, মঙ্গলবার বন্ধ
খরচ: অ্যালকোহল ছাড়া ২ জনের জন্য ১৫০০ টাকা (মোটামুটি ভাবে)
হ্যাশট্যাগ, চৌরঙ্গী– শিলিগুড়ির হ্যাশট্যাগ এবার পা রেখেছে কলকাতায়। নিজস্ব মাধুর্যই ছড়িয়ে দিয়েছে এই রেস্তরাঁ। দুটি ফ্লোর জুড়ে ছড়ানো এই রেস্তরাঁয় রয়েছে আউটডোর সিটিংয়ের ব্যবস্থাও। সঙ্গে এখানকার পরিবেশও মন জুড়িয়ে দেবে। রাস্টিক ব্রিক ওয়াল, লোহার রেলিং, রোমান-ইনস্পায়ার্ড থিম আর মূর্তি – এখানকার মূল আকর্ষণ। রয়েছে ‘ইউ’ আকৃতির বার। যেখানে মিলবে অ্যান্টিক ছোঁয়া। এমনকী চার্লি চ্যাপলিনকে উৎসর্গ করে রাখা হয়েছে একটি বিশেষ সেকশন ‘হ্যালো চার্লি’। চেখে দেখা যেতে পারে স্পাইসি গ্রিন ন্যুডলস, প্যান সিয়ার্ড ভেটকি ফিলে, ক্রিম চিজ মোমো ইত্যাদি।
ঠিকানা: অষ্টম তলা, ৫০ চৌরঙ্গী রোড
সময়: দুপুর থেকে মধ্য রাত, মঙ্গলবার বন্ধ
খরচ: অ্যালকোহল ছাড়া ২ জনের জন্য ১৫০০ টাকা (মোটামুটি ভাবে)
মেহিকো, হো চি মিন সরণি-- মেক্সিকোর প্রাণবন্ত স্বাদ উপভোগ করতে গেলে আসতেই হবে এখানে। প্রায় ১৯০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই মেহিকো যেন এক টুকরো মেক্সিকো। এখানে এলে মনে হবে যেন পাড়ি দিয়েছেন মেক্সিকোতে। ট্যাকো থেকে টরটিলা সমস্ত কিছুই মিলবে এখানে। মেহিকোর অন্যতম প্রধান আকর্ষণ হল বার এবং ডিজে বুথ। ফলে উপভোগ করতে পারবেন টাকিলা এবং মেক্সিকান সঙ্গীত।ঠিকানা: ১১/১এ হো চি মিন সরণি
সময়: দুপুর থেকে মধ্য রাত, প্রতিদিন
খরচ: অ্যালকোহল ছাড়া ২ জনের জন্য ২৪০০ টাকা (মোটামুটি ভাবে)
মেহিকো, হো চি মিন সরণি– মেক্সিকোর প্রাণবন্ত স্বাদ উপভোগ করতে গেলে আসতেই হবে এখানে। প্রায় ১৯০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই মেহিকো যেন এক টুকরো মেক্সিকো। এখানে এলে মনে হবে যেন পাড়ি দিয়েছেন মেক্সিকোতে। ট্যাকো থেকে টরটিলা সমস্ত কিছুই মিলবে এখানে। মেহিকোর অন্যতম প্রধান আকর্ষণ হল বার এবং ডিজে বুথ। ফলে উপভোগ করতে পারবেন টাকিলা এবং মেক্সিকান সঙ্গীত।
ঠিকানা: ১১/১এ হো চি মিন সরণি
সময়: দুপুর থেকে মধ্য রাত, প্রতিদিন
খরচ: অ্যালকোহল ছাড়া ২ জনের জন্য ২৪০০ টাকা (মোটামুটি ভাবে)
বম্বাস্টিক সাপার ক্লাব, পার্ক স্ট্রিট-- সেলিকা পার্কের প্রায় ৭০০০ বর্গ ফুট জায়গা জুড়ে ছড়িয়ে থাকা বম্বাস্টিক সাপার ক্লাব যেন এক টুকরো আধুনিক জাপান। প্রাণবন্ত রঙ এবং দারুণ অ্যান্টিকের ছোঁয়া রয়েছে এখানে। ডেট-নাইটের জন্য একেবারে পারফেক্ট এই রেস্তোরাঁ। আর এরাই কলকাতার সঙ্গে পরিচয় করিয়েছে ইয়োশোকু ক্যুইজিনের। ক্রিস্পি ব্ল্যাক রাইস স্যালাড এখানকার বিখ্যাত। আর মিষ্টিপ্রেমীদের জন্য রয়েছে চমক। ৬০% ডার্ক চকোলেট উজিং ডিলাইট তো চেখে দেখতেই হবে।ঠিকানা: সেলিকা পার্ক, ষষ্ঠ তলা, পার্ক স্ট্রিট
সময়: শুক্রবার দুপুর থেকে রাত ১টা, শনিবার দুপুর থেকে রাত ২টো এবং সপ্তাহের বাকি দিন দুপুর থেকে মধ্য রাত, সোমবার বন্ধ
খরচ: অ্যালকোহল ছাড়া ২ জনের জন্য ১৫০০ টাকা (মোটামুটি ভাবে)
বম্বাস্টিক সাপার ক্লাব, পার্ক স্ট্রিট– সেলিকা পার্কের প্রায় ৭০০০ বর্গ ফুট জায়গা জুড়ে ছড়িয়ে থাকা বম্বাস্টিক সাপার ক্লাব যেন এক টুকরো আধুনিক জাপান। প্রাণবন্ত রঙ এবং দারুণ অ্যান্টিকের ছোঁয়া রয়েছে এখানে। ডেট-নাইটের জন্য একেবারে পারফেক্ট এই রেস্তোরাঁ। আর এরাই কলকাতার সঙ্গে পরিচয় করিয়েছে ইয়োশোকু ক্যুইজিনের। ক্রিস্পি ব্ল্যাক রাইস স্যালাড এখানকার বিখ্যাত। আর মিষ্টিপ্রেমীদের জন্য রয়েছে চমক। ৬০% ডার্ক চকোলেট উজিং ডিলাইট তো চেখে দেখতেই হবে।
ঠিকানা: সেলিকা পার্ক, ষষ্ঠ তলা, পার্ক স্ট্রিট
সময়: শুক্রবার দুপুর থেকে রাত ১টা, শনিবার দুপুর থেকে রাত ২টো এবং সপ্তাহের বাকি দিন দুপুর থেকে মধ্য রাত, সোমবার বন্ধ
খরচ: অ্যালকোহল ছাড়া ২ জনের জন্য ১৫০০ টাকা (মোটামুটি ভাবে)
পেপে রোজা, হো চি মিন সরণি-- ইতালীয় খাদ্যপ্রেমীদের জন্যই মূলত পেপে রোজা। দারুণ পরিবেশ এবং ওয়াইন বার এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। ৫৫০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই রেস্তোরাঁটিকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনই সমান ভাবে সুন্দর। আধুনিক রোমান শিল্পকর্ম দিয়ে সাজানো রেস্তোরাঁয় রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থাও। চিজি পাস্তা পছন্দ করলে চেখে দেখতেই পারেন ডাবল র‍্যাভিওলি। আবার স্যালাড খেতে ভালবাসলে নিয়ে নিতে হবে ফোর ওয়ে বুর্রাতা।ঠিকানা: হ্যারিংটন ম্যানসন, প্রথম তলা, হো চি মিন সরণি
সময়: শুক্রবার দুপুর থেকে রাত ১টা, শনিবার দুপুর থেকে রাত ২টো এবং রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত
খরচ: অ্যালকোহল-সহ ২ জনের জন্য ২৫০০ টাকা (মোটামুটি ভাবে)
পেপে রোজা, হো চি মিন সরণি– ইতালীয় খাদ্যপ্রেমীদের জন্যই মূলত পেপে রোজা। দারুণ পরিবেশ এবং ওয়াইন বার এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। ৫৫০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই রেস্তোরাঁটিকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনই সমান ভাবে সুন্দর। আধুনিক রোমান শিল্পকর্ম দিয়ে সাজানো রেস্তোরাঁয় রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থাও। চিজি পাস্তা পছন্দ করলে চেখে দেখতেই পারেন ডাবল র‍্যাভিওলি। আবার স্যালাড খেতে ভালবাসলে নিয়ে নিতে হবে ফোর ওয়ে বুর্রাতা।
ঠিকানা: হ্যারিংটন ম্যানসন, প্রথম তলা, হো চি মিন সরণি
সময়: শুক্রবার দুপুর থেকে রাত ১টা, শনিবার দুপুর থেকে রাত ২টো এবং রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত
খরচ: অ্যালকোহল-সহ ২ জনের জন্য ২৫০০ টাকা (মোটামুটি ভাবে)

Health News: সুগার-প্রেশার থাকলে আর কোনও চিন্তা নেই, রাজ্যের ৭৫ লক্ষ রোগীকে বিশেষ পরিষেবা স্বাস্থ্য ভবনের

কলকাতা:  ২০২৫ সালের মধ্যে রাজ্যের ৭৫ লক্ষ হাই প্রেশার ও সুগারের রোগীকে চিকিৎসার আওতায় আনাই লক্ষ্য এবার স্বাস্থ্য ভবনের। এই মর্মে রাজ্যের সবক’টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তথা উপাধ্যক্ষ কে চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সালের মধ্যে দেশের ৭৫ লক্ষ হাই প্রেশার ও সুগারের রোগীকে আদর্শ চিকিৎসার অধীনে আনা হবে। সেই মতো রাজ্যও স্থির করেছে তার লক্ষ্য। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, সর্বশেষ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (৫) অনুযায়ী, বাংলার ১৯ শতাংশ প্রাপ্তবয়স্ক সুগার এবং ২০ শতাংশ প্রাপ্ত বয়স্ক হাই প্রেশারের সমস্যায় ভুগছে। সংখ্যার দিক থেকে তা হল যথাক্রমে ৯০ লক্ষ এবং ১ কোটি। তার মধ্যেই ৭৫ লক্ষ সুগার ও প্রেশারের রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসার মধ্যে আনার লক্ষ্য স্থির করা হয়েছে।

আরও পড়ুন-         মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-        মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

কিন্তু লক্ষ্য স্থির করলেই তো হল না, তা পূরণ করতে হবে। প্রশ্ন হল কীভাবে ? স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রথমত, ৩০ বছর ঊর্ধ্ব রাজ্য বাসীর ৮০ শতাংশের তথ্য নথিভুক্ত এবং সুগার-প্রেশার পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, মোট সুগার ও প্রেশারের রোগীর অন্তত ৬০ শতাংশের রেজিস্ট্রেশন এবং দ্রুত চিকিৎসা সুনিশ্চিত করতে হবে। তৃতীয়ত, রোজকার ক্লিনিক ছাড়াও প্রতি মাসে গ্রামীণ এলাকা এবং শহরাঞ্চলে অন্তত দু’টি করে ক্যাম্প করতে হবে।

চতুর্থত, হাসপাতালের টিকিট কাউন্টারে সাইনবোর্ড দিয়ে জানাতে হবে, ৩০ বছর ঊর্ধদের বিনামূল্যে সুগার ও প্রেশার পরীক্ষা করা হয়। পঞ্চমত, টিবি কর্মসূচি, তামাকজাত বস্তু সেবন পরিত্যাগ কেন্দ্র, সি ও পিডি ক্লিনিক প্রভৃতি প্রোগ্রামের সঙ্গে সমস্ত এনসিডি ক্লিনিককে যুক্ত করতে হবে। ষষ্ঠত, বিভিন্ন মেডিক্যাল কলেজে কাতারে কাতারে রোগী সুগার – প্রেশারের চিকিৎসা করাতে আসেন, সেই তথ্যভাণ্ডারকে এই কাজে লাগাতে হবে।

লরির ধাক্কায় ফের ভাঙল সোদপুর ৮ নং রেলগেট! দেখুন ভিডিও

ফের ভাঙল সোদপুর ৮নম্বর রেলগেট। লরির ধাক্কায় সোদপুর ৮ নম্বর রেলগেট ভেঙে যায়। সকাল থেকে গেট বন্ধ থাকায় বিপাকে নিত্যযাত্রীরা। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ।

গ্যাস সিলিন্ডার থেকে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড! দেখুন ভিডিও

ইএম বাইপাসের পাশে বিধ্বংসী আগুন, আন্দপুরে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ল একাধিক ঝুপড়ি, গ্যাস সিলিন্ডার থেকে আগুন বলে অনুমান, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১০টি এঞ্জিন ।

Kolkata News: কলকাতার ট্রামের ১৫১ বছর পূর্তি! কীভাবে হল উৎযাপন? রইল ছবি

২৪ শে ফেব্রুয়ারি সকাল থেকেই 'ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের' পক্ষ থেকে কলকাতা ট্রামের জন্মদিন পালন করা হয়। কেক কেটে চলে সেলেব্রেশন।
২৪ শে ফেব্রুয়ারি সকাল থেকেই ‘ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের’ পক্ষ থেকে কলকাতা ট্রামের জন্মদিন পালন করা হয়। কেক কেটে চলে সেলেব্রেশন।
গড়িয়া হাট ট্রাম ডিপোতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার রুদ্র প্রসাদ সেনগুপ্ত, শিল্পী সমীর আইচ ও গায়ক সুরজিৎ ছাড়াও বহু গুণী মানুষ। সকলে মিলে ট্রামের ১৫১ তম জন্মদিন পালন করলেন।
গড়িয়া হাট ট্রাম ডিপোতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার রুদ্র প্রসাদ সেনগুপ্ত, শিল্পী সমীর আইচ ও গায়ক সুরজিৎ ছাড়াও বহু গুণী মানুষ। সকলে মিলে ট্রামের ১৫১ তম জন্মদিন পালন করলেন।
১৮৭৩ সালে কলকাতায় প্রথম ট্রাম চলা শুরু হয়। প্রথমে আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রাম চলা শুরু হয়েছিল। তখন ঘোড়ায় টানা ট্রাম চলত। ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানির কাছে ১৭৭টি ট্রাম ও ১০০০ টি ঘোড়া ছিল।
১৮৭৩ সালে কলকাতায় প্রথম ট্রাম চলা শুরু হয়। প্রথমে আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রাম চলা শুরু হয়েছিল। তখন ঘোড়ায় টানা ট্রাম চলত। ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানির কাছে ১৭৭টি ট্রাম ও ১০০০ টি ঘোড়া ছিল।
পরে স্টিম ইঞ্জিন ব্যবহার করে ট্রাম চালানো হত। ১৯০০ সালের শুরুতে স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয়েছিল।১৯০২ সালে বিদ্যুতচালিত ট্রাম চলতে শুরু করে। এক সময় দূষণ হীন ভাবে সব থেকে বেশি যাত্রী পরিবহনকারী ছিল এই ট্রাম।
পরে স্টিম ইঞ্জিন ব্যবহার করে ট্রাম চালানো হত। ১৯০০ সালের শুরুতে স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয়েছিল।১৯০২ সালে বিদ্যুতচালিত ট্রাম চলতে শুরু করে। এক সময় দূষণ হীন ভাবে সব থেকে বেশি যাত্রী পরিবহনকারী ছিল এই ট্রাম।
ট্রাম শহর কলকাতায় পর্যটনের একটি আকর্ষণীয় বিষয়। ২৫ টি লাইনের মধ্যে মাত্র ৩টি চালু রয়েছে। 
ট্রাম শহর কলকাতায় পর্যটনের একটি আকর্ষণীয় বিষয়। ২৫ টি লাইনের মধ্যে মাত্র ৩টি চালু রয়েছে।
তবে ১৯৪২ সালের তৈরি ট্রামে বসে ৯০ বছরের নাট্য ব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত বলেন,'ঘোড়ায় টানা থেকে আরম্ভ করে বিদ্যুতে চলার ট্রাম। ইতিহাসের থেকে বড় কথা, দূষণ হীন। এই ট্রামকে বাঁচিয়ে রাখা হোক।'
তবে ১৯৪২ সালের তৈরি ট্রামে বসে ৯০ বছরের নাট্য ব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত বলেন,’ঘোড়ায় টানা থেকে আরম্ভ করে বিদ্যুতে চলার ট্রাম। ইতিহাসের থেকে বড় কথা, দূষণ হীন। এই ট্রামকে বাঁচিয়ে রাখা হোক।’
অন্যদিকে সংগীত শিল্পী সুরজিৎ বলেন, "ট্রাম ধীর গতিতে চলার কারণে ,আমরা ছোটবেলায় ট্রামে উঠে খানিকটা দূরে গিয়ে আবার নেমে যেতাম। শিয়ালদহ কোয়ার্টারে থাকতাম আমরা। ফলে অল্প ভাড়ায় ট্রামে চড়ে তবলা শিখতে যেতাম। ট্রাম বেঁচে থাক।"
অন্যদিকে সংগীত শিল্পী সুরজিৎ বলেন, “ট্রাম ধীর গতিতে চলার কারণে ,আমরা ছোটবেলায় ট্রামে উঠে খানিকটা দূরে গিয়ে আবার নেমে যেতাম। শিয়ালদহ কোয়ার্টারে থাকতাম আমরা। ফলে অল্প ভাড়ায় ট্রামে চড়ে তবলা শিখতে যেতাম। ট্রাম বেঁচে থাক।”

Job News 2024: চাকরি পেলেন সব পড়ুয়াই! ১০০ শতাংশ প্লেসমেন্টের দাবি কলকাতার এই ম্যানেজমেন্ট স্কুলের

কলকাতা: কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এমবিএ পড়ুয়া সব ছাত্রছাত্রীই চাকরি পেলেন। প্লেসমেন্ট প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ৪৬৪ জন পড়ুয়া। ১৯৪টি কোম্পানি ৫২৯ চাকরির অফার করেছিল। শেষ পর্যন্ত ১০০ শতাংশ পড়ুয়াই চাকরি পেয়েছেন, এমনই দাবি ম্যানেজমেন্ট স্কুলের।

সবচেয়ে বেশি চাকরি হয়েছে কনসাল্টিং সেক্টরে। ১৬৭ জন পড়ুয়া অর্থাৎ ৩১.৬ শতাংশ ছাত্রছাত্রী এই সেক্টরে চাকরি পেয়েছেন। কনসাল্টিং সেক্টরে সবচেয়ে বেশি নিয়োগ করেছে অ্যাকসেঞ্চার। এছাড়া ইওয়াই-পার্থেনন, মনিটর ডেলয়েট, কেপিএমজি, প্রাইসওয়াটারহাউজ কুপার্স, ভেক্টর কনসাল্টিং এবং আর্থার ডি লিটল, ম্যাককিনজি, বিসিজি, বেইন, কিয়ারনি-র মতো সংস্থাও রয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF

এই বছর, মোট ১১৪ জন ছাত্র (২১.৫ শতাংশ) প্রাইভেট ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, মার্কেটস, অ্যাসেট এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ডোমেনগুলি থেকে মার্কি ফিনান্স ফার্মগুলিতে চাকরি পেয়েছেন। এর মধ্যে ছিল গোল্ডম্যান শ্যাক্স, জেপি মর্গ্যান এবং চেজ, ব্যাঙ্ক অফ আমেরিকা, সিটিব্যাঙ্ক, বার্কলেজ, এইচএসবিসি, বিএনপি পারিবাস, আর্গা, অ্যাভেন্ডাস, নিও অ্যাসেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কোটাক অল্টারনেট অ্যাসেটস, কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, অ্যাম্বিট, ইনক্রেড, প্রাইম ভেঞ্চারস, ওরিওস ভিপি, প্রেমজি ইনভেস্ট, এলিভেশন ক্যাপিটাল, ওথ্রি ক্যাপিটাল, গাজা ক্যাপিটাল এবং ইনোভেন ক্যাপিটাল।

আরও পড়ুন: ভুল করেও বায়োডেটায় লিখবেন না এই ৫ জিনিস, হাত থেকে ফসকে যাবে জরুরি চাকরি

টেকনোলজি সেক্টরে মাইক্রোসফট, নাভি, আর্সেসিয়াম, মিডিয়া.নেট, উবের, অ্যাঞ্জেল ওয়ান, এইচসিএল, নিউজেন, জোমাটো, জাভিস এবং এনপিসিআই-এর মতো সংস্থা প্লেসমেন্টে অংশ নিয়েছিল। ৮৮ শতাংশ পড়ুয়াকে (১৬.৬ শতাংশ) নিয়োগ করেছে। এবং জেনারেল ম্যানেজমেন্ট সেক্টরে ১৩০ জন ছাত্রছাত্রীকে (২৪.৬ শতাংশ) নিয়োগ করে আইটিসি, লোরিয়েল, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, ডাবর, টাটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, বেদান্ত, আদানি, হিন্দুজা, আদিত্য বিড়লা গ্রুপ, এসসার গ্রুপ, জেএসডব্লিউ এবং রিলায়েন্সের মতো কোম্পানি।

এ বছর ‘ফাউন্ডার্স অফিস’ পদে নিয়োগের ট্রেন্ড দেখা গিয়েছে। ওলা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, নিউমি, পার্কস্ট্রিট, পোসএন, কোফ্লুয়েন্স-এর মতো সংস্থা এই পদে নিয়োগ করেছে। প্লেসমেন্ট প্রক্রিয়ায় প্রথমবার অংশ নিয়েছিল জিও ফিনান্সিয়াল সার্ভিসেস, হিরো ফিনকর্প, ইয়ুবি, শোভা রিয়্যালিটি, সিরিয়াস এআই, হাস্ক পাওয়ার সিস্টেম, ডিএমআই ফিনান্সের মতো সংস্থা। পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাও প্রথমবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল বলে জানা গিয়েছে।

Knowledge Story: বলুন তো, ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? আপনি থাকেন নাকি? নাম শুনেই আঁতকে উঠবেন

যে কোনও স্থানের আবহাওয়া, বায়ুর গুণমান, জলবায়ু ইত্যাদি আমাদের বসবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বহু শহর বা দেশই তার পূর্বের তাপমাত্রা আর তার পাশাপাশি বায়ুর গুণগত মান ইত্যাদি হারাতে বসেছে। ভারতও এই আতঙ্কের বাইরে নয়। ভারতে এমন বেশ কিছু শহর রয়েছে যাতে ইতিমধ্যেই বায়ুর সাধারণ গুণগত মান নষ্ট হয়েছে।
যে কোনও স্থানের আবহাওয়া, বায়ুর গুণমান, জলবায়ু ইত্যাদি আমাদের বসবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বহু শহর বা দেশই তার পূর্বের তাপমাত্রা আর তার পাশাপাশি বায়ুর গুণগত মান ইত্যাদি হারাতে বসেছে। ভারতও এই আতঙ্কের বাইরে নয়। ভারতে এমন বেশ কিছু শহর রয়েছে যাতে ইতিমধ্যেই বায়ুর সাধারণ গুণগত মান নষ্ট হয়েছে।
আজ আমরা এমনই কিছু শহরের কথা জেনে নেব যেখানে বায়ুর গুণগত মান এতটাই খারাপ যে তা বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলছে। এখানে রইল ভারতের সবচেয়ে দূষিত বায়ুযুক্ত কিছু শহরের তালিকা।
আজ আমরা এমনই কিছু শহরের কথা জেনে নেব যেখানে বায়ুর গুণগত মান এতটাই খারাপ যে তা বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলছে। এখানে রইল ভারতের সবচেয়ে দূষিত বায়ুযুক্ত কিছু শহরের তালিকা।
দেশের দূষিত শহরের তালিকায় শুরুতেই রয়েছে দেশের রাজধানী দিল্লির নাম। এই শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৮৮, এর অর্থ ‘অত্যন্ত দূষিত বায়ু’।
দেশের দূষিত শহরের তালিকায় শুরুতেই রয়েছে দেশের রাজধানী দিল্লির নাম। এই শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৮৮, এর অর্থ ‘অত্যন্ত দূষিত বায়ু’।
রাজস্থানের বিকানের রয়েছে দ্বিতীয় স্থানে। এই শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৭৭। যা সূচিত করে এই শহরে বায়ুদূষণের পরিমাণ অত্যন্ত বেশি।
রাজস্থানের বিকানের রয়েছে দ্বিতীয় স্থানে। এই শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৭৭। যা সূচিত করে এই শহরে বায়ুদূষণের পরিমাণ অত্যন্ত বেশি।
ভিওয়াড়ি শহর রয়েছে তৃতীয় স্থানে।  এই শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৬২।
ভিওয়াড়ি শহর রয়েছে তৃতীয় স্থানে। এই শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৬২।
হনুমানগড় শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৬০, এর অর্থ ‘অত্যন্ত দূষিত বায়ু’।
হনুমানগড় শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৬০, এর অর্থ ‘অত্যন্ত দূষিত বায়ু’।
গ্রেটার নয়ডার বায়ুর গুণমান সূচক ৩৫৮, এই শহরকে ভারতের পঞ্চম দূষিত শহর বলা হয়।
গ্রেটার নয়ডার বায়ুর গুণমান সূচক ৩৫৮, এই শহরকে ভারতের পঞ্চম দূষিত শহর বলা হয়।
মেরঠে বায়ুর গুণমান সূচক ৩৫৫, এই শহরকে ভারতের ষষ্ঠ দূষিত শহর বলা হয়।
মেরঠে বায়ুর গুণমান সূচক ৩৫৫, এই শহরকে ভারতের ষষ্ঠ দূষিত শহর বলা হয়।

Knowledge Story: বলুন তো, ভারতের কোন শহরে থাকা-খাওয়ার খরচ সবচেয়ে বেশি? নামটা শুনে আশ্চর্য হতেই হবে

মার্কারি সার্ভে ২০২৩ থাকার খরচের ভিত্তিতে ৫ মহাদেশের ২২৭টি দেশের একটি তালিকা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী ভারতের ব্যয়বহুল শহর মুম্বই র‍্যাঙ্ক ১৪৭। নয়াদিল্লি ১৬৯ এ ও চেন্নাই ১৮৪ এ। তারপর বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ র‍্যাঙ্ক ১৮৯, ২০২। ষষ্ঠ স্থানে কলকাতা র‍্যাঙ্ক ২১১, সপ্তমে পুনে। সমীক্ষায় ওই শহর গুলির খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিনোদনের খরচ সহ ২০০টি বিষয় দেখা হয়।
মার্কারি সার্ভে ২০২৩ থাকার খরচের ভিত্তিতে ৫ মহাদেশের ২২৭টি দেশের একটি তালিকা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী ভারতের ব্যয়বহুল শহর মুম্বই র‍্যাঙ্ক ১৪৭। নয়াদিল্লি ১৬৯ এ ও চেন্নাই ১৮৪ এ। তারপর বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ র‍্যাঙ্ক ১৮৯, ২০২। ষষ্ঠ স্থানে কলকাতা র‍্যাঙ্ক ২১১, সপ্তমে পুনে। সমীক্ষায় ওই শহর গুলির খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিনোদনের খরচ সহ ২০০টি বিষয় দেখা হয়।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই স্বপ্নের নগরী। এখানে এক চিলতে থাকার জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপার। এখানে মানুষ পা রাখেন তাঁর স্বপ্ন পূরণের জন্য। কথায় বলে, মুম্বই শহরে এক চিলতে ঘর পাওয়া ভাগ্যের বিষয়। ঔপনিবেশিক আমলে মুম্বই শহরের নাম ছিল বম্বে বা বোম্বাই। মিশিরিত সংস্কৃতি এবং জীবনধারার একটি সুন্দর উদাহরণ এই শহর।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই স্বপ্নের নগরী। এখানে এক চিলতে থাকার জায়গা পাওয়া ভাগ্যের ব্যাপার। এখানে মানুষ পা রাখেন তাঁর স্বপ্ন পূরণের জন্য। কথায় বলে, মুম্বই শহরে এক চিলতে ঘর পাওয়া ভাগ্যের বিষয়। ঔপনিবেশিক আমলে মুম্বই শহরের নাম ছিল বম্বে বা বোম্বাই। মিশিরিত সংস্কৃতি এবং জীবনধারার একটি সুন্দর উদাহরণ এই শহর।
রূপালি পর্দায় স্ট্রাগলিং এবং উদীয়মান অভিনেতাদের প্রিয় শহর এটি। বলিউডের সুপারস্টার থেকে শুরু করে দেশের বড় বড় শিল্পপতিরা এই নগরীতে বসবাস করেন। ধনী এবং ফচ্চবিত্তরা ছাড়াও এই শহরে থাকেন জেলে উপজাতি এবং বস্তিবাসীরা।
রূপালি পর্দায় স্ট্রাগলিং এবং উদীয়মান অভিনেতাদের প্রিয় শহর এটি। বলিউডের সুপারস্টার থেকে শুরু করে দেশের বড় বড় শিল্পপতিরা এই নগরীতে বসবাস করেন। ধনী এবং ফচ্চবিত্তরা ছাড়াও এই শহরে থাকেন জেলে উপজাতি এবং বস্তিবাসীরা।
ভারতের রাজধানী দিল্লি মহানগর। ঐতিহাসিক শহর, মুঘলদের স্মৃতি এখন মেট্রো দিয়ে মোড়া। রাজনৈতিক কেন্দ্র, সরকারি দফতরের নয়া দিল্লি আর গলি নুক্কড়ের পুরনো দিল্লি। জীবনযাপন বেশ দামি।
ভারতের রাজধানী দিল্লি মহানগর। ঐতিহাসিক শহর, মুঘলদের স্মৃতি এখন মেট্রো দিয়ে মোড়া। রাজনৈতিক কেন্দ্র, সরকারি দফতরের নয়া দিল্লি আর গলি নুক্কড়ের পুরনো দিল্লি। জীবনযাপন বেশ দামি।
বাগানের শহর, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। একসময়ের দাক্ষিণাত্যের স্মৃতি আজও বুকে। বাগান, ফুল, কফি আর বিখ্যাত স্ট্রিট ফুডের শরের জীবনযাপনের মান বেশ উঁচু।
বাগানের শহর, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। একসময়ের দাক্ষিণাত্যের স্মৃতি আজও বুকে। বাগান, ফুল, কফি আর বিখ্যাত স্ট্রিট ফুডের শরের জীবনযাপনের মান বেশ উঁচু।
ইতিহাস, স্থাপত্য, ভাষা, সংস্কৃতি, রান্নাবান্নার জন্য বিখ্যাত তামিলনাড়ুর চেন্নাই। বিশ্বের ২য় বৃহত্তম শহুরে সমুদ্র সৈকত এ শহরে। এখানেও জীবনযাপন বেশ দামি।
ইতিহাস, স্থাপত্য, ভাষা, সংস্কৃতি, রান্নাবান্নার জন্য বিখ্যাত তামিলনাড়ুর চেন্নাই। বিশ্বের ২য় বৃহত্তম শহুরে সমুদ্র সৈকত এ শহরে। এখানেও জীবনযাপন বেশ দামি।
সিটি অফ জয় কলকাতা তিন শতকের শহর ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। অভিজাত সংস্কৃতি, ইতিহাস বুকে এই শহরের। দেশের প্রথম মেট্রো রেল ও মোবাইল ফোন কলের সঙ্গে নাম জড়িয়ে কলকাতার। গঙ্গা পাড়ের এই শহরে জীবনযাপনের খরচ বেশ উচ্চ।
সিটি অফ জয় কলকাতা তিন শতকের শহর ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। অভিজাত সংস্কৃতি, ইতিহাস বুকে এই শহরের। দেশের প্রথম মেট্রো রেল ও মোবাইল ফোন কলের সঙ্গে নাম জড়িয়ে কলকাতার। গঙ্গা পাড়ের এই শহরে জীবনযাপনের খরচ বেশ উচ্চ।
মারাঠাদের গর্বের শহর পুনেকে প্রাচ্যের অক্সফোর্ড বলে। ফিল্ম ইন্সটিটিউটের শহর প্রাচীন দুর্গ ও মন্দিরে সমৃদ্ধ। পাহাড় ও টিলার ফাঁকে ফাঁকে শহর। মার্কারি সার্ভের সমীক্ষায় এই শহর সপ্তমে।
মারাঠাদের গর্বের শহর পুনেকে প্রাচ্যের অক্সফোর্ড বলে। ফিল্ম ইন্সটিটিউটের শহর প্রাচীন দুর্গ ও মন্দিরে সমৃদ্ধ। পাহাড় ও টিলার ফাঁকে ফাঁকে শহর। মার্কারি সার্ভের সমীক্ষায় এই শহর সপ্তমে।