Tag Archives: Local18

New Year 2024: বর্ষবরণের সুন্দরবনে উপচে পড়া ভিড়, ঝড়খালি থেকে পখিরালয়ে রাতভর হুল্লোড়

নতুন বছরকে বরণকে ঘিরে সুন্দরবনে ভ্রমণ পিপাসুদের ভিড়। সোমবার সকাল থেকে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি এবং আর্কষণীয় পর্যটন স্পট পর্যটকদের ভিড় বাড়তে থাকে।
নতুন বছরকে বরণকে ঘিরে সুন্দরবনে ভ্রমণ পিপাসুদের ভিড়। সোমবার সকাল থেকে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি এবং আর্কষণীয় পর্যটন স্পট পর্যটকদের ভিড় বাড়তে থাকে।
সুন্দরবনের কৈখালী ঝড়খালি কলস দ্বীপ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বিপুল সংখ্যক পর্যটকদের ভিড় মুখর হয়ে উঠেছে। সারাদিন লঞ্চে চেপে নদী ও ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগের পাশাপাশি দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই বছরের প্রথম দিনটি কাটাচ্ছেন পর্যটকরা।
সুন্দরবনের কৈখালী ঝড়খালি কলস দ্বীপ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বিপুল সংখ্যক পর্যটকদের ভিড় মুখর হয়ে উঠেছে। সারাদিন লঞ্চে চেপে নদী ও ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগের পাশাপাশি দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই বছরের প্রথম দিনটি কাটাচ্ছেন পর্যটকরা।
মরসুমের সেরা ভিড় এ দিন হয়েছিল সুন্দরবনের ঝড়খালি পর্যটনকেন্দ্রে। বিপুল পরিমাণে পর্যটকরা এ দিন ঝড়খালিতে আসায় খুশি এলাকার সাধারণ ব্যবসায়ীরা। অনেকদিন পর এ দিন তাঁদেরও ব্যবসা ভাল হয়েছে বলে জানালেন তাঁরা।
মরসুমের সেরা ভিড় এ দিন হয়েছিল সুন্দরবনের ঝড়খালি পর্যটনকেন্দ্রে। বিপুল পরিমাণে পর্যটকরা এ দিন ঝড়খালিতে আসায় খুশি এলাকার সাধারণ ব্যবসায়ীরা। অনেকদিন পর এ দিন তাঁদেরও ব্যবসা ভাল হয়েছে বলে জানালেন তাঁরা।
সুন্দরবনের পাখিরালয়ে বেড়াতে আসা এক পর্যটক বলেন, সুন্দরবন বরাবরই খুব ভাল বেড়ানোর জায়গা। বছরের প্রথম দিনটিতে আনন্দ করতে তাই পরিবারের সকলের সঙ্গে এখানে বেড়ানোর জন্য এসেছি আমরা।
সুন্দরবনের পাখিরালয়ে বেড়াতে আসা এক পর্যটক বলেন, সুন্দরবন বরাবরই খুব ভাল বেড়ানোর জায়গা। বছরের প্রথম দিনটিতে আনন্দ করতে তাই পরিবারের সকলের সঙ্গে এখানে বেড়ানোর জন্য এসেছি আমরা।
সব মিলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে ভিড় জমে গিয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবনে বর্ষবরণের দিনে উপচে পড়া ভিড়ে খুশি সুন্দরবন বাসী। ছবি ও তথ্য:সুমন সাহা
সব মিলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে ভিড় জমে গিয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবনে বর্ষবরণের দিনে উপচে পড়া ভিড়ে খুশি সুন্দরবন বাসী। ছবি ও তথ্য:সুমন সাহা

Viral News: দাড়ি দিয়ে গাড়ি টানা! পাঁশকুড়ায় সাধকের কেরামতি

পাঁশকুড়া: দাড়ি দিয়ে গাড়ি টানলেন পাঁশকুড়ার এক ব্যক্তি, শুনেই চমকে গেলেন তো! হ্যাঁ এমনই অভিনব স্টান্টবাজি দেখালেন পাঁশকুড়ার এক ব্যক্তি। গালে লম্বা দাড়ির সঙ্গে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল একটি ছোট ট্রাক। আর এই ঘটনায় অবাক হয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল সাধারণ মানুষ। শক্তিশালী মানুষের জন্য আছে বিশেষ এক স্থান সমাজে। নানাভাবে মানুষ তাদের শক্তির প্রমাণ দিয়ে জয় করছেন মানুষের মন। পাঁশকুড়ার ওই ব্যক্তি সেই কাণ্ডটিই ঘটালেন।

দাড়ি দিয়ে গাড়ি টানার ঘটনা ভারতবর্ষের বুকে প্রথম নয়, ২০১২ সালে ভারতের কপিল গেহলট দাড়ি দিয়ে সবচেয়ে ভারিগাড়ি টেনে নেওয়ার রেকর্ড তৈরি করেন। একটি ২ হাজার ২০৫ কেজি ওজনের একটি গাড়ি তিনি শুধু তার দাড়ি দিয়েই টেনে নিয়ে যান ৬৮ মিটার। ২০১২ সালে দাড়ি দিয়ে সবচেয়ে ভারিবস্তু টানার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে তার। পাঁশকুড়ার পিতপুরের বাসিন্দা বরুণ মহাপাত্র কপিল গেহলটের মত ভারিগাড়ি না হলেও একটি মিনি ট্রাক দাড়িতে দড়ি বেঁধে টেনে নিয়ে যান।

আরও পড়ুনNew Year Death: কনস্টেবল নিজে হাতে সামলাচ্ছিলেন ট্রাফিকের দায়িত্ব, বেপরোয়া গাড়ি কেড়ে নিল প্রাণ

পাঁশকুড়ার পীতপুরের একটি ক্লাবের অনুষ্ঠানে এই স্টান্টবাজি করে দেখান পাঁশকুড়ার বাসিন্দা বরুণ মহাপাত্র। তিনি পীতপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫০ মিটার দূর পর্যন্ত মিনি ট্রাকটি দাড়িতে দড়ি বেঁধে টেনে নিয়ে যান। তাঁর এই স্টান্টবাজি দেখতে বহু মানুষ রাস্তার দু’পাশে জড়োহয়। দেখা যায় তিনি গাড়ির বনেট এর সঙ্গে লম্বা দড়ির এক প্রান্ত বেঁধে এবং অন্য প্রান্ত নিজের গালে লম্বা দাড়ির সঙ্গে বাঁধেন। তারপর টানা শুরু করেন। উল্টো দিকে মুখ করে তিনি গাড়িটি টানতে টানতে প্রায় ৫০ মিটার দূরে পীতপুর চড়ক ময়দানে নিয়ে আসেন।

আরও পড়ুনSouth 24 Parganas News: বছরের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা! বাইক দুর্ঘটনায় মৃত্যু আরোহীর, আহত আরও দুই

বরুণ মহাপাত্র পেশায় সাধক। তাঁরা মায়ের ভক্ত। দৈনন্দিন পূজা অর্চনার পাশাপাশি দাঁড়িতে দড়ি বেঁধে গাড়ি টানার স্টান্টবাজি দেখাতে দুস্তর। পীতপুর এলাকার একটি স্থানীয় ক্লাবের অনুষ্ঠানে ক্লাব সদস্যদের অনুরোধে তার শক্তির পরিচয় দেন। বরুণ মহাপাত্রের দাড়িতে দিয়ে গাড়ি টানার স্টান্টবাজি দেখে মুগ্ধ দর্শকেরা।

সৈকত শী

New Year Death: কনস্টেবল নিজে হাতে সামলাচ্ছিলেন ট্রাফিকের দায়িত্ব, বেপরোয়া গাড়ি কেড়ে নিল প্রাণ

পুরুলিয়া : ফেস্ট্রিভ মুডে যখন মেতে উঠেছে গোটা পুরুলিয়া জেলা ঠিক সেই সময় বর্ষপূর্তি রাতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরওয়া গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন ডিএসপি ও সাব ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশ কর্মী। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরুলিয়া রাঘবপুর মোড় সংলগ্ন এলাকায়।

প্রসঙ্গত, বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে পুরুলিয়া দেশবন্ধু রোডে একদিকে তৃণমূল কার্যালয়ে চলছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। অন্য দিকে বর্ষবরণ জন্য ছিল স্থানীয়দের ভিড়। সেই সময় পুরুলিয়া রাঘবপুর মোড়ে যানজট নিয়ন্ত্রণে কাজে লিপ্ত ছিলেন পুরুলিয়া ডিএসপি ট্রাফিক, এক সাব ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশকর্মী। একটি বেপরোয়া গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কর্মরত পুলিশ আধিকারিকদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েপাঁচ জন পুলিশকর্মী। গুরুতর আহত হন তাঁরা।

আরও পড়ুনSouth 24 Parganas News: বছরের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা! বাইক দুর্ঘটনায় মৃত্যু আরোহীর, আহত আরও দুই

এদিন তৃণমূল প্রতিষ্ঠা দিবস সেরে ফির ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ অন্যান তৃণমূলের নেতা কর্মীরা। তাঁদের উদ্যোগেই তড়িঘড়ি আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

এদিন আহত পুলিশ কর্মীদের মধ্যে বাবলু গড়াই নামে বছর ৩৫ এর এক কনস্টেবলের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে যায়। অবস্থার আরও অবনতি হওয়ার ফলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ভোর রাতে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে কর্মরত ছিল।

আরও পড়ুন দার্জিলিং-এ চোখ খুলতেই কাঞ্চনজঙ্ঘা দর্শন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটি সরকারি এক্সাইজ ডিপার্টমেন্টের। তবে তাতে চালক ছাড়া কোনও সরকারি অধিকারিক ছিলেন না বলে খবর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, শহরের মাঝে বেপরোয়া ভাবে কেনই বা গাড়িটি চালানো হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানা পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ সমগ্র পুলিশ মহল।

শমিষ্ঠা ব্যানার্জি

Weekend Trip: দেশের সেরা পর্যটন গ্রাম এখনও যাননি, রইল সুলুকসন্ধান

মুর্শিদাবাদ: ইতিমধ্যেই দেশের সেরা গ্রামের শিরোপা পেয়েছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের কীরিটেশ্বরী মন্দির। শীতের মরশুমে পৌষ মাসে মন্দিরে পুজো দিতে যেমন ভিড়, ঠিক তেমনই পিকনিকের আমেজ আছে চোখে পড়ার মতো। অন্যদিকে মাঠ জুড়ে বসেছে মেলাও। পৌষ মাসে কীরিটেশ্বরী মন্দির চত্বরে পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। আর এবছর বাড়তি পাওনা দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা।

জানা যায়, কয়েক মাস আগেই ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কিরীটেশ্বরী মন্দিরকে দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা দিয়েছে ।ফলে নতুন এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই মন্দির চত্বরে। পৌষ মাস উপলক্ষ্যে মুর্শিদাবাদ জেলার অন্যতম ৫১ পীঠের সতীপীঠে দৈনন্দিন চলছে পুজোপাঠ ।বসেছে বিশাল মেলাও।মুর্শিদাবাদ জেলা তো বটেই, অন্যান্য জেলা থেকেও ভিড় করছেন এই মন্দিরে । ছোট ছোট দোকান বসিয়ে অর্থ উপার্জন করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন – East Bengal News: নতুন বছরে নতুন ফুটবলারের খোঁজে ইস্টবেঙ্গল, লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসতে চেয়ে প্রস্তাব

কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত আছে। প্রাচীন ইতিহাস অনুসারে এর নাম ছিল কিরীট কণা। তাই কেউ বলেন এখনে সতীর মুকুটের কণা পড়েছিল, আবার কেউ বলেন ললাট বা কপাল। কিন্তু মন্দিরের সেবাইতরা জানাচ্ছেন, কিরীট কথাটি এসেছে করোটি বা মাথার খুলি থেকে। আর সেই করোটির টুকরো আছে বলেই নাম হয়েছে কিরীটি। সেখান থেকে নামকরণ কিরীটেশ্বরী।

১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী। পরবর্তী সময়ে মহারাজা রাও যোগেন্দ্রনারায়ণ রায় ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। তবে যোগেন্দ্রনারায়ণ রায়ের সময়ের যে তথ্য পাওয়া গেছে তাতে পুনঃ সংস্কারের কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে তার আগে আরও কেউ এই মন্দিরের সংস্কার করেছেন বলেই মনে করা হয়। তবে এই পর্যটক গ্রাম কে কেন্দ্রীয় সরকার বিবেচিত করার কারণে বর্তমানে পর্যটকদের সংখ্যা যেমন বৃদ্ধি হচ্ছে ঠিক তেমনই আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলেই আশাবাদী সকলে। যদিও পৌষ মাসে দৈনিক চলছে পুজো।এমনকি চলছে পিকনিকের আমেজ।

Kaushik Adhikary

Weekend Tour 2024: ঘরের কাছেই এ এক অজানা ‘সুইৎজারল্যান্ড’, ঝটপট বানিয়ে নিন ট্রিপ প্ল্যান

ঘুরে আসুন মরুত বাহা ইকো পার্ক। শুশুনিয়া পাহাড়ের বিশেষ আকর্ষণ এই পার্ক।
ঘুরে আসুন মরুত বাহা ইকো পার্ক। শুশুনিয়া পাহাড়ের বিশেষ আকর্ষণ এই পার্ক।
সবুজে ঘেরা পার্কে রয়েছে থাকার ব্যাবস্থা। পরিবারকে নিয়ে কাটান ভাল সময়
সবুজে ঘেরা পার্কে রয়েছে থাকার ব্যাবস্থা। পরিবারকে নিয়ে কাটান ভাল সময়।
একান্তে সময় কাটানোর অন্যতম স্পেশাল জায়গা এই পার্ক। চোখের পলকে প্রকৃতির মাঝে কেটে যাবে সময়।
একান্তে সময় কাটানোর অন্যতম স্পেশাল জায়গা এই পার্ক। চোখের পলকে প্রকৃতির মাঝে কেটে যাবে সময়।
বাচ্চাদের জন্যে রয়েছে সবরকমের মনরঞ্জন। চাইলে ঘোড়াতে চাপতে পারবেন খুদেরা।
বাচ্চাদের জন্যে রয়েছে সব রকমের মণরঞ্জন। চাইলে ঘোড়াতে চাপতে পারবেন তারা।
থাকার সঙ্গে রয়েছে খাবারের ব্যাবস্থা। বিশাল এই পার্কেই কেটে যাবে সময়
থাকার সঙ্গে রয়েছে খাওয়ার ব্যাবস্থা। বিশাল এই পার্কেই কেটে যাবে সময়।
সব মিলিয়ে বিশেষ পাওনা পাহাড়ের অনবদ্য ক্যানভাস।
সব মিলিয়ে বিশেষ পাওনা পাহাড়ের অনবদ্য ক্যানভাস।

Tasty food News: বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন ইজি, টেস্টি মিষ্টি, নতুন বছরের নয়া সারপ্রাইজ

দোকানের স্বাদে মিষ্টি এবার বানিয়ে ফেলুন নিজের হাতে। কম খরচে ঘরোয়া তাজা মিষ্টি।
দোকানের স্বাদে মিষ্টি এবার বানিয়ে ফেলুন নিজে হাতে। কম খরচে ঘরোয়া তাজা মিষ্টি।
স্বাদে অতুলনীয় এই মিষ্টি। উৎসব অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে এই মিষ্টি দিয়ে করতে পারেন বাজিমাত।
স্বাদে অতুলনীয় এই মিষ্টি। উৎসব অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে এই মিষ্টি দিয়ে করতে পারেন বাজিমাত।
এর জন্য প্রয়োজন ঘি ১ চামচ, সুজি হাফ কাপ, ময়দা ৩ চামচ, গুঁড়ো দুধ ৩ চামচ, খাবার সোডা ১/৪ চামচ, চিনি এক কাপ, ৪-৬ টি এলাচ, দুধ এক কাপ, গোলাপ জল।
এর জন্য প্রয়োজন ঘি এক চামচ, সুজি হাফ কাপ, ময়দা ৩ চামচ, গুঁড়ো দুধ ৩ চামচ, খাবার সোডা ১/৪ চামচ, চিনি এক কাপ, ৪-৬ এলাচ, দুধ এক কাপ, গোলাপ জল।m
গরম পাত্রে ঘি দেওয়ার পর সুজি দিয়ে নেড়ে নিন। এবার এক কাপ দুধ ঢেলে দিন। নরম থাকতে নামিয়ে ময়দা গুঁড়ো দুধ ও সোডা ভাল করে মিশিয়ে নিন।
গরম পাত্রে ঘি দেওয়ার পর সুজি দিয়ে নেড়ে নিন। এবার এক কাপ দুধ ঢেলে দিন। নরম থাকতে নামিয়ে ময়দা গুঁড়ো দুধ ও সোডা মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন।
সিরা তৈরি করতে প্রথমে এক কাপ চিনি ঢেলে দিন পাত্রে। এক থেকে দেড় কাপ জল দিয়ে ফোটাতে থাকুন। তাতে এলাচ দিন। এরপর নামিয়ে গোলাপ জল মিশিয়ে দিন।
সিরা তৈরি করতে প্রথমে এক কাপ চিনি ঢেলে দিন পাত্রে। এক থেকে দেড় কাপ জল দিয়ে ফোটাতে থাকুন। এরপর কয়েকটা এলাচ দিন। নামানোর পর গোলাপ জল মিশিয়ে নিন।
এরপর ব্যালনে ফেলে মাপ করে কাটিং করে মিনি। সাদা তেল/ ঘি দিয়ে ভেজে নিন। এবার গরম অবস্থায় রসে দেড় থেকে দুই ঘন্টা ডুবিয়ে রাখুন।
এরপর ব্যালনে ফেলে মাফ করে কাটিং করে নিন। কাটিং এর পর সাদা তেল অথবা ঘি দিয়ে ভেজে নিন। এবার গরম অবস্থায় রসে দেড় থেকে দু ঘন্টা ডুবিয়ে রাখুন।

Tarapith News: নতুন বছরে সমৃদ্ধির প্রার্থণায় ভক্তরা, তারাপীঠে মায়ের সামনে প্রবল ভিড়

 : ইংরাজি বছর ২০২৩- র শেষ দিনে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মত। সকলের আশা হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এ যেন সব ভাল হয়৷  জেলা,  রাজ্য, দেশের নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষের ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দির চত্বরে।রবিবার ছুটির দিন থাকার কারণে পর্যটকদের ঢল তুলনামূলক এমনিতেই বেশি রয়েছে এদিন তারাপীঠ মন্দিরে। ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য মূল গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
: ইংরাজি বছর ২০২৩- র শেষ দিনে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মত। সকলের আশা হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এ যেন সব ভাল হয়৷  জেলা,  রাজ্য, দেশের নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষের ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দির চত্বরে।রবিবার ছুটির দিন থাকার কারণে পর্যটকদের ঢল তুলনামূলক এমনিতেই বেশি রয়েছে এদিন তারাপীঠ মন্দিরে। ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে ভক্তদের জন্য মূল গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। তিনি জানান, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরের মত এই বছরও পর্যটকদের ঢল নেমেছে তারাপীঠ চত্বরে। সারা ভারত থেকে ভিড় এই তারাপীঠ মন্দির জুড়ে। শুধু যে ভারতের লোক সেটা নয়, ভারতের  বাইরে থেকেও বিভিন্ন পর্যটকরা এসেছেন মা তারার দর্শনের জন্য।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। তিনি জানান, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরের মত এই বছরও পর্যটকদের ঢল নেমেছে তারাপীঠ চত্বরে। সারা ভারত থেকে ভিড় এই তারাপীঠ মন্দির জুড়ে। শুধু যে ভারতের লোক সেটা নয়, ভারতের  বাইরে থেকেও বিভিন্ন পর্যটকরা এসেছেন মা তারার দর্শনের জন্য।
তবে এত পরিমান ভক্তের সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। এর পাশাপাশি তারাপীঠ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে জলের ব্যবস্থা করা রয়েছে।
তবে এত পরিমান ভক্তের সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। এর পাশাপাশি তারাপীঠ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে জলের ব্যবস্থা করা রয়েছে।
এছাড়াও দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের মধ্যে। আর পুজো দেওয়ার লাইন যাতে ঠিকভাবে পরিচালনা করা হয় এবং যাতে বেশি গর্ভ গৃহের মধ্যে ভিড় না জমে সেই কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।
এছাড়াও দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের মধ্যে। আর পুজো দেওয়ার লাইন যাতে ঠিকভাবে পরিচালনা করা হয় এবং যাতে বেশি গর্ভ গৃহের মধ্যে ভিড় না জমে সেই কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।
তবে টানা বেশ কয়েকদিন ট্রেন বন্ধের ফলে অন্যান্য বছরে তুলনায় কিছুটা হলেও দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। যদি রেললাইন পরিষেবা ঠিকঠাক থাকত তাহলে এই ভিড় দ্বিগুণ হতে পারত বলে মনে করছে মন্দির কমিটি।
তবে টানা বেশ কয়েকদিন ট্রেন বন্ধের ফলে অন্যান্য বছরে তুলনায় কিছুটা হলেও দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। যদি রেললাইন পরিষেবা ঠিকঠাক থাকত তাহলে এই ভিড় দ্বিগুণ হতে পারত বলে মনে করছে মন্দির কমিটি।
সোমবার ১ জানুয়ারি উপলক্ষ্যে এই ভিড় আরওদুই থেকে তিনগুণ বাড়বে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। Input -Souvik Roy
সোমবার ১ জানুয়ারি উপলক্ষ্যে এই ভিড় আরওদুই থেকে তিনগুণ বাড়বে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। Input -Souvik Roy

Purulia News: ১০০ শতাংশ ক্যাশলেস! বইমেলার লক্ষ্য পূরণ হল পুরুলিয়ায়, লক্ষ লক্ষ টাকার বই বিক্রি

পুরুলিয়া: উদ্দেশ্য ছিল ১০০ শতাংশ ক্যাশলেস বইমেলা করার। ‌ সেই লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল প্রচার ও সমস্ত কাজ। বইমেলা শেষে সেই লক্ষ্যই পূরণ হয়েছে পুরুলিয়া জেলা প্রশাসনের। পুরুলিয়া জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগ সূত্রে জানা গিয়েছে, ৯০টি বইয়ের স্টল থেকে ৯১ লাখ ৮৯ হাজার ৭৬০ টাকার বই বিক্রি হয়েছে। গতবার বিক্রি হয়েছিল ৮০টি বইয়ের দোকান থেকে ৭০ লাখ ৫২ হাজার ৮৬৯ টাকা। প্রায় ২১ লাখ টাকার বই এবার বেশি বিক্রি হওয়ায় খুশি বিভিন্ন প্রকাশনী সংস্থা।

এ বিষয়ে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তথা দায়িত্বপ্রাপ্ত জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন চট্টোপাধ্যায় বলেন, সুষ্ঠুভাবে বইমেলা সম্পন্ন হয়েছে। গতবারের চেয়ে অনেকটাই বেশি বই বিক্রি হয়েছে। যা ১০০ শতাংশ ক্যাশলেস। এই লক্ষ্য নিয়েই তারা গিয়েছিল তাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে।

প্রসঙ্গত , চলতি মাসের ২১ ডিসেম্বর থেকে পুরুলিয়া জেলায় বইমেলা শুরু হয়েছিল। মেলা শেষ হয় ২৭ ডিসেম্বর। প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গণ মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ছিল থিকথিকে ভিড়। তবে প্রথম দু’দিন সেভাবে বিক্রিবাটা হয়নি। তারপর থেকে অবশ্য বিক্রিবাটার পরিমাণ বেড়েছিল বইমেলায়। জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগের আয়োজনে এবং স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের ব্যবস্থাপনায় এই মেলা হয়। গত বছর বইমেলায় ৯৯.৭২ শতাংশ ক্যাশলেস ছিল। এবছর তাই ১০০ শতাংশ ক্যাশলেস বইমেলার উদ্যোগ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: গাড়ির ভিতরে নায়কের দেহ, সৎকারের শোভাযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার স্ত্রী

এবছরের বইমেলায় ছিল নানান চমক। পরিবর্তন হয়েছিল বইমেলার থিমেরও। বইয়ের সঙ্গে সঙ্গে এবার হস্তশিল্প এবং নানান খাবারের সম্ভার ছিল। খাবারের বিক্রিবাটাও বেশ ভাল হয়েছে। সবে মিলিয়ে বইমেলাকে ঘিরে লাভের মুখ দেখেছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এবার মেলা জুড়ে নবপ্রজন্মের ভিড় ছিল চোখে পড়ার মতো। একেবারেই জমজমাট হয়ে উঠেছিল পুরুলিয়ার বইমেলা।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Cheeta at Locality: এলাকায় চিতা! উৎসাহ নিয়ে দেখতে গিয়ে যা ঘটল যুবকের…

জলপাইগুড়ি লোকালয়ে চিতাবাঘ! বর্ষ বিদায়ের দিনে লোকালয়ে চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্ক ধূপগুড়ি ব্লকের দক্ষিণ কাঠুলিয়া এলাকায় এবং আহত হলেন এক ব্যক্তি । জানা যায়, স্থানীয় বাসিন্দা শ্যামাপদ রায় নামে এক ব্যক্তির চাবাগানের কাজ করতে আসা চা শ্রমিকরা প্রথম চিতাবাঘ দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। স্থানীয় যুবকরা চিতাবাঘ দেখতে ভিড় করে।

সেই সময় বাগানের নালায় শুয়ে থাকা চিতাবাঘ অর্তকিত হামলা চালায়।ঘটনায় আহত হন জয়ন্ত রায় নামে এক যুবক। ঘটনার খবর দেওয়া হয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন31st Night: বর্ষবরণ দেদার পার্টি করে ভুলেও বসবেন না চালকের আসনে! সাবধান না হলেই বিপদ

আহত যুবকের পেটে এবং পিঠে আঘাত রয়েছে। তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ রায় বলেন, চিতাবাঘ বেরিয়েছে শুনে দেখতে গিয়েছিলাম৷ সেই সময় এক যুবক আহত হন। বাগানে পাতা তুলতে আসা শ্রমিকরা প্রথমে চিতাবাঘটিকে দেখতে পান।আহত যুবক জয়ন্ত রায় বলেন যে বাগানের ড্রেনে শুয়ে ছিল চিতাবাঘটি হঠাৎ হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়৷

সুরজিৎ দে

31st Night: বর্ষবরণ দেদার পার্টি করে ভুলেও বসবেন না চালকের আসনে! সাবধান না হলেই বিপদ

উইকেন্ডে এসে বর্ষবরণের অনুষ্ঠান। বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনে থামতে নেই কোথাও হইহুল্লোড়, দেদার পার্টির পাশাপাশি আকণ্ঠ সুরাপানের পরিকল্পনা রয়েছে অনেকের।
উইকেন্ডে এসে বর্ষবরণের অনুষ্ঠান। বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনে থামতে নেই কোথাও হইহুল্লোড়, দেদার পার্টির পাশাপাশি আকণ্ঠ সুরাপানের পরিকল্পনা রয়েছে অনেকের।
অন্যদিকে বর্ষবরণ এর আগে সচেতন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মদ্যপান করে বসবেন না গাড়ি চালকের আসনে। কারণ নানা জায়গায় শুরু হয়েছে নাকা তল্লাশি।
অন্যদিকে বর্ষবরণ এর আগে সচেতন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মদ্যপান করে বসবেন না গাড়ি চালকের আসনে। কারণ নানা জায়গায় শুরু হয়েছে নাকা তল্লাশি।
আনন্দ করতে গিয়ে যাতে কোনওরকম দুর্ঘটনা না হয়, তাই আগেভাগে সচেতন হয়েছে পুলিশ। জেলাজুড়ে নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, তেমনভাবে মদ্যপান করে গাড়ি চালানোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
আনন্দ করতে গিয়ে যাতে কোনওরকম দুর্ঘটনা না হয়, তাই আগেভাগে সচেতন হয়েছে পুলিশ। জেলাজুড়ে নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, তেমনভাবে মদ্যপান করে গাড়ি চালানোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
অন্যদিকে জেলার সীমান্ত এলাকাতেও পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। বাংলা-ঝাড়খন্ড সীমান্তে চলছে নাকা চেকিং। ছোট, বড় বিভিন্ন গাড়ি থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি।
অন্যদিকে জেলার সীমান্ত এলাকাতেও পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। বাংলা-ঝাড়খন্ড সীমান্তে চলছে নাকা চেকিং। ছোট, বড় বিভিন্ন গাড়ি থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি।
বর্ষবরণের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় যাতে জেলা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা না হয়েছে যে সমস্ত জায়গাগুলিতে ভিড় হওয়ার কথা রয়েছে সেখানেও রয়েছে নিরাপত্তা।
বর্ষবরণের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয় যাতে জেলা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা না হয়েছে যে সমস্ত জায়গাগুলিতে ভিড় হওয়ার কথা রয়েছে সেখানেও রয়েছে নিরাপত্তা।