Tag Archives: Local18

Uttarkashi Tunnel Rescue: বাড়ি ফিরলেন উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে পড়া জয়দেব-সৌভিক, আনন্দে আত্মহারা পরিবার

পুরশুড়া: ছেলেদের মুক্তির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন আবার কেউ বা আকাশে আতশবাজি ফাটিয়েছেন। মহিলারা শঙ্খধ্বনি করেছেন। কিন্তু ১৭ দিন ধরে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু প্রার্থনাই করে গেছেন। টানা ১৭ দিন ধরে উত্তরকাশীর সুরঙ্গেতে আটকে থাকা ছেলে মুক্তি পেয়েছে। সারা দেশ জুড়ে উৎসাহের শেষ নেই।

ফেসবুকের পাতায় পাতায় ভারতের তেরঙ্গায় উড়ছে মুক্তির আনন্দ । আর সেই মুক্তির পর কবে বাড়ি আসবে হুগলির দুই ছেলে। অবশেষে শনিবার রাতে পুড়শুড়া জয়দেব পারামানিক ও সৌভিক পাখিরা তাদের বাড়িতে ফিরেছেন। প্রতিবেশী থেকে পরিবারের পরিজনদের উন্মাদনার শেষ নেই। তাদেরকে প্রত্যেককে সংবর্ধনা দিচ্ছেন বাসিন্দারা। এ যেন কান্না শেষে হাসির জোয়ার গোটা হুগলি জেলা জুড়ে।

আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

এই বিষয়ে ওই দুই ইঞ্জিনিয়ার জানান, উত্তর কাশীর সুরঙ্গেতে কাজ করতে গিয়ে ৪১ জন শ্রমিক আটকে গিয়েছিল। কীভাবে ওই সুরঙ্গ থেকে বের হব প্রতিটি দিন কান্না আর প্রত্যেকের চিৎকার সুরঙ্গে দিয়ে বেরিয়ে এসেছে। আমাদের সকলেই মনোবল মজবুত ছিল এই সুরঙ্গ থেকে আমরা ঠিক মুক্তি পাবই। যদিও এখন সৌভিক এবং জয়দেব স্বাভাবিক সুস্থই রয়েছেন।দুই পরিবারের সদস্যদের আনন্দে মাতোয়ারা হয়ে ছেলেদেরকে বুকে জড়িয়ে ধরছেন পরিবারের আত্মীয়রা।

শুধু তাই নয়, তাদের এই সাহসিকতা দেখে গোটা গ্রাম জুড়ে তাদেরকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন সকলে। সব মিলিয়ে তাদের বাড়ি আসার পরেই গোটা জেলা জুড়ে আনন্দে ভরে উঠেছে এলাকা।

Suvojit Ghosh

1 Crore Job Offer: বছরে ১ কোটি ৬৮ লক্ষ টাকা বেতন! কেরিয়ারের শুরুতেই IIT’র ছাত্রের দুরন্ত চাকরির অফার

পশ্চিম মেদিনীপুর: ভারতবর্ষের প্রযুক্তি বিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা থেকে দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় মোটা অংকের বেতনের চাকরি পেলেন প্রায় ৭০০ জন। প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনই কোটি টাকার চাকরি ৬ জনের।গুগল, অ্যাপেল, মাইক্রোসফট সহ বিভিন্ন নামীদামি সংস্থায় চাকরি পেলেন অনেকেই। IIT খড়্গপুরের ৭০০ পড়ুয়াকে পেলেন বড়সড় অফার।

প্লেসমেন্ট ড্রাইভ, অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ- ২০২৩ এর প্রথম দিনই ১৯টি আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন নামকরা সংস্থায় চাকরির সুযোগ পেলেন আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা। এর মধ্যে ৬ জন পেলেন বছরে কোটি টাকার চাকরির অফার। সর্বোচ্চ ১ কোটি ৬৮ লক্ষ (CTC) টাকার অফার পেয়েছেন এক পড়ুয়া। আইআইটি খড়্গপুরের নালন্দা কমপ্লেক্সে এই ‘অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ- ২০২৩’ আয়োজিত হয়। কনক্লেভের প্রথম দিন ৬১-টিরও বেশি কোম্পানি আইআইটি খড়্গপুরের প্রায় ৭০০ পড়ুয়াকে চাকরির প্রস্তাব দেয় বলে জানিয়েছেন আইআইটি’র সিডিসি চেয়ারপার্সন অধ্যাপক রাজীব মাইতি।

আরও পড়ুনমদের নেশায় ডুবেছিলেন, বউয়ের টাকায় চলত সংসার! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলি অভিনেতা

তিনি এও জানিয়েছেন, সফ্টওয়্যার, অ্যানালিটিক্স, ফিনান্স-ব্যাংকিং, কনসাল্টিং এবং কোর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যথাক্রমে Apple, Arthur D.Little, Da Vinci, Capital One, DE Shaw-এর তরফে দেওয়া হয়েছে প্রি-প্লেসমেন্ট অফার। এছাড়াও, EXL Services, Glean, Google, Graviton, Microsoft, Mckinsey, Quantbox, Databricks, Square point, TSM, Palo Alto সহ আরও অনেক কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। প্রযুক্তি বিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়গপুর।

এই প্রতিষ্ঠান থেকেই বছরে বহু মেধা তৈরি হয়। দেশের বা আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রভাব বিস্তার করে আইআইটি প্রাক্তনীরা। প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনই ১৯টি আন্তর্জাতিক সংস্থার তরফে ১২১ জন পড়ুয়াকে অফার দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী পেয়েছেন বছরে ১ কোটি (CTC) টাকার চাকরির অফার। সর্বোচ্চ অফার বছরে ১ কোটি ৬৮ লক্ষ টাকার বলে জানানো হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুনমারাত্মক! সস্তার এই বাদামে দম বন্ধ হয়ে যমে-মানুষে টানাটানি শুরু হতে পারে, না জেনে খেলে বিপদ

আইআইটি খড়্গপুরের ডাইরেক্টরের অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি মন্তব্য করেন, বর্তমান সময়ের নিরিখে আইআইটি খড়্গপুরের এই সাফল্য যে সত্যিই গর্ব করার মত।

রঞ্জন চন্দ

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Hooghly School: যখন তখন ভেঙে পড়বে! বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে স্কুল বিল্ডিং, আতঙ্কে পড়ুয়ারা

খানাকুল: স্কুলের দ্বিতীয়তলা বিল্ডিং বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। কিন্তু দোতলায় উঠলেই দেখা ‌যাবে ভগ্নপ্রায় অবস্থা। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বিল্ডিং। ছাদ থেকে খসে খসে পড়ছে কংক্রিটের টুকরো। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা মেলেনি। আতঙ্কে দিন কাটাচ্ছে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী-সহ পরিচালন কমিটির সদস্যরা। এই ঘটনা দেখা যাচ্ছে হুগলির খানাকুলের ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠ।

জানা গিয়েছে, ওই স্কুলের দ্বিতীয় তলার বিল্ডিংয়ে চারটি করে মোট আটটি ক্লাসরুম রয়েছে। প্রতিটি ক্লাসরুম ভগ্নপ্রায় ও বিপজ্জনক হওয়ায় পঠন পাঠন বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। এমনকি ওই বিল্ডিং দিয়ে বর্তমানে যাতায়াত বন্ধ করে দেয়। বিল্ডিং ভেঙে দেওয়ার জন্য এবং নতুন বিল্ডিং তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর, খানাকুল এক নম্বর ব্লকের বিডিও-সহ বিভিন্ন প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ না হওয়ায় হতাশ প্রধান শিক্ষক থেকে পরিচালন কমিটির সদস্যরা। স্কুলের ভেতরে বড় কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে, সেই আতঙ্কে ভুগছে সকলেই।

আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কাল থেকেই বাংলার আবহাওয়ায় ভোলবদল, কোন কোন জেলা ভাসবে

স্কুলের প্রধান শিক্ষক অরুণ কুমার মণ্ডল বলেন, ‘‘প্রশাসনের সব স্তরে আমরা জানিয়েছি বিল্ডিংটি বিপজ্জনক বলে। কিন্তু কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে ক্লাস বন্ধ রাখতে হয়েছে। যে কোনও সময় ছাদ থেকে বড় বড় কংক্রিটের টুকরো খসে পড়ছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথায় ভেবে বারান্দায় ক্লাস করতে হচ্ছে। আমরা চাই নতুন বিল্ডিং নির্মাণ হোক।’’

পরিচালন কমিটির সদস্য লিয়াকত হোসেন জানিয়েছেন, যেখানে যেখানে জানানো দরকার সব জায়গাতেই অভিযোগ জানানো হয়েছে। স্কুল এতটাই বেহাল অবস্থায় রয়েছে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে ওই অঞ্চলের উপপ্রধানের বক্তব্য বিষয়টি নিয়ে খোঁজ খবর করা হবে। কোনও ভাবেই ছাত্রছাত্রীদের বিপজ্জনক অবস্থায় ক্লাসরুমে ক্লাস করানো যাবে না। তুই তো বিল্ডিং সংস্কারের জন্য উচ্চ-প্রশানকে জানানো হবে। সব মিলিয়ে এখন দেখার ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে।

Suvojit Ghosh

Malda News: তাইকোন্ডোতে আন্তর্জাতিক স্তরে ৩০ টি পদক জিতে বিরাট সাফল্য মালদহে! জেলা জুড়ে খুশির আবহ

মালদহ: দেশের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করল মালদহ জেলা তাইকোন্ডো দল। মোট সাতটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম হয়েছে ভারত। ৩০ টি পদক জিতে ভাল খেলার বিচারে দ্বিতীয় হয়েছে মালদহ জেলা। এমন সাফল্যে খুশি জেলার ক্রীড়াপ্রেমী মানুষেরা। এমন সাফল্য আগামীতে আরও বেশি তাইকোন্ডো খেলার প্রতি আগ্রহ বাড়বে বর্তমান প্রজন্মের। মালদহ দলের কোচ রামাশীষ দাস বলেন, এটা গর্বের বিষয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করে মালদহ দল ভাল ফল করেছে। আমরা মোট ৩০টি পদক জিতেছি। অনেক খুদে খেলোয়ার অংশগ্রহণ করেছিল। দলীয় গত বিচারে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি।

গত ২৫ ও ২৬ শে নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় আন্তরজাতিক তাইকোন্ডো প্রতিযোগিতা। সাউথ আফ্রিকার ঘানা, মালেশিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইথপিয়া ও ভারত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিদেশের একাধিক টিম ছিল। সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে থেকে দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

এই প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছিল মালদহ জেলার তাইকোন্ডো ক্যাম্প অফ বাংলা এরিয়ার টিম। যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করে,এই প্রতিযোগিতায় এবং খুব ভাল ফল করে মালদহ জেলা টিম।মালদহের সব থেকে কম বয়সের প্রতিযোগী ইভান দাস। তিন বছর বয়সেই অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করে। এছাড়াও আরও ১২টি স্বর্ণপদক জিতেছে মালদহের খেলোয়াড়রা।

আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

পাশাপাশি সাত জন সিলভার পদক ও দশ জন ব্রোঞ্জ পদক পেয়েছে। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেছিলেন। তাদের এমন সাফল্যে খুশি কোচ রামাশীষ দাস। আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় এই ধরনের সাফল্য এর আগে আসেনি।

মালদহে এর আগে তাইকোন্ডোর আন্তর্জাতিক বা জাতীয় স্তরের প্রতিযোগিতায় ছোটখাট সাফল্য এসেছে। একসঙ্গে এতজন প্রতিযোগী আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় পদক জিতেছে । তাই জেলা জুড়ে খুশির আবহ।

হরষিত সিংহ

Murshidabad News: বাংলা মোদের গর্ব অনুষ্ঠান জেলায়! তুলে ধরা হচ্ছে সরকারের নানা প্রকল্প

মুর্শিদাবাদ: বহরমপুরে ওয়াই এম এ মাঠে তিনদিনের জন্য শুরু হল বাংলা মোদের গর্ব। তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এই বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা করা হল। অনুষ্ঠানে পরিবেশিত হয় সাঁওতালি নাচ।

তিনদিনের এই অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার ইতিহাস, জেলার সৃষ্টি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোকশিল্প, হস্তশিল্প, পর্যটন, দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের সমস্ত তথ্য তুলে ধরা হয় এই থিমের মধ্যে দিয়ে। এই জেলার সমগ্র বৈচিত্র্যকে জানার জন্য এই গ্যালারি সকলেরই নজর কাড়বে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বহরমপুরের ওয়াই এমে মাঠে বসেছে মেলা।

আরও পড়ুন-          বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে ‘পিয়া’-কেই কেন কাছে টানলেন পরম?

আরও পড়ুন-         টলিপাড়ার ‘এই’ নায়কের জন্যই ভেঙেছিলেন ৬ বছরের সংসার, তবুও ছিল বন্ধুত্ব! আজ থেকেই কি পুরোপুরি পথ আলাদা হবে অনুপম-পিয়ার?

মেলায় দশটি স্টল রয়েছে। আছে প্রদর্শনীও। পাশাপাশি মিশন নির্মল বাংলাকে গুরুত্ব দিয়ে বহরমপুর পুরসভার স্টল রয়েছে মেলায়, ডেঙ্গী সচেতনতা নিয়ে আছে স্বাস্থ্য দফতরের স্টল। প্রতি বছরই রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বাংলার সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

কৌশিক অধিকারী

South Dinajpur News: ডায়ালিসিস করাতে যেতেন নিয়মিত, কিন্তু এবার আর ফিরলেন না, তারপরেই তুলকালাম

দক্ষিণ দিনাজপুর : চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে প্রবল বিক্ষোভ দেখাল মৃতের আত্মীয়রা। ঘটনাটি বালুরঘাট জেলা হাসপাতালের ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, মৃতের নাম অসীম সরকার (৭০)। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বাড়ি বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায়।

জানা গেছে, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী অসীম সরকার বছরখানেক ধরে কিডনি সমস্যায় ভুগছেন। তার ডায়ালাইসিস প্রক্রিয়াও শুরু হয়েছিল। বালুরঘাট হাসপাতালের ডায়ালাইসিস বিভাগ থেকেই ওই চিকিৎসা নিতেন অসীম বাবু। এদিন ডায়ালাইসিস করাতে তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে এসেছিলেন আত্মীয়রা।

আরও পড়ুন – Easy Money Making: ট্যাক্স বাঁচবে, মোটা রিটার্নে উপচে যাবে টাকা, ৫টি ELSS ফান্ডে ইনভেস্টমেন্ট, ফেল PPF, TDR

এই দিন বিকেলে বালুরঘাট জেলা হাসপাতালে ডায়ালাইসিস করার জন্য নিয়ে আসা হয় রোগীকে। ডায়ালাইসিস করানোর সময় হঠাৎই তার হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, ডায়ালাইসিস চলাকালীন তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। আত্মীয়রা অনেকবার কর্মীদের কাছে অক্সিজেন সরবরাহের কথা বলার পরেও তা করা হয়নি।

এই গাফিলতির জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখায় তার আত্মীয়রা। পরে অভিযোগ লিখিত আকারে জমা করা হয়েছে। অভিযোগের তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।

Susmita Goswami

Road Accident: বিরাট দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা! ঘটনাস্থলেই মৃত্যু

উত্তর দিনাজপুর: জাতীয় সড়কে দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সজোরে গাছে ধাক্কায় মৃত্যু বিড়ি ব্যবসায়ীর। মৃত ব্যক্তির নাম আসমাউল হক (৪২)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রসাখোয়া থেকে বাইকে করে বিড়ি সংগ্রহ করে বাড়িতে ফিরছিলেন আসমাউল। পথে তার বাইকটি হঠাৎনিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশাল গাছে গিয়ে ধাক্কা মারে। তারপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আসমাউল।

আরও পড়ুন-          বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে ‘পিয়া’-কেই কেন কাছে টানলেন পরম?

আরও পড়ুন-         টলিপাড়ার ‘এই’ নায়কের জন্যই ভেঙেছিলেন ৬ বছরের সংসার, তবুও ছিল বন্ধুত্ব! আজ থেকেই কি পুরোপুরি পথ আলাদা হবে অনুপম-পিয়ার?

স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর পেতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পিয়া গুপ্তা

Cyclone Michaung Update: শীতের আমেজ জাস্ট ভ্যানিশ, সমুদ্রে ফুঁসতে থাকা দানব এবার ঘটাবে প্রবল বৃষ্টি

: সাইক্লোন মিগজাউম আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে। এর প্রভাবে অন্ধ্র-ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। ডিসেম্বর মাস হলেও কিন্তু শীতের দেখা নেই। আগামী কয়েকদিন শীত নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীত প্রবেশের পথে বাধা বঙ্গোপসাগরে নিম্নচাপ। নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উপকূলবর্তী জেলায় শীতের আমেজ উধাও।
: সাইক্লোন মিগজাউম আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলে। এর প্রভাবে অন্ধ্র-ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। ডিসেম্বর মাস হলেও কিন্তু শীতের দেখা নেই। আগামী কয়েকদিন শীত নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীত প্রবেশের পথে বাধা বঙ্গোপসাগরে নিম্নচাপ। নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উপকূলবর্তী জেলায় শীতের আমেজ উধাও।
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। এর কারণে শীত মরশুম শুরুতেই স্বাভাবিক শীতের ব্যাঘাত সৃষ্টি করেছে। জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘায় ইতিমধ্যে মেঘলা আকাশ দেখা দিয়েছে, তাপমাত্রা বাড়ছে।
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। এর কারণে শীত মরশুম শুরুতেই স্বাভাবিক শীতের ব্যাঘাত সৃষ্টি করেছে। জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘায় ইতিমধ্যে মেঘলা আকাশ দেখা দিয়েছে, তাপমাত্রা বাড়ছে।
দিনভর মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েপ্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে। শীত উধাও দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়।
দিনভর মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েপ্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে। শীত উধাও দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়।
শেষ ২৪ ঘন্টার আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি। এদিন অর্থাৎ ২ ডিসেম্বর শনিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে,যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিঘা সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ থাকার সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শেষ ২৪ ঘন্টার আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি। এদিন অর্থাৎ ২ ডিসেম্বর শনিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে,যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিঘা সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ থাকার সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে বাড়ছে তাপমাত্রা। এদিন তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি বেশি। তমলুক সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ।
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে বাড়ছে তাপমাত্রা। এদিন তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি বেশি। তমলুক সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ।
হলদিয়া শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩.৫ ডিগ্রি সেলসিয়া এবং সর্বনিম্ন ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকেরচেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। কাঁথি শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।
হলদিয়া শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩.৫ ডিগ্রি সেলসিয়া এবং সর্বনিম্ন ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকেরচেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। কাঁথি শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে নিম্নচাপের প্রভাবে। চলতি সপ্তাহের উইকেন্ডেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং আরও বাড়বে তাপমাত্রা। আগামী এক সপ্তাহ শীতের দেখা মিলবে না। সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। Input- Saikat Shee 
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে নিম্নচাপের প্রভাবে। চলতি সপ্তাহের উইকেন্ডেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং আরও বাড়বে তাপমাত্রা। আগামী এক সপ্তাহ শীতের দেখা মিলবে না। সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। Input- Saikat Shee

Fried Rice-Chili Chicken: নামমাত্র দামে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস কম্বো! কত টাকায় কোথায় পাবেন জানুন

বাঙালির প্রিয় খাবার চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। নাম শুনলেই জিভে জল।
বাঙালির প্রিয় খাবার চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। নাম শুনলেই জিভে জল।
ফ্রাইড রাইস এবং চিলি চিকেন এর কম্বো পাওয়া যাচ্ছে মাত্র ৬০ টাকায়।
ফ্রাইড রাইস এবং চিলি চিকেনের কম্বো পাওয়া যাচ্ছে মাত্র ৬০ টাকায়।
কোথায় পাওয়া যাচ্ছে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস? উত্তর হল বাঁকুড়া শহরে।
কোথায় পাওয়া যাচ্ছে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস? উত্তর হল বাঁকুড়া শহরে।
এই কম্বো খেলে পেট ভরতে বাধ্য। স্বাদে এবং দামে চমৎকার।
এই কম্বো খেলে পেট ভরতে বাধ্য। স্বাদে এবং দামে চমৎকার।
বাঁকুড়া শহরের কলেজ মোড় এলাকায় "ব্রো চাইনিজ" স্টলে বিকেল পাঁচটা থেকে পাবেন চিলি চিকেন এবং ফ্রাইড রাইস।
বাঁকুড়া শহরের কলেজ মোড় এলাকায় “ব্রো চাইনিজ” স্টলে বিকেল পাঁচটা থেকে পাবেন চিলি চিকেন এবং ফ্রাইড রাইস।
স্টুডেন্টদের কথা ভেবেই এই নতুন সংযোজন। পেট ভরে খান চিলি চিকেন এবং ফ্রাই রাইস।
স্টুডেন্টদের কথা ভেবেই এই নতুন সংযোজন। পেট ভরে খান চিলি চিকেন এবং ফ্রাইড রাইস।

Hooghly News: সাপ তাড়ানোর অছিলায় ভুল বুঝিয়ে বাড়ি থেকে সোনা নিয়ে পলাতক দুই ছদ্মবেশী সাপুড়ে!

আরামবাগ: ভুল বুঝিয়ে সোনা নিয়ে পলাতক দুই ছদ্মবেশী সাপুড়ে। ঘটনাটি ঘটে হুগলির আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপতা এলাকায়। সাত সকালেই সাপুড়ে দু’জনের কালো গায়ে পোশাক পরে উপস্থিত হয়। পরবর্তীতে ওই এলাকায় মিঠু নামে এক মহিলার বাড়িতে আসেন। তাঁদেরকে ওই দুই সাপুড়ে বলেন বাড়িতে নাকি সাপ রয়েছে।

যেমন বলা তেমনই ঠিক কাজ। সঙ্গে সঙ্গে তার বাড়ির পাশ থেকে একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যেই চলে চক্রান্ত। ওই মহিলাকে বলা হয় তাঁর বাস্তুতে দোষ আছে। আর সেই কারণেই তাঁর সন্তানের অঘটন হবে এবং মৃত্যু হবে। এই কথা শুনে মাতৃ হৃদয় কেঁপে ওঠে। তারপর তাঁকে বোঝানো হয় এই দোষ কাটানোর জন্য দেড়ভরি সোনা লাগবে। একজোড়া কানের ও একটি আংটি দিয়ে তাঁর ছেলের দোষ কাটিয়ে দেবে এই কথা দেন সাপুড়ে।

আরও পড়ুন: বীভৎস! ২০ বছরের প্রেমিকাকে খুন হোটেলে! হোয়াটসঅ্যাপ স্টেটাসে নিথর দেহের ছবি পোস্ট সঙ্গীর

জানা যায়, এক গ্লাস জল, ধুপ, চাল ও সোনা দিয়েই চলে দোষ কাটানোর কাজ। একটি কাদার পিণ্ড দিয়ে সোনা ঢুকিয়ে দিয়ে পাতার উপর মুড়ে দেন মহিলার সামনে। পরবর্তীতে ওই মহিলাকে আরও কিছু ধুপ আনতে যেতে বলেন তাঁরা। ঠিক সেই সময়ই লুট করে নেন প্রতারকের দল। মিঠু দেবী যখন বাড়ি থেকে ধূপ নিয়ে আসে ঠিক সেই সময় কাদার পিণ্ডটি তাঁর হাতে দিয়ে আলমারিতে তিন দিন রেখে দিতে বলেন। আর এই ঘটনা যেন এই ঘটনার কাউকে না বলে, সে উপদেশও দেন তাঁরা।

দুই সাপুড়ে চলে যাওয়ার পরই সন্দেহ হয় মহিলার। সেই সময় আলমারি থেকে খুলে কাটার পিণ্ড খোলার পরে বুঝতে পারে কত বড় চক্রান্ত শিকার হয়েছেন তিনি।গ্রামাঞ্চলে এই ধরনের প্রতারণাচক্র হয়ে থাকে মাঝে মধ্যেই। সাধারণ মানুষ সচেতন না হলেই ফাঁদে পরে সর্বস্বান্ত হন।

Suvojit Ghosh