Tag Archives: Rakhipurnima 2024

Rakhi Purnima 2024: এই রাখিতেই জমবে এবার রক্ষা বন্ধন! ‌যা দিয়ে তৈরি দেখলে চমকে ‌যাবেন!

শিলিগুড়ি: বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের হাতে তৈরি হচ্ছে আকর্ষণীয় রাখি। ধান, মিষ্টি কুমড়োর বীজ, মটর সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এই রাখি তৈরি করছেন ফকদই বাড়ির বেশ কিছু ছেলেমেয়ে। তাদের বেশির ভাগই কথা বলতে পারে না। তবে মনের জোর থাকলে সব সম্ভব। মনের অদম্য ইচ্ছার জোরে আজ তারা সবকিছুই করতে সক্ষম।

সামনেই রাখি উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব রাখি তৈরি করা শেখাচ্ছেন শিলিগুড়ি ফকদইবাড়ির বাসিন্দা দিপালী। দিপালী নিজে একজন বিশেষ চাহিদা সম্পন্নর মা। নিজের ছেলেকে হার মানতে দিতে নারাজ সে। ছেলেকে সব সময় এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে অনড় মা। তাই নিজের ছেলের মত করে আরও দশ জনকে তাই তিনি স্বাবলম্বী হতে শেখাচ্ছেন।

আরও পড়ুন:একই জমিতে হবে তিনরকমের চাষ! শুধু জেনে নিন এই পদ্ধতি! লাভও ব্যাপক

রাখি বন্ধন উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। এর আগে দিনরাত রাখি তৈরিতে ব্যস্ত শিলিগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন এই শিল্পীরা। দিপালীর হাত ধরে সারা বছর ধরেই তারা নতুন কিছু শিখছে। এবার তারা রাখি তৈরিটাও শিখে ফেলছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাদের সুন্দর ডিজাইনের রাখি সকলেরই নজর কাড়বে বলে আশাবাদী তারা। এই রাখির মূল্য ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অনির্বাণ রায়

Rakhi Purnima 2024: খবরদার…! রাখি পরানোর আগে এটা করলেই ভয়ঙ্কর সর্বনাশ! ৯৯% বোনেরা এই ভুলটাই করে, আপনি করছেন না তো?

শ্রাবণ মাস চলছে এবং এটি রাখি পূর্ণিমার পবিত্র উৎসব দিয়ে শেষ হবে। প্রতি বছর এই উৎসবটি শ্রাবণ পূর্ণিমার দিনে উদযাপিত হয়, যা এই বছর সোমবার, ১৯  অগাস্টে পড়ছে। এই উৎসবের জন্য ভাই-বোনেরা সারা বছর ধরে অপেক্ষা করে। এই বিশেষ দিনটি যখন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে সুখী জীবন কামনা করে।
শ্রাবণ মাস চলছে এবং এটি রাখি পূর্ণিমার পবিত্র উৎসব দিয়ে শেষ হবে। প্রতি বছর এই উৎসবটি শ্রাবণ পূর্ণিমার দিনে উদযাপিত হয়, যা এই বছর সোমবার, ১৯ অগাস্টে পড়ছে। এই উৎসবের জন্য ভাই-বোনেরা সারা বছর ধরে অপেক্ষা করে। এই বিশেষ দিনটি যখন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে সুখী জীবন কামনা করে।
রাখি বাঁধার আগে, একজন বোন তার ভাইয়ের কপালে তিলক লাগান, কিন্তু অনেক বোনই ভুল ভাবে ভুলভাবে তিলক লাগান। তিলক লাগানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি। এছাড়াও, আপনি কোন আঙুল দিয়ে তিলক পরাচ্ছেন সেটা জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ।  ভোপালের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে থেকে তিলক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন৷
রাখি বাঁধার আগে, একজন বোন তার ভাইয়ের কপালে তিলক লাগান, কিন্তু অনেক বোনই ভুল ভাবে ভুলভাবে তিলক লাগান। তিলক লাগানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি। এছাড়াও, আপনি কোন আঙুল দিয়ে তিলক পরাচ্ছেন সেটা জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ। ভোপালের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে থেকে তিলক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন৷
জ্যোতিষীর মতে, ভাইয়ের কপালে তিলক দেওয়ার সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি তিলকের জন্য কোন আঙুলটি বেছে নিচ্ছেন। ভাই বড় হলে বোন ছোট হলে কনিষ্ঠা আঙুলে তিলক পরাতে হবে। এটি একই আঙুল যা অনামিকা হিসাবে পরিচিত। ভাই ছোট হলে বোন বড় হলে বোনের বুড়ো আঙুল দিয়ে তিলক পরানো উচিত।
জ্যোতিষীর মতে, ভাইয়ের কপালে তিলক দেওয়ার সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি তিলকের জন্য কোন আঙুলটি বেছে নিচ্ছেন। ভাই বড় হলে বোন ছোট হলে কনিষ্ঠা আঙুলে তিলক পরাতে হবে। এটি একই আঙুল যা অনামিকা হিসাবে পরিচিত। ভাই ছোট হলে বোন বড় হলে বোনের বুড়ো আঙুল দিয়ে তিলক পরানো উচিত।
শাস্ত্র অনুসারে, যখন কোনও বোন রাখির দিন তিলকের জন্য ডান আঙুল বেছে নেন, তখন তার ভাইয়ের জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। ছোট বোন যখন তার কনিষ্ঠ আঙুল দিয়ে বড় ভাইকে তিলক দেয়, তখন তার জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
শাস্ত্র অনুসারে, যখন কোনও বোন রাখির দিন তিলকের জন্য ডান আঙুল বেছে নেন, তখন তার ভাইয়ের জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। ছোট বোন যখন তার কনিষ্ঠ আঙুল দিয়ে বড় ভাইকে তিলক দেয়, তখন তার জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
যখন একজন বড় বোন তার ছোট ভাইকে তাঁর বুড়ো আঙুল দিয়ে তিলক পরান, তখন তার জীবনে উন্নতি হয়। তিনি প্রতিটি কাজে সফলতা অর্জন করেন এবং নির্ভীকও হন।
যখন একজন বড় বোন তার ছোট ভাইকে তাঁর বুড়ো আঙুল দিয়ে তিলক পরান, তখন তার জীবনে উন্নতি হয়। তিনি প্রতিটি কাজে সফলতা অর্জন করেন এবং নির্ভীকও হন।
এর পাশাপাশি, এটিও মনে রাখবেন যে তিলক সবসময় একটি সরল রেখায় লাগাতে হবে, বাঁকা পদ্ধতিতে নয়। এছাড়াও, তিলকের পরে ভাত লাগান কারণ এটি ছাড়া তিলক অসম্পূর্ণ বলে মনে করা হয়।
এর পাশাপাশি, এটিও মনে রাখবেন যে তিলক সবসময় একটি সরল রেখায় লাগাতে হবে, বাঁকা পদ্ধতিতে নয়। এছাড়াও, তিলকের পরে ভাত লাগান কারণ এটি ছাড়া তিলক অসম্পূর্ণ বলে মনে করা হয়।

Rakshabandhan & Jhulanpurnima Lucky Zodiac Signs: চাকরি! প্রোমোশন! বিদেশযাত্রা! ব্যবসায় মুনাফা! ঝুলনযাত্রা ও রাখীপূর্ণিমায় কপাল খুলে সোনায় সোহাগা এই ৪ রাশির

আগামী ১৯ অগাস্ট রাখীপূর্ণিমা৷ সেদিনই পালিত হবে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা বা ঝুলনপূর্ণিমার সমাপনও৷ শ্রাবণমাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে শুরু করে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার সমাপন ঘটে এই তিথিতে৷
আগামী ১৯ অগাস্ট রাখীপূর্ণিমা৷ সেদিনই পালিত হবে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা বা ঝুলনপূর্ণিমার সমাপনও৷ শ্রাবণমাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে শুরু করে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার সমাপন ঘটে এই তিথিতে৷

 

দুর্লভ সংযোগের প্রভাবে রাখীপূর্ণিমায় বদলাবে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
দুর্লভ সংযোগের প্রভাবে রাখীপূর্ণিমায় বদলাবে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷

 

রাখীপূর্ণিমা তিথি শুভ যোগ তথা শুভ বার্তা বয়ে আনছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য৷ ব্যবসায় আসবে তেজি উত্থান৷ আটকে থাকা কাজ সম্পন্ন হবে৷ কর্মক্ষেত্রে আসবে সাফল্য৷ সম্পর্কের বাঁধন মজবুত হবে৷
রাখীপূর্ণিমা তিথি শুভ যোগ তথা শুভ বার্তা বয়ে আনছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য৷ ব্যবসায় আসবে তেজি উত্থান৷ আটকে থাকা কাজ সম্পন্ন হবে৷ কর্মক্ষেত্রে আসবে সাফল্য৷ সম্পর্কের বাঁধন মজবুত হবে৷

 

কন্যারাশির জাতক জাতিকাদের কাছে চাকরি ও প্রোমোশনের যোগ মজবুত হবে৷ সরকারি কর্মীরা লাভবান হবেন৷ সমাজে মানসম্মান বাড়বে৷ পারিবারিক সম্পর্কের বন্ধন মজবুত হবে৷
কন্যারাশির জাতক জাতিকাদের কাছে চাকরি ও প্রোমোশনের যোগ মজবুত হবে৷ সরকারি কর্মীরা লাভবান হবেন৷ সমাজে মানসম্মান বাড়বে৷ পারিবারিক সম্পর্কের বন্ধন মজবুত হবে৷

 

ধনুরাশির জাতক জাতিকাদের কাছে ব্যবসায় বিশাল মুনাফা আসবে৷ বিদেশযাত্রার যোগ তীব্র হবে৷ কার্যক্ষেত্রে লাভবান হবেন৷
ধনুরাশির জাতক জাতিকাদের কাছে ব্যবসায় বিশাল মুনাফা আসবে৷ বিদেশযাত্রার যোগ তীব্র হবে৷ কার্যক্ষেত্রে লাভবান হবেন৷

 

মীনরাশির জাতক জাতিকাদের কাছে প্রচুর ধনসম্পদের আসবে রাখীপূর্ণিমায়৷ নতুন ব্যবসা শুরু করলে লাভবান হবেন৷ পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় মুনাফা হবে আকাশছোঁয়া৷
মীনরাশির জাতক জাতিকাদের কাছে প্রচুর ধনসম্পদের আসবে রাখীপূর্ণিমায়৷ নতুন ব্যবসা শুরু করলে লাভবান হবেন৷ পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় মুনাফা হবে আকাশছোঁয়া৷

Jhulanyatra 2024 Date & Time: এ বছর রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা কবে? কতক্ষণ থাকবে পূর্ণিমা তিথি? পঞ্জিকার দিনক্ষণ ও শুভ মুহূর্ত জানলে চমকে যাবেন

সনাতনী বৈষ্ণবদের কাছে বর্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঝুলনযাত্রা৷ শ্রাবণের শুক্লাপক্ষের একাদশীতে শুরু হয় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা৷
সনাতনী বৈষ্ণবদের কাছে বর্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঝুলনযাত্রা৷ শ্রাবণের শুক্লাপক্ষের একাদশীতে শুরু হয় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা৷

 

ঝুলনযাত্রা চলে পূর্ণিমা পর্যন্ত৷ একে ঝুলনপূর্ণিমা বা রাখীপূর্ণিমাও বলা হয়৷ এ বছর ঝুলনযাত্রা শুরু হবে ৩০ শ্রাবণ বা ১৫ অগাস্ট, বৃহস্পতিবার৷
ঝুলনযাত্রা চলে পূর্ণিমা পর্যন্ত৷ একে ঝুলনপূর্ণিমা বা রাখীপূর্ণিমাও বলা হয়৷ এ বছর ঝুলনযাত্রা শুরু হবে ৩০ শ্রাবণ বা ১৫ অগাস্ট, বৃহস্পতিবার৷

 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ১৫ অগাস্ট একাদশী তিথি শুরু হচ্ছে সকাল ১০.২৮ মিনিটে৷ একাদশী থাকবে ৩১ শ্রাবণ বা ১৬ অগাস্টের সকাল ৯.৪০ মিনিট৷
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ১৫ অগাস্ট একাদশী তিথি শুরু হচ্ছে সকাল ১০.২৮ মিনিটে৷ একাদশী থাকবে ৩১ শ্রাবণ বা ১৬ অগাস্টের সকাল ৯.৪০ মিনিট৷

 

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে একাদশী শুরু হচ্ছে ১৫ অগাস্ট সকাল ৬ টা ১১ মিনিট ৫৯ সেকেন্ডে৷ এই তিথি শেষ হচ্ছে ৩১ শ্রাবণ বা ১৬ অগাস্ট সকাল ৬টা ৩ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত৷
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে একাদশী শুরু হচ্ছে ১৫ অগাস্ট সকাল ৬ টা ১১ মিনিট ৫৯ সেকেন্ডে৷ এই তিথি শেষ হচ্ছে ৩১ শ্রাবণ বা ১৬ অগাস্ট সকাল ৬টা ৩ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত৷

 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা শুরু হবে ২ ভাদ্র বা ১৮ অগাস্ট, রবিবার ৩.০৬ মিনিটে বা সোমবার ভোররাতে৷
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা শুরু হবে ২ ভাদ্র বা ১৮ অগাস্ট, রবিবার ৩.০৬ মিনিটে বা সোমবার ভোররাতে৷

 

১৯ অগাস্ট বা সোমবার রাত ১১.৫৬ পর্যন্ত থাকবে পূর্ণিমা৷ উদয়তিথি অনুসারে সেদিনই পালিত হবে রাখীপূর্ণিমা এবং ঝুলনপূর্ণিমা৷ সেদিনই শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন।
১৯ অগাস্ট বা সোমবার রাত ১১.৫৬ পর্যন্ত থাকবে পূর্ণিমা৷ উদয়তিথি অনুসারে সেদিনই পালিত হবে রাখীপূর্ণিমা এবং ঝুলনপূর্ণিমা৷ সেদিনই শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপন।

 

গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে ১৮ অগাস্ট রাত ২টো ৩৫ মিনিট ২৭ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু৷ পর দিন ১৯ অগাস্ট রাত ১২টা ৪২ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা৷
গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে ১৮ অগাস্ট রাত ২টো ৩৫ মিনিট ২৭ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু৷ পর দিন ১৯ অগাস্ট রাত ১২টা ৪২ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা৷

Rakhi Special Budh Gochar 2024: রাখিতে এই ৩ রাশির জাতক-জাতিকার ভাগ্য খুলে যাবে, কী বলছেন জ্যোতিষী? বুধের চালে কারা মালামাল?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের গোচর সরাসরি ৯টি গ্রহ এবং ১২টি রাশির সঙ্গে সম্পর্কিত। গোচর মানে গ্রহের গতিবিধি পরিবর্তন। যখন একটি গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন এই প্রক্রিয়াটিকে গোচর বলে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের গোচর সরাসরি ৯টি গ্রহ এবং ১২টি রাশির সঙ্গে সম্পর্কিত। গোচর মানে গ্রহের গতিবিধি পরিবর্তন। যখন একটি গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন এই প্রক্রিয়াটিকে গোচর বলে।
গ্রহের গোচর একজন ব্যক্তির জীবনে বড় প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর তাদের রাশি পরিবর্তন করে। সূর্য থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহের রাশি পরিবর্তনের সময়কাল আলাদা।
গ্রহের গোচর একজন ব্যক্তির জীবনে বড় প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর তাদের রাশি পরিবর্তন করে। সূর্য থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহের রাশি পরিবর্তনের সময়কাল আলাদা।
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, গ্রহের রাজকুমার বুধ ২২ অগাস্ট অর্থাৎ ভাদ্রপদের শুরুতে কর্কট রাশিতে প্রবেশ করবেন। বুধের রাশিচক্রের পরিবর্তন সমস্ত রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করবে।
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, গ্রহের রাজকুমার বুধ ২২ অগাস্ট অর্থাৎ ভাদ্রপদের শুরুতে কর্কট রাশিতে প্রবেশ করবেন। বুধের রাশিচক্রের পরিবর্তন সমস্ত রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করবে।
কিছু রাশির জাতক জাতিকারা উপকার পাবেন, আবার কেউ কেউ ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিন্তু ৩টি রাশির জাতক জাতিকারা গণেশের বিশেষ আশীর্বাদ পাবেন। এবারে জেনে নেওয়া যাক এই ৩টি রাশি সম্পর্কে।
কিছু রাশির জাতক জাতিকারা উপকার পাবেন, আবার কেউ কেউ ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিন্তু ৩টি রাশির জাতক জাতিকারা গণেশের বিশেষ আশীর্বাদ পাবেন। এবারে জেনে নেওয়া যাক এই ৩টি রাশি সম্পর্কে।
অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম বলেছেন যে, বর্তমানে গ্রহের রাজপুত্র বুধ সিংহ রাশিতে অবস্থিত এবং পশ্চাদপসরণ করছেন। বুধ ২২ অগাস্ট পশ্চাদপসরণ সম্পন্ন করবেন এবং রাশিচক্র পরিবর্তন করবেন। ২২ অগাস্ট, বুধ ০৬:২২ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবেন। বুধ ২৯ অগাস্ট কর্কট রাশিতে তাঁর গোচরকালে সরাসরি অবস্থানে থাকবেন। এর পরে, ৪ সেপ্টেম্বর বুধ মঘা নক্ষত্রে প্রবেশ করবেন। এই দিনে বুধ তাঁর রাশি পরিবর্তন করবেন। ৪ সেপ্টেম্বর, বুধ সরাসরি কর্কট থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন।
অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম বলেছেন যে, বর্তমানে গ্রহের রাজপুত্র বুধ সিংহ রাশিতে অবস্থিত এবং পশ্চাদপসরণ করছেন। বুধ ২২ অগাস্ট পশ্চাদপসরণ সম্পন্ন করবেন এবং রাশিচক্র পরিবর্তন করবেন। ২২ অগাস্ট, বুধ ০৬:২২ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবেন। বুধ ২৯ অগাস্ট কর্কট রাশিতে তাঁর গোচরকালে সরাসরি অবস্থানে থাকবেন। এর পরে, ৪ সেপ্টেম্বর বুধ মঘা নক্ষত্রে প্রবেশ করবেন। এই দিনে বুধ তাঁর রাশি পরিবর্তন করবেন। ৪ সেপ্টেম্বর, বুধ সরাসরি কর্কট থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন।
তুলা রাশি-- কর্কট রাশিতে গ্রহের রাজকুমার বুধের গমন তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে স্থিতিশীলতা আনবে। এছাড়া ব্যবসায়ও লাভ হবে। বিনিয়োগের জন্য এটি সেরা সময়। এই সময়ের মধ্যে, জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য মিলবে। ব্যবসায় বড় কোনও চুক্তি সাক্ষরিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি– কর্কট রাশিতে গ্রহের রাজকুমার বুধের গমন তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে স্থিতিশীলতা আনবে। এছাড়া ব্যবসায়ও লাভ হবে। বিনিয়োগের জন্য এটি সেরা সময়। এই সময়ের মধ্যে, জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য মিলবে। ব্যবসায় বড় কোনও চুক্তি সাক্ষরিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মকর রাশি-- কর্কট রাশিতে বুধের গমনের কারণে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায় অনেক সুযোগ পেতে পারেন। বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতার কারণে ব্যবসায় লাভ হবে। বিশেষ কোনও ব্যক্তির সহায়তায় কোনও বড় প্রকল্প সম্পন্ন হতে পারে। এই সময়ের মধ্যে, অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। সম্পত্তিতে বিনিয়োগ এই সময়ে উপকারী প্রমাণিত হতে পারে।
মকর রাশি– কর্কট রাশিতে বুধের গমনের কারণে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায় অনেক সুযোগ পেতে পারেন। বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতার কারণে ব্যবসায় লাভ হবে। বিশেষ কোনও ব্যক্তির সহায়তায় কোনও বড় প্রকল্প সম্পন্ন হতে পারে। এই সময়ের মধ্যে, অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। সম্পত্তিতে বিনিয়োগ এই সময়ে উপকারী প্রমাণিত হতে পারে।
মিথুন রাশি-- মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি দেখা যেতে পারে। এই সময়ে বুধের কল্যাণে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, বিবাহিত জীবনে মাধুর্য থাকবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, ভগবান গণেশের কৃপায় প্রতিটি কাজে সাফল্য আসবে।
মিথুন রাশি– মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি দেখা যেতে পারে। এই সময়ে বুধের কল্যাণে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, বিবাহিত জীবনে মাধুর্য থাকবে, সমাজে সম্মান বৃদ্ধি পাবে, ভগবান গণেশের কৃপায় প্রতিটি কাজে সাফল্য আসবে।

Trending Rakhi 2024: রাম মন্দির রাখি বাজার কাঁপাচ্ছে, কত দাম জানেন?

কোচবিহার: ইতিমধ্যেই রাখির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। বাজারের বিভিন্ন দোকানে রকমারি রাখি তোলা হয়েছে। ক্রেতারাও এই রাখিগুলি কিনতে শুরু করেছেন। তবে প্রতি বছর রাখির বাজারের বেশ কিছু ট্রেন্ডিং রাখি দেখতে পাওয়া যায়। যেই রাখিগুলি সকলের নজর আকর্ষণ করে থাকে। এই বছরেও এমন দুটি রাখি রয়েছে। যা ইতিমধ্যেই বাজারে রাখি কিনতে আসা ক্রেতাদের নজর আকর্ষণ করছে। এই দুটি রাখির একটির দাম ৮০ টাকা এবং অপরটির দাম ১২০ টাকা। এই দামেই খুচরো বিক্রি করা হচ্ছে এই দুই রাখি।

কোচবিহার ভবানীগঞ্জ বাজারের রাখি বিক্রেতা বিশ্বজিৎ বনিক জানান, সাধারণভাবে রাখির দাম শুরু হয়েছে ১০ টাকা থেকে। সর্বোচ্চ দামের রাখি হল ১২০ টাকার, যেটা এবার ট্রেন্ডিং রাখি। বাজারে এবার রাম মন্দির রাখি বেশ চলছে। একটি রাখির নাম রাম দরবার। যা ভাই ও বোনের একসঙ্গে দুটি রাখির একটি সেট। এই রাখি ৮০ টাকা থেকে ৯০ টাকা দামের মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ১২০ টাকার রয়েছে রাম মন্দিরের একটি সুন্দর রাখি।

আর‌ও পড়ুন: বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে স্মার্ট ফেন্সিং, বিশেষত্ব কী জানেন?

বাজারে রাখি কিনতে আসা ক্রেতা বিকাশ পাল জানান, জেলার এই বাজারে রাখির বেশ কিছুটা সময় আগে থেকেই রকমারি রাখি উঠতে শুরু করেছে। আর সেগুলির মধ্যেই জেলার মানুষের কোন এক রাখি দারুণ পছন্দের হয়। তখন সেই রাখি ট্রেন্ডিং হয়ে পড়ে। তবে আরও বেশ কিছু রাখি রয়েছে যা দীর্ঘ সময় ধরে পছন্দ করে বহু মানুষ। ব্রেসলেট রাখি, বাচ্চাদের বিভিন্ন কার্টুনের রাখি সব সময়ের জন্য বাজারে ভাল পরিমাণ বিক্রি হয়ে থাকে। তবে ট্রেন্ডিং রাখিগুলি দেখতে নতুনের মধ্যে অনেকটাই আকর্ষণীয় হয়ে থাকে।

জেলা কোচবিহারের সদর শহরের এই বাজারে বেশ কিছু পাইকারি বিক্রেতা রয়েছেন। এই বিক্রেতারা এই ট্রেন্ডিং রাখি প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছেন। জেলার বিভিন্ন এলাকার খুচরো বিক্রেতারা প্রতিনিয়ত এই রাখি নিচ্ছেন অনেকটা পরিমাণে। যদিও রাখি পূর্ণিমার এখনও কয়েকদিন বাকি রয়েছে। তবুও বাজারের দোকানগুলিতে বিক্রি চলছে রমরমিয়ে। আবহাওয়ার খামখেয়ালীপনা থাকলেও সেই বাধা উপেক্ষা করেই ক্রেতারা ভিড় করছেন রাখির দোকানে।

সার্থক পণ্ডিত

Rakhi Making: রাখি তৈরি বদলে দিয়েছে এই গ্রামের অর্থনীতি

পূর্ব বর্ধমান: রাখি শিল্পের সঙ্গে যুক্ত থেকেই হাল ফিরেছে পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলাদের। কাটোয়া-২ ব্লকের অন্তর্গত গৌড়ডাঙা গ্রাম। এই গ্রামের বেশ কিছু মহিলা রয়েছেন যাঁরা দীর্ঘ বহু বছর ধরে রাখি তৈরি করেন। গৌরডাঙা গ্রামের পাল পাড়া, সদগোপ পাড়া মিলিয়ে প্রায় ৫০ জনেরও বেশি মহিলা এই শিল্পের সঙ্গে যুক্ত। সংসার সামলানোর পরেও তাঁরা প্রত্যেকেই রাখি তৈরি করেন। গৌড়ডাঙা গ্রামের এই পাল পাড়া, সদগোপ পাড়ার প্রায় বাড়িতেই চলে রাখি তৈরির কাজ।

বাড়ির মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে গৃহবধূদের হাতে রাখি তৈরির দৃশ্য। জানা গিয়েছে গৌড়ডাঙা গ্রামের এই মহিলারা প্রায় ১৫ বছর ধরে এই শিল্পের সঙ্গেই যুক্ত রয়েছেন। এই বিষয়ে গ্রামের রাখি শিল্পী রাসমণি পাল বলেন, বাড়িতে বসে থাকার থেকে এই কাজ অনেক ভাল। আমাদের বেশ কিছু টাকা উপার্জনও হয়। আমরা কালনা থেকে এই রাখি নিয়ে আসি। আবার তৈরি হয়ে গেলে কালনাতেই দিয়ে আসি।

আর‌ও পড়ুন: ‘ও কিছুতেই এমন করতে পারে না’, প্রকৃত সত্য সামনে আসুক চাইছেন মৃত ছাত্রীর প্রতিবেশীরা

রাখি তৈরির পয়সা দিয়েই অল্প অল্প করে তাঁরা সাজিয়ে তুলেছেন নিজেদের সংসার। এছাড়াও এই গ্রামের বেশ কিছু কলেজ পড়ুয়াও যুক্ত রয়েছে এই রাখি তৈরির কাজের সঙ্গে। এই প্রসঙ্গে কাটোয়া কলেজের প্রথম বর্ষের পড়ুয়া সায়নী পাল, সুদীপা পাল জানিয়েছে, এই রাখি তৈরি করতে তাঁদের ভাল লাগে। এখান থেকে যা অর্থ উপার্জন হয় সেটা দিয়েই তাঁরা তাঁদের কলেজের যাতায়াত ভাড়া, টিউশন ফি সব কিছু মেটান। নিজেদের হাতখরচও এখান থেকেই উঠে আসে বলে তারা জানিয়েছে। পড়াশোনার পর যেটুকু সময় তারা ফাঁকা থাকে সেই সময় আড্ডা না দিয়ে রাখি তৈরির কাজ করেন।

বনোয়ারীলাল চৌধুরী

Rakhi Purnima 2024: ৯০ বছর পর রাখি পূর্ণিমায় বিরল ৬ কাকতালীয় যোগ! ভাদ্রের অশুভ ছায়ায় ভুলেও ‘এই’ কাজ নয়, ভাইয়ের জীবন সঙ্কটে, পরিণতি ভয়ঙ্কর…!

হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ শ্রাবণ পূর্ণিমার দিনে রাখি বন্ধনের উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, ভাদ্র ব্যতীত শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে রক্ষাবন্ধন উদযাপন করা ভাল। এই সময়ে বোনদের তাদের ভাইদের রাখি বাঁধতে হবে।
হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ শ্রাবণ পূর্ণিমার দিনে রাখি বন্ধনের উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, ভাদ্র ব্যতীত শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে রক্ষাবন্ধন উদযাপন করা ভাল। এই সময়ে বোনদের তাদের ভাইদের রাখি বাঁধতে হবে।
এই বছর  রাখি পূর্ণিমার দিন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, তবে সেই দিন ভাদ্রের অশুভ ছায়া রয়েছে৷ যা রাখির  পুরো মজাটাই নষ্ট করতে পারে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ।
এই বছর রাখি পূর্ণিমার দিন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, তবে সেই দিন ভাদ্রের অশুভ ছায়া রয়েছে৷ যা রাখির পুরো মজাটাই নষ্ট করতে পারে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ।
এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
 কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের কাছ থেকে জেনে নিন এবছর রাখি পূর্ণিমায় কোন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে৷ রাখি বাঁধার শুভ সময় কি? ক্যালেন্ডার অনুসারে, এইবার শ্রাবণ পূর্ণিমা তিথি ১৯ আগস্ট সোমবার সকাল ৩:০৪ মিনিট থেকে শুরু হবে এবং ১৯ই আগস্ট রাত ১১:৫৫ মিনিটে শেষ হবে।
কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের কাছ থেকে জেনে নিন এবছর রাখি পূর্ণিমায় কোন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে৷ রাখি বাঁধার শুভ সময় কি? ক্যালেন্ডার অনুসারে, এইবার শ্রাবণ পূর্ণিমা তিথি ১৯ আগস্ট সোমবার সকাল ৩:০৪ মিনিট থেকে শুরু হবে এবং ১৯ই আগস্ট রাত ১১:৫৫ মিনিটে শেষ হবে।
এই বছর, রাখি  বন্ধনে ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, যার কারণে রাখির উৎসবটি খুব শুভ হবে৷
এই বছর, রাখি বন্ধনে ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, যার কারণে রাখির উৎসবটি খুব শুভ হবে৷
রাখির দিন, রাজ পঞ্চক, শ্রাবণ সোমবার, শ্রাবণ পূর্ণিমা উপবাস ও স্নান, অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শোভন যোগ গঠিত হচ্ছে। এই ৬টি শুভ কাকতালীয় যোগের কারণে এই বছর রাখি বন্ধন উৎসব বিশেষ হয়ে উঠতে চলেছে।
রাখির দিন, রাজ পঞ্চক, শ্রাবণ সোমবার, শ্রাবণ পূর্ণিমা উপবাস ও স্নান, অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শোভন যোগ গঠিত হচ্ছে। এই ৬টি শুভ কাকতালীয় যোগের কারণে এই বছর রাখি বন্ধন উৎসব বিশেষ হয়ে উঠতে চলেছে।
রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর ১:৩২ থেকে ৯:০৮  পর্যন্ত। সেই ভিত্তিতে এবছর রাখি বন্ধনের শুভ সময় হবে সাড়ে ৭ ঘণ্টার বেশি।
রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর ১:৩২ থেকে ৯:০৮ পর্যন্ত। সেই ভিত্তিতে এবছর রাখি বন্ধনের শুভ সময় হবে সাড়ে ৭ ঘণ্টার বেশি।

Bangla Video: রাখি তৈরি করে হাল ফিরেছে এই গ্রামের মহিলাদের

পূর্ব বর্ধমান: রাখি শিল্পের সঙ্গে যুক্ত থেকেই হাল ফিরেছে পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলাদের। পূর্ব বর্ধমানের কাটোয়া-২ ব্লকের অন্তর্গত গৌড়ডাঙা গ্রাম। এই গ্রামের বেশ কিছু মহিলা রয়েছেন যাঁরা বহুদিন ধরে রাখি তৈরি করেন। গৌরডাঙা গ্রামের পাল পাড়া, সদগোপ পাড়া মিলিয়ে প্রায় ৫০ জনেরও বেশি মহিলা এই শিল্পের সঙ্গে যুক্ত। সংসার সামলানোর পরেও তাঁরা প্রত্যেকেই রাখি তৈরি করেন। এখানে বাড়ির মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে গৃহবধূদের রাখি তৈরির দৃশ্য।

গৌড়ডাঙা গ্রামের মহিলারা প্রায় ১৫ বছর ধরে এই শিল্পের সঙ্গেই যুক্ত রয়েছেন। এই বিষয়ে গ্রামের রাখি শিল্পী রাসমণি পাল বলেন, বাড়িতে বসে থাকার থেকে এই কাজ অনেক ভাল। এতে আমাদের বেশ কিছু টাকা উপার্জনও হয়। আমরা কালনা থেকে উপকরণ নিয়ে আসি। আবার তৈরি হয়ে গেলে কালনাতেই দিয়ে আসি।

আর‌ও পড়ুন: নারী শক্তির জাগরণ! আত্মরক্ষার কৌশল শিখল ওরা

গ্রামে রাখি শিল্প প্রবেশ করার আগে এই সকল মহিলারা শুধু সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তবে রাখি আসার পর থেকে সংসার সামলানোর পরেও তাঁরা এগুলো তৈরি করেন। অবসর সময়ে এই কাজ করে তাঁদের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন। এই উপার্জন থেকে অল্প অল্প করে তাঁরা সাজিয়ে তুলেছেন তাঁদের সংসার।

বনোয়ারীলাল চৌধুরী

Rakhi Purnima 2024: ৯০ বছর পর রাখি পূর্ণিমায় ঘটছে ৪টি বিরল কাকতালীয় ঘটনা, এই সময় রাখি বাঁধলেই সর্বনাশ! ভাই-বোনের সম্পর্কে ফাটল, হবে বিরাট ক্ষতি!

হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে  একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এবার রাখির দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এবার রাখির দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দুটি যোগ হবে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দুটি যোগ হবে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।