Tag Archives: RG Kar Hospital

Mamata On RG Kar: ‘আমরাও ক্যাপিটাল পানিশমেন্ট চাই…’, আরজি কর কাণ্ডে অপরাধীর ফাঁসির দাবিতে একাধিক কর্মসূচি ঘোষণা মমতার

কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে গলা চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা হাতে নেওয়ার পর প্রায় ১৬ দিন কেটে গেলেও কেন সিবিআই কাউকে গ্রেফতার করতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ একইসঙ্গে তদন্তের আসল অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছে বিজেপি বলেও এ দিন অভিযোগ করেছেন মমতা৷ একইসঙ্গে বুধবার যুব তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে ফের একবার গর্জে ওঠেন মমতা। ঘোষণা করেন একাধিক পরিকল্পনার।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ‘আগামী শুক্রবার ফাঁসির দাবিতে কলেজের গেটে গেটে সভা। তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রীরা সবাই থাকবেই। শনিবার ব্লকে ব্লকে করা হবে মিছিল, ধরনা। ১ তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর মেয়েরা ব্লকে ব্লকে ধরনা করবেন। এই ধরনের নেতৃত্বের জন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা কেন সমাজ মাধ্যমে আরও বেশি সক্রিয় নন সেই প্রশ্নও তোলেন মমতা। নেতা কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর প্রশ্ন ‘কেন সে ভাবে ফেক ভিডিওর বিরুদ্ধে প্রচার হচ্ছে না?’

আরও পড়ুন: সাগরে নতুন’ হুঁশিয়ারি! আবহাওয়ার চরম রদবদল! বৃষ্টির ‘মহাখেলা’ শুরু কবে? তারিখ বলে সতর্ক করল আইএমডি!

আরজি কর কাণ্ডে ফাঁসির দাবি তুলে মমতা বলেন, “আমরাও ক্যাপিটাল পানিশমেন্ট চাই। এটা হলে এই ধরণের অপরাধ থেমে যাবে। আর যারা ধর্ষণে অভিযুক্ত তাদের ছাড়ার অনুরোধ করবেন না।”

আরও পড়ুন: সেপ্টেম্বরে ‘এতগুলো’ ছুটি…! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা

একইসঙ্গে এদিন গতকালের নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, মমতার হুঁশিয়ারি, বাংলার উপরে কোনও অত্যাচার হলে তিনি মেনে নেবেন না৷ মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, গতকালের নবান্ন অভিযানে যাতে প্রাণহানির ঘটনা ঘটে, সেই ছক কষা হয়েছিল৷ কিন্তু পুলিশ সংযত থাকায় সেই পরিকল্পনা সফল হয়নি৷’

Bangla Bandh BJP: বনধ সমর্থক ও বিরোধীরা মুখোমুখি, ঝাড়গ্রামে পরিস্থিতি সামলাল পুলিশ

ঝাড়গ্রাম: বনধের সমর্থনে এবং বনধের বিরোধীতায় ঝাড়গ্রাম শহরে পথে নামলেন বিজেপি ও তৃণমূল সমর্থকরা। এক সময় দু’পক্ষকেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির ডাকা ১২ ঘণ্টা বাংলা বনধের প্রভাবে বুধবার সকাল থেকেই রাস্তায় বেসরকারি বাস থেকে শুরু করে পণ্যবাহী লরির দেখা নেই। ঝাড়গ্রাম শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার বহু বাস। কেবলমাত্র কয়েকটা সরকারি বাস চলতে দেখা গিয়েছে। অবশ্য রাস্তায় বাস না থাকলেও মানুষকে পরিষেবা দেওয়ার জন্য শহরে কয়েকশো টোটো চলাচল করছে। বেলপাহাড়ি, শিলদা, বিনপুর, গোপীবল্লভপুর সহ জেলার বিভিন্ন জায়গায় যাত্রীবাহী টোটোগুলির দেখা মিলেছে।

এছাড়াও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বেশ কিছু জায়গায় দোকানদারদের দোকান খুলতে দেখা যায়। ব্যাঙ্ক, স্কুল, পেট্রোল পাম্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গেটে বিজেপি কর্মীরা দলীয় পতাকা বেঁধে দেন, যার জেরে ব্যাঙ্কের কর্মীরা প্রবেশ করতে পারেননি। গাড়ি না চলাচল করায় মাছ পৌঁছয়নি ঝাড়গ্রামে। অপরদিকে স্বাভাবিক দিনের মতই স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে ঝাড়গ্রামের সবজি বাজারকে। দেদার চলছে বেচাকেনা। সকাল থেকেই ঝাড়গ্রাম শহরে বনধের সমর্থনে বাইক মিছিল করে বিজেপি। ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বনধের বিরোধিতায় এবং বাজারকে সচল রাখতে পাল্টা বাইক মিছিল করেন।

আরও পড়ুন: দীর্ঘ ৩০ বছর পর সরস্বতী নদী সংস্কার শুরু হতেই বাধা দিলেন গ্রামবাসীরা! কেন জানেন?

ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাত বলেন, আজকের এই বনধ আমরা মানছি না, মানব না। সমস্ত দোকানপাট খোলা রয়েছে। গাড়ি চলাচল করছে। আপনারা দেখেছেন কর্মনাশা বনধ করলে মানুষের অনেক ক্ষতি হয়। তাই আমরা কোনওমতেই বনধ করতে দেব না। ঝাড়গ্রাম সচল রয়েছে বলে দাবি করেন তিনি।

অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, আজকের এই বাংলা বনধ মানুষ সমর্থন করেছে। এই বিষয়ে জেলা বিজেপির যুব নেতা রনজিৎ সেন বলেন, ঝাড়গ্রামের মানুষ বাংলা বনধকে সমর্থন করেছে। সকাল থেকে রাস্তায় কোনও গাড়ির দেখা নেই। বাজার, দোকান বন্ধ রয়েছে। তৃণমূলের কিছু কর্মী সমর্থক জোর করে দোকানদারদের দোকান খুলতে বাধ্য করছে।

বুদ্ধদেব বেরা

Mamata Banerjee: ধর্ষণ করলেই ফাঁসি, আইন করতে দশ দিনের মধ্যে বিল আনছে রাজ্য! বড় ঘোষণা মমতার

কলকাতা: ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে৷ এই মর্মে আইন করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার৷ আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে এই বিল পাস করা হবে বলে এ দিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘খুনি, অত্যাচারী, ধর্ষণকারীকে কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম। সতর্ক করলাম। ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই। থাকলে সাত দিনে ফাঁসি করতাম। এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে।’

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে। ফাঁসির সাজা চাই এই আইন করে, রাজ্যপালের কাছে পাঠাব। রাজা বাবু কিছু না করলে মেয়েরা বসে থাকবে রাজভবনে ঘন্টার পর ঘন্টা। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে বসে থাকলে হবে না।’

আরও পড়ুন: ‘কারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন?’ আরজি কর কাণ্ডে মমতার হয়েই সওয়াল, বিজেপি তুলোধনা অভিষেকের

আরজি কর কাণ্ডের তদন্তের আসল অভিমুখ বিজেপি ঘুরিয়ে দিতে চাইছে বলেও এ দিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ মামলা হাতে নেওয়ার পর প্রায় ১৬ দিন কেটে গেলেও কেন সিবিআই কাউকে গ্রেফতার করতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ গতকালের নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷ পাশাপাশি, মমতা হুঁশিয়ারি দিয়েছেন, বাংলার উপরে কোনও অত্যাচার হলে তিনি মেনে নেবেন না৷ মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, গতকালের নবান্ন অভিযানে যাতে প্রাণহানির ঘটনা ঘটে, সেই ছক কষা হয়েছিল৷ কিন্তু পুলিশ সংযত থাকায় সেই পরিকল্পনা সফল হয়নি৷

এ দিনের সমাবেশে মুখ্যমন্ত্রীর আগেই বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকার যাতে ধর্ষণ বিরোধী কড়া আইন আনে, সেই দাবি তোলেন অভিষেকও৷

Police on Nabanna Abhijaan: ‘ওদের টার্গেট ছিল কোনও বডি পড়ে যায়,’ নবান্ন অভিযানকে দুষ্কৃতী আন্দোলন আখ্যা দিল পুলিশ

কলকাতা: ‘অশান্তিপূর্ণ আন্দোলন, দুষ্কৃতী আন্দোলন বলা যায়। পুলিশকে যে ভাবে মারলেন নিন্দনীয়’। শুধু তাই নয়, এডিজি সাউথ বেঙ্গলের কথায়, ‘‘আন্দোলনের যে চেহারা দেখলাম, পশ্চিমবঙ্গের কোনও ছাত্রছাত্রী এই ধরনের গুন্ডামি, অসভ্যতামি করতে পারে না আমরা এটা জানি।’’ অর্থাৎ, ছাত্রছাত্রী বা পড়ুয়া নন, পুলিশ দাবি করলেন মঙ্গলবারের নবান্ন অভিযানের পিছনে দায়ী অন্যেরা এবং তাঁদের দুষ্কৃতীসুলভ মানসিকতা৷

মঙ্গলবারে নবান্ন অভিযানের পরে একযোগে সাংবাদিক বৈঠক করলেন এডিজি সাউথ বেঙ্গল, এডিজি আইন-শৃঙ্খলা এবং ডিসি সাউথ৷ জানা গেল, এদিনের অভিযানে রাজ্য পুলিশের অধীনে গ্রেফতার হয়েছে ৯৪ এর বেশি৷ গতকাল পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ছিল ২৫, কলকাতা পুলিশের অধীনে আজ গ্রেফতার ১২৬।

পাশাপাশি, রক্তাক্ত হয়েছে পুলিশও৷ ১১ জন পুলিশকর্মী এদিনের নবান্ন অভিযানে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে৷

আরও পড়ুন: ‘বনধ নিয়ে কেমন কাঁপুনি হচ্ছে…,’ আলাপন বন্দ্যোপাধ্যায়কেই ‘বেআইনি’ বলে কটাক্ষ শুভেন্দুর

এডিজি আইনশৃঙ্খলা বলেন, ‘‘আমাদের আশঙ্কা ছিল এটা (নবান্ন অভিযান) শান্তিপূর্ণ হবে না। গতকাল আমাদের বেশি অ্যারেস্ট হয়েছে। ওদের টার্গেট ছিল কোনও বডি পড়ে যায়। আজকের আন্দোলন এর নেচার কী ছিল সেটা নিয়ে আমার আর বলার নেই।’’

এদিন সাংবাদিক বৈঠকে এডিজি সাউথ বেঙ্গল বলেন, ‘‘প্রায় ২৫ জনকে গেফতার করেছি গতকাল থেকে অশান্তি বাঁধানোর অভিযোগে। গতকাল হাওড়া স্টেশন থেকে ৪ জন গ্রেফতার করেছি। আগ্নেয়াস্ত্র, নিয়ে অশান্তি করার চেষ্টা হয়েছিল। নির্দিষ্ট সময়ে আমরা প্রমাণ দেব।’’

শুধু তাই নয়, অস্ত্র বোমা, গুলি নিয়ে আসার চক্রান্ত ছিল বলেও জানান তিনি৷ অন্যদিকে, ডিসি সেন্ট্রালের বক্তব্য, ‘‘আজ কলকাতা পুলিশের তরফে বারবার বলেছি পুলিশের উপর আক্রমণ করবেন না। ব্যারিকেড টপকে যা করল, পেট্রল বোমাও আমরা পেয়েছি।’’

এডিজি দক্ষিণবঙ্গ বলেন, ‘‘আমাদের আজ পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা ছিল। আন্দোলন কতটা শান্তিপূর্ণ ছিল আপনারা দেখেছেন। পুলিশ বারবার বলেছে শান্তিপূর্ণ আন্দোলন করুন। সাঁতরাগাছি দিয়ে শুরু ব্যারিকেড ভাঙা। সরকারি সম্পত্তি নষ্ট করা, বেপরোয়া, বেলাগাম তাণ্ডব আমরা দেখলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে।’’

আরও পড়ুন: এবার আরও বিপাকে সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে যোগ করা হল আরও কড়া ধারা, ধীরে ধীরে জাল গুটোচ্ছে সিবিআই

নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার বিরোধিতা করে আগামিকাল বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ যদিও রাজ্যে তরফে এই বনধের সম্পূর্ণ বিরোধিতা করা হয়েছে৷ পুলিশের তরফেও সাংবাদিক বৈঠকে বনধ নিয়ে মন্তব্য করা হয়৷

এডিজি দক্ষিণবঙ্গ জানান, ‘‘ বনধ ডাকা বেআইনি।এটা আমরা বলছি না, কোর্টের অর্ডার বলছে। কাল প্রশাসন সেটা প্রতিহত করবে। বাংলা সচল করার জন্য সব ধরনের প্রয়াস থাকবে। আমরা ধন্যবাদ জানাই প্রকৃত মানুষদের। পুলিশ কাল বন্ধুর মতো পাশে থাকবে।’’

RG Kar Medical College CBI: এবার আরও বিপাকে সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডে যোগ করা হল আরও কড়া ধারা, ধীরে ধীরে জাল গুটোচ্ছে সিবিআই

কলকাতা: আরও বিপাকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ এবার তাঁর বিরুদ্ধে করা আরজি কর দুর্নীতি মামলায় আরও কড়া ধারা যুক্ত করল সিবিআই৷ এবার ভারতীয় দণ্ড বিধির ৪৬৭ ধারা অর্থাৎ, জালিয়াতির ধারা যুক্ত করা হল।

এর আগে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও দুর্নীতিদমন আইনের ৭ নম্বর ধারায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল৷ যেগুলি তুলনামূলক লঘু ধারা ছিল৷ এবার জালিয়াতির ধারা যুক্ত করল সিবিআই৷ জালিয়াতির ধারা যুক্ত করার ফলে সাজার মেয়াদ কমপক্ষে ১০ বছর৷

আরও পড়ুন: ‘লাশ চেয়েছিল, হল না!’, বুধবারে বনধ আসলে ষড়যন্ত্র, বিজেপি-কে ঝাঁঝাল আক্রমণ ব্রাত্য-চন্দ্রিমার

আরজি কর কাণ্ডের মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। হাসপাতালের বায়ো মেডিক্যাল ওয়েস্ট পাচার, মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগ, টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিও সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় সিবিআইকে এই দুর্নীতির তদন্ত ভার দিয়েছিল কোর্ট।

আরও পড়ুন: এবার রাস্তার মাঝেই বসে পড়লেন সুকান্ত! পুলিশ বিরোধী স্লোগানে তপ্ত লালবাজার চত্বর, বিক্ষোভকারীদের ছাড়াতে অবস্থান

সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে আগেই সিট গঠন করেছিল রাজ্য। তবে, সিটের হাত থেকে সেই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেয় হাইকোর্ট। এরপর গত শনিবার নিজাম প্যালেসে গিয়ে মামলা-সংক্রান্ত যাবতীয় নথি সিবিআই-কে হস্তান্তর করেন সিট-এর আধিকারিকরা। সমস্ত নথি হাতে পাওয়ার পরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করে সিবিআই।

Nabanna Abhijan Protest: শিয়ালদহের কাছে পুলিশকর্মীকে বেধড়ক মার! হেলমেট ছুড়ে ফেলে দেওয়া হল তাঁর

কলকাতা: শিয়ালদহের কাছে পুলিশকে মার আন্দোলনকারীদের! হেলমেট খুলে ছুড়ে ফেলে দেওয়া হল তাঁর। একা পেয়েই বেধড়ক মার সেই পুলিশ কর্মীকে। কোনও রকমে পালান সেই পুলিশকর্মী।

জায়গায় জায়গায় খেপে উঠেছেন ‘নবান্ন অভিযান’-এ অংশ নেওয়া আন্দোলনকারীরা। কোনও কোনও জায়গায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও প্রিন্সেপ ঘাট কিংবা শিয়ালদহ চত্বরে নয়। কলেজ স্ট্রিট এবং সাঁতরাগাছি থেকে দু’টি মিছিল এসে ‘নবান্ন অভিযান’ এ শামিল হয়।

শহর জুড়ে পুলিশ-আন্দোলনকারী খণ্ডযুদ্ধ! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি! তার পরেই পুলিশের তরফে পাল্টা লাঠিচার্জ। বড় বাজার, হাওড়া ময়দান এবং কলেজস্ট্রিট এলাকায় রণক্ষেত্রের ছবি। পুলিশ শেল ফাটাচ্ছে, কাঁদানে গ্যাস ছুড়ছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার আপ্রাণ চেষ্টা চলছে।

মূল মিছিল তার মধ্যেই কলেজ স্ট্রিট থেকে হেস্টিংস পর্যন্ত যাচ্ছে। বড় বাজারে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে টানা জলকামান ছুড়ে, এমনই জানায় পুলিশ। তবে হেস্টিংসে নতুন করে বাড়ে ক্ষোভের আঁচ। আন্দোলনকারীরা যে অনড় তা এই ছবি থেকেই স্পষ্ট।

আরও পড়ুন- জলকামান, টিয়ার গ্যাসে হার মানছে না বিক্ষোভ! ‘নবান্ন চলো’ ব্যানারধারীদের মধ্যে রয়েছে স্কুল পড়ুয়াও

সাঁতরাগাছিতে মহিলাদের বিক্ষোভের ছবি নজরে আসে। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করেন মহিলা দল। এছাড়াও ৩ জায়গায় চলছে তুমুল বিক্ষোভ। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা পুলিশের। তার পরেও থামানো যায়নি বিক্ষোভ। ব্যারিকেড টেনে ভেঙে ফেলা হয় হাওড়া ময়দানে।

আরও পড়ুন- মমতার কালীঘাটের বাড়ির পাহারায় বিশাল পুলিশবাহিনী! বন্ধ রাস্তা, আক্রমণের উপায় নেই

ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। সেখানেই বসেই স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। কিন্তু সাময়িক ক্ষান্ত দেওয়ার পরেই ফের ফুঁসে ওঠেন উত্তেজিত জনতা। পুলিশকে আক্রমণ করেন তাঁরা। জনতার মাঝে পড়ে আহত ২ পুলিশকর্মী।  কর্মী আন্দোলনকারীদের ছোড়া ইটে তাঁরা আহত হয়েছেন বলে খবর। এর পরই আরও এক পুলিশ কর্মীর মার খাওয়ার খবর এল শিয়ালদহে।

Arijit Singh: “নেমে গেলেই তো আর হল না”….ক্ষোভে ফেটে পড়লেন অরিজিৎ সিং, Live-এ এসে মন খুলে কথা

মুর্শিদাবাদ: আরজিকর ঘটনা নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে নেমেছে ছাত্র সমাজ। নবান্ন অভিযানকে ঘিরে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আর এরই মধ্যে আরজিকর কাণ্ড নিয়ে গান বাঁধলেন গায়ক অরিজিৎ সিং ।

টলিউড থেকে বলিউড আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারকারা। তবে এবার প্রতিবাদী কন্ঠে গায়ক, গান ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা তৈরি হয়েছে। মুর্শিদাবাদ জিয়াগঞ্জে তাঁর ষ্টুডিওতেই এই গান বেঁধেছেন বলে সূত্রের খবর। অরিজিতের কিছু ফ্যানপেজ থেকে গায়কের কিছু ভিডিও পোস্ট হয়েছে। যেখানে অরিজিৎ সিং তাঁর বাড়ির রেকর্ডিং স্টুডিওতেই দেখা গিয়েছে। সেখান থেকেই তিনি লাইভ করেন।

আরও পড়ুনBollywood Gossip: দ্রৌপদীর রোলে না করে আমিরের সঙ্গে চুটিয়ে করেন রোম্যান্স, সেই নায়িকাই আজ বিশ্বখ্যাত

আর সেখানে অরিজিৎকে বলতে শোনা যায়, রাস্তায় নেমে গেলেই তো আর হল না। সবাই নামছে তো। আছি আমরা সবাই। নেমে বিশৃঙ্খলা না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে সুযোগ নেবে, সুযোগ নিতেই পারে। যাঁরা তোমাদেরকে রাগাচ্ছে তোমরা রেগে যেও না। ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে বলছে। অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। ১০-১৫ বছর আগে হলে ভাবতে হত না।

অরিজিৎ গলায় ফুটে ওঠে ‘এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে… আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি, তা বন্ধ করা চলবে না। একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা। তারওপর এটা। খুব হেল্পলেস। আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না। আমি অপরাগ। আমি নামলে সেলফি তোলার ভিড় বেশি হবে। লাইভ শো-তেও তাই দেখেছি।’  যাঁরা সামনে থেকে সঠিক পথ দেখাবেন, এমন নেতার অভাববোধ করছেন অরিজিৎ, সে কথা নিজেই বলেছেন।

যাতে প্রতিবাদের ভাষা মাঝপথে কোথাও হারিয়ে না যায়, সেটা মনে রাখতে বলেছেন জনপ্রিয় গায়ক৷ সাধারণ মানুষের এই একতা মনে জোর আনছে তাঁর। মনোবল বাড়াচ্ছে। আশা জাগাচ্ছে হয়তো কিছু হবে। লাইভে এমনই বলেন অরিজিৎ সিং৷

কৌশিক অধিকারী

RG Kar Case: সোশ‍্যাল মিডিয়াতে CBI-কে তুলোধনা অভিষেকের! বেঁধে দিলেন তদন্তের সময়সীমা!

কলকাতাঃ আরজি করের তরুণী-চিকিৎসক খুনের ঘটনায় তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। কিন্তু তারপর দু-সপ্তাহ কেটে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এই নিয়েই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর ট্যুইট শেয়ার করে ন্যায়বিচার চাওয়ার ঝড় উঠল বলিউডেও। আরজি করের ঘটনায় ধর্ষকদের ‘এনকাউন্টার’-এর নিদান দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘হামলার ছক’…! বিশাল পুলিশ বাহিনী…! স্টেশনে স্টেশনে তল্লাশি! ‘নবান্ন অভিযান’ ঘিরে টান টান উত্তেজনা শহর জুড়ে

দেশ জুড়ে নারী নির্যাতনের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে, অভিষেক প্রশ্ন তোলেন, ‘দশ দিন কেটে গেলেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন অপরাধীদের এখনও ধরতে পারল না?’ একই সঙ্গে ৫০ দিন সময় বেঁধে দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাও দাবি তুললেন, ‘জাগো ভারত’। আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল।

রাজ্যের হাতে তদন্ত থাকাকালীন একদিনের মধ্যেই সঞ্জয় রাইকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সিবিআয়ের হাতে তদন্তভার যাওয়ার পর থেকে তদন্ত-প্রক্রিয়া কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশা রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে তীব্র প্রতিবাদী পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ন্যায়বিচার চেয়ে সুর চড়ালেন মালাইকা আরোরা।

Nabanna Abhijan: ‘হামলার ছক’…! বিশাল পুলিশ বাহিনী…! স্টেশনে স্টেশনে তল্লাশি! ‘নবান্ন অভিযান’ ঘিরে টান টান উত্তেজনা শহর জুড়ে

কলকাতা: আজ মঙ্গলবার নবান্ন অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজকের এই নবান্ন অভিযান ঘিরেই অশান্তি-অরাজকতার ছক কষেছে বিরোধীরা। এর জেরে সতর্ক পুলিশও। প্রশাসনের তরফে একাধিক স্টেশনে চলছে তল্লাশি।

সোমবার বিকেল থেকেই কড়া নজরদারি শুরু হয়েছে হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে। সিসিটিভি, লাগেজ স্ক্যানারে ও পার্সেল সামগ্রীর উপর তল্লাশিতে লাগানো হয়েছে পুলিশ কুকুরও। রেল পুলিশ কর্তাদের কথায়, অন্য রাজ্য থেকে এসে অরাজকতা চালানোর মতো কার্যকলাপ হতে পারে।

আরও পড়ুন: সাড়ে ১২ ঘণ্টার তল্লাশি…! গোয়েন্দারা বেরোতে ১ মিনিটে তালা! সন্দীপের বাড়ি থেকে কী কী পেল CBI? চমকে দেওয়া তথ্য

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি…! দক্ষিণবঙ্গে ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! আগামী ৪৮ ঘণ্টা কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর

গোয়েন্দা রিপোর্টের পর হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে। বাইরে থেকে যেসব দূরপাল্লার ট্রেনগুলো আসছে তার যাত্রীদের জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ব্যাগে লুকিয়ে আনা হতে পারে আগ্নেয়াস্ত্র ও ইট,পাথরও।

CBI-Sandip Ghosh RG Kar Case: ঘটনার দিন নিয়ে ‘বড়’ সূত্র পেয়ে গেল সিবিআই? সন্দীপ ঘোষের মোবাইল বাজেয়াপ্ত! কী মিলল তাতে?

কলকাতা: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করল সিবিআই। সূত্রের খবর, এই ফোনটি ব্যবহার করেই আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দিন যাবতীয় কথাবার্তা চালিয়েছিলেন সন্দীপ ঘোষ। ফলে, সেই ফোন সিবিআই বাজেয়াপ্ত করায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এদিকে, এদিনই ফের সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই।

প্রসঙ্গত, রবিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। যদিও দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া দেননি সন্দীপ। অবশেষে সকাল ৮.০৫ মিনিট নাগাদ খোদ সন্দীপ এসে সিবিআই-কে গেট খুলে দেন। কিন্তু গেট খুলতে এতক্ষণ দেরি হল কেন সন্দীপ ঘোষের? উত্তর খুঁজছে সিবিআই। অবশ্য এদিন শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, রবিবার আরজি করের দুর্নীতি মামলায় কলকাতা, হাওড়ার একাধিক জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে, সবচেয়ে বেশি নজরে ছিল সন্দীপ ঘোষের বাড়ি। সেখান থেকে প্রায় ১২ ঘণ্টা পর বেরোন সিবিআই আধিকারিকরা। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের ‘ডানহাত’ কে? শেষমেশ ‘জেনেই’ ফেলল সিবিআই! খোঁজ মিলল ‘সিং’য়েরও, ভয়ঙ্কর অভিযোগ

এদিকে, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ৷ এই ঘটনার প্রায় ১৮ দিনের মাথায় সামনে এল বিতর্কিত সেমিনার রুমের এই ভাইরাল ভিডিও৷ আরজি করের চিকিৎসকের দেহ উদ্ধারের পর চারতলার সেমিনার রুমের পরিস্থিতি ঠিক কেমন ছিল, ওই ভিডিওতে তা ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে৷ ভিডিওতে সেমিনার রুমের ভিতরে পুলিশ আধিকারিক সহ বহু মানুষের ভিড় দেখা যাচ্ছে৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চারতলার ওই সেমিনার হলে থিকথিক করছে বহু মানুষের ভিড়৷ তাঁদের মধ্যে পুলিশের আধিকারিকরা যেমন রয়েছে, তার পাশাপাশি হাসপাতালের পদস্থ কর্তাদেরও দেখা যাচ্ছে৷ ভিডিওতে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও দেখা গিয়েছে৷ এর পাশাপাশি হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকেও দেখা গিয়েছে৷ ছিলেন আইনজীবীও। এই ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। সেদিন ঠিক কাদের কাদের সঙ্গে কথা বলেছিলেন সন্দীপ ঘোষ, এবার সেই বিষয়টি আরও বিস্তারিত খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। সেই সূত্রেই সন্দীপের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হল বলে মনে করছে ওয়াকিবহল মহল।