কোচবিহার: কিছুদিন আগে রিলস নিয়ে গান বানিয়ে বেশ অনেকটাই ভাইরাল হয়েছিলেন রাজবংশী গায়ক এই যুবক। বর্তমান সময়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে আবারও গান বাঁধলেন এই রাজবংশী গায়ক। নারীদের দুর্গা-কালীর সঙ্গে তুলনা করে তৈরি করা হল এই গান। এছাড়াও এই গানের মধ্যে রয়েছে বর্তমান পরিস্থিতির বর্ণনা। এই গান নেট মাধ্যমে আসতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই নেটিজেনেরা দারুণ পছন্দ করতে শুরু করেছেন এই রাজবংশী গায়কের লেখা নতুন গান।
গায়ক মনীন্দ্র বর্মন জানান, “বর্তমান সময়ে রাজ্যে যা পরিস্থিতি, প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা সামনে উঠে এসেই চলেছে। আর এই পরিস্থিতির কারণেই চরম অসস্তিতে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবারের মানুষদের নিয়েও আতঙ্কের শেষ থাকছে না। এই পরিস্থিতিতে নারীদের দুর্গা এবং কালীর মতন ভূমিকা পালন করা উচিত। তাই সেই কথা মনে করিয়ে দিতেই তিনি এই গান লিখেছেন। আগামী দিনেও মানুষকে সচেতন করতে আরও বিভিন্ন গান লিখবেন তিনি। যাতে সমাজের বুকে এক অনন্য বার্তা দেওয়া সম্ভব হয় গানের মাধ্যমে।”
তিনি আরও জানান, “যেভাবে একের পর এক নারীরা নির্যাতিত হচ্ছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মধ্যে কঠোর আইন আনা উচিত। যাতে দোষীদের চরম এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সম্ভব হয়। তাহলে এই সমাজকে শোধরানো সম্ভব হবে। না হলে অদূর ভবিষ্যতে এই পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করতে পারে। তাই তিনি গানের মাধ্যমে সমাজের বুকে কিছুটা সচেতনতার বার্তা দিলেন। এবং এই সমস্যার বিরুদ্ধে নারীদেরকেও রুখে দাঁড়ানোর কথা জানালেন।”
গায়কের গানের ইউটিউব লিংক:
বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রকম ভাবে সমাজকে সচেতনতার বার্তা দিয়ে থাকেন। তবে তিনি একজন সংগীত শিল্পী হওয়ার কারণে তাঁর এই বার্তা তিনি দিয়ে থাকেন গানের মাধ্যমে। বর্তমান সময়ে রাজবংশী ভাষার এই গায়ক বেশ অনেকটাই প্রসিদ্ধ নেট দুনিয়ায়। বহু মানুষ তাঁর গান ইতিমধ্যেই পছন্দ করতে শুরু করেছেন। অনেক মানুষ তাঁর এই গান নিজেদের মধ্যে আদান-প্রদান করছেন। তবে নিজের ভাষায় প্রতিবাদ করার জন্য সকল শিল্পীদের এগিয়ে আসা উচিত এই বার্তাই দিচ্ছেন তিনি।
Sarthak Pandit