Category Archives: নির্বাচন

Mamata Banerjee: ‘অনেকে ভুল বুঝেছে..,’ ইন্ডিয়া জোট নিয়ে এবার সব ধোঁয়াশা সরিয়ে দিলেন মমতা! কাঁথির সভা থেকে দিলেন স্পষ্ট বার্তা

দক্ষিণবঙ্গ: ভোটপর্বে এই প্রথম৷ ‘অধিকারী গড়’কাঁথিতে প্রচারসভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বুধবার চুঁচুড়ার সভা থেকে মমতাকে বলতে শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনে জিতে যদি শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে, তাহলেও সরকারে থাকবে না তৃণমূল কংগ্রেস৷ শুধুমাত্র সরকার গঠনে সাহায্য করতে বাইরে থেকেই নতুন সরকারকে সমর্থন করবে তৃণমূল৷ কিন্তু, আজ তাঁর মুখে শোনা গেল একটু অন্য কথা৷

এদিন কাঁথির সভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোট নিয়ে কাটাকুটি করবেন না। কংগ্রেস,সিপিআইএম বিজেপি-র টাকায় ভোট দাড়িয়ে যদি ভোট কেটে দেন, তাহলে বিজেপি-এর লাভ হবে। ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছি।’’

এরপরেই জোর গলায় মমতা বলেন, ‘‘আমি জোটে আছি,থাকব৷ অনেকে ভুল বুঝেছে। ইন্ডিয়া জোটে আমরা থাকব। কোনও ভুল বোঝাবুঝির ব্যাপার নেই।’’

আরও পড়ুন: ‘এবার ওরা হারছে..,’ ২০০-ও পেরবে না বিজেপি, কোন কোন রাজ্যে হারছে…বুঝিয়ে দিলেন মমতা

লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্বের একটা বড় সময় ধরেই সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলি নিয়ে তৈরি হতে দেখা গিয়েছি ইন্ডিয়া জোট৷ যেখানে মূল হোতার ভূমিকায় দেখা গিয়েছিল, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদবদের৷ বিজেপি বিরোধী মঞ্চে সনিয়া, রাহুল, খাড়্গেদের পাশেই ছিলেন মমতা, নীতীশরা৷

কিন্তু, পরবর্তীকালে আসন সমঝোতা প্রশ্নে সমস্যা দেখা দেয় দলগুলির মধ্যে৷ যেমন, বঙ্গে কংগ্রেসের সঙ্গে যে আসন সমঝোতা হবে না, তা স্পষ্ট করে দেন মমতা৷ অভিষেকও জানিয়ে দেন, প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর জন্যেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার জোট হয়নি৷ অধীর চৌধুরীও বার বার একাধিক বিষয় নিয়ে তুলোধনা করেন তৃণমূল কংগ্রেসের সরকারকে৷

আরও পড়ুন: ইডির ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট! আদালতের নির্দেশ ছাড়া অর্থ তছরুপ মামলায় গ্রেফতারি নয়, জানাল বেঞ্চ

ইন্ডিয়া জোট নিয়ে মমতার গত বুধবারের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, ‘‘আমি ওঁকে বিশ্বাস করি না৷ উনি জোট ছেড়ে পালিয়ে গিয়েছিলেন৷ উনি তো বিজেপির সঙ্গেও যেতে পারেন…ওরা কংগ্রেসকে ধ্বংস করার চেষ্টা করছে৷ এই ক’দিন আগেই বলছিল কংগ্রেস ৪০টার বেশি আসন পাবে না৷ এখন আবার বলছে অন্য কথা৷ এর মানে কংগ্রেস এবং জোট ক্ষমতায় এলেই উনি সেখানে থাকতে চাইছেন৷’’

Lok Sabha Election 2024: ক্লাস ফাইভ পাস সজল ঘোষও এবার ডামি প্রার্থী বরাহনগরে, হঠাৎ করে বিতর্ক তুঙ্গে

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের পাশাপাশি বরাহনগরে বিধানসভায় উপনির্বাচন ঘোষণা হয়েছে, সেই মতো সব রাজনৈতিক দলের তরফ থেকেই প্রার্থী ঘোষণা করে জোরকদমে চলছে প্রচার। নমিনেশনও জমা দেওয়া হয়েছে বিভিন্ন দলের তরফে। তবে এবার বরাহনগরে বিধানসভার উপনির্বাচনে নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, বিজেপি প্রার্থী সজল ঘোষ নমিনেশন জমা দিলেও, এই কেন্দ্রে আরও এক সজল ঘোষ নির্বাচনী লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

এই তথ্য সামনে আসতেই বরানগর উপনির্বাচনে ডামি প্রার্থীর প্রসঙ্গ উস্কে রাজ্যের শাসক দল নির্বাচনী লড়াই লড়তে ভয় পাচ্ছেন বলেই জানিয়েছেন বরাহনগরে বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ। নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা দেওয়া সজল ঘোষকে! তা জানলে আরও অবাক হবেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগরের ৩১ নম্বর ওয়ার্ডের ৪১/৯ প্রাণকৃষ্ণ সাহা লেনের বাসিন্দা, ক্লাস ফাইভ পাস সজল কুমার ঘোষ। তাঁর বাবার নাম নারায়ণচন্দ্র ঘোষ। নির্দলের সজল হলফনামায় জানিয়েছেন, হাতে মাত্র নগদ দু’হাজার টাকা রয়েছে তাঁর। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ৫৫ হাজার ৩২টাকা। কোনও সোনার গয়না নেই। নিজস্ব বাড়ি নেই। সমাজসেবাই তাঁর পেশা। বরাহনগরেের ভিক্টোরিয়া হাইস্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করে আর পড়েননি তিনি।

এখন বরাহনগরে উপনির্বাচনে এই ডামি প্রার্থীকে ঘিরেই কৌতুহল বেড়েছে মানুষের মধ্যে। যদিও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনওরকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন। পাশাপাশি, বিষয়টি নিয়ে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, তারা কোনও রকম ডামি প্রার্থী দেননি। পাল্টা, বিজেপির তরফ থেকে হার নিশ্চিত জেনেই অন্য এলাকা থেকে এনে দু’জন ডামি প্রার্থী দিয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। যদিও এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী সজল ঘোষ জানান, এটা বালখিল্যের রাজনীতি। মানুষ বোঝে কোনটা আসল, কোনটা জালি। এরা মানুষকে বোকাভাবে! এরা বিজেপির সজল ঘোষকে ছেড়ে টমেটো বা আপেল চিহ্ন নেওয়া সজল কুমার ঘোষকে বোতাম টিপে ভোট দেবে! এখন যারা মানুষকে বোকা ভাবে, তাদের থেকে মূর্খ আর কেউ নেই। হেরে যাওয়ার ভয়ে এসব করছে তারা। এরপরই, সিনেমার ডায়লগ দিয়ে সজলবাবু জানান, “ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।” ভোট বাক্সে-এর কোনও প্রভাব পড়বে না বলেও জানান বিজেপির বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষ।

তবে এবার লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের এই কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনও যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা অবশ্য ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে।

Rudra Narayan Roy

Mamata Banerjee: হলদিয়া থেকে নন্দীগ্রাম নিয়ে তোপ মমতার, বললেন, ‘বাপ-বেটা ১৫ দিন বার হননি!’

হলদিয়া: হলদিয়ায় ভোটপ্রচারে এসে শিশির-শুভেন্দুকে এক যোগে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রচারে নন্দীগ্রাম ইস্যু টেনে আনলেন তিনি৷ সেই সময়ে আন্দোলনের প্রসঙ্গও টানলেন তিনি৷ ঘটনায় সিপিএমের সঙ্গে অধিকারীদের জুড়ে দিয়ে তিনি নন্দীগ্রামের দায় চাপালেন তাদের উপরেও৷

মমতা এ দিন প্রচার সভা থেকে বলেন, ‘ভোটের জন্য টাকা দেওয়া, এটা আমি কখনও দেখিনি৷ লড়াইগুলোর সময় বাপ-বেটা কখন ছিলেন? ১৫দিন বার হননি৷ আমি চ্যালেঞ্জ করছি, আপনারা সিপিআইএম-এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নন্দীগ্রাম ঘটিয়েছেন৷ একদিন না একদিক সিপিআইএম-এর নেতারা বলবে, যারা এখনও লুকিয়ে-লুকিয়ে আছেন৷’

পাশাপাশি, তিনি বলেন, ‘এ বারে জিতবেন না নিশ্চিন্তে থাকুন৷ যদি জিতে যায়, গ্যাসের দাম হয়ে যাহে ২ হাজার টাকা৷ যখন দিঘায় ঝড়, বৃষ্টি হয়, পাশে কে থাকে? আমরা থাকি৷ বাপ বেটা তো ছিল, কী করেছে? আমাদের মন্ত্রী ছিলেন যতদিন, যা পেরেছে লুটে খেয়েছে৷ তৃণমূল কংগ্রস যখন গঠন হয়েছিল, তখন বাপ-বেটা ছিলেন না৷ গদ্দারও আমার হাত দিয়ে জেতার আগে, অনেকবার হেরেছে৷ যাদের নিজেদের হাজার-হাজার কোটি টাকার সম্পত্তি, তাঁরা আজ বিজেপি তে কেন গিয়েছেন? নিজেদের টাকা বাঁচানোর জন্য৷’

তিনি এদিন আক্রমণ করে বলেন, ‘তমলুক, কাঁথি দু’টোই তৃণমূলের আসন ছিল৷ গদ্দারদের হাত থেকে এই দু’টো আসন মুক্ত করুন৷ ’ এর আগেও, বিধানসভা নির্বাচনের সময় শুভেন্দুদের তীব্র আক্রমণ করেছিলেন মমতা৷ তিনি সেবারেও নন্দীগ্রামের প্রসঙ্গ তুলেছিলেন তিনি৷

Prashant Kishor: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মাঝেই শোরগোল ফেলে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। লোকসভা ভোটের ফলাফল নিয়ে এবার বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এবার বিজেপি কোন রাজ্যে কত আসন পাবে, সেই নিয়ে বড় আভাস দিলেন পিকে। লোকসভা ভোটে বিজেপির আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের দাবি, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে বিজেপির আসন বাড়ছে।

লোকসভা নির্বাচন ২০২৪ শুরু হয়েছিল বিজেপির ‘আব কি বার, ৪০০ পার’ স্লোগান দিয়ে। ইতিমধ্যে ৪ দফা নির্বাচন হয়ে গিয়েছে। ভোট দিয়ে দিয়েছেন প্রায় ৪০০ লোকসভা কেন্দ্রের মানুষ। চার দফাতেই দেখা গিয়েছে, ভোটদানের হার বেশ কম। বিরোধীরা বলছেন, মানুষের মধ্যে মোদিকে ভোট দেওয়ার যে উৎসাহ ২০১৪ বা ২০১৯-এ দেখা গিয়েছিল, তা এবার উধাও। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ ১৯৫ আসনে আটকে যাবে। সত্যিই কি গত কয়েকদিনে এতটা বদলে গিয়েছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি? কী বলছেন প্রাক্তন ভোটকুশলী তথা রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর?

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার ‘মৃত্যু’ নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ”৪০০ পার করার সম্ভাবনা নেই বিজেপি তথা এনডিএ-র। এটা শুধুমাত্র বিজেপির একটা মনস্তাত্বিক খেলা ছিল। এই স্লোগান দেওয়ার সময়, তারা নিজেরাও জানত ৪০০ পার সম্ভব নয়। তবে, তার মানে এই নয় যে বিজেপি ২০০ আসনে নেমে যাবে। কারণ, উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির আসন সংখ্যা কমার বিশেষ কোনও সম্ভাবনা নেই। তাই, বিজেপির আসন সংখ্যায় কোনও অর্থবহ পতন ঘটবে না। ২০১৯-এর মতোই এই লোকসভা নির্বাচনেও ৩০০ আসনের আশপাশে আসন পাবে বিজেপি। উত্তর ও পশ্চিমে বিজেপির ন্যূনতম ক্ষতির পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশে আগের থেকে বেশি আসন পেতে চলেছে বিজেপি।”

প্রশান্ত কিশোর বলেন, “লালু-নীতীশ গত ৩০ বছর ধরে বিহার শাসন করেছেন এবং তারা সবচেয়ে বেশি বিশ্বাস ভাঙার কাজও করেছেন। ৩০ বছরে বিহারের মানুষের দারিদ্র্য কোনওটাই কমেনি, পথচলাও বন্ধ হয়নি। যদি শিক্ষাব্যবস্থার উন্নতি না হয়, অন্যথায় কর্মসংস্থান পাওয়া না যায়, তাহলে আপনি কোন বিশ্বাসের কথা বলছেন? দুর্নীতি ও গুন্ডামির ঊর্ধ্বে উঠতে পারবে না এরা।”

Lok Sabha Election 2024: মোয়া হাব কবে চালু হবে? ভোটের মুখে জানতে চায় জয়নগর

দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর মানেই শীতের লোভনীয় মোয়ার কথা সকলের মনে পড়ে। এই মোয়া জয়নগরের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। এখানকার মোয়া জিআই ট্যাগ পাওয়ার পর সেই সুনাম আরও বেশি ছড়িয়ে পড়েছে। মোয়ার প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের স্বার্থে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রে সম্প্রতি জয়নগর-মজিলপুর পুর এলাকায় মোয়া হাব গঠনের কাজ শুরু করেছে রাজ্যের খাদি গ্রামীণ শিল্প বোর্ড। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এখানকার মোয়া ব্যবসায়ীরা কী দাবি তুলছেন?

ভোটের মুখে মোয়া ব্যবসায়ীদের প্রধান দাবি, দ্রুত মোয়া হাব তৈরির কাজ শেষ হোক। নানা কারণে বারবার পিছিয়েছে এই কাজ। বহড়ু ও জয়নগরের মোয়া ব্যবসায়ীরা বিভিন্ন দলের প্রার্থীদের কাছে এই আবেদন রাখছেন। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল থেকে শুরু করে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী, আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল, এসইউসিআই প্রার্থী নিরঞ্জন নস্কর-সবাই ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, নির্বাচিত হলে প্রথমেই এক্ষেত্রে নজর দেবেন।

আরও পড়ুন: প্রথমবারেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে রায়দান, উৎসাহ তুঙ্গে নতুন ভোটারদের

বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের থেকে আশ্বাস পেয়ূ কিছুটা হলেও ভরসা পাচ্ছেন জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। তিন বছর আগে মোয়া হাব তৈরির পরিকল্পনা হয়েছিল। কিন্তু বারবার জায়গা বদল হওয়ায় কার্যত থমকে গিয়েছিল কাজ। প্রথমে জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান কংগ্রেসের সুজিত সরখেল ও সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্যোগে জয়নগরের মিত্রগঞ্জে জায়গা দেখা হয়েছিল। কিন্তু সেই জায়গা নিয়ে আপত্তি জানায় খোদ খাদি বোর্ড। কাজ পিছিয়ে যায়। এরপর পুরসভায় ক্ষমতার হাতবদল হয়। চেয়ারে বসে তৃণমূল। নয়া পুরপ্রধান সুকুমার হালদার মোয়া হাবের জন্য ৩ নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেন। সেই জায়গায় এখন কাজ চলছে। এই কাজ শীতের মরশুম শুরুর আগেই শেষ হোক, চাইছেন ব্যবসায়ীরা।

সুমন সাহা

Lok Sabha Election 2024: প্রথমবারেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে রায়দান, উৎসাহ তুঙ্গে নতুন ভোটারদের

হাওড়া: প্রথমবার ভোট দিচ্ছেন, আর তাতেই কে হবে দেশের প্রধানমন্ত্রী, কারা পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব সামলাবে তা নির্ধারণে অংশগ্রহণের সুযোগ এসে গিয়েছে। ফলে সেটা নিয়ে বেশ উৎসাহিত নতুন ভোটাররা।

দেশের সুরক্ষা, উন্নয়ন ও প্রগতির দায়িত্ব কাদের হাতে থাকবে তা ঠিক করে আমজনতা। গণতান্ত্রিক এ দেশে সাধারণ মানুষ ভোট দানের মাধ্যমে তাঁদের মতামত পোষণ করেন। এভাবেই পঞ্চায়েত পুরসভার স্তর থেকে রাজ্য পেরিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেয় সাধারণ মানুষ। জীবনে প্রথমবার ভোট দিতে যাবার আগে দারুন উৎসাহিত নতুন ভোটাররা। দেশের নাগরিক হিসাবে ভোটদানের অধিকার পেতে যেকোনও ব্যাক্তির প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর হওয়া প্রয়োজন। ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যায় বড়দের হাত ধরে খুদেরাও ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন। এভাবেই শৈশব থেকে দীর্ঘ সময় ধরে ভোটের অভিজ্ঞতা সঞ্চয় হয়। তারপর ১৮ বছর বয়স হলে সেই অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের মতদান করে থাকেন।

আরও পড়ুন: জীবনের কথা বলবে নাচ, সারহুল উৎসবে মেতেছে ডুয়ার্স

মাঝে তরুণ প্রজন্ম কিছুটা হলেও রাজনীতি বিমুখ হয়ে উঠেছিল। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটদান নিয়ে এবার ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে নতুন ভোটারদের মধ্যে। প্রথমবার ভোট দিতে যাওয়া, ইভিএম মেশিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ এগুলো নিয়ে তারা বেশ উত্তেজিত। পাশাপাশি যে কটা দফার ভোট হয়ে গেছে তাতে দেখা গিয়েছে দেশ গড়ার আলোচনায় মশগুল তরুণ প্রজন্ম। যে তিন দফার নির্বাচন বাকি আছে সেখানকার ভোটাররাও কাকে ভোট দিলে দেশের মঙ্গল হবে সেই নিয়ে প্রতিনিয়ত আলাপ-আলোচনা করছেন। সেই তালিকায় আছে হাওড়াও

রাকেশ মাইতি

Mamata Banerjee: ভোট প্রচারে আজ হলদিয়ায় মমতা, কাঁথিতে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী

আবীর ঘোষাল, কলকাতা: আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কপ্টার নামবে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে। তৃণমূল সূত্রে খবর, তার পর তিনি জুনপুট মোড়ে গিয়ে মিছিলে যোগ দেবেন। দুপুর ৩টে থেকে প্রায় ৪৫ মিনিটের মমতার রোড-শো পোস্ট অফিস মোড় থেকে চৌরঙ্গি হয়ে রূপশ্রী বাইপাসের দিকে এগিয়ে যাবে। সেখান থেকে মেচেদা বাইপাস ধরে দিঘাগামী সড়কে কিছুটা এগিয়ে মিছিল শেষ হবে।

রোড-শো নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, “কাঁথি শহরে প্রথম বার রোড-শোয়ে যোগ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শহরের প্রধান রাস্তা জুড়ে তাঁর মিছিল হবে।’’

আরও পড়ুন– প্রচণ্ড গরমে চাহিদা বাড়ছে, রাস্তায় নামানো হচ্ছে আরও বেশি সংখ্যায় এসি বাস

মুখ্যমন্ত্রীর এই মিছিলে হাজির থাকবেন ৯৮টি গ্রাম পঞ্চায়েত এবং একটি পুরসভার সমস্ত স্তরের মানুষ। যদিও মিছিলের রুট থেকে বাদ থাকবে শান্তিকুঞ্জের সামনের রাস্তা এবং অলিগলি।

আরও পড়ুন– কম্পিউটারের মতো তেজী হবে স্মৃতিশক্তি! এইসব সহজ-সরল উপায় মেনে চললেই হবে কামাল

এর আগে বাংলার কোনও মুখ্যমন্ত্রী কাঁথিতে এমন রোড-শোয়ে অংশ নিয়েছেন কি না, মনে করতে পারছেন না কেউই। পূর্ব মেদিনীপুর কাঁথি আসন তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। এই আসন থেকে এতদিন সাংসদ ছিলেন তৃণমূলের শিশির অধিকারী। যদিও বিরোধী দলনেতার বাবার সঙ্গে তৃণমূলের সম্পর্ক রাজনৈতিক ভাবে শেষ। এবার কাঁথি আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তাঁর সমর্থনে আজ, বৃহস্পতিবার মিছিলে পা মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024: নজরে ষষ্ঠ দফার ভোট! মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আজ থেকে টানা প্রচারে মমতা

পূর্ব মেদিনীপুরঃ  ষষ্ঠ দফার ভোটকে সামনে রেখে আজ থেকে টানা জঙ্গলমহলে শেষ পর্যায়ে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ষষ্ঠ দফার ভোট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা-সহ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের লোকসভা আসন গুলিতে। বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরে মোট তিনটি কর্মসূচি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে হলদিয়া ও এগরাতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কাঁথি লোকসভার মধ্যে কাথি শহরের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করবেন বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি এই দুই লোকসভা এবার পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। আর তাকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় শেষ পর্যায়ে কার্যত প্রচারে ঝড় ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহলের মত। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। সূত্রের খবর নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম শেষ পর্যায়ে সভা করবেন।

আরও পড়ুনঃ হাওড়া স্টেশন রক্তারক্তি কাণ্ড! মহিলার পেটে ছুরি যুবকের! মুহূর্তে সব শেষ, ভয়ঙ্কর ঘটনা

বৃহস্পতিবারের পর শুক্রবারে ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম এ একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। সূত্রের খবর ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। এর পাশাপাশি ঘাটাল লোকসভার মধ্যে দাসপুরেও এই দিন সভা করার পাশাপাশি খড়্গপুরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। শনিবার আরামবাগ লোকসভার ভোটকে সামনে রেখে একদম শেষ পর্যায়ে ফের আরামবাগে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভার অধীনে গোঘাট এ ভোটের একদম শেষ পর্যায়ে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত ১৮ই মে আরামবাগ লোকসভার নির্বাচনী প্রচার শেষ হবে। আর ঐদিনই মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ লোকসভার অধীনে গোঘাটে নির্বাচনী সভা করবেন।

পাশাপাশি ঐদিন বিষ্ণুপুর লোকসভাতেও সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। উনিশে মে জঙ্গলমহলের দুই জেলা অর্থাৎ বাঁকুড়া ও পুরুলিয়াতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর বাঁকুড়া শহর ও পুরুলিয়া শহরের প্রায় কয়েক কিলোমিটার দূরে পরপর দুটি রোড শো করবেন মুখ্যমন্ত্রী। ২০ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর শহরে রোড শো করবেন। সেই রোড শো করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে যাওয়ার কথা।

এবারের পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে নির্বাচনী সভার থেকে বেশি রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গেছে। রাজনৈতিক মহল মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা তথা জঙ্গলমহলের জেলাগুলিতে বিশেষভাবে নজর দিচ্ছেন তৃণমূল নেত্রী। ২০১৯ এর লোকসভা ভোটে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম এই লোকসভা গুলির দখল বিজেপির হাতে গিয়েছিল। তাকে সামনে রেখেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার আরো জোরদার করছেন বলেই রাজনৈতিক মহলের মত। এর আগেও পরপর দু দফায় জঙ্গলমহলে জেলাগুলিতে নির্বাচনী সভা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃতীয় দফায় একদম ভোটের শেষ লগ্নে ফের জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুরের জেলা গুলিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ শে মে পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ভোট রয়েছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

PM Modi: ফের ভোটের বঙ্গে নরেন্দ্র মোদি, ১৯-২০ মে দু’দিনে রাজ্যে ৬টি সভা করার কথা প্রধানমন্ত্রীর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ফের ভোটের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটকে সামনে রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে দু’দিনে ৬টি সভা করার কথা প্রধানমন্ত্রীর। আগামী ১৯ মে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে জোড়া সভা করার কথা মোদির। পাশাপাশি পঞ্চম দফা ভোট চলাকালীন ২০ মে হলদিয়া, মেদিনীপুর পুরুলিয়া-সহ বঙ্গে একদিনে আরও চারটি সভা করবেন প্রধানমন্ত্রী বলেই বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুন– অভিনয় করেছিলেন ৮ জন নামীদামি তারকা; বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কালজয়ীর তকমা লাভ করেছিল প্রায় ৪৪ বছরের পুরনো এই ছবিটি

লোকসভা ভোটকে পাখির চোখ করে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১৬ টি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯ এবং ২০ তারিখের সভা নিয়ে বঙ্গে মোট ২২ টি সভা সম্পন্ন হবে প্রধানমন্ত্রী। তবে ২২ টি সভাতেই থেমে থাকা নয়, আগামী ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচনের আগে ভোট প্রচারে এ রাজ্য আরও একাধিক জনসভা করবেন মোদি বলে খবর।

লোকসভা ভোটে পদ্ম শিবিরের টার্গেট বাংলা। প্রধানমন্ত্রীর পাখির চোখও বাংলা। কখনও রেখা পাত্রকে ফোন। আবার কখনও বা রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছেন প্রধানমন্ত্রী। বঙ্গে প্রচারে এসে বঙ্গ পদ্ম নেতাদের সঙ্গে করেছেন সাংগঠনিক বৈঠকও। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বুধবার চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রী। ভোটে বাংলাকে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির তথা প্রধানমন্ত্রীও।

আরও পড়ুন- প্রচণ্ড গরমে চাহিদা বাড়ছে, রাস্তায় নামানো হচ্ছে আরও বেশি সংখ্যায় এসি বাস

দলীয় প্রার্থীদের সমর্থনে ঘনঘন বাংলায় এসে প্রচার প্রধানমন্ত্রীর, কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বঙ্গ বিজেপির লক্ষ্য, ৪২ টা কেন্দ্রকেই ছুঁন প্রধানমন্ত্রী। এর জন্য বিশেষ ক্লাস্টার তৈরি করা হয়েছে। কোথাও বা দুটো, কোথাও কোথাও তিনটে লোকসভাকে একত্রিত করে প্রধানমন্ত্রীকে দিয়ে জনসভার আয়োজন করছে বঙ্গ পদ্ম শিবির।

সন্দেশখালি ইস্যুতে আক্রমণে অমিত শাহ! পাল্টা যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। সেটা ঢাকতে ফের অত্যাচার করা হচ্ছে। সন্দেশখালি ইস্যুতে আক্রমণে Amit Shah। সন্দেশখালিতে চক্রান্ত করে মহিলাদের সম্মানহানি করেছে BJP। যত দিন যাচ্ছে রেগে যাচ্ছে। বিজেপিকে আক্রমণ Mamata Banerjee র। ভোটের জন্য সন্দেশখালি নিয়ে রাজনীতি বিজেপির। চড়া সুর Abhishek Banerjee র। সন্দেশখালিতে মহিলার প্রতিরোধ করছে। আন্দোলন জারি থাকবে। পালটা দাবি Suvendu Adhikari র।