Category Archives: দক্ষিণ ২৪ পরগনা

Madhyamik Result 2024: এক চোখে ক্ষীণ দৃষ্টি নিয়েই মাধ্যমিকে রাজ‍্যে ১৭! সাফল‍্যের উজ্জ্বল উদাহরণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্র

দক্ষিণ ২৪ পরগনা: বছর দু’য়েক আগে হঠাৎই এক চোখের দৃষ্টিশক্তি কমে যায়। চিকিৎসা করিয়েও তেমন ফল মেলেনি। কার্যত এক চোখের দৃষ্টির উপর নির্ভর করে মাধ্যমিকে প্রথম কুড়ির তালিকায় রয়েছে বারুইপুরের সাগ্নিক দাস। তার প্রাপ্ত নম্বর ৬৭৭। মেধা তালিকার বিচারে রাজ্যে ১৭তম স্থানে আছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্র সাগ্নিক।

বারুইপুরের শাসনের বাসিন্দা সাগ্নিক। বাবা শুভাশিস দাস সাগরের এক স্কুলে বাংলার শিক্ষক। শুভাশিস জানান, ছোট থেকেই সাগ্নিকের বাঁ চোখের মণিতে সমস্যা রয়েছে। তবে তার জন্য কখনও ততটা সমস্যা হয়নি। বরাবরই মনোযোগী ছাত্র সে। পঞ্চম শ্রেণিতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয় সাগ্নিক। নবম শ্রেণিতে পড়াকালীন আসল সমস্যার শুরু। হঠাৎই বাঁ চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করে তার।

আরও পড়ুন: ডুব দিয়ে আর উঠল না মেয়ে…স‍্যুইমিং পুলেই তলিয়ে গেল স্বপ্ন! সল্টলেকে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

সেই সঙ্গে মাথা ঘোরা, মাথা যন্ত্রণার মতো নানাবিধ উপসর্গ দেখা দেয়। প্রাথমিক ভাবে কলকাতার এক চক্ষু হাসপাতালে দেখানো হয়। পরে রামকৃষ্ণ মিশনের মহারাজদের পরামর্শে এবং সহায়তায় হায়দরাবাদের এক চক্ষু হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা হয়।

শুভাশিস বলেন, “কলকাতা, হায়দরাবাদ দু’জায়গাতেই চিকিৎসকদের দেখানো হয়েছে। চিকিৎসকেরা বলছেন, বাঁ চোখের সঙ্গে মস্তিস্কের যোগাযোগ ঠিক মতো হচ্ছে না। তার থেকেই সমস্যা হচ্ছে। চিকিৎসা চলছে। তবে খুব বেশি ফল হচ্ছে না। গত দু’বছরের অনেকটা সময় চিকিৎসার জন্য ব্যয় হয়েছে। জানি না উচ্চ শিক্ষার ক্ষেত্রে কী হবে।’’

সাগ্নিকের পরিচিতদের কথায়, এই প্রতিবন্ধকতা নিয়েও যখন পরীক্ষায় ভাল ফল করেছে। চোখের সমস্যা না থাকলে নিশ্চয়ই আরও ভাল ফল করতে পারত। সাগ্নিক বলে, “সমস্যা হয়। একটা চোখে প্রায়ই ঝাপসা দেখি। অন্য চোখ দিয়েই মূলত পড়াশোনা করি। পড়ার সময়ে চোখের উপর চাপ পড়লে সমস্যা বাড়ে।”

ইতিমধ্যে নরেন্দ্রপুরেই বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেছে সাগ্নিক। তার ইচ্ছা ডাক্তারি পড়া। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন, “ছেলেটির একটি চোখে দৃষ্টিশক্তি ক্ষীণ। বিভিন্ন চিকিৎসক দেখানো হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়েও মনের জোর ধরে রেখে ভাল ফল করেছে। আশা করি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও এই প্রতিবন্ধকতা কোনও বাধা হবে না।

সুমন সাহা

Lok Sabha Election 2024: প্রার্থীকে সামনে পেয়েই বিক্ষোভ! কাজ হল ম্যাজিকের মত, ২৪ ঘণ্টার মধ্যেই জলসঙ্কটের সমাধান

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে জলের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। তার জেরেই ২৪ ঘণ্টার মধ্যে জলসঙ্কটের সমাধান হল জয়নগরে। ফলে খুশি এলাকার সাধারণ মানুষ।

তৃণমূলের পক্ষ থেকে জয়নগরে এবারেও প্রার্থী করা হয়েছে বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলকে। তিনি ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজির হন। পায়ে হেঁটে মিছিলকরে প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী। কিন্তু সেখানকার হালদার পাড়ায় প্রার্থী হাজির হতেই তাল কাটে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট চলছে। বারবার বলেও সমস্যার সুরাহা হচ্ছে না। এই ঘটনার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: নস্টালজিয়া বাঁচিয়ে রাখতে মিউজিয়াম গড়ে ফেলেছেন এই যুবক! কীসের জানেন?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের এই এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট চলছে। বারবার পঞ্চায়েতকে জানিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি। সেই কারণেই ধৈর্যের বাঁধ ভেঙেছে গ্রামবাসীদের। বিদায়ী সাংসদ এবং তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এই তীব্র গরমে প্রচন্ড কষ্টে আছেন এখানকার মানুষজন। আর তাতেই তৃণমূল প্রার্থী তথা বিদায় সাংসদকে সামনে পেয়ে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন।

এদিকে বিক্ষোভের মুখে পড়লেও ধৈর্য ধরে গ্রামবাসীদের দাবি-দাওয়া শোনেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল। পরে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। জানান, ২৪ ঘণ্টার স্থানীয় বিধায়ক জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে কথা বলে পানীয় জলের ব্যবস্থা করবেন। সেই কথা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই পানীয় জলের গাড়ি এসে গ্রামে পৌঁছয়। এরপর সেখান থেকে গ্রামের বাসিন্দারা জল সংগ্রহ করেন। ফলে কিছুটা হলেও জলকষ্ট দূর হয়েছে।

সুমন সাহা

IMD Weather Update: টর্নেডো নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে! আপাতত সুন্দরবনেও বড় ঝড়ের আতঙ্ক নেই!

ঝড়বৃষ্টির দাপট বাড়লে একই সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে সুন্দরবনে৷ কিন্তু সেই আতঙ্ক এই মরশুমেও কী ফিরে আসবে? সেই আশঙ্কার দোলাচলেই কাঁপছে রাজ্যের উপকূলবর্তী এলাকা৷ বৃষ্টি শুরু হতেই আতঙ্ক বাড়ছে সুন্দরবন জুড়ে৷ (তথ্য- নবাব মল্লিক)
ঝড়বৃষ্টির দাপট বাড়লে একই সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে সুন্দরবনে৷ কিন্তু সেই আতঙ্ক এই মরশুমেও কী ফিরে আসবে? সেই আশঙ্কার দোলাচলেই কাঁপছে রাজ্যের উপকূলবর্তী এলাকা৷ বৃষ্টি শুরু হতেই আতঙ্ক বাড়ছে সুন্দরবন জুড়ে৷ (তথ্য- নবাব মল্লিক)
সুন্দরবনে হঠাৎ বাজছে বিপদ সংকেত। সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায়। তবে এখুনি কোনও বড় ঝড় আসছে না! টর্নেডো আসার প্রশ্নই নেই।
সুন্দরবনে হঠাৎ বাজছে বিপদ সংকেত। সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায়। তবে এখুনি কোনও বড় ঝড় আসছে না! টর্নেডো আসার প্রশ্নই নেই।
সাধরণত সুন্দরবনের উপকূলীয় এলাকায় খুব একটা দেখা যায় না। টর্নেডো সব থেকে বেশি দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। তবে আপাতত সুন্দরবনে আলাদা করে এই ঝড় আসার সম্ভাবনা নেই!
সাধরণত সুন্দরবনের উপকূলীয় এলাকায় খুব একটা দেখা যায় না। টর্নেডো সব থেকে বেশি দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। তবে আপাতত সুন্দরবনে আলাদা করে এই ঝড় আসার সম্ভাবনা নেই!
মৎস্যজীবীদেরও সচেতন করা হয়েছে। তবে ইয়াস বা আম্ফানের মতো কিছু আসার খবর একেবারেই নেই!
মৎস্যজীবীদেরও সচেতন করা হয়েছে। তবে ইয়াস বা আম্ফানের মতো কিছু আসার খবর একেবারেই নেই
দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে। আলাদা করে সুন্দরবনে কোন আতঙ্কের কারণ এখুনি নেই।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে। আলাদা করে সুন্দরবনে কোন আতঙ্কের কারণ এখুনি নেই।

South 24 Pargana News: আছড়ে পড়ছে ঢেউ…! সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা উপকূলে! বকখালিতে অশনি সঙ্কেত

দক্ষিণ ২৪ পরগনা: ধীরে ধীরে আবহাওয়া প্রতিকূল হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায়। নদী ও সমুদ্রে বাড়ছে জলস্তর। উপকূলীয় এলাকায় আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। যদিও আগে থেকেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল। যারপর বকখালি সমুদ্র সৈকতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়। পর্যটকদের সমুদ্রে না নামার জন্য অনুরোধ করা হয়েছে।

সমুদ্রতীরবর্তী এলাকা মৌসুনী দ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগর-সহ একাধিক এলাকায় যে বাঁধ রয়েছে সেখানে জল আঘাত করছে। এই জলোচ্ছ্বাসের সতর্কতার পর বাঁধ সংস্কারের দাবিতে আবারও সরব হয়েছে স্থানীয়রা। বৈশাখ মাসেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে শুনে আতঙ্কিত স্থানীয়রা। বর্ষাকালে তাহলে কি হবে সেদিকে তাকিয়ে সকলে। ইতিমধ্যে নদী ও সমুদ্রে জলের স্তর বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে শক্তিশালী দক্ষিণ-পশ্চিমী বায়ু…, ৭ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা! আগামী তিনদিন কী হবে বাংলায়? IMD-র মেগা আপডেট

এদিকে বকখালিতে এই মাইক প্রচারের পরই পর্যটকদের আনাগোনাও কমেছে। স্থানীয় ফ্রেজারগঞ্জের বেশ কিছু এলাকায় স্থানীয় বাসিন্দারা বাঁধ পাহারা দিচ্ছেন। সবাই এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। জলোচ্ছ্বাস হলে তা ভয়ানক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

নবাব মল্লিক

Madhyamik Examination 2024: রোজই দোকান খুলত কিশোর, এমনকি মাধ্যমিক পরীক্ষার দিনেও, ৫০ শতাংশ নম্বর নিয়ে করল পাস

দক্ষিণ ২৪ পরগনা: মুদিখানা দোকান চালিয়ে বসেছিলেন মাধ্যমিক পরীক্ষায়। জয়নগর এর দক্ষিণ বারাসাতে শিবদাস হাই স্কুলের ছাত্র সাহেব। সংসারের অভাব অনটনের জন্য খুলেছিলেন একটি মুদিখানা দোকান তার পাশাপাশি নিজের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিলেন সে। পরিবারের তারা চারজন সদস্য বাবা-মা এবং ছোট্ট একটি ভাই। তার জীবনে প্রথম বড় পরীক্ষা দিয়েছিল মুদিখানা দোকান চালাতে চালাতেই।

পরীক্ষার ফল প্রকাশ হয়েছে হয়তো কোন র‍্যাঙ্ক করতে পারিনি। কিন্তু সে ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। বরাবরই ছিল তার পড়াশোনার প্রতি আগ্রহ। তাই এভাবেই দোকান চালিয়ে পড়াশোনা চালিয়ে গেয়েছে সে। বাবা সেভাবে দোকানে আসতে পারেন না তাই সে বাধ্য হয়ে পড়াশুনার পাশাপাশি এই দোকান চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন – KKR Team News: কেকেআর কি Playoffs 2024 এ ফিল সল্টকে খেলাতে পারবে, বোর্ডের বড় সিদ্ধান্ত

পরীক্ষা কটা দিন সে ভালভাবে দোকান খুলতে পারত না। পরীক্ষা চলাকালীন সে প্রতিদিন সকালে এক ঘন্টা করে দোকান চালিয়ে তারপর সেই দোকান বন্ধ করে ওই পরীক্ষায় দিতে চলে যেত। তারপর বাড়িতে এসে অল্প কিছু খাওয়া দাওয়া করে আবারও দোকান খুলে বসে পড়তে সাহেব।

দোকান চালাতে চালাতে বইয়ের পাঠাতে চোখ বুলিয়ে নিত সে। আর এভাবেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে আরও পড়াশুনা চালিয়ে যেতে চাই। এবং পড়াশোনা করি পরিবারে পাশে থেকে আগামী দিনে যাতে এই অভাবকে দূর করতে পারে, সেভাবেই সে জীবন সংগ্রামে লড়ে যাচ্ছে। তবে তার পরিবারের সংসারের চালাতে তাদের এই দোকানের উপরেই মূলত ভরসা। তাই সে পড়াশোনার পাশাপাশি। এই দোকান চালিয়ে আর সংসারে একমাত্র ভরসা।

Suman Saha

South 24 Parganas News: বিকল্প চিকিৎসায় ভরসা! মথুরাপুরের আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রে ভিড় বাড়ছে স্থানীয়দের

মথুরাপুর: মথুরাপুরের আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রের উপর ভরসা বাড়ছে স্থানীয়দের।  বিকল্প চিকিৎসা ব‍্যবস্থা প্রদান করার জন্য এই স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছিল। মথুরাপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা হয়েছিল। বছরখানেক কাজ করার পর এই স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন করার পরিকল্পনা করা হয়েছে। আমাদের দেশে এখনও অনেকেই বিকল্প চিকিৎসা ব‍্যবস্থার উপর ভরসা করেন। আ্যলোপাথি চিকিৎসা যেখানে প্রধান ভরসা, সেখানে এধরনের স্বাস্থ্যকেন্দ্র অনেকের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। আয়ুষ স্বাস্থ্যকেন্দ্রটিতে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাও পাওয়া যাবে। ইতিমধ্যে সেজন‍্য মথুরাপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে একটি ভবন নির্মাণ করা হয়েছে। সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিন এখান থেকে পরিষেবা মিলবে।

আরও পড়ুন: মথুরাপুরের গণনা কেন্দ্র পরিবর্তনের দাবি বাম-বিজেপির, কারণ শুনলে অবাক হবেন

এখানে আয়ুর্বেদিক, যোগব‍্যায়াম সহ একাধিক বিকল্প চিকিৎসা পদ্ধতির সন্ধান দেওয়া হবে। সাধারণ মানুষজন এই স্বাস্থ্যকেন্দ্রের কথা শুনে খুবই খুশি। এ নিয়ে স্থানীয় বাসিন্দা হারাধন মন্ডল জানিয়েছেন, তিনি নিজে এই বিকল্প চিকিৎসা পদ্ধতির সাহায‍্য নিয়ে ভালো আছেন। মথুরাপুর এলাকায় এধরণের স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ায় তিনি খুবই খুশি।প্রায় ২৭ লক্ষ টাকা ব‍্যায়ে এই স্বাস্থ্যকেন্দ্রটি নির্মিত হয়েছে। এ নিয়ে মথুরাপুর গ্রামীণ হাসপাতালের রোগীকল‍্যাণ সমিতির সদস‍্য মানবেন্দ্র হালদার জানান, সাধারণ মানুষের দাবি মেনে এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে। যেখানে সমস্ত রকম পরিষেবা মিলবে। বছরখানেক কাজ চালানোর পর এই স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন করার পরিকল্পনা করা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক

Rail: অফিস ফিরতি সময়ে দুর্ভোগ! প্রবল ঝড়বৃষ্টিতে ব্যাহত ট্রেন চলাচল, কোন রুটে ভোগান্তি? জানুন

*আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণ ২৪ পরগণায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এই ঝড়-বৃষ্টির জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার নরেন্দ্রপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে একটি ট্রেন। যার জেরে ট্রেনটির পিছনে আসা সমস্ত ট্রেন ক্রমান্বয়ে দাঁড়িয়ে যায়। প্রতিবেদনঃ নবাব মল্লিক। ফাইল ছবি। 
*আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণ ২৪ পরগণায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এই ঝড়-বৃষ্টির জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার নরেন্দ্রপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে একটি ট্রেন। যার জেরে ট্রেনটির পিছনে আসা সমস্ত ট্রেন ক্রমান্বয়ে দাঁড়িয়ে যায়। প্রতিবেদনঃ নবাব মল্লিক। ফাইল ছবি।
*ঝড়-বৃষ্টির জেরে ট্রেন পরিষেবার ব্যাঘাত ঘটায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। বৃষ্টি না থামা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করা যাবে না বলে সূত্রের খবর। ফাইল ছবি। 
*ঝড়-বৃষ্টির জেরে ট্রেন পরিষেবার ব্যাঘাত ঘটায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। বৃষ্টি না থামা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করা যাবে না বলে সূত্রের খবর। ফাইল ছবি।
*এদিকে এক ঘণ্টায় বৃষ্টির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১.৩ মিলিমিটার। এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়লে দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকায় অসুবিধা সৃষ্টি হবে। ফাইল ছবি। 
*এদিকে এক ঘণ্টায় বৃষ্টির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১.৩ মিলিমিটার। এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়লে দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকায় অসুবিধা সৃষ্টি হবে। ফাইল ছবি।
*এ দিকে ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বিদ্যুৎ নেই। বৃষ্টি না থামা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করার কোনও খবর নেই। বৃষ্টি থামলে জেলার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে। ফাইল ছবি। 
*এ দিকে ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বিদ্যুৎ নেই। বৃষ্টি না থামা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করার কোনও খবর নেই। বৃষ্টি থামলে জেলার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে। ফাইল ছবি।
*বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হচ্ছে এলাকায়। ফলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। এই ঘটনায় মাঠে ধান কাটা রয়েছে যাদের তাদের বিপুল ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। ফাইল ছবি।
*বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হচ্ছে এলাকায়। ফলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। এই ঘটনায় মাঠে ধান কাটা রয়েছে যাদের তাদের বিপুল ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। ফাইল ছবি।

Lok Sabha Election 2024: মথুরাপুরের গণনা কেন্দ্র পরিবর্তনের দাবি বাম-বিজেপির, কারণ শুনলে অবাক হবেন

দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎ মথুরাপুর লোকসভার গণনাকেন্দ্র পরিবর্তনের দাবি তুলল বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রের ভোট গণনার স্থান বা কেন্দ্র হিসেবে উঠে এসেছিল কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের নাম। কিন্তু এই স্কুলে গণনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধী সিপিএম এবং বিজেপির দাবি, এই স্কুলে ভোট গণনা কেন্দ্র করা হলে একাধিক অসুবিধা হতে পারে। তাঁদের আশঙ্কা, বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা দিতে পারে তৃণমূল কর্মীরা। এমনকি গণনায় কারচুপি এবং প্রভাব খাটানোর আশঙ্কার কথাও জানিয়েছে বিরোধীরা।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে মথুরাপুরের গণনা কেন্দ্র অন্যত্র সরানোর দাবি তোলা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছে সিপিএম। এই নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, এই স্কুলে গণনা কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন সঠিক কাজ করেনি। আমাদের প্রার্থী শরৎ হালদার অভিযোগ জানিয়েছে। এই স্কুল থেকে গণনা কেন্দ্র অন্যত্র সরানো উচিত। এখানে যেভাবে চাপ তৈরি হবে তাতে নিরপেক্ষ ভোট গণনা হওয়া অসম্ভব। কান্তিবাবু অভিযোগ করেন, অতীতে যখন এই স্কুলে গণনা কেন্দ্র করা হয়েছিল তখন বিরোধী দলের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়‌। তার উপর এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। স্বাভাবিকভাবেই এই স্কুলে গণনা কেন্দ্র হলে শাসক দল অতীতের ঘটনার পুনরাবৃত্তি করতে পারে বলে এই বর্ষিয়ান সিপিএম নেতা প্রকাশ করেন।

আর‌ও পড়ুন: মাঠেই শুকিয়ে যাচ্ছে সবজি! গরম বাড়ায় চাষির পেটে কিল

কান্তি গঙ্গোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে একই দাবি করেছেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। তিনি বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে কি নির্বাচন কমিশন। তাঁর প্রশ্ন, তৃণমূল প্রার্থী যে স্কুলের পরিচালন সমিতির সভাপতি সেখানেই কীভাবে গণনা কেন্দ্র করে নির্বাচন কমিশন? বিজেপির পক্ষ থেকেও লিখিতভাবে গণনা কেন্দ্র পরিবর্তনের দাবি জানানো হয়েছে বলে তিনি জানান। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেন, গণনা কেন্দ্র নির্বাচনের বিষয়টি একেবারেই নির্বাচন কমিশনের নিজস্ব ব্যাপার। এখানে তৃণমূলের কোন‌ও যোগ নেই। ফলে গণনা কেন্দ্র সরিয়ে বিরোধীরা তৃণমূলের পাকা ধানে মই দিতে পারবে না। এরপর কিছুটা চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, ‘যেখানেই গণনা কেন্দ্র করুক ওদের বিপুল ভোটে হারাব।’

নবাব মল্লিক

Summer Health Tips: এই গরমে ঢকঢক করে ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছেন? সর্বনাশ! যা বলছেন চিকিৎসক

দক্ষিণ ২৪পরগনা : তীব্র তাপপ্রবাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। খানিক শান্তি পেতে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে চলছে দেদার খাওয়া। তাতে হয়ত এই গরম থেকে একটু স্বস্তি মিলছে। কিন্তু ঘন ঘন ফ্রিজের ঠান্ডা জল খেলে শরীরের কীকী ক্ষতিহয় জানেন?

 বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার জানাচ্ছেন,   ফ্রিজের ঠান্ডা জল এড়িয়ে চলাই ভাল।  প্রথমত উচিত এই গরম থেকে বাড়িতে ফিরে ঠান্ডা পাখার তলায় কিছুক্ষণ বসুন। তারপর ফ্রিজের ঠান্ডা জলের সঙ্গে অন্য জল মিশিয়ে হালকা ঠান্ডা জল খান। এতে শরীরের অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন। যদি  গরম থেকে বাড়িতে ফিরেই ঠান্ডা জল পান করেন তাহলে হার্টের সমস্যা দেখা দিতে পারে। যদি আগেথেকেই হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে।

সুমন সাহা

South 24 Parganas News : জয়নগরে সুইমিং পুল! সাঁতার শিখতে আর যেতে হবে না দূরে

দক্ষিণ ২৪ পরগনা: এবার জয়নগরে তৈরি হল সুইমিংপুল। আর ছুটে যেতে হবে না শহরের দিকে। সাঁতরে ট্রেনিং নিতে ছুটে যেতে হতো হয় বারুইপুর নয় কলকাতা এখন জয়নগরে এলাকার শিশুরা সাঁতরের নিতে পারবে ট্রেনিং তৈরি হল সুইমিংপুল। জয়নগর থানা দত্ত বাজারে রামকৃষ্ণ সুইমিং পুলের উদ্যোগে শুরু হল সাঁতর ট্রেনিং সেন্টার। মূলত এই সুইমিং পুলে ১৫ থেকে ২০জন শিশুরা একসঙ্গে সাঁতারশিখতে পারবে। এই সুইমিং পুলে এখন থেকে প্রতিদিনই শিশুরা কেউ সাঁতার কাটছে আবার কেউ কেউ শেখারও চেষ্টা করছে। একজন মেইনটার শিশুদের কিভাবে সাঁতর শিখবেন সে বিষয়ে নির্দেশ দিচ্ছেন। সাঁতর শিখতেতে আসা তাদের অভিভাবকরা ছেলেরা কিভাবে শিখছে সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে।

আরও পড়ুন:  প্রচারে বেরিয়ে নিজের কর্তব্যে অবিচল BJP-র চিকিৎসক প্রার্থী, পরামর্শ দিলেন সুস্বাস্থ্য নিয়ে

সূত্রের খবর সুইমিং পুলে উপরে পুরোটাই নজর রাখা হয়েছে এবং দেখাশোনার জন্য নিয়মিত দুজনকে রাখা হয়েছে। এই সুইমিং পুলটি প্রায় ৪৫ মিটার লম্বা কুড়ি মিটার চওড়া। প্রতিদিনই সকাল এবং বিকালে যে সমস্ত প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে ভর্তি হয়েছে তাদেরকে দু’ঘণ্টা করে সাঁতর প্রশিক্ষণ দেওয়া হয়। এই সুইমিংপুলে চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে। মাসে একবার করে জল পরিবর্তন করা হয় জল চেঞ্জ করতে প্রায় ২৫ থেকে ৩০ ঘণ্টা সময় লেগে যায়। এ প্রসঙ্গে সাঁতার শিখতে আসা এক অভিভাবক তিনি বলেন এই ধরনের সুবিধার জন্য অসংখ্য ধন্যবাদ। জয়নগর এলাকাতে এই ধরনের একটি সুইমিং পুলের প্রয়োজন ছিল। আর এই সুযোগ কাজে লাগিয়ে জয়নগর থেকে ভাল একটি সাঁতর দল গড়ে উঠুক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা