Tag Archives: makar sankranti 2024

Makar Sankranti 2024: আজ মকর সংক্রান্তিতে এই কাজগুলি করলেই রসাতলে যাবে ভাগ্য! এখনই জানুন, সতর্ক হোন

মকর সংক্রান্তি প্রাচীন বিশ্বাস মতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিতে পালনীয় কিছু রীতি নীতি ও নিয়ম আছে।
মকর সংক্রান্তি প্রাচীন বিশ্বাস মতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিতে পালনীয় কিছু রীতি নীতি ও নিয়ম আছে।

 

জ্যোতির্বিদ পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল জানিয়েছেন এই তিথিতে কোন কোন কাজ করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। জীবনে সোনায় সোহাগা হয়।
জ্যোতির্বিদ পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল জানিয়েছেন এই তিথিতে কোন কোন কাজ করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। জীবনে সোনায় সোহাগা হয়।

 

তবে এই তিথিতে কোনও কোনও কাজ সম্পূর্ণ বর্জনীয়। সেই কাজগুলি করলে রসাতলে যাবে জীবন ও ভাগ্য। জেনে নিন সেগুলি কোন কোন কাজ। বলেছেন পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল।
তবে এই তিথিতে কোনও কোনও কাজ সম্পূর্ণ বর্জনীয়। সেই কাজগুলি করলে রসাতলে যাবে জীবন ও ভাগ্য। জেনে নিন সেগুলি কোন কোন কাজ। বলেছেন পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল।

 

এই তিথিতে মাছ, মাংস, ডিম, মুসুরডাল, পেঁয়াজ, রসুনের মতো তামসিক খাবার গ্রহণ করবেন না। পবিত্র ও পুণ্যদিনে বিরত থাকুন সুরাপান থেকেও।
এই তিথিতে মাছ, মাংস, ডিম, মুসুরডাল, পেঁয়াজ, রসুনের মতো তামসিক খাবার গ্রহণ করবেন না। পবিত্র ও পুণ্যদিনে বিরত থাকুন সুরাপান থেকেও।

 

মকর সংক্রান্তিতে দরিদ্রদের কখনওই খালি হাতে ফিরিয়ে দেবেন না। দরজায় আগত ভিক্ষাজীবীকে নিরাশ করবেন না। কাউকে অপমান করবেন না।
মকর সংক্রান্তিতে দরিদ্রদের কখনওই খালি হাতে ফিরিয়ে দেবেন না। দরজায় আগত ভিক্ষাজীবীকে নিরাশ করবেন না। কাউকে অপমান করবেন না।

 

স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তবে লোহা, স্টিল বা প্লাস্টিকের ঘটিতে অর্ঘ্য দান করবেন না।
স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তবে লোহা, স্টিল বা প্লাস্টিকের ঘটিতে অর্ঘ্য দান করবেন না।

 

নোংরা অপরিষ্কার কাপড় এই দিন পরবেন না।
নোংরা অপরিষ্কার কাপড় এই দিন পরবেন না।

 

এই তিথিতে ভুল করেও তুলসিপাতা তুলবেন না।
এই তিথিতে ভুল করেও তুলসিপাতা তুলবেন না।

Makar Sankranti 2024 Zodiac Signs: মকর সংক্রান্তিতে বিরল যোগ; সম্মান বৃদ্ধি, পদোন্নতি এই ৩ রাশির জীবনে সুখের প্লাবন

মকর সংক্রান্তির উৎসবকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, সূর্যদেব যখন তাঁর রাশি পরিবর্তন করে মকর রাশিতে গোচর করেন ঠিক তখনই মকর সংক্রান্তি হয়। এই বছর সূর্যদেব ১৫ জানুয়ারি ভোর ২টো বেজে ৫৪ মিনিটে মকর রাশিতে প্রবেশ করেছেন। তাই মকর সংক্রান্তি পালিত হচ্ছে ১৫ জানুয়ারি, সোমবার।

ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য প্রতি মাসেই রাশি পরিবর্তন করে, এই রাশি পরিবর্তনকেই সংক্রান্তি বলা হয়। তবে মকর সংক্রান্তিতে সূর্যদেবের বিশেষ পুজো করা হয়। এদিন ভোরে গঙ্গা বা অন্য যেকোনও পবিত্র নদীতে স্নান করেন ভক্তরা। তারপর শুরু হয় আচার-অনুষ্ঠান।

জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, বহু বছর পর এই বছর মকর সংক্রান্তিতে একটি বিরল সংযোগ তৈরি হচ্ছে। আর তারই ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা-জাতিকার জীবনে আসবে সুখের সময়।

অযোধ্যার জ্যোতিষী, পণ্ডিত কল্কি রাম বলেছেন, ২০২৪ সালের ১৫ জানুয়ারি, সংক্রান্তিতে বরিয়ান যোগ গঠিত হচ্ছে। অনেক গ্রহের একটি বিরল সংমিশ্রণ তৈরি হতে চলেছে। এরই সঙ্গে রবি যোগ দিনকে আরও বিশেষ করে তুলছে বহু বছর পর। শুধু তাই সংক্রান্তিতে, শুক্র, যা সুখ এবং সমৃদ্ধি প্রদান করে, উপস্থিতি থাকবে উচ্চ কক্ষে। আবার শনি তার মূল ত্রিভূজ চিহ্ন কুম্ভ রাশিতে উপস্থিত থাকবে। বৃহস্পতিও থাকবে মেষ রাশিতে। এর ফলে কোন কোন রাশির জীবনে আসবে সুখ, দেখে নেওয়া যাক—

মীন:

এই রাশির জাতক-জাতিকারা-জাতিকারা মকর সংক্রান্তির দিনে কর্মজীবনে নানা সুবিধা পাবেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে নতুন উচ্চতা অর্জন করবেন।

আরও পড়ুন : আজ মকর সংক্রান্তিতে ১৪ টি গরুকে খাওয়ান এই বিশেষ খাদ্য! নিজে খান অন্য একটি খাবার, শনিদেবের আশীর্বাদে জীবন সোনায় সোহাগা

সিংহ:

সিংহ রাশির জাতক-জাতিকাদেরও এই সময় সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা বা আটকে থাকা টাকা উদ্ধারের সুযোগ মিলতে পারে। শিক্ষার্থীদের জন্যও ভাল সময়।

মেষ:

মকর সংক্রান্তিতে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। সূর্য মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে ভাল সাফল্য পেতে শুরু করবেন। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সাফল্য আসবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Makar Sankranti 2024: আজ মকর সংক্রান্তিতে অবশ্যই এই ৫ খাবারের একটি খান, তরতরিয়ে উন্নতি হবে জীবনে

*আজ পবিত্র মকর সংক্রান্তি। সারা ভারতে সাড়ম্বরে এই দিনটি পালিত হয়। ১৫ জানুয়ারি সংক্রান্তির দিন প্রচুর বিশেষ খাবার তৈরি করা হয়। বিশেষ এই সব খাবার ছাড়া এই উৎসব অসম্পূর্ণ থেকে যায়। আপনিও বাড়িতে এই ধরণের খাবারগুলি তৈরি করতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে, মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে।
*আজ পবিত্র মকর সংক্রান্তি। সারা ভারতে সাড়ম্বরে এই দিনটি পালিত হয়। ১৫ জানুয়ারি সংক্রান্তির দিন প্রচুর বিশেষ খাবার তৈরি করা হয়। বিশেষ এই সব খাবার ছাড়া এই উৎসব অসম্পূর্ণ থেকে যায়। আপনিও বাড়িতে এই ধরণের খাবারগুলি তৈরি করতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে, মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে।
*মকর সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করে খেতে পারেন বাড়িতে।
*মকর সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করে খেতে পারেন বাড়িতে।
*সংক্রান্তির দিন দই-চিঁড়া খেতে পারেন। দই অত্যন্ত শুভ বলে গন্য করা হয়। এমনকি দই হজমের জন্য খুব ভাল। এই পবিত্র দিনে তাই দই-চিঁড়া খান, আশীর্বাদ মিলবে।
*সংক্রান্তির দিন দই-চিঁড়া খেতে পারেন। দই অত্যন্ত শুভ বলে গন্য করা হয়। এমনকি দই হজমের জন্য খুব ভাল। এই পবিত্র দিনে তাই দই-চিঁড়া খান, আশীর্বাদ মিলবে।
*তিল শুভ। তাই মকর সংক্রান্তির দিনে তিলের নাড়ু, তিলের সন্দেশ বা তিল পাটালি বানিয়ে খেতে পারেন। রান্নাতেও তিল ব্যবহার করা যেতে পারে, এতে আশীর্বাদ মেলে।
*তিল শুভ। তাই মকর সংক্রান্তির দিনে তিলের নাড়ু, তিলের সন্দেশ বা তিল পাটালি বানিয়ে খেতে পারেন। রান্নাতেও তিল ব্যবহার করা যেতে পারে, এতে আশীর্বাদ মেলে।
*বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। শীতে তাই বাদাম খাওয়া অত্যন্ত ভাল। তাই সংক্রান্তির দিন বাদাম খেতে পারেন।
*বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। শীতে তাই বাদাম খাওয়া অত্যন্ত ভাল। তাই সংক্রান্তির দিন বাদাম খেতে পারেন।
*ঘি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন ঘি দিয়ে কোনও রান্না করতে পারেন। খিচুড়ি বানালে সেটাও ঘি দিয়ে খেতে পারেন।
*ঘি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন ঘি দিয়ে কোনও রান্না করতে পারেন। খিচুড়ি বানালে সেটাও ঘি দিয়ে খেতে পারেন।

Makar Sankranti 2024: আজ মকর সংক্রান্তিতে ১৪ টি গরুকে খাওয়ান এই বিশেষ খাদ্য! নিজে খান অন্য একটি খাবার, শনিদেবের আশীর্বাদে জীবন সোনায় সোহাগা

সনাতনী বিশ্বাসে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ৷ এই বিশেষ তিথিতে সূর্য ধনুরাশি ত্যাগ করে প্রবেশ করে মকর রাশিতে৷ পবিত্র এই তিথিতে কোনও কোনও কাজ করলে জীবনে অর্থাভাব থাকে না৷ শান্তি ও সৌভাগ্য বর্ষিত হয় অকাতরে৷
সনাতনী বিশ্বাসে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ৷ এই বিশেষ তিথিতে সূর্য ধনুরাশি ত্যাগ করে প্রবেশ করে মকর রাশিতে৷ পবিত্র এই তিথিতে কোনও কোনও কাজ করলে জীবনে অর্থাভাব থাকে না৷ শান্তি ও সৌভাগ্য বর্ষিত হয় অকাতরে৷

 

জ্যোতিষী পণ্ডিত ইন্দ্রমণি ঘনস্যাল জানিয়েছেন এই তিথিতে কী করা উচিত৷ তাহলে জীবনে অর্থসুখ ও শান্তি বজায় থাকবে৷
জ্যোতিষী পণ্ডিত ইন্দ্রমণি ঘনস্যাল জানিয়েছেন এই তিথিতে কী করা উচিত৷ তাহলে জীবনে অর্থসুখ ও শান্তি বজায় থাকবে৷

 

মকর সংক্রান্তির পবিত্র তিথি সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত৷ এই দিনে সূর্যদেবের উপাসনা করা হয়৷ কুমকুম এবং কালো তিল জলে নিবেদন করা হয় সূর্যদেবের প্রতি৷ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা হয়৷ তাহলে সূর্যদেবের আশীর্বাদে খ্যাতি, যশ ও অর্থ লাভ করা যায়৷
মকর সংক্রান্তির পবিত্র তিথি সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত৷ এই দিনে সূর্যদেবের উপাসনা করা হয়৷ কুমকুম এবং কালো তিল জলে নিবেদন করা হয় সূর্যদেবের প্রতি৷ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা হয়৷ তাহলে সূর্যদেবের আশীর্বাদে খ্যাতি, যশ ও অর্থ লাভ করা যায়৷

 

এই তিথিতে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই তিথিতে অকাতরে দান করুন দরিদ্রদের৷ দানসামগ্রীতে রাখুন কালো তিল, গুড় এবং খিচুড়ি৷ তাহলে জীবনে যশ ও খ্যাতি লাভ করা যায়৷
এই তিথিতে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই তিথিতে অকাতরে দান করুন দরিদ্রদের৷ দানসামগ্রীতে রাখুন কালো তিল, গুড় এবং খিচুড়ি৷ তাহলে জীবনে যশ ও খ্যাতি লাভ করা যায়৷

 

 মকর সংক্রান্তিতে পুণ্যমুহূর্তে স্নান করলে পাপমুক্ত হওয়া যায় বলেই বিশ্বাস৷ ব্রাহ্মণকেও দান করুন পুণ্যমনে৷ জীবনে সুখশান্তি ও সমৃদ্ধি বর্ষিত হবে৷
মকর সংক্রান্তিতে পুণ্যমুহূর্তে স্নান করলে পাপমুক্ত হওয়া যায় বলেই বিশ্বাস৷ ব্রাহ্মণকেও দান করুন পুণ্যমনে৷ জীবনে সুখশান্তি ও সমৃদ্ধি বর্ষিত হবে৷

 

মকর সংক্রান্তি তিথি পূর্বজদের তর্পণের জন্যেও আদর্শ৷ এই তিথিতে পুণ্যস্নানের পর তর্পণ করলে পিতৃদোষ কেটে যায়৷
মকর সংক্রান্তি তিথি পূর্বজদের তর্পণের জন্যেও আদর্শ৷ এই তিথিতে পুণ্যস্নানের পর তর্পণ করলে পিতৃদোষ কেটে যায়৷

 

এই তিথিতে সূর্যদেব, মালক্ষ্মীর পাশাপাশি পুজো করবেন শনিদেবেরও৷ সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে পাঠ করুন শনিদেবের মন্ত্র৷ এতে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করবেন৷ দুঃখ দুর্দশা ও অর্থনৈতিক কষ্ট দূর হবে৷
এই তিথিতে সূর্যদেব, মালক্ষ্মীর পাশাপাশি পুজো করবেন শনিদেবেরও৷ সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে পাঠ করুন শনিদেবের মন্ত্র৷ এতে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করবেন৷ দুঃখ দুর্দশা ও অর্থনৈতিক কষ্ট দূর হবে৷

 

এই তিথিতে গুড় এবং কালো তিলের নাড়ু সেবন করলে যথাক্রমে সূর্যদেব ও শনিদেব তুষ্ট হন৷ খিচুড়ি খাওয়ার চেষ্টাও অবশ্যই করবেন৷
এই তিথিতে গুড় এবং কালো তিলের নাড়ু সেবন করলে যথাক্রমে সূর্যদেব ও শনিদেব তুষ্ট হন৷ খিচুড়ি খাওয়ার চেষ্টাও অবশ্যই করবেন৷

 

এই তিথিতে নিজের হাতে তৈরি রুটি খাওয়ান ১৪ টি গরুকে৷ তাহলে সব বিপদ কেটে জীবন হয়ে উঠবে মসৃণ৷
এই তিথিতে নিজের হাতে তৈরি রুটি খাওয়ান ১৪ টি গরুকে৷ তাহলে সব বিপদ কেটে জীবন হয়ে উঠবে মসৃণ৷

Makar Sankranti 2024 Weather: গঙ্গাসাগরে মকর সংক্রান্তির সকালে বড় অঘটন, সাময়িক বন্ধ বাস-ফেরি পরিষেবা, জানুন কারণ

*মকর সংক্রান্তির দিন দক্ষিণ ২৪ পরগণায় ঘটল অঘটন। কুয়াশার চাদরে মুড়ল গোটা দক্ষিণ ২৪ পরগণা জেলা। দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ৫০ মিটার।
*মকর সংক্রান্তির দিন দক্ষিণ ২৪ পরগণায় ঘটল অঘটন। কুয়াশার চাদরে মুড়ল গোটা দক্ষিণ ২৪ পরগণা জেলা। দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ৫০ মিটার।
*হঠাৎ করে ঘন কুয়াশা পড়ায় বন্ধ হয়ে যায় ভেসেল ও লঞ্চ পরিষেবা। ফলে সাগরে আগত পূণ্যার্থীরা অসুবিধায় পড়েন। বাস চলাচল ও সাময়িকভাবে বন্ধ করা হয়।
*হঠাৎ করে ঘন কুয়াশা পড়ায় বন্ধ হয়ে যায় ভেসেল ও লঞ্চ পরিষেবা। ফলে সাগরে আগত পূণ্যার্থীরা অসুবিধায় পড়েন। বাস চলাচল ও সাময়িকভাবে বন্ধ করা হয়।
*সকাল সাড়ে আটটা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কপিলমুনি আশ্রম ও কুয়াশার চাদরে ঢেকে যায়। ফলে পূণ্যার্থীদের মন্দির দর্শন করতেও সমস্যা সৃষ্টি হয়।
*সকাল সাড়ে আটটা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কপিলমুনি আশ্রম ও কুয়াশার চাদরে ঢেকে যায়। ফলে পূণ্যার্থীদের মন্দির দর্শন করতেও সমস্যা সৃষ্টি হয়।
*এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগণার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে যথাক্রমে ২২ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলায় ভাল শীত অনুভূত হচ্ছে।
*এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগণার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে যথাক্রমে ২২ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলায় ভাল শীত অনুভূত হচ্ছে।
*আগামীকাল ও তারপর দিন একইরকম আবহাওয়া থাকবে জেলায়। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওইদিন।
*আগামীকাল ও তারপর দিন একইরকম আবহাওয়া থাকবে জেলায়। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওইদিন।
*তবে কুয়াশা এরকম পড়লে পূণ্যার্থীদের বাড়ি ফেরানোটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের। এখন দেখার কতটা পরিবর্তন হয় আবহাওয়ার।
*তবে কুয়াশা এরকম পড়লে পূণ্যার্থীদের বাড়ি ফেরানোটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের। এখন দেখার কতটা পরিবর্তন হয় আবহাওয়ার।

Gangasagar Mela 2024: কৌতুহল চরমে! গঙ্গাসাগরের প্রবল ভিড়ে ৮ ফুট লম্বা লম্বা ওঁরা কারা? দেখুন অবাক করা ভিডিও

গঙ্গাসাগর: গঙ্গাসাগরে আছড়ে পড়েছে পূণ্যার্থীর ঢেউ, জনস্রোতে ভেসে গিয়েছে সমগ্র সাগরদ্বীপ। আর তার মাঝে দিব্যি হঁটে বেড়াচ্ছে ৮ ফুট লম্বা কয়েকজন। কৌতুহলী জনতার চোখ বারে বারে গিয়ে পড়ছে তাঁদের দিকে, সবার একটাই প্রশ্ন ওঁরা কারা? আসলে ওরা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের লোকজন।

শিশুদের বিভিন্ন অধিকারের দাবিতে সারা বছর কাজ করেন তাঁরা। গঙ্গাসাগর মেলায় লাখ, লাখ পূণ্যার্থী আসেন সারা দেশ থেকে। আর সেইজন্য শিশুদের উপর ঘটা বিভিন্ন সামাজিক ব্যাধির প্রতিকার করতে তাঁরা বেছে নেন সাগরমেলাকে।

আরও পড়ুনঃ ৮০ বছর পর আজ অতি বিরল যোগ! মকর সংক্রান্তিতে টাকা-সম্পত্তির পাহাড়ে চড়বে ৩ রাশি

বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশুপাচারের মতো ঘটনার হার কমাতে তাঁরা ঘুরছেন সাগরমেলায়। একাধিক কর্মসূচির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছেন জনগণের। তাঁদের এই কাজকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই। এই দলের কর্মসূচির মধ্যে অন্যতম রনপা নিয়ে মেলা প্রদক্ষিণ করা নজর কেড়েছে সকলের। ঢাক, ঢোল বাজিয়ে রণপা নিয়ে মেলার মধ্যে প্রবেশকরে রীতিমতো চমকে দিয়েছে সকলকে। এই কর্মসূচি নিয়ে শিশু অধিকার সুরক্ষা আয়োগের কর্মীরা খুবই আনন্দিত।

দলের সদস্যরা জানিয়েছেন, শিশুদের অধিকার নিয়ে তারা সারবছর কাজ করেন, হুল্লোড় বলে একটি শিশুবান্ধব পত্রিকাও প্রকাশ করেন, সেই সঙ্গে রয়েছে সাইবার সিকিউরিটি নিয়ে বই। গঙ্গাসাগর মেলার মাধ্যমে সারা বছরের কর্মসূচিগুলিকে একসঙ্গে অনেকের মধ্যে ছড়িয়ে দিতে পারছেন, এটাই সাফল্য।

নবাব মল্লিক

Astrology: ৮০ বছর পর আজ অতি বিরল যোগ! মকর সংক্রান্তিতে টাকা-সম্পত্তির পাহাড়ে চড়বে ৩ রাশি

*আজ পবিত্র মকর সংক্রান্তি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মকর সংক্রান্তি বিশেষ গুরুত্বপূর্ণ এক তিথি। কথিত আছে মকর সংক্রান্তি থেকে দেবতাদের দিন শুরু হয়। এই কারণেই মকর সংক্রান্তি থেকে নতুন বছরে উৎসবের সূচনাও ধরা হয়। সংগৃহীত ছবি।
*আজ পবিত্র মকর সংক্রান্তি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মকর সংক্রান্তি বিশেষ গুরুত্বপূর্ণ এক তিথি। কথিত আছে মকর সংক্রান্তি থেকে দেবতাদের দিন শুরু হয়। এই কারণেই মকর সংক্রান্তি থেকে নতুন বছরে উৎসবের সূচনাও ধরা হয়। সংগৃহীত ছবি।
*এ বছর কিছু গ্রহ মকর সংক্রান্তির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই বছর ১৫ জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। রাশি এবং নক্ষত্রের পরিবর্তনের কারণে এবার একটি বিরল সংযোগও ঘটতে চলেছে। সংগৃহীত ছবি। 
*এ বছর কিছু গ্রহ মকর সংক্রান্তির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই বছর ১৫ জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। রাশি এবং নক্ষত্রের পরিবর্তনের কারণে এবার একটি বিরল সংযোগও ঘটতে চলেছে। সংগৃহীত ছবি।
*দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদগল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, প্রায় ৮০ বছর পর এবার মকর সংক্রান্তিতে একটি শুভ সংযোগ ঘটনা ঘটতে চলেছে। সংগৃহীত ছবি। 
*দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদগল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, প্রায় ৮০ বছর পর এবার মকর সংক্রান্তিতে একটি শুভ সংযোগ ঘটনা ঘটতে চলেছে। সংগৃহীত ছবি।
*এ বছর মকর সংক্রান্তি পালিত হবে ১৫ জানুয়ারি। আট দশক পর মকর সংক্রান্তিতে ভারিয়ান যোগ, শতভিষা নক্ষত্র এবং সোমবার একসঙ্গে আসছে। এটি একটি বিরল যোগ, তা বলাই যায়। এই সংযোগের কারণে, বিশেষত তিনটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। সংগৃহীত ছবি। 
*এ বছর মকর সংক্রান্তি পালিত হবে ১৫ জানুয়ারি। আট দশক পর মকর সংক্রান্তিতে ভারিয়ান যোগ, শতভিষা নক্ষত্র এবং সোমবার একসঙ্গে আসছে। এটি একটি বিরল যোগ, তা বলাই যায়। এই সংযোগের কারণে, বিশেষত তিনটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। সংগৃহীত ছবি।
*মিথুন: এই রাশির জাতক-জাতিকারা মকর সংক্রান্তিতে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন। প্রতিটি কাজে সাফল্য আসবে। কর্মরত ব্যক্তিরা যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি সুযোগ পাবেন। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। পরিবারে আনন্দ ও সুখের পরিবেশ তৈরি হতে চলেছে। সংগৃহীত ছবি। 
*মিথুন: এই রাশির জাতক-জাতিকারা মকর সংক্রান্তিতে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন। প্রতিটি কাজে সাফল্য আসবে। কর্মরত ব্যক্তিরা যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি সুযোগ পাবেন। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। পরিবারে আনন্দ ও সুখের পরিবেশ তৈরি হতে চলেছে। সংগৃহীত ছবি।
*কর্কট: এই বিরল সংযোগ এই রাশির জাতক-জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। যদি কোনও নতুন কাজ শুরু করতে চান এই রাশির জাতক-জাতিকারা, তবে মকর সংক্রান্তির দিনটি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। এই দিন যেকাজই শুরু করা যাবে তাতে সাফল্য আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সঙ্গে সুখী সময় কাটানোর সুযোগ পাওয়া যাবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। সংগৃহীত ছবি। 
*কর্কট: এই বিরল সংযোগ এই রাশির জাতক-জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। যদি কোনও নতুন কাজ শুরু করতে চান এই রাশির জাতক-জাতিকারা, তবে মকর সংক্রান্তির দিনটি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। এই দিন যেকাজই শুরু করা যাবে তাতে সাফল্য আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সঙ্গে সুখী সময় কাটানোর সুযোগ পাওয়া যাবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। সংগৃহীত ছবি।
*তুলা: এই রাশির জাতক-জাতিকাদের জন্য মকর সংক্রান্তি খুব ভাল ফল দিতে চলেছে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বড় সাফল্য আসতে পারে। জমি এবং বাড়ি ক্রয় বিক্রয়কারী ব্যক্তির জন্য লাভের সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ মিলবে। কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি হতে চলেছে। ভাগ্যের সহায়তা মিলবে তাই পরিকল্পিত কাজ সুসম্পন্ন হবে। সংগৃহীত ছবি।
*তুলা: এই রাশির জাতক-জাতিকাদের জন্য মকর সংক্রান্তি খুব ভাল ফল দিতে চলেছে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বড় সাফল্য আসতে পারে। জমি এবং বাড়ি ক্রয় বিক্রয়কারী ব্যক্তির জন্য লাভের সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ মিলবে। কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি হতে চলেছে। ভাগ্যের সহায়তা মিলবে তাই পরিকল্পিত কাজ সুসম্পন্ন হবে। সংগৃহীত ছবি।

Gangasagar Mela 2024: গঙ্গাসাগরে ‌যেতে বিপত্তি! মুড়িগঙ্গা নদীতে আটকে গেল যাত্রীবোঝাই জলযান

সুমন সাহা, কাকদ্বীপ: জমে উঠেছে গঙ্গাসাগর মেলা । দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হচ্ছে গঙ্গাসাগরে। ভোগান্তির শিকার হচ্ছেন গঙ্গাসাগরে আসা ভিন রাজ্যের পুণ্যার্থীরা। এ বার গঙ্গাসাগরে আসার সময় মুড়িগঙ্গা নদীতে আটকে গেলতীর্থযাত্রীদের ভেসেল। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ৪০০ জন যাত্রীকে নিয়ে কাকদ্বীপের লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে একটি ভেসেল কচুবেড়িয়া রওনা দিয়েছিল।

সেই সময় মুড়িগঙ্গা নদীর মাঝখানের চড়ে আটকে যায় পুণ্যার্থীদের ভেসেল। প্রায় ৩০ মিনিটের ও বেশি সময় ধরে ভেসেলটি চড়ে আটকে থাকে আর এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা।

আরও পড়ুন : আর্থিক অনটন? বিবাহে সমস্যা? বাড়ির এই বিশেষ দিকে রাখুন লাল জবাগাছ, দূর হবে সব সঙ্কট

স্থানীয় প্রশাসনের কাছে এই খবর আসামাত্রই পুণ্যার্থীদের নিরাপদে উদ্ধার করার জন্য কাকদ্বীপ লট নম্বর ৮ ঘাট থেকে রওনা দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি স্পিডবোট। এছাড়াও যাত্রীদের অন্যত্র ভেসেলে পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছয়।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্স এর কর্মীদের তৎপরতায় ওই ভেসলে থাকা ৪০০ জন পুণ্যার্থীদের নিরাপদে উদ্ধার করা হয়। তবে প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে গঙ্গাসাগর মেলার আগে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে মুড়িগঙ্গা নদীতে নাব্যতা বৃদ্ধি করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ড্রেজিং এর কাজ করা হয়েছিল। কিন্তু একের পর এক ভেসেল আটকে যাওয়ার ঘটনায় গাফিলতির প্রশ্ন থেকেই যাচ্ছে।

Dudh Puli Recipe: তুলতুলে রসাল দুধে ভেজা পুলি, সাধের দুধপুলিকে স্বাদের বানানোর সহজ রেসিপি জানুন

শীতকালে বাড়িতে অতিথি এলেই বানিয়ে ফেলুন স্বাদের দুধপুলি! মন জয় করে নেবেন নিমেষেই। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
শীতকালে বাড়িতে অতিথি এলেই বানিয়ে ফেলুন স্বাদের দুধপুলি! মন জয় করে নেবেন নিমেষেই। (রিপোর্টার– সুস্মিতা গোস্বামী)
প্রথমেই একটি পাত্রে দুধ বসিয়ে ভাল করে জাল দিয়ে নিতে হবে। এরপর ওই দুধে নারকেল আর খেজুরের গুড় ভাল করে জাল দিয়ে নিন।
প্রথমেই একটি পাত্রে দুধ বসিয়ে ভাল করে জাল দিয়ে নিতে হবে। এরপর ওই দুধে নারকেল আর খেজুরের গুড় ভাল করে জাল দিয়ে নিন।
সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। মিশ্রণটি পাক হয়ে গেলে থালার উপর ঢেলে ঠান্ডা করে নিন।
সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। মিশ্রণটি পাক হয়ে গেলে থালার উপর ঢেলে ঠান্ডা করে নিন।
অন্য দিকে, আরও পাত্রে পরিমাণ মত জল ও সামান্য নুন দিয়ে ফুটতে দিতে হবে। এরপর ওই জল ফুটে এলে চালের গুঁড়ো ওই জলের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে ৫ মিনিট রেখে দিন।
অন্য দিকে, আরও পাত্রে পরিমাণ মত জল ও সামান্য নুন দিয়ে ফুটতে দিতে হবে। এরপর ওই জল ফুটে এলে চালের গুঁড়ো ওই জলের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে ৫ মিনিট রেখে দিন।
চালের গুঁড়োর মণ্ড সেদ্ধ করে রাখা রাঙা আলু মিশিয়ে ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে। এর পর ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
চালের গুঁড়োর মণ্ড সেদ্ধ করে রাখা রাঙা আলু মিশিয়ে ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে। এর পর ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
এরপর লেচি হাতে পাক দিয়ে মাঝে কিছুটা পরিমাণ ক্ষীর দেওয়া নারকেলের পুর দিয়ে আকার অনুযায়ী পুলি বানিয়ে নিতে হবে।
এরপর লেচি হাতে পাক দিয়ে মাঝে কিছুটা পরিমাণ ক্ষীর দেওয়া নারকেলের পুর দিয়ে আকার অনুযায়ী পুলি বানিয়ে নিতে হবে।
এরপর পাত্রে খেজুর গুড় দিয়ে ফোটানো গরম করা দুধের মধ্যে পুলিগুলি ছেড়ে দিতে হবে। এরপর নিভু আঁচে মিনিট ১০ ধরে হালকা হাতে নাড়িয়ে পুলিগুলি ভাল করে সেদ্ধ করে নিলেই তৈরি নরম তুলতুলে দুধ পুলিপিঠে। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
এরপর পাত্রে খেজুর গুড় দিয়ে ফোটানো গরম করা দুধের মধ্যে পুলিগুলি ছেড়ে দিতে হবে। এরপর নিভু আঁচে মিনিট ১০ ধরে হালকা হাতে নাড়িয়ে পুলিগুলি ভাল করে সেদ্ধ করে নিলেই তৈরি নরম তুলতুলে দুধ পুলিপিঠে। (রিপোর্টার– সুস্মিতা গোস্বামী)

Makar Sankranti 2024: মকর সংক্রান্তিতে ভুলেও দান করবেন না এই বিশেষ জিনিসগুলি! আসবে ভাগ্য বিপর্যয় ও ঘোর অনর্থ

আগামী সোমবার মকর সংক্রান্তি। সনাতনী প্রচলিত বিশ্বাসে এই দিন বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে দানধ্যান করা বিশেষ পুণ্যদায়ী ও মাহাত্ম্যপূর্ণ। তবে সব জিনিস কিন্তু দান করা যাবে না।
আগামী সোমবার মকর সংক্রান্তি। সনাতনী প্রচলিত বিশ্বাসে এই দিন বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে দানধ্যান করা বিশেষ পুণ্যদায়ী ও মাহাত্ম্যপূর্ণ। তবে সব জিনিস কিন্তু দান করা যাবে না।

 

বিশেষ কিছু জিনিস দান করলে ভাগ্য বিপর্যয় হবে। নেমে আসবে ঘোর অনর্থ। ভোপালের জ্যোতিষী তথা গণ‍ৎকার বিনোদ সোনি পোদ্দার জানিয়েছেন কোন কোন জিনিস মকর সংক্রান্তিতে কোনও মতেই দান করতে নেই৷
বিশেষ কিছু জিনিস দান করলে ভাগ্য বিপর্যয় হবে। নেমে আসবে ঘোর অনর্থ। ভোপালের জ্যোতিষী তথা গণ‍ৎকার বিনোদ সোনি পোদ্দার জানিয়েছেন কোন কোন জিনিস মকর সংক্রান্তিতে কোনও মতেই দান করতে নেই৷

 

শনিদেব সম্পর্কিত কোনও সামগ্রী এই দিনে দান করবেন না৷ সেগুলির মধ্যে অন্যতম লোহা৷ লোহা বা লৌহজাত কোনও জিনিস এই দিন দানসামগ্রীর তালিকায় রাখবেন না৷
শনিদেব সম্পর্কিত কোনও সামগ্রী এই দিনে দান করবেন না৷ সেগুলির মধ্যে অন্যতম লোহা৷ লোহা বা লৌহজাত কোনও জিনিস এই দিন দানসামগ্রীর তালিকায় রাখবেন না৷

 

চামড়ার কোনও জিনিসও এই বিশেষ দিনে দান করা অনুচিত৷ তাই চামড়া বা চর্মজাত জিনিস দানের জন্য ভাববেন না৷
চামড়ার কোনও জিনিসও এই বিশেষ দিনে দান করা অনুচিত৷ তাই চামড়া বা চর্মজাত জিনিস দানের জন্য ভাববেন না৷

 

কোনওমতেই ঝাঁটা বা ঝাড়ু এই দিনে কাউকে দান করবে না৷
কোনওমতেই ঝাঁটা বা ঝাড়ু এই দিনে কাউকে দান করবে না৷

 

মকর সংক্রান্তিতে ভুলেও তুলসিপাতা তুলবেন না৷
মকর সংক্রান্তিতে ভুলেও তুলসিপাতা তুলবেন না৷

 

নিজের কষ্টার্জিত অর্থে বিনম্র থেকে দান করুন৷ এমন কাউকে দান করুন যিনি তার যোগ্য সম্মান দেবেন৷
নিজের কষ্টার্জিত অর্থে বিনম্র থেকে দান করুন৷ এমন কাউকে দান করুন যিনি তার যোগ্য সম্মান দেবেন৷