Tag Archives: RCB

IPL 2024 Playoffs Scenario: প্লেঅফে ওঠার ৬ দলের জোর লড়াই, জায়গা বাকি ৩, কোন দলের কী অঙ্ক

একেবারে শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলেছে নাইটরা।
একেবারে শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলেছে নাইটরা।
লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সঞ্জু স্যামসনের দলের। প্লেঅফের টিকিট সরকারিভাবে পাকা না হলেও কার্যত পাকা রয়্যালসের। শেষ দুটি ম্যাচে মধ্যে একটি জিতলেই হবে রাজস্থানকে। আর প্রথম দুইয়ে থাকতে হলে জিততে হবে শেষ দুটি ম্যাচ।
লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সঞ্জু স্যামসনের দলের। প্লেঅফের টিকিট সরকারিভাবে পাকা না হলেও কার্যত পাকা রয়্যালসের। শেষ দুটি ম্যাচে মধ্যে একটি জিতলেই হবে রাজস্থানকে। আর প্রথম দুইয়ে থাকতে হলে জিততে হবে শেষ দুটি ম্যাচ।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিএসকের। অপরদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের রানরেট +০.৫২৮, হায়দরাবাদের +০.৪০৬। সিএসকে তাদের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে জিততে হবে। সুযোগ বেশি হায়দরাবাদের। শেষ দুটি ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সম্ভাবনাও রয়েছে এসআরএইচের।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিএসকের। অপরদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের রানরেট +০.৫২৮, হায়দরাবাদের +০.৪০৬। সিএসকে তাদের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে জিততে হবে। সুযোগ বেশি হায়দরাবাদের। শেষ দুটি ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সম্ভাবনাও রয়েছে এসআরএইচের।
এরপর আরসিবি ও দিল্লি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। রানরেটে এগিয়ে আরসিবি। আরসিবি শেষ ম্যাচে সিএসকে-কে ১৮ রানে হারাতে হবে। আর রান তাড়া করলে ১৮.১ ওভারে ম্যাচ শেষ করতে হবে। দিল্লিকে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
এরপর আরসিবি ও দিল্লি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। রানরেটে এগিয়ে আরসিবি। আরসিবি শেষ ম্যাচে সিএসকে-কে ১৮ রানে হারাতে হবে। আর রান তাড়া করলে ১৮.১ ওভারে ম্যাচ শেষ করতে হবে। দিল্লিকে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
প্লেঅফের ওঠার সুযোগ কিছুটা বেশি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। রানরেটে পিছিয়ে থাকায় ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েথে এলএসজির কাছে।
প্লেঅফের ওঠার সুযোগ কিছুটা বেশি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। রানরেটে পিছিয়ে থাকায় ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েথে এলএসজির কাছে।
ফলে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা শেষ ল্যাপে এসেও টানটান উত্তেজনা রয়েছে। কেকেআর বাদে ৬টি দলের কাছে এখনও সুযোগ রয়েছে প্লেঅফে যোগ্যতা অর্জন করার। গুজরাত, মুম্বই ও পঞ্জাব আইপিএল থেকে ছিটকে গিয়েছে।
ফলে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা শেষ ল্যাপে এসেও টানটান উত্তেজনা রয়েছে। কেকেআর বাদে ৬টি দলের কাছে এখনও সুযোগ রয়েছে প্লেঅফে যোগ্যতা অর্জন করার। গুজরাত, মুম্বই ও পঞ্জাব আইপিএল থেকে ছিটকে গিয়েছে।

RCB vs DC: দিল্লিকে উড়িয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল আরসিবি, রাস্তা কঠিন হল সৌরভদের

পরপর ৬ ম্যাচ হারের পর টানা পাঁচ ম্যাচ জয়। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের ক্ষীণ আশা জিইয়ে রাখল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। দিল্লিকে ৪৭ রানে হারাল আরসিবি। অপরদিকে, আরসিবির বিরুদ্ধে হেরে ১৬ পয়েন্ট পৌছানোর লক্ষ্য হাতছাড়া করল দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই এখন প্লেঅফে পৌছতে হলে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির হয়ে রজত পাতিদার ঝোড়ো ৩২ বলে ৫২, উইল জ্যাকসের ২৯ বলে ৪১ ও বিরাট কোহলির ১৩ বলে ২৭ রান করেন। ফাফ ডুপ্লেসি, মাহিপাল লোমরর, দীনে কার্তিকরা রান না পাওয়া ২০০-র নীচে থামতে হয় আরসিবিকে। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন খালিল আহমেদ, রাশিখ সালাম।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 Prize Money: ভারত টি-২০ বিশ্বকাপ জিতলে কত কোটি টাকা পাবে? টাকার অঙ্ক ভেঙে দেবে অতীতের সব রেকর্ড

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল ৫৭ রানের লড়াকু ইনিংস না খেললে আরও শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হত দিল্লি ক্যাপিটালসকে। মাঝে সাই হোপস ও অক্ষর প্যাটেলের ৫৬ রানের পার্টনারশিপ ছাড়া কোনও জুটি গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। সহজ জয় পায় আরসিবি।

IPL 2024 Virat Kohli: আইপিএলের মরণবাঁচন ম্যাচে অনন্য নজিরের সামনে কিং কোহলি

বেঙ্গালুরু: ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ খেলতে নামতে চলেছে বেঙ্গালুরু। আপাতত দুই দলেরই পয়েন্ট ১২। এই ম্যাচ যে দল জিতবে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে সেই দল, অন্য দিকে যে দল হারবে প্লে-অফের আশা শেষ হবে সেই দলের। কার্যত নক-আউট সেই ম্যাচে বিরল নজিরের সামনে কিং কোহলি।

আরও পড়ুন: কেকেআরকে প্লে-অফে তুলেই লজ্জার রেকর্ড নারিনের, কী করেছেন নাইট তারকা?

দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আরসিবির হয়ে ২৫০টি ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন বিরাট কোহলি। একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে এত ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিরাট কোহলি, নাম দুটো যেন একে অপরের পরিপূরক। ২০০৮ সালে আরসিবির জার্সি গায়ে চাপিয়েছিলেন বিরাট কোহলি। তার পরে ১৭ বছর বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনেক পট পরিবর্তন ঘটেছে, কিন্তু মরচে ধরেনি বিরাট-আরসিবি সম্পর্কে। তবে সেই ২০০৭ থেকে শত চেষ্টা করেও বিরাট যেটা পাননি সেটা হল আইপিএল ট্রফি। তিন বার রানার্স এবং চার বার প্লে-অফে উঠেও আইপিএল জিততে পারেননি বিরাট।

আরও পড়ুন: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

১৭ বছরে ২৪৯টি ম্যাচ খেলে ৭৮৯৭ রান করেছেন বিরাট, করেছেন ৮টি শতরান এবং ৫৫টি অর্ধ শতরান। আইপিএলের সব মরসুম মিলিয়ে স্ট্রাইক রেট ১৩১.৬৪। এই বছর দুরন্ত ছন্দে আছেন বিরাট, ১২টি ম্যাচ খেলে ৪১৩ বলে ৬৩৪ রান করেছেন তুমি।

IPL 2024 Playoffs Scenario: প্রথম দল হিসেবে প্লে অফে কেকেআর, বাকি ৩ দল কারা? পয়েন্ট টেবিলে বড় চমক

আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।

Rishabh Pant suspended: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

দিল্লি: দিল্লি ক্যাপিটালস শিবিরে দুঃসংবাদ। প্লে-অফে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দিল্লির অধিনায়ক। ৭ মে রাজস্থান বনাম দিল্লির ম্যাচে আইপিএলের কোড কনডাক্ট লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা-সহ এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে পন্থকে।

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এই মরসুমে তিন বার স্লো ওভার রেটের ঘটনা ঘটেছে দিল্লির তরফে, তাই ঋষভ পন্থকে এক ম্যাচ সাসপেন্ড এবং ৩০ লক্ষ টাকা জরিমানা করা হল।

আরও খবর: ‘লোকসভায় ৩০টা আসন পেলে ছ’মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে’, রানাঘাটের সভা থেকে দাবি সুকান্তের

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তির কোপ থেকে বাঁচেননি বাকি খেলোয়াড়রাও। ঋষভ ছাড়া রাজস্থানের বিরুদ্ধে যারা দিল্লির প্রথম একাদশে ছিলেন তাদের জরিমানা বাবদ ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফির ৫০ শতাংশ যেটার পরিমাণ কম হবে সেটা দিতে হবে।

ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়েছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। শাস্তির বিষয়টি এখন বিসিসিআইয়ের অম্বাডসম্যানের কাছে গিয়েছিল। তিনি দুই পক্ষের মন্তব্য শুনে ম্যাচ রেফারির সিদ্ধান্তই মেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও খবর: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ আইপিএলের প্লে-অফে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি সমসংখ্যক ম্যাচ খেলে বেঙ্গালুরুর থেকে ২ পয়েন্টে এগিয়ে। কিন্তু আরসিবির নেট রেট কিছুটা ভাল, তাই দিল্লি আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারলে প্লেঅফে পৌঁছনো কঠিন হয়ে যাবে।

IPL 2024: পঞ্জাবের বিরুদ্ধে ৯২ রানের বিরাট ইনিংসের দিন একাধিক নজির গড়লেন কোহলি

ধর্মশালা: পঞ্জাবের বিরুদ্ধে ৪৭ রানে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তার ইনিংসের উপর ভর করেই পঞ্জাবকে ৬০ রানে হারিয়ে আইপিএলের প্লে অফের লড়াই থেকে ছিটকে দিয়েছে বেঙ্গালুরু।

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। চলতি মরসুমে কমলা টুপির দৌড়ে সবার উপরে উঠে এসেছেন কোহলি। সেই সঙ্গে এই মরসুমে ৬০০ রান করার সঙ্গে সঙ্গেই আইপিএলের ইতিহাসে ৪ বার এক মরসুমে ৬০০ করার নজির গড়লেন কোহলি। এর আগে কেএল রাহুল চার বার এক মরসুমে ৬০০ রান করার নজির গড়েছিলেন। এর আগে ক্রিস গেইল এবং ডেভিড ওয়ার্নার তিন বার এক মরসুমে তিন বার ৬০০ রানের নজির গড়েছিলেন। আরসিবির অধিনায়ক ডু প্লেসি দুই মরসুমে ৬০০ বা তার বেশি রান করেছেন।

আরও পড়ুন: নতুন ফর্ম্যাটে হতে চলেছে এ বারের টি২০ বিশ্বকাপ, কোন দল ক’টি ম্যাচ খেলবে?

সেই সঙ্গে শুধু পঞ্জাবের বিরুদ্ধে ১০০০ রান করলেন বিরাট কোহলি। এ দিন ৪৭ বলে ৯২ রান করে অর্শদ্বীপের বলে রুসোর হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি। চলতি মরসুমে ১টি শতরান এবং ৫টি অর্ধ শতরান-সহ ১২টি ম্যাচে মোট ৬৩৪ রান করেছেন বিরাট কোহলি। স্ট্রাইক রেট ১৫৩.৫১, যা তার আইপিএলে কেরিয়ার স্ট্রাইক রেটের থেকেও বেশি। আরসিবির কাছে আগামী দুটো ম্যাচ কার্যত নকআউট, একটি ম্যাচ হারলেই প্লে অফ থেকে ছিটকে যাবে বেঙ্গালুরু।

Virat Kohli: ফের নিশানায় গাভাসকর? আবারও নিজের মেজাজেই জবাব দিলেন কোহলি

পঞ্জাব: সাধারণত ক্রিকেটাররা সমালোচকদের ব্যাটেই জবাব দিয়ে থাকেন। বিরাট কোহলি সেক্ষেত্রে ব্যাতিক্রমী। কারণ তাঁর কিছু পছন্দ না ব্যাটে ও মুখে উভয়তেই জবাব দিয়ে থাকেন বিরাট। সম্প্রতি আইপিএলে তাঁর মন্থর স্ট্রাইকরেটে ব্যাট করা নিয়ে চলছে বিতর্ক। বিরাট কোহলি ও সুনীল গাভাসকরের মধ্যে লেগে রয়েছে ঠান্ডা যুদ্ধ। এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলা ফের জবাব দিলেন কোহলি।

বৃহস্পতিবার আইপিএলের ডু অর ডাই ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে আরসিবি। ম্যাচে ৪৭ বলে ৯২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন বিরাট। ম্যাচে ৭টি চার এবং ৬টি ছক্কা মেরেছেন কোহলি। এ দিন তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯৫.৭৪। টি-২০ ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেট যথেষ্ট ভাল। নিজের ইনিংস শেষ করার পর সম্প্রচারকারী চ্যানেলেরে সঙ্গে কথা বলতে গিয়ে ফের মেজাজে পাওয়া যা বিরাট কোহলি। নাম না করে সমালোচকদের জবাব দেন বিরাট।

বিরাট কোহলি বলেন,”গোটা ইনিংসে স্ট্রাইক রেট বজায় রাখার দায়িত্ব ছিল আমার। তাই দ্রুত রান তোলার চেষ্টা করেছি। মনে হয় পেরেছি। পিচে দুরকম গতি ছিল। উইকেট একটি স্লো ছিল। এখানে রান করা খুব সহজ ছিল না। তারপরও আমি আর ফাফ চেষ্টা করে গিয়েছি। আর এখন রান সংখ্যার থেকে ব্যাটিংয়ের মান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারও জন্য হঠাৎ করে নিজের খেলা পরিবর্তন করতে পছন্দ করিনা।”

আরও পড়ুনঃ KKR News: আইপিএল প্লেঅফে ওঠার আগেই বিদায় নিতে পারে কেকেআর? এই অঙ্ক ভয় ধরাচ্ছে

প্রসঙ্গত, এবার আইপিএলে কোরহিলর স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছিল। সানরাইজার্সের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ রান করার পর ধারাভাষ্যকার হিসেবে সমালোচনা করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর, হর্ষ ভোগলেরা। বিরাট পাল্টা বলেন,”আমি বাইরের কথায় পাত্তা দিইনা।” কোহলির এই বক্তব্যের ও স্লো ইনিংসের সমালোচনা করে গাভাসকরও। এরপরই লেগে যায় দুই তারকার। এদিন পঞ্জাবের বিরুদ্ধে ইনিংসের পর বিরাট সমালোচকদের ফের খোঁচা দিলেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

RCB vs PBKS: কোহলি-পাতিদারদের অনবদ্য ব্যাটিং, পঞ্জাবকে ৬০ রানে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল আরসিবি

শেষ ল্যাপে এসে আইপিএলে দুরন্ত গতিতে ছুটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৪ ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের আশা এখনও জিইয়ে রাখল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে পঞ্জাব কিংসকে ৬০ রানের বড় ব্যবধানে হারাল আরসিবি। একইসঙ্গে লিগ টেবিলের সপ্তম স্থানে উঠে আসল বেঙ্গালুরু। আর আরসিবির বিরুদ্ধে হারের পর বিদায় ঘণ্টা বেজে গেল পঞ্জাবের।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাল না হলেও বিরাট কোহলি ও রজত পাতিদারের ব্যাটে ম্যাচে ফেরে আরসিবি। মারকাটারি ব্যাটিং করেন দুজনেই। ব্যক্তিগত অর্ধশতরানও পূরণ করেন। ৭৬ রানের পার্টনারশিপ করার পর ২৩ বলে ৫৫ করে আউট হন পাতিদার। এরপর ক্যামেরন গ্রিন ও বিরাট কোহলি এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড।

৯২ রানের ঝোড়ো পার্টনারশিপ করে দলের স্কোর ২০০ পার করে দেন বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন। ৪৭ বলে ৯২ রান করে আউট হন কোহলি। ৭টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এরপর দীনেশ কার্তিক ৭ বলে ১৮ রান করেন। শেষ বলে আউট হন ক্যামেরন গ্রিন। ২৭ বলে ৪৬ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪১ রান করে আরসিবি।

আরও পড়ুনঃ KKR News: আইপিএল প্লেঅফে ওঠার আগেই বিদায় নিতে পারে কেকেআর? এই অঙ্ক ভয় ধরাচ্ছে

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। জনি বেয়ারস্টো ও রিলে রসুর ব্যাটে কিছুটা ম্যাচে ফেরে পঞ্জাব। ৬৫ রানের পার্টনারশিপ করেন তারা। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন রিলে রসু। শশাঙ্ক সিং ৩৭, জনি বেয়ারস্টো ২৭, স্যান কুরান ২২ রানের ইনিংস ছাড়া কোনও পঞ্জাব ব্যাটার দুই অঙ্কের সংখ্যায় রান করতে পারেনি। ১৭ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব।

৪১ বলে ১০০! আইপিএলে জ্বলজ্বল করছে ‘নতুন তারা’, এখনও আশা আছে কোহলিদের!

কলকাতা: আইপিএল ২০২৪-এ রবিবার উইল জ্যাকসের ঝড় দেখলেন দর্শকরা। গুজরাত টাইটান্সকে হারাল আরসিবি। সেইসঙ্গে এখনও প্লে-অফের আশা জিইয়ে রাখল বিরাট কোহলির দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইংলিশ ব্যাটার উইল জ্যাকস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন। উইল জ্যাক এদিন শেষ ৮৩ রান করেন মাত্র ২৪ বলে।

উইল জ্যাকের এই দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাত টাইটান্সকে ৯ উইকেটে হারিয়েছে। জ্যাকস এবার ১০ নম্বর ব্যাটার হিসেবে আইপিএল ২০২৪-এ সেঞ্চুরি করেছেন৷

আরও পড়ুন- ১৬ পয়েন্ট হলেও কেন এখনও প্লে অফের টিকিট পেল না রাজস্থান? কী বলছে পয়েন্ট টেবিল

আইপিএল ২০২৪ এ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্সের ম্যাচ রোমহর্ষক ছিল। গুজরাত টাইটান্স প্রথমে ব্যাট করে ২০০ রান করে।

আরসিবি মাত্র ১৬ ওভারে এক উইকেটে ২০৬ রান করে ম্যাচ জিতে নেয়। ১৬তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন উইল জ্যাকস। ওই ছক্কায় ম্যাচ জিতে নেয় আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের নায়ক ছিলেন উইল জ্যাক ও বিরাট কোহলি। জয়ের ভিত গড়ে দেন বিরাট কোহলি (অপরাজিত ৭০) এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস (২৪)।

এর পর ৪১ বলে সেঞ্চুরি করেন উইল জ্যাকস। ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকস তাঁর ইনিংসে মারেন ৫টি চার ও ১০টি ছক্কা।  এর আগে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড় আইপিএলে সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন- পাকিস্তানের ক্রিকেটের দায়িত্বে আইপিএল এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ

এবার টুর্নামেন্টে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি করেছেন জস বাটলার। জনি বেয়ারস্টো, ট্র্যাভিস হেড, সুনীল নারিন ও মার্কাস স্টয়নিসও সেঞ্চুরি করেছেন। এই ম্যাচে টুর্নামেন্টে নিজের ৫০০ রানও পূর্ণ করলেন বিরাট কোহলি।

Virat Kohli RCB vs GT: স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা, ম্যাচ জিতিয়ে একহাত নিলেন কোহলি

হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ করে ধীরে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি। সব সমালোচনার জবাব দিলেন গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে। বিরাটের ৪৪ বলে অপরাজিত ৭০ এবং জ্যাকসের অপরাজিত ৪১ বলে ১০০ রানের উপর ভর করে ৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০০ রান করে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে  মাত্র ১ উইকেট  হারিয়ে ১৬ ওভারেই ২০৬ তুলে দেয় বেঙ্গালুরু। বিরাটের ৪৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছয় দিয়ে, স্ট্রাইক রেট ছিল ১৫৯.০৯।

আরও খবর: টাকার উপর শুয়ে আছেন রাজনৈতিক নেতা, লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল ছবি

ম্যাচ জিতিয়ে বিরাট কোহলি বলেন, “আমার মনে হয়, যারা আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে এবং আমি স্পিন ভাল খেলতে পারি না বলছে, তারা শুধু সমালোচনাই করতে পারে। কিন্তু আমি আমার কাজটা ভাল বুঝি, আমার কাছে দলের জন্য ম্যাচ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” প্রসঙ্গত, ১০ ম্যাচে ৫০০ রান করে কমলা টুপির মালিক এখনও বিরাট কোহলি, দ্বিতীয় স্থানে সঞ্জু স্যামসাং।