Tag Archives: School Students

Students Fall Sick in UP: সরকারি স্কুলের খাবার খেয়ে অসুস্থ ৮০ পড়ুয়া! শুরু হল পেটে ব্যথা, বমি, ভয়ানক বিপত্তি!

দেওরিয়া, উত্তরপ্রদেশ: হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা! উত্তরপ্রদেশের দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজে খাবার খাওয়ার পর পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

সূত্রের খবর, শিক্ষার্থীরা রাতের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। রাতের খাওয়া শেষ হওয়ার কিছু পরে শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয় তাদের শরীরে।

সোমবার সন্ধ্যায় প্রকাশিত একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সরকার পরিচালিত এই স্কুলের কিছু শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে সব পড়ুয়াই চিকিৎসার অধীন, এবং নিরাপদে রয়েছে এমনই জানা গিয়েছে।

যদিও ঘটনায় অভিযোগ নথিভুক্ত হয়েছে থানায়। মামলার তদন্ত চলছে। জেলাশাসক দিব্যা মিত্তল আশ্বাস দিয়েছেন যে ঘটনায় যাঁদের হাত রয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুই ছাত্র মহর্ষি দেবরাহ বাবা মেডিকেল কলেজে ভর্তি আছে। বাকিরা স্কুলেই চিফ মেডিকেল অফিসারের (সিএমও) নেতৃত্বে চিকিৎসকদের একটি দলের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পাচ্ছে। জেলাশাসক মিত্তাল এবং পুলিশ সুপার সংকল্প শর্মা ছাত্রদের পরীক্ষা করতে মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন।

ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটি দল ক্যাম্পাসের রান্নাঘর এবং স্টোরেজ এলাকা পরিদর্শন করেছেন। রান্নাঘরে প্রস্তুত রুটি, মুসুর ডাল, সবজি, ছোলা, লঙ্কা গুঁড়ো, তেল এবং মিশ্রিত আচার-সহ সাতটি নমুনা সংগ্রহ করেছেন খাদ্য নিরাপত্তার সহকারী কমিশনার বিনয় কুমার সহায়। উল্লেখ্য নমুনাগুলি স্কুলের পরিচালক রাজকুমার গুপ্তের উপস্থিতিতে সংগ্রহ করা হয়েছিল। স্টোরেজ এবং রান্নাঘরের ঘাটতির বিষয়ে একটি নোটিশও জারি করা হচ্ছে।

আরও পড়ুন- ৫৬৮ ফুট পটচিত্রে গোটা মহাভারত! মেদিনীপুরের এই পটুয়ার কীর্তি সাড়া ফেলল বিদেশেও

নমুনাগুলি পরীক্ষার জন্য একটি খাদ্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন সহায়। সরকার পরিচালিত স্কুলটিতে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত ৩২৬ জন শিক্ষার্থী রয়েছে। সূত্রের খবর, পড়ুয়ারা আগের রাতে রুটি ও ছোলার তরকারি খেয়েছিল। দিনে প্রস্তুত করা সেই তরকারি সন্ধ্যায় আবার ‘পুরি’ দিয়ে পরিবেশন করা হয়, যা শিক্ষার্থীদের অসুস্থতার কারণ, এমনই মনে করা হচ্ছে।

Murshidabad News: বাবার সঙ্গে ফিরল না মেয়ে! ‘কলেজে যাচ্ছি’ বলে বেরিয়ে কোথায় গেল দুই বান্ধবী?

মুর্শিদাবাদ: গত পাঁচ দিন ধরে নিখোঁজ সাগরপাড়ার খয়েরতলা এলাকার একাদশ শ্রেণির ছাত্রী অনুরাধা মন্ডল ও নতুনবামনাবাদ এলাকার কলেজ ছাত্রী সরমা মন্ডল। দুই ছাত্রী নিখোঁজের ঘটনায় চরম উৎকন্ঠায় পরিবারের সদস্যরা।

এখনও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্র মারফত জানা যায়, সাগরপাড়ার খয়েরতলা এলাকার একাদশ শ্রেণীর ছাত্রী অনুরাধা মন্ডল নতুন বামনাবাদ এলাকায় সরমা মন্ডল নামের এক বান্ধবীর বাড়ি বেড়াতে  গিয়েছিল। সেখানে যাওয়ার পর বিকেলে অনুরাধার বাবা তাকে বাড়িতে আনতে যান। কিন্তু সরমা মন্ডল বলে, “আজ আমার কাছে থাকুক, কাল সকালে পাঠিয়ে দেব।”

এর পর গত শনিবার সকালে কলেজে যাচ্ছি বলে দু’জনে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে খবর। সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তার পর থেকেই মোবাইল ফোন সুইচড অফ। ছাত্রীরাও বাড়িতে যোগাযোগ করেনি বলে অভিযোগ। খোঁজ না পেয়ে সাগরপাড়া থানায় নিখোঁজ ডায়রি করেন দুই পরিবারের সদস্যরা।

অনুরাধা মন্ডলের বয়স ১৫ বছর। সে বামনাবাদ হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। অন্যদিকে সরমা মন্ডল জলঙ্গী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তারা দু’জনে বান্ধবী। একে অপরের বাড়িতে যাতায়াত ছিল তাদের। কোথায় গেল তারা?

আরও পড়ুন- পর পর দু’টি দোকানে চুরি! প্রমাণ লোপাট করতে চোরের দল ‌যা করল…জানলে চমকে যাবেন!

মেয়ের চিন্তায় একনাগাড়ে কেঁদে চলেছেন অনুরাধার মা নিয়তি মন্ডল। কোথায় আছে কেমন আছে তা নিয়ে পরিবারের সকলেই চিন্তার মধ্যে দিনযাপন করছেন। অন্য দিকে সরমা মন্ডলের বাবা গনেশ মন্ডলও থানায় নিখোঁজ ডায়রি করেছেন। তিনি বলেন, “দুই বান্ধবী কোথায় গিয়েছে জানা নেই। আমরাও আমাদের মত খোঁজাখুঁজি করছি।” দুই পরিবারের সদস্যরাই নিজেদের মেয়েরা নিরাপদে বাড়িতে ফিরে আসুক, এটাই চাইছেন।

কৌশিক অধিকারী

Pulkar Accident: মোষকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পুলকার

পশ্চিম বর্ধমান: স্কুল থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল পুলকার। দুর্গাপুরের ঝাঁ চকচকে রাস্তা গবাদি পশুর বিচরণ ক্ষেত্র। সেই গবাদি পশুদের বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরখ। যার ফল ভুগতে হয়েছে স্কুলফেরত পড়ুয়াদের। দুর্ঘটনায় দুই ছাত্রী গুরুতরভাবে আহত হয়। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে বাকি পড়ুয়ারাও।

দুর্গাপুরের ফুলঝোর এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফিরছিল পুলকারটি। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, স্কুল ফেরত পড়ুয়াদের নিয়ে গাড়িটি যখন বিধাননগরে পৌঁছয় তখন হঠাৎ করে রাস্তায় দুটি মোষ চলে আসে। মোষ দুটিকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে পুলকারটি।

আর‌ও পড়ুন: ইদের আনন্দে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়ঙ্কর কাণ্ড! আপনিও সাবধান হন

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে আসেন অভিভাবকরা। তাঁরা রীতিমত চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে দুর্ঘটনার পর পুলকারে থাকা সমস্ত পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। দুজন পড়ুয়ার গুরুতর আঘাত লাগে। একজনে মাথায় চোট রয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে পুলিশ।

তবে এই ঘটনার পর থেকে শহরের মানুষজন আতঙ্কিত। তাঁরা বলছেন, দুর্গাপুরে বিভিন্ন জায়গাতেই খাটাল রয়েছে। কিন্তু খাটাল মালিকদের মধ্যে সেই সচেতনতামূলক মনোভাব নেই। গবাদি পশুগুলিকে যত্রতত্র তাঁরা ছেড়ে রেখে দেন। তার ফলে হামেশাই শহরের রাস্তায় দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে পুলিশ প্রশাসনের আর‌ও তৎপর হওয়া প্রয়োজন বলে তাঁরা মন্তব্য করেন।

নয়ন ঘোষ

Tree Care: গাছের পরিচর্যা করলেই মিলবে পুরস্কার!

পূর্ব বর্ধমান: পরিবেশের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইন্সটিটিউশন। প্রচন্ড গরমের মধ্যে প্রকৃতিতে আরও কিছুটা অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং একাদশ শ্রেণির নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার জন্যই এবার অভিনব পন্থা নিল পূর্বস্থলীর এই স্কুল। বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের মধ্যে শতাধিক চারাগাছ বিতরণ করা হয়েছে। এভাবেই তারা সামার ক্যাম্প করে।

তবে এই চারাগাছ বিদ্যালয়ে নয়, পড়ুয়ারা চারাগাছ বসিয়েছে তাদের বাড়িতেই। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম বসাক বলেন, যেহেতু স্কুলের ছুটি চলছে, ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসছে তাই একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ডাকা হয়েছিল। আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন রয়েছে। আবারও এই পড়ুয়াদের দিয়ে কিচেন গার্ডেনে বীজ ছড়ানো হবে। পড়ুয়ারা ইকো ক্লাবের সদস্য হবে কিছুদিন পরই। এছাড়াও পড়ুয়াদের একটি করে চারাগাছ দেওয়া হয়েছে। যেটা তারা তাদের বাড়িতে বসাবে। তিন মাস পরে সেই গাছের ছবি নিয়ে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করব বলে ভেবেছি।

আর‌ও পড়ুন: জামাইষষ্ঠীর মাংস কিনতে বেরিয়ে বাড়ি ফেরা হল না যুবকের

বিদ্যালয়ের তরফে আরও জানা গিয়েছে, প্রত্যেক পড়ুয়াকে এই গাছ বসানোর পরে বিশেষভাবে পরিচর্যা করার কথা বলা হয়েছে। তবে এখানেই থেমে নেই বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের নির্দেশ মেনে গাছের পরিচর্যা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বোঝার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, মাঝে মধ্যেই গাছের ছবি তুলে শিক্ষকদের পাঠাতে হবে। প্রধান শিক্ষকের কথা অনুযায়ী, তিন মাস পরে গাছের ছবি দেখে পড়ুয়াদের পুরস্কৃত করা হবে।

বনোয়ারীলাল চৌধুরী

Sundarban: প্রকৃতি বাঁচাতে এগিয়ে এল সুন্দরবনের পড়ুয়ারা

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের সচেতন করতে এবার এগিয়ে এল স্কুলের ছাত্র-ছাত্রীরা। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের ছাত্র-ছাত্রীরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে। এই চারা গাছ রোপণের সূচনা হয় তালদি সুরাবালা শিক্ষায়তন ফর গার্লস স্কুল প্রাঙ্গণে। বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি এই এলাকার প্রশাসনিক কর্মকর্তা এবং সমাজ সচেতন বহু মানুষ উপস্থিতি ছিলেন।

এই অতিথি গণ সূচনা লগ্নে পরিবেশ সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এর পর সাইকেলে র‍্যালি হয়। বর্ণাঢ্য বৃক্ষরোপণ যাত্রায় পরিবেশ সচেতনতা সম্পর্কিত বিষয় নিয়ে ছবি, প্লাকার্ড ছিল। রাস্তার দু ধারে শয়ে শয়ে মানুষ এই শোভাযাত্রা দেখতে থাকেন। এবং পরিবেশে সর্ম্পকিত বার্তা দিতে মাইকিং করে গাছ কাটা বন্ধ করা ও আরও সবুজয়ানের বার্তা দেওয়া হয়। বিশ্ব উষ্ণায়নের ফলে কীভাবে দিনের পর দিন তাপপ্রবাহ বাড়ছে, এই উষ্ণতা কমানোর জন্য পরিবেশ সচেতনতা নিয়ে কী করতে হবে তা প্রচার করা হয়।

আর‌ও পড়ুন: মহিলা পর্যটকদের বিরাট সুবিধা, আদিনা ইকো পার্কে বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

পরবর্তীকালে এই শোভাযাত্রার সমাপ্তি স্থল হোমড়া পলতা হাই স্কুল প্রাঙ্গনে একটি আলোচনাসভা আয়োজিত হয় পরিবেশ সম্পর্কিত বিষয় নিয়ে। এই আলোচনা সভায় কয়েকশো ছাত্র-ছাত্রী ছাড়া ও স্থানীয় মানুষ জন উপস্থিত ছিলেন। এবারের বর্ষায় ৫০০-এর উপরে চারা গাছ রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

সুমন সাহা

Murshidabad News: আদালতের নির্দেশের জের, এই স্কুলে একসঙ্গে চাকরি গেল ৩৬ শিক্ষকের! মাথায় হাত পড়ুয়াদের

মুর্শিদাবাদ: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। তার জেরে সমস্যার মুখে স্কুলের পড়ুয়ারা। ঠিক তেমনই মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুলে সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রীরা। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিলের জেরে অর্জুনপুর হাই স্কুলে চাকরি বাতিল হল ৩৬ জন শিক্ষক ও শিক্ষিকার।

জানা গিয়েছে, ফরাক্কা অর্জুনপুর হাইস্কুলের মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ৬০ জন। পার্শ্বশিক্ষক আছেন ৭ জন। মোট পড়ুয়া সংখ্যা প্রায় দশ হাজারের বেশি। বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা বাদ দিলে এখন মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ২৪ জন। সেক্ষেত্রে সমস্যার মুখে পড়েছে ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের পড়ুয়ারা।

বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সোমবার এসএসসি গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। তারপরেই এখন মাথায় হাত চাকরি বাতিল হওয়া মহম্মদ সাফিউল ইসলাম-সহ অন্যান্য শিক্ষকদের।

চাকরি বাতিল হওয়া শিক্ষক সাফিউল ইসলাম জানান, আমি ২০১৯ নিয়োগ পত্র পেয়েছিলাম। ২০২০ সালে জানুয়ারি মাসে যোগদান করি শিক্ষক হিসেবে। আলিপুরদুয়ারে যোগদান করলেও মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অর্জুনপুর হাইস্কুলে যোগদান করেছিলাম। তবে যারা অপরাধী তাদের গুলো বাতিল হোক। কিন্তু নবম দশমে যাদের ভুল ত্রুটি হয়েছে এটা ঠিক তদন্ত সাপেক্ষ। কিন্তু কিছু জনের জন্য সকলের প্যানেল বাতিল করল হাইকোর্ট, এটা কী ভাবে করা হল? এই নিয়ে আমরা খুব হতাশাগ্রস্ত বলেই জানান তিনি।”

যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ সৌরভ আলি জানান, “স্কুলের পড়ুয়াদের সংখ্যা হল ১০ হাজারের অধিক। গ্রামে একটি মাত্র স্কুল। আর এই স্কুলের ওপরেই ভরসা পড়ুয়াদের। আমাদের স্কুলের ৩৬জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই স্কুলে প্রথম যোগদান করেন ২০ জন শিক্ষক ও শিক্ষিকা। পরে ১৬জন মিউচুয়াল ট্রান্সফার হিসেবেই যোগদান করেছিলেন। তবে এতজন শিক্ষক না থাকলে স্কুলের পঠন পাঠনের ক্ষতি হবে। বর্তমানে ৩৬জন শিক্ষক বাতিল হওয়ার কারণে আগামী দিনে স্কুল চালানও কঠিন হবে” বলেই জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ সৌরভ আলি। যার কারণে এবার চিন্তায় স্কুলের শিক্ষকদের পাশাপাশি স্কুলের পড়ুয়ারা।

কৌশিক অধিকারী