Tag Archives: sugarcane

Sugarcane Cultivation: পুরনো সবকিছু ছেড়ে আখ চাষ শুরু করুন, তিনগুণ লাভ পাবেন!

উত্তর দিনাজপুর: ধান চাষ ছেড়ে আখ চাষ শুরু করতেই মালামাল হয়ে যাচ্ছেন এই এলাকার কৃষকরা! ১৫ হাজার টাকা খরচ করে চাষ করে পাচ্ছেন ৩০-৪০ হাজার টাকা। বেশিরভাগ কৃষকই আখ চাষ করে খরচের তুলনায় তিনগুণ লাভ করেছেন। এই পথ অনুসরণ করে আপনিও লাভবান হতে পারেন।

উত্তর দিনাজপুরের টাঙ্গন নদীর পার্শ্ববর্তী এলাকায় আখ চাষ করে বিপুল লাভবান হয়ে উঠেছেন কৃষকরা। সেই নজির অনুসরণ করে আপনিও বাড়ির অল্প জায়গায় আখের চাষ শুরু করতে পারেন। কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলে টাঙ্গন নদী সংলগ্ন এলাকায় ক্রমশই বাড়ছে আখের চাষ। এই এলাকায় নদী সংলগ্ন বেলে-দোআঁশ মাটির জল ধারণের ক্ষমতা অত্যন্ত কম। তাই ধান চাষ করা যায় না। ধান চাষের বিকল্প হিসেবে লাভজনক হওয়ায় এখানে আখের চাষ বাড়ছে।

আর‌ও পড়ুন: বুদ্ধ প্রয়াণে শোকাচ্ছন্ন চা বলয়, বন্ধ বাগান শ্রমিকদের জন্য ‘ফাউলাই’ চালু করেছিলেন তিনিই

আখ মরশুমি ফসল হলেও এখন বাজারে সারা বছর আখের রস বা জুস বিক্রি হয়। এই জুস বিক্রেতারাই সারা বছর প্রয়োজন অনুসারে সরাসরি কৃষকদের জমি থেকে পাইকারি দামে আখ কিনে নিচ্ছেন। ফলে উৎপাদিত আখ বিক্রির কোনও সমস্যা থাকছে না সারা বছর নগদ টাকার যোগান থাকে বলে রাধিকাপুর সংলগ্ন টাঙ্গন নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাড়ছে আখ চাষের প্রবণতা।

এই আখ চাষের সঙ্গে যুক্ত সন্তোষ রায় বলেন, এই আখ চাষে দ্বিগুণ থেকে তিনগুণ লাভ সম্ভব। তিনি জানান, এই বছর সাড়ে চার বিঘা জমিতে আখ চাষ করেছেন। এই আখের চারা কার্তিক-অঘ্রায়ণ মাসে রোপণ করেছিলেন। ৯০০ টাকা কুইন্টাল দামে এই আখ বাজারে বিক্রি করেন। একই জমিতে একবার আখ চাষ করলে তিনবার ফলন পাওয়া যায়।

পিয়া গুপ্তা

Sugar Cane Juice for Diabetes: মিষ্টিতে সুগার কন্ট্রোল? ডায়াবেটিসেও বিকল্প আখের রসে ভরসা! চমকে দেওয়া তথ্য

মিষ্টির প্রতি রয়েছে ভালবাসা, কিন্তু সুগারের কারণে খেতে পারছেন না। সাধারণত সুগার হলে ডাক্তারবাবুরা, চিনি অথবা মিষ্টি জাতীয় জিনিস খেতে বারণ করে থাকেন। তবে চিনি অথবা মিষ্টি না খেতে পারলেও, বিকল্প হিসেবে আখের রস খাওয়া যেতে পারে। কিন্তু আখের রসেও তো মিষ্টি থাকে, তাহলে সুগারের রোগীদের কী আখের রস খাওয়া যাবে ? চলুন জেনে নেওয়া যাক। (বনোয়ারীলাল চৌধুরী)
মিষ্টির প্রতি রয়েছে ভালবাসা, কিন্তু সুগারের কারণে খেতে পারছেন না। সাধারণত সুগার হলে ডাক্তারবাবুরা, চিনি অথবা মিষ্টি জাতীয় জিনিস খেতে বারণ করে থাকেন। তবে চিনি অথবা মিষ্টি না খেতে পারলেও, বিকল্প হিসেবে আখের রস খাওয়া যেতে পারে। কিন্তু আখের রসেও তো মিষ্টি থাকে, তাহলে সুগারের রোগীদের কী আখের রস খাওয়া যাবে ? চলুন জেনে নেওয়া যাক। (বনোয়ারীলাল চৌধুরী)
ডক্টর মিলটন বিশ্বাস বলছেন, সুগারের রোগীদের সাধারণত কম গ্লাইসেমিক ইনডেক যুক্ত খাবার খেতে বলা হয়। তবে আখের রসের চিনির পাশাপাশি প্রাকৃতিক ভিটামিন মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
ডক্টর মিলটন বিশ্বাস বলছেন, সুগারের রোগীদের সাধারণত কম গ্লাইসেমিক ইনডেক যুক্ত খাবার খেতে বলা হয়। তবে আখের রসের চিনির পাশাপাশি প্রাকৃতিক ভিটামিন মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
এটি এনার্জি লেভেল বাড়িয়ে শরীর থেকে দুর্বলতা দূর করে। আখের রসের মধ্যে মূত্র-বর্ধক গুণ রয়েছে । আখের রস খেলে শরীরের মধ্যে থাকা টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। যে কারণে কিডনির কার্যকারিতা ও অনেক বেশি উন্নত হয়।
এটি এনার্জি লেভেল বাড়িয়ে শরীর থেকে দুর্বলতা দূর করে। আখের রসের মধ্যে মূত্র-বর্ধক গুণ রয়েছে । আখের রস খেলে শরীরের মধ্যে থাকা টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। যে কারণে কিডনির কার্যকারিতা ও অনেক বেশি উন্নত হয়।
সুগারের রোগীদের জন্য অন্যান্য চিনি যুক্ত পানীয়র থেকে আখের রস একটি ভাল বিকল্প হতে পারে। তবে পরিমাণ অবশ্যই হিসাব করে নেওয়া সবথেকে ভাল হবে।
সুগারের রোগীদের জন্য অন্যান্য চিনি যুক্ত পানীয়র থেকে আখের রস একটি ভাল বিকল্প হতে পারে। তবে পরিমাণ অবশ্যই হিসাব করে নেওয়া সবথেকে ভাল হবে।
তবে সুগারের রোগীদের আখের রস প্রত্যেকদিন না পান করে, মাঝে মধ্যে পান করাই সবথেকে শ্রেয়। কারণ আখের রস প্রত্যেকদিন পান করলে পারে তা বিপদজনক ভাবে শরীরের মধ্যে সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে।
তবে সুগারের রোগীদের আখের রস প্রত্যেকদিন না পান করে, মাঝে মধ্যে পান করাই সবথেকে শ্রেয়। কারণ আখের রস প্রত্যেকদিন পান করলে পারে তা বিপদজনক ভাবে শরীরের মধ্যে সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে।
আখের রসের মধ্যে পলিফেনোল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা অগ্নাশয়ের কোষগুলিকে আরও ইনসুলিন তৈরি করতে সাহায্য করে।
আখের রসের মধ্যে পলিফেনোল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা অগ্নাশয়ের কোষগুলিকে আরও ইনসুলিন তৈরি করতে সাহায্য করে।
যে কারণে শরীরে রক্তের মধ্যে সুগারের মাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। সবমিলিয়ে সুগারের রোগীরাও মাঝে মধ্যে আখের রস পান করতে পারেন।
যে কারণে শরীরে রক্তের মধ্যে সুগারের মাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। সবমিলিয়ে সুগারের রোগীরাও মাঝে মধ্যে আখের রস পান করতে পারেন।

Healthy Lifestyle: এই রসেই কামাল, শরীরের মেদ নিমেষে গলে সাফ, গরমে সুপার কুল ফিলিং

গ্রীষ্মের দাপট জারি রয়েছে এখনও। বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরম। এই মরশুমে যেন কিছু খেয়েও শান্তি নেই। এমন পরিস্থিতিতে ফলের রস দেহের শক্তি চাহিদা মেটানোর ক্ষেত্রে দারুণ বিকল্প বলে বিবেচিত হয়। আর এক্ষেত্রে আখের রসের থেকে কী-ই বা ভাল হতে পারে! আসলে গরমের দিনে আখের রস পান করলে সব দিক থেকে তা শরীরের উপকার করে। Photo- Representative 
গ্রীষ্মের দাপট জারি রয়েছে এখনও। বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরম। এই মরশুমে যেন কিছু খেয়েও শান্তি নেই। এমন পরিস্থিতিতে ফলের রস দেহের শক্তি চাহিদা মেটানোর ক্ষেত্রে দারুণ বিকল্প বলে বিবেচিত হয়। আর এক্ষেত্রে আখের রসের থেকে কী-ই বা ভাল হতে পারে! আসলে গরমের দিনে আখের রস পান করলে সব দিক থেকে তা শরীরের উপকার করে। Photo- Representative
এছাড়া এতে ফাইবারও থাকে প্রচুর পরিমাণে। যা পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে সহায়ক। গরমের দিনে আখের রস পানের একাধিক উপকারিতা দেখে নেওয়া যাক। Photo- Representative 
এছাড়া এতে ফাইবারও থাকে প্রচুর পরিমাণে। যা পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে সহায়ক। গরমের দিনে আখের রস পানের একাধিক উপকারিতা দেখে নেওয়া যাক। Photo- Representative
গরমকালের সেরা জুসডায়েট টু নারিশের সহ-প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা জয়সওয়ালের সঙ্গে আমরা কথা বলেছি। তাঁর কথায়, আখের রস ১০০টি প্রাকৃতিক পানীয়ের সমান। এতে কোনও ধরনের কোলেস্টেরল থাকে না। যদিও কিছু ফ্যাট, ফাইবার এবং প্রোটিন থাকে। আখের রসের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো পুষ্টি উপাদান পাওয়া যায়। যা আমাদের গরমের হাত থেকে মুক্তি দেয়। Photo- Representative 
গরমকালের সেরা জুস
ডায়েট টু নারিশের সহ-প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা জয়সওয়ালের সঙ্গে আমরা কথা বলেছি। তাঁর কথায়, আখের রস ১০০টি প্রাকৃতিক পানীয়ের সমান। এতে কোনও ধরনের কোলেস্টেরল থাকে না। যদিও কিছু ফ্যাট, ফাইবার এবং প্রোটিন থাকে। আখের রসের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো পুষ্টি উপাদান পাওয়া যায়। যা আমাদের গরমের হাত থেকে মুক্তি দেয়। Photo- Representative
আখের রস পানের উপকারিতা:আখের রস শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। এটা সুস্বাদু। এই পানীয় সেবন করলে শরীরে তাৎক্ষণিক শক্তির সঞ্চার ঘটে। তাজা আখের রস শরীরকে সতেজ রাখতেও অনেকাংশে সাহায্য করে। Photo- Representative 
আখের রস পানের উপকারিতা:
আখের রস শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। এটা সুস্বাদু। এই পানীয় সেবন করলে শরীরে তাৎক্ষণিক শক্তির সঞ্চার ঘটে। তাজা আখের রস শরীরকে সতেজ রাখতেও অনেকাংশে সাহায্য করে। Photo- Representative
জন্ডিস এড়াতে আখের রসডায়েটিশিয়ান প্রিয়াঙ্কা জয়সওয়াল বলেন যে, জন্ডিসের মতো রোগের ক্ষেত্রে অন্যতম সেরা প্রতিকার হতে পারে আখ। এটি আপনার লিভারকে শক্তিশালী করতে সাহায্য করে। আখের রসে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। যা লিভারকে সংক্রমিত হওয়ার হাত থেকে রক্ষা করে। Photo- Representative 
জন্ডিস এড়াতে আখের রস
ডায়েটিশিয়ান প্রিয়াঙ্কা জয়সওয়াল বলেন যে, জন্ডিসের মতো রোগের ক্ষেত্রে অন্যতম সেরা প্রতিকার হতে পারে আখ। এটি আপনার লিভারকে শক্তিশালী করতে সাহায্য করে। আখের রসে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। যা লিভারকে সংক্রমিত হওয়ার হাত থেকে রক্ষা করে। Photo- Representative
ওজন কমাতেও সহায়ক:আখের রস ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে প্রাকৃতিক চিনি থাকে, যা রেগুলার সুগারের তুলনায় অনেকটাই উপকারী। রেগুলার সুগারে ওজন বাড়ে, কিন্তু আখের রস খেলে ওজন বাড়ে না। আর আখের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এটি দীর্ঘ সময় ধরে পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় না। Photo- Representative
ওজন কমাতেও সহায়ক:
আখের রস ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে প্রাকৃতিক চিনি থাকে, যা রেগুলার সুগারের তুলনায় অনেকটাই উপকারী। রেগুলার সুগারে ওজন বাড়ে, কিন্তু আখের রস খেলে ওজন বাড়ে না। আর আখের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এটি দীর্ঘ সময় ধরে পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় না। Photo- Representative

Sugarcane Juice Benefits: ডায়াবেটিসে কি আখের রস খাওয়া যায়? কী কী রোগ দূর হয় এই রসে? জানুন চিকিৎসকের মত

এই গরমে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর জুড়ে বিভিন্ন জায়গায় আখের জুস বা রস বিক্রি করতে দেখা যায়। এই গরমে ঠান্ডা বরফ দিয়ে মিষ্টি মিষ্টি আখের রস স্বর্গসুখ অনুভব করায়। তবে খেতে ভাল লাগে বলে শুধু খাচ্ছেন! এর উপকার জানলে চমকে উঠবেন আপনিও। এ বিষয়ে বিশিষ্ট ডক্টর অনির্বাণ মিত্র কী বলছেন জানুন
এই গরমে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর জুড়ে বিভিন্ন জায়গায় আখের জুস বা রস বিক্রি করতে দেখা যায়। এই গরমে ঠান্ডা বরফ দিয়ে মিষ্টি মিষ্টি আখের রস স্বর্গসুখ অনুভব করায়। তবে খেতে ভাল লাগে বলে শুধু খাচ্ছেন! এর উপকার জানলে চমকে উঠবেন আপনিও। এ বিষয়ে বিশিষ্ট ডক্টর অনির্বাণ মিত্র কী বলছেন জানুন
ডিহাইড্রেশনের সমস্যা এড়াতে আখের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয়।আখের রসে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ যেমন জিঙ্ক, ফসফরাস, পটাসিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে।পুষ্টিগুণে ভরপুর এই আখের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।আপনি যদি শরীরকে হাইড্রেটেড রাখতে চান তাহলে আখের রস পান করলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়।এটি খুব অল্প সময়ের মধ্যে ক্লান্তি দূর করে এবং মেজাজ ভাল রাখে।
ডিহাইড্রেশনের সমস্যা এড়াতে আখের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয়।আখের রসে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ যেমন জিঙ্ক, ফসফরাস, পটাসিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে।পুষ্টিগুণে ভরপুর এই আখের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।আপনি যদি শরীরকে হাইড্রেটেড রাখতে চান তাহলে আখের রস পান করলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়।এটি খুব অল্প সময়ের মধ্যে ক্লান্তি দূর করে এবং মেজাজ ভাল রাখে।
আখের রস ফ্লবোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি ক্যানসার থেকে দূরে রাখবে আপনাকে।আখ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে।আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।ইউরিনারি ট্র্যাকের সংক্রমণ রুখতে সহায়তা করে আখের রস।
আখের রস ফ্লবোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি ক্যানসার থেকে দূরে রাখবে আপনাকে।আখ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্য ভাল থাকে। এছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে।আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।ইউরিনারি ট্র্যাকের সংক্রমণ রুখতে সহায়তা করে আখের রস।
গ্রীষ্মের দাবদাহে আপাতত নাজেহাল রাজ্যবাসী।এই সময়ে শরীরকে সুস্থ রাখতে কিছু পানীয় খাওয়া খুবই জরুরি।এর মধ্যে একটি হল আখের রস।গরমে শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়।জলের অভাবে শরীরের অনেক ক্ষতি হয়। শরীরে জলের অভাব দূর করতে আখের রস খুবই ভালো।বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ আখ উৎপাদন করার মধ্যে একটি দেশ হল ভারত।আখের রস দামেও সস্তা এবং সহজলভ্য।শরীরের জন্য উপকারী উপাদানে ভরপুর আখের রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।
গরমে শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়।জলের অভাবে শরীরের অনেক ক্ষতি হয়। শরীরে জলের অভাব দূর করতে আখের রস খুবই ভাল।বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ আখ উৎপাদন করার মধ্যে একটি দেশ হল ভারত।আখের রস দামেও সস্তা এবং সহজলভ্য।শরীরের জন্য উপকারী উপাদানে ভরপুর আখের রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।
আমি বিশেষজ্ঞ এটাও জানাচ্ছেন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আখের রস খুব একটা বেশি খাওয়া ভালো না। কারণ অধিকাংশ সময় আখের রসে অতিরিক্ত পরিমাণে মিষ্টির ভাগ থাকে।এর ফলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে জন্ডিস রোগীদের ক্ষেত্রে আখের রস এক ঔষধি সম্পন্ন উপাদান।
 বিশেষজ্ঞ এটাও জানাচ্ছেন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আখের রস খুব একটা বেশি খাওয়া ভাল না। কারণ অধিকাংশ সময় আখের রসে অতিরিক্ত পরিমাণে মিষ্টির ভাগ থাকে।এর ফলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে জন্ডিস রোগীদের ক্ষেত্রে আখের রস এক ঔষধি সম্পন্ন উপাদান।

Sugarcane Juice Seller: আখের রস বিক্রি করতে আর কষ্ট হবে না, সামান্য খরচে এই মেশিন বসালেই কেল্লাফতে

মালদহ: এই গরমে রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি হতে দেখা যায়। তার চাহিদাও থাকে যথেষ্ট। কিন্তু আখের রস বের করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় দোকানদারদের। বাহুবল না থাকলে এই ব্যবসা করা বেশ কঠিন। কিন্তু এখন এমনই একটা দুর্দান্ত যন্ত্র চলে এসেছে যে বাহুবল ছাড়াই সহজে বার করে ফেলতে পারবেন আখের রস। এই যন্ত্র কিনতে খরচও হবে সামান্য।

আপনি যদি আখের রস বিক্রেতা হয়ে থাকেন তবে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। প্রচুর শক্তি দিয়ে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আর আখের রস বার করতে হবে না। এই নতুন মেশিন দিয়ে খুব সহজেই আখের রস বার করা যাচ্ছে। ইতিমধ্যে বাজারে বেশ কিছু আখের রস বিক্রেতা এই মেশিনের ব্যবহার শুরু করেছেন।‌আপনি হয়ত ভাবতে পারেন এই মেশিন বসাতে খরচ প্রচুর। কিন্তু একেবারেই তা নয়। খুব সামান্য খরচেই এই মেশিন যে কেউ কিনতে পারবেন। এমনকি এই মেসিন বহনযোগ্য। আপনি আপনার ঠেলাগাড়ি বা ভ্যানেই এই মেশিন বসাতে পারবেন।

আরও পড়ুন: অত্যধিক গরমে সুপারি চাষের ব্যাপক ক্ষতি

তবে আধুনিক এই মেশিন চালাতে প্রয়োজন পড়বে বিদ্যুতের। তবে খুব একটা বেশি ভোল্টেজের প্রয়োজন হয় না। সামান্য ভোল্টেজেই এই মেশিন আপনি চালাতে পারবেন। তাই অনেকে ইনভেটারের সাহায্যে চালাচ্ছেন আখের রস বার করার এই আধুনিক মেশিন। আখের রস বিক্রেতা মহম্মদ হাসানুল জামান বলেন, এই মেশিনের সাহায্যে আখের রস বার করতে শক্তির প্রয়োজন হচ্ছে না। অল্প সময়ে বেশি আখের রস বার করা যাবে। ব্যাটারির সাহায্যে চলছে এই মেশিন। সাধারণ মেশিনের থেকে এই মেশিনে অনেক সুবিধা রয়েছে। খরচ খুব সামান্য।

আখের রস বিক্রেতারা সহজেই নিজেদের ভ্যান বা ঠেলাগাড়িতে ব্যাটারি সমেত এই মেশিন বসাতে পারবেন। মালদহের বাজারে বেশ কয়েকজন আখের রস বিক্রেতা এই মেশিনের ব্যবহার শুরু করেছেন। তাঁরা বলছেন, এই মেশিন বসাতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। হাতে ঘোরানো মেশিনের থেকে এই মেশিনে অনেক সুবিধে রয়েছে। প্রথমত দৈহিক শক্তি খরচ না করে আখের রস বার করা যাচ্ছে। অল্প সময়ে অধিক পরিমাণে আখের রস বার করতে পারছেন বিক্রেতারা। ফলে বেশি পরিমাণে বিক্রিও করতে পারছেন। এই মেশিন খুব অল্প ভোল্টেজে চলছে। দুটি ব্যাটারি লাগালেই টানা একদিন চলবে এই মেশিন। এর ফলে প্রচন্ড গরমে আখের রস বিক্রি করতে গিয়ে আর কষ্টের মধ্যে পড়তে হবে না ব্যবসায়ীদের।

হরষিত সিংহ

Viral Sugarcane Juice: ভাইরাল জাম্বো গ্লাসে আখের রস! ১ লিটারের বেশি পাবেন

উত্তর ২৪ পরগনা: গরমের মরশুমে ব্যাপক ভাইরাল “জাম্বো গ্লাসে আখের রস”। কী বিশেষত্ব রয়েছে এই আখের রসে! তা জানতে, আর এই রসের স্বাদ নিতে আপনাকে আসতে হবে চাঁদপাড়া দু’নম্বর রেল বাজার এলাকায়। সাধারণত আমরা গ্রামবাংলায় রাস্তার ধারে বিভিন্ন সময়ে দেখে থাকি ভ্যানে আখের রস বিক্রি হতে। গরমের সময় তৃষ্ণা মেটাতে পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে মানুষজনও বেছে নেয় এই পানীয়। তার মধ্যে একটু বরফ মেশালে তো আর কোন কথাই নেই।

কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষেরা রাস্তার ধারে খোলামেলা পরিবেশে থাকা আখের রস থেকে অনেকটাই দূরে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে অত্যাধুনিক মেশিন ব্যবহার করে হাইজিন মেনটেন করে, চাঁদপাড়া দু’নম্বর রেল বাজার এলাকায় আখের রস বিক্রির ছোট্ট দোকান চালু করেছেন বিক্রেতা প্রশান্ত পাত্র। বেসরকারি সংস্থায় কাজ করলেও নিজের কিছু করে দেখানোর তাগিদ থেকেই, ছেলের নামে দেওয়া এই দোকান সামলেই এখন রীতিমতো হাসি ফুটেছে পরিবারে।

আরও পড়ুনTourism: সিকিম-কালিম্পং যাচ্ছেন? খরচ চারগুণ বেড়েছে, নাজেহাল পর্যটকরা, কারণ…

দোকানে দশ টাকা, কুড়ি টাকায় আখের রস বিক্রি হলেও সোশ্যাল মিডিয়ার দৌলাতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই প্রীতম জুস সেন্টারে পাওয়া বৃহৎ আকৃতির ১২০০ এমএল এর গ্লাসে আখের রস। মাত্র ৫০ টাকায় এই আখের রস এক বারে শেষ করতে পারছেন না কেউই। অনেকেই আবার বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে এসে মিলিতভাবে কিনে, খাচ্ছেন এই জাম্বো গ্লাসের এক গ্লাস আখের রস।

শুধু তাই নয়, নোংরা বরফ জল না ব্যবহার করে অত্যাধুনিক এই মেশিনের কুলিং সিস্টেমেই আখের রস হয়ে যাচ্ছে ঠান্ডা। এখন প্রতিদিনই এই আখের রস খেতে দূর দূরান্ত থেকে উৎসাহী ভোজন রসিকদের ভিড় জমছে চাঁদপাড়ায়। অনেকেই আবার এই জাম্বো আখের রস কে বিশেষ আখ্যা দিয়ে ডাকছেন “ঢ্যামনা গ্লাসের আখের রস” বলেও। তবে এই ভাইরাল জাম্বো গ্লাসে আখের রস বিক্রি করেই এখন মুখে হাসি ফুটছে বিক্রেতার।

Rudra Narayan Roy