All posts by Bangla Digital Desk

IPL Playoffs: চেন্নাইয়ের সঙ্গে ডু অর ডাই ম্যাচে RCB-কে কত রানে জিততে হবে? বিরাটদের প্লে অফে ওঠার সমীকরণ দেখে নিন

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন লিগ পর্বে বিরাটদের বাকি একটা ম্যাচ। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে তারা। দিল্লি ক্যাপিটালসকে হারানোর সঙ্গে সঙ্গেই সিএসকে-আরসিবি ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আরসিবি সমর্থকদের মনে একটাই প্রশ্ন, প্লে অফে ওঠার জন্য আরসিবি-কে কত রানে জিততে হবে? বা কত বড় জয় দরকার?
দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন লিগ পর্বে বিরাটদের বাকি একটা ম্যাচ। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে তারা। দিল্লি ক্যাপিটালসকে হারানোর সঙ্গে সঙ্গেই সিএসকে-আরসিবি ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আরসিবি সমর্থকদের মনে একটাই প্রশ্ন, প্লে অফে ওঠার জন্য আরসিবি-কে কত রানে জিততে হবে? বা কত বড় জয় দরকার?
এর উত্তর হল, চেন্নাই সুপার কিংসের সঙ্গে ডু অর ডাই ম্যাচে বিরাটদের ১৮ রানে জিততে হবে। কিন্তু এটা একটা সমীকরণ। আরও অনেক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ম্যাচের আগে আইপিএলে আরও ৫টি ম্যাচ খেলা হবে। এই ম্যাচগুলোর ফলাফলই ঠিক করে দেবে প্লে অফের দৌড়ে আরসিবি এবং সিএসকে ম্যাচের আদৌ কোনও গুরুত্ব থাকবে কি না।
এর উত্তর হল, চেন্নাই সুপার কিংসের সঙ্গে ডু অর ডাই ম্যাচে বিরাটদের ১৮ রানে জিততে হবে। কিন্তু এটা একটা সমীকরণ। আরও অনেক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ম্যাচের আগে আইপিএলে আরও ৫টি ম্যাচ খেলা হবে। এই ম্যাচগুলোর ফলাফলই ঠিক করে দেবে প্লে অফের দৌড়ে আরসিবি এবং সিএসকে ম্যাচের আদৌ কোনও গুরুত্ব থাকবে কি না।
আইপিএল প্লে অফের সমীকরণ জানার আগে পয়েন্ট টেবিলের অবস্থান জেনে নেওয়া যাক। বর্তমানে, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস যথাক্রমে ১৯ পয়েন্ট এবং ১৬ পয়েন্ট নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। একই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। এর পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টস ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে গুজরাত টাইটানস, ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে মুম্বই ইন্ডিয়ান্স এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একদম শেষে রয়েছে পঞ্জাব কিংস।
আইপিএল প্লে অফের সমীকরণ জানার আগে পয়েন্ট টেবিলের অবস্থান জেনে নেওয়া যাক। বর্তমানে, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস যথাক্রমে ১৯ পয়েন্ট এবং ১৬ পয়েন্ট নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। একই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। এর পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টস ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে গুজরাত টাইটানস, ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে মুম্বই ইন্ডিয়ান্স এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একদম শেষে রয়েছে পঞ্জাব কিংস।
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান থেকে যে সমীকরণ তৈরি হচ্ছে, তাতে দেখা যাচ্ছে, চেন্নাই, হায়দরাবাদ এবং লখনউ ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। ১৮ মে চেন্নাই এবং বেঙ্গালুরু একে অপরের মুখোমুখি হওয়ার সময় পয়েন্ট টেবিলের সমীকরণ অনেক বদলে যাবে। হায়দরাবাদ এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৭টি জিতেছে। বাকি ২টি ম্যাচ জিতলে তারা সহজেই প্লে অফে চলে যাবে।
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান থেকে যে সমীকরণ তৈরি হচ্ছে, তাতে দেখা যাচ্ছে, চেন্নাই, হায়দরাবাদ এবং লখনউ ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। ১৮ মে চেন্নাই এবং বেঙ্গালুরু একে অপরের মুখোমুখি হওয়ার সময় পয়েন্ট টেবিলের সমীকরণ অনেক বদলে যাবে। হায়দরাবাদ এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৭টি জিতেছে। বাকি ২টি ম্যাচ জিতলে তারা সহজেই প্লে অফে চলে যাবে।
ধরে নেওয়া যাক, আরসিবি এবং চেন্নাইয়ের ম্যাচটাই প্লে অফের চতুর্থ দল নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। এমনটা হলে চেন্নাইয়ের পথ অনেকটা সহজ হয়ে যাবে। তারা ১ রানে জিতলেও প্লে অফে পৌঁছে যাবে। আর আরসিবি-কে প্লে অফে উঠতে হলে চেন্নাইকে ১৮ রানে হারাতেই হবে (যদি আরসিবি ২০০ রান করে)। বিরাটরা পরে ব্যাট করলে ১৮.১ ওভারের মধ্যে জিততে হবে। এর মধ্যে লখনউয়ের ১টি ম্যাচ বাকি। 
ধরে নেওয়া যাক, আরসিবি এবং চেন্নাইয়ের ম্যাচটাই প্লে অফের চতুর্থ দল নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। এমনটা হলে চেন্নাইয়ের পথ অনেকটা সহজ হয়ে যাবে। তারা ১ রানে জিতলেও প্লে অফে পৌঁছে যাবে। আর আরসিবি-কে প্লে অফে উঠতে হলে চেন্নাইকে ১৮ রানে হারাতেই হবে (যদি আরসিবি ২০০ রান করে)। বিরাটরা পরে ব্যাট করলে ১৮.১ ওভারের মধ্যে জিততে হবে। এর মধ্যে লখনউয়ের ১টি ম্যাচ বাকি।

টোটোর জন্য আর কত মৃত্যু দেখবে রাজ্য! ফের ভয়ঙ্কর ঘটনা, বৃদ্ধার করুণ পরিণতি

দক্ষিণ দিনাজপুর : টোটো উল্টে মৃত্যু এক বৃদ্ধার। গুরুতর জখম আরও এক। পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম বিমনী মালী(৬৫)। বাড়ি বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বড়কইল এলাকায়।

জানা গিয়েছে, এদিন পতিরাম থানার অন্তর্গত ৯নং গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনীর দিক থেকে আসা একটি টোটো হঠাৎ করেই উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক বৃদ্ধার। পাশাপাশি কনিকা মালী(৫৭), নামে এক বয়স্ক মহিলা আহত হয়।

আরও পড়ুন- একশো দুশো নয়, প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ তৃণমূলের! কারণে আছে বড় চমক

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয়রা৷ খবর দেওয়া হয় পতিরাম থানার পুলিশকে। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এলে টোটো চালককে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

আরও পড়ুন- ফিরবে তাপপ্রবাহ? ঝড়বৃষ্টি কতদিন চলবে? বঙ্গের আবহাওয়ার বড় আপডেট জানুন

আহত মহিলাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। অপরদিকে, পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।

সুস্মিতা গোস্বামী

Parenting Tips: বাচ্চার স্মৃতিশক্তি হবে তুখোড়! গরম ভাতে রোজ দিন ২ খাবার! টেক্কা দেবে সবাইকে

প্রত্যেক অভিভাবক চান তাঁদের সন্তান পড়াশোনায় যেন খুব ভাল হয়। কিন্তু বেশির ভাগ শিশুর সমস্যা হল তারা কোনও জিনিস বেশিক্ষণ মনে রাখতে পারে না।
প্রত্যেক অভিভাবক চান তাঁদের সন্তান পড়াশোনায় যেন খুব ভাল হয়। কিন্তু বেশির ভাগ শিশুর সমস্যা হল তারা কোনও জিনিস বেশিক্ষণ মনে রাখতে পারে না।
এই পরিস্থিতিতে, তাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এমন বিশেষ খাবার খাওয়ানো প্রয়োজন হয়ে পড়ে। ছোটবেলা থেকেই বাচ্চাদের তাই স্বাস্থ‍্যকর খাবার দিতে হবে।
এই পরিস্থিতিতে, তাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এমন বিশেষ খাবার খাওয়ানো প্রয়োজন হয়ে পড়ে। ছোটবেলা থেকেই বাচ্চাদের তাই স্বাস্থ‍্যকর খাবার দিতে হবে।
বাচ্চাদের প্রতিদিন গরম ভাতে ঘি বা মাখন খাওয়ানো উচিত। ঘি কেবল তখনই শরীরের ক্ষতি করে যখন তা প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয়। প্রতিদিন ধোঁয়াওঠা গরম ভাতে এক চামচ ঘি বা মাখন খেলে মিলবে অনেক উপকার।
বাচ্চাদের প্রতিদিন গরম ভাতে ঘি বা মাখন খাওয়ানো উচিত। ঘি কেবল তখনই শরীরের ক্ষতি করে যখন তা প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয়। প্রতিদিন ধোঁয়াওঠা গরম ভাতে এক চামচ ঘি বা মাখন খেলে মিলবে অনেক উপকার।
মাখনের মধ্যে রয়েছে কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড বা সিএলএ, যার মধ্যে ক্যানসার প্রতিরোধী উপাদান রয়েছে। এই উপাদান বডি ফ্যাট কমায় এবং ইমিউনিটি বাড়ায় (Health Tips)। বাচ্চাদের ইমিউনিটি বাড়ানোর জন‍্য ছোটবেলা থেকে মাখন খাওয়া উচিত।
মাখনের মধ্যে রয়েছে কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড বা সিএলএ, যার মধ্যে ক্যানসার প্রতিরোধী উপাদান রয়েছে। এই উপাদান বডি ফ্যাট কমায় এবং ইমিউনিটি বাড়ায় (Health Tips)। বাচ্চাদের ইমিউনিটি বাড়ানোর জন‍্য ছোটবেলা থেকে মাখন খাওয়া উচিত।
মাখনে রয়েছে বিউটিরেট উপাদান। এটা এক ধরনের ফ্যাট, যা হজমক্ষমতা বাড়ায়, ইনফ্লেমেশন বা প্রদাহ কমায়। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। শরীরে শক্তি বাড়াতে চাইলে প্রতিদিন ঘি বাচ্চাকে খাওয়াতে পারেন। কারণ এটি শরীরে পুষ্টি পৌঁছে দেয়। গরম ভাতের সঙ্গে এক চামচ ঘি। বিশেষজ্ঞদের মতে, ঘিয়ে ফ্যাটের পরিমাণ যথেষ্ট বেশি।
মাখনে রয়েছে বিউটিরেট উপাদান। এটা এক ধরনের ফ্যাট, যা হজমক্ষমতা বাড়ায়, ইনফ্লেমেশন বা প্রদাহ কমায়। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। শরীরে শক্তি বাড়াতে চাইলে প্রতিদিন ঘি বাচ্চাকে খাওয়াতে পারেন। কারণ এটি শরীরে পুষ্টি পৌঁছে দেয়। গরম ভাতের সঙ্গে এক চামচ ঘি। বিশেষজ্ঞদের মতে, ঘিয়ে ফ্যাটের পরিমাণ যথেষ্ট বেশি।
রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিকল্প নেই। গরম ভাতে ঘি বা মাখন খাওয়ার অভ্যাস থাকলে তা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঘি বা মাখন খেলে নানা ধরনের সংক্রমণ ও অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিকল্প নেই। গরম ভাতে ঘি বা মাখন খাওয়ার অভ্যাস থাকলে তা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঘি বা মাখন খেলে নানা ধরনের সংক্রমণ ও অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Farmer Death: নাতিরা দৌড়ে চলে এলেও পারল না দাদু, বজ্রপাতে ফের কৃষকের মৃত্যু

মুর্শিদাবাদ: ফের বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। সুতির মহিশাইল গ্রামের ঘটনা। ওই গ্রামেরই কৃষক তাজেল শেখ (৫১) চাষের জমিতে শসা তুলতে গিয়েছিলেন। সেই সময়ই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই বজ্রপাতে মৃত্যু হয় ওই কৃষকের।

মৃত কৃষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এখন রোজ‌ সন্ধেতে ক্ষেত থেকে শসা তুলতে যান তিনি। দুই নাতিকে সঙ্গে নিয়ে মঙ্গলবারও একই কাজে গিয়েছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে দুই নাতিকে নিয়ে বাড়ির দিকে রওনাও দেন তাজেল। বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাননি। কিন্তু ছোট দুই নাতি ছুটে বাড়ি চলে গেলেও হঠাৎ বজ্রপাতে গুরুতর জখম হন ওই কৃষক।

আরও পড়ুন: ফ্রিজের জল ছাড়ুন, গরমে মাটির কলসির জল পানে এতগুলো উপকার পাবেন

সঙ্গে সঙ্গে পরিজন ও গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় তাজেল শেখ-কে মহিশাইল ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ। ওই কৃষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এদিকে বজ্রপাতের জেরে একের পর এক মৃত্যুর ঘটনায় বেশ ভীত কৃষকরা।

কৌশিক অধিকারী

Post Office Schemes: মাসে ৫ হাজার টাকা করে রেখে রিটার্নে পেয়ে যাবেন লাখ লাখ টাকা, পোস্ট অফিসের এই স্কিমটা জানেন?

 

নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
কোনও ঝুঁকি ছাড়াই যদি কেউ নিয়মিত বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করতে চান, তাহলে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম আদর্শ। বর্তমানে কেন্দ্র সরকার এই স্কিমে ৫.৮ শতাংশ হারে সুদ দিচ্ছে। এর মেয়াদ পাঁচ বছর। আরডি-র বিশেষত্ব হল, এই স্কিমে কোনও ঝুঁকি নেই, টাকা সম্পূর্ণ নিরাপদে থাকে।
কোনও ঝুঁকি ছাড়াই যদি কেউ নিয়মিত বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করতে চান, তাহলে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম আদর্শ। বর্তমানে কেন্দ্র সরকার এই স্কিমে ৫.৮ শতাংশ হারে সুদ দিচ্ছে। এর মেয়াদ পাঁচ বছর। আরডি-র বিশেষত্ব হল, এই স্কিমে কোনও ঝুঁকি নেই, টাকা সম্পূর্ণ নিরাপদে থাকে।
মাত্র ১০০ টাকা দিয়ে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। তবে ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেও ১০ টাকার গুণিতকে টাকা জমা করার সুবিধা পাওয়া যায়। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। বিনিয়োগকারী একাধিক অ্যাকাউন্টো খুলতে পারেন।
মাত্র ১০০ টাকা দিয়ে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। তবে ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেও ১০ টাকার গুণিতকে টাকা জমা করার সুবিধা পাওয়া যায়। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। বিনিয়োগকারী একাধিক অ্যাকাউন্টো খুলতে পারেন।
সিঙ্গল অ্যাকাউন্ট তো বটেই, ৩ জন মিলে জয়েন্ট অ্যাকাউন্টো খোলা যায়। পাঁচ বছর মেয়াদ হলেও ৩ বছরে প্রি ম্যাচিউর ক্লোজার করা যায়। আবার ম্যাচিউরিটির পর আরও পাঁচ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানোও যায়। নমিনির সুবিধাও রয়েছে।
সিঙ্গল অ্যাকাউন্ট তো বটেই, ৩ জন মিলে জয়েন্ট অ্যাকাউন্টো খোলা যায়। পাঁচ বছর মেয়াদ হলেও ৩ বছরে প্রি ম্যাচিউর ক্লোজার করা যায়। আবার ম্যাচিউরিটির পর আরও পাঁচ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানোও যায়। নমিনির সুবিধাও রয়েছে।
আরডি এমন একটা স্কিম, যার বিপরীতে বিনিয়োগকারী ঋণ নিতে পারেন। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, ১২টি কিস্তি জমা দেওয়ার পর অ্যাকাউন্টে জমা হওয়া পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। ঋণ একক বা কিস্তিতে শোধ করা যায়। ঋণের সুদের হার রেকারিং ডিপোজিটের সুদের চেয়ে ২ শতাংশ বেশি হবে।
আরডি এমন একটা স্কিম, যার বিপরীতে বিনিয়োগকারী ঋণ নিতে পারেন। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, ১২টি কিস্তি জমা দেওয়ার পর অ্যাকাউন্টে জমা হওয়া পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। ঋণ একক বা কিস্তিতে শোধ করা যায়। ঋণের সুদের হার রেকারিং ডিপোজিটের সুদের চেয়ে ২ শতাংশ বেশি হবে।

IMD Weather Update: হুহু করে বাড়ছে তাপমাত্রা! গৌড়বঙ্গের তাপমাত্রা ছোঁবে ৪০-এর কাছে, দেখে নিন লেটেস্ট আপডেট

তবে আগামী দুই দিন গৌড়বঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রার পারদ কিছুটা নামবে।
তবে আগামী দুই দিন গৌড়বঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসতে পারে।বৃষ্টি হলে তাপমাত্রার পারদ কিছুটা নামবে।
মালদহ: ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। ফের গৌড়বঙ্গের জেলাগুলিতে তীব্র গরমের দাবদাহ শুরু। আগামীতে এই তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির তেমন পূর্বাভাস নেই।
মালদহ: ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। ফের গৌড়বঙ্গের জেলাগুলিতে তীব্র গরমের দাবদাহ শুরু। আগামীতে এই তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির তেমন পূর্বভাস নেই।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিপাত না হলে আগামী কয়েকদিন হাঁসফাঁস গরম পড়বে। আগামী ১৯ মে পর্যন্ত তীব্র গরমের দাবদাহ থাকবে। সূর্যের প্রখর তাপে নাজেহাল অবস্থা হবে সাধারণ মানুষের।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিপাত না হলে আগামী কয়েকদিন হাঁসফাঁস গরম পড়বে। আগামী ১৯ মে পর্যন্ত তীব্র গরমের দাবদাহ থাকবে। সূর্যের প্রখর তাপে নাজেহাল অবস্থা হবে সাধারণ মানুষের।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
ব্যাপক হারে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামী ২০ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। সেই সময় বৃষ্টি হলে তাপমাত্রার পারদ হয়তো কিছুটা কমবে। আপাতত গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পাবে।
ব্যাপক হারে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামী ২০ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। সেই সময় বৃষ্টি হলে তাপমাত্রার পারদ হয়তো কিছুটা কমবে। আপাতত গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Didi No 1 Rachana Banerjee: জ্যোতিষে বিশ্বাসী রচনা বন্দ্যোপাধ্যায়, কোন আঙুলে কী পাথর পরেন?কীভাবে রয়েছে ভাগ্য সহায়, জানুন

ভোটের ময়দানে এখন দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়৷ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা এখন সর্বদা ব্যস্ত নির্বাচনী প্রচারে৷ তাঁকে এক ঝলক দেখতে ভিড় করছেন গ্রাম বাংলার মানুষ৷ তিনিও আপ্রাণ চেষ্টা করছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, ভোটে জিততে৷ সত্যিই কী বদলে যাবে রচনার ভাগ্য? সে তো সময় বলবে৷
ভোটের ময়দানে এখন দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়৷ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা এখন সর্বদা ব্যস্ত নির্বাচনী প্রচারে৷ তাঁকে এক ঝলক দেখতে ভিড় করছেন গ্রাম বাংলার মানুষ৷ তিনিও আপ্রাণ চেষ্টা করছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, ভোটে জিততে৷ সত্যিই কী বদলে যাবে রচনার ভাগ্য? সে তো সময় বলবে৷
আপতত নিজের ভাগ্যর উপর ভরসা রাখছেন রচনা নিজেও৷ তিনি খুবই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী৷ সেই মতো হাতের আঙুলে রয়েছে ধারণের আংটি৷ ৫টি আংটি পরেন তিনি৷ এক একটি আংটির এক এক ধরনের প্রভাব রয়েছে তাঁর জীবনে৷ নিজে সেকথা জানিয়ে দিলেন অভিনেত্রী-তৃণমূল প্রার্থী৷
আপতত নিজের ভাগ্যর উপর ভরসা রাখছেন রচনা নিজেও৷ তিনি খুবই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী৷ সেই মতো হাতের আঙুলে রয়েছে ধারণের আংটি৷ ৫টি আংটি পরেন তিনি৷ এক একটি আংটির এক এক ধরনের প্রভাব রয়েছে তাঁর জীবনে৷ নিজে সেকথা জানিয়ে দিলেন অভিনেত্রী-তৃণমূল প্রার্থী৷
নিউজ ১৮ বাংলার একটি সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসাপটা জানিয়ে দিলেন ভাগ্যের উপর তাঁর বিশ্বাসের কথা৷
নিউজ ১৮ বাংলার একটি সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসাপটা জানিয়ে দিলেন ভাগ্যের উপর তাঁর বিশ্বাসের কথা৷
ডান হাতের আঙুলে ৪টি আংটি রয়েছে এবং বাঁ হাতে রয়েছে ১ আংটি৷
ডান হাতের আঙুলে ৪টি আংটি রয়েছে এবং বাঁ হাতে রয়েছে ১ আংটি৷
নিউজ ১৮ বাংলার একটি সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসাপটা জানিয়ে দিলেন ভাগ্যের উপর তাঁর বিশ্বাসের কথা৷ ডান হাতের আঙুলে ৪টি আংটি রয়েছে এবং বাঁ হাতে রয়েছে ১ আংটি৷
মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু৷ খুবই কম বয়স থেকে অভিনয় করছেন অভিনেত্রী৷ শুধু বাংলা নয়, হিন্দি, ওড়িয়া এবং দক্ষিণের ছবিতেও কাজ করেছেন তিনি৷ এছাড়া দিদি নম্বর ১ সঞ্চালনায় তিনি পেয়েছেন বিপুল জনপ্রিয়তা৷ খ্যাতির চূড়ায় রয়েছেন রচনা৷
এর পাশাপাশি ঘর-সংসার সামলে চলেছেন দক্ষ হাতে৷ ছেলেকে মানুষ করছেন নিজের হাতে৷ এবং সেই মতোই তিনি নিজের কাজ ও সংসার ব্যালেন্স করেছেন৷
এর পাশাপাশি ঘর-সংসার সামলে চলেছেন দক্ষ হাতে৷ ছেলেকে মানুষ করছেন নিজের হাতে৷ এবং সেই মতোই তিনি নিজের কাজ ও সংসার ব্যালেন্স করেছেন৷
এবার দেখার বিষয় ভবিষ্যতে কী হয়৷ ভোটের রেজাল্টে কী প্রতিফলিত হবে এই প্রভাব৷ তার জন্য অপেক্ষা করতে হবে ৪টা জুন পর্যন্ত৷
এবার তিনি জানিয়েছেন তাঁর হাতের আংটির বিষয়ে৷ রয়েছে হীরে, যা তিনি গত ৩০ বছর ধরে পরছেন৷ এটি খ্যাতির জন্য৷ রয়েছে পোখরাজ, রুবি, পান্না ও ক্যাটস আই৷
এবার দেখার বিষয় ভবিষ্যতে কী হয়৷ ভোটের রেজাল্টে কী প্রতিফলিত হবে এই প্রভাব৷ তার জন্য অপেক্ষা করতে হবে ৪টা জুন পর্যন্ত৷
এবার দেখার বিষয় ভবিষ্যতে কী হয়৷ ভোটের রেজাল্টে কী প্রতিফলিত হবে এই প্রভাব৷ তার জন্য অপেক্ষা করতে হবে ৪টা জুন পর্যন্ত৷

Lok Sabha Election 2024: লকেটের সমর্থনে পান্ডুয়ায় মহাগুরু! মিঠুনের ডায়লগে অক্সিজেন মিলল বিজেপি কর্মীদের

হুগলি: মঙ্গলবার পান্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী। সেখানেই নিজের সতীর্থও একসময়ের সহকারী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মহাগুরু। আর মহাগুরু যেখানে সেখানে তার ডায়লগ থাকবে না এমনটা হয়! পান্ডুয়ায় সভার মাঝে মহাগুরু নিজের সিনেমার কিছু ডায়লগ বলেন কর্মী সমর্থকদের আবদার মেটানোর জন্য।

তবে সরাসরি সিনেমার ডায়লগ নয়। মিঠুন চক্রবর্তীর নিজের সিনেমার ডায়লগ তবে তা একটু ঘুরিয়ে নতুন রকম ভাবে। মিঠুন বলেন, সিনেমার ডায়লগ থেকে নাকি হিংসা হচ্ছে। যাই হোক ডায়লগ তো আমি বলবই তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলব।মিঠুন এরপর শুরু করেন ডায়লগ,, আমি জলঢোঁড়াও নই বেলে বোড়াও নই।আমি এইরকম একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসে।

দর্শকরা আবদার করে ‘দাদা মারব এখানে’-টা হোক। মিঠুন সেই ডায়লগ ঘুরিয়ে বলেন, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের জলন জ্বলবে এখানে। আমি তুফান বছরে এক আধ বার আসি, তবে এবার প্রত্যেকবার আসবো আপনাদের সঙ্গে দেখা করতে। আমি খবর পড়ি না খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি।’

মিঠুন যখন সভায় উপস্থিত হন তাকে মোবাইল ফ্ল্যাশ জালিয়ে স্বাগত জানানো হয়। নিজের একসময়ের সহকর্মী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশে মিঠুন চক্রবর্তী বলেন, লকেট ও মিঠুন তারা একসঙ্গে অনেক সিনেমা করেছেন। নিজের কাজে অত্যন্ত সুপটু লকেট চট্টোপাধ্যায়। একসঙ্গে যেমন তাঁরা সিনেমা করেছেন, সেই মতো সিনেমার বাইরেও তারা একসঙ্গে অনেক কাজ করেছেন, এখনও করছেন। এমপি হয়ে দিল্লির লোকসভায় লকেটকে যখন পাঠানো হয়েছিল সেখানেও নিজের কাজ পরিপাটি ভাবে গুছিয়ে করেছেন । তাই এই লোকসভা নির্বাচনে আবারও লকেটকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন মহাগুরু।

রাজনৈতিক বক্ত্যবের পাশাপাশি তার বাংলা সিনেমার ডায়লগ ও একাধিক জনপ্রিয় গান গেয়ে শোনান মহাগুরু। তবে তার গোটা বক্তব্যে প্রথম থেকে শেষ পর্যন্ত তার আরেক সহকর্মী ও তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও উল্লেখ করেননি মিঠুন চক্রবর্তী। বরং নাম না উল্লেখ করেই একাধিকবার আক্রমণ নিয়ে আসেন জনপ্রিয় অভিনেতা ও বিজেপির কর্মকর্তা মহাগুরু ওরফে মিঠুন চক্রবর্তী।

রাহী হালদার

Weather: উত্তর-উপকূলের জেলায় জেলায় আজও ঝড়বৃষ্টি, দক্ষিণে কতটা চড়বে পারদ? জানুন পূর্বাভাস

*উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। শুক্রবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। উপরের দিকের পাঁচ জেলাতেই ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ফাইল ছবি। 
*উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। শুক্রবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। উপরের দিকের পাঁচ জেলাতেই ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ফাইল ছবি।
*বৃষ্টি বেশি হবে দার্জিলিং ও কালিম্পংয়ে পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ফাইল ছবি। 
*বৃষ্টি বেশি হবে দার্জিলিং ও কালিম্পংয়ে পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ফাইল ছবি।
*বুধবার উত্তরবঙ্গের আকাশ পরিস্কার, চড়ছে পারদ। সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। উষ্ণতার প্রভাব পাহাড়েও। ফাইল ছবি। 
*বুধবার উত্তরবঙ্গের আকাশ পরিস্কার, চড়ছে পারদ। সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। উষ্ণতার প্রভাব পাহাড়েও। ফাইল ছবি।
*দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া বাড়বে গরম। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শনিবারের মধ্যে। বৃষ্টি হলেও পাহাড়েও গরমের ছোঁয়া।
*দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া বাড়বে গরম। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শনিবারের মধ্যে। বৃষ্টি হলেও পাহাড়েও গরমের ছোঁয়া।
*শুক্রবার বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
*শুক্রবার বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
*শিলিগুড়ি: শিলিগুড়িতে চড়া রোদ রয়েছে। পারদ ঊর্ধমুখী। সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। ফাইল ছবি। 
*শিলিগুড়ি: শিলিগুড়িতে চড়া রোদ রয়েছে। পারদ ঊর্ধমুখী। সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। ফাইল ছবি।
*দার্জিলিং: পরিস্কার আকাশ দার্জিলিংয়ের। হালকা মেঘ রয়েছে শৈলশহরের আকাশে। তাপমাত্রা সর্বোচ্চ ২০-২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি। হালকা ঠান্ডার আমেজ রয়েছে। ফাইল ছবি। 
*দার্জিলিং: পরিস্কার আকাশ দার্জিলিংয়ের। হালকা মেঘ রয়েছে শৈলশহরের আকাশে। তাপমাত্রা সর্বোচ্চ ২০-২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি। হালকা ঠান্ডার আমেজ রয়েছে। ফাইল ছবি।
*কালিম্পং: রোদ ঝলমলে আকাশ পাহাড়ের এই শহরের। তাপমাত্রার গ্রাফ ঊর্ধমুখী। ন্যূনতম তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে। ফাইল ছবি। 
*কালিম্পং: রোদ ঝলমলে আকাশ পাহাড়ের এই শহরের। তাপমাত্রার গ্রাফ ঊর্ধমুখী। ন্যূনতম তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে। ফাইল ছবি।
*জলপাইগুড়ি: জলপাইগুড়িতে রোদ ঝলমলে পরিস্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*জলপাইগুড়ি: জলপাইগুড়িতে রোদ ঝলমলে পরিস্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*ডুয়ার্স: ডুয়ার্সে পরিষ্কার আকাশ। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*ডুয়ার্স: ডুয়ার্সে পরিষ্কার আকাশ। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*আলিপুরদুয়ার: রোদ ঝলমলে উজ্জ্বল আবহাওয়া আলিপুরদুয়ারের। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*আলিপুরদুয়ার: রোদ ঝলমলে উজ্জ্বল আবহাওয়া আলিপুরদুয়ারের। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*কোচবিহার: পরিষ্কার রৌদ্রজ্বল আকাশ কোচবিহারের। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*কোচবিহার: পরিষ্কার রৌদ্রজ্বল আকাশ কোচবিহারের। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*উত্তর দিনাজপুর: পরিষ্কার আকাশ উত্তর দিনাজপুরের। সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। পারদ চড়ছে হুড়মুড়িয়ে। ফাইল ছবি। 
*উত্তর দিনাজপুর: পরিষ্কার আকাশ উত্তর দিনাজপুরের। সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। পারদ চড়ছে হুড়মুড়িয়ে। ফাইল ছবি।
*ইসলামপুর: পরিস্কার রোদ ঝলমলে আকাশ ইসলামপুরের। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*ইসলামপুর: পরিস্কার রোদ ঝলমলে আকাশ ইসলামপুরের। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*গঙ্গারামপুর: পরিষ্কার আকাশ গঙ্গারামপুরের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*গঙ্গারামপুর: পরিষ্কার আকাশ গঙ্গারামপুরের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*দক্ষিণ দিনাজপুর: পরিষ্কার রৌদ্রজ্বল আকাশ বালুরঘাটের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। ফাইল ছবি।
*দক্ষিণ দিনাজপুর: পরিষ্কার রৌদ্রজ্বল আকাশ বালুরঘাটের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। ফাইল ছবি।

Bengal Heatwave: ফের চড়চড়িয়ে উঠছে পারদ! সপ্তাহান্তে তাপপ্রবাহের আতঙ্ক? তারই মাঝে গভীর ঘূর্ণাবর্ত-নিম্নচাপ থেকে নয়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা?

পশ্চিমের রাজ্যগুলিতে বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। গরম হাওয়ার প্রবাহ থাকবে রাজস্থান থেকে বাংলা পর্যন্ত। আগামিকাল, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব এবং মধ্যপ্রদেশে।
পশ্চিমের রাজ্যগুলিতে বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। গরম হাওয়ার প্রবাহ থাকবে রাজস্থান থেকে বাংলা পর্যন্ত। আগামিকাল, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব এবং মধ্যপ্রদেশে।
বৃহস্পতিবার থেকে পশ্চিমের গরম হওয়ার দাপট বাড়বে। সঙ্গে আর্দ্রতাজনিত কারণে সপ্তাহান্তে অস্বস্তি চরমে উঠবে। শুষ্ক আবহাওয়া আর গরমের দাপট বাড়বে।
বৃহস্পতিবার থেকে পশ্চিমের গরম হওয়ার দাপট বাড়বে। সঙ্গে আর্দ্রতাজনিত কারণে সপ্তাহান্তে অস্বস্তি চরমে উঠবে। শুষ্ক আবহাওয়া আর গরমের দাপট বাড়বে।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উপরের দিকের জেলায়। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উপরের দিকের জেলায়। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।
দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু। আগামী পাঁচ দিনে পারদ শুধুই উপরে উঠবে। শনিবারের মধ্যে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরতে পারে বেশ কিছু জেলাতে।
দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু। আগামী পাঁচ দিনে পারদ শুধুই উপরে উঠবে। শনিবারের মধ্যে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহের শেষে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরতে পারে বেশ কিছু জেলাতে।
শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে।
শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। শুক্রবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। উপরের দিকের পাঁচ জেলাতেই ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। শুক্রবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। উপরের দিকের পাঁচ জেলাতেই ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি।
বৃষ্টি বেশি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
বৃষ্টি বেশি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও বিদর্ভ এবং আরব সাগরে। দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি তাপ সঞ্চালন কেন্দ্র তৈরি হওয়ার সম্ভাবনা, সঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে, যদিও সেই সম্ভাবনা এখনও পর্যন্ত খুব কম বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও বিদর্ভ এবং আরব সাগরে। দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি তাপ সঞ্চালন কেন্দ্র তৈরি হওয়ার সম্ভাবনা, সঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে, যদিও সেই সম্ভাবনা এখনও পর্যন্ত খুব কম বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে ১৯ মে, রবিবার। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার ১৭ মে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে ১৯ মে, রবিবার। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার ১৭ মে।
দক্ষিণবঙ্গে অস্বস্তিদায়ক রাত ও দিন। শুষ্ক আবহাওয়া ও গরম ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ পেরবে। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। উপকূলের কয়েকটি জেলাতে সন্ধে বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে অস্বস্তিদায়ক রাত ও দিন। শুষ্ক আবহাওয়া ও গরম ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ পেরবে। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। উপকূলের কয়েকটি জেলাতে সন্ধে বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
বুধবার থেকে শুষ্ক আবহাওয়া শুকনো গরম। শনিবারের মধ্যে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ পেরিয়ে যাবে। কোথাও কোথাও ৪২ ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে।
বুধবার থেকে শুষ্ক আবহাওয়া শুকনো গরম। শনিবারের মধ্যে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে জেলায় জেলায়। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ পেরিয়ে যাবে। কোথাও কোথাও ৪২ ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে।
উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া, বাড়বে গরম। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শনিবারের মধ্যে। বৃষ্টি হলেও পাহাড়েও গরমের ছোঁয়া।
উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া, বাড়বে গরম। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শনিবারের মধ্যে। বৃষ্টি হলেও পাহাড়েও গরমের ছোঁয়া।
শুক্রবার বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবার বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় সকাল থেকেই গরম ও অস্বস্তি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে।
কলকাতায় সকাল থেকেই গরম ও অস্বস্তি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে।
বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক ও গরম আবহাওয়া সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।
বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক ও গরম আবহাওয়া সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।