Category Archives: হাওড়া
Rescue Mock Drill: হঠাৎ গ্যাসলিক করলে কী করবেন? দেখুন উদ্ধারকাজের মক ড্রিলের ছবি
Train Accident: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, হাওড়া থেকে আজ বাতিল কোন রুটের কোন ট্রেন? রইল তালিকা
হাওড়া: ভোররাতে মুম্বই মেল দুর্ঘটনার হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল। পাশাপাশি নিয়ন্ত্রণও করা হয়েছে বেশ কিছু ট্রেন। শুরু হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফে খোলা হয়েছে হেল্প ডেস্ক। মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ড-চক্রধরপুর রেলওয়ে মণ্ডলের বাদাবাম্বুর কাছে হাওড়া-সিএসটিএম ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ছেড়ে মুম্বই যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটে ভোর ৩ টে ৪৫ মিনিট নাগাদ। ঘটনায় ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। এই রুটে বহু দূরপাল্লার ট্রেন যাতায়াত করে প্রতিদিন। সেরকমই একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা:
22861 হাওড়া–কাটপাডি এক্সপ্রেস
08015/18019 খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস
12021/12022 হাওড়া – বারবিল – হাওড়া এক্সপ্রেস
13512/13511 আসানসোল – টাটা- আসানসোল এক্সপ্রেস
22861 হাওড়া- টিটাগড় কান্তাবানজি এক্সপ্রেস
08015/18019 খড়্গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস
12021/12022 হাওড়া-বারাবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস
আরও পড়ুনঃ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেস, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
যে সব ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে:
12262 হাওড়া-ছত্রপতি শিবাজী দুরন্ত এক্সপ্রেস
12130 হাওড়া- পুনে এক্সপ্রেস 18005-হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস
12834 হাওড়া- আমেদাবাদ এক্সপ্রেস
18477 পুরী-হৃষিকেশ এক্সপ্রেস
18029 লোকমান্য তিলক কুরলা- শালিমার এক্সপ্রেস
12859 ছত্রপতি শিবাজী-হাওড়া এক্সপ্রেস
12833- আমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস
13288 আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস- (আসানসোল- জয়চণ্ডী পাহাড়- বোকারো- রাউরকেল্লা হয়ে ঘুরে যাবে ট্রেনটি)
রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ট্রেনে থাকা ৮০ শতাংশ যাত্রীকে বাসে করে চক্রধরপুর স্টেশনে নিয়ে আসা হয়েছে। বাকি ২০ শতাংশ যাত্রীকে স্পেশ্যাল ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় ২ যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের চক্রধরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্রধরপুর স্টেশন থেকে সকাল সাড়ে দশটা নাগাদ স্পেশ্যাল ট্রেন রওনা দেবে যাত্রীদের নিয়ে।
রাকেশ মাইতি
Train Incident: শিয়ালদহের পর এবার হাওড়া, বন্ধ ট্রেন চলাচল, অবরোধ যাত্রীদের! কী ঘটল?
হাওড়া: ফের সমস্যার জেরে বন্ধ ট্রেন চলাচল। গতকালই আগুনের আতঙ্কে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার ওভার হেড তার ছিঁড়ে হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল বন্ধ হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ পূর্ব শাখার হাওড়া থেকে আমতা যাওয়ার সময় আমতা লোকালের ওইচির ধাক্কায় তার ছিঁড়েই হয় বিপত্তি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ওভার হেড তার ছিঁড়ে একই ভাবে বিপন্ন হয়েছিল হাওড়া লাইনের ট্রেন চলাচল। আজ ফের ট্রেন চলাচলা বিঘ্ন হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।
অনিয়মিত ট্রেন চলাচল এর প্রতিবাদে রেল অবরোধ যাত্রীদের। যার জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার ট্রেন চলাচল ব্যাহত। যাত্রীদের অভিযোগ, রক্ষনা বেক্ষনের কারণেই এই সমস্যা। হাওড়া আমতা শাখার সন্তোষপুর এলাকায় দাঁড়িয়ে ট্রেন। ভোগান্তির স্বীকার যাত্রীরা।
গতকালই শিয়ালদহ শাখায় আগুনের আতঙ্কে ব্যহত হয় ট্রেন চলাচল। দুপুরে ডায়মন্ড লোকালে আগুন লাগে। । প্ল্যাটফর্মের যাত্রীরা আগুন দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েব। শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুর গ্রামে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বারুইপুর লক্ষীকান্তপুর নামখানা কাকদ্বীপগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে রেল নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাকি যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে।
Howrah News: সারা বছর জমা জলের সমস্যায় জেরবার আন্দুলের এই এলাকা
হাওড়া: বছরের পর বছর ধরে জমা জল! দুর্ভোগের শিকার আন্দুল গ্রাম পঞ্চায়েতের আরগড়ি রায় পাড়ার মানুষ। সমস্যায় কয়েক হাজার মানুষ, দিন যত গড়াচ্ছে সমস্যা আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। হাওড়ার এই এলাকার চিত্র দেখে মনে হবে মানুষের বাড়ি নয়, মানুষ পুকুরে বাস করছেন। কিন্তু ব্যাপারটা তেমন নয়| এখানে মানুষের দুর্ভোগ লেগেই রয়েছে। আমরা কথা বলছি আন্দুল গ্রাম পঞ্চায়েতের আরগড়ি রায়পাড়া এলাকায় যেখানে জলমগ্ন বহু বাড়ি। কোথাও আবার সারা বছর জল মানুষ এক বুক জল পার করেই দিন কাটাচ্ছে। গত কয়েক বছর এই সমস্যা। জলে মিশে রয়েছে কলকারখানার আবর্জনা । ঘা,চুলকানি জ্বর-সর্দি কাশি লেগে রয়েছে । সঙ্গে রয়েছে সাপ পোকামাকড়ের উপদ্রব। যত দিন যাচ্ছে সমস্যা আরও জটিল হচ্ছে।
আরও পড়ুন: প্রায় ৬ হাজার দুষ্প্রাপ্য পুঁথি ডিজিটাইজেশনের কাজ শুরু হাওড়ায়
বারংবার জানালেও সমস্যা সমাধান হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। কয়েক হাজার পরিবার জল যন্ত্রণায় কাতর। অভিযোগ এই সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয় পঞ্চায়েত ও বিভিন্ন দফতরে জানিয়েও মেলেনি সুরাহা বলে অভিযোগ স্থানীয়দের। এই সমস্যা প্রায় ১২-১৪ বছর যাবৎ দিন যত গড়াচ্ছে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। একবার বৃষ্টি হলে সেই জল থাকে সপ্তাহ ব্যাপী, কার্যত বছরে প্রায় ৯-১০ মাস জলমগ্ন এলাকা। জল থৈ থৈ রাস্তা ঘাট মানুষের ঘর বাড়ি খেলার মাঠ সর্বত্র। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান দীর্ঘদিন সেই সমস্যা। নিচু ওই এলাকার পাশ দিয়ে জাতীয় সড়ক যাবার ফলে নিকাশি বাধা প্রাপ্ত হয়েছে, তাতেই সমস্যা বেড়েছে। যদিও আন্দুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিকাশি বহাল রাখার কাজ শুরু হয়েছে | খুব দ্রুত মানুষের সমস্যা সমাধান ঘটবে বলেই আশাবাদী পঞ্চায়েত প্রধান |
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি
Howrah News: প্রায় ৬ হাজার দুষ্প্রাপ্য পুঁথি ডিজিটাইজেশনের কাজ শুরু হাওড়ায়
হাওড়া: দুষ্প্রাপ্য পুঁথির সংরক্ষণে কাজ শুরু! প্রায় ৬ হাজার পুঁথি ডিজিটালাইজেশনের উদ্যোগ নিল হাওড়া সংস্কৃতি সাহিত্য সমাজ। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সাহায্যে হাওড়ার সাবেক চতুষ্পাঠীতে থাকা প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি তা ডিজিটাইজ করার উদ্যোগ নিয়েছে হাওড়া সংস্কৃতি সাহিত্য সমাজ। প্রায় ৬০০০ পুরনো পুঁথি ডিজিটালাইজেশনের উদ্যোগ নিল তাঁরা। তালিকায় রয়েছে মহাভারতের উপর অর্জুন মিশ্রের সম্পূর্ন টীকা, জয়দেবের রতিশাস্ত্রের মতো বহু দুষ্প্রাপ্য ও অমুদ্রিত পুঁথি। এগুলির ডিজিটাইজেশন সম্পূর্ণ হলে গবেষকদের কাজের নতুন দিগন্ত খুলে যাবে বলে জানান,হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সম্পাদক ড. দেবব্রত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: মাঝগঙ্গায় প্রবল ঢেউ, আছড়ে পড়ল লঞ্চ! ভাইরাল ভিডিও-র আসল কারণ জানলে অবাক হবেন
হাওড়ার পি ১৪ হরেন্দ্রনাথ ঘোষ সরণিতে রয়েছে হাওড়া সংস্কৃতি সাহিত্য সমাজ। ১৯৩৭ সালে যার প্রতিষ্ঠা হয়। গ্রন্থাগার দিয়ে শুরু পথচলা। এরপর শুরু হয় প্রাচীন দুর্মূল্য পুঁথি সংগ্রহের কাজ। হাওড়ার বিভিন্ন পন্ডিতদের লেখা প্রায় ছয় হাজার পুঁথি স্থান পেয়েছে এই সংগ্রহশালায়। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সমস্ত পুঁথি এবার ডিজিইজেশনের কাজ শুরু করেছে হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ। কোলকাতার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের সাহায্যে এই কাজ হচ্ছে। এখানে যেমন রামায়ন মহাভারতের ওপর লেখা পুঁথি যেমন রয়েছে তেমনি পুরান,দর্শন ও ব্যাকরণ সহ বিভিন্ন বিষয়ের ওপর লেখা পুঁথি। দেশ বিদেশের গবেষকরা এখানে আসেন গবেষণার কাজ ।কিন্তু হাতে হাতে ব্যবহার করলে এগুলো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে । তাই এগুলোর ডিজিটাইজেশন করা জরুরী হয়ে পড়ে।
আরও পড়ুন: হাওড়ায় উদ্ধার ছোট্ট বাঘরোল, পাঁচিলের ওপর হাঁটতে গিয়ে পড়ে যায় শাবকটি
হাওড়ার সংস্কৃত সাহিত্য সমাজে এই কাজের অগ্রগতি ইতিমধ্যে খতিয়ে দেখেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র, হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সম্পাদক ড. দেবব্রত মুখোপাধ্যায় ও অন্যতম সহ-সভাপতি তথা পুঁথি বিশেষজ্ঞ অধ্যাপিকা ড. রত্না বসু । হাওড়া সংস্কৃতি সাহিত্য সমাজের সম্পাদক দেবব্রত মুখোপাধ্যায় জানান এখানে বহু পুঁথি রয়েছে যেগুলো এখনও অমুদ্রিত। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার থেকে তিনটি স্টিলের আলমারিও এই কাজের জন্য প্রদান করা হয়েছে। লক্ষ্য এই প্রাচীন পুঁথিগুলিতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ভবিষ্যতে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের তরফ থেকে একটি ওয়েবসাইট তৈরি করা হবে, যেখানে পাঠক ও গবেষকরা পুঁথিগুলি পড়তে পারবেন ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি
Howrah Accident: হাওড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে ১২ জন!
হাওড়া: হাওড়ায় বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে ১২ জন! সোমবার সপ্তাহের শুরু, তখন সকলে ব্যস্ত অফিস মুখী। সেই সময়ে ১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় আহত একাধিক। ঘটনাটি ঘটে ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে সামান্য দূরত্বে। বাসে থাকা পুরুষ মহিলা উভয় মিলে রক্তাত্ব প্রায় ১২ জন যাত্রী।
পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি বাস কলকাতার দিক থেকে উলুবেড়িয়া অভিমুখে যাওয়ার পথেই দুর্ঘটনা। একটি ধুলাগড়-শিয়ালদহ বাস ধুলাগড় আসছিল। সেই সময় কলকাতার দিক থেকে শ্যামবাজার-বাগনান রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে ধাক্কা মারে।
আরও পড়ুনDigha News: দিঘায় হল মহা সর্বনাশ! সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ে যা হল…
এই ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়। তাদের অনেকের মাথা ফেটে যায়, হাতে, পায়ে এবং বুকে আঘাত পায়। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। জানা যায় সেখানে বেশিরভাগ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুজনের আঘাত গুরুতর। এদিকে দুর্ঘটনা গ্রস্থ বাস দুটিকে পুলিশ আটক করে। দুই বাস চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। রেষারিষির জেরেই এই দুর্ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাকেশ মাইতি
Howrah News: হাওড়ায় উদ্ধার ছোট্ট বাঘরোল, পাঁচিলের ওপর হাঁটতে গিয়ে পড়ে যায় শাবকটি
হাওড়া: উদ্ধার রাজ্য প্রাণী বাঘরোলের ছানা! প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে নানা কারণে বিপাকে পড়ছে বন্যপ্রাণী। বন্যপ্রাণীদের বাসস্থান ছোট হয়ে আসছে। বন জঙ্গল সাফ করে জনবসতি এবং কলকারখানা গড়ে উঠছে। এর ফলেই লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়ে বিপদে পড়ছে। এমন প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। আবার প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে গন্ধগোকুল, বনবিড়াল, গোসাপ, বাঘরোলের মত বিভিন্ন প্রাণী।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত, শুটিংয়ে পদক জিতলেন মনু ভাকের
আবার লোকালয়ে দেখা মিলল মা-সহ বাঘরোলের ছানার। ঘটনাটি ঘটে, বাগনান বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামে। জানা যায়, সন্ধায় একটি বাঘরোল ছানা তার মায়ের সঙ্গে যাবার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায়। শাবকটির পিছন পায়ে চোটও লাগে। কিছু কুকুর তাড়া করায় ছানাটি লোকালয়ে চলে আসে। স্থানীয় যুবক শেখ শফিকুল ছানাটি তুলে এনে খবর দেন এলাকার সমাজসেবী বাপন কোলেকে। বাপন কোলে বাঘরোল টি উদ্ধারের জন্য যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন ধাড়ার সঙ্গে।
সুমন্ত দাস, ইমন ধাড়া এবং বাপন কোলে ঘটনাস্থলে গিয়ে দেখেন বাঘরোল ছানাটি ভীষণ ছোট এবং পায়ের আঘাতও সেরকম গুরুতর নয়। পঞ্চায়েত সদস্য বিক্রম দে ঘটনাস্থলে আসেন। সুমন্ত এবং ইমন গ্রামের কিছু মানুষকে নিয়ে সেই স্থানে যান এবং মা বাঘরোলের খোঁজ শুরু করেন। যেখানে বাঘরোল ছানাটি পাওয়া গিয়েছিল সেই স্থান এবং তার পার্শ্ববর্তী স্থানে বহু চেষ্টা করেও মায়ের কাছে পৌঁছে দেয়া সম্ভব হয়নি ছানা বাঘরোলটিকে। এরপর সেই স্থানে একটি খাঁচায় বাঘরোল শাবক টি রাখা হয়, অপেক্ষা করে যাতে মা এসে ছানাটিকে নিয়ে যায়। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও মা বাঘরোল আসেনি।
আরও পড়ুন: ‘শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃত ভাবে অপমান!’ কলকাতায় ফিরেও অনড় মমতা
এদিকে ফাঁকা জায়গায় ছানা টিকে ছেড়ে দিলে অন্য শিকারি প্রানী মেরে দিতে পারে। তাই বাঘরোল শাবক টি উদ্ধার করে তাঁরা নিয়ে আসেন। ছানাটি দীর্ঘক্ষণ কিছু খাবার খায়নি। তাই তাকে দুধ খাওয়ানো হয়। সুমন্ত এবং ইমন এলাকার মানুষ কে রাজ্য প্রানী বাঘরোলের গুরুত্ব সম্বন্ধে সচেতন করেন। পরে বন বিভাগ উদ্ধার করে বাঘরোল শাবকটিকে গড়চুমুক মিনি জু-তে নিয়ে যায়।
এই প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, এই বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামের কাছেই কালিকাপুর গ্রামে গত তিন বছর আগে তিনটি বাঘরোল কে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষকে আমরা রাজ্য প্রাণী বাঘরোল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পেরেছি। তাই ওলানপাড়া গ্রামের মানুষ এই শাবকটিকে রক্ষা করতে পেরেছে। এই বছরই জানুয়ারি মাসে আমরা মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া দুটি শাবক বাঘরোল কে ছয় ঘণ্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে চেষ্টা করা সত্ত্বেও মা বাঘরোল সারা রাত আসেনি, হয়তো মা বাঘরোল অন্যত্র সরে গেছে। তাই উদ্ধারের প্রয়োজন হল।
Howrah News: মাঝগঙ্গায় প্রবল ঢেউ, আছড়ে পড়ল লঞ্চ! ভাইরাল ভিডিও-র আসল কারণ জানলে অবাক হবেন
হাওড়া: গঙ্গার ভয়ঙ্কর রূপ, উত্তাল নদীর জলে খড় কুটোর মত ভাসছে যাত্রী বোঝাই লঞ্চ! একেবারে হাড় হিম করা দৃশ্য হাওড়ায়। মাঝনদীতে ঢেউয়ে আছড়ে পড়া লঞ্চ থেকে ভেসে আসছে যাত্রীদের আর্তনাদ, এমনই একটি ভিডিও ভাইরাল নেট মাধ্যমে। যদিও এই ঘটনা গত কয়েকদিন আগের। ভিডিও দেখে স্তম্ভিত অনেকেই।
এদিকে এই ঘটনা ভয়ংকর তবে অস্বাভাবিক নয় বলছেন অনেকেই। কারণ প্রকৃতির নিয়মে জোয়ার ভাটা হয় হুগলি বা গঙ্গা নদীতে। গঙ্গা তীরে থাকা মানুষের কাছে অতি পরিচিত ঘটনা। কোটাল মানেই নদীর এমন রূপ হামেশাই দেখা যায়। জোয়ার বা কোটালের সময় কীভাবে যাত্রী বোঝাই লঞ্চ নদীতে ভাসল তা নিয়ে চিন্তিত সবাই। সাধারণত জোয়ার-ভাটার সময় ফেরি পারাপার বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে দিনের নির্দিষ্ট কয়েক মিনিট ফেরি পারাপার নিয়ন্ত্রণ করা হয়।
সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন দুপুরে বেশ কিছু যাত্রী নিয়ে একটি লঞ্চ নদী পারাপার করছিল। হঠাৎ লঞ্চটি জোয়ার বা কোটালের মুখে পড়ে। তাতেই প্রবল জলের ঢেউয়ে লঞ্চটিকে বিপজ্জনক ভাবে ভাসতে দেখা যায়। সে মুহূর্তে লঞ্চ থেকে যাত্রীদের ভয়ংকর চিৎকার শোনা যায়। এমন ঘটনা একাংশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে ফেরি যাত্রীদের মধ্যে। একই সঙ্গে ফেরি পারাপারকারী সংস্থার বিরুদ্ধে যাত্রী সুরক্ষার বিষয়েও নানা প্রশ্ন উঠেছে। কিছু অংশের যাত্রীর ফেরি পারাপার করতেই ভয়ে রয়েছেন। তবে যাত্রীরা নির্ভয়ে পারাপার করতে পারেন, জানাচ্ছে হুগলির পরিবহণ বিভাগ।
আরও পড়ুন- সপ্তাহান্তে দিঘা, মন্দারমণির প্ল্যান? সাবধান! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
এ প্রসঙ্গে হুগলি জলপথ পরিবহণের ডিরেক্টর অজয় দে জানান, এমন ঘটনা মোটেও কাম্য নয়। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যাত্রী সুরক্ষার দিক গুরুত্ব রেখে সময় মেনে হুগলি জলপথ পরিবহন ফেরি পরিষেবা দিয়ে থাকে। যে সংস্থাই হোক, সে এই সময় লঞ্চ চালিয়ে ভুল করেছে। কীভাবে এই সময় যাত্রী নিয়ে নদীতে ভাসল, এই প্রশ্ন তো উঠবেই। তিনি আর বলেন, প্রতিদিন জোয়ার ভাটায় নির্দিষ্ট সময়সূচি ধরে টাইট টেবিল দেওয়া হয়। যে কারণে জোয়ার ভাটা বা কোটালের সময় নির্দিষ্ট কয়েক মিনিট পারাপার বন্ধ থাকে। নির্দেশিকায় পুঙ্খানুপুঙ্খ ভাবে কোথায় কোন ঘাটে ঢেউ বেশি থাকবে তা উল্লেখ করা থাকে। সেই মতোই হুগলি জলপথ পরিবহণ ফেরি পারাপার করে থাকে। তিনি আরও জানান, ‘ভয়ংকর বিপদ থেকে রক্ষা মিলেছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমস্ত ফেরি পারাপারকারী সংস্থা সতর্ক থাকুক।’