Category Archives: উত্তর ২৪ পরগণা

North 24 Parganas News: ঘর ফিরে পেতে আমরণ অনশনে মেয়ের সঙ্গে মমতাবালা, ঠাকুরবাড়িতে নতুন নাটক

ঠাকুরনগর: পৈত্রিক ভিটে ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে! জানিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। অনশনে বসেছেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর ও মতুয়া ভক্তরা। সঙ্গে যোগ দিয়েছেন মমতা ঠাকুর নিজেও।

জানা গিয়েছে, পৈতৃক ভিটে বাড়ি থেকে অন্যায় ভাবে উচ্ছেদের অভিযোগে এনে ভিটে ফিরে পাওয়ার দাবি নিয়ে ঠাকুর বাড়িতে এই অনশন। মতুয়া ধর্ম মেলা চলাকালীন বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঢুকেছিলেন শান্তনু ঠাকুর। সেই সময়ের ছবি সংবাদ মাধ্যমে দেখেছিল গোটা রাজ্য সহ মতুয়া ভক্তরা। পরে সেই ঘরে তালা দিয়ে দেন শান্তনু। বড়মা বীণাপাণি দেবীর পাশের ঘরে থাকতেন মমতা ঠাকুর ও তার মেয়ে মধুপর্ণা।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ আমতার সভায় ঘোষণা শাহের, বিড়ম্বনায় বিজেপি

এই ঘটনায় মমতা ঠাকুর অভিযোগ তুলেছিলেন শান্তনু ঠাকুর তার ঘর থেকে তাকে বিতাড়িত করেছে। তাই পৈতৃক ভিটেতে নিজেদের বাসস্থান ফিরে পেতে, বড় মা বীণাপাণি দেবীর ঘরের পাশে একটি খাটিয়া পেতে মধুপর্ণা ঠাকুর অনশনে বসেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমরা মেয়ে বলে কি নিজের বাবার সম্পত্তির উপরে অধিকার থাকবে না?’ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মমতাবালা ঠাকুর সুর জড়িয়ে তিনি বলেন, ‘উনি সাংসদ হওয়ার পর থেকেই চরম অত্যাচার শুরু করেছেন ঠাকুরবাড়ির উপরে।’

যদিও শান্তনু ঠাকুর গোটা ঘটনার দায় ভক্তদের উপর চাপিয়ে বলেছেন, ‘ভক্তরাই ঠাকুর বাড়ির দেবোত্তর সম্পত্তি থেকে দখল করে রাখা ঘর উদ্ধার করেছেন।’ এখন পৈতৃক ভিটে ফিরে পাওয়া নিয়ে এই অনশনের কী পরিণতি হয়, সেদিকেই তাকিয়ে মতুয়া ভক্তরা৷ বনগাঁয় ভোটের ঠিক মুখে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির এই অভ্যন্তরীণ লড়াই অন্য মাত্রা পেয়েছে৷

Rudra Narayan Roy

Lok Sabha Election 2024: ‘হিরণ যত আক্রমণ করবে…’, ঘাটাল নিয়ে নিশ্চিন্ত, প্রতিপক্ষকে পরামর্শ দেবের

উত্তর ২৪ পরগনা: পঞ্চম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। আর তার আগেই তৃণমূলের প্রচারে ঝড় তুলতে প্রার্থীদের হয়ে এ দিন ওই দুই কেন্দ্রে রোড শো করতে আসলেন টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। প্রচারের ফাঁকেই অবশ্য নিজের কেন্দ্র ঘাটাল নিয়েও মুখ খোলেন দেব৷ প্রধান প্রতিপক্ষ বিজেপি-র হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে দেবের জবাব, ‘ও যত আমাকে আক্রমণ করবে, তত আমার ভোট বাড়বে৷’

এ দিন পার্থ ভৌমিকের হয়ে ব্যারাকপুরের আমডাঙার দত্তপুকুরে রোড শো করেন বাংলার এই সুপারস্টার। এরপর, বনগাঁ লোকসভা কেন্দ্রের গোবরডাঙায় পৌঁছন অভিনেতা। সেখানেও সারেন রোড শো। সিনেমার পর্দায় দেখা অভিনেতাকে চাক্ষুষ একবার দেখতে যেন জনসমুদ্র তৈরি হয় জেলার নানা জায়গায়।

দত্তপুকুরের বল খেলার মাঠে নামে দেবের হেলিকপ্টার। তারপর সেখান থেকে গাড়িতে উঠে অগণিত ভক্তদের মাঝে রোড শো করেন দীর্ঘ কয়েক কিলোমিটার। সঙ্গে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকও। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের পাশাপাশি বয়স্ক মানুষজনও অভিনেতা দেবকে দেখতে নামেন রাস্তায়।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ আমতার সভায় ঘোষণা শাহের, বিড়ম্বনায় বিজেপি

এরপর, গোবরডাঙা কালী মন্দির মাঠে বিশ্বজিৎ দাসের হয়ে প্রচার সারেন দেব। হেলিকপ্টার থেকে নেমেই মাঠের চারপাশে থাকা অগণিত ভক্তদের উন্মাদনা দেখে সারা মাঠ প্রদক্ষিণ করেন অভিনেতা এই সাংসদ। কেউ মেলালেন হাত, কেউ আবার গোলাপ দিয়ে বরণ করলেন দেবকে। অনেকেই আবার খাতা পেন নিয়ে সুযোগ পেতেই নিলেন অটোগ্রাফ। তারপরই গাড়িতে উঠে রোড শোয়ে বেরোন তৃণমূলের এই অভিনেতা সাংসদ।

এ দিন ভালবাসা দিয়ে ভোট জয়ের কথাই শোনা গেল অভিনেতা সংসদ দেবের গলায়। পাশাপাশি এই দিন ঘাটালের বিজেপি প্রার্থী হিরনকে কটাক্ষ করে দেব বলেন, ‘হিরণ যত প্রচার করছে তত আমার লাভ হচ্ছে। ও যত আমাকে আক্রমণ করবে, তত আমার ভোট বাড়বে৷ কারণ আমি বিশ্বাস করি কটূ কথা বলে ভোটে জেতা যায় না৷ অন্তত ঘাটালে তো নয়৷ তবে এটা ওর দোষ না, হিরণ ভাবছে হয়তো এ ভাবেই ভোটে জেতা যায়৷ ‘ পাশাপাশি এ দিন দেব জানান আগের থেকেও আরও অনেক বেশি মার্জিনে জিতবেন তিনি। দেবের এ দিনের জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তা তৈরি করা হয় প্রশাসনের তরফে। সব মিলিয়ে এ দিনের তারকা প্রচারে রীতিমতো হিট তৃণমূল কংগ্রেস।

Rudra Narayan Roy

North 24 Parganas News: কলকাতার স্মার্ট সিটিতে এক অ্যাপেই হবে সব কাজ! আসছে বিশেষ সুবিধা, না জানলেই মিস

উত্তর ২৪ পরগনা: কলকাতার স্মার্ট সিটিতে এক অ্যাপেই হবে সব কাজ! ওয়ান সিটি ওয়ান অ্যাপে সার্ভিস দেওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে এই আধুনিক অ্যাপ্লিকেশন। গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। তারপর সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ইন্টারফেসে ঢুকে প্রয়োজনীয় সমস্ত কাজই করা যাবে। থাকবে সব পরিষেবার খবরও। সঙ্গে কোনও অভিযোগ জানাতে চাইলে তারও সুবিধা মিলবে এখানে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, মাত্র ১৫ বছর বয়সে আধুনিক, নিরাপদ ও দ্রুত নাগরিক পরিষেবায় নজির গড়েছে নিউ টাউন উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ। সাইকেল চালানোর জন্য আলাদা লেন তৈরি, ই-বাইক, ম্যানহোল পরিষ্কারে রোবট ব্যবহার আবার ড্রোন উড়িয়ে মশা মারার তেল ছড়ানো-সহ নানা ক্ষেত্রেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সকলের নজর কেড়েছে। তারপরও বহু সময় এই স্মার্ট সিটির নাগরিকদের নানা অভিযোগেরও সমাধান করতে হয় এনকেডিএ-কে। তাই এই এলাকার নাগরিকদের নানা সমস্যা ও কৌতূহলের সমাধান করতে, এক ছাদের তলায় সমস্ত পরিষেবা নিয়ে আসতেই নতুন এই অ্যাপ আনার ভাবনা বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন – হাতে সময় মাত্র দু’ঘণ্টা! রাজ্যের তিন জেলায় আসছে বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার দাপট

আরও পড়ুন – মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদি, গোটা বারাণসী জুড়েই সাজোসাজো রব

স্মার্ট সিটি মিশন প্রকল্পে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওষুধের দোকান, হাসপাতাল, সিনেমা হল, খাবারের দোকান, বিনোদন পার্ক, মেলার মাঠ, এটিএম, ব্যাঙ্ক, বাসস্টপ, ইভি চার্জিং স্টেশন থেকে শুরু করে যাবতীয় সবকিছুর এক নিমেষে হদিশ মিলবে এই অ্যাপ্লিকেশনে। অ্যাপের সাহায্যে ভিন রাজ্যের বা বিদেশ থেকে কেউ নিউটাউনে এলে, এখানকার সব কিছুর খোঁজ পাবেন তিনিও। ওয়েবেল টেকনোলজিস লিমিটেড (ডব্লিউটিএল) এই অ্যাপ তৈরি করছে বলেই জানা গিয়েছে। অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব তাড়াতাড়ি নিউ টাউনের বাসিন্দারা এই অ্যাপ ব্যবহারের বিশেষ সুবিধা লাভ করবেন। ফলে, স্মার্ট সিটি হয়ে উঠবে আরও স্মার্ট।

Rudra Narayan Roy

North 24 Pargana News: থমথমে সন্দেশখালির কাটপোল, নতুন করে ফের উত্তেজনা ছড়াল বাগদি পাড়ায়

বসিরহাট: থমথমে সন্দেশখালির কাটপোল এলাকা, উত্তেজনা ছড়ালো বাগদি পাড়ায়। সন্দেশখালি আছে সন্দেশখালিতেই। কোনও ভাবেই শান্ত হচ্ছে না সন্দেশখালি। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হতেই অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গতকাল কাঠপোল বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এরপর পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনার পর মঙ্গলবার থমথমে পরিবেশ সন্দেশখালির কাটপোল বাজার এলাকা। অপরদিকে গতকাল শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়ালো সন্দেশখালির বাগদিপাড়া এলাকায়।

আরও পড়ুন: ‘১৯৫-২০০ এর মধ্যে থাকবে BJP’, আর ইন্ডিয়া জোট…? ‘রেজাল্ট’ নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী

ঘটনায় তৃণমূল বিজেপি দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। বিজেপির দাবি তৃণমূল এই ঘটনা ঘটিয়ে পুলিশ দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে৷ তারই প্রতিবাদে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বাগদিপাড়া এলাকা।- গত কয়েকদিন এভাবেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি।

গত কয়েক মাস ধরে সন্দেশখালির মহিলাদের বিক্ষোভের জেরে কোণঠাসা হয়ে গিয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছিল। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হতেই মাঠে নামে তৃণমূল। এই ঘটনার পর ফের তৃণমূল ও বিজেপির উভয় পক্ষের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। নির্বাচন যত এগিয়ে আসছে নতুনভাবে উত্তাপ ছড়াচ্ছে সন্দেশখালিতে।

জুলফিকার মোল্যা

Lok Sabha Election 2024: কোদালিয়া নদী যেন আজ ধু ধু মাঠ! প্রাণ ফেরানোর প্রতিশ্রুতি প্রার্থীর

উত্তর ২৪ পরগনা: একসময়ের স্রোতস্বিনী নদী আজ বদলেছে মাঠে, চড়ছে গরু। তাই নামে নদী হলেও নাব্যতা হারিয়ে এখন মাঠের রূপ ধারণ করেছে সীমান্ত শহর বনগাঁর কোদালিয়া নদী।

এলাকার প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এই নদীতে জল থাকলেও দীর্ঘদিন ধরে কচুরিপানার কারণে নদীর স্রোত হারিয়ে গিয়েছে। শৈশবের সেই সময়ের কথা বলতে গিয়েও আজ‌ও রীতিমত আবেগতাড়িত হয়ে পড়েন স্থানীয় প্রবীণরা। উত্তর ২৪ পরগনা জেলার বাগদার কুমোরখোলা হুদাপাড়া এলাকার এই হারিয়ে যাওয়া নদীর প্রাণ ফেরানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ৬১ বছরের শান্তি জাতীয় মিটে তিন হাজার মিটারে দৌড়বেন!

এখন রীতিমত এই নদীর বুকের উপর দিয়ে হেঁটে পারাপার করেন দু’পারের বাসিন্দারা। শুধু তাই নয়, নদী শুকিয়ে যাওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন কৃষকেরা। কর্মহীন হয়ে পড়েছেন বহু মৎস্যজীবীও। আবারও এই নদী ফিরে পাক স্রোত, চাইছেন সীমান্ত এলাকার মানুষজন। যদিও বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদকেই দায়ী করেছেন বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও স্থানীয় সংসদ তথা এবারেরও বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কোদালিয়া নদী সংস্কারে কোন‌ওরকম উদ্যোগী হননি।

তৃণমূল প্রার্থী বিশ্বজিৎবাবু জানিয়েছেন তিনি জয়ী হলে ইছামতি, কোদালিয়া, যমুনা নদী সংস্কারে বিশেষ পদক্ষেপ করবেন। এই নদীর বাংলাদেশের সঙ্গে সংযোগ রয়েছে। ফলে পুনরায় এই নদী আবারও জলে ভরে উঠলে, স্রোত ফিরে পেলে পরিবেশ রক্ষার পাশাপাশি বহু মানুষের জীবন জীবিকাও সুরক্ষিত থাকবে বলেই মত এলাকাবাসীদের।

রুদ্রনারায়ণ রায়

Bangla Video: সুন্দরবনের নদীতে ইলিশ বাড়বে?

উত্তর ২৪ পরগনা: সুন্দরবনের নদী ও জলজ প্রাণীর বাস্তুতন্ত্র পরীক্ষায় এল বিশেষ প্রতিনিধি দল। সুন্দরবনের নদী অববাহিকার পরিবর্তন, জলজ এবং ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটনের পরিবর্তন ও গতি পরিবর্তনের গতিবিধি তদারকিতে গবেষণায় বিশেষ প্রতিনিধি দল ঘুরে দেখে হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকা।

কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র, ব্যারাকপুরে নমামি গঙ্গে প্রকল্পের অধীনে বছরে বর্ষার শুরুর আগে আগেই গবেষণায় এই নামল। বিশেষ কয়েকজনের প্রতিনিধিদল গঙ্গার নিম্ন-অববাহিকা, বিভিন্ন শাখা নদী, উপনদী থেকে শুরু করে সুন্দরবনের নিম্নাংশ পর্যন্ত বিভিন্ন জলজ নমুনা সংগ্রহ, দেশীয় মাছের প্রজাতির অনুসন্ধান ও সচেতনতা শিবিরের মাধ্যমে নদী রক্ষা অভিযান চালায়। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ইচ্ছামতী নদীর নিম্ন অববাহিকার বসিরহাটের ইটিন্ডা থেকে শুরু করে নিম্নভাগের হেমনগরের কালিতলা পর্যন্ত এছাড়া রায়মঙ্গল, কালিন্দী, গোমতী ও হুগলী- মাতলা নদীতে ফ্লিড পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা, নমুনা সংগ্রহ ও অনুসন্ধান করা চলছে।

আরও পড়ুন: ৬১ বছরের শান্তি জাতীয় মিটে তিন হাজার মিটারে দৌড়বেন!

বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ও ইলিশ মাছের বংশ বৃদ্ধি করার উদ্দেশ্যে এমন উদ্যোগ। বাংলার মুর্শিদাবাদ, নদীয়া থেকে দুই ২৪ পরগণা এই অঞ্চল দিয়ে বহু নদী প্রবাহিত হয়েছে। বিশ্বের বৃহত্তম ‘বদ্বীপ’ বা ‘ডেল্টা’ তৈরি হয়েছে, যা জলজ জীববৈচিত্র্য সম্ভারে পরিপূর্ণ। প্রায় বিগত এক দশক ও তার বেশি সময় ধরে দেখা যাচ্ছে গঙ্গার নিম্ন অববাহিকা ও এই এসচুয়্যারি অঞ্চলে দেশীয় মাছের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। পাশাপাশি গত কয়েক বছর আগে সুন্দরবন এলাকার নদীতে ইলিশ মাছের দেখা মিললেও বর্তমানে ইলিশ মাছের আর দেখা মিলছে না। ইলিশ সহ সুন্দরবনের বিলুপ্তপ্রায় দেশীয় মাছের বংশ বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হল। তবে ফের কী সুন্দরবনের নদীতে ইলিশের দেখা মিলবে? তা সময়ই বলবে।

জুলফিকার মোল্যা

Lok Sabha Election 2024: মতুয়া মন জয় করতে ডঙ্কা, কাসর নিয়ে হরিনাম সংকীর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের

নাগরিকত্বের নামে অসমের মতো বাংলার মানুষকে বে-নাগরিক হতে তিনি দেবেন না। পাশাপাশি বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বিভিন্ন অভিযোগ আনেন এদিনের সভা থেকে। মমতা বলেন, শান্তনু ঠাকুর নাগরিকত্বের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে
নাগরিকত্বের নামে অসমের মতো বাংলার মানুষকে বে-নাগরিক হতে তিনি দেবেন না। পাশাপাশি বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বিভিন্ন অভিযোগ আনেন এদিনের সভা থেকে। মমতা বলেন, শান্তনু ঠাকুর নাগরিকত্বের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে
মতুয়া ভোটকে পাখির চোখ করে এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচারে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মতুয়া ভোটকে পাখির চোখ করে এ দিন বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচারে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, মতুয়াদের জন্য সরকার কী কী সুবিধা দিয়েছে। পাশাপাশি বক্তব্যের বেশিরভাগ সময়ই নাগরিকত্ব নিয়েও উঠে আসে নানা প্রসঙ্গ। তৃণমূল সুপ্রিমো জানান, নিঃশর্ত নাগরিকত্ব হলে তাঁদের কোনও আপত্তি নেই
এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, মতুয়াদের জন্য সরকার কী কী সুবিধা দিয়েছে। পাশাপাশি বক্তব্যের বেশিরভাগ সময়ই নাগরিকত্ব নিয়েও উঠে আসে নানা প্রসঙ্গ। তৃণমূল সুপ্রিমো জানান, নিঃশর্ত নাগরিকত্ব হলে তাঁদের কোনও আপত্তি নেই
অভিযান সংঘের ময়দানে এদিন জনসভা থেকে মতুয়াদের মন জয় করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখ যায় সভা শেষে মঞ্চের উপর মতুয়া ভক্তদের সঙ্গে নিশান উড়িয়ে ডঙ্কা, কাশি বাজিয়ে হরিনাম সংকীর্তনে শামিল হতে
অভিযান সংঘের ময়দানে এ দিন জনসভা থেকে মতুয়াদের মন জয় করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখ যায় সভা শেষে মঞ্চের উপর মতুয়া ভক্তদের সঙ্গে নিশান উড়িয়ে, ডঙ্কা-কাশি বাজিয়ে হরিনাম সংকীর্তনে শামিল হতে
শান্তনু ঠাকুর যেন সবার আগে সিএএ-র ফর্ম ফিলাপ করেন। তিনি কেন ফর্ম ফিলাপ করছেন না! এ প্রশ্ন তুলেও মমতা বলেন, কারণ তিনি জানেন ফর্ম ফিলাপ করলে শান্তনু ঠাকুর বিদেশি হয়ে যাবেন
শান্তনু ঠাকুর যেন সবার আগে সিএএ-র ফর্ম ফিলাপ করেন। তিনি কেন ফর্ম ফিলাপ করছেন না! এ প্রশ্ন তুলেও মমতা বলেন, কারণ তিনি জানেন ফর্ম ফিলাপ করলে শান্তনু ঠাকুর বিদেশি হয়ে যাবেন
এ দিনের সভার শেষে মুখ্যমন্ত্রী একদিকে যেমন ডঙ্কা বাজালেন পাশাপাশি দু’হাত তুলে হরিনাম সংকীর্তন করেন মাদলেও তাল দেন তৃণমূল সুপ্রিমো, সভায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো
এ দিনের সভার শেষে মুখ্যমন্ত্রী একদিকে যেমন ডঙ্কা বাজালেন, পাশাপাশি দু’হাত তুলে হরিনাম সংকীর্তন করেন মাদলেও তাল দেন তৃণমূল সুপ্রিমো, সভায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো

Home Care: বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? নামীদামি ফ্রেশনারেও কাজ হচ্ছে না? এই ঘরোয়া উপায়ে গন্ধ দূর করুন সহজেই

বাজারে অনেক ধরণের সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখলে ঘর থেকে গন্ধ দূর হবে।
বাজারে অনেক ধরণের সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখলে ঘর থেকে গন্ধ দূর হবে।
ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে একটি উঁচু জায়গায় পাত্রে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে ও ঘরকে রাখবে সতেজ।
ঘরের স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে একটি উঁচু জায়গায় পাত্রে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে ও ঘরকে রাখবে সতেজ।
বর্ষার পর ঘরে ঢুকলেই নাকে স্যাঁতসেঁতে গন্ধ! অনেকরকম সুগন্ধি ব্যবহার করলেও তা খুব বেশি ক্ষণ স্থায়ী হয় না। কয়েকটি ঘরোয়া উপায়ে দূর হবে হবে স্যাঁতসেঁতে গন্ধ।
বর্ষার পর ঘরে ঢুকলেই নাকে স্যাঁতসেঁতে গন্ধ! অনেকরকম সুগন্ধি ব্যবহার করলেও তা খুব বেশি ক্ষণ স্থায়ী হয় না। কয়েকটি ঘরোয়া উপায়ে দূর হবে হবে স্যাঁতসেঁতে গন্ধ।
ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে এক বাটি জলে কর্পূর মেশান। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর হবে।
ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে এক বাটি জলে কর্পূর মেশান। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর হবে।
জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। এতে ঘরে সুন্দর গন্ধ ছড়াবে।
জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। এতে ঘরে সুন্দর গন্ধ ছড়াবে।

Lok Sabha Election 2024: বারাসাতে ভোটে লড়বেন বিজেপির দুই প্রার্থী! কে আসল কে নকল তৈরি হয়েছে বিভ্রান্তি

বারাসত: বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী! ভাবছেন এ আবার কেমন! ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী বারাসাত লোকসভা কেন্দ্রে বিজপির তরফ থেকে দু’জন মনোনয়ন জমা করেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ভারতীয় জনতা পার্টির দলীয় তরফে প্রার্থী করা হয়েছে স্বপন মজুমদারকে। আর তার পাশাপাশি এই বারাসত কেন্দ্রেই নমিনেশন জমা দিয়েছেন অশোকনগরের দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব তথা চিকিৎসক সুময় হিরা। যদিও জেলা বিজেপির স্পষ্ট দাবি, দলের একমাত্র প্রার্থী স্বপনবাবুই। এর বিকল্প দল কাউকে টিকিট দেবে না। অন্য কেউ বিজেপি থেকে নমিনেশন করলে সেটা তাঁর সম্পূর্ণ নিজের দায়িত্ব। দল তাঁর পাশে থাকবে না।

আরও পড়ুন: দলে হারানো গুরুত্ব ফিরে পেলেন কুণাল? বড় সিদ্ধান্ত নিল তৃণমূল, সামনে এল তালিকা

ফলে, লোকসভা নির্বাচনের আগে ফের বারাসতে প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব! এখন এমন জল্পনা চলছে চারদিকে। জানা গিয়েছে, বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগে, কাকে করা হবে প্রার্থী তা নিয়ে দলের অন্দরে বিভিন্ন আলোচনা চলছিল। স্বপন মজুমদারকে যাতে প্রার্থী করা না হয় সেই জন্য দলের একটি বড় অংশ দরবার করেছিলেন রাজ্যসহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। কিন্তু শেষ পর্যন্ত টিকিট পেয়েছেন স্বপনবাবু।

দলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, স্বপন মজুমদারের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। রাজ্য বিজেপির শীর্ষ এক নেতার সঙ্গে সুসম্পর্ক হওয়ার কারণে স্বপনবাবু টিকিট পেয়েছেন। স্বাভাবিকভাবে নির্বাচন ঘোষণা হওয়ার পরও এ নিয়ে বেশ ক্ষোভ লক্ষ্য করা যায় বারাসত বিজেপির অন্দরে। বিজেপির একটি বড় অংশ ভোট ময়দানে নামতে একেবারেই রাজি ছিলেন না বলেও জানা যায়। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বদল হওয়ায়, দলীয় প্রার্থীর সমর্থনে রাস্তায় নামতে দেখা যায় বিজেপির অন্দরের বিক্ষুব্ধদেরও। এই নমিনেশন পর্বের মাঝেই নির্বাচন কমিশনের দেওয়া তথ্য সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। জানা যায় বিজেপির স্বপন মজুমদারের পাশাপাশি বারাসাত লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরও একটি নমিনেশন জমা দেওয়া হয়েছে, যা দিয়েছেন সুময় হিরা। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, এবার বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট পাওয়ার দৌড়ে ছিলেন বিজেপির এই নেতা সুময় হিরা। কিন্তু শেষ পর্যন্ত তাঁর কপালে অবশ্য শিঁকে ছেড়েনি। টিকিট পেয়েছেন স্বপনবাবু। আর তাই নির্বাচনী লড়াই লড়তেই সুময় হিরা নিজের মতো করে নমিনেশন দিয়েছেন। ফলে, সেই দায়ভার সমস্তটাই উনার ব্যক্তিগত বলেই এখন মত বিজেপির। যদিও এ বিষয়টি নিয়ে সুময় হীরা কোন মন্তব্য করতে চাননি।

:

তবে, ‘বারাসত বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষ জানান, আমাদের দলের প্রার্থী স্বপন মজুমদার। আর উনি নিজের মতো করে নিজের সিদ্ধান্ত নিয়েছেন। উনি দলের চিহ্ন পাবেন না। তাই স্কুটিনির সময় ওঁনাকে নমিনেশন প্রত্যাহার করতে হবে, না হলে নির্দল হিসাবেই লড়তে হবে।’

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চরাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। তৃণমূলের নেতারা বলছেন, আসলে বিজেপি নিজের ঘর সামলাতে পুরোপুরি ব্যার্থ। তারা আবার বলে লোকসভায় জিতবে। আসলে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। আর তাই মানুষ আগামী দিনে ওদের ছুঁড়ে ফেলবে। এখন এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন তা দেখার অপেক্ষায় বারাসাতবাসীরা। তবে এমন ঘটনা সামনে আশায় বিজেপির একাংশের অবশ্য কিছুটা হলেও মনোবল ধাক্কা খেলো বলেই মনে করছে রাজনৈতিক ব্যক্তিতরা।

Rudra Narayan Roy

Lok Sabha Election 2024: মহিষের গাড়িতে চড়ে ভোট প্রচার, সীমান্ত এলাকায় জনসংযোগে বিশ্বজিৎ

উত্তর ২৪ পরগণা: কখনও পায়ে হেঁটে, কখনও হুড খোলা গাড়িতে লোকসভা নির্বাচনে ভোটের প্রচার সারতে দেখা গিয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকে। তবে এবার বাংলার সংস্কৃতিকে তুলে ধরে গ্রাম্য এলাকায় প্রচারে মহিষের গাড়িতে চড়েই জনসংযোগে প্রার্থী।

উত্তর ২৪ পরগণার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসকে এ দিন এমনভাবেই দেখা গেল বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের ঘাটবাওর, ছয়ঘড়িয়া ও ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্ণাঢ্য প্রচার করতে। কখনও মহিষের গাড়িতে করে , কখনো হুডখোলা গাড়িতে করে কখনওপায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

আরও পড়ুন: ‘হেস্তনেস্ত করে যাব!’ পথ আটকালেন তৃণমূলকর্মী, চরম হুঁশিয়ারি দিলীপের

সীমান্ত এলাকা হওয়ায় শহর অঞ্চলের পাশাপাশি গ্রাম্য এলাকায়ও দলের হয়ে প্রচারে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতেই এই অভিনব ভাবনা বলেই জানিয়েছেন প্রার্থী। শুধু তৃণমূল প্রার্থী নন এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ জনও।

প্রার্থী অবশ্য বলছেন, বনগাঁর মানুষের উন্মাদনা প্রমাণ করছে তৃণমূলের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষজনও দেখেছেন বিশ্বজিতের এই অভিনব প্রচার।

Rudra Narayan Roy