Category Archives: পশ্চিম মেদিনীপুর

Lok Sabha Elections 2024: মেদিনীপুরের সভা থেকে বিরোধীদের গল্প শুনিয়ে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেদিনীপুর লোকসভা কেন্দ্র জিততে মরিয়া তৃণমূল। এখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। প্রথমে বেলদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এরপর দাঁতনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফের দাঁতন ২ ব্লকের খণ্ডরুইতে সভা করলেন।

Lok Sabha Election 2024: এই পেশায় চলছে না সংসার, ভোটের আগে কী কী দাবি কামারদের?

পশ্চিম মেদিনীপুর: সারাদিন হাপর টেনে লোহাকে গরম করে, তা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন তারা। সারাদিন সামান্য কটা টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় তাদের। তবে বর্তমানে তাদের ব্যবসা তথৈবচ অবস্থায়। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা পরিবারে। বেশ কিছু পরিবারের সদস্যরা বদল করে নিয়েছেন তাদের পেশাও। তবে এখনও বেশ কিছুজন তাদের পূর্বপুরুষের এই কামারের পেশাকে টিকিয়ে রেখেছেন। তবে সংসার চালাতে ভোটের আগে তাদের একাধিক দাবি রয়েছে লোকসভা নির্বাচল ২০২৪ এর প্রার্থীদের কাছে।

লোহাকে গরম করে তাকে পিটিয়ে কখনও কুড়ুল, কাস্তে, হাতুড়ি, ছেনি সহ একাধিক জিনিস তৈরি করেন কামারেরা। বেশ কিছু বছর পিছনে গেলে দেখা যাবে তাদের ব্যবসা বেশ ভালোই চলত। কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সেভাবে বিক্রি নেই কাস্তে, হাতুড়ি, দা, কোদাল কিংবা বিভিন্ন লোহার তৈরি জিনিসের। স্বাভাবিকভাবে সংসার চালাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে কামারদের। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ব্লকের মানিকড়া এলাকায় রয়েছে একাধিক কামার পরিবার।

আরও পড়ুন : ট্রেনের স্টপেজের দাবি, আবেদন জমা পড়ল রেলমন্ত্রীর কাছে

বেশ কিছু জন তাদের পূর্বপুরুষের পেশা চালিয়ে রাখলেও সে অর্থে তাদের আয় নেই। হাপর টেনে সারাদিনের সংসার চালানোর অর্থ উপার্জন করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। চাষবাস কিংবা গৃহস্থালির বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির উন্নতির কারণে বিক্রিও প্রায় বন্ধ। গ্রাম থেকে শহরে নিয়ে গিয়ে কোনও জিনিস বিক্রি, ততটা সম্ভব হচ্ছে না তাদের। সম্ভব হলেও আয় বেশ কম।

আরও পড়ুন : প্রকৃতির আজব লীলা! প্রতিবছর বসন্তকালে একইগাছে বাসা বোনে এই পাখি

স্বাভাবিকভাবে তাদের লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাবি, সরকারি নানা সুযোগ সুবিধার প্রদানের। কিংবা স্থানীয় এলাকায় বাজার তৈরি এবং সরকারি সুবিধা দিয়ে বিভিন্ন লোনের ব্যবস্থা করে দেওয়া।দিন কয়েক পরেই নির্বাচন। নির্বাচনে জয়লাভ করে সংসদে গিয়ে সাধারণ মানুষের নানান কথা তুলে ধরবেন জনপ্রতিনিধিরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে আদৌ কি দাবি মিটবে কামারদের সে প্রশ্ন এখন তাদের মনে।

রঞ্জন চন্দ

Amazing Nest: প্রকৃতির আজব লীলা! প্রতিবছর বসন্তকালে একইগাছে বাসা বোনে এই পাখি

পশ্চিম মেদিনীপুর: ‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা’, কবির লেখা সেই বিখ্যাত কবিতা এই তালগাছকে দেখলে বেশ প্রাসঙ্গিক মনে হবে। শিল্পী পাখির ঠোঁট এবং পায়ের নিপুণতায় বেশ আশ্চর্যের এই বাসা। সারাদিনের পরিশ্রমের পর রাত্রিযাপনের এক অনন্য ঠিকানা। কিন্তু যে পাখির বাসাকে নিয়ে এত কাব্য সেই পাখিকে চেনেন কি? Photo- Collected
পশ্চিম মেদিনীপুর: ‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা’, কবির লেখা সেই বিখ্যাত কবিতা এই তালগাছকে দেখলে বেশ প্রাসঙ্গিক মনে হবে। শিল্পী পাখির ঠোঁট এবং পায়ের নিপুণতায় বেশ আশ্চর্যের এই বাসা। সারাদিনের পরিশ্রমের পর রাত্রিযাপনের এক অনন্য ঠিকানা। কিন্তু যে পাখির বাসাকে নিয়ে এত কাব্য সেই পাখিকে চেনেন কি? Photo- Collected
তবে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ক্রমশই হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা। নেই বড় বড় তালগাছ, স্বাভাবিকভাবে শান্ত পরিবেশে বাসা করে থাকার জো নেই শিল্পী পাখিদের। প্রায় লুপ্তপ্রায় বাবুই পাখির বাসা।
তবে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ক্রমশই হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা। নেই বড় বড় তালগাছ, স্বাভাবিকভাবে শান্ত পরিবেশে বাসা করে থাকার জো নেই শিল্পী পাখিদের। প্রায় লুপ্তপ্রায় বাবুই পাখির বাসা।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির জুনবলদার সরিষা গ্রামে একটি মস্ত তালগাছে রয়েছে প্রায় ৫০-রও বেশি বাবুই পাখির বাসা। দেখতে যেমন অসাধারণ তেমনি প্রতিদিন নিখুঁতভাবে বাসা তৈরি এক অনন্য আনন্দ দেবে আপনাকে।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির জুনবলদার সরিষা গ্রামে একটি মস্ত তালগাছে রয়েছে প্রায় ৫০-রও বেশি বাবুই পাখির বাসা। দেখতে যেমন অসাধারণ তেমনি প্রতিদিন নিখুঁতভাবে বাসা তৈরি এক অনন্য আনন্দ দেবে আপনাকে।
প্রতিদিন নিয়ম করে চলে তাদের বাসা বোনার কাজ।দূর দূরান্ত থেকে পাতার আঁশ কিংবা বিভিন্ন টুকরো কাঠ এনে তারা এক এক করে বানিয়েছে একাধিক বাসা।
প্রতিদিন নিয়ম করে চলে তাদের বাসা বোনার কাজ।দূর দূরান্ত থেকে পাতার আঁশ কিংবা বিভিন্ন টুকরো কাঠ এনে তারা এক এক করে বানিয়েছে একাধিক বাসা।
সরিষা গ্রামের বাসিন্দা দিব্যেন্দু দাসের বাড়ির তালগাছে প্রতি বছর বসন্তর শুরুর সময় থেকে বাবুই পাখিরা বাসা করে। দিব্যেন্দু দাস বলেন, প্রতিবছর তারা এখানে এসে বাসা বুনে এবং তাদের যাতে কেউ আক্রমণ না করে তার নজর দেয় বাড়ির সকলে।
সরিষা গ্রামের বাসিন্দা দিব্যেন্দু দাসের বাড়ির তালগাছে প্রতি বছর বসন্তর শুরুর সময় থেকে বাবুই পাখিরা বাসা করে। দিব্যেন্দু দাস বলেন, প্রতিবছর তারা এখানে এসে বাসা বুনে এবং তাদের যাতে কেউ আক্রমণ না করে তার নজর দেয় বাড়ির সকলে।
অন্যদিকে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা পরেশ চন্দ্র বেরা বলেন, বর্তমান দিনে কোথাও এই বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় না। এখানে বেশ আশ্চর্যের একটি গাছে প্রায় পঞ্চাশেরও বেশি বাসা এবং প্রতিদিন, প্রতিমুহূর্তে পাখিরা বাসা বুনছে যা দেখতে বেশ আনন্দ লাগে। Input- Ranjan Chanda
অন্যদিকে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা পরেশ চন্দ্র বেরা বলেন, বর্তমান দিনে কোথাও এই বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় না। এখানে বেশ আশ্চর্যের একটি গাছে প্রায় পঞ্চাশেরও বেশি বাসা এবং প্রতিদিন, প্রতিমুহূর্তে পাখিরা বাসা বুনছে যা দেখতে বেশ আনন্দ লাগে। Input- Ranjan Chanda

Abhishek Banerjee: নেংটি ইঁদুর-বাঘের গল্প শোনালেন অভিষেক! ভোট প্রচারে অভিনব ভাবনা, কারণ জানলে চমকে উঠবেন

মেদিনীপুর: মেদিনীপুর লোকসভা কেন্দ্র জিততে মরিয়া তৃণমূল। এখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে জুন মালিয়াকে। প্রথমে বেলদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এরপর দাঁতনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফের দাঁতন ২ ব্লকের খণ্ডরুইতে সভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ দিন রাজনৈতিক নানা বক্তব্যের পাশাপাশি নেংটি ইঁদুর এবং বাঘের গল্প শোনালেন কর্মী সমর্থকদের। ভোট প্রচারে অভিনব ভাবনা তৃণমূলের।

শুধু তাই নয়, ভোটের তিন মাসের মধ্যে দাঁতন ২ ব্লকে প্রায় ৫০ কিলোমিটার গ্রামীণ রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতির দেন তিনি। মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের খণ্ডরুই গ্রামে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মালিয়ার সমর্থনে এ দিন সভা করেন অভিষেক। মঞ্চে দাঁড়িয়ে তিনি জুন মালিয়াকে জেতানোর আবেদন জানান।

আরও পড়ুনঃ উত্তর-উপকূলের জেলায় জেলায় আজও ঝড়বৃষ্টি, দক্ষিণে কতটা চড়বে পারদ? জানুন পূর্বাভাস

শুধু তাই নয়, এ দিন মঞ্চে দাঁড়িয়ে দাঁতন ২ ব্লকের প্রান্তিক এলাকায় রাস্তাঘাট সারাই ও মেরামতের আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও ফলাফল ঘোষণার পর তিনি ফের সভা করারও কথা বলেন তিনি। বেশ কয়েক হাজার কর্মী সমর্থকদের জমায়েত হয়েছিল এ দিন। সরকারী প্রকল্পে নানা ব্যয়ের পরিমানের পরিসংখ্যান তুলে ধরেন।

এ দিন বক্তব্য শেষের আগে, কর্মী সমর্থকের উদ্দেশ্যে গল্প বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুনঃ মুশিক ভবের গল্প শোনান অভিষেক। তিনি তার গল্পে সাধারণ মানুষকে বাঘের সঙ্গে তুলনা করেন। তবে নির্বাচনে তৃণমূলকে জেতালে দাঁতন ২ ব্লকের সভা করার পাশাপাশি একাধিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই নির্বাচনেকে যেতে তা বলবে সময়।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: ভোটে ফ্লেক্স-ব্যানারের প্রচার অনেক হল, এবার চোখ রাখুন এই মাধ্যমে

পশ্চিম মেদিনীপুর: দেশজুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। তাতে সামিল হয়েছেন সারা দেশের নানা শ্রেণির, নানা ভাষার মানুষ। এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে প্রথম চার দফার দফার নির্বাচন শেষ। নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর‌ও সামনে এসেছে। তবে ভোটকে ইস্যু করে এবার নজরকাড়া ভাবনা বাংলার পট শিল্পীদের।

মানুষকে সচেতন করতে এবং সুস্থভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ পট আঁকলেন পট শিল্পীরা। লিখলেন গানও। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই ভাবনা শিল্পীদের। যা ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং কলেজে বন্দি জনমত! চারিদিক থেকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

শিল্প সমাজের এক অঙ্গ। মানুষের মধ্যে সচেতনতাবোধ বৃদ্ধি করে শিল্পীর শিল্পকর্ম। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামে বসবাস বহু পট শিল্পী পরিবারের। গোটা গ্রাম পরিচিত পট গ্রাম হিসেবে। বিভিন্ন সময় নানা চিত্র, পটে এঁকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন তাঁরা। কখনও ধর্মীয়, কখনও সচেতনতামূলক ছবি এঁকে মানুষের মধ্যে নানা ভাবনার বিকাশ করে থাকেন পটুয়ারা। তবে এবার ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বিশেষ পট আঁকলেন তারা। লিখলেন গানও।

পিংলার পট শিল্পী বাহাদুর চিত্রকরের তত্ত্বাবধানে বেশ কয়েকজন শিল্পী মিলে এঁকেছেন এই পট। শুধু আঁকা নয়, মানুষের মধ্যে গান গেয়ে গেয়ে ভোটকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলার বার্তা দিচ্ছেন তাঁরা।

রঞ্জন চন্দ

Annapurna Bhata: মাসে মাসে কড়কড়ে ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাতা মহিলাদের? বিরাট প্রতিশ্রুতি অগ্নিমিত্রার

পশ্চিম মেদিনীপুর: রোদ যেন কিছুই না। সকাল থেকে কাঠফাটা রোদকে উপেক্ষা করে বিভিন্ন প্রান্তিক গ্রামীণ এলাকায় প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী। সকাল থেকে উঠেই বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার করছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। লক্ষ্য লোকসভা নির্বাচনে জয়লাভ।

দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদিকে মেদিনীপুর লোকসভা আসন উপহার দেওয়া। সোমবার শিবরাজ সিং চৌহানের প্রচারের পর মঙ্গলবার সকাল থেকে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক প্রান্তিক গ্রামীণ এলাকায় হুডখোলা গাড়িতে চেপে প্রচার করলেন তিনি।

আরও পড়ুন: ‘কতক্ষণ’ একটানা চালাবেন সিলিং ফ্যান? কতক্ষণ বিশ্রাম দিতে হবে Fan-কে? না জানলে হতে পারে বড় বিপদ

শুধু তাই নয়, পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে হাত মেলালেন অগ্নিমিত্রা পাল। শুনলেন তাদের নানা কথা। কালী, শিব সহ গ্রামের নানা মন্দিরে পুজো দিয়ে হাতে পদ্মফুল নিয়ে প্রচার চালান অগ্নিমিত্রা। গ্রামীণ এলাকায় মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চান তিনি। কথা বলেন সকলের সঙ্গে। শুধু তাই নয়, নির্বাচনে জয়লাভের পর গ্রামীণ এলাকায় পানীয় জল থেকে নানা উন্নয়নেরও আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল।

মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বরিদা ১ নং অঞ্চলের ষড়রং বাজার, বরিদা অফিস সংলগ্ন বাজার, খামারি বাজার,বর্তনা রাধামাধব মন্দির বাজার, বর্তনা গঙ্গাপুকুর বাজার ও কল্যাণপুরের বিস্তীৰ্ণ এলাকায় জনসংযোগ করেন বিজেপির এই প্রার্থী।

ভবিষ্যতেগ্রামীণ মহিলাদের তিন হাজার টাকা অন্নপূর্ণা ভাতা দেওয়া কথা বলেন অগ্নিমিত্রা পালে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার চালাচ্ছেন এক অপরের বিপক্ষ দুই প্রার্থী। তবে নির্বাচনে কে জয় পায় তা শুধু সময়ের অপেক্ষা।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: ভোট প্রচারে এসে বাংলায় কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ

পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গে এসে চেনা ছন্দে মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তুরকাতে এসে হেলিকপ্টার থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাতে মেলাতে উঠে আসেন মঞ্চে। যেন বাংলার অতি পরিচিত মুখ। সেখানে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিকে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।

দিলীপ ঘোষের পরিবর্তে মেদিনীপুরে এবার অগ্নিমিত্রা পলকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর‌ই সমর্থনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পর এবার প্রচার করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার দুপুর কিছুটা গড়াতে তিনি আসেন দাঁতনের তুরকাতে। সেখানে অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার করেন। বক্তব্য রাখতে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন শিবরাজ সিং চৌহান। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গীতা দিয়ে বরণ করে নেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: আর পাঁচটা দিনের মত মাঠে কাজে গিয়ে বাড়ি ফেরা হল না যুবকের, বৃষ্টি আসতেই সব শেষ

বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মহিলাদের, মা-বোনেদের সম্মান রক্ষার আহ্বান জানান। বাংলায় সম্মোধন করে বক্তৃতা শুরু করেন হিন্দিভাষী শিবরাজ। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বাংলায় জানতে চান, তাঁরা কেমন আছেন? শুধু তাই নয় বাংলার ভুয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন তিনি বাংলায় এলে আনন্দে ভরে যান।

রঞ্জন চন্দ

TMC-BJP: দীর্ঘদিনের ২ বন্ধু! গ্রাম ধরে ধরে প্রচার তৃণমূল-বিজেপি প্রার্থীর, দেখুন ভিডিও

মেদিনীপুর: গ্রাম ধরে ধরে প্রচার করছে বিজেপি প্রার্থী। একইভাবে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থীও। মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে এবং লোকসভা নির্বাচনের জোর প্রচার করতে প্রান্তিক গ্রামীণ এলাকার বুথ ধরে ধরে কখনও হুডখোলা গাড়িতে প্রচার, আবার কখনও জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। জেলার প্রান্তিক এলাকায় প্রচার করছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। রবিবাসরীয় প্রচারেও কমতি নেই, রোদ গরমকে উপেক্ষা করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক এলাকায় প্রচার করলেন দুই প্রার্থী।

লোকসভা নির্বাচনে এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে, বিপক্ষ প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। স্বাভাবিকভাবে দুই তারকা প্রার্থীর মধ্যে জোর টক্কর হতে চলেছে আগামী ২৫ জুন। তবে দুই দলই প্রচারে বাকি রাখছেন না।

আরও পড়ুনঃ এসি বন্ধ করলেও চড়চড়িয়ে বাড়ছে বিল? ১ সেকেন্ডের ‘এই’ কাজ! বিদ্যুত খরচ হবে মাসে অর্ধেক

রবিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীন এলাকার খেমাশুলি-সহ একাধিক গ্রামীন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। একইভাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের পুরুন্দা, ভাটশালিয়া-সহ একাধিক গ্রামে গ্রামে ঘুরে প্রচার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গ্রামীন এলাকায় মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত, কখনও চায়ের আড্ডায় মানুষের সঙ্গে কথা বলা আবার কখনও গ্রামে গ্রামে ঘুরে মানুষের নানান সুবিধা অসুবিধার কথা জানছেন তৃণমূল প্রার্থী জুন। একইভাবে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রান্তিক এলাকার গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন। এদিন খেমাশুলিতে প্রায় একশোটি বিরোধী পরিবার যোগ দেয় তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের প্রার্থী জুন মালিয়া।

স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে জোর টক্কর দিতে মরিয়া দুই দল। দুই প্রার্থী দুই বন্ধু তবে কেউ যেন এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। তবে কী ফলাফল হয় তার সময় বলবে।

রঞ্জন চন্দ

Indian Railways: ট্রেনের স্টপেজের দাবি, আবেদন জমা পড়ল রেলমন্ত্রীর কাছে 

পশ্চিম মেদিনীপুর: নির্বাচনের আগে রেলমন্ত্রী হাতে পেলেন ট্রেনের স্টপেজের দাবি। পশ্চিম মেদিনীপুরের বেলদা ও দাঁতনবাসীর দাবি হাতে পেলেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দ্রুত দাবি পূরণের আশ্বাস দিলেন।শুক্রবার খড়্গপুরে দলীয় প্রার্থীর প্রচারে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তাঁকে কাছে পেয়ে এলাকার দাবি তুলে ধরলেন মানুষ। রেল সংক্রান্ত একাধিক দাবি জানায় বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির প্রতিনিধিরা তার হাতে বেশ কয়েকটি দাবিপত্র তুলে দিয়েছেন। তার মধ্যে বেলদা-খড়্গপুর লোকাল ট্রেনটিকে আগের মতো হাওড়া পর্যন্ত, জলেশ্বর-পুরী মেমু লোকাল খড়্গপুর পর্যন্ত সম্প্রসারণ ও বেলদা কেশিয়াড়ি মোড় রেলগেটে উড়ালপুল দ্রুত নির্মাণের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন – Cyclonic Circulation Alert: বাংলার চারপাশে ৩ টি ঘূর্ণাবর্ত, হু হু করে বইবে হাওয়া, মেঘের গর্জনে কাঁপবে, রইল ওয়েদার আপডেট

শুধু বেলদা নয় দাঁতনের বাসিন্দারাও দাবি জানিয়েছেন জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ চেয়ে। দাঁতন বার এসোসিয়েশনের পক্ষ থেকে দাবিপত্র দেওয়া হয়েছে রেলমন্ত্রীকে। তাদের দাবি, দাঁতনে ১৮৪০৯ ও ১৮৪০১০ শালিমার-পুরি জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ দাঁতনে দিতে হবে। এছাড়াও মোট নয়টি এক্সপ্রেস ও লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে খড়্গপুরের সভায় দাবিপত্র রেলমন্ত্রীর হাতে তুলে দেন তারা।

বিজেপির পক্ষ থেকেও দাবি পেয়েছেন মন্ত্রী। বিজেপিও রেলমন্ত্রীকে পেয়ে ট্রেনের স্টপেজের দাবি জানাতে ভোলেনি। জেলা বিজেপির পক্ষ থেকে একাধিক ট্রেনের দাঁতনে স্টপেজ চেয়েছেন তারা। সবক্ষেত্রেই নির্বাচনী সভাকেই বেছে নেওয়া হয়েছে। দাঁতন বার এসোসিয়েশনের সম্পাদক শান্তিদেব ঘোষ জানাচ্ছে, করোনার আগে ট্রেনটির স্টপেজ থাকলেও পরে তা তুলে দেওয়া হয়েছে। দ্রুত স্টপেজ ফেরাতে রেলমন্ত্রীকে লিখিত জানানো হয়েছে।

অন্যদিকে বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির সহ সভাপতি অনিমেষ পাহাড়ি জানান, রেলমন্ত্রীর কাছে এলাকার মানুষের দাবিগুলি জানানো হয়েছে। দ্রুত দাবি পূরণের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

Ranjan Chandan

Lok Sabha Election 2024: সম্ভাবনা থেকেও পর্যটন মানচিত্রে নেই দাঁতন, ভোটের আগে বাংলা-ওড়িশা সীমান্তবাসীর নতুন দাবি

পশ্চিম মেদিনীপুর: ভোটের সময় সর্বত্র জোরকদমে প্রচার চলছে। এই সময় রাজনৈতিক দলগুলো আমজনতা কী চাইছে সেই দিকে নজর দেয়। কিন্তু বাংলা-ওড়িশা সীমান্তের এই বাসিন্দারা কী চাইছে সেদিকে সকলের নজর আছে কি? আসুন এই প্রতিবেদনে প্রতিবেশীর রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাংলার নাগরিকদের দাবিদাওয়ার দিকে নজর দেওয়া যাক।

বাংলা-ওড়িশা সীমান্তবর্তী এলাকা দাঁতন। এখানকার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ঐতিহাসিক নিদর্শন। দাঁতনে রয়েছে ঐতিহাসিক মোগলমারি বৌদ্ধবিহার, রয়েছে প্রাচীনতম শ্যামলেশ্বর মন্দির, রয়েছে দাঁতনের প্রাচীন মুনসেফ কোর্ট সহ নানান প্রাচীন স্থাপত্য। কিন্তু ক্রমে তা ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে। বাংলা-ওড়িশা সীমান্ত এলাকা পর্যটন মানচিত্রে এক অন্যতম দিশা, লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের দাবি দ্রুত দাঁতনকে আনতে হবে পর্যটন মানচিত্রে। যেখানে পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষের পর্যটনে নতুন দিশা দেখাবে।

আর‌ও পড়ুন: শিক্ষকদের নিয়ে প্রচারে ঝড় তুললেন শান্তিরাম

পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত বাংলা-ওড়িশা সীমান্ত এলাকায় রয়েছে দাঁতন। দাঁতন শুধু একটি প্রান্তিক এলাকার শহর নয়, বিখ্যাত প্রাচীন ইতিহাস কেন্দ্র হিসেবেও। রয়েছে বেশ কয়েকশো বছরের পুরানো ঐতিহাসিক মোগলমারী বৌদ্ধবিহার। তার পাশেই অবস্থিত প্রাচীন রাজবাড়ি। রয়েছে মানব সৃষ্ট বিশালাকার শরশঙ্কা দিঘি। স্বাভাবিকভাবে পর্যটনের এক নতুন ডেস্টিনেশন হওয়ার যাবতীয় উপাদান নিয়ে অবস্থান করছে দাঁতন।

বেশ কয়েকবার দাঁতনকে কেন্দ্র করে সার্কিট টুরিজমের চিন্তা ভাবনা নিয়েছিল প্রশাসন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। লোকসভা নির্বাচনের আগে এলাকাবাসীদের দাবি দাঁতনকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে পর্যটনের নতুন ক্ষেত্র। যেখানে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসবেন জানতে পারবেন দাঁতনের ইতিহাস। শুধু তাই নয়, বাড়বে কর্মসংস্থানও। প্রসঙ্গত বছরখানেক আগেই এলাকার বেকার যুবক-যুবতীদের টুরিস্ট গাইডের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে বাকি পরিকাঠামো গড়ে না ওঠায় বিশেষ একটা লাভ হয়নি।

রঞ্জন চন্দ