Tag Archives: 2024 Lok Sabha election

Lok Sabha Election 2024: কেষ্ট গড়ে পদ্ম ফোটানোর ইচ্ছা, তারাপীঠের মন্দিরে পুজো বিজেপি প্রার্থীর

বীরভূম: বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলার লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী দেবাশীষ ধর। গত দু’দিন আগেই বিজেপির তরফ থেকে বীরভূম জেলার প্রার্থী হিসেবে মনোনীত হয় দেবাশীষ ধরের নাম।

আর এরপরই এদিন দুপুর ১২ টা নাগাদ বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলার বিজেপির মনোনীত প্রার্থী। তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর দেবাশীষ ধরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

আরও পড়ুন:  বসন্তে তাপের পারদ ছুঁল ৪০! গ্রীষ্মে কী হবে? কবে থেকে ঝড়বৃষ্টি? আবহাওয়ার নতুন আপডেটে স্বস্তির আশ্বাস

এরপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বলেন কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা তার রয়েছে,পাশাপাশি ”IPS” অফিসারদের প্রতিও বিশেষ বার্তা দেন তিনি। আগামীদিনে প্রশাসনিক সংস্কারেরও আশ্বাস দিয়েছেন প্রার্থী দেবাশিষ ধর।

মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী IPS দেবাশীষ ধর। নাম ঘোষণার পর গতকাল সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি। সেখান থেকে আজ বেলা ১২ টা নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন।

এরপর মা তারার পুজো দেন তিনি। তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে বিকেলে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে ৫১ পীঠের অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশীষ ধর।

সৌভিক রায়

Lok Sabha Election 2024: ছুটে এল বম্ব স্কোয়াড, ভোটের শিলিগুড়িতে তুমুল শোরগোল

শিলিগুড়ি: শিয়রে ভোট। তুঙ্গে উঠেছে প্রচার। উত্তরবঙ্গ সফরে নির্বাচনী প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জি। আর ঠিক তখনই শিলিগুড়ি শহরে উদ্ধার হল তিনটি তাজা বোমা। জানা গিয়েছে, শিলিগুড়ির লাগোয়া খোলাচাঁদ ফাঁপরি এলাকা থেকে উদ্ধার হয়েছে তিনটি তাজা বোমা। নির্বাচনের আগে শহরে এমন বোমা উদ্ধার হওয়ায় চিন্তার মুখে পুলিশ-প্রশাসন।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, খোলাচাঁদ ফাঁপরি এলাকায় স্থানীয়রা প্রথমে ওই তিনটি গোলাকার বোমার মত জিনিস দেখেন। সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়। তড়িঘড়ি ভক্তিনগর থানার পুলিশ সিআইডি বম্ব স্কোয়াডের সহায়তায় ওই বোমাগুলি সেখান থেকে উদ্ধার করে। তারপর, ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারীর নেতৃত্বে সিআইডি ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্সের তৎপরতায় সেই বোমগুলি তরবারি এলাকায় মহানন্দা নদীর পাড়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

আর‌ও পড়ুন: মতুয়া মেলার আগে ফাইবারের মূর্তির চাহিদা তুঙ্গে

আইসি অমিত অধিকারী জানান, এই বোমাগুলি আসলে সুতো দিয়ে বাঁধানো বোমা। চলতি ভাষায় এগুলিকে পেটো বলে। কে বা কারা এর পেছনে জড়িত সেটা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। তবে লোকসভা ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে এলাকার নিরাপত্তা।

অনির্বাণ রায়

Lok Sabha Election 2024: ভোটের আগেই ভোট! স্কুলে ইভিএমে রায়দান খুদেদের

মুর্শিদাবাদ: লোকসভা ভোট উপলক্ষে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। দেশজুড়ে জারি হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। সব রাজনৈতিক দল নিজেদের মত করে প্রচার শুরু করেছে। জাতীয় নির্বাচন কমিশন সাত দফায় ভোটের কথা ঘোষণা করেছে। মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রের‌ ভোট অনুষ্ঠিত হবে তৃতীয় ও চতুর্থ দফায়। চলছে সমস্ত রাজনৈতিক দলের জোরকদমে ভোটের প্রচার।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই হল ভোটের প্রশিক্ষণ। এবার ইভিএম, ভিভি প্যাটের প্রশিক্ষণ দেওয়া হল খুদে ছাত্রছাত্রীদের। দেওয়া হল ভোটের ট্রেনিং। এমনকি ইভিএমে কীভাবে ভোট দেবেন তারও প্রশিক্ষণ দেওয়া হল খুদেদের।

আর‌ও পড়ুন: বাংলার এই গ্রামীণ হাটে হিরে থেকে জিরে পাবেন সব কিছু

লোকসভা নির্বাচনের আগেই শিশু সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সহ চার মন্ত্রী ইভিএম-এর বোতাম টিপে নির্বাচন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলার ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে। মুর্শিদাবাদে ভোট হবে এপ্রিল মাসেই। তার আগে এমন ঘটনায় খুশি ছোট ছোট ছেলেমেয়েরা।

প্রতি বছরের ন্যায় এবারও ভোটাধিকার প্রয়োগ করে শিশু সংসদের পাঁচ মন্ত্রী এবং বিদ্যালয়ের গ্রন্থগার মন্ত্রী বেছে নেওয়া হয়। সর্বোচ্চ ভোট প্রাপক শিশু সংসদের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। ক্রমানয়ে প্রাপ্ত ভোট থেকে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী নির্ধারণ করা হবে। যারা পরাজিত হবে তারা বিভিন্ন দফতরে প্রাপ্ত ভোট অনুযায়ী সহকারী মন্ত্রী হিসাবে কাজ করবে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজিত এই মজার নির্বাচন প্রক্রিয়াই ডিজিটাল ডিভাইসে আয়োজিত হবে। কীভাবে ভোট দেবে, এই ভোট কীভাবে গুনতে হবে সবকিছুই প্রশিক্ষণ দিয়ে দেখানো হলো খুঁদেদের

নির্বাচন ট্রেনিং হল প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির সকল ছাত্র ছাত্রীদের নিয়ে। সম্পূর্ণ ট্রনিং পরিচালনা করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। লটারির মাধ্যমে অভিনব প্রতীক বন্টন করেছেন প্রধান শিক্ষক। চতুর্থ শ্রেণির দীপ মণ্ডলের প্রতীক বল, এছাড়াও কারোর বই, মাইক্রোফোন, ঝাড়ু, গাছ, সিলিন্ডার, জলের বোতল, সাবান, টুপি, এমনকি পেন চিহ্নে লড়াই করবে খুদেরা।

আর‌ও পড়ুন: হাসফাঁস করা গরমকে হেলায় উড়িয়ে জমে উঠেছে চৈত্র সেল

সচিত্র পরিচয় পত্র দেখিয়ে সচিত্র ভোটার লিস্ট চেক করার পর ১৭ সি বুথে স্বাক্ষর করে আঙ্গুলে কালি নিয়ে ভোটদান কক্ষে ডিভাইসে বোতাম টিপে ভোট দেবে প্রত্যকে। বয়স অবশ্যই ৬ বছরের উর্দ্ধে ও ৭৫ শতাংশ স্কুলে উপস্থিত থাকলেই ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করবে। শুধু তাই নয় পোলিং অফিসার থাকবে বাইরে থেকে। অবশ্যই মহিলা বুধ হবে। নিরাপত্তা দেখবে ব্লাকক্যাট বাহিনী। সংসদ গঠন হলে পড়ুয়াদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা বাড়বে। ছোট থেকেই নেতৃত্ববোধ গড়ে উঠবে। সমাজ সম্পর্কে সচেতনতাও বাড়বে।

কৌশিক অধিকারী

Lok Sabha Election 2024: ছোলা ,গুড়, জল! গরমে ভোট প্রচারে সুস্থ থাকার পরামর্শ তৃণমূল প্রার্থীর

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীতলাতলা এলাকায়। ঐতিহ্যশালী শীতলা মাতার পুজো দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ। দলীয় প্রচার শুরু করলেন, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শর্মিলা সরকার। উল্লেখ্য কালনার শীতলাতলা এলাকায় শীতলা মাতার পুজো উপলক্ষে প্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় হয়। রাত থেকেই পুজো দেবার জন্য বহু ভক্তবৃন্দরা ভিড় জমান এই জায়গায়।

আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডারের কাছে গেছিল ছোট্ট শিশু! তারপরের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো

সেরকমই শীতলা মাতার পুজো দেওয়ার জন্য উপস্থিত হন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। বাজনা সহযোগে হাতে পুজোর ডালি নিয়ে শীতলা মাতার মন্দিরে পুজো দিতে যান শর্মিলা সরকার। শীতলা মাতার কাছে পুজো দেওয়ার পর হাত জোড় করে তাঁকে প্রণাম করতেও দেখা যায়। পুজো দেওয়ার পর নিজের প্রচার সারেন শর্মিলা সরকার। একই সঙ্গে এখানে হাজির ভক্তবৃন্দদের উদ্দেশ্যে ছোলা এবং গুর জল প্রদান করতেও দেখা যায় তাঁকে। এছাড়াও তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চিকিৎসক এই প্রার্থী জন সাধারণের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে বেশ কিছু বার্তাও প্রদান করেছেন ।

এই প্রসঙ্গে তিনি বলেন, “সব সময় চেষ্টা করতে হবে বেশি রোদ্দুরে না বেরোনোর, ছায়ায় থাকতে হবে । জল খেতে হবে এবং সঙ্গে ও আর এসরাখলে খুবই ভাল হয়। সম্ভব হলে সুতির জামাকাপড় পড়তে হবে এবং যদি ফুলহাতা পড়া যায় তাহলে খুব ভাল। ত্বক ঠিক রাখার জন্য সানস স্ক্রিন লাগানো যেতে পারে। এবং যাদের চোখের সমস্যা রয়েছে তাঁদের সানগ্লাস পরাযেতে পারে।”

মঙ্গলবার একটি স্থানীয় এলাকার জলছত্রের উদ্বোধনও করেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার। এদিনের এই প্রচার কর্মসূচিতে শর্মিলা সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীস্বপন দেবনাথ, কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগসহ বিশিষ্ট জনেরা। শর্মিলা সরকারকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মত।

বনোয়ারীলাল চৌধুরী

Lok Sabha Election 2024: পোস্টাল ব্যালটের দিন শেষ, ভোটকর্মীরা এবার ফেসিলিটেশন সেন্টারে মতামত জানাবেন

পুরুলিয়া: দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি তুঙ্গে। প্রচারে ঝড় তুলছে শাসক ও বিরোধী দলের প্রার্থীরা। এবারের লোকসভা নির্বাচনে একেবারেই অন্য পন্থায় ভোট দেবেন ভোটকর্মীরা। ফেসিলিটেশন সেন্টারে ভোট দেবেন তাঁরা। এবার থেকে ভোটকর্মীদের কাছে ডাক বিভাগ মারফত পোস্টাল ব্যালট আর যাবে না। বদলে এই নতুন পদ্ধতিতে তাঁদের ভোট দিতে হবে।

আর পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট আসবে না। যদিও একে এখনও পোস্টাল ব্যালট বলা হচ্ছে। নতুন নিয়মে ভোট দিতে হবে ফেসিলিটেশন সেন্টারে। সেখানে ভোটকর্মীদের ভোট নিতে হাজির থাকবেন আরও তিনজন ভোটকর্মী। সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ। অর্থাৎ ওই কেন্দ্র হবে অনেকটা বুথের মত’ই। নির্বাচনের আগে হয়ে যাওয়া ভোটকর্মীদের ভোটকে সুরক্ষিত রাখতে এই নতুন ব্যবস্থা নির্বাচন কমিশনের।

আর‌ও পড়ুন: বন্ধুদের ডাকে মাটি ফেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ট্রাক্টর চালকের

প্রসঙ্গত, ভোট কর্মীদের পোস্টাল ব্যালটের বিধি অনুযায়ী প্রশিক্ষণের নিয়োগ পত্রের সঙ্গে ১২ ও ১২-এ ফর্ম দেওয়া হচ্ছে। তা পূরণ করে মহকুমা স্তরে জমা দিতে হয়। এবার নতুন নিয়মে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শেষে সেখানেই ফেসিলিটেশন সেন্টারে ভোট দেবেন ভোটকর্মীরা। কোনও ভোটকর্মী যদি সেখানে ভোট দিতে না পারেন তাহলে জেলাশাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে থাকা ফেসিলিটেশন কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সেখানে থাকবে ড্রপ বক্স। রাজনৈতিক দলগুলি বা প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে ওই ব্যালট চলে যাবে সংশ্লিষ্ট বিধানসভার বক্সে।

আর‌ও পড়ুন: হিঙ্গলগঞ্জের শতাব্দী প্রাচীন দোল মেলার পরতে পরতে জড়িয়ে ইতিহাস

এই বিষয়ে পুরুলিয়া জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রজত নন্দা বলেন, ভোটকর্মীদের ভোট হবে এবার ফেসিলিটেশন সেন্টারে। সেখানে কোনও ভোটকর্মী ভোট দিতে না পারলে জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের পাশে ওই কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট কর্মীদের ব্যালট আর ডাকবিভাগে যাবে না।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Abhishek Banerjee: জলপাইগুড়িতে আবাস নিয়ে ফের কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ‍্যোপাধ্যায়ের

জলপাইগুড়ি- আবাস ইস্যুতে ফের কেন্দ্রের বিজেপিকে রাজনৈতিক আক্রমণ অভিষেক বন্দ‍‍্যোপাধ‍্যায়। তিনি বলেন,  ‘যদি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র বাংলার বকেয়া আবাসের টাকা দিত, তাহলে শিশুদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হত না; এই ক্ষতির দায়ভার বিজেপির উপরই বর্তায়’৷ প্রসঙ্গত উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত৷ বহু মানুষ আহত৷ আর এই বাড়ি হারানোর কারণ ব্যাখ্যা করতে গিয়েই তোপ দেগেছেন অভিষেক বন্দ‍্যোপাধ্যায় বিজেপিকে৷

আরও পড়ুনঃ কোচবিহার জেলা নিয়ে আজ কৌশলী বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 

তিনি আরও বলেন, ‘যাঁরা মুখে গ্যারান্টির কথা বলছেন, তাঁরা আসলে ২,০০০ কিলোমিটার দূরে বসে সোশ্যাল মিডিয়ায় গ্যারান্টি পোস্ট করছেন। তাঁদের কাজের গ্যারান্টি পাওয়া যায় শুধু টুইটে। আমাদের গ্যারান্টি মানুষের জীবন রক্ষা করে, তাঁদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করে এবং তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি। এটাই পার্থক্য।’

তিনি বেসরকারি হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন, ‘সেই প্রসঙ্গে বলেন, মানুষ এখন শর্ত নিয়ে আসছেন। আমি সকলকে আবেদন করতে চাই, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শ ভুলে আপাতত আগামী ৪৮ ঘণ্টা মানুষের পাশে দাঁড়ান। আমাদের আশা, যত দূর আমাদের পক্ষে সম্ভব আক্রান্তদের সাহায্য করা হবে। তিনি যোগ করেছেন, প্রাকৃতিক দুর্যোগ কারও আয়ত্তে থাকে না। ওই বিধ্বংসী ঝড় ও বৃষ্টি, বিরাট এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি করেছে। বহু জায়গায় চাষের জমি, ফসল ও বসত নষ্ট হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, প্রায় ১,৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে আরও দু’জন গুরুতর জখম হয়েছে। আহত এই দু’জন শিশু ও নাবালক। প্রথমজনের বয়স মাত্র ২ বছর। দ্বিতীয়জন ১৪ বছরের। তাদের চিকিৎসা চলছে।’

অভিষেক বন্দোপাধ্যায় বলেন,  ‘আমফান এবং ইয়াস ঘূর্ণিঝড়ের সময় মমতা বন্দ‍্যোপাধ্যায়  রাজ্যের সচিবালয় নবান্নে ভোর ৪টে-৫টা পর্যন্ত জেগে বসেছিলেন। মানুষের জীবন বাঁচাতে নিজে গোটা বিষয়টি পরিচালনা করেছিলেন। কীভাবে প্রতিশ্রুতি পালন করতে হয় এবং মানুষের জীবন বাঁচাতে ও মানুষের সেবা করতে হয়, সেই বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আমি এটা নিয়ে কোনও রাজনীতি করতে চাই না, কিন্তু, যাঁরা এটা নিয়ে রাজনীতি করছেন, তাঁদের বলব যে আপনারা মানুষের পাশে দাঁড়ান। জনসভা, মিছিলের মতো রাজনৈতিক কর্মকাণ্ড তো চলবেই। কিন্তু, সেগুলি দু-তিনদিন পরও হতে পারে।’

রাজনৈতিক তোপ দাগতে গিয়ে তিনি বলেন, যে বিজেপি নেতারা মুখে নানা গ্যারান্টির কথা বলছেন, ‘সঠিক সময়ের মধ্যে জলপাইগুড়ি পৌঁছতেই পারছেন না। এর থেকেই প্রমাণিত, ওঁরা শুধু রাজনীতি করছেন, উদ্ধারকাজ করছেন না। যাঁরা মানুষের সেবা করার বদলে কেবলমাত্র ছবি তোলার জন্য আজ এসেছিলেন, তাঁরা কী করলেন? গত পাঁচবছরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের সাংসদরা কোনও সদর্থক পদক্ষেপ করেছেন? তাঁরা করেননি।’ পালটা কটাক্ষ অবশ্য করেছে বিজেপি শিবির। দূর্নীতির অভিযোগ তুলে ফের সরব হয়েছে বিজেপি শিবির।

Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে কীর্তন গাইছেন বিজেপি প্রার্থী

আলিপুরদুয়ার: নির্বাচনে এলে রাজনীতিবিদদের নানান অচেনা রূপে দেখা যায়। বিশেষ করে প্রার্থীরা সারা বছর যা করেন না তেমন অনেক কিছু এই সময় করে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন। আবার এই সময়ই অনেক প্রার্থীর নিজস্ব প্রতিভার সঙ্গে পরিচয় ঘটে জনগণের। সেই ধারা মেনে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বিজেপির এই অভিজ্ঞ রাজনীতিবিদ কীর্তন গেয়ে ভোট প্রচার করলেন জনগণের মাঝে।

মনোজ টিগ্গা বর্তমানে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের সচেতক দায়িত্ব পালন করছেন। বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার পরিবর্তে এবার আলিপুরদুয়ার কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই সময় নষ্ট না করে ভোট প্রচারে নেমে পড়েছেন মনোজ। গোড়া থেকেই প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কখনও ট্রেনে চেপে, আবার কখনও চা বাগানে পাতা তুলে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন।

আর‌ও পড়ুন: গ্রামের মধ্যে গাঁজার চাষ! ঝাঁপিয়ে পড়লেন মহিলারা

এই প্রসঙ্গে মনোজ টিগ্গা বলেন, প্রচারে অভিনবত্ব নিয়ে আসার একটাই কারণ, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো। বর্তমানে কালচিনি বিধানসভায় প্রচার করছেন মনোজ টিগ্গা। দুর্গম এলাকাগুলিতে কখনও সাইকেল নিয়ে আবার কখনও টোটো নিয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তাঁকে।আবার বিকেলে মন্দিরে গিয়ে কীর্তন দলের সঙ্গে গাইতেও দেখা যায়। এই বিষয়ে মনোজ টিগ্গা জানান,ভোটে জয়ী হব তা নিশ্চিত। কিন্ত ভাল মার্জিনে যাতে জয় লাভ করতে পাড়ি তার জন‍্য মানুষের কাছে চলে যাচ্ছি।

আর‌ও পড়ুন: ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানায় মেশিনে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু!

মনোজবাবুর কথায়, মানুষ যা ভালবাসে তার অংশীদার হতে পারলে নিজেদের ভাল লাগে। প্রত‍্যন্ত এলাকাগুলিতে প্রচারে কোনও প্রার্থী যায় না। তাই এই এলাকাগুলিতে প্রচারে বেশি জোর দিয়েছেন বিজেপি প্রার্থী।

অনন্যা দে

Dilip Ghosh: ভুল মূর্তিতে মালা দিলীপের! বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূলের

Dilip Ghosh: ভুল মূর্তিতে মালা দিলীপের! বর্ধমানে ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়ে বিতর্ক। বর্ধমানের রাজা ভেবে রাজপরিবারের ঘনিষ্ঠর মূর্তিতে মালা! মহরাজ উদয়চাঁদের মূর্তি ভেবে অন্য মূর্তিতে মালা দিলীপের। উদয়চাঁদের বদলে বনবিহারী কাপুরের মূর্তিতে মালা। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূলের।

Folk Artist: অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা নির্বাচন নিয়ে গান বাঁধলেন লোকশিল্পী

বাউল গানে বারবার উঠে এসেছে দেহতত্ত্বের কথা। তবে এবার বাউলের কণ্ঠে সমাজতত্ত্ব। শান্তিপূর্ণ ও ভয়মুক্ত লোকসভা নির্বাচনের বার্তা নিয়ে গান বাঁধলেন এক বাউল। কোলে ডুগি ও হাতে একতারা নিয়ে জেলার বিভিন্ন পথঘাট, রেলস্টেশনে গান গেয়ে মানুষজনকে সচেতন করছেন স্বপন দত্ত বাউল।

লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে এসেছে। রাজ্যের শাসক দল-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখনে ও নির্বাচন প্রচারের বিভিন্ন সভা এবং মিটিং মিছিলে ব্যস্ত। ঠিক সেই সময় জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কোল ডুগি ও হাতে একতারা নিয়ে নিজের লেখা বাউল সুরে বাউল গান গেয়ে নির্বাচনের শান্তিপূর্ণ ও সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড়-এর স্বনাম ধন্য স্বপন দত্ত বাউল।

Kirti Azad-Dilip Ghosh: ‘চাকরি থেকে বরখাস্ত করবেন’! রেলওয়ে কর্মচারীকে হুমকি দিয়েছেন দিলীপ, কটাক্ষ কীর্তি আজাদের

বর্ধমান: তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ দুর্গাপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষের জমিদারি আচরণের নিন্দা করেছেন। কীর্তির অভিযোগ, বিজেপি প্রার্থী একজন রেল কর্মচারীর ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন এবং খাতায় কলমে বদলির বিষয়ে সতর্ক করেছেন। রেলওয়ে চিলড্রেনস পার্কে গতকাল দৈনন্দিন প্রাতঃভ্রমণ কালীন এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, এমনই দাবি তৃণমূলের।

আরও পড়ুন: ১২ জনের মৃত্যুতে ভাঙল ঘুম? বেআইনি নির্মাণ বন্ধে অ্যাপ আনছে পুরসভা

নির্বাচন কমিশনকে এই ঘটনাটি উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কীর্তি আজাদ বলেন, “দিলীপ ঘোষ আবারও প্রমাণ করলেন যে, তিনি এবং তাঁর দলের গণতন্ত্রের প্রতি কোনও শ্রদ্ধা নেই। আজ, তিনি রেলওয়ে শিশু পার্কের একজন কর্মচারীকে হুমকি দিয়েছিলেন যে, তিনি তাঁকে ভোট দিতে দেবেন না এবং চাকরি থেকে তাঁর বরখাস্ত নিশ্চিত করবেন। এটি বিজেপির জমিদারি মানসিকতার একটি উৎকৃষ্ট উদাহরণ। দেশে গণতন্ত্র থাকা সত্ত্বেও আরএসএস এবং বিজেপি তাতে বিশ্বাস করে না।”

তিনি যোগ করেছেন, “মাত্র কয়েকদিন আগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অবমাননাকর মন্তব্য করতে একটুও লজ্জিত হননি দিলীপ ঘোষ। তিনি আমার সম্পর্কে মন্তব্য করেছেন যে, ‘‘আমি অবসর নিয়েছি কিন্তু আমি তাঁকে বলতে চাই অবসর গ্রহণ সত্ত্বেও, মানবতার মৃত্যু হয় না। দিলীপ ঘোষ বলছেন তিনি বাঙালি, কিন্তু বিজেপি বাংলার মানুষের জন্য কী করেছে? করদাতাদের কাছ থেকে যে ১.৬ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে তার কী হল?’’