Tag Archives: Bengali News

Bengali News: বর্ষার এত আগে নদী বাঁধে ধস! আতঙ্কে কাঁপছে মানুষ

দক্ষিণ ২৪ পরগনা: অসময়ে নদীবাঁধে ধস নামায় আতঙ্কিত এলাকাবাসীরা। প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে এই ধস নেমেছে কাকদ্বীপে। ২০০ মিটার এলাকা এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: মাথাপিছু মাত্র ২৫ টাকায় পালন করুন জীবনের বিশেষ দিন! সাহায্য পাবেন অসহায়রাও

বর্ষা শুরু হওয়ার অনেক আগেই নদী বাঁধে এই ধসের ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর গ্রামে। গাছপালা ও ইলেকট্রিকের পোস্ট সহ চাষজমি ধসের কবলে পড়ে তলিয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বর্ষার সময় গোবদিয়া নদীর এই বাঁধটি ধসে গিয়েছিল। সেই সময় পুরো নদী বাঁধটি মেরামত করা হয়। রবিবার থেকে নদী বাঁধটিতে পুনরায় অল্প অল্প ফাটল ধরতে থাকে। সেই সময় বোঝা যাচ্ছিল না সেটি কত বড় আকার ধারণ করবে। সময় যত গড়াতে থাকে তত ফাটল চওড়া হয়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বর্তমানে নদীবাঁধ পুরোপুরি ধসে নদীগর্ভে চলে গিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নদী বাঁধের কাছাকাছি থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেচ দফতরের নির্দেশ দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। অমাবস্যার কোটালের জেরে নদীতে জল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ব্লক প্রশাসন। তবে অসময়ে এই বাঁধ ভাঙায় চাষে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

নবাব মল্লিক

Bengali News: মাথাপিছু মাত্র ২৫ টাকায় পালন করুন জীবনের বিশেষ দিন! সাহায্য পাবেন অসহায়রাও

বাঁকুড়া: জীবনের বিশেষ গুরুত্বপূর্ন দিন চাইলেই কাটাতেই পারেন বাঁকুড়ার একটি অত্যন্ত স্পেশাল জায়গায়। জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী, মাথাপিছু ৩০ টাকারও কম খরচে শতাধিক মানুষের খাওয়া দাওয়ার ব্যাবস্থা হয়ে যাবে এইখানে। ভাবছেন কোথায় রয়েছে এমন জায়গা? এটি এমন একটি জায়গা যেখানে রয়েছেন গল্প দাদু ও ঠাকুমার ঝুলি। এই বিশেষ জায়গায় গেলে মনে পড়ে যাবে আপনার ছেলেবেলা।

আরও পড়ুন: সর্বস্ব গিলে খেয়েছে আগুন, এই পরিবারের কাহিনি চোখে জল আনবে

বাঁকুড়ার ওন্দার রামসাগরের অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রম। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার অনুমোদনপ্রাপ্ত এই বৃদ্ধাশ্রমে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন প্রায় ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাদের প্রত্যেকেরই পিছনে ফিরে দেখার কেউ নেই। কারুর হাত নেই , কারুর পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না। অমর সেবা সংঘে এইরকমই প্রকৃত একাকী বৃদ্ধ-বৃদ্ধারা এক ছাদের তলায় বেশ কষ্টের সঙ্গেই করছেন দিন যাপন। সেই কারণেই বৃদ্ধাশ্রমের হাল ফেরাতে নতুন উদ্যোগ। এই বৃদ্ধাশ্রমেই খুব কম খরচে আয়োজন করা হবে আপনার বিশেষ দিন। শুধুমাত্র আগে থেকে ফোন করে বুক করে রাখতে হবে।

আবাসের সুপারিনটেনডেন্ট রামানন্দ দাস অধিকারী জানান, মাছ, ভাত, ডাল এবং সবজি এই প্যাকেজে বাজার মূল্য হিসেবে মাথা পিছু ২৫-৩০ টাকা পড়বে। সর্বোচ্চ ১০০-১৫০ জনের বাজার, রান্না বান্না এবং বসে খাওয়ার ব্যাবস্থা করার ক্ষমতা আমাদের রয়েছে।

আর্থিক স্বনির্ভরতাই নয় শুধুমাত্র। এছাড়াও রয়েছে একটি বিশেষ কারণ। বৃদ্ধাবাসে যে কয়জন বৃদ্ধ ও বৃদ্ধা রয়েছেন তাঁরা প্রত্যেকেই জীবনের কোনও না কোনও এক সময় চরম একাকীত্বে ভুগেছেন। ফলে বিশেষ দিন পালন উপলক্ষে আর পাঁচটা মানুষ এলে কিছুটা হলেও তাঁদের সেই একাকীত্ব ঘুচবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আপনার আসন্ন বিশেষ দিন উজ্জাপন করার জন্য হাজার হাজার টাকা খরচ করে দামী হল ঘর বুক করার আগে একবার ভেবে দেখতেই পারেন বাঁকুড়ার এই বিকল্পে কথা।

নীলাঞ্জন ব্যানার্জী

Bengali News: সর্বস্ব গিলে খেয়েছে আগুন, এই পরিবারের কাহিনি চোখে জল আনবে

কোচবিহার: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে এক হাওয়াই মিঠাই বিক্রেতার বাড়ি। নিশিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের ছিটকে বাড়ি গ্রামের বাসিন্দা এই ব্যক্তির আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। এরমধ্যে আবার আগুনে বাড়িটির চারটি ঘর ভস্মিভূত হয়ে গিয়েছে। দর্মার বেড়া দেওয়া ঘরগুলি পুড়ে যায় দমকল আসার আগেই। এরফলে পরিবারের ভবিষ্যত হয়ে পড়েছে অনিশ্চিত।

আরও পড়ুন: শিশুদের জন্য পার্ক, তারাই আসতে ভয় পাচ্ছে!

এই বাড়ির ক্ষুদে সদস্য রাজকুমারের বইপত্র‌ও আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আগুনের ভয়াবহতায় পুড়েছে জীবিকা নির্বাহের হাওয়াই মিঠাই তৈরির মেশিন ও সাইকেল। নিজের ও পরিবারের ভবিষ্যতের চিন্তায় রীতিমত অস্থির পরিবারের কর্তা নিত্যানন্দ বর্মন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এই হওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করেই সংসার চালান। এবার আগুনে তাঁর বাড়ি, হওয়াই মিঠাই মেশিন, সমস্ত নথি সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্কুলের অবসরে সাইকেলে হাওয়াই মিঠাই ফেরি করে বেড়ায় তাঁর ছেলে রাজকুমার। সাইকেলে লাগানো ব্লুটুথ সাউন্ড বক্স বাজিয়ে চলে তার ফেরির কাজ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই আগুনে ভষ্মীভূত হয়ে গেছে সেই সাইকেল সহ হাওয়াই মিঠাই বানানোর মেশিন ও ব্লুটুথ সাউন্ড বক্স। তাই পাঁচ সদস্যের পরিবারের আর্থিক যোগান এখন অনিশ্চিত। তার উপরে আবার মাথা গোঁজার মতন ঠাঁইটুকুও নেই। সব মিলিয়ে চিন্তায় রয়েছে গোটা পরিবার। তবে কিছুটা সাহায্য করেছেন প্রতিবেশীরা।

সার্থক পণ্ডিত

Bengali Video: শিশুদের জন্য পার্ক, তারাই আসতে ভয় পাচ্ছে!

নদিয়া: শিশুদের শিশু উদ্যান এখন পরিণত হয়েছে গরুর খাটালে। ভগ্নদশা পরিস্থিতি সহ বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে শিশু উদ্যানে যেতে ভয় পায় কচিকাঁচারা। প্রায় পাঁচ বছর আগে পুরসভার উদ্যোগে তৈরি হয়েছিল এই শিশু উদ্যানটি। এখন সেখানে যেতেই ভয় পায় শিশুরা।

আরও পড়ুন: অন্যরকম বিয়ে! জয়নগর ব্যতিক্রমী ঘটনার সাক্ষী

নদিয়ার শান্তিপুরের এই শিশু উদ্যানের কোথাও রয়েছে জলা জঙ্গল, ছিঁড়ে পড়ছে দোলনা, খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে রয়েছে নাগর দোলার ঘোড়া। বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে এখন শিশু উদ্যানে যেতে ভয় পায় কচিকাঁচারা। এই বিপজ্জনক শিশু উদ্যানটি অবস্থিত শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কচিকাঁচাদের দাবি, পার্কে এখন আর খেলতে আসা হয় না। কারণ সবই তো ভেঙে গেছে। স্থানীয়দের দাবি, পাঁচ বছর আগে শিশু উদ্যান তৈরি হলেও গত তিন বছর ধরে ভগ্নদশা পরিস্থিতিতে পড়ে রয়েছে উদ্যানটি। জানিয়েছিলেন এলাকার কাউন্সিলরকে, কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। তাঁরা চাইছেন, শিশু উদ্যানটি নতুন করে যদি আবার সাজিয়ে তোলা হয় তাহলে শুধু ১৬ নম্বর ওয়ার্ড নয়, শান্তিপুরে বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসবে এই উদ্যানে। কারণ পাশেই রয়েছে ভাগীরথী নদী। গ্রীষ্মকালে নদীর হাওয়া খেতে অসংখ্য মানুষের আনাগোনা হয়। যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন, এই উদ্যানটি প্রয়াত প্রাক্তন পুরপ্রধান অজয় দে তৈরি করেছিলেন। সবই ঠিকঠাক ছিল। তবে এখন উদ্যানটির পরিস্থিতি একটু খারাপ হয়ে রয়েছে। খুব তাড়াতাড়ি শিশু উদ্যানটির উন্নয়ন করা হবে এবং সাজিয়ে তোলা হবে। এখন দেখার কবে ওই শিশু উদ্যানটি ভগ্নপ্রায় দশা থেকে আবার ফিরে পায় নতুন প্রাণ!

মৈনাক দেবনাথ

Bengali News: অন্যরকম বিয়ে! জয়নগর ব্যতিক্রমী ঘটনার সাক্ষী

দক্ষিণ ২৪ পরগনা: এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল জয়নগর। এখানে একসঙ্গে মুসলিম সম্প্রদায়ের ২০ জনের গণবিবাহ সম্পন্ন হল একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।

আরও পড়ুন: গ্রামীণ প্রতিভার বিকাশে অন্যরকম ভাবনা

পিছিয়ে পড়া পরিবারের দম্পতিদের বিবাহবন্ধনে আবদ্ধ করে ওই সংস্থাটির ঘোষণা, আগামী দিনে এই সংখ্যাটাকে বাড়িয়েই ১০০-তে নিয়ে যেতে চান তাঁরা। জয়নগর থানার বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের কামারিয়ার দুই বোনের হাট এলাকায় এই গণ বিবাহের আসর বসে। ইসলাম ধর্মীয় রীতি মেনে এখানে বিবাহ হয়। জয়নগর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে অনাথ ছেলে-মেয়েদের একত্রিত করে এই সংস্থা বিবাহ দেয়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শুধুই যে বিয়ে দিয়ে দেওয়া তা নয়। গরিব পরিবারের নব দম্পতিরা সংসার জীবন শুরু করে যাতে সমস্যায় না পড়ে তার‌ও ব্যবস্থাও করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। তাই উপহার হিসেবে নব দম্পতিদের হাতে প্রয়োজনীয় আসবাবপত্র, রান্নার সরঞ্জাম সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের তালিকায় ছিল খাট, বিছানা, আলমারি, হাঁড়ি, কড়া নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সমস্ত কিছু। গোটা উদ্যোগে খুশি নবদম্পতিরা। এদিনের এই বিবাহ অনুষ্ঠানে রীতিমত নিমন্ত্রিত হয়ে প্রায় দুহাজার মানুষ দুপুরের আহার সারেন। সকলে নবদম্পতিদের আশীর্বাদ করেছেন।

সুমন সাহা

Bengali News: মিষ্টি, মাদুর, ল্যাংচার পর এবার রাজ্যে উডেন হাব! ঠিক কী জানা গেল

পূর্ব মেদিনীপুর: মাদুর হাব, মিষ্টি হাব, ল্যাংচা হাবের পর এবার উডেন হাব তৈরির চিন্তাভাবনা। এই দাবি জানালেন কাঠের আসবাবপত্র তৈরির কারখানার মালিকরা। এই হাব গড়ে উঠলে মালিকদের পাশাপাশি উপকৃত হবেন কাঠমিস্ত্রিরা।

আরও পড়ুন: সরস্বতী পুজোর আগেই দূর হল কুল নিয়ে আশঙ্কা

কাঠের হাব বা উডেন হাব তৈরির দাবি উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। এখানে বিস্তীর্ণ এলাকায় অসংখ্য কাঠের আসবাবপত্র বা ফার্নিচার তৈরির কারখানা আছে। এখানকার কাঠের ফার্নিচার ওড়িশা, বিহার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যায়। পাঁশকুড়া ব্লক ও শহর এলাকায় ২৫ থেকে ৩০ টির মতো ছোট-বড় কাঠের আসবাব তৈরির কারখানা গড়ে উঠেছে। সেই কারখানাগুলিতে হাজার হাজার শ্রমিক ও শিল্পী কাজ করেন। এই কারখানাগুলির উপর নির্ভর করে কয়েক হাজার পরিবারের সংসার চলে।

পশ্চিম মেদিনীপুরের ঘাটলে স্বর্ণ হাব গড়ে তোলার আবেদন জানানো হয়েছিল। সেই মতো রাজ্য সরকার স্বর্ণ হাব গড়ে তোলার প্রস্তুতি শুরু করেছে। স্বর্ণ হাবের মত যাতে পাশের জেলার পাঁশকুড়ায় উডেন হাব গড়ে তোলা যায় তার আবেদন জানান হয়েছে প্রশাসনের কাছে। কারখানার মালিক জামির ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পাঁশকুড়ায় কাঠের নানা ধরনের সরঞ্জাম তারি হয়ে দেশের বিভিন্ন রাজ্যে রফতনি হয়ে থাকে। রাজ্য সরকার যদি উডেন হাব গড়ে তোলার ব্যবস্থা করে তাহলে অনেকেই উপকৃত হবে। কর্ম সংস্থানও বাড়বে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র জানান, পাঁশকুড়া ব্লক ও শহর এলাকাজুড়ে ছোট-বড় বহু কারখানা আছে। সেখানে বহু মানুষ কাজ করে স্বনির্ভর হচ্ছেন। আগামীদিনে যাতে সরকারি উদ্যোগে উডেন হাব গড়ে তোলা যায় সেদিকে আমাদের নজর থাকবে। উডেন হাব গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় এর আগে মাছ চাষ নিয়ে একটি মৎস্যহাব গড়ে ওঠার কথা হয়েছিল ময়নাতে। তারপর এবার পাঁশকুড়ায় উডেন হাব তৈরির প্রস্তাব এল

সৈকত শী

Bengali News: রোগীদের বিছানার পাশে জ্বলছে মোমবাতি! বিদ্যুৎহীন হাসপাতালে দুর্ঘটনা ঘটলে দায় কার

মুর্শিদাবাদ: এ কী অবস্থা সরকারি হাসপাতালের! দেখলে মনে হবে নরক গুলজার। সকাল থেকেই নেই বিদ্যুৎ। বাধ্য হয়ে মোমবাতি ও মোবাইলের আলোতে চিকিৎসা হচ্ছে হাসপাতাল। সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও অন্ধকারের ডুবে ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।

আরও পড়ুন: সিংহ দম্পতি সঙ্গে চশমা বাঁদর, বেঙ্গল সাফারিতে নতুন চমক

স্বাস্থ্যকেন্দ্রে কোনওরকম আলো না থাকায় মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা করা হচ্ছে সেখানে ভর্তি থাকা রোগীদের। সেই সুযোগে হাসপাতালের আউটডোর এবং ইনডোর যেন কুকুর-বিড়ালের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এমনই ছবি লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের অভিযোগ, রবিবার সকাল থেকেই পুরো হাসপাতাল চত্বরে কোন‌ওরকম বিদ্যুৎ পরিষেবা নেই। ফলে দিনে সে রকম সমস্যা না হলেও সন্ধের পর থেকে বিদ্যুতের দেখা না মেলায় সমস্যায় পড়েছে রুগীরা। বন্ধ রয়েছে জেনারেটর মেশিন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হাসপাতালের এই বেহাল দশা নিয়ে সেখানে কর্মরত চিকিৎসক সারুক হোসেন জানান, জেনারেটর খারাপ হয়ে গিয়েছে। সকাল থেকেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। তাই আমরা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের বলেছি, মোমবাতি নিয়ে এসে বেডের কাছে রাখতে। কিন্তু এর ফলে কোন‌ও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে সেই নিয়ে প্রশ্ন উঠছে।

কৌশিক অধিকারী

Bengali News: ঘুমের মধ্যেই জ্বলে উঠল বাড়ি! আগুন নেভাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি মহিলার

মুর্শিদাবাদ: ঘুমের মধ্যেই ভোররাতে আগুন ধরে গেল বাড়িতে। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। তাতেই ছারখার হয়ে গেল গোটা বাড়ি। ডোমকলের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। ওই পরিবারের গবাদি পশু থেকে হাঁস, মুরগি সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: মা হয়ে এ কী করলেন! ঘরে ঢুকতেই দৃশ্য দেখে স্তম্ভিত

সোমবার ভোরে হঠাৎই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ডোমকলের ভগীরথপুর গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়া পাড়ার বাসিন্দা উরফান শেখের বাড়িতে। তখন গোটা পরিবার বাড়িতে ঘুমোচ্ছিল। হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠায় সকলের ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর জখম হন পরিবারের এক মহিলা। এগিয়ে আসেন গ্রামের বাকি বাসিন্দারাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাড়ির মালিক উরফান শেখ বলেন, চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। লক্ষ লক্ষ টাকার জিনিস পুড়ে গিয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত প্রধান আতিবুদ্দিন শেখ। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কৌশিক অধিকারী