Tag Archives: Festival
Manasapuja 2024 Date & Time: এ বছর মনসাপুজো কবে? জানুন দিনক্ষণ, সময় এবং সর্পদেবীকে পুজো করার শুভ ফল
Ashada Amavasya Dos & Donts: আসছে আষাঢ় অমাবস্যা, এই পাতা তুললেই সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল! জানুন কী কিনলে জীবন তছনছ হয়ে যাবে
Ashada Amavasya Rituals 2024: আসছে আষাঢ় অমাবস্যা! কত ক্ষণ থাকবে এই তিথি? অর্থ ও সৌভাগ্য লাভে সন্ধ্যায় প্রদীপ জ্বালুন এই গাছের নীচে, ভুলেও পরবেন না এই জিনিস
Ambubachi Dos & Donts: শুরু হয়েছে অম্বুবাচী, জানুন এ সময়ে কোন কোন কাজ করলে তছনছ হতে পারে জীবনের সুখশান্তি
Ambubachi Rituals 2024 : শনিবার থেকে শুরু অম্বুবাচী, এই শব্দের অর্থ কী? এ সময়ে কোন কাজ করলেই হবে সর্বনাশ? জানুন
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : শুরু হয়েছে অম্বুবাচীর সময়কাল। এই সময় নীলাচল পাহাড়ের কোলে অবস্থিত কামাখ্যা দেবীর মন্দিরের গর্ভগৃহ থাকবে বন্ধ। তার পর আয়োজন করা হবে মহা উৎসবের। কামরূপ কামাখ্যায় অম্বুবাচী বিশেষভাবে পালন করা হলেও, এই সময়কালের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের কাছে।
কিন্তু কেন পালন করা হয় অম্বুবাচী? এই সময় কী কী কাজ ভুলেও করতে নেই? জেনে রাখুন বিশেষজ্ঞের মত। বিশেষজ্ঞ ব্রাহ্মণ ধীমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অম্বুবাচী শব্দের অর্থ। তিনি বলছেন, এখানে অম্বু শব্দের অর্থ জল এবং বাচী শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এই সময় পৃথিবীতে জলের মাত্রা বৃদ্ধি পায়। খুব সহজ ভাষায় বললে ঋতুচক্রে এই সময় বর্ষাকাল প্রবেশ করে।
আর এই সময়টাকে পালন করা হয় নির্দিষ্ট কিছু বিধিনিষেধের মধ্য দিয়ে। যেহেতু জীবকূলের মূল আধার প্রকৃতি, তাই প্রকৃতি মায়ের প্রতি সম্মান জানিয়ে এই সময় পালন করা হয়। তিনি বলছেন এই সময়, কোনওভাবেই মাটিকে আঘাত করতে নেই। এই সময় কৃষিকাজ বন্ধ রাখার নিয়ম রয়েছে। অম্বুবাচী পেরিয়ে গেলে তারপর কৃষিকাজ শুরু করতে হয়। এই সময় মাটি কোপানো বন্ধ রাখা উচিত।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই সময় অনেকেই ঘরের মাতৃ মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখেন। অথবা তাদের মুখ ঘুরিয়ে রাখেন। কেউ কেউ মাতৃমূর্তির ক্যালেন্ডার উল্টো দিকে ঘুরিয়ে দেন। কিন্তু এটা ঠিক নয় বলেই তার মতামত। তিনি বলেছেন, এই সময় সংকল্প করে কোনও পুজো করা উচিত নয়। পাশাপাশি এই সময় যে কোনওরকম ক্ষৌর কর্ম অর্থাৎ চুল, দাড়ি, নখ কাটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এই পুরোহিত।
Doi Chida Utsav: মহাপ্রভুর নির্দেশে আজও দই-চিঁড়ে বিতরণ হচ্ছে! দণ্ড মহোৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়
উত্তর ২৪ পরগনা: সাড়ম্বরে জেলায় পালিত হল দই-চিঁড়ে উৎসব। পানিহাটির চিঁড়ে মহোৎসবের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ৫০০ বছর আগে। শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় থেকে এই চিঁড়ে উৎসব বা দণ্ড উৎসবের প্রথা চলে আসছে। সেই প্রথা মেনে এই বছর ৫০৮ তম দণ্ড মহোৎসব পালিত হল পানিহাটি গঙ্গার তীরবর্তী মহোৎসবতলা ঘাটে।
এই মহোৎসবে শুধু পানিহাটি নয়, সারা জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মালম্বী ভক্তরা ভিড় করেন। এমনকি ভিন রাজ্য থেকেও বহু ভক্ত আসেন এখানে। কথিত আছে, ঐশ্বর্যমণ্ডিত সপ্তগ্রামের রাজার একমাত্র পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমায় আকৃষ্ট হয়ে বিপুল ঐশ্বর্য ও তার রূপসী পত্নীকে পরিত্যাগ করেন। মহাপ্রভুর দেখা পেতে তিনি নানা জায়গায় ঘুরতে থাকেন। একদিন প্রভু নিত্যানন্দ পানিহাটি গ্রামে এসেছেন শুনে রঘুনাথ দাস গোস্বামী সেখানে যান। সেখানে ভক্তদের ভিড় থাকায় তিনি দর্শনলাভের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করতে থাকেন। গঙ্গার তীরে যেখানে ভক্তদের সাথে শ্রীনিত্যানন্দ প্রভু বসে ছিলেন, সেখানে তিনি উপস্থিত হয়ে দূর থেকে দেখলেন গঙ্গাতট আলোকিত করে একটি বৃক্ষমূলে ভক্তপরিবৃত হয়ে শ্রীনিত্যানন্দ প্রভু বসে আছেন। শ্রী রঘুনাথ তাঁকে দেখেই দূর থেকে ষাষ্টাঙ্গে দণ্ডবৎ জানালেন।
আরও পড়ুন: যোগ দিবসে বাংলার জন্য বিরাট খুশির খবর, চমক রায়দিঘির কিশোরের!
জমিদার শ্রী গোবর্ধন দাসের পুত্র রুঘুনাথ পানিহাটিতে এসেছেন, সেই খবর পেয়ে সারা গ্রামে সাড়া পড়ে গেল। ভক্তরা সেই সমাচার শ্রীনিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করেছিলেন। তিনি রঘুনাথের নাম শুনে বলে ওঠেন, ‘‘ওরে চোরা, এতদিনে দর্শন দিলি! আয়, আয়, আজ তোরে দণ্ড দেব।’’ নিত্যানন্দ প্রভু এভাবে আদর করে ডাক দিলেও শ্রী রঘুনাথ দ্বিধায় সঙ্কোচে দূরে দূরে থাকছিলেন। তখন শ্রীনিত্যানন্দ তাঁকে জোর করে কাছে টেনে এনে তাঁর মাথায় তাঁর শ্রীপাদপদ্ম স্পর্শ করান৷ এর পর মহাপ্রভু শ্রী চৈতন্য দেব উপস্থিত ভক্ত বৃন্দকে বলেছিলেন, রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তিস্বরূপ এখানে উপস্থিত সকলকে আহার হিসেবে দই-চিঁড়ে খাওয়াতে হবে। সেইই থেকে শুরু এই দই-চিঁড়ে উৎসবের।
প্রতি বছর পানিহাটির মহোৎসবতলা ঘাটে দণ্ড মহোৎসব পালিত হয়। এ বছরেও যথারীতি মহা ধুমধাম করে সেই প্রথা পালিত হয়েছে। তবে কয়েক বছর আগে এই দণ্ড মহোৎসব ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ভিড়ের চাপে বহু মানুষ পদপৃষ্ঠ হন। তারপর থেকেই প্রশাসনের তরফে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে এই উৎসব ঘিরে। এদিনও তাই উৎসব পালনে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় পানিহাটি মহোৎসব তলা ঘাটে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর ছিল প্রশাসনের। আগত ভক্তদের যাতায়াত ও যোগাযোগের সুবিধার দিকেও বাড়তি নজর রাখা হয়েছে এবছর। এদিন এই উৎসব উপলক্ষে ভক্ত সমাগমের মধ্যে দিয়ে পানিহাটি মহোৎসব তলা ঘাটে চলছে দন্ড মহোৎসব পালন।
রুদ্রনারায়ণ রায়
Ambubachi 2024 Schedule: রাত পোহালেই শুরু অম্বুবাচী, কত দিন চলবে? জানুন নির্ঘণ্ট ও নিবৃত্তির সময়
Ashada Purnima 2024 Dos & Donts: আজ আষাঢ় পূর্ণিমা কত ক্ষণ আছে? পুণ্যতিথির সন্ধ্যায় এই গাছের নীচে জ্বালুন প্রদীপ, জীবন ভরে থাকবে অর্থসুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে
Ashadha Purnima Rituals 2024: শুক্রবার আষাঢ় পূর্ণিমা! সন্ধ্যায় চন্দ্রদেবতাকে এই জিনিস নিবেদন করলে দূর হবে দাম্পত্য বিবাদ! সুখের হবে বিবাহিত জীবন